তারা দুজন পৃথিবীর দুই প্রান্তের বাসিন্দা। আছে বয়সের ব্যবধানও। জাতি, ধর্ম, সংস্কৃতির ফারাক আছে। সত্যরঞ্জন রক্ষিত আর কাঞ্চির প্রেমে তা এত দিন কোনো বাধাই হয়ে দাঁড়াতে পারেনি।
কিন্তু এবার ভিন্ন এক বাধার মুখোমুখি এই প্রেমিক যুগল।
গুরুতর অসুখে ভুগছেন কাঞ্চি। সত্যরঞ্জন শিল্পী মানুষ। টাকাপয়সা কোনোকালে সঞ্চয় করা হয়ে ওঠেনি। ফলে স্ত্রী কাঞ্চির চিকিৎসার খরচ জোগাতে বিপাকে পড়েছেন তিনি।
তবে আরও অসংখ্য প্রেমময় হাত এগিয়ে এসেছে তাদের দিকে। অসুস্থ কাঞ্চির চিকিৎসার অর্থ সংগ্রহে এগিয়ে এসেছেন দুই বাংলায় তাদের পরিচিতজনেরা। ‘প্রেমিকার জন্য গান’ নিয়ে রাস্তায় নেমেছেন তারা।
সত্যরঞ্জন রক্ষিত গান করেন, লেখালেখি করেন। ছবিও আঁকেন। ফেসবুক বন্ধুদের অনেকের কাছে তিনি ‘কুয়াশা মূর্খ’ নামে পরিচিত। ফেসবুকের মাধ্যমেই একদিন পরিচয় হয় কাঞ্চির সঙ্গে। কাঞ্চি স্লোভেনিয়ার নাগরিক। তার পুরো নাম ওলগা জেহাফ। প্রায় সাত বছর আগে অনলাইনে তাদের পরিচয়।
২০১৬ সালে একটি স্ট্রিট শো করতে ভারতের কেরালায় যান সত্য। স্লোভেনিয়া থেকে সেখানে আসেন কাঞ্চি। এই তাদের প্রথম দেখা। এরপর দুজন মিলে ঘুরে বেড়িয়েছেন ভারতের বিভিন্ন রাজ্য, শহর থেকে শহরে।
বছর দুয়েক আগে বাংলাদেশে আসেন কাঞ্চি। এরপর গত বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেন সত্য ও কাঞ্চি। প্রেমে, অভিমানে, আড্ডায় ভালোই কাটছিল তাদের সংসার।
পটুয়াখালীতে নিজের গ্রামের বাড়িতে ‘মহানন্দালয়’ নামে একটি খামার প্রতিষ্ঠায় উদ্যোগী হন সত্য। দুজন মিলে সেখানে কৃষিপণ্য উৎপাদনে মনোযোগী হন।
এর মধ্যে অসুস্থ হয়ে পড়েন কাঞ্চি। প্রথমে তার হৃদযন্ত্রে সমস্যা দেখা দেয়। মাসখানেক আগে ভর্তি করা হয় ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে প্রায় এক মাস চিকিৎসা নিচ্ছেন কাঞ্চি। এবার তার কিডনিতেও সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। হৃদরোগ হাসপাতাল থেকে বক্ষব্যাধি হাসপাতালে তাকে স্থানান্তরের পরামর্শ দিয়েছেন তারা।
স্ত্রীর দীর্ঘ ও ব্যয়বহুল চিকিৎসার খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন সত্য। এ অবস্থায় তিনি ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়ে জানান, প্রেমিকার চিকিৎসার জন্য ঢাকার রাস্তায় রাস্তায় গান গাইবেন।
সত্যের এই ফেসবুক পোস্ট ছুঁয়ে যায় তার বন্ধু-পরিচিতজনদের মন। কাঞ্চির চিকিৎসার সহায়তায় ‘প্রেমিকার জন্য গান’-এর আয়োজন করেন তার বন্ধুরা। এই বাংলা ছাড়িয়ে ওপার বাংলাতেও ‘প্রেমিকার জন্য গান’ নিয়ে রাস্তায় নামেন বন্ধুরা।
কলকাতার কলেজ স্ট্রিট এলাকায় গান গেয়ে অর্থ সংগ্রহ করেন তারা। মৌলভীবাজারের কুলাউড়ায়ও ‘প্রেমিকার জন্য গান’-এর আয়োজন করে একদল তরুণ। এ ছাড়া ফেসবুকের মাধ্যমেও অর্থ সংগ্রহ করছেন কেউ কেউ।
সত্যরঞ্জন বলেন, ‘আমি আগে স্ট্রিট শো করতাম। এ কারণে দুই বাংলার অনেকের সঙ্গেই আমার পরিচয় রয়েছে। আমার সেসব বন্ধুরাই গান গেয়ে ও বিভিন্ন চ্যারিটির মাধ্যমে অর্থ সংগ্রহ করছেন।’
তিনি বলেন, ‘আমি আমার সংগঠন “উজান মানুষের গান”-এর ব্যানারে ও বিভিন্ন সংগঠনের হয়ে এক যুগের বেশি সময় মানুষের পাশে, মানবতার সঙ্গে থেকেছি। আমি নিজের স্ত্রীর চিকিৎসার জন্য কারও কাছে আবেদন করছি না, তবে প্রেমের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।’
স্ত্রীর চিকিৎসা সহায়তায় এগিয়ে আসা সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন সত্য।
সিলেটে সত্যর এক বন্ধু ফেসবুকের মাধ্যমে কাঞ্চির জন্য অর্থ সংগ্রহ করছেন। তবে তিনি এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে ৫’শ ৭০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেয়া হচ্ছে। এসব শিক্ষার্থীর মাঝে ৩৭লাখ বিতরণ করা হবে।
বৃহস্পতিবার বিকেলে (১৪আগস্ট) নীলফামারী জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি থেকে শিক্ষাবৃত্তি বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি।
জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা(উপ-সচিব) দীপঙ্কর রায়।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি(ভারপ্রাপ্ত) আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক নুর আলম এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৭০জনের মাঝে শিক্ষাবৃত্তির চেক তুলে দেয়া হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় জানান, ৫৭০জনের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭১জন, উচ্চ মাধ্যমিকের ৯১জন এবং মাধ্যমিক পর্যায়ের ৩০৮জন মেধাবী শিক্ষার্থী রয়েছেন।
জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীকে ১০হাজার এবং উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীকে ৫হাজার করে বৃত্তি দেয়া হচ্ছে এককালীন। আজকে আমরা ৭০জনের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু করা হলো।
এছাড়াও অনুষ্ঠানে ৫জন জুলাই যোদ্ধাকে ৫০হাজার এবং একজন শ্রবণ প্রতিবন্ধীকে হেয়ারিং এইড কেনার জন্য ২০হাজার টাকার সহায়তা প্রদান করা হয় জেলা পরিষদের উদ্যোগে।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, স্বপ্ন দেখতে হবে অনেক বড়। স্বপ্ন নিয়েই এগুতে হবে। তাহলেই গন্তব্যে পৌঁছানো সম্ভব।
বিভাগীয় কমিশনার বলেন, মোবাইল আসক্তি কমাতে হবে। মোবাইলের অপব্যবহার শিক্ষার্থীদের ক্ষতি করছে।
পিরোজপুর সদর উপজেলার ১৩৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে পিরোজপুর সদর উপজেলা প্রশাসন এর আয়োজনে 'Know My Village' প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকাল ১০.৩০ মিনিটে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ।সঞ্চালনা করেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম মোল্যা।
উক্ত প্রতিযোগিতায় পিরোজপুর সদর উপজেলার ১৩৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেনী নিয়ে ক গ্রপ ও তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেনী নিয়ে খ গ্রুপে মোট ২৬৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এদের মধ্য থেকে দুই গ্রুপের মোট দশ-দশ বিশ জনকে পুরুষ্কার হিসেবে মেডেল প্রদান করা হয় ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক পিরোজপুর বলেন, আমাদের প্রত্যেককে নিজ গ্রামের সম্পর্কে জানতে হবে, আমাদের গ্রামে কি কি আছে, কি কি সামাজিক প্রতিষ্ঠান আছে, বিশেষ ব্যক্তিত্ত্ব, স্কুল, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন বিষয়ে আমাদের জানতে হবে।
বক্তব্যে তিনি স্কুলের শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেকটি ছাত্র-ছাত্রীদের সুন্দর ভাবে গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি সামাজিক ও আচার ব্যবহার ভালো করার শিক্ষা দিতে হবে এবং ভালো কার্যক্রম এর প্রতি উদ্ভুদ্ধ করতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাব পিরোজপুরের সাধারন সম্পাদক এস এম আবু জাফর, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন ফকির সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিবাবকবৃন্দ।
ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার সকাল ৬টা থেকে তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও বৃহস্পতিবার ১৪ই আগষ্ট সকাল ৯টায় তিস্তার পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। (পানি সমতল) ৫২.৩০ সেন্টিমিটার।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নূরুল ইসলাম জানান বুধবার ভোর থেকে ৩য় দফায় তিস্তার পানি বাড়তে শুরু করে। বুধবার সকাল ৬টায় তিস্তার পানি ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েটে বিপৎসীমার ৫২ দশমিক ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও বৃহস্পতিবার সকাল ৯টায় বিপৎসীমা ৫২ দশমিক ৩০ সেন্টিমিটার। অর্থ্যাৎ যা বিপদসীমার ১৫ সেন্টিমিটার ওপড় দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এদিকে পানির গতি নিয়ন্ত্রনে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করায় ডিমলা উপজেলার পূর্বছাতনাই, পশ্চিম ছাতনাই, টেপাখড়িবাড়ী, খগাখড়িবাড়ী, খালিশা চাপানি, ঝুনাগাছ চাপানি ও গয়াবাড়ী ইউনিয়নের ১৫টি চরসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন ওইসব ইউনিয়নের জনপ্রতিনিধিরা। অপরদিকে জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী, শৌলমারী, কৈমারী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফসলি জমি নষ্ট সহ ঘর বাড়ীতে পানি উঠেছে বলে জানান জনপ্রতিনিধিরা।
জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো: মনোয়ারুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে এ যাবত ডিমলা উপজেলার পাঁচ হাজার দুই’শ জন পরিবার পানিবন্দি হয়ে রয়েছে। তারা উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। পানিবন্দিদের জন্য ২০ টন চাল,শুকনো খাবার,বস্ত্র. প্রয়োজনীয় ঔষধ উপজেলা অফিসে দেওয়া হয়েছে। আজকে আমরা পানিবন্দি এলাকা পরিদর্শনে যাবো। সেখানো প্রয়োজনীয় যা কিছু লাগবে সবগুলো দেওয়ার ব্যবস্থা করা হবে। ফসলি জমির ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো পুরোটা জরিপ করা হয়নি।
পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে তিস্তার পানি আজ সকাল ৯টায় বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানির গতি নিয়ন্ত্রনে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
পটুয়াখালীর দুমকি থানা ভবন সংলগ্ন পুলিশ কর্মকর্তার বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র গেটের তালা ভেঙ্গে বাসায় ঢুকে আলমিরা ও ওয়ার ড্রপ ভেঙ্গে নগদ টাকা ২৫হাজার ও চারভরি ওজনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে।
গত বুধবার (১৩ আগস্ট) দুপুরে দুমকি থানার সাবেক (ওসি) শাহনেওয়াজ'র ৫তলা ভবনে এ দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। সিলেট রেঞ্জের কর্মরত পুলিশ কর্মকর্তা মোঃ শাহনেয়াজের স্ত্রী
গৃহকত্রী শাহনাজ বেগম জানান, ৫/৬দিন আগে থানা ভবনের পাচিল ঘেষা তার ৫তলা ভবনের চতুর্থ তলার বাসাটি তালাবদ্ধ রেখে তারা স্বপরিবার ঢাকা যান। বুধবার সকালে দুমকি এসে বাসার দরজা খোলা দেখতে পান। ভেতরে ঢুকে আলমারী ও ওয়ারড্রপ ভাঙ্গা, মালামাল ওলট-পালট দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন। ওই ভবনের পাশ্ববর্তী ফ্লাটের ভাড়াটিয়াদের ডাকাডাকি করলেও ৩য় তলায় বসবাসরত ভাড়াটিয়াদের বাহির থেকে দরজা আটকে দেয়া হয়। চোরচক্র বাসার আলমীরা ও ওয়ারড্রপ ভেঙ্গে নগদ ২৫ হাজার টাকা ও চার ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে গেছে।
এদিকে থানা ভবনের আশপাশে এভাবে চুরির ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।
এ বিষয়ে দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, তিনি অফিসের কাজে বাইরে আছেন। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
ঠাকুরগাঁওয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সভাপক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অর্ধদিন ব্যাপী এই কর্মশালায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
প্রাথমিক পর্যায় থেকে কিভাবে একটি শিশুর জন্য শিক্ষা ও শিক্ষার পরিবেশ বিদ্যালয়ে গড়ে তোলা যায় এ বিষয়ে জোর দেয়া হয়েছে কর্মশালায়। অংশগ্রহণকারীরা শিক্ষার মানোন্নয়নে নিজেদের অভিজ্ঞতা ও পরামর্শ প্রদান করেন।
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা শিক্ষার্থীদের ঝড়েপড়া রোধে কো - কারিকুলাম এক্টিভিটি বারানোর নির্দেশ দেন। সাথে কাব দল গঠন, হলদে পাখি দলগঠন ও মা সমাবেশ নিয়মিত করার নির্দেশ দেন। বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি শতভাগ নিশ্চিৎ করতে অভিভাবকদের সঙ্গে নিয়মিত খোঁজখবর ও নিম্ন আয়ের পরিবারের বাচ্চাদের শিক্ষা উপকরণ সহায়তারও আশ্বাস দেন তিনি। লেখাপড়ার পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা লিখিত আবেদন করার নির্দেশও দেন জেলা প্রশাসক।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে কর্শশালায় অংশ নেন ৫ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিগণ। এছাড়াও গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।
জিয়াউর রহমানের খাল খনন প্রকল্প শুধু কৃষির উন্নয়নের জন্য নয়, দেশের সামগ্রিক উন্নয়নের জন্যও জরুরি। জলাবদ্ধতা দূর করতে এই প্রকল্পটি অত্যন্ত কার্যকর বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন। তিনি বলেন জিয়াউর রহমানের খাল খনন প্রকল্পটি এত বছর পরেও খুবই প্রাসঙ্গিক।
বৃহস্পতিবার ১৪ই আগস্ট সকালে কুমিল্লার শুভপুর ও চানপুর এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে খাল খনন ও সংস্কার না হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ কারণে অর্ধ লক্ষাধিক মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জলাবদ্ধতার হাত থেকে তাদেরকে রক্ষা করতে এই কর্মসূচি।
তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফার সঙ্গে এই খাল খনন প্রকল্প যুক্ত হচ্ছে। আগামীতে তারা আবারও খাল খনন শুরু করবেন। বিবেকবোধ থেকে এই কাজ শুরু করেছেন বলেও জানান তিনি।
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু এবং মানবিক সংগঠন ‘বিবেক’-এর সঙ্গে যৌথভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা বলেন, জনগণের কল্যাণে কাজ করাই বিএনপির লক্ষ্য।
স্থানীয় বাসিন্দারা বিএনপি ও বিবেক সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, যে কাজ সিটি কর্পোরেশন করতে পারেনি, সেই কাজ বিএনপি করে দেখিয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, খাল ভরাট ও দখলের কারনে গত দুই যুগ ধরে জলাবদ্ধতায় এই এলাকায় বসবাসরত বাসিন্দারা অনেক কষ্ট পেয়েছে। দূষিত পানির কারনে শিশুদের চর্মরোগে ভোগান্তি পোহাতে হয়েছে। অনেকে বাড়িঘর থেকে চলে গিয়ে অন্যত্র সরে গেছে। যাদের যাওয়ার জায়গা ছিলো না তারা ভোগান্তি সহ্য করে থেকে গেছেন। এই নিয়ে কত জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের কাছে ধর্ণা দেয়া হয়েছে তার কোন হিসেব নেই। এখন বিএনপির পক্ষ থেকে জলাবদ্ধতা দূরকরণে যে উদ্যোগ নেয়া হয়েছে তাতে এই এলাকার মানুষজন আশার আলো দেখছেন।
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবী সংগঠন বিবেক এর প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপু বলেন, যতদিন পর্যন্ত জলাবদ্ধতা দূর না হবে ততদিন পর্যন্ত খাল খনন ও সংশ্লিষ্ট কাজগুলো করা হবে। বিএনপির নেতাকর্মীরা এই কাজে নিবেদিত প্রান।
ময়মনসিংহের ভালুকায় বিপুল পরিমাণ বিদেশি মদ ও দেশীয় অস্ত্রসহ তোফাজ্জল হত্যা মামলার আসামী এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা বাহাদুর (২৮)কে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তারকৃত বাহাদুর উপজেলার জামিরদিয়া ডুবালিয়া পাড়ার গ্রামের উজ্জ্বল মিয়ার ছেলে।
যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাতে তার বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ১১৩ বোতল বিদেশি মদ, ৪টি দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকা জব্দ করা হয়। অভিযানের পর বাহাদুরকে ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, গ্রেফতারকৃত বাহাদুরের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার নামে পূর্বে তোফাজ্জল হত্যা মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মন্তব্য