20201002104319.jpg
20201003015625.jpg
ফের বিয়ের পিঁড়িতে শমী কায়সার

চয়নিকা চৌধুরীর ফেসবুক থেকে নেয়া ছবি

ফের বিয়ের পিঁড়িতে শমী কায়সার

শমীর বিয়ের ছবি ও খবর জানিয়ে ফেসবুকে শুক্রবার রাতে স্ট্যাটাস দিয়েছেন তার ঘনিষ্ঠজন এবং চলচ্চিত্র ও নাট্য পরিচালক চয়নিকা চৌধুরী।

নতুন করে সংসার জীবন শুরু করলেন শমী কায়সার। ব্যবসায়ী রেজা আমিন সুমনকে বিয়ে করেছেন তিনি।

শমীর বিয়ের ছবি ও খবর জানিয়ে ফেসবুকে শুক্রবার রাতে স্ট্যাটাস দিয়েছেন তার ঘনিষ্ঠজন এবং চলচ্চিত্র ও নাট্য পরিচালক চয়নিকা চৌধুরী।

নিউজবাংলাকেও বিষয়টি নিশ্চিত করেছেন চয়নিকা। তিনি জানান, শমী কায়সারের ইস্কাটনের বাসায় শুক্রবার দুপুরে বিয়ে হয়েছে।

শমীর স্বামী রেজা আমিন সুমন দুবাইয়ের গ্রুপ ফোরের সঙ্গে যুক্ত আছেন বলেও জানান চয়নিকা।

শমী কায়সারকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘নতুন জীবনের জন্য শুভকামনা। অনেক ভালো থাকিস, কারণ তুই সবসময়ই সুন্দর একটা জীবন চেয়েছিস।’

এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার এর আগে দুই বার বিয়ের পিঁড়িতে বসেন।

৯০ দশকের টেলিভিশন জগতের পরিচিত মুখ শমী কায়সার। এক সময় জনপ্রিয়তার শীর্ষে থাকলেও গত কয়েক বছর টেলিভিশন বা সিনেমায় দেখা যায়নি এ তারকাকে।

নিজের ব্যক্তিগত জীবন ও রাজনীতি নিয়েই ব্যস্ত দেখা গেছে শমী কায়সারকে।

শেয়ার করুন