সশরীরে পরীক্ষা দিতে এসে লকডাউনের কারণে আটকে থাকা শিক্ষার্থীদের জগন্নাথ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় নিজস্ব পরিবহন সেবায় বাড়ি পৌঁছে দিলেও আবেদন অগ্রাহ্য করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ফেসবুক পেজগুলোতে কর্তৃপক্ষকে কটাক্ষ করতে নানা ধরনের পোস্ট দিচ্ছে।
শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে না দেওয়াকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বেচ্ছাচারিতা উল্লেখ করে ‘শেম অন ডিইউ অ্যাডমিনিস্ট্রেশন' হ্যাশট্যাগ ব্যবহার করছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আগে অন্যরা অনুসরণ করত। কিন্তু এখন শিক্ষার্থীদের অবহেলা করার কোনো সুযোগই বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়ছে না। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় তার সেই পথ হারিয়ে ফেলছে।
আবাসিক হল বন্ধ রাখার শর্তে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা গত ১ জুলাই থেকে সশরীরে নেয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সে অনুযায়ী বিভিন্ন বিভাগ ইনিস্টিউট পরীক্ষার তারিখ ঘোষণা করে। ফলে শিক্ষার্থীরা ঢাকায় চলে আসে।
তবে জুনের শেষ দিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শাটডাউন ঘোষণা করে সরকার। আর সশরীরে পরীক্ষার সিদ্ধান্ত থেকে সরে আসে বিশ্ববিদ্যালয়। কঠোর লকডাউনে অনলাইনেও পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
শাটডাউন শুরু হওয়ায় পরীক্ষা দিতে ঢাকায় আসা শিক্ষার্থীরা বাড়িতেও ফিরতে পারছিল না। পরের মাসের বাসা ভাড়া পরিশোধ করতে হচ্ছে তাদের। এতে বিপাকে পড়ে যায় তারা।
সে সময় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেয়া হবে কি না জানতে চাইলে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান নিউজবাংলাকে বলেছিলেন, শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেয়া ধারণাতেও যায় না। এ বিষয়ে প্রশ্নও তিনি কখনও শুনেননি৷
তবে শাটডাউন শিথিল করার পরও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় নিজস্ব পরিবহনে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেয়া শুরু করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ সামাদ বরাবর লিখিত আবেদন দেয়।
অধ্যাপক সামাদ শিক্ষার্থীদের আবেদনে সুপারিশ করলেও উপাচার্য সেটিতে কোনো সাড়া দেননি। এতে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন৷
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহবুব রহমান নিউজবাংলাকে বলেন, ‘ছাত্ররা কিন্তু নিজে থেকে ঢাকায় আসেনি। ছাত্রদের মানসিক, আর্থিক ও শারীরিক কষ্ট দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কিছু বিভাগ ঢাকায় আসতে বাধ্য করেছে।
‘কোনো আগাম ঘোষণা না দিয়ে ঢাকায় আসতে বাধ্য করা হয়েছে। আবার কোনো আগামর ঘোষণা না দিয়ে পরীক্ষা স্থগিত করে ছাত্রদের আর্থিক ও মানসিক ক্ষতি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ের নিজ উদ্যোগেই সমস্যা সমাধান করা দরকার ছিল বলেও মনে করেন তিনি। বলেন, ‘অন্য বিশ্ববিদ্যালয় ছাত্রদের বাড়ি পৌঁছে দিচ্ছে, তা কেন ঢাকা বিশ্ববিদ্যালয় করবে না?’
তিনি বলেন, ‘আগে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অন্যরা অনুসরণ করত, এখন ঢাকা বিশ্ববিদ্যালয় তার সেই পথ হারিয়ে ফেলছে।’
মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রনো আনোয়ার বলেন, ‘আমরা প্রতি বছর ১০৮০ টাকা পরিবহন ফি দিয়েও এই সংকটকালে পরিবহন সুবিধা পাচ্ছি না। অথচ ৩৬০ টাকা পরিবহন ফি দিয়েও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই সুবিধা পেল। ঠিকই তাদের বিশ্ববিদ্যালয়ের বাস দেশের বিভিন্ন প্রান্তে নিরাপদে পৌঁছে দিচ্ছে।’
রাকিবুল হাসান নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘কর্তৃপক্ষ একাধিকবার বলছে সশরীরে পরীক্ষা নেবে। ফলে অনেকে ক্যাম্পাসের আশেপাশে এসেছে শুধু পরীক্ষা দেয়ার জন্য। এই অবস্থায় কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব ছিল তাদের বাড়িতে পৌঁছে দেয়া।’
সলিমুল্লাহ মুসলিম হল সংসদের সাবেক সাধারণ সম্পাদক জুলিয়াস সিজার তালুকদার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দায়িত্বহীনতার দৃষ্টান্তে হিমালয়সম। অন্যসব বিশ্ববিদ্যালয় থেকে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষা নিতে হবে এখন। অধঃপতন আমাদের এভাবেই হয়েছে।
‘বাড়ি থেকে ডেকে এনে ঢাকার বিবর্ণ জীবনে দিনের পর দিন অবরুদ্ধ রেখেছে, আর বাড়ি ফেরার বিন্দুমাত্র দায়িত্ব নেয়নি কর্তৃপক্ষ। এক জন শিক্ষার্থী হিসেবে অন্য বিশ্ববিদ্যালয়গুলোকে হৃদয় নির্গত শ্রদ্ধা।’
কেন শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেয়া যায়নি- জানতে চাইলে এর সঠিক কোনো উত্তর দেননি উপাচার্য আখতারুজ্জামান। তবে তারা সব সময় শিক্ষার্থীদের পাশে আছেন বলে দাবি করেন।
তিনি বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত দায়িত্বশীল এবং খুবই মানবিকও। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ ইনিস্টিটিউট শিক্ষার্থীদের খোঁজ খবর রাখে। কারও কোনো বড় আকারের সমস্যা থাকলে বিভাগের সঙ্গে যোগাযোগ করলে আমরা সহায়তা করে থাকি।’
আরও পড়ুন:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরে (বশেমুরবিপ্রবিপি) ২০২৩-২৪ স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. অলক কুমার সাহা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বশেমুরবিপ্রবিপিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্মাতক (সম্মান) প্রথম বর্ষে প্রথম ব্যাচে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস (প্রথম ক্লাস) আগামী ২৮ অক্টোবর, ২০২৪ তারিখ, সোমবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।’
বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। এ ছাড়া বিভাগ ও সংশ্লিষ্ট সবাইকে নিজ অবস্থান থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।
অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্মাতক (সম্মান) প্রথম বর্ষে চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি আগামী ১৪ অক্টোবর থেকে শুরু হবে। ওই দিন বেলা ১১টা থেকে ১৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নির্ধারিত ফি জমা দিয়ে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে হবে।
পরবর্তী সময়ে ২০ অক্টোবর সকাল ১০টা থেকে ২২ অক্টোবর বিকেল চারটার মধ্যে বিশ্ববিদ্যালয়ের পিরোজপুরের অস্থায়ী ক্যাম্পাসে সশরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন:দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বইতে পারে জানিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলেছে, তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে চারটি সমুদ্র বন্দরকে।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির ঝড় সতর্কীকরণ কেন্দ্র শুক্রবার আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানায়।
আবহাওয়াবিদ বজলুর রশিদ স্বাক্ষরিত বার্তায় আবহাওয়া পরিস্থিতি নিয়ে বলা হয়, ‘সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে।
‘এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।’
সতর্কবার্তায় চার বন্দর কর্তৃপক্ষ ও জেলেদের উদ্দেশে বলা হয়, ‘চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
‘উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।’
আরও পড়ুন:মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফরে আসছেন শুক্রবার।
বিমানবন্দরে গার্ড অফ অনার দেয়া হবে তাকে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে ৫৮ সদস্যের প্রতিনিধিদল থাকবে।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা করে হোটেল ইন্টারকন্টিনেন্টালে নিয়ে যাওয়া হবে। সেখানে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক করবেন।
পরবর্তী সময়ে দুই নেতা দ্বিপক্ষীয় পর্যায়ে আলোচনা করবেন, যেখানে অর্থনৈতিক সহযোগিতা, রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, শ্রম অভিবাসন, শিক্ষা, প্রযুক্তি, অবকাঠামোগত উন্নয়ন ও প্রতিরক্ষা সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিস্তৃত বিষয়গুলো প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, বৈঠক বাংলাদেশ চলমান রোহিঙ্গা সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা কামনা করবে। পাশাপাশি আসিয়ান কাঠামোর মধ্যে একটি ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার আকাঙ্ক্ষাকে এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে।
সফরসূচি অনুযায়ী পরবর্তী সময়ে যৌথ বিবৃতি দেয়া হবে।
ঘোষিত সূচি অনুযায়ী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। আনোয়ার ইব্রাহিমই প্রথম সরকারপ্রধান যিনি দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছেন। সংক্ষিপ্ত সফর শেষে সন্ধ্যা ছয়টার দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটি হবে বিদেশি কোনো সরকারপ্রধানের প্রথম উচ্চ পর্যায়ের সফর।
আরও পড়ুন:নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিমকে (৪২) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিমকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। আজ ভোরে (৪ অক্টোবর, ২০২৪) ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
‘তার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। এ ছাড়া পল্লবী ও খিলগাঁও থানার আরও দুটি মামলার এজাহারনামীয় আসামি সে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘উল্লেখ্য, তার বিরুদ্ধে আরও তিনটি মামলা বিচারাধীন রয়েছে। তাকে বিজ্ঞ আদালতে হস্তান্তর প্রক্রিয়াধীন।’
টাঙ্গাইলের কালিহাতীতে বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত ও ১০ জনের মতো আহত হয়েছেন।
উপজেলার এলেঙ্গা লিংক রোডের সামনে বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় হতাহত লোকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এলেঙ্গা লিংক রোডের সামনে গতকাল রাত দুইটার দিকে বাস-ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন বাসের চার যাত্রী।
তিনি আরও জানান, আহত যাত্রীদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর পাওয়া গেছে।
অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের সংস্কারে পাঁচটি কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে।
বৃহস্পতিবার রাতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্থার কমিশন, দুর্নীতি দমন সংস্থার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পরে প্রজ্ঞাপনগুলো গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আট সদস্যের নির্বাচন ব্যবস্থা সংস্থার কমিশনের প্রধান করা হয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক এবং নির্বাচন ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. বদিউল আলম মজুমদারকে।
নয় সদস্যের পুলিশ সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে সাবেক সচিব সফর রাজ হোসেনকে।
আট সদস্যের বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবুল নাঈম মমিনুর রহমান।
দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এই কমিশনটিও আট সদস্যবিশিষ্ট।
এছাড়া আট সদস্যের জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান আব্দুল মূয়ীদ চৌধুরী।
আরও পড়ুন:ভারতের সঙ্গে করা সব গোপন চুক্তি প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত তাহমিদ ও মাসুদ রানার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবারের’ প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে নিহতদের পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেয়া হয়।
রিজভী সাংবাদিকদের বলেন, ‘শেখ হাসিনা অন্য দেশের সঙ্গে যেসব গোপন চুক্তি করেছেন তা প্রকাশ করা হোক।’
তিনি আরও বলেন, ‘ইতালি, জার্মানিসহ পৃথিবীর কোথাও গণতন্ত্রকামী মানুষ ফ্যাসিস্টদের পুনরুত্থান হতে দেয়নি। বাংলাদেশেও হবে না।’
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী শহীদ পরিবারের সদস্যদের যেন সরকারি চাকরি দেয়ার ব্যবস্থা করা হয়।’
গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পক্ষে হাঁটতে শুরু করেছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করারও আহ্বান জানান রিজভী।
আর্থিক সহযোগিতা প্রদানকালে ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, বিএনপি নেতা বজলুল বাছিত আঞ্জু, স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
মন্তব্য