20201002104319.jpg
20201003015625.jpg
‘পাঠান’ নিয়ে ফিরছেন কিং খান

‘পাঠান’ নিয়ে ফিরছেন কিং খান

শাহরুখ খানের সঙ্গে এ সিনেমায় অভিনয় করবেন দীপিকা পাডুকোন ও জন আব্রাহাম। জন আব্রাহামকে দেখা যাবে খলনায়ক চরিত্রে। এটি শাহরুখ ও আব্রাহামের একসঙ্গে প্রথম সিনেমা। শাহরুখ এর আগে দীপিকার সঙ্গে ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’ এ অভিনয় করেছেন।

দুই বছর বিরতির পর সিনেমায় ফিরছেন শাহরুখ খান। কিং খান হিসেবে পরিচিত এ নায়কের শেষ সিনেমা ‘জিরো’ মুক্তি পায় ২০১৮ সালে।

বিরতির পর ‘পাঠান’ নামের সিনেমা দিয়ে ফিরছেন ৫৪ বছর বয়সী শাহরুখ। আগামী মাসের শেষ দিকেই এ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

শাহরুখ খানের সঙ্গে এ সিনেমায় অভিনয় করবেন দীপিকা পাডুকোন ও জন আব্রাহাম। জন আব্রাহামকে দেখা যাবে খলনায়ক চরিত্রে। এটি শাহরুখ ও আব্রাহামের একসঙ্গে প্রথম সিনেমা। শাহরুখ এর আগে দীপিকার সঙ্গে ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’ এ অভিনয় করেছেন।

শাহরুখ খান সামনের মাসে শুটিং শুরু করলেও বাকি দুই তারকা কাজ শুরু করবেন জানুয়ারিতে।

সিদ্ধার্থ আনন্দর ‘পাঠান’ মূলত প্রতিশোধ নেয়ার গল্প। নায়ক শাহরুখ খান ও খলনায়ক জন আব্রাহামের মধ্যে দেখা যাবে শ্বাসরুদ্ধকর কিছু অ্যাকশনের দৃশ্য। এসব দৃশ্য পরিচালনার জন্য বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর পারভেজ শেখকে আনছেন সিনেমার পরিচালক। পারভেজ ব্রহ্মাস্ত্র, বেল বটম, ওয়ার সিনেমার অ্যাকশন দৃশ্য পরিচালনার জন্য বিখ্যাত।

শাহরুখ খান এখন আইপিএলের জন্য আরব আমিরাতে আছেন তার ক্রিকেট দল কলকাতা নাইট রাইডারসের সঙ্গে। দীপিকা রয়েছেন গোয়ায় বর্তমান সিনেমার শুটিংয়ের কাজে। আব্রাহামও ব্যস্ত ‘সত্যমেভ জয়তে ২’ এর কাজ নিয়ে।

‘পাঠান’ সিনেমার শুটিং হবে মূলত মুম্বাইতে, যশরাজ ফিল্মের সেটে।

সুত্র: টাইমস অব ইন্ডিয়া

শেয়ার করুন