20201002104319.jpg
20201003015625.jpg
‘নো টাইম টু ডাই’র থিম সং বিলি আইলিশের

‘নো টাইম টু ডাই’র থিম সং বিলি আইলিশের

সালটা ২০০৬। সে বছর মুক্তি পায় জেমস বন্ড সিরিজের ২১তম সিনেমা ‘ক্যাসিনো রয়েল’।

এটা ছিল জেমস বন্ড সিরিজে ড্যানিয়েল ক্রেগের প্রথম সিনেমা। তখন বিলি আইলিশের বয়স ছিল মাত্র পাঁচ বছর।

সব ঠিক থাকলে আগামী বছরের এপ্রিলে মুক্তি পাবে জেমস বন্ড সিরিজের ২৫তম সিনেমা ‘নো টাইম টু ডাই’। ড্যানিয়েল ক্রেগের এটি সম্ভবত ০০৭ (জেমস বন্ড) শেষ সিনেমা। এই সিনেমার থিম সংটি গেয়েছেন সেই পাঁচ বছর বয়সের বাচ্চা মেয়েটি । না, তার বয়স আর পাঁচ বছর বয়সে আটকে নেই। শিশুটি এখন পরিপূর্ণ তরুণী।

১৮ বছর বয়সী গ্র্যামি বিজয়ী বিলি আইলিশ ‘নো টাইম টু ডাই’ সিনেমার থিম সং লেখার এবং গাওয়ার সুযোগ পেয়েছেন। তিনিই বিশ্বের সর্বকনিষ্ঠ শিল্পী, যিনি জেমস বন্ড সিনেমার থিম সং গেয়েছেন।

নো টাইম টু ডাই মূলত ২০২০ সালের এপ্রিলে মুক্তি পাওয়ার জন্য নির্ধারিত ছিল, তবে করোনা মহামারির কারণে মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।

এ বছর জুলাইতে বিলির ‘মাই ফিউচার’ নামের মিউজিক ভিডিওটি অত্যধিক জনপ্রিয়তা লাভ করে।

শেয়ার করুন