× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

অর্থ-বাণিজ্য
Asia will lead the world to economic recovery
google_news print-icon

বিশ্বকে অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে নেবে এশিয়া

বিশ্বকে-অর্থনৈতিক-পুনরুদ্ধারের-পথে-নেবে-এশিয়া
চীনের হাইনান প্রদেশে মঙ্গলবার শুরু হয়েছে বোয়াও ফোরাম ফর এশিয়া-২০২৩ এর বার্ষিক সম্মেলন। ছবি: নিউজবাংলা
চীনের হাইনান প্রদেশে মঙ্গলবার শুরু হয়েছে বোয়াও ফোরাম ফর এশিয়া-২০২৩ এর বার্ষিক সম্মেলন। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর এশিয়ার প্রবৃদ্ধি বেড়ে দাঁড়াবে ৪ দশমিক ৫ শতাংশ, যা বছরের চেয়ে দশমিক ৩ শতাংশ বেশি। এ বছর অঞ্চলটি বিশ্বকে অর্থনৈতিক পুনরুদ্ধারের দিকে নিয়ে যাবে।

বিশ্ব অর্থনীতির একটি প্রধান চালিকা শক্তি এশিয়া অঞ্চল। ২০২৩ সালে এশিয়ার মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হবে ৪ দশমিক ৫ শতাংশ। আগের বছর ২০২২ সালে যা ছিল ৪ দশমিক ২ শতাংশ। সে সুবাদে এই অঞ্চলে সামগ্রিক অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি ত্বরান্বিত হবে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার বাস্তবতায় এটি একটি আশার খবর।

বোয়াও ফোরাম ফর এশিয়া থেকে প্রকাশিত ‘এশিয়ান ইকোনমিক আউটলুক অ্যান্ড ইন্টিগ্রেশন প্রগ্রেস’ শীর্ষক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য, ‘একটি অনিশ্চিত বিশ্ব: চ্যালেঞ্জগুলোর মধ্যে উন্নয়নের জন্য সংহতি ও সহযোগিতা’।

চীনের হাইনান প্রদেশে মঙ্গলবার শুরু হয়েছে বোয়াও ফোরাম ফর এশিয়া-২০২৩ এর বার্ষিক সম্মেলন। ছিয়ংহাই সিটির বোয়াও শহরে ৩১ মার্চ পর্যন্ত তা চলবে। বিভিন্ন দেশের আন্তর্জাতিক সংস্থার প্রধান ব্যক্তি, ব্যবসায়ী নেতাসহ প্রায় দুই হাজার ব্যক্তি অংশ নিচ্ছেন এই সম্মেলনে।

বিশ্বকে অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে নেবে এশিয়া
হাইনান প্রদেশে মঙ্গলবার শুরু হওয়া সম্মেলন চলবে ৩১ মার্চ পর্যন্ত। ছবি: নিউজবাংলা

ফোরামে আন্তর্জাতিক সহযোগিতা এবং পারস্পরিক ঐকমত্যকে সুসংহত করার লক্ষ্যে উন্নয়ন ও অন্তর্ভুক্তিকরণ, দক্ষতা ও নিরাপত্তা, আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতার পাশাপাশি বর্তমান ও ভবিষ্যতের কর্মপন্থা নিয়ে আলোচনা হয়।

মূল প্রতিবেদনে আশা করা হয়েছে, ‘এ বছর অঞ্চলটি বিশ্বকে অর্থনৈতিক পুনরুদ্ধারের দিকে নিয়ে যাবে। বৈশ্বিক চাহিদা দুর্বল হওয়া এবং অনিশ্চয়তার চাপ সত্ত্বেও এশীয় অর্থনীতি পুনরুদ্ধারের পথে রয়েছে। যদিও বৈশ্বিক প্রবৃদ্ধি মন্থর হওয়ায় এশিয়ান রপ্তানিকারকদের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। কিন্তু চীনের উল্লেখযোগ্য অর্থনৈতিক পরিবর্তন এশিয়ার বাকি অংশ এবং বিশ্বের জন্য একটি ইতিবাচক সংকেত পাঠাচ্ছে।’

বোয়াও ফোরামের সেক্রেটারি জেনারেল লি বাওডং বলেছেন, ‘বৈশ্বিক অর্থনীতি অনিশ্চয়তা থেকে উত্তরণে এশিয়া মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে। বিশ্বব্যাপী মন্দার মধ্যে এশিয়া সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিকে ত্বরান্বিত করবে। এক্ষেত্রে আঞ্চলিক উৎপাদন, বাণিজ্য, বিনিয়োগ ও আর্থিক একীকরণ এবং সংহতির অগ্রগতি অব্যাহত রাখবে।’

প্যানেল আলোচনায় বলা হয়, আগামী দিনের অনিশ্চয়তা ও চ্যালেঞ্জ সত্ত্বেও চীনের দ্রুত অর্থনৈতিক পুনরুদ্ধারের মাধ্যমে এশিয়ার অর্থনীতি এ বছর শক্তিশালী অবস্থানে যাবে।

বোয়াও ফোরাম ফর এশিয়া একটি বেসরকারি অলাভজনক আন্তর্জাতিক সংস্থা। এশিয়ার ২৮টি দেশ নিয়ে ২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে এটি এশিয়ায় আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার প্রচার এবং আঞ্চলিক অর্থনীতির টেকসই উন্নয়নের জন্য কাজ করে আসছে।

চীন তার পুরো হাইনান দ্বীপকে বিশ্বব্যাপী প্রভাবশালী এবং উচ্চ স্তরের ফ্রি ট্রেড পোর্ট বা এফটিপিতে পরিণত করার লক্ষ্যে ২০২০ সালে একটি মাস্টার প্ল্যান প্রকাশ করে। তারপর থেকে হাইনান এফটিপি-র উন্নয়নে সহায়তার জন্য শূন্য শুল্ক এবং সহজ বাজার ও বিদেশি বিনিয়োগ সহজ করাসহ নীতি সহজীকরণ করেছে।

বলা হয়, হাইনানে ২০২৩ সালের মধ্যে স্বতন্ত্র কাস্টমস ব্যবস্থা চালুর জন্য কাজ চালিয়ে যাচ্ছে চীন। ২০২৫ সালের শেষ নাগাদ দ্বীপ জুড়ে নিজস্ব কাস্টমস কার্যক্রম পরিচালনা করা হবে।

প্রতিষ্ঠার শুরু থেকে বোয়াও ফোরাম এশিয়ার দেশগুলোর মধ্যে সংলাপ ও ঐকমত্য তৈরি করতে একটি গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত হয়েছে।

মন্তব্য

আরও পড়ুন

অর্থ-বাণিজ্য
Lexi told about her experience of traveling to Bangladesh

বাংলাদেশ ঘুরে অভিজ্ঞতা কেমন, জানালেন বিশ্বের সব দেশ ঘোরা লেক্সি

বাংলাদেশ ঘুরে অভিজ্ঞতা কেমন, জানালেন বিশ্বের সব দেশ ঘোরা লেক্সি ঢাকায় বিমানবন্দরে লেক্সি আলফোর্ড
২৫ বছর বয়সী এই তরুণী তার ইউটিউব চ্যানেলে সম্প্রতি শেয়ার করেছেন সেসব অভিজ্ঞতা। কেমন ছিল ভ্রমণ, কোথায় খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাকে; এতে জানিয়েছেন সে কথা।

সবচেয়ে কম বয়সে বিশ্বের সব দেশ ঘুরে গিনেস গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডর্সে নাম ওঠা লেক্সি আলফোর্ড বিশ্ব ভ্রমণে বেরিয়ে নানা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন।

২৫ বছর বয়সী এই তরুণী তার ইউটিউব চ্যানেলে সম্প্রতি শেয়ার করেছেন সেসব অভিজ্ঞতা। কেমন ছিল ভ্রমণ, কোথায় খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাকে; এতে জানিয়েছেন সে কথা।

ডেইলি মেইল বলছে, লেক্সি মন্দ অভিজ্ঞতা নিয়ে একটি তালিকা করেছেন ১০টি দেশের। এতে বাংলাদেশের নাম আছে ৯ নম্বরে।

বাংলাদেশসহ ওই ১০টি দেশে তিনি নানা সমস্যার কথা তুলে ধরেছেন। এসব দেশ নারীদের ভ্রমণের জনটা কতাটা নিরাপদ, কথা বলেছেন সে প্রসঙ্গেও। তিনি বলেন, মৃত্যুর ইচ্ছা না থাকলে এসব দেশ ভ্রমণ করা উচিত নয়।

লেক্সির মতে তালিকায় এক নম্বরে থাকা আফগানিস্তান একটি সুন্দর দেশ। আফগানিস্তানের ঐতিহ্য, খাবার কিংবা ইতিহাস সবই তাকে মুগ্ধ করেছে। তবে তালেবান ক্ষমতায় বসার পর পরিস্থিতি বদলে গেছে। এখন ভ্রমণপ্রেমীদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ এ দেশ।

লেক্সির করা তালিকায় বাংলাদেশ আছে ৯ নম্বরে। অনভিজ্ঞদের এ দেশে ভ্রমণে নিরুৎসাহিত করে তিনি বলেন, দুর্ভাগ্যবশত এখানে ছোটখাটো অপরাধ, পকেটমার এবং ডাকাতির মতো হিংসাত্মক অপরাধের হার খুবই বেশি।

লেক্সি বলেছেন, এসব অপরাধ প্রায় প্রতিটি দেশেই ঘটে, তবে মনে রাখবেন, যেহেতু এখানে খুব কম পর্যটক, সেজন্য আপনি যখনই রাস্তায় থাকবেন তখন আপনিই হবেন অপরাধীদের টার্গেট।

তিনি বলেন, বাংলাদেশ নারীদের ভ্রমণের জন্য একটি অস্বস্তিকর এবং কঠিন জায়গা। গড়ের তুলনায় এখানে যৌন হয়রানির প্রবণতা বেশি।

এতকিছু সত্ত্বেও বাংলাদেশ ভ্রমণের জন্য একটি অনন্য সাধারণ জায়গা বলে মনে করেন এই পর্যটক। বিশেষ করে সুন্দরবনসহ বেশকিছু জায়গা ঘোরার জন্য অসাধারণ।

লেক্সির তালিকায় ১০ নম্বরে আছে উত্তর কোরিয়ার নাম।

মন্তব্য

অর্থ-বাণিজ্য
Swapnas 341st outlet in Mohakhali

মহাখালীতে স্বপ্নর ৩৪১তম আউটলেট

মহাখালীতে স্বপ্নর ৩৪১তম আউটলেট মহাখালীতে শনিবার বিকেল ৩টার দিকে স্বপ্নর নতুন আউটলেট উদ্বোধন করা হয়। ছবি: নিউজবাংলা
স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘স্বপ্ন এখন দেশের ৫৬টি জেলায়। মহাখালীর নতুন এই আউটলেটে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা নতুন এই আউটলেটে নিয়মিত বাজার করবেন।’

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন রাজধানীর মহাখালীতে।

শনিবার বিকেল ৩টার দিকে স্বপ্নর নতুন এ আউটলেট উদ্বোধন করা হয়।

ওই সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব রিটেইল অ্যাডমিনিস্ট্রেশন সাইফুল আলম রাসেল, স্বপ্নর রিজিওনাল হেড অব অপারেশন্স আশরাফুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার অপারেশন্স নাসিরুল কবির, হোটেল জাকারিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন মিয়া ও পরিচালক মো. আলী হোসেন মিয়াসহ অনেকে।

স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘স্বপ্ন এখন দেশের ৫৬টি জেলায়। মহাখালীর নতুন এই আউটলেটে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা নতুন এই আউটলেটে নিয়মিত বাজার করবেন।’

স্বপ্নর অপারেশনস ডিরেক্টর আবু নাছের জানান, উদ্বোধন উপলক্ষে স্বপ্নর পক্ষ থেকে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও থাকছে নগদ মূল্যছাড়।

নতুন আউটলেটের ঠিকানা: হোল্ডিং নম্বর ৩৫, বীর উত্তম এ কে খন্দকার সড়ক (হোটেল জাকারিয়ার নিচে), মহাখালী, ঢাকা।

মহাখালীর আউটলেটের হোম ডেলিভারির জন্য যোগাযোগের নম্বর: ০১৪০১-১৮৮১২১।

আরও পড়ুন:
স্বপ্ন’র গুলশান-১ শাখার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
স্বপ্নতে গরুর মাংস ৬৪০, ডিম ১০৫
‘স্বপ্ন’ এবার পীরগঞ্জে
সপ্তমবারের মতো সেরা সুপারশপ ব্র্যান্ড ‘স্বপ্ন’
‘ঝুঁকি নিয়ে সফলতা পাওয়া মানুষ শেখ হাসিনা’

মন্তব্য

অর্থ-বাণিজ্য
Conflict with US will bring unbearable disaster China

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত অসহনীয় দুর্যোগ বয়ে আনবে: চীন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত অসহনীয় দুর্যোগ বয়ে আনবে: চীন সিঙ্গাপুরে এশিয়ার শীর্ষ নিরাপত্তা সম্মেলন সাংগ্রি-লা সংলাপে বক্তব্য দেন চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু। ছবি: এপি
লি শাংফু বলেন, ‘এটি অনস্বীকার্য যে, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে মারাত্মক কোনো সংঘর্ষ বা বিরোধ হবে বিশ্বের জন্য অসহনীয় দুর্যোগ।’

বৈশ্বিক পরাশক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পরিবর্তে সংলাপে জোর দিয়ে চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু বলেছেন, দুই দেশের মধ্যকার সংঘর্ষ বিশ্বের জন্য অসহনীয় দুর্যোগ বয়ে আনবে।

সিঙ্গাপুরে এশিয়ার শীর্ষ নিরাপত্তা সম্মেলন সাংগ্রি-লা সংলাপে অংশ নিয়ে রোববার এ কথা বলেন তিনি।

লি শাংফুর ভাষ্য, চীন ও যুক্তরাষ্ট্রের যৌথ বিকাশের জন্য পৃথিবী যথেষ্ট বড় জায়গা।

তিনি বলেন, ‘চীন ও যুক্তরাষ্ট্রের আলাদা ব্যবস্থা রয়েছে এবং বিভিন্নভাবে (দেশ দুটি) আলাদা, কিন্তু এ কারণে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানো এবং সহযোগিতা গভীর করার ক্ষেত্রে সাধারণ ক্ষেত্র ও সাধারণ আগ্রহ সৃষ্টিতে দুই পক্ষ বিরত থাকতে পারে না।

‘এটি অনস্বীকার্য যে, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে মারাত্মক কোনো সংঘর্ষ বা বিরোধ হবে বিশ্বের জন্য অসহনীয় দুর্যোগ।’

গণতান্ত্রিক শাসনে থাকা তাইওয়ান, দক্ষিণ চীন সাগর এবং সেমিকন্ডাকটর চিপ রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নিষেধাজ্ঞার মতো বিষয় নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের মারাত্মক অবনতি হয় চীনের। সর্বশেষ শনিবার সংবেদনশীন তাইওয়ান প্রণালি পাড়ি দেয় যুক্তরাষ্ট্র ও কানাডার নৌযান, যাকে ‘ইচ্ছাকৃত উসকানির ঝুঁকি’ হিসেবে আখ্যা দিয়েছে চীন।

আরও পড়ুন:
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে আ.লীগ, বিএনপি ও জাতীয় পার্টির বৈঠক
গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ার সমর্থনে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি: পিটার হাস
নির্বাচনে অনিয়ম হলে যুক্তরাষ্ট্র শাস্তি দেয়ার কে: পরিকল্পনামন্ত্রী
বাংলাদেশে নির্বাচনে বাধা দিলে বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিএনপি নেতার উসকানিমূলক মন্তব্যের নিন্দা যুক্তরাষ্ট্রের

মন্তব্য

অর্থ-বাণিজ্য
I moved my sons body with my own hands
ওড়িশায় ট্রেন দুর্ঘটনা

‘নিজের হাতেই ছেলের মরদেহ সরালাম’

‘নিজের হাতেই ছেলের মরদেহ সরালাম’ সরোর স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এখন উপচে পড়া ভিড়। ছবি: সংগৃহীত
চোখে একরাশ স্বপ্ন নিয়ে দুই ছেলেকে নিয়ে বাড়ি ছেড়েছিলেন বিহারের মধুবনীর বাসিন্দা লালজি সাগাই। উন্নত জীবনের আশা নিয়ে ভিনরাজ্যে পাড়ি জমিয়েছিলেন তারা।

ভারতের ইতিহাসে বিরতম ট্রেন দুর্ঘটনা। এটিকে একুশ শতকের সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিয়তির পরিহাস কাকে বলে, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। বাবা-মা কোনোক্রমে রক্ষা পেলেও শেষ হয়ে গিয়েছে তাদের সন্তানরা। নিজে বেঁচে গেলেও এখন সেসব বাবা-মায়ের সব হারানোর বুক ফাটা কান্নায় ভারী হয়ে উঠেছে দুর্ঘটনাস্থল ও আশেপাশের হাসপাতালগুলো।

৪০ বছর বয়সী লালজি সাগাই। বর্তমানে তার বড় ছেলের ঠাঁই হয়েছে সরো হাসপাতালের মর্গে। আর ছেলের মরদেহ পেতে হাসপাতালে পড়ে রয়েছেন মা।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, চোখে একরাশ স্বপ্ন নিয়ে দুই ছেলেকে নিয়ে বাড়ি ছেড়েছিলেন বিহারের মধুবনীর বাসিন্দা লালজি সাগাই। উন্নত জীবনের আশা নিয়ে ভিনরাজ্যে পাড়ি জমিয়েছিলেন তারা।

পেশায় নিরাপত্তাকর্মী লালজি ভেবেছিলেন তার মতোই কাজ করবে দুই সন্তান। কিন্তু নিয়তির লিখন ছিল ভিন্ন।

চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের সাধারণ কোচের যাত্রী ছিলেন মা ও দুই ছেলে। শুক্রবারের দুর্ঘটনায় লালজির ছোট ছেলে ইন্দর বেঁচে গেলেও বড় ছেলে সুন্দরের মৃত্যু হয়।

বালেশ্বরের সরোতে কমিউনিটি হেলথ সেন্টারে নিজের ছেলের মরদেহের পাশে দাঁড়িয়ে লালজি সাগাই বলেন, ‘আমরা ৯ জনের একটি দল চেন্নাই যাচ্ছিলাম। সেখানে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করি আমি। যেহেতু আমাদের গ্রামে কোনো কর্মসংস্থানের সুযোগ নেই, তাই আমি পরিবারের জন্য অতিরিক্ত আয় নিশ্চিত করতে দুই ছেলেকে সেখানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। কিন্তু নিয়তি আমাদের জন্য এমন কিছু পরিকল্পনা করেছিল, যা আমি দুঃস্বপ্নেও অনুমান করতে পারিনি।’

সাগাই যখন কথা বলছিলেন, কষ্টে তার গলা বুজে আসছিল। বুকফাঁটা কান্না আটকে মধ্যবয়সী মা বলতে থাকেন, ‘দুর্ঘটনায় আমার বড় ছেলে মারা গিয়েছে। নিজের হাতে ছেলের লাশ সরিয়েছি।’

খরচ যাই হোক, ছেলের মরদেহ নিয়ে গ্রামে ফিরতে চান তিনি।

আরও পড়ুন:
সংকেতের গরমিলে ব্যস্ত লাইনে যাত্রীবাহী ট্রেন করমণ্ডল
ওড়িশায় ট্রেন দুর্ঘটনা: নিহত বেড়ে ২৮৮, আশঙ্কাজনক অনেকে
নিখোঁজ বাংলাদেশিদের নিয়ে বাড়ছে উদ্বেগ
এটি একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা: মমতা

মন্তব্য

অর্থ-বাণিজ্য
There is growing concern about missing Bangladeshis

নিখোঁজ বাংলাদেশিদের নিয়ে বাড়ছে উদ্বেগ

নিখোঁজ বাংলাদেশিদের নিয়ে বাড়ছে উদ্বেগ ভারতের ওড়িশার বালেশ্বরে ‍দুর্ঘটনার শিকার হয় তিনটি ট্রেন। ছবি: সংগৃহীত
এখন পর্যন্ত দুই জন আহত হওয়ার খবর পাওয়া গেলেও কোনো বাংলাদেশির নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। সে সঙ্গে নিখোঁজ রয়েছেন কয়েকজন বাংলাদেশি।

ভারতের ওড়িশার বালেশ্বরের বাহানাগা স্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনায় ক্রমশ বাড়ছে আহত ও নিহতের সংখ্যা। শুক্রবার সন্ধ্যায় সেখানে দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। একই সঙ্গে দুর্ঘটনা ঘটে হাওড়াগামী ব্যাঙ্গালুরু-হাওড়া যশবন্তপুর সুপার ফাস্ট এক্সপ্রেসও। দুর্ঘটনাগ্রস্ত ওই ট্রেনে ছিলেন বাংলাদেশের কয়েকজন যাত্রীও। দুর্ঘটনার পর থেকে এখন পর্যন্ত তাদের ব্যাপারে কোনো খোঁজ না পাওয়ায় বাড়ছে উদ্বেগ।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের খবরে বলা হয়, দুর্ঘটনায় মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। নিহতদের মধ্যে অধিকাংশই পশ্চিমবঙ্গের অধিবাসী। তবে দুর্ঘটনায় এখনও পর্যন্ত বাংলাদেশের কারো নিহতের খবর পাওয়া যায়নি।

ভয়াবহ ওই ট্রেন দুর্ঘটনায় কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন বলে বাংলাদেশ হাইকমিশন সূত্র জানিয়েছে। তবে দুর্ঘটনা কবলিত ট্রেনগুলোতে ঠিক কয়জন বাংলাদেশি যাত্রী ছিলেন ও তাদের মধ্যে কয়জন আহত হয়েছেন তা এখনও জানা যায়নি।

কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, স্থানীয় সাংবাদিকরা হাইকমিশনকে জানিয়েছে যে দুয়েকজন বাংলাদেশি সামান্য আহত হয়েছেন। তারা ওড়িশার সরো সরকারি হাসপাতাল ও বালেশ্বর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তবে দুর্ঘটনার পর থেকে কয়েকজন নিখোঁজ রয়েছেন।

এর মধ্যে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের পক্ষ থেকে তিন জনের একটি দল দুর্ঘটনাস্থলে গিয়েছেন। দলটির নেতৃত্ব দিচ্ছেন প্রথম সচিব (রাজনৈতিক) মারেফত তারিকুল ইসলাম।

কলকাতাস্থ উপ-হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের একাংশ কলকাতায় ফিরতে শুরু করেছেন।

দুর্ঘটনায় আহতদের মধ্যে রাজশাহীর বাসিন্দা ২৭ বছর বয়সী মো. রাসেলুজ্জামানকে সরো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে বালেশ্বর জেলা হাসপাতালে নিয়ে স্থানান্তর করা হয়।

এ ছাড়াও গোপালগঞ্জের বাসিন্দা সাজ্জাদ আলীও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

সে সঙ্গে খুঁজে পাওয়া যাচ্ছে না একাধিক বাংলাদেশিকে। নিখোঁজদের মধ্যে পাবনার বাসিন্দা আসলাম শেখ, খুলনার বাসিন্দা রুপা বেগম খান এবং ঢাকার বাসিন্দা খালেদ বিন আওকাত ও ৩৫ বছর বয়সী মোক্তার হোসেন রয়েছেন।

দুর্ঘটনার পর একটি হটলাইন নম্বর (৯১৯০৩৮৩৫৩৫৩৩) চালু করে কলকাতাস্থ বাংলাদেশ হাইকমিশন। দেশ থেকে অনেকেই ওই নম্বরে ফোন করে তাদের আত্মীয়-স্বজনদের খোঁজ নিচ্ছেন।

উপ-হাইকমিশন তাদের তালিকা তৈরি করছে। হাইকমিশনের দল ঘটনাস্থলে পৌঁছে তালিকা ধরে তাদের খোঁজ নেবে।

আরও পড়ুন:
এটি একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা: মমতা
ট্রেন দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের নিহতদের পরিবার পাবে ৫ লাখ রুপি
ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৬১

মন্তব্য

অর্থ-বাণিজ্য
Splits in NATO over Ukraines membership

ইউক্রেনের সদস্যপদ নিয়ে ন্যাটোতে বিভক্তি

ইউক্রেনের সদস্যপদ নিয়ে ন্যাটোতে বিভক্তি বৃহস্পতিবার নরওয়ের অসলোতে ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভূক্ত করার আলোচনার সময় দ্বন্দ্বে জড়িয়ে পড়েন জোটের নেতারা। ছবি: সংগৃহীত
লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিলিয়াস ল্যান্ডসবার্গিস বলেন, ‘১৪ বছর ধরে ন্যাটোর উত্তরের জন্য অপেক্ষা করছে কিয়েভ। ইউক্রেনকে আসলেই ন্যাটোর সদস্যপদ দেয়া যাবে কি না এবং তা করা গেলে ঠিক কিভাবে ও কত সময়ের মধ্যে দেয়া যায়, এ বিষয়ে আমাদের একটি ফলপ্রসু আলোচনা করার সময় এসেছে।’

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন দমাতে পশ্চিমা বিশ্বের শক্তিধর দেশগুলোর কাছে আরও অস্ত্র চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। সে সঙ্গে ন্যাটোর সদস্যপদ নিয়ে ফের আবেদন জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার মলদোভায় ইউরোপিয়ান পলিটিক্যাল কমিটির সভায় ইউক্রেনকে ন্যাটো ও ইউরোপিয়ান ইউনিয়নে (ইইউ) অন্তর্ভুক্তির জন্য দাবি জানান জেলেনস্কি।

পরে নরওয়ের অসলোতে অনুষ্ঠিত একটি সম্মেলনে ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করা প্রস্তাব উঠলে এর পক্ষে ও বিপক্ষে দুই দলে বিভক্ত হয়ে পড়েন বিশ্বের শক্তিধর দেশগুলোর নেতারা।

মলদোভার সভায় জেলেনস্কি বলেন, ‘শুধু ইউক্রেন নয়, রাশিয়ার সীমান্তবর্তী সব দেশগুলোকেই এ দুই জোটে (ন্যাটো ও ইইউ) অন্তর্ভুক্ত করা উচিত।’

কারণ হিসেবে, যেসব দেশ কোনো নিরাপত্তা জোটের সঙ্গে নেই, রাশিয়া তাদের গিলে খেতে চায় বলে মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

এ সময় ক্ষমতাধর দেশগুলোর কাছ থেকে আরও সমর্থন ও সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘এগুলো (সহযোগিতা) শুধু মানুষের জীবন রক্ষাই করছে না, আক্ষরিক অর্থে শান্তি প্রতিষ্ঠার কাজেও সহায়তা করছে।’

রাশিয়াকে তাদের অবস্থান স্পষ্ট করতেই একসময়ের সোভিয়েত ইউনিয়নের অংশ মলদোভায় পশ্চিমা দেশগুলো এ সম্মেলন করেছে বলে আল জাজিরার খবরে বলা হয়।

সম্মেলনে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক উপস্থিত ছিলেন।

তবে জুলাইয়ের মাঝামাঝি লিথুনিয়ার ভিলনিয়াসে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনের মাত্র কয়েক সপ্তাহ আগে ইউক্রেনের যোগদানের বিষয়ে মিত্র দেশগুলোর মধ্যে বিভক্তি স্পষ্ট হয়ে ওঠে।

এ সময় ন্যাটো প্রধান জেন্স স্টলেনবার্গ বলেন, ‘ন্যাটোর পরিসর বাড়াতে মস্কোর যে কোনো মাথাব্যাথা নেই, এ বিষয়ে আমরা সবাই একমত।’

২০০৮ সালে ইউক্রেনকে ন্যাটোতে যোগদানের ব্যাপারে আশ্বাস দিলেও এখন পর্যন্ত জোটের নেতাদের এমন কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি যা এ সামরিক জোটে কিয়েভের অন্তর্ভুক্তির গতিকে ত্বরান্বিত করে।

ন্যাটো সদস্যভুক্ত মিত্রদের সঙ্গে জোটে অন্তর্ভুক্তি নিয়ে একাধিকবার আলোচনা করেছে ইউক্রেন। কিন্তু, এ মুহূর্তে দেশটিকে জোটে অন্তর্ভুক্ত করলে রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা করছে যুক্তরাষ্ট্র ও জার্মানির মতো মোড়ল দেশগুলো।

লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিলিয়াস ল্যান্ডসবার্গিস বলেন, ‘১৪ বছর ধরে ন্যাটোর উত্তরের জন্য অপেক্ষা করছে কিয়েভ। এ সময়ে তারা দুবার আক্রমণের শিকার হয়েছে।

‘ইউক্রেনকে আসলেই ন্যাটোর সদস্যপদ দেয়া যাবে কি না এবং তা করা গেলে ঠিক কিভাবে ও কত সময়ের মধ্যে দেয়া যায়, এ বিষয়ে আমাদের একটি ফলপ্রসু আলোচনা করার সময় এসেছে।’

এ সময় ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দিতে তাড়াহুড়া করা হয়ে যাচ্ছে বলে শঙ্কা প্রকাশ করে জার্মানি ও লুক্সেমবার্গ।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বায়েরবক বলেন, ‘ন্যাটোর উন্মুক্ত দ্বার নীতি সবসময়ই রয়েছে। কিন্তু যুদ্ধরত কোনো দেশকে এখন জোটে অন্তর্ভুক্ত করা কোনোভাবেই ঠিক হবে না।’

তবে হাঙ্গেরি স্পষ্ট জানিয়ে দেয় যে ইউক্রেনের অন্তর্ভুক্তি (ন্যাটোতে) নিয়ে আসন্ন সম্মেলনে কোনো আলোচনা হবে না।

আরও পড়ুন:
ন্যাটোতে ফিনল্যান্ড, হুঁশিয়ারি রাশিয়ার
ন্যাটো-ইইউবিরোধী বিক্ষোভে উত্তাল প্রাগ

মন্তব্য

অর্থ-বাণিজ্য
Qatars prime minister has a secret meeting with the Taliban leader

তালেবানপ্রধানের সঙ্গে গোপন বৈঠক কাতারের প্রধানমন্ত্রীর

তালেবানপ্রধানের সঙ্গে গোপন বৈঠক কাতারের প্রধানমন্ত্রীর তালেবানপ্রধান হয়বতুল্লাহ আখুনজাদা ও কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল-সানি। কোলাজ: নিউজবাংলা
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি জানায়, তালেবানের সর্বোচ্চ নেতাকে মেয়েদের লেখাপড়া এবং নারীদের কর্মসংস্থানের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া প্রয়োজন বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী।

আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বিদ্যমান উত্তেজনা নিরসনের অংশ হিসেবে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল-সানির সঙ্গে চলতি মাসে গোপন বৈঠক করেছেন আফগানিস্তানে ক্ষমতাসীন দল তালেবানের সর্বোচ্চ নেতা হয়বতুল্লাহ আখুনজাদা।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বুধবার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৈঠকটি আন্তর্জাতিক বিভিন্ন পক্ষের সঙ্গে বিচ্ছিন্নতা কাটানোর উপায় নিয়ে আলোচনার বিষয়ে তালেবান নেতৃত্বের সদিচ্ছার বহিঃপ্রকাশ।

বার্তা সংস্থাটি জানায়, গত ১২ মে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন তালেবানপ্রধান। এর মধ্য দিয়ে বিদেশি কোনো নেতার সঙ্গে প্রথম জ্ঞাত কোনো বৈঠকে অংশ নিলেন আড়ালে থাকতে পছন্দ করা তালেবানপ্রধান।

সংশ্লিষ্ট সূত্রটি রয়টার্সকে জানায়, বৈঠকে আলোচ্য বিষয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনকে অবহিত করা হয়েছে। তালেবানপ্রধান ও কাতারের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচ্য সব বিষয়াদি সমন্বয় করছে বাইডেন প্রশাসন। এর মধ্যে রয়েছে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংলাপকে এগিয়ে নেয়া।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি আরও জানায়, তালেবানের সর্বোচ্চ নেতাকে মেয়েদের লেখাপড়া এবং নারীদের কর্মসংস্থানের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া প্রয়োজন বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:
তালেবানের গুলিতে ইরানের দুই সীমান্তরক্ষী নিহত
এলএনজি: কাতারের সঙ্গে দ্রুত নতুন চুক্তি চায় বাংলাদেশ
অস্ত্র হাতে দোকানে গিয়ে জন্মনিয়ন্ত্রণ বড়ি বিক্রি বন্ধ করছে তালেবান
কাতার বিশ্বকাপ: বাংলাদেশি শ্রমিক নিহতের সংখ্যা জানতে চায় হাইকোর্ট
নারীর অধিকার গুরুত্বপূর্ণ নয়: তালেবান

মন্তব্য

p
উপরে