× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

ফুড অ্যান্ড ট্রাভেল
সেগাফ্রেডো জেনেতি এসপ্রেসো কফিশপে নতুন রেসিপি
google_news print-icon

সেগাফ্রেডো জেনেতি এসপ্রেসো কফিশপে নতুন রেসিপি

সেগাফ্রেডো-জেনেতি-এসপ্রেসো-কফিশপে-নতুন-রেসিপি
রেসিপিতে নতুন করে শ্রিম্প টেম্পুরা, সেফস স্পেশাল মিক্সড গ্রিল প্লেটার, ফেটা প্রন পাসতা, স্পিনাচ পেস্টো পাসতা, এরাবিক বটি কাবাব, সেগাফ্রেডো রেপ, হাম্মাস যুক্ত হয়েছে।

দেশের প্রথম ইতালিয়ান ব্র্যান্ড কফিশপ চট্টগ্রামের সেগাফ্রেডো জেনেতি এসপ্রেসোতে নতুন আটটি রেসিপি যোগ হয়েছে।

বিশ্বখ্যাত ও জনপ্রিয় এ কফি ব্রান্ডটিতে নতুন মেনু যুক্ত করা প্রসঙ্গে সেগাফ্রেডো জেনেতি এসপ্রেসোর সত্ত্বাধিকারী ও এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত জানান, শুধু মানুষের খাদ্যের চাহিদা মেটাবে তা নয়, নিরাপদ ও গুণগতমানও নিশ্চিত করছে। তাই নতুন করে আটটি রেসিপি আনা হয়েছে।

৪৮ জনের বসার ব্যবস্থা সম্বলিত এ কফিশফে নিয়মিত রেসিপির পাশাপাশি নতুন করে শ্রিম্প টেম্পুরা, সেফস স্পেশাল মিক্সড গ্রিল প্লেটার, ফেটা প্রন পাসতা, স্পিনাচ পেস্টো পাসতা, এরাবিক বটি কাবাব, সেগাফ্রেডো রেপ, হাম্মাস যুক্ত হয়েছে।

তিনি বলেন, ‘আমরা সবসময় খাবারের গুণগত মান রক্ষায় সচেষ্ট রয়েছি। রুচির ও স্বাদের সম্মিলন করে খাবারের তালিকা বাড়ানো হচ্ছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক, র‍্যাংকস এফসি প্রপার্টিজের সিইও তানভির শাহরিয়ার রিমন, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা বিদ্যুৎ বড়ুয়া, চিটাগাং কো অপারেটিভ হাউজিং সোসাইটির কমিটি সাবেক সদস্য মোহাম্মদ সাজ্জাদ।

মন্তব্য

আরও পড়ুন

ফুড অ্যান্ড ট্রাভেল
Drink delicious twisted smoothies at Iftar

ইফতারে পান করুন মজাদার টুইস্টেড স্মুদি

ইফতারে পান করুন মজাদার টুইস্টেড স্মুদি মজাদার টুইস্টেড স্মুদি। ছবি: সংগৃহীত
স্লাইস করে রাখা তরমুজ, কলা, দুধ/দই, বাদাম, পুদিনা পাতা ও পরিমাণমতো বরফ কুচি একটি ব্লেন্ডারে দিয়ে মসৃণ না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। তারপর গ্লাসে স্মুদি ঢেলে মনমতো সাজিয়ে পরিবেশন করুন।

দিনভর রোজা রেখে ইফতারে চাই এমন কিছু যা প্রশান্তি আনবে দেহ ও মনে। তাই ইফতারে রাখতে পারেন মজাদার টুইস্টেড স্মুদি রেসিপি। শেফ ডিটি প্রীতিকা বেদীর টুইস্টেড স্মুদির রেসিপি তুলে ধরা হলো নিউজবাংলার পাঠকদের জন্য।

উপকরণ

১. ২ স্লাইস তরমুজ

২. ১টি কলা

৩. ১ গ্লাস দুধ বা হাফ বাটি দই

৪. ৫টি বাদাম

৫. ৩/৪টি পুদিনা পাতা

৬. পরিমাণমতো বরফ কুচি

প্রস্তুত প্রণালি

স্লাইস করে রাখা তরমুজ, কলা, দুধ/দই, বাদাম, পুদিনা পাতা ও পরিমাণমতো বরফ কুচি একটি ব্লেন্ডারে দিয়ে মসৃণ না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। তারপর গ্লাসে স্মুদি ঢেলে মনমতো সাজিয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন:
ইফতারে পান করুন পিনাট বাটারের মজাদার স্মুদি
ইফতারে পান করুন স্ট্রবেরির মজাদার স্মুদি
ইফতারে দেহ মন শান্ত করতে খান দই শসার মজাদার সালাদ
ইফতারে পান করুন মজাদার ওট মিল্ক স্মুদি
ইফতারে পান করুন আপেল চিয়া সিডের মজাদার স্মুদি

মন্তব্য

ফুড অ্যান্ড ট্রাভেল
Drink a delicious peanut butter smoothie after Iftar

ইফতারে পান করুন পিনাট বাটারের মজাদার স্মুদি

ইফতারে পান করুন পিনাট বাটারের মজাদার স্মুদি পিনাট বাটার স্মুদি। ছবি: সংগৃহীত
টুকরো করে রাখা কলা, দুধ, পিনাট বাটার একটি ব্লেন্ডারে দিয়ে মসৃণ না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। তারপর গ্লাসে স্মুদি ঢেলে বরফ কুচি দিয়ে মনমতো সাজিয়ে পরিবেশন করুন।

দিনভর রোজা রেখে ইফতারে চাই এমন কিছু যা পুষ্টিতে ভরপুর। পিনাট বাটার স্মুদিতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। তাই ইফতারে রাখতে পারেন পিনাট বাটারের মজাদার স্মুদি। এনডিটিভি ফুডের পিনাট বাটার স্মুদির রেসিপি তুলে ধরা হলো নিউজবাংলার পাঠকদের জন্য।

উপকরণ

১. ১টি কলা

২. ১ কাপ দুধ

৩. ৩ টেবিল চামচ পিনাট বাটার

প্রস্তুত প্রণালি

টুকরো করে রাখা কলা, দুধ, পিনাট বাটার একটি ব্লেন্ডারে দিয়ে মসৃণ না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। তারপর গ্লাসে স্মুদি ঢেলে বরফ কুচি দিয়ে মনমতো সাজিয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন:
ইফতারে পান করুন স্ট্রবেরির মজাদার স্মুদি
ইফতারে দেহ মন শান্ত করতে খান দই শসার মজাদার সালাদ
ইফতারে পান করুন মজাদার ওট মিল্ক স্মুদি
ইফতারে পান করুন আপেল চিয়া সিডের মজাদার স্মুদি
ইফতারে পান করুন তরমুজের মজাদার স্মুদি

মন্তব্য

ফুড অ্যান্ড ট্রাভেল
Have a delicious strawberry smoothie after Iftar

ইফতারে পান করুন স্ট্রবেরির মজাদার স্মুদি

ইফতারে পান করুন স্ট্রবেরির মজাদার স্মুদি স্ট্রবেরির মজাদার স্মুদি। ছবি: সংগৃহীত
কেটে রাখা স্ট্রবেরি, দুধ, দই, চিনি, ভ্যানিলা এক্সট্রাক্ট ও পরিমাণমতো বরফ কুচি একটি ব্লেন্ডারে দিয়ে মসৃণ না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। তারপর গ্লাসে স্মুদি ঢেলে মনমতো সাজিয়ে পরিবেশন করুন।

দিনভর রোজা রেখে ইফতারে চাই এমন কিছু যা প্রশান্তি আনবে দেহ ও মনে। তাই ইফতারে রাখতে পারেন স্ট্রবেরির মজাদার স্মুদি। শেফ স্নেহা শিন্ডের স্ট্রবেরি স্মুদির রেসিপি তুলে ধরা হলো নিউজবাংলার পাঠকদের জন্য।

উপকরণ

১. ৮টি স্ট্রবেরি

২. ১/২ কাপ দুধ

৩. ১/২ কাপ দই

৪. ৩ টেবিল চামচ চিনি

৫. ২ চা চামচ ভ্যানিলা এক্সট্রাক্ট

৬. পরিমাণমতো বরফ কুচি

প্রস্তুত প্রণালি

কেটে রাখা স্ট্রবেরি, দুধ, দই, চিনি, ভ্যানিলা এক্সট্রাক্ট ও পরিমাণমতো বরফ কুচি একটি ব্লেন্ডারে দিয়ে মসৃণ না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। তারপর গ্লাসে স্মুদি ঢেলে মনমতো সাজিয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন:
ইফতারে দেহ মন শান্ত করতে খান দই শসার মজাদার সালাদ
ইফতারে পান করুন মজাদার ওট মিল্ক স্মুদি
ইফতারে পান করুন আপেল চিয়া সিডের মজাদার স্মুদি
ইফতারে পান করুন তরমুজের মজাদার স্মুদি
ইফতারে পান করুন মজাদার আম পান্না

মন্তব্য

ফুড অ্যান্ড ট্রাভেল
Have a delicious curd cucumber salad for iftar

ইফতারে দেহ মন শান্ত করতে খান দই শসার মজাদার সালাদ

ইফতারে দেহ মন শান্ত করতে খান দই শসার মজাদার সালাদ দই শসার মজাদার সালাদ রেসিপি। ছবি: সংগৃহীত
প্রথমে দই ভালো করে ফেটিয়ে নিন । তারপর একটি বাটিতে ফেটিয়ে রাখা দই, স্লাইস করা শসা, কাঁচা মরিচ, ধনেপাতা কুচি ও স্বাদমতো গোলাপী লবণ দিয়ে ভালোমতো মিক্সড করুন। তারপর মনমতো সাজিয়ে পরিবেশন করুন।  

দিনভর রোজা রেখে ইফতারে চাই এমন কিছু যা প্রশান্তি আনবে দেহ ও মনে। তাই ইফতারে রাখতে পারেন দই শসার মজাদার সালাদ। এনডিটিভি ফুডের দই শসার মজাদার সালাদ রেসিপি তুলে ধরা হলো নিউজবাংলার পাঠকদের জন্য।

উপকরণ

১. ১ কাপ স্লাইস করা শসা

২. ১/২ কাপ দই

৩. ১/২ চা চামচ কাঁচা মরিচ কুচি

৪. ১/২ চা চামচ ধনেপাতা কুচি

৫. স্বাদমতো গোলাপী লবণ

প্রস্তুত প্রণালি

প্রথমে দই ভালো করে ফেটিয়ে নিন । তারপর একটি বাটিতে ফেটিয়ে রাখা দই, স্লাইস করা শসা, কাঁচা মরিচ, ধনেপাতা কুচি ও স্বাদমতো গোলাপী লবণ দিয়ে ভালোমতো মিক্সড করুন। তারপর মনমতো সাজিয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন:
হেলদি এগ ড্রপ হোয়াইট স্যুপ বানাবেন যেভাবে
আর্জেন্টাইনদের প্রিয় খাবার আসাদো বানাবেন যেভাবে
ঈদে রাতের খাবারদাবার
ঈদের দুপুরে জম্পেশ খাবার
ঈদ শুরু হোক মজাদার নাশতায়

মন্তব্য

ফুড অ্যান্ড ট্রাভেল
Drink these 5 drinks to stay healthy during Ramadan

রমজানে চাঙা থাকতে পান করুন এই ৫ পানীয়

রমজানে চাঙা থাকতে পান করুন এই ৫ পানীয় প্রতীকী ছবি
পানি আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি। তাই সেহরি এবং ইফতারের সময় সঠিক পরিমাণে তরল পানীয় গ্রহণ করা গুরুত্বপূর্ণ যাতে আমাদের শরীরে পানির সুষ্ঠু পরিমাণ বজায় থাকে।

সিয়াম সাধনার মাস রমজানে ভোররাতে সেহরি খেয়ে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন মুসলিমরা। এ সময়ে পানি ছাড়া প্রায় পুরো দিন কাটানো চ্যালেঞ্জিং হতে পারে। পানি আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি। তাই সেহরি এবং ইফতারের সময় সঠিক পরিমাণে তরল পানীয় গ্রহণ করা গুরুত্বপূর্ণ যাতে আমাদের শরীরে পানির সুষ্ঠু পরিমাণ বজায় থাকে।

এ রমজানে চাঙা থাকতে নিচের ৫টি পানীয় আপনার সেহরি এবং ইফতারের তালিকায় থাকতে পারে।

ডাবের পানি

রমজান মাসে হাইড্রেটেড থাকার একটি সতেজ এবং প্রাকৃতিক উপায় হচ্ছে ডাবের পানি। এটি প্রয়োজনীয় ইলেক্ট্রোলাইটস, ভিটামিন এবং খনিজ পদার্থে পরিপূর্ণ যা আপনাকে আপনার শরীরের তরলের ঘাটতি পূরণ করতে সাহায্য করবে।

রুহ আফজা শরবত

রমজান মাসে সবচেয়ে বেশি পান করা হয় রুহ আফজা শরবত। এটি একটি রিফ্রেশিং এবং সুগন্ধযুক্ত পানীয় যা আপনাকে দীর্ঘক্ষণ খাবার এবং পানি ছাড়াই তৃষ্ণা মেটাতে সাহায্য করবে। এটি পানি বা দুধের সঙ্গে মিশ্রিত করতে পারেন। এ ছাড়া আরও নান্দনিকভাবে আনন্দদায়ক করতে তরমুজের ছোট টুকরা এবং তাজা পুদিনা পাতা দিয়ে সাজাতে পারেন রুহ আফজার শরবত।

ভেষজ উপাদানের পানীয়

পানিতে একটি সাধারণ টুইস্ট দিয়ে প্রাকৃতিকভাবে সুস্বাদু করে তুলতে স্পিয়ারমিন্ট, পেপারমিন্ট এবং লেমনগ্রাসের মতো ভেষজগুলির তুলনা হয়না। এতে রয়েছে শীতল উপাদান যা পানিতে মিশ্রিত করলে স্বাস্থ্যকর পানীয় তৈরি হবে।

আপনাকে যা করতে হবে তা হলো, একটি পাত্রে পানি নিয়ে পুদিনা পাতা এবং লেবুর রস যোগ করা। এর সঙ্গে আপনার পছন্দের ফলের টুকরাও যোগ করতে পারেন। ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন, সঙ্গে সামান্য গোলমরিচ, হালকা লবণ ও বরফ কুঁচি দিয়ে পরিবেশন করুন। ইফতারে এটি দিবে দারুণ সতেজতা।

দুধ ও খেজুরের স্মুদি

দুধ এবং খেজুর স্মুদি অত্যন্ত পুষ্টিকর একটি পানীয় যা রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। খেজুর চটজলদি এবং সহজলভ্য হওয়ায় অনেকেই খেজুর খেয়ে রোজা ভাঙেন। ঘরে বসেই খেজুর থেকে পুষ্টিকর পানীয় তৈরি করতে পারেন।

শুধু খেজুর গুঁড়ো করে দুধের সঙ্গে মিশিয়ে নিন। খেজুর দুধের সঙ্গে সুন্দরভাবে মিশে গেলেই আপনার শক্তি বৃদ্ধিকারী পানীয় প্রস্তুত হয়ে যাবে।

ফলের জুস

এ রমজানে ফলের রস তৃষ্ণা নিবারণের জন্য একটি অসাধারণ পানীয় হতে পারে। তাজা ফলের রস প্রাকৃতিক উপাদানের পুষ্টিতে ভরপুর। এগুলো সুস্বাদু এবং প্রস্তুত করা সহজ।

আপনার পছন্দমতো যেকোনো ফলের জুস তৈরি করতে পারেন। তরমুজ, কমলা, পেঁপে, আঙ্গুর, লেবু, আনারসের মতো পানিযুক্ত উপাদানের ফল খাওয়ার পরামর্শ দেয়া হয়। সুস্বাদু মিশ্র ফলের জুসও তৈরি করতে পারেন একসঙ্গে।

আরও পড়ুন:
সংকটকালেও ফল আমদানি বেড়েছে সাড়ে ৩ গুণ
স্বর্ণের দামে রেকর্ড, ভরি ৮৭ হাজার টাকা ছাড়াল
‘বসুন্ধরা গোল্ড রিফাইনারি মার্চে উৎপাদনে যাবে’
ভয়কে জয় করে নাছিমার ড্রাগন বাগান
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ফল প্রকাশ, পাস ৬৮.১৯%

মন্তব্য

ফুড অ্যান্ড ট্রাভেল
Drink a delicious oat milk smoothie after Iftar

ইফতারে পান করুন মজাদার ওট মিল্ক স্মুদি

ইফতারে পান করুন মজাদার ওট মিল্ক স্মুদি ওট মিল্ক স্মুদি। ছবি: সংগৃহীত
ওট মিল্ক, কলা, চিনাবাদামের মাখন এবং বরফ একটি ব্লেন্ডারে দিয়ে মসৃণ না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। তারপর গ্লাসে ঢেলে মনমতো সাজিয়ে পরিবেশন করুন।

দিনভর রোজা রেখে ইফতারে চাই এমন কিছু যা প্রশান্তি আনবে দেহ ও মনে। তাই ইফতারে রাখতে পারেন ওট মিল্কের মজাদার স্মুদি। শেফ কুনাল মুথারের ওট মিল্ক স্মুদির রেসিপি তুলে ধরা হলো নিউজবাংলার পাঠকদের জন্য।

উপকরণ

১. ১ গ্লাস চিনি ছাড়া ওট মিল্ক

২. ১ টেবিল চামচ চিনাবাদামের মাখন

৩. ১টি কলা

৪. সামান্য বরফ

প্রস্তুত প্রণালি

ওট মিল্ক, কলা, চিনাবাদামের মাখন এবং বরফ একটি ব্লেন্ডারে দিয়ে মসৃণ না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। তারপর গ্লাসে ঢেলে মনমতো সাজিয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন:
ইফতারে পান করুন আপেল চিয়া সিডের মজাদার স্মুদি
ইফতারে পান করুন তরমুজের মজাদার স্মুদি
ইফতারে পান করুন মজাদার আম পান্না
ইফতারে মজাদার শির খুরমা
হেলদি এগ ড্রপ হোয়াইট স্যুপ বানাবেন যেভাবে

মন্তব্য

ফুড অ্যান্ড ট্রাভেল
Drink a delicious Apple Chia Seed Smoothie after Iftar

ইফতারে পান করুন আপেল চিয়া সিডের মজাদার স্মুদি

ইফতারে পান করুন আপেল চিয়া সিডের মজাদার স্মুদি আপেল চিয়া সিডের মজাদার স্মুদি। ছবি: সংগৃহীত
কেটে রাখা আপেলের টুকরা, দই, পিনাট বাটার ও চিয়া সিড একটি ব্লেন্ডারে দিয়ে মসৃণ না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। ফ্রিজে রেখে ঠান্ডা করুন। তারপর গ্লাসে ঢেলে মনমতো সাজিয়ে পরিবেশন করুন।

দিনভর রোজা রেখে ইফতারে চাই এমন কিছু যা প্রশান্তি আনবে দেহ ও মনে। তাই ইফতারে রাখতে পারেন আপেল চিয়া সিডের মজাদার স্মুদি। শেফ বৈশালী লুথরা জলির আপেল চিয়া সিডের মজাদার স্মুদির রেসিপি তুলে ধরা হলো নিউজবাংলার পাঠকদের জন্য।

উপকরণ

১. ১টি আপেল

২. ১ কাপ দই

৩. ১ চা চামচ পিনাট বাটার (অপশনাল)

৪. ১ চা চামচ চিয়া সিড

প্রস্তুত প্রণালি

কেটে রাখা আপেলের টুকরা, দই, পিনাট বাটার ও চিয়া সিড একটি ব্লেন্ডারে দিয়ে মসৃণ না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। ফ্রিজে রেখে ঠান্ডা করুন। তারপর গ্লাসে ঢেলে মনমতো সাজিয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন:
ইফতারে পান করুন তরমুজের মজাদার স্মুদি
ইফতারে পান করুন মজাদার আম পান্না
ইফতারে মজাদার শির খুরমা
হেলদি এগ ড্রপ হোয়াইট স্যুপ বানাবেন যেভাবে
আর্জেন্টাইনদের প্রিয় খাবার আসাদো বানাবেন যেভাবে

মন্তব্য

p
উপরে