সৈয়দা তিথি অমনি। ছবি: সংগৃহীত
সৈয়দা তিথি অমনি চট্টগ্রামের মেয়ে; ঢাকায় থাকেন। সিনেমায় প্রথমবার অভিনয় করতে যাচ্ছেন তিনি। এর আগে নামকরা কিছু ফ্যাশন হাউসের মডেল হিসেবে কাজ করেছেন অমনি।
দেশের তুমুল জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানা। বর্ণনায় তিনি যেমন বুদ্ধিদীপ্ত, তেমন আকর্ষণীয়। দেশের সিক্রেট এজেন্ট হিসেবে তার সঙ্গে আরও অনেকেই কাজ করেন।
তেমন একজন সহকর্মীর চরিত্রে মাসুদ রানা সিনেমার ইংরেজি ও বাংলা সংস্করণে যুক্ত হয়েছেন মডেল সৈয়দা তিথি অমনি। তিনি বাংলাদেশের মাসুদ রানা ও এই সিনেমার হলিউড সংস্করণ এমআরনাইন -এ স্পাই চরিত্রে অভিনয় করবেন।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী আলীমুল্লাহ খোকন। জানান, মাসুদ রানা সিনেমার শুটিং শুরু হবে চট্টগ্রামে, ২৬ ফেব্রুয়ারি থেকে। আর এমআরনাইন সিনেমার শুটিং শুরু হবে এপ্রিলে।
সৈয়দা তিথি অমনি চট্টগ্রামের মেয়ে; ঢাকায় থাকেন। সিনেমায় প্রথমবার অভিনয় করতে যাচ্ছেন তিনি। এর আগে নামকরা কিছু ফ্যাশন হাউসের মডেল হিসেবে কাজ করেছেন অমনি।
সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, মাসুদ রানার হলিউড ভার্সনটির শুটিং শুরু হবে মে মাসেই। তবে হলিউড থেকে কলাকুশলীরা আসবেন এপ্রিলে। আসিফ আকবর পরিচালিত সিনেমাটিতে মাসুদ রানা চরিত্রে আছেন এবিএম সুমন।
অন্যদিকে মাসুদ রানা সিনেমাটির পরিচালনা করবেন সৈকত নাসির। সিনেমায় মাসুদ রানা চরিত্রে আছেন রাসেল রানা। আরও থাকবেন পূজা চেরি।
উপন্যাসের সঙ্গে সিনেমা পুরোপুরি মিলবে না, এ কথা আগেই জানিয়ে দিয়েছেন চিত্রনাট্যকার নাজিম উদ দৌলা। সিনেমাকে আরও আকর্ষণীয় করে তুলতে অনুমতি নিয়েই বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
আজম খান। ছবি: সংগৃহীত
মহান এই শিল্পী বাংলা গানের সঙ্গে পশ্চিমা পপ ধারার সুর মিলিয়েছিলেন। ‘পপসম্রাট’ হিসেবে পরিচিত আজম খানের ৭১তম জন্মদিন আজ, রোববার।
বাংলাদেশে পপ সংগীতের যাত্রা শুরু আজম খানের হাত ধরে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন, এরপর স্বাধীনতার পর ১৯৭২ সালে বন্ধুদের নিয়ে গড়ে তোলেন ‘উচ্চারণ’ নামে ব্যান্ড দল।
মহান এই শিল্পী বাংলা গানের সঙ্গে পশ্চিমা পপ ধারার সুর মিলিয়েছিলেন। ‘পপসম্রাট’ হিসেবে পরিচিত আজম খানের ৭১তম জন্মদিন আজ, রোববার।
১৯৫০ সালে ঢাকার আজিমপুরে আজম খানের জন্ম। বাবা আফতাবউদ্দিন খান ছিলেন সরকারি কর্মকর্তা, মায়ের নাম জোবেদা খাতুন।
সংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধার পাশাপাশি তিনি ছিলেন ক্রিকেটার, সাঁতারু ও অভিনেতা।
১৯৭২ সালে বিটিভিতে আজম খানের ব্যান্ড প্রথম কনসার্ট করে। সে অনুষ্ঠানে গাওয়া দুটি গান এতো সুন্দর দুনিয়ায় কিছুই রবে না রে ও চার কালেমা সাক্ষী দেবে পায় ব্যাপক জনপ্রিয়তা।
আজম খানের সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে বাংলাদেশ, জীবনে কিছু পাব না, ওরে সালেকা ওরে মালেকা, আলাল ও দুলাল, অনামিকা, অভিমানী ও আসি আসি বলে উল্লেখযোগ্য।
১৯৮২ সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম এক যুগ। একক, ডুয়েট ও মিশ্রসহ তার অ্যালবামের সংখ্যা ২৫টি। মৃত্যুর পর ২০১১ সালে আজম খানের শেষ অ্যালবাম প্রকাশ করা হয়। অ্যালবামটির নাম গুরু তোমায় সালাম।
সংগীতে অবদানের জন্য আজম খানকে ২০১৯ সালে একুশে পদকে ভূষিত করা হয়। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে গুণী এই শিল্পী মৃত্যুর কাছে হার মানেন ২০১১ সালের ৫ জুন।
সুনিধির ইনস্টাগ্রামে পোস্ট করা ছবি
ডকুমেন্টারি নিয়ে অর্ণব নিউজবাংলাকে বলেন, ‘আমরা একটা মিউজিক্যাল ডকুমেন্টারি করছি। এখানে আমরা ৮-১০টা গান পারফর্ম করব। আমার পুরোনো যেসব গান ছিল সেগুলো একদম অন্য ডিজাইনে পারফর্ম করা হবে। ছোট ছোট কিছু কথোপকথন থাকবে।’
সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের বিভিন্ন সময়ে গাওয়া গান নিয়ে তৈরি হচ্ছে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘আধখানা ভালো ছেলে আধা মস্তান’।
নিউজবাংলাকে রোববার বিষয়টি নিশ্চিত করেছেন অর্ণব।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ও ফেসবুকে ডকুমেন্টারি আসার ইঙ্গিত দিয়েছিলেন জনপ্রিয় এ শিল্পী।
মিউজিক্যাল ডকুমেন্টারি নিয়ে অর্ণব বলেন, ‘আমরা একটা মিউজিক্যাল ডকুমেন্টারি করছি। এখানে আমরা ৮-১০টা গান পারফর্ম করব। আমার পুরোনো যেসব গান ছিল সেগুলো একদম অন্য ডিজাইনে পারফর্ম করা হবে। ছোট ছোট কিছু কথোপকথন থাকবে।’
ডকুমেন্টারিতে অর্ণবের পুরোনো গানের পাশাপাশি থাকবে তার জীবনের টুকরো কিছু স্মৃতি। সঙ্গে থাকবে তার ব্যান্ড অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস ও সুনিধি নায়েক।
আধখানা ভালো ছেলে আধা মস্তান ডকুমেন্টারিটি নির্মাণ করা হচ্ছে এখনও যাত্রা শুরু না করা ওয়েব প্ল্যাটফর্ম ‘চরকি’র জন্য। এটি পরিচালনা করছেন আবরার আতহার।
শুটিং চলাকালে কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন সুনিধি ও আবরার।
আধখানা ভালো ছেলে আধা মস্তান-এর কিছু অংশের শুটিং হয়েছে শনিবার। অর্ণব জানান, আরও কিছু অংশের শুটিংয়ের জন্য সোমবার কক্সবাজারে যাবেন তারা। সেখানেও দুই-তিনটি গানের দৃশ্যধারণ হবে। এ ছাড়া ঢাকায়, নিজের ঘর ও স্টুডিওতেও কিছু দৃশ্যধারণ করা হবে।
ডকুমেন্টারিটি কবে মুক্তি পাবে জানতে চাইলে অর্ণব বলেন, ‘ইচ্ছা আছে রোজার আগেই তৈরি করে ফেলার। চরকি যখন লঞ্চ করবে, তখনই এটা দেখা যাবে।’
ইয়াশ রোহান ও দীঘি
দীঘি বললেন, ‘ভালো কাজের জন্য আমি প্রস্তুত। তারই একটি প্রয়াস শেষ চিঠি। ইয়াশ ভাইয়ের সঙ্গে কাজটি দর্শক গ্রহণ করবে বিশ্বাস করি।’
ওয়েব ফিল্মে প্রথমবারের মতো জুটি বাঁধছেন ইয়াশ রোহান ও দীঘি। ওয়েব ফিল্মটির নাম শেষ চিঠি । এটি পরিচালনা করবেন সুমন ধর।
গত সপ্তাহে ইয়াশ ও দীঘি চুক্তিবদ্ধ হয়েছেন ওয়েব ফিল্মটিতে। এতে আরও অভিনয় করবেন সাবেরী আলম। পরিচালক জানান, ফিল্মতির শুটিং শুরু হবে ২ মার্চ থেকে।
শেষ চিঠি ওয়েব ফিল্ম প্রসঙ্গে ইয়াশ বলেন, ‘সময়োপযোগী গল্পের কনটেন্ট এটি। দীঘির সঙ্গে পরিচয় না থাকলেও তার নাম অনেক শুনেছি। এবার একসঙ্গে কাজ করতে যাচ্ছি। সবকিছু মিলিয়ে আশা করছি কাজটি ভালো হবে।’
স্বপ্নজাল দিয়ে সিনেমায় আসেন ইয়াশ রোহান। শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া দীঘি এখন সিনেমার নায়িকা। বঙ্গবন্ধুর বায়োপিকে রেণু চরিত্রে অভিনয় করছেন তিনি।
দীঘি বললেন, ‘ভালো কাজের জন্য আমি প্রস্তুত। তারই একটি প্রয়াস শেষ চিঠি। ইয়াশ ভাইয়ের সঙ্গে কাজটি দর্শক গ্রহণ করবে বিশ্বাস করি।’
পরিচালক সুমন ধর বলেন, ‘এটি প্রেম ও পারিবারিক গল্পকে উপজীব্য করে নির্মিত হবে। আমার বিশ্বাস শেষ চিঠি দর্শকদের উপভোগ করার মতো ওয়েব ফিল্ম হবে।’
ওয়েব ফিল্মটি কোন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে তা এখনও অনির্ধারিত।
ইনস্টাগ্রামে পোস্ট করা আমিতাভ বচ্চনের ছবি
ব্লগে শনিবার রাতে অমিতাভ লিখেন, ‘চিকিৎসাধীন অবস্থা…সার্জারি…লিখতে পারছি না।’ একই রাতে অমিতাভ ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন, যাতে তাকে গালে হাত রাখা অবস্থায় দেখা যায়।
অস্ত্রোপচার করাচ্ছেন বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। নিজের ব্লগে জানিয়েছেন এ খবর। কিন্তু কিসের অস্ত্রোপচার তা জানাননি ‘বিগ বি’।
শনিবার রাতে ব্লগে অমিতাভ লিখেন, ‘চিকিৎসাধীন অবস্থা…সার্জারি…লিখতে পারছি না।’
মধ্যরাতে অমিতাভ ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন, যেখানে তাকে গালে হাত রাখা অবস্থায় দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লিখেন, ‘!!!!????’
শনিবার তিনি টুইটারেও একটি বার্তা দেন যেখানে পরিষ্কার করে বোঝা যায় না তিনি আসলে কী বিষয়ে লিখেছেন। টুইটটি ছিল, ‘কিছু বিষয় অনাবশ্যক হয়ে গেছে; কিছু বিষয়ের উন্নতি হতে যাচ্ছে; এটাই জীবনের পরিণতি।’
এই টুইটের কমেন্টে অমিতাভের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করতে দেখা যায় ভক্তদের। একজন লিখেছেন, ‘জলদি সুস্থ হয়ে উঠুন অমিত জি। আপনার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।’
অন্য একজন লিখেন, ‘আমরা সবাই আপনার সঙ্গে আছি। আপনার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।’
সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন অমিতাভ বচ্চন। ছেলে অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন ও নাতনি আরাধ্য বচ্চনসহ তিনি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।
৭৮ বছর বয়সী এ অভিনেতার কাজ করার কথা আছে বিকাশ বাহলের পরবর্তী সিনেমায়। এ ছাড়া অমিতাভ অভিনীত চেহেরে ও ঝুন্ড মুক্তির অপেক্ষায় আছে।
চেহেরে মুক্তি পাবে ৩০ এপ্রিল। এ সিনেমায় আরও অভিনয় করেছেন ইমরান হাশমি, আন্নু কাপুর, ক্রিস্টাল ডি সুজা ও ধৃতিমান চক্রবর্তী।
প্রিয়াঙ্কা চোপড়া ও জামিলা জামিল
জামিলা জামিলকে প্রিয়াঙ্কা মনে করে এক টুইটার ব্যবহারকারী লেখেন, ‘থামো নিক জোনাস ও জামিলা জামিলের কি বিচ্ছেদ হয়েছে?’
অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের জন্য বিষয়টি নতুন নয়। বিভিন্ন সময়ে অন্য তারকাদের ভুল করে প্রিয়াঙ্কা মনে করা হয়েছিল। সবশেষ গত শুক্রবার ব্রিটিশ অভিনেত্রী ও অধিকারকর্মী জামিলা জামিলকে প্রিয়াঙ্কা ভেবেছেন এক টুইটার ব্যবহারকারী।
জামিলা জামিলকে প্রিয়াঙ্কা মনে করে ওই টুইটার ব্যবহারকারী লেখেন, ‘থামো নিক জোনাস ও জামিলা জামিলের কি বিচ্ছেদ হয়েছে?’
শনিবার এ টুইটের উত্তর দেন জামিলা। দ্য গুড প্লেস কমেডি সিরিজের এ অভিনেত্রী টুইটটি শেয়ার করে লেখেন, ‘অন্য এক ভারতীয় নারী, যিনি একেবারেই আমার মতো দেখতে নয়। প্রিয়াঙ্কা চোপড়া। আমার মনে হয় তারা (নিক জোনাস ও প্রিয়াঙ্কা) একসঙ্গে খুব সুখে আছে।’
বলিউড ও হলিউডের সফল অভিনেত্রী প্রিয়াঙ্কা ২০১৮ সালের ১ ডিসেম্বর বিয়ে করেন যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী নিক জোনাসকে।
জামিলার পোস্টটি শেয়ার করে প্রিয়াঙ্কা টুইট করেন, ‘লোল! জামিলা জামিল।’
এর আগে প্রিয়াঙ্কার কোয়ান্টিকো সিরিজ প্রকাশ করা এবিসি নেটওয়ার্কও এমন ভুল করেছিল। তারা প্রিয়াঙ্কার ছবির বদলে সাবেক মিস ওয়ার্ল্ড
যুক্তা মুখীর ছবি ব্যবহার করে।
২০১৯ সালে এক ম্যাগাজিন ভারতীয় আমেরিকান লেখক ও মডেল পদ্মা লক্ষ্মীকে প্রিয়াঙ্কা ভেবে ভুল করেছিল।
বুবলি। ছবি: সংগৃহীত
উত্তরা পশ্চিম থানার ওসি আক্তারুজ্জামান ইলিয়াস নিউজবাংলাকে বলেন, ‘বুবলিকে কেউ একজন ফলো করছিল। যার কারণে তিনি নিজের জীবনের ঝুঁকি অনুভব করেন। সে জায়গা থেকেই তিনি থানায় জিডি করেছেন। আমরা তদন্ত করছি।’
জনপ্রিয় নায়িকা বুবলি বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনা পড়েন। খবরটি শুক্রবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান তিনি। একইসঙ্গে অভিযোগ করেন, এটা নিছক দুর্ঘটনা ছিল না। উদ্দেশ্যমূলকভাবে একই ঘটনা এর আগেও তার সঙ্গে ঘটেছে।
এ সব কারণে প্রাণ রক্ষায় শুক্রবার রাতেই রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন আলোচিত এই নায়িকা।
পুলিশ জানিয়েছে, বুবলি নিজের জীবন নিয়ে ঝুঁকি অনুভব করছেন। এ জন্যই জিডি করেছেন; তদন্ত চলছে।
ফেসবুক স্ট্যাটাসে বুবলি জানান, তিনি চোখ নামে এক সিনেমার শুটিং শেষ করে বাড়ি ফিরছিলেন। তখন নাম্বারপ্লেটহীন একটি গাড়ি হর্ন না বাজিয়ে রাস্তার বিপরীত দিক থেকে তার গাড়ির দিকে ছুটে যায়। বুবলির গাড়িচালক হার্ড ব্রেক করেছিলেন। তাই তাদের কোনো ক্ষতি হয়নি।
বুবলির আশঙ্কা, এটা দুর্ঘটনা নয়, হামলা এবং তা পরিকল্পিত। কারণ পরপর দুই বার তার সঙ্গে এমন ঘটনা ঘটেছে বলে স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি।
বুবলি স্ট্যাটাসে লেখেন, ‘প্রথম দিন সব বুঝতে পেরেও মনকে সান্ত্বনা দিয়েছিলাম হয়তো বিপরীত দিক থেকে আসা গাড়ি এতো জোরে আসার কারণে কন্ট্রোল রাখতে পারেনি। কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হলে তো সেটি আর বুঝতে বাকি থাকে না যে এটি উদ্দেশ্যমূলকভাবেই করানো হচ্ছে।
‘অনেক দিন ধরেই আমি নানান ভাবে নানান কিছু বুঝতে পারছি, শুনতে পারছি। কিন্তু যারাই এসব ন্যাক্কারজনক অপরাধের সঙ্গে জড়িত থাকবেন তারাও নিশ্চই বার বার সুযোগের অপেক্ষায় থাকবেন। কিন্তু মনে রাখবেন, কেউই আইনের ঊর্ধ্বে নন, আর আল্লাহ তো একজন আছেন যিনি সবই দেখেন। শিঘ্রই আমি ব্যবস্থা নিব এ ব্যাপারে। সবাই দোআ করবেন আমার জন্য।’
উত্তরা পশ্চিম থানার ওসি আক্তারুজ্জামান ইলিয়াস নিউজবাংলাকে বলেন, ‘বুবলিকে কেউ একজন ফলো করছিল। যার কারণে তিনি নিজের জীবনের ঝুঁকি অনুভব করেন। সে জায়গা থেকেই তিনি থানায় জিডি করেছেন। আমরা তদন্ত করছি।’
জিডির বিষয়ে জানতে বুবলির মোবাইলে একাধিকার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
জর্জ ক্লুনি ও জুলিয়া রবার্টস
জর্জ ও জুলিয়া অভিনয় করবেন বিচ্ছেদ হয়ে যাওয়া স্বামী-স্ত্রীর চরিত্রে, যারা ইন্দোনেশিয়ার বালিতে পৌঁছায় তাদের মেয়েকে এমন এক ভুল করা থেকে আটকাতে, যে ভুল তারা নিজেরাই একটি সময় তাদের জীবনে করেছিল।
জুলিয়া রবার্টস ও জর্জ ক্লুনি একত্রিত হচ্ছেন নতুন সিনেমার কাজে। ওশান’স ইলেভেন সিনেমার পর রোমান্টিক কমেডিধর্মী টিকেট টু প্যারাডাইস সিনেমায় এই পুরনো দুই বন্ধুকে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে।
মাম্মা মিয়া! হিয়ার উই গো এগেইন সিনেমার পরিচালক ওল পার্কার এ সিনেমাটি পরিচালনা করবেন। এ বছরেই সিনেমার শুটিং শুরু হবে বলে জানায় যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদনকেন্দ্রিক ওয়েবসাইট ভ্যারাইটি।
জর্জ ও জুলিয়া অভিনয় করবেন বিচ্ছেদ হয়ে যাওয়া স্বামী-স্ত্রীর চরিত্রে, যারা ইন্দোনেশিয়ার বালিতে পৌঁছায় তাদের মেয়েকে এমন এক ভুল করা থেকে আটকাতে, যে ভুল তারা নিজেরাই একটি সময় তাদের জীবনে করেছিল।
জর্জ ও জুলিয়া একসঙ্গে আরও একটি সিনেমায় অভিনয় করেছিলেন যেটি পরিচালনা করেন সাইলেন্স অফ দ্য ল্যাম্ব খ্যত অভিনেত্রী জুডি ফস্টার। সিনেমাটির নাম মানি মনস্টার।
জর্জ ক্লুনিকে শেষ দেখা যায় তারই পরিচালিত সায়েন্স ফিকশন দ্য মিডনাইট স্কাই নেটফ্লিক্স সিনেমায়।
অ্যামাজন সিরিজ হোমকামিংয়ে শেষ কাজ করেছেন জুলিয়া রবার্টস। তার আগামী কাজের মধ্যে রয়েছে, টেলিভিশন সিরিজ গ্যাসলিট, যেখানে তিনি মার্থা মিচেলের চরিত্রে অভিনয় করবেন। এছাড়া হোয়াইট বার্ড নামের সিনেমাতেও দেখা যাবে প্রিটি ওম্যান খ্যাত এ অভিনেত্রীকে।
মন্তব্য