নতুন সপ্তাহের প্রথম দিন পুঁজিবাজারে সূচক, লেনদেন কিছুটা বেড়েছে। তবে হতাশার যে বৃত্ত, তা থেকে বের হয়ে আসার সামান্যতম আভাসও নেই। ‘পুঁজিবাজার এভাবে চলতে পারে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসইসির সাবেক এক পরিচালক বৃহস্পতিবার যে মন্তব্য করেছিলেন, সেভাবেই চলছে বাজার।
রোববার ডিএসইসর সার্বিক সূচক ডিএসইএক্সে যোগ হয়েছে ১৭ পয়েন্ট। দরপতন হওয়া কোম্পানির তুলনায় দর বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যা ৬টি বেশি, আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে প্রায় ১৬ কোটি টাকা। তবে এদিনও প্রায় তিন শ কোম্পানির ক্রেতা ছিল না বললেই চলে।
এর মধ্যে একটি শেয়ারও লেনদেন হয়নি ৮৬টি কোম্পানির। ২১৬টি কোম্পানির শেয়ার হাতবদল হয়েছে বেঁধে দেয়া সর্বনিম্ন দর বা ফ্লোর প্রাইসে, যেগুলোর লাখ লাখ শেয়ারের বিক্রেতার বিপরীতে ক্রেতা ছিল নগণ্য।
কেবল ৫৬টি কোম্পানিতে এক কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। ১০ লাখ টাকার বেশি লেনদেন হয়েছে এমন কোম্পানির সংখ্যা সব মিলিয়ে ৯৮টি।
যে ৪৭টি কোম্পানির দর বেড়েছে, তার মধ্যে কেবল তিনটি কোম্পানির দর দিনের সর্বোচ্চ সীমা ছুঁয়ে লেনদেন হয়েছে। এর মধ্যে একটি কোম্পানি পুঁজিবাজারে কদিন আগে তালিকাভুক্ত হয়েছে।
সব মিলিয়ে দুটি কোম্পানির ৯ শতাংশের বেশি, একটির ৮ শতাংশের, একটি করে কোম্পানির ৭, ৬, ৫ ৪ ও ৩ শতাংশের বেশি, ৬টি কোম্পানির ২ শতাংশের বেশি এবং ১০টি কোম্পানির এক শতাংশের বেশি দর বেড়েছে।
অন্যদিকে দর হারানো ৪১টি কোম্পানির মধ্যে একটির দর কমেছে সর্বোচ্চ সীমা পর্যন্ত। একটির ৬ শতাংশ, একটির ৫ শতাংশ, ৩টির ৪ শতাংশ, ৬টির ৩ শতাংশ, দুটির ২ শতাংশ, ১২টির এক শতাংশের বেশি বেড়েছে।
এদিন সূচক বৃদ্ধির কারণ মূলত ওরিয়ন গ্রুপের বিকন ফার্মা এবং স্কয়ার গ্রুপের স্কয়ার ফার্মার শেয়ারদর বৃদ্ধি। এই দুটি কোম্পানির কারণেই সূচক বেড়েছে ১৯ পয়েন্টের বেশি।
অস্বাভাবিক উত্থানের পর বেশ কম সময়ে ব্যাপক দরপতনে ফ্লোর প্রাইসের কাছাকাছি নেমে আসা বিকন ফার্মার দর হঠাৎ করেই ৭ শতাংশ বেড়ে যাওয়ার কারণে সূচকে যোগ হয়েছে ১৩.২৫ পয়েন্ট।
তালিকাভুক্তির পর নিজেদেরে ইতিহাসের সর্বোচ্চ ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণার রেকর্ড ডেটের আগের দিন ফ্লোর প্রাইস ছাড়িয়ে লেনদেন হলো স্কয়ার ফার্মা। দীর্ঘদিন ধরেই ফ্লোরে পড়ে থাকা কোম্পানিটির দর কিছুটা বেড়েও আবার ধপাস করে পড়ে গিয়েছিল। ১.০৯ শতাংশ দর বৃদ্ধির কারণেই সূচক বেড়েছে ৬.১৬ শতাংশ।
তবে এতটুকু উন্নতি নেই লেনদেনে। দিনভর হাতবদল হয়েছে কেবল ৩৩৯ কোটি ৭৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার, যা কয়েকমাস আগেও আধা ঘণ্টার লেনদেন ছিল। বৃহস্পতিবার হাতবদল হয়েছিল ৩২৩ কোটি ৮০ লাখ ২৮ হাজার টাকা।
এদিনও লাখ লাখ শেয়ার বিক্রির আশায় বসিয়ে রেখে হতাশ হতে হয়েছে বিনিয়োগকারীদের। বিশেষ করে যারা মার্জিন ঋণ নিয়ে শেয়ার কিনেছেন, তারা আছেন বিকাপে। দরপতন একটি ইস্যু, শেয়ার বিক্রি করতে না পারায় দিনে দিনে বাড়ছে সুদের বোঝা, এটি আরেক ইস্যু।
বৃহস্পতিবার এই হতাশা থেকে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সাবেক সভাপতি আহমেদ রশীদ লালী নিউজবাংলাকে বলেছিলেন, ‘পুঁজিবাজারে ভাইব্রেন্সি খুব প্রয়োজন। তা ছাড়া এভাবে চলতে পারে না। বছরের ১২ মাসের মধ্যে ১০ মাস ডিপ্রেসড থাকবে, আর দুই মাস ভালো থাকবে, আমরা উচ্ছ্বসিত থাকব, এভাবে চলে না।’
কিন্তু রোববার বাজারের আচরণে এটা স্পষ্ট যে, যেভাবে বাজার চলতে পারে না বলেছিলেন লালী, সেখান থেকে সহজে উত্তরণ হচ্ছে না।
এই লেনদেন নিয়ে লালী বলেন, ‘বাজার ঘুরে দাঁড়াবে, যেগুলো রিফর্মেশনের কথা বলেছিলাম, সেগুলো হতে হবে।’
তিনি বলেন, ‘ডিএসইর কাজ হলো বাজারে বড় ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করে তাদের সমস্যা বিএসইসির কাছে তুলে ধরা। যাতে করে তারা বাজারে সক্রিয় ভূমিকা রাখেন। ডিএসই কি এটা করতে পারছে? কোনো কাজ করতে পারছে?
‘ডিএসই বোর্ডকে পলিসি মেকিংয়ের দায়িত্ব নিতে হবে। ব্রেইন স্টর্মিংয়ের মাধ্যমে বাজারের জন্য ভালো প্রস্তাব বিএসইসিকে দিতে হবে।’
তবে কিছুটা আশাও দেখছেন লালী। বলেন, ‘বাজারে একটা অটো সাপোর্ট আসবে, বাজার ঘুরে দাঁড়াবে, তবে ধৈর্য ধরতে হবে।’
সূচকে প্রভাব যাদের
সবচেয়ে বেশি ১৩ দশমিক ২৫ পয়েন্ট সূচক বাড়িয়েছে বিকন ফার্মা। এদিন শেয়ারটির দর বেড়েছে ৭ শতাংশ।
স্কয়ার ফার্মার দর ১ দশমিক ০৯ শতাংশ বাড়ায় সূচক বেড়েছে ৬ দশমিক ১৬ পয়েন্ট।
নাভানা ফার্মা সূচকে যোগ করেছে ১ দশমিক ৭২ পয়েন্ট। কোম্পানির দর বেড়েছে ৫ দশমিক ৮৩ শতাংশ।
এর বাইরে সূচকে পয়েন্ট যোগ করেছে বাংলাদেশ শিপিং করপোরেশন, ওরিয়ন ফার্মা, আমরা নেটওয়ার্ক, জেনেক্স ইনফোসিস, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, বিডি কম ও উত্তরা ব্যাংক।
সব মিলিয়ে এই ১০টি কোম্পানি সূচক বাড়িয়েছে ২৬ দশমিক ২৭ পয়েন্ট।
বিপরীতে সবচেয়ে বেশি ৩ দশমিক ০৫ পয়েন্ট সূচক কমেছে ওরিয়ন ইনফিউশনের দরপতনে। কোম্পানিটির দর কমেছে ৭ দশমিক ৪৯ শতাংশ।
২ দশমিক ১৭ পয়েন্ট সূচক কমেছে সোনালী পেপারের কারণে। শেয়ার প্রতি দাম কমেছে ৩ দশমিক ১৫ শতাংশ।
বসুন্ধরা পেপারের দর ৩ দশমিক ৪৪ শতাংশ কমার কারণে সূচক কমেছে ১ দশমিক ৬৩ পয়েন্ট।
এ ছাড়া বেক্সিমকো গ্রিন সুকুক বন্ড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বাটা সুজ, অ্যাডভেন্ট ফার্মা, হা-ওয়েল টেক্সটাইল, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের দরপতনে সূচক কমেছে।
সব মিলিয়ে এই ১০টি কোম্পানি সূচক কমিয়েছে ১০ দশমিক ৪৯ পয়েন্ট।
দরবৃদ্ধির শীর্ষ ১০
সর্বোচ্চ ৯ দশমিক ৯৭ শতাংশ দর বেড়ে আমরা নেটওয়ার্কসের শেয়ার লেনদেন হয়েছে ৫১ টাকা ৮০ পয়সায়, যা আগের দিন ছিল ৪৭ টাকা ১০ পয়সায়।
এরপরেই ৯ দশমিক ৯২ শতাংশ বেড়ে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ৭২ টাকায়, যা আগের দিন ছিল ৬৫ টাকা ৫০ পয়সা।
তালিকার তৃতীয় স্থানে ছিল অ্যাপেক্স ফুডস। ৮ দশমিক ৬৩ শতাংশ দর বেড়ে শেয়ারটি হাতবদল হয়েছে ২৮১ টাকা ৯০ পয়সায়। আগের দিনের দর ছিল ২৫৯ টাকা ৫০ পয়সা।
তালিকার পরের স্থানে থাকা বিডি কমের ৭.৪ শতাংশ, বিকন ফার্মার ৬.৯৯ শতাংশ, নাভানা ফার্মা ৫.৮৩ শতাংশ, কে অ্যান্ড কিউ ৪.১০ শতাংশ, সিনোবাংলা ৩.৩৯ শতাংশ, জেমিনি সি-ফুড ২.৪৯ শতাংশ ও বেঙ্গল উইন্ডসরের ২.৪১ শতাংশ দর বেড়েছে।
দরপতনের শীর্ষ ১০
দরপতনের শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন। ৭ দশমিক ৪৮ শতাংশ কমে শেয়ারটি লেনদেন হয়েছে ৬১২ টাকা ৮০ পয়সায়, যা আগের কর্মদিবসে ছিল ৬৬২ টাকা ৪০ পয়সা।
অ্যাডভেন্ট ফার্মার দর ৬ দশমিক ০১ শতাংশ কমে শেয়ার লেনদেন হয়েছে ২৫ টাকায়, আগের দিন ক্লোজিং প্রাইস ছিল ২৬ টাকা ৬০ পয়সা।
তৃতীয় সর্বোচ্চ পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দর কমেছে ৫ দশমিক ২১ শতাংশ। শেয়ার হাতবদল হয়েছে ৫৪ টাকা ৫০ পয়সায়। আগের দিনে দর ছিল ৫৭ টাকা ৫০ পয়সা।
তালিকার পরের স্থানে থাকা রিপাবলিক ইন্স্যুরেন্স, প্রগ্রেস লাইফ ইন্স্যুরেন্স ও হা-ওয়েল টেক্সটাইলের দর কমেছে ৪ শতাংশের বেশি।
এ ছাড়া বসুন্ধরা পেপার, এএফসি অ্যাগ্রো, সানলাইফ ইন্স্যুরেন্স ও সোনালী পেপারের দর কমেছে ৩ শতাংশের বেশি।
আরও পড়ুন:মঙ্গলবার পতনের মধ্য দিয়ে টানা তিন দিন মূল্যসূচকের পতনে লেনদেন হলো ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। দরপতন হলেও বেশিরভাগ কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে। কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। আরেক বাজার চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) পতনে লেনদেন শেষ হয়েছে।
ডিএসইতে এদিন ৫৭৩ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৬৩ কোটি ৬১ লাখ টাকা বেশি। আগের দিন ডিএসইতে ৫০৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১৯ পয়েন্টে।
ডিএসইতে ৩২৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩১টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬১টির। আরেক বাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিচ সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে ১২ কোটি ১১ লাখ ৪২ হাজার টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। আরেক বাজার চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
ডিএসইতে ৫০৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২০ কোটি ৩০ লাখ টাকা বেশি। রোববার ডিএসইতে ৪৮৯ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৭৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২২৫ পয়েন্টে।
৩৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭০টির।
আরেক বাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৭ পয়েন্ট কমেছে। ১২ কোটি ৮৮ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণও। তবে এদিন দেশের অপর বাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়ে লেনদেন হয়েছে।
ডিএসইতে রোববার ৪৮৯ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৬ কোটি ৩৬ লাখ টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে ৫০৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৮৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৩৭১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৩১ পয়েন্ট।
ডিএসইতে বেশিরভাগ কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে। ৩৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৬টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫টির।
লেনদেনের বিষয়ে ট্রেজার সিকিউরিটিজের শীর্ষ কর্মকর্তা মোস্তফা মাহবুব উল্লাহ নিউজবাংলাকে বলেন, ‘নতুন ফান্ডের ইনজেকশন নেই। সেক্টরাল মুভমেন্টও হচ্ছে না। ফলে মার্কেট একই জায়গায় আবর্তিত হচ্ছে।’
অপর বাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫ পয়েন্ট বেড়ে প্রধান সূচক সিএএসপিআই অবস্থান করছে ১৮ হাজার ৫৭০ পয়েন্টে। হাতবদল হয়েছে ৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার। হাতবদল হওয়া সিকিউরিটিজের মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ৫৯টির ও অপরিবর্তিত দরে লেনদেন হয়েছে ৬২টির।
দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে ছিল ঢাকা ইন্স্যুরেন্স। সাধারণ বিমার এ কোম্পানিটির শেয়ার দরে সপ্তাহজুড়েই ছিল উল্লম্ফন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পর্যালোচনার তথ্য বলছে, ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ার দর এক শ্রেণির বিনিয়োগকারীর কাছে গত সপ্তাহজুড়েই পছন্দের তালিকায় ছিল। আর এতে সপ্তাহ শেষে এ কোম্পানিটির শেয়ার সবার শীর্ষে উঠে আসে। এতে সপ্তাহজুড়েই কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে।
জানা গেছে, দুই সপ্তাহ ধরে কোম্পানিটির শেয়ারের দাম টানা বাড়ছে। এতে ১৫ দিনের মধ্যে কোম্পানিটির শেয়ারের দাম ৫০ শতাংশ বেড়ে গেছে।
কোম্পানিটির শেয়ারের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে ডিএসই থেকে বিনিয়োগকারীদের উদ্দেশে সতর্ক বার্তা প্রকাশ করা হয়েছে। তবে সেই সতর্ক বার্তা কোম্পনিটির শেয়ারের দাম বাড়ার প্রবণতা থামাতে পারেনি। বরং ডিএসইর বার্তা প্রকাশের পর দাম আরও বেড়েছে।
তথ্যে জানা যায়, ১২ জানুয়ারি ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ারের দাম ছিল ৪৩ টাকা ৯০ পয়সা। এরপর দাম বাড়তে বাড়তে ২২ জানুয়ারি ৫৭ টাকা ২০ পয়সা ওঠে। এ পরিস্থিতিতে ২৩ জানুয়ারি ডিএসই থেকে বিনিয়োগকারীদের উদ্দেশে সতর্ক বার্তা প্রকাশ করা হয়।
ডিএসইর ওই সতর্ক বার্তায় বলা হয়, ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ারের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে কোম্পানিটিকে নোটিশ পাঠানো হয়। নোটিশের উত্তরে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি শেয়ারের যে অস্বাভাবিক দাম বেড়েছে তার পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদশীল তথ্য নেই।
এরপরও কোম্পানিটির শেয়ারের দাম বাড়তে থাকে। ইতোমধ্যে প্রতিটি শেয়ারের দাম ৬৫ টাকায় উঠেছে। এর মধ্যে গত সপ্তাহেই দাম বেড়েছে ২৫ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ১৩ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৬৫ টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে যা ছিল ৫২ টাকা।
কোম্পানিটি ২০১০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। তার আগে ২০২০ সালে কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এছাড়া ২০১৯ সালে ১৫ শতাংশ নগদ এবং ২০১৮ সালে ১৫ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
৪০ কোটি ১২ লাখ টাকা পরিশোধিত মূলধনের এই কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪ কোটি ১ লাখ ২৫ হাজার। এর মধ্যে ৬১ দশমিক ৩৫ শতাংশ আছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ৩৩ শতাংশ শেয়ার আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ৫ দশমিক ৫৬ শতাংশ এবং বিদেশিদের কাছে আছে দশমিক ১০ শতাংশ।
শেয়ারের দাম বাড়ার পাশাপাশি কোম্পানিটির শেয়ার বড় অঙ্কে লেনদেন হয়েছে। গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৯৪ লাখ ৪২ হাজার টাকার। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৪ কোটি ৯৮ লাখ ৮৮ হাজার টাকা।
গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের শেয়ারের দাম বেড়েছে ২০ দশমিক ৫০ শতাংশ। ১৭ দশমিক ৩৯ শতাংশ দাম বাড়ার মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ওয়েল্ডিং।
আরও পড়ুন:সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। লেনদেনে অংশ নেয়া ৫১ শতাংশ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। তবে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে।
বৃহস্পতিবার ডিএসইতে ৫০৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২২৯ কোটি ৬ লাখ টাকা কম। বুধবার ৭৩৪ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৩০ পয়েন্টে।
ডিএসইতে এদিন ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৮টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১০ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২১ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।
সপ্তাহের চতুর্থ দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক সামান্য বেড়েছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও কমে গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
বুধবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে হয়েছে ৬ হাজার ২৯৩ দশমিক ৪০ পয়েন্ট। এদিন সহ মোট তিনদিন সূচক বেড়েছে দেশের পুঁজিবাজারে। তিন দিনে ডিএসই সূচক বেড়েছে ৩৭ দশমিক ৪৭ পয়েন্ট।
আর এই বাজারে লেনদেন হয়েছে ৭৩৪ কোটি ৬০ লাখ টাকা। এই লেনদেন আগের দিনের তুলনায় ২১ শতাংশ বেশি। ডিএসইতে সূচক আর লেনদেন বাড়লেও বেশির ভাগ শেয়ারের দাম কমে গেছে।
বুধবার ডিএসইতে মোট ৩৪৬টি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ৩৮টির বা ১১ শতাংশের। দাম কমেছে ১২৯টির বা ৩৭ শতাংশের। দাম অপরিবর্তিত ছিল ১৭৯টির বা ৫২ শতাংশের।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই এদিন ১৮ পয়েন্ট বেড়ে হয়েছে ১৮ হাজার ৫৭৬ দশমিক ১৯ পয়েন্ট। আর এই বাজারে লেনদেন হয়েছে ১২ কোটি ২৭ লাখ টাকা। এই লেনদেন আগের দিনের তুলনায় ৫ দশমিক ২৫ শতাংশ কম। সিএসইতে সূচক বাড়লেও বেশির ভাগ শেয়ারের দাম কমে গেছে।
বুধবার সিএসইতে মোট ১৭৪টি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ৩৬টির বা ২১ শতাংশের।আর দাম কমেছে ৬৮টির বা ৩৯ শতাংশের। আর দাম অপরিবর্তিত ছিল ৭০টির বা ৪০ শতাংশের।
আরও পড়ুন:পুঁজিবাজারে আসছে জীবন বিমা খাতের কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
বুধবার কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ার ছেড়ে জনসাধারণের কাছ থেকে ১৬ কোটি টাকা মূলধন সংগ্রহের অনুমোদন পেয়েছে। এজন্য ১০ টাকা অবিহিত মূল্যের এক কোটি ৬০ লাখ শেয়ার ছাড়তে হবে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিএসইসি জানায়, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আইপিওর মাধ্যমে সংগ্রহ করা টাকার একটা অংশ সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করবে। বাকি অংশ বিনিয়োগ করবে পুঁজিবাজার ও এফডিআরে। আর কিছু টাকা শেয়ার ছাড়ার জন্য প্রয়োজনীয় খরচ বা ইস্যু ব্যবস্থাপনার ব্যয় মেটাবে।
ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্যিক কার্যক্রম শুরু করে ২০১৪ সালের ৫ ফেব্রুয়ারি। বিমা কোম্পানির অনুমোদনের শর্ত অনুযায়ী বাণিজ্যিক কার্যক্রম শুরুর তিন বছরের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে হয়। কিন্তু সেই শর্ত পূরণে এই কোম্পানিটির লেগে গেল প্রায় ৯ বছর। যৌক্তিক কারণ ছাড়া ঘোষিত সময়ে পুঁজিবাজারে আসতে না পারলে নির্দিষ্ট হারে জরিমানা দেয়ারও বিধান রয়েছে।
ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স মূলত জীবন বিমা করে থাকে। এছাড়া তারা গ্রুপ বিমা ও ক্ষুদ্র বিমাও রয়েছে তাদের সেবার তালিকায়। কোম্পানিটির ইস্যুব্যবস্থাপনার দায়িত্বে আছে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।
বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী বর্তমানে দেশে মোট ৮১টি বিমা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে জীবন বিমা ৩৫টি আর সাধারণ বিমা ৪৬টি। উভয় ধরনের বিমা প্রতিষ্ঠানের মধ্যে এখন পর্যন্ত পঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে ৫৬টি।
আরও পড়ুন:
মন্তব্য