জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জবি প্রেসক্লাব) কার্যনির্বাহী পরিষদ-২০২৩-এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক সুবর্ণ আসসাইফ এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক বাংলার প্রতিবেদক মেহেরাবুল ইসলাম সৌদিপ।
বৃহস্পতিবার বিকেল ৪টায় জবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার ইমরান আহমেদ নির্বাচনের ফল ঘোষণা করেন।
কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা প্রকাশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুজাহিদ বিল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইউছুব ওসমান ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আলোকিত বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সংবাদদাতা আহনাফ তাহমিদ ফাইয়াজ।
কার্যনির্বাহী কমিটির প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাইজিং বিডির বিশ্ববিদ্যালয় সংবাদদাতা মো. মেহেদী হাসান ও অর্থ সম্পাদক পদে চ্যানেল আই অনলাইনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রিদুয়ান ইসলাম। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হয়েছেন সাপ্তাহিক সাম্প্রতিক দেশকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শেখ শাহরিয়ার হোসেন ও সারাবাংলা ডট নেটের জবি করেসপন্ডেন্ট আবু সুফিয়ান সরকার শুভ।
ফলাফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোষাধ্যক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যরা। এসময় বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
ফলাফল ঘোষণার সময় জবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও বিডি নিউজের স্টাফ রিপোর্টার কাজী মোবারক হোসেন, নির্বাচন কমিশনার ও ডেইলি অবজারভারের স্টাফ রিপোর্টার হেদায়েত উল্লাহ খান, নির্বাচন কমিশনার ও এনটিভি অনলাইনের স্টাফ রিপোর্টার ও প্রতিষ্ঠাকালীন দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম শাহীন, নির্বাচন কমিশনার ও সাবেক সভাপতি মো. রাকিবুল ইসলাম, সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সাদেক ও নির্বাচনের সমন্বয়ক সদ্য-সাবেক সভাপতি মো. মোস্তাকিম আহমেদ ও সাধারণ সম্পাদক আরমান হাসানসহ জবি প্রেসক্লাবের নতুন নেতৃবৃন্দ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ
পদের নাম: এরিয়া সেলস ম্যানেজার
পদসংখ্যা: ৪
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ, এমবিএ অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং
অভিজ্ঞতা: ২ থেকে ৫ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুযোগ সুবিধা: টি/এ, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, ২টি উৎসব ভাতা ও কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নির্ধারিত নয়
বয়স: ২২ থেকে ৩৫ বছর
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা স্কিল ডটজবস-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৪ জুন ২০২৩
সূত্র: স্কিল ডটজবস
আরও পড়ুন:সাইবার বা ভার্চুয়াল জগতকে বড় ফাঁদ উল্লেখ করে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘এই ফাঁদে কেউ যদি একবার পড়ে যায় তাহলে তার জীবটাই শেষ হয়ে যাবে। প্রযুক্তি ব্যবহার করে তরুণ প্রজন্মকে টার্গেট করছে জঙ্গি ও মাদকচক্র।’
শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরিবারের শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও উচ্চশিক্ষা সহায়ক বৃত্তি-২০২২ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘শুধু ভালো রেজাল্ট করলে হবে না, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।’
‘সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ হতে হবে’- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বাণীকে ধারণ করে ডিএমপি পরিবারের মেধাবী সন্তানদের অনুপ্রেরণা জোগাতে ৯৩৩ শিক্ষার্থীকে মোট ১ কোটি ১৩ লাখ ৫২ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেয়া হয়। বৃত্তিপ্রাপ্তদের সবাই এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ পাওয়া এবং সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজ, বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েটসহ বিভিন্ন পাবলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী।
২০১৭ সাল থেকে এই মেধাবৃত্তি ও উচ্চশিক্ষা সহায়ক বৃত্তি দিয়ে আসছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘মহান স্বাধীনতা যুদ্ধে এ পূণ্যভূমি রাজারবাগ থেকেই থ্রি নট থ্রি রাইফেল নিয়ে দেশমাতৃকার টানে আত্মত্যাগ করেন আমাদের পূর্বসূরীরা। তোমরা সেই দেশপ্রেমিকদের সন্তান। শুধু ভালো রেজাল্ট করলে হবে না, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।’
অভিভাবকদের উদ্দেশে খন্দকার গোলাম ফারুক বলেন, ‘সন্তান এ প্লাস পেয়েছে, ভালো জায়গায় ভর্তির সুযোগ পেয়েছে- এ জন্য আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। আপনার সন্তান কোথায় যায়, কার সাথে মেশে- সব বিষয়ে খেয়াল রাখতে হবে। এ সময়টা অত্যন্ত পিচ্ছিল; সন্তানের স্বপ্নপূরণের জন্য এ পথচলায় তাদের হাতটা আরও শক্ত করে ধরতে হবে।’
ভোর থেকে গভীর রাত পর্যন্ত নাগরিক সেবা দেয়ার পরও ডিএমপি পরিবারের সন্তানরা এত ভালো রেজাল্ট করায় তিনি সন্তানের মায়েদের এ সময় ধন্যবাদ জানান।
পারিবারিক ও সামাজিক বন্ধনের গুরুত্ব উল্লেখ করে কমিশনার বলেন, ‘শত ব্যবস্তার মাঝেও সন্তানকে সময় দিতে হবে। তাদের সঙ্গে খেলতে হবে; ঘুরতে যেতে হবে।’
বৃদ্ধ বয়সে পিতা-মাতার প্রতি খেয়াল রাখার জন্যও সন্তানদের অনুরোধ করেন পুলিশের এ কর্মকর্তা।
আরও পড়ুন:কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (সিইউবি) ইংরেজি বিভাগের সহযোগিতায় গ্রিক মিথোলোজি ড্রামা ‘দ্য ট্র্যাজিক ফেইট অব মেডুসা’ মঞ্চস্থ করলো সিইউবি কারপে ডিয়াম ক্লাব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ।
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ক্যাম্পাস মিলনায়তনে মঞ্চস্থ হয় নাটকটি।
নাটকের কেন্দ্রীয় চরিত্র মেডুসা গ্রিক ট্র্যাজেডির একজন সুন্দরী নারী চরিত্র যাকে বিভিন্ন দেবতারা ধর্ষণপূর্বক শিরশ্ছেদ করে হত্যা করেছিলেন। কিন্তু ট্র্যাজেডি এবং অপমানের মুখেও মেডুসাকে অর্থবহ হিসাবে চিত্রিত করা হয়। তার মাথা সরানোর মুহূর্তের পরে, একটি পেগাসাস তার শরীর থেকে উড়ে যায়, যা সৌন্দর্যের জন্মের প্রতিনিধিত্ব করে।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন সিইউবি উপাচার্য ড. এইচ এম জহিরুল হক। প্রধান বক্তা হিসেবে চিত্রনায়ক রিয়াজ এত সুন্দর একটি মঞ্চনাটক পরিবেশন করার জন্য সবাইকে অভিনন্দন জানান।
মানসম্মত উচ্চশিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cub.edu.bd) পাওয়া যাবে।
বিস্তারিত তথ্যের জন্য ফোন করা যাবে ০১৭০-৭০৭০২৮০, ০১৭০-৭০৭০২৮১, ০১৭০-৭০৭০২৮৪ নম্বরে।
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ক্যাম্পাসের ঠিকানা: প্লট-খ, ২০১/১, প্রগতি সরণী, ঢাকা-১২১২, বাংলাদেশ।
অনলাইনে আবেদন করতে ক্লিক করুনঃ https://www.cub.edu.bd/apply.php
আরও পড়ুন:মহাকাশে ব্যবহার উপযোগী নতুন প্রজন্মের ব্যাটারি প্রযুক্তি গবেষণায় নাসার সাড়ে সাত লাখ ডলারের অনুদান পেয়েছেন আইইউবির সাবেক শিক্ষার্থী মো. ওয়াহিদুল হাসান ও তার দল।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার এসটাবলিশড প্রোগ্রাম টু স্টিমুলেট কম্পিটিটিভ রিসার্চ (ইপিএসসিওআর) কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা মাইনস বিশ্ববিদ্যালয়ের গবেষণা দলটিকে এই অনুদান দেয়া হয়।
নতুন এই প্রযুক্তিতে ভুট্টার ডাঁটার অবশিষ্টাংশ ব্যবহার করে ব্যাটারির অভ্যন্তরীণ রসায়নে পরিবর্তন ঘটিয়ে জনপ্রিয় লিথিয়াম-আয়ন ব্যাটারির তুলনায় বৈদ্যুতিক চার্জ ধারণ ক্ষমতা দ্বিগুণ বাড়াতে প্রাথমিক সাফল্য পেয়েছেন তারা।
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেয়া ওয়াহিদ ২০২২ সালে যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা মাইনস বিশ্ববিদ্যালয়ে যোগ দেন সলিড স্টেট লিথিয়াম-সালফার ব্যাটারি এবং ইলেকট্রোকেমিক্যাল এনার্জি স্টোরেজ বিষয়ে পিএইচডি করতে। পিএইচডি গবেষণার পাশাপাশি সেখানে তিনি গবেষণা সহকারী হিসেবে কর্মরত।
২০২১ সালে গবাদিপশুর মূত্র থেকে বিদ্যুৎ উৎপাদনের একটি প্রকল্পের জন্য এলসিভিয়ার ফাউন্ডেশনের ‘কেমিস্ট্রি ফর ক্লাইমেট অ্যাকশন চ্যালেঞ্জ অ্যাওয়ার্ড’ জিতেছিলেন তিনি।
নাসার ওয়েবসাইট থেকে জানা যায়, সাউথ ডাকোটা স্কুল অফ মাইনস বিশ্ববিদ্যালয়কে অনুদানটি দেয়া হয়েছে নতুন ধরনের লিথিয়াম-সালফার ব্যাটারি প্রযুক্তি নিয়ে গবেষণা করার জন্য, যা লিথিয়াম-আয়ন ব্যাটারির চেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন। এই প্রযুক্তি নাসার পাওয়ার রকেট এবং অন্যান্য মহাকাশযানে চড়ে চাঁদে বা মঙ্গল গ্রহে ভ্রমণ বা অবস্থানের ক্ষেত্রে ব্যবহার করা যাবে।
ওয়াহিদ বলেন, ‘সাম্প্রতিক জলবায়ু পরিবর্তনের বিষয়টি মাথায় রেখে পরিবেশবান্ধব বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানোর দিকে বিশেষ মনোযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা যে প্রযুক্তিটি নিয়ে কাজ করছি, সেটি একদমই নতুন। এখনও প্রচুর পরীক্ষা-নিরীক্ষা বাকি রয়েছে, তবে সকল পরীক্ষা শেষে চূড়ান্ত সাফল্য যদি অর্জন করা যায়, তাহলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে জ্বালানি সাশ্রয়ে, বিশেষ করে পরিবহন খাতে এই প্রযুক্তি ব্যপক ভূমিকা রাখতে পারবে।’
তিনি আরও বলেন, ‘সালফার একটি জৈবিক মৌলিক পদার্থ, যা প্রকৃতি থেকেই সরাসরি প্রচুর পরিমাণে আহরণ করা যায়। এর সাথে যেহেতু আমরা ভুট্টার ডাঁটার অবশিষ্টাংশ ব্যবহার করছি, সুতরাং সব দিক বিবেচনায় এটি একটি নবায়নযোগ্য জ্বালানিনির্ভর প্রযুক্তি। তাই এটি একই সঙ্গে পরিবেশবান্ধবও বটে।’
পিএইচডি এবং লিথিয়াম-সালফার ব্যাটারি প্রযুক্তি নিয়ে গবেষণার পাশাপাশি ভবিষ্যতে নবায়নযোগ্য জ্বালানি এবং ব্যাটারির বৈদ্যুতিক চার্জ ধারণক্ষমতা বাড়ানোর ওপর উন্নততর গবেষণার ইচ্ছা আছে ওয়াহিদের। এ ছাড়াও বাংলাদেশে একটি গবেষণা কেন্দ্র স্থাপন করতে চান ওয়াহিদ, যেখানে নতুন নতুন প্রযুক্তি নিয়ে কাজ করবেন তরুণ প্রযুক্তিবিদ ও বিজ্ঞানীরা।
আরও পড়ুন:সুবিধাবঞ্চিত মানুষের জন্য সেহরির আয়োজন করেছে এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমি এলাকায় রোববার ভোররাতে ৭ শতাধিক দিনমজুর, রিকশাচালক, সুবিধাবঞ্চিত শিশু, নারী ও পুরুষের জন্য সেহরির আয়োজন করে সংস্থাটি।
সেহরি বিতরণ শুরুর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সচিব, জেএসসির সাবেক রেজিস্ট্রার, নটরডেমিয়ান মো. জাকির হোসেন সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি মানবকল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার জন্য এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত মানুষের জন্য সেহরির আয়োজন, ইফতার বিতরণ, ঈদ উপহারসহ বিভিন্ন রকম জনহিতকর কাজ সবার সহযোগিতায় অব্যাহত রাখার ঘোষণা দেন ফাউন্ডেশনের কর্মকর্তারা। একই সঙ্গে অনুষ্ঠান আয়োজনে পাশে থাকার জন্য জুম বাংলাদেশকে অভিনন্দন জানান।
এতে বক্তব্য দেন এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহসভাপতি ডা. দলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের শাহিন, যশোর আওয়ামী লীগের সদস্য, নটরডেমিয়ান মোস্তফা আশীষ ইসলাম, রাইফেলস কলেজের সহঅধ্যাপক মুহম্মদ আনোয়ার সাদাত, বিটিসিএলের সহপরিচালক খালেদ ফয়সাল জিতু, নটরডেমিয়ান শাহ আহমদ জুবায়ের রাফি, আব্দুল্লাহ আল মামুন ও জুম বাংলাদেশের প্রতিষ্ঠাতা শাহিন প্রধানসহ অনেকে।
এতিম শিশুদের ঈদকে আনন্দময় করে তুলতে প্রতি বছরের মতো এবারও ইফতার সামগ্রীর পাশাপাশি জামা বিতরণ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) সোশ্যাল সার্ভিসেস ক্লাব।
বুধবার ঢাকার মিরপুরে নূরানী ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় অবস্থানরত সুবিধাবঞ্চিত ও অনাথ শিশুদের মধ্যে ইফতার বিতরণ করে ক্লাবটি।
ইফতার বিতরণ শেষে সেই শিশুদের হাতে নতুন ৪০০ প্যাকেট ঈদবস্ত্র তুলে দেয়া হয়। এ ছাড়াও সেখানে শিশুদের জন্য কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
রমজান মাসে এমন উদ্যোগ গ্ৰহণের বিষয়ে ক্লাবটির প্রেসিডেন্ট কৌশিক মাহমুদ বলেন, ‘আমাদের দেশে অনেক অনাথ শিশু রয়েছে, যাদের পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ হয় না। ঈদের আনন্দ থেকে তারা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। সেই সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের আমেজ বৃদ্ধির লক্ষ্যেই আমাদের এই বিশেষ উদ্যোগ।
‘ইফতার সামগ্রী এবং ঈদের জন্য নতুন পোশাক পেয়ে সবার মুখে যে দৃশ্যমান অমূল্য হাসি আমরা দেখতে পেয়েছি, সেই হাসির জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।’
মন্তব্য