তুষারশুভ্র বিস্তীর্ণ অঞ্চলের মাঝে বিস্তৃত এক পর্বতশৃঙ্গ। পাথরের চূড়া এমনভাবে সাজানো, উপর থেকে দেখলে মনে হয় শান্তিতে ঘুমিয়ে আছে কোনো নারী। ঘুমন্ত নারীদেহের নয়নাভিরাম এ পাহাড় পরিচিতি পেয়েছে ‘স্লিপিং লেডি মাউন্টেন’ নামে।
গুঞ্জন রটেছিল, অদেখা পাহাড়টি আলাস্কা, তিব্বত কিংবা মেক্সিকোর কোথাও অবস্থিত। ড্রোন দিয়ে তোলা হয়েছে ছবিটি।
কিন্তু ফ্যাক্ট চেকে বেরিয়ে এসেছে, এমন কোনো পাহাড়ের অস্তিত্ব বাস্তবে নেই। ফরাসি চিত্রশিল্পী জ্যঁ-মিশেল বিহোরেলের আঁকা ছবিটি ত্রিমাত্রিক ডিজিটাল সৃষ্টি।
ফ্রান্স টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে বলা হয়, ঘুমন্ত নারীর আদলে পাহাড়ের চূড়ার ছবিটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও পিন্টারেস্টে দেখেছেন কোটি কোটি মানুষ।
ক্যাপশনগুলোতে পাহাড়ের অবস্থান হিসেবে উল্লেখ করা হয়েছে তিব্বত, মেক্সিকো, কিরগিজস্তান, কাজাখস্তান বা আলাস্কা।
ছবিসহ কয়েকটি পোস্টের প্রতিটি শুধু শেয়ারই হয়েছে পাঁচ লাখের বেশি বার।
সামাজিক মাধ্যমে ব্যবহারকারীরা জায়গাটির নাম দিয়েছে ‘স্লিপিং লেডি মাউন্টেন’ বলে।
কেউ বলেছেন, এটি আলাস্কার মাউন্ট সাস্টিনা। স্থানীয়ভাবে জনপ্রিয় রূপকথার এক গল্পের ওপর ভিত্তি করে এর নাম ‘ঘুমন্ত নারী’।
কেউ আবার বলছেন, এটি মেক্সিকোর ইজতাচ্চিহুয়াতি আগ্নেয়গিরি। পূর্ব বা পশ্চিম দিক থেকে দেখলে এই আগ্নেয় পর্বতটির সঙ্গে বাস্তবেই অনেকে শুয়ে থাকা নারীদেহের মিল খুঁজে পান। অ্যাজটেক পুরাণে এর নামও ‘ঘুমন্ত নারী’।
কিন্তু এসব পাহাড়ের কোনোটিই উপর থেকে দেখতে এমন নয়, যেমনটা দেখা যাচ্ছে ভাইরাল ছবিটিতে।
গুগলে রিভার্স ইমেজ সার্চে এ ছবির মাধ্যমে বিভিন্ন লিংকে ঢুকে দেখা গেছে, সব মন্তব্য বা প্রকাশনাতেই বলা হয়েছে যে স্লিপিং লেডি মাউন্টেন কোনো প্রাকৃতিক সৃষ্টি নয়; এটি ডিজিটাল সৃষ্টি।
মানুষের মধ্যে ভীষণ কৌতূহল জাগানো ছবিটি প্রথম প্রকাশ হয় ২০২০ সালের ৯ মার্চ। ফরাসি শিল্পী জ্যঁ-মিশেল নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে ডিজিটাল ভাস্কর্যটির নাম দিয়েছিলেন ‘উইন্টার স্লিপ’ বা ‘শীতের ঘুম’।
এই শিল্পীর ওয়েবসাইট এবং ডিজিটাল ছবির আরও কিছু প্ল্যাটফর্মে ছবিটি আরও নিখুঁতভাবে পাওয়া যাবে।
জ্যঁ-মিশেলের ইউটিউব চ্যানেলে ‘উইন্টার স্লিপ’-এর স্বল্পদৈর্ঘ্য ভিডিও দেখে মনে হয় যেন ছবিটি ড্রোন দিয়ে তোলা হয়েছে। কিন্তু আসলে ছবিটি পুরোপুরি কম্পিউটারে তৈরি করা।
২০১৬ সাল থেকে বিশেষায়িত ডিজিটাল শিল্পের ওপর কাজ করছেন মিশেল। ছবিতে চোখের দেখায় অবিকল বাস্তব রূপ দিতে ভীষণ সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ের (বিশেষ আলো, বস্তুর আয়তন ও মাধ্যমের) ওপর জোর দেন তিনি।
অনলাইনে ‘উইন্টার স্লিপ’বিষয়ক একটি নিবন্ধের নিচে করা মন্তব্যে মিশেল জানান, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্ক্র্যাচের মাধ্যমে ‘থ্রি-ডি স্ক্যান, হ্যান্ড স্কাল্পটিং ও প্রসিডিউরাল টেরাইন জেনারেশন’-এর সংমিশ্রণ ঘটিয়ে ছবিটি তৈরি করেছেন তিনি।
‘উইন্টার স্লিপ’ তৈরির কয়েক বছর আগে ‘স্লিপিং উইম্যান অন দ্য সারফেস অফ মার্স’ বা ‘মঙ্গলপৃষ্ঠে ঘুমন্ত নারী’ নামেও একটি ছবি তৈরি করেছিলেন মিশেল। রূপকভাবে ‘গ্রহের বিশ্রাম’ বোঝাতে ওই ছবিটি তৈরি করেন তিনি।
ভাইরাল হওয়া ‘উইন্টার স্লিপ’ও ওই একই ধারণার ফসল।
মিশেল বলেন, ‘তুষারময় ছবিটির মাধ্যমেও আমি গ্রহের বিশ্রামের বার্তা দেয়ার চেষ্টা করেছি। ফ্রান্সে করোনাভাইরাস মহামারির কারণে প্রথম যখন লকডাউন দেয়া হয়, ঠিক সে সময় ছবিটি প্রকাশ করি। তখন পরিবেশ দূষণের জন্য দায়ী সব ধরনের কর্মকাণ্ড থেমে গিয়েছিল।
‘এসব ভেবে যে আমি ছবিটি তৈরি করেছি, তা নয়। কিন্তু ছবিটির বিষয়বস্তুর সঙ্গে ঘটনাগুলো মিলে গেছে। মানুষের যে বিষয়টি নিয়ে ভাবা দরকার, সেটিরও প্রতিফলন আছে এ ছবিতে।’
মিশেল আরও বলেন, ‘মানুষ প্রথমে এটি কাজাখস্তানের পাহাড় বলে ছবিটি ভাইরাল করলো। এরপর আরেক দল বলল, এই পাহাড় মেক্সিকোতে। তারপর আলাস্কার একটি পর্বতের সঙ্গেও এর তুলনা হলো। কিছু টেলিভিশন চ্যানেল আর সংবাদপত্র এ নিয়ে প্রতিবেদনও প্রকাশ করেছে।
‘এখনও আমার নিজের ইনস্টাগ্রাম পেইজে অনেক মানুষ পাহাড়টির সম্ভাব্য অবস্থান নির্ণয়ের চেষ্টা করেন।
‘শেষ পর্যন্ত যে কৌতূহলের বশবর্তী হয়ে হলেও ছবিটি তারা পছন্দ করেছেন, এতে শিল্পের নতুন একটি মাধ্যম বিকশিত হয়েছে, মানুষ এ মাধ্যম সম্পর্কে জানতে শুরু করেছেন।’
ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় দুই মাস আগে এই শিল্পকর্মের কয়েকটি ছাপা সংস্করণ বিক্রি করবেন বলে ফেসবুকে ঘোষণা দেন মিশেল।
‘উইন্টার স্লিপ’-এর পর আরেকটি মানবরূপী শিল্পকর্ম তৈরি করছেন ফরাসি এই শিল্পী। তার পরবর্তী শিল্পকর্মটিতে দেখা যাবে অগ্ন্যুৎপাতে বেরিয়ে আসা উত্তপ্ত লাভার স্রোতে তৈরি নারীদেহের একটি আদল।
আরও পড়ুন:
ছবি: সংগৃহীত
হিন্দুত্ববাদী চক্র কর্তৃক মুসলিম নারীদের সম্ভ্রম নষ্ট, গাজীপুরে আশামনি ধর্ষণ, খতিব মুহিবুল্লাহকে অপহরণ, চট্টগ্রামের আলিফ হত্যা সহ ইসকনের সব সন্ত্রাসী কর্মকাণ্ড ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে ‘মুসলিম শিক্ষার্থী’র ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়ে একই স্থানে সমবেত হন এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
এসময় বক্তারা বলেন, ' পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এদেশকে অস্থিতিশীল করার জন্য ইসকন নামক এই বিষফোঁড়া, ভারতের দালাল বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। অতিসত্বর এই বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আমরা দেখেছি, ফ্যাসিস্ট আমলে ইসকন এদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা গুলো নিয়ন্ত্রণ করেছে। বাংলাদেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে তারা ইসকনদের জায়গা করে নিয়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পর্যায় থেকে একদম রুট-লেভেল পর্যন্ত ইসকন পরিকল্পিতভবে তাদের লোকদের ঢুকিয়েছে। অন্তবর্তীকালীন সরকারকে এই বাংলাদেশ থেকে ইসকন'কে নিষিদ্ধ করতে হবে। ইসকনকে যদি নিষিদ্ধ করা না হয়, এদেশের তাওহীদি জনতা এবং ছাত্র সমাজ কখনো মেনে নিবে না। 'জেন-জি' যদি একবার ইসকনের বিরুদ্ধে বিক্ষোভে ফেঁটে-পড়ে তাহলে এই বাংলায় ইসকনের কবর রচিত হতে বাধ্য।'
সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন খান বলেন, ‘ইসকন এই বিশ্বে ধর্ম প্রচার করছে না বরং তারা ধর্মের ছদ্মবেশে উগ্র হিন্দুত্ববাদকে প্রচার এবং প্রসার করার জন্য মাঠে নেমেছে। মুসলিম মা বোনদের নিয়ে তামাশা করছে। ইসকনের মত সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। সিঙ্গাপুর আফগানিস্তান সহ বিভিন্ন দেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ। হিন্দুদের বিভিন্ন সংগঠন থেকে বলা হয়েছে ইসকন তাদের ধর্ম প্রচারের কোন সংগঠন না। তারা উগ্র হিন্দুত্ববাদ প্রচার-প্রসারের জন্য এখানে আদা জল খেয়ে নেমেছে।’
আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। এ বিষয়ে সরকারের উপর দেশি-বিদেশি কোন চাপ নেই। তারা গণহত্যার জন্য এখনো ভুল স্বীকার করেনি।
আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ফ্রী ফেয়ার একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে সব দল একসাথে অংশগ্রহণ করবে।
বিগত শেখ হাসিনার সময়ের প্রতিটি নির্বাচনে তাদের পছন্দমত প্রার্থী কেনাবেচা হয়েছে। তাতে জনগণের কোন অংশগ্রহণ ছিল না।
শুক্রবার সকালে মাগুরা শহরের নবগঙ্গা পার্কে জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মৃতি স্তম্ভে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফুলেল শ্রদ্ধা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজ।
তিনি আরও জানান, জুলাই সনদ বিষয়ে প্রায় সব রাজনৈতিক দলই ঐক্যমত পোষণ করেছে। যে কয়েকটি দল এখনো স্বাক্ষর করেনি, তাদেরও সম্মতি রয়েছে।
জাতীয় ঐক্যমতের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, গণভোট জাতীয় নির্বাচনের আগে বা পরে অনুষ্ঠিত হতে পারে। তবে এ বিষয়ে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
তিনি আরও বলেন, “জাতির ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে। আরপিওতে ‘না ভোট’ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে একক প্রার্থী থাকলেও জনগণ প্রয়োজনে তাকে প্রত্যাখ্যান করার সুযোগ পায়।
এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ১৫% বাড়ী ভাড়া প্রজ্ঞাপণ জারী হওয়ায় অন্তবর্তীকালীন সরকারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আনন্দ র্যালী করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশীজোট পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ ও শিক্ষকগণ।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় শহরের পৌরসভা চত্বর থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট পটুয়াখালী জেলা শাখার সমন্বয়ক আয়োজনে র্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী সার্কিট হাউজ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে পটুয়াখালী সদর উপজেলা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট আহবায়ক মো. অহিদুল ইসলাম এবং সদস্য সচিব মো. সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশীজোট পটুয়াখালী জেলা শাখার সমন্বয়ক এবং আনুষ্ঠানের সভাপতি সাইফুল মজিদ মোঃ বাহাউদ্দিন।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছোটবিঘাই মোক্তার ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মোঃ কামরূল আহসান, ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান আবদুল্লাহ আল নাহিয়ান, হাজীখালী আলিম মাদ্রাসা অধ্যক্ষ মোঃ ফারুকুজ্জামান, খাসেরহাট স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ রশির উদ্দিন,জেলা শাখার সমন্বয়ক মোঃ সাজেদুল ইসলাম বাহাদুর, আবদুল কাউয়ুম প্রমুখ।
বক্তারা বলেন,আলহামদুলিল্লাহ মহান রাব্বুল আলামীনের নিকট শতকোটি শুকরিয়া আদায় করছি। সেই সাথে ধন্যবাদ জানাই প্রিয় অধ্যক্ষ আজিজুল হক স্যারকে এবং পটুয়াখালী জেলার শিক্ষক ভাইদের যারা কষ্ট করে আমাদের আন্দোলন কে সফল করেছেন।যাদের নাম না বললেই নয়। সৈয়দ কাইয়ুম ভাই, বশির স্যার,শফিক স্যার,মুস্তাফিজ স্যার,অহিদ সারওয়ার স্যার,মাসুম ছোট ভাই সাখাওয়াত, মাসুদ, জলিল স্যার সহ অনেক অনেক স্যারদের।সবাই দোয়া করবেন যেন ভবিষ্যতে শিক্ষকের যে কোন নায্য দাবি আদায় করতে সবাই একসাথে কাজ করতে পারি।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে পাকিস্তানি হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: পাকিস্তানি হাইকমিশন
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, সাক্ষাৎকালে দু’দেশের সাম্প্রতিক যোগাযোগ ও মন্ত্রী পর্যায়ের সফরের প্রশংসা করেন উভয়পক্ষ। এর মধ্যে গত আগস্টে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়।
গত এপ্রিলে রাজধানীতে পররাষ্ট্র সচিব পর্যায়ের ষষ্ঠ দ্বিপাক্ষিক পরামর্শ সভা সফলভাবে হওয়ার বিষয়টিও আলোচনায় স্থান পায়। এছাড়া দীর্ঘ বিরতির পর আগামী ২৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠেয় নবম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠককেও স্বাগত জানান উভয় পক্ষ।
উপদেষ্টা তৌহিদ হোসেন সন্তোষ প্রকাশ করে জানান, সম্প্রতি ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং বিমান যোগাযোগ পুনরায় চালুসহ বেশ কয়েকটি ক্ষেত্রে উভয় দেশ অগ্রগতি লাভ করেছে।
এ সময় তারা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন। পাশাপাশি একাধিক খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশে দায়িত্ব পালনকালে পাকিস্তানি হাইকমিশনারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন পররাষ্ট্র উপদেষ্টা।বাসস
মন্তব্য