ডলারের দরের নিম্নগতির পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের পুঁজিবাজারবান্ধব নানা সিদ্ধান্তের পর ক্রমেই বাড়তে থাকা পুঁজিবাজারে ফিরল আরও প্রাণ। টাকা পাঁচ কর্মদিবসে সূচক বাড়ার পাশাপাশ ফেব্রুয়ারির শেষে ইউক্রেনে রুশ হামলার পর সর্বোচ্চ লেনদেন হলো, যা নিষ্ক্রিয় বিনিয়োগকারীদের শেয়ার কেনা শুরু করার প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে বেশিরভাগ শেয়ারের দর বৃদ্ধির দিন সূচকে যোগ হলো ৪০ পয়েন্ট, লেনদেন হলো দেড় হাজার কোটি টাকা ছুঁই ছুঁই। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর পর পুঁজিবাজারে যে ধস নামে, তাতে লেনদেন এক সময়ে চার শ কোটি টাকার ঘরে নেমে আসে।
তবে জুলাইয়ের শেষে সব শেয়ারের সর্বনিম্ন মূল্য বা ফ্লোর প্রাইস বেঁধে দেয়ার পর পুঁজিবাজার ঘুরে দাঁড়ানোর মধ্যে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগসীমা বা এক্সপোজার লিমিট শেয়ারের ক্রয়মূল্যে গণনার বিষয়ে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।
তবে এসব দারুণ খবরের মধ্যেও ৭ থেকে ১১ আগস্ট পর্যন্ত গোটা সপ্তাহে ১৬৩ পয়েন্টের দরপতনে তৈরি হয় বিস্ময়। পরে জানা যায়, ফ্লোর প্রাইস তুলে নেয়া হচ্ছে, এমন একটি গুজব ছড়িয়ে পড়ে বিনিয়োগকারীদের মধ্যে। আর তাই আতঙ্কিত হয়ে কেউ শেয়ার বিক্রি করেছেন, তবে ক্রেতারা নিষ্ক্রিয় থাকায় তা বিক্রিও করতে পারছিলেন না।
তবে ১১ আগস্ট নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি জানায়, ফ্লোর প্রাইস উঠে যাচ্ছে না আর এরপর নতুন সপ্তাহে ১৪ আগস্ট থেকে ঘুরে দাঁড়ায় পুঁজিবাজার। সেই সপ্তাহে কর্মদিবস ছিল তিনটি। তিন দিনই সূচক বাড়ে, সেই সঙ্গে বাড়ে লেনদেন।
চলতি সপ্তাহের প্রথম দিনও এই উত্থান পর্ব অব্যাাহত থাকে। সেদিন ডিএসইএক্স সূচকে যোগ হয় ১৮ পয়েন্ট, যদিও বেশিরবাগ শেয়ার সেদিন দর হারিয়ে লেনদেন হচ্ছিল।
তবে সোমবার শুরু থেকেই বেশিরভাগ শেয়ারের দর বাড়তে থাকে। আর বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সূচকে যোগ হতে থাকে আরও পয়েন্ট। শেষ পর্যন্ত আগের দিনের চেয়ে ৪০ পয়েন্ট বেড়ে সূচকের অবস্থান দাঁড়ায় ৬ হাজার ৩০০ পয়েন্টে।
এবার উত্থানপর্বে গত বছরের মতো সূচক লাফিয়ে লাফিয়ে বাড়ছে না। প্রতি দিন কিছু কিছু করে বাড়লে সূচক ও লেনদেন, যা বিনিয়োগকারীদের সতর্কতার একটি নজির হিসেবেই দেখা হচ্ছে।
১৬৪টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। বিপরীতে কমেছে ১১৭টির দর। আর ফ্লোর প্রাইস দেয়ার পর আগেও যে চিত্র দেখা গিয়েছে, অর্থাৎ সর্বনিম্ন দরেও বিপুল সংখ্যক শেয়ারের ক্রেতা থাকে না, সেটি আবার দেখা যাচ্ছে। ৯৯টি কোম্পানি লেনদেন হয়েছে আগের দিনের দরে, সেগুলোর সিংহভাগেরই ফ্লোর প্রাইসে ক্রেতা নেই।
লেনদেন হয়েছে ১ হাজার ৪৭৭ কোটি ৫৬ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যা কেবল ইউক্রেন যুদ্ধ শুরুর পরেই নয়, ৭ মাস আগে গত ১৬ জানুয়ারির পর সর্বোচ্চ। সেদিন লেনদেন ছিল এক হাজার ৫০৬ কোটি ৮০ লাখ ৯ হাজার টাকা।
এই লেনদেন চলতি বছরের নবম সর্বোচ্চ লেনদেন। চলতি বছর সর্বোচ্চ লেনদেন ছিল গত ১১ জানুয়া।ি সেদিন ১ হাজার ৯৭৬ কোটি ৮৮ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছিল।
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রিচার্ড ডি রোজারিও নিউজবাংলাকে বলেন, 'মূল্যস্ফীতি, ডলারের দাম বাড়া, রিজার্ভ কমে যাওয়া এসব ইস্যুতে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল। আরেকটা দল তো আছেই, যারা গুজব ছড়িয়েছিল যে, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে তিন সপ্তাহের মধ্যে।
‘এখন যখন তিন সপ্তাহ পরেও বাংলাদেশ শ্রীলঙ্কা হয় না, বরং ডলারের বিপরীতে টাকার মান বাড়ছে, রিজার্ভ বাড়ছে, আর শেয়ারের দর কমে ফ্লোর প্রাইসের নিচে যাওয়ার সুযোগ নেই, ফলে বিনিয়োগকারীরা ফিরতে শুরু করেছেন। তারা দেখছেন যে, এখন কিনলে লাভ কতটুকু হবে সেটা হিসাব করা না গেলেও লোকসানের আশঙ্কা কম।’
পুঁজিবাজারে ধসের পেছনে কিছু মানুষের হাত ছিল বলেও মনে করেন রোজারিও। তিনি বলেন, ‘একটা পক্ষ তো ছিলই, যারা চেয়েছিলেন যে, শেয়ারের দাম কমলেই কিনব, তাদের সেই আশা কিছুটা নাই হয়েছে, ফলে তাদেরও কেনা ছাড়া উপায় নাই। সব মিলিয়ে বিনিয়োগকারীরা আবারও পুঁজিবাজারে ফিরছেন, যার প্রতিফলন লেনদেনে দেখা যাচ্ছে।’
লেনদেনে বস্ত্র, দর বৃদ্ধিতে জীবন বিমা
এদিন শেয়ার দর বৃদ্ধির দিক গিয়ে সব খাতকে ছাড়িয়ে গেছে জীবন বিমা। এই খাতে একটি কোম্পানির দরপতন এবং একটির দর আগের দিনের অবস্থানে ছিল। বেড়েছে বাকি ১১টিরই। সবচেয়ে বেশি ১০ শতাংশ দর বৃদ্ধি পাওয়া ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এই খাতেরই কোম্পানি। অবশ্য সর্বাধিক দর বৃদ্ধি পাওয়া ১০টি কোম্পানির মধ্যে এই খাতের আর একটিও পাওয়া যায়নি।
দারুণ দিন গেছে বিদ্যুৎ ও জ্বালানি খাতেও। এই খাতে ৩টি কোম্পানির দরপতন, দুটির দর আগের দিনের সমান থাকার মধ্যে বেড়েছে ১৮টির শেয়ার।
ওষুধ ও রসায়ন খাতে বেড়েছে ২০টি কোম্পানির দর। বিপরীতে কমেছে ৮টির আর আগের দিনের দরে লেনদেন হয়েছে ৩টি।
প্রকৌশল খাতে বেড়েছে ২৪টির দর, অপরিবর্তিত ছিল ৫টির দর আর কমেছে ১৩টির দর।
লেনদেনে সবাইকে ছাড়িয়ে যাওয়া বস্ত্র খাতে ২০টি কোম্পানির দর বৃদ্ধির দিন হারিয়েছে ২৫টি কোম্পানি আর আগের দিনের দরে লেনদেন হয়েছে ১৩টি কোম্পানি।
বস্ত্র খাত রাজা ছিল লেনদেনের দিক দিয়ে। গত এক মাস ধরে প্রতিদিনই শীর্ষে থাকা খাতটির ২৫২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার কিনেছেন বিনিয়োগকারীরা, যা মোট লেনদেনের ১৭.৬৬ শতাংশ।
দ্বিতীয় স্থানে থাকা বিবিধ খাতেও লেনদেন ২০০ কোটি টাকা ছাড়িয়েছে। এই খাতে হাতবদল হয়েছে ২০৪ কোটি ১২ লাখ টাকা। এর মধ্যে সিংগভাগই বেক্সিমকো লিমিটেডের।
একক কোম্পানি হিসেবে শীর্ষে থাকা এই কোম্পানিটির ১২৬ কোটি ৮ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে এদিন।
শত কোটি টাকার বেশি লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন, প্রকৌশল এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতেও। তবে সবচেয়ে বেশি বাজার মূলধনের ব্যাংক খাতে লেনদেন ছিল একেবারেই কম, ৩২ কোটি ২৫ লাখ টাকা হাতবদল হয়েছে।
সূচক বাড়িয়েছে যারা
সূচকে সবচেয়ে বেশি ৬.১৫ পয়েন্ট যোগ করেছে বিকন ফার্মা। কোম্পানিটির দর ৪.৮৭ শতাংশ দর বেড়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ ৩.৮২ পয়েন্ট যোগ করেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ১.৬৬ শতাংশ বেড়েছে।
জিপিএইচ ইস্পাতের দর ৭.৭৪ শতাংশ বাড়ায় সূচকে যোগ হয়েছে ৩.৫৩ শতাংশ, তিতাস গ্যাসের দর ৩.৫৬ শতাংশ বাড়ায় ৩.২৪ পয়েন্ট এবং ওরিয়ন ফার্মার দর ৬.৯১ শতাংশ বাড়ায় সূচকে যোগ হয়েছে ৩.২২ পয়েন্ট।
বার্জার পেইন্টস, পাওয়ার গ্রিড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো ফার্মা ও ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সও সূচকে উল্লেখযোগ্য সংখ্যক পয়েন্ট যোগ করেছে।
সব মিলিয়ে এই ১০টি কোম্পানিই যোগ করেছে ৩০ দশমিক ৮৬ পয়েন্ট।
বিপরীতে লাফার্জ হোলসিম সিমেন্টের শেয়ারদর ১.৮৪ শতাংশ কমার কারণে সূচক কমেছে ৩.৫৫ পয়েন্ট। ব্রিটিশ আরেমিকান ট্যোবাকোর দর ০.৫০ শতাংশ কমার কারণে সূচক কমেছে ৩.০৬ পয়েন্ট। ম্যারিকোর শেয়ারদর ০.৯৩ শতাংশ কমার কারণে সূচক কমেছে ১.৬০ পয়েন্ট।
অন্য কোনো কোম্পানি এক পয়েন্ট সূচক কমাতে পারেনি। সবচেয়ে বেশি সূচক কমিয়েছে এমন ১০টি কোম্পানির মধ্যে বাকিগুলো হলো গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা, রেনাটা, কেডিএস অ্যাকসেসোরিস, এবি ব্যাংক ও যমুনা ব্যাংক।
সব মিলিয়ে এই ১০টি কোম্পানি সূচক কমিয়েছে ১১ দশমিক ৮১ পয়েন্ট।
দর বৃদ্ধির শীর্ষ ১০
সবচেয়ে বেশি দর বেড়েছে, এমন ১০টি কোম্পানির মধ্যে ছয়টির দরই বেড়েছে এক দিনে যত বাড়া সম্ভব ততটাই।
এর মধ্যে শীর্ষে থাকা ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দর সর্বোচ্চ ১০ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের দর ৯.৯৯ শতাংশ, সমনা লেদারে দর ৯.৯১ শতাংশ, মেট্রো স্পিনিং মিলসের দর ৯.৮৯ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের দর ৯.৫৬ শতাংশ এবং কেডিএস অ্যাসসেসোরিজের দর বেড়েছে ৯.৫২ শতাংশ বেড়েছে।
শীর্ষ দশে থাকা অন্য চারটি কোম্পানি হলো জিপিএইচ ইস্পাক, ফার্মা এইড, ওরিয়ন ফার্মা এবং ন্যাশনাল পলিমার, যেগুলোর দর ৫.৬২ শতাংশ থেকে ৭.৭৪ শতাংশ পর্যন্ত বেড়েছে।
আরও দুটি কোম্পানির দর ৫ শতাংশের বেশি, ছয়টির দর ৪ শতাংশের বেশি, ১২টির দর ৩ শতাংশের বেশি, ২৯টির দর ২ শতাংশের বেশি বেড়েছে।
দরপতনের শীর্ষ ১০
এই তালিকার শীর্ষে ছিল ফার্স্ট ফাইন্যান্স, যেটি ২০২১ সালে সমাপ্ত অর্থবছরের বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এই খবরে কোম্পানিটির শেয়ার দর হারিয়েছে ৫ শতাংশ।
দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা কে অ্যান্ড হকের দর ৪.৮৮ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের দর ৪.২৪ শতাংশ এবং আগের দিন দর বৃদ্ধির শীর্ষে থাকা মুন্নু ফেব্রিক্সের দর কমেছে ৪ শতাংশ।
পতনের শীর্ষে দশে থাকা বাকি কোম্পানিগুলো হলো ইনটেক, আইএসএন, এস কে ট্রিমস, আজিজ পাইপ, আইসিবি অগ্রণী মিউচ্যুয়াল ফান্ড এবং কেডিএস লিমিটেড, যেগুলোর সবগুলোর দর কমেছে ৩ শতাংশের বেশি।
আরও একটি কোম্পানির দর ৩ শতাংশের বেশি এবং ১৮টির দর কমেছে ২ শতাংশের বেশি।
আরও পড়ুন:সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে, দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির। লেনদেনের প্রথম দুই ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১২ পয়েন্ট।
বাকি দুই সূচক—শরিয়াভিত্তিক ডিএসইএস বেড়েছে ১ এবং বাছাইকৃত কোম্পানির ব্লুচিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ১৭ পয়েন্ট। ১৭৪ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১৫৫ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৬৫ কোম্পানির শেয়ারের দাম।
ঢাকার বাজারে প্রথমার্ধে ৪৭৫ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে। উত্থানের ধারা একইভাবে বজায় আছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই), সার্বিক সূচক বেড়েছে ৭৯ পয়েন্ট।
লেনদেনে অংশ নেওয়া ১৫৩ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭২ কোম্পানির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত আছে ২৩ কোম্পানির শেয়ারের দাম। সিএসইতে দিনের প্রথম দুই ঘণ্টায় প্রায় ৪ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে।
তিন দিন ছুটি শেষে পুঁজিবাজারের প্রথম কার্যদিবসের প্রথম ঘণ্টায় সূচকের বড় উত্থান হয়েছে ঢাকা ও চট্টগ্রামে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫৯ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ১১ এবং বাছাইকৃত কোম্পানির ব্লুচিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ২০ পয়েন্ট।
প্রথম ঘণ্টায় ডিএসইতে ১৪০ কোটি টাকা লেনদেন হয়েছে।
এ সময় ২৫৯টি কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দাম কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত আছে ৭০টি কোম্পানির শেয়ারের দাম।
ঢাকার মতোই উত্থানের মধ্য দিয়ে চলছে চট্টগ্রামের লেনদেন, সার্বিক সূচক বেড়েছে ৭২ পয়েন্ট।
লেনদেনে অংশ নেওয়া ৫৬টি কোম্পানির মধ্যে ৩২টি কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১২টি কোম্পানির এবং অপরিবর্তিত আছে ১২টি কোম্পানির শেয়ারের দাম।
প্রথম ঘণ্টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ১ কোটি টাকার ওপর শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শুরু হয়েছে ঢাকা এবং চট্টগ্রামের পুঁজিবাজারে, দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির।
লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১০ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ১ এবং বাছাইকৃত ব্লুচিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ৪ পয়েন্ট।
দিনের শুরুতেই দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির। ১৮৮ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১২৫ এবং অপরিবর্তিত আছে ৬৮ কোম্পানির শেয়ারের দাম।
প্রথম ঘণ্টায় ঢাকার বাজারে ১৩০ কোটি টাকার ওপরে শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ১৩ পয়েন্ট।
প্রথম ঘণ্টায় লেনদেনে অংশ নেয়া ৭৯ কোম্পানির মধ্যে ৪৫ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ২০ এবং অপরিবর্তিত আছে ১৪ কোম্পানির শেয়ারের দাম।
দিনের শুরুতে চট্টগ্রামে লেনদেন ছাড়িয়েছে ১ কোটি ১৯ লাখ টাকা।
পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি অর্থায়নের পথ খুঁজে বের করতে, একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তুলতে এবং ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে শিগগিরই একটি যৌথ কমিটি গঠন করবে সরকার।
বাংলাদেশ ব্যাংক (বিবি) ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মধ্যে গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সদর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
সিদ্ধান্ত অনুযায়ী কমিটিতে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং বিএসইসির প্রতিনিধিরা থাকবেন।
বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির কর্মকর্তা বলেন, বৈঠকে দীর্ঘমেয়াদি অর্থায়নের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে পুঁজিবাজারের সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়।
তারা বলেন, ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা ও এর সঙ্গে সংশ্লিষ্ট ঝুঁকি কমিয়ে দেশের সামষ্টিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহের সুযোগ কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় দীর্ঘমেয়াদি মূলধন কীভাবে এবং কোনো প্রক্রিয়ায় পুঁজিবাজার থেকে সরবরাহ করা যেতে পারে সে বিষয় বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও দেশে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট প্রতিষ্ঠা এবং এর তারল্য বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
সবশেষে, এসব বিষয়ে করণীয় নির্ধারণে একটি যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান, গভর্নরের উপদেষ্টা মো. আহসান উল্লাহ, বিএসইসি চেয়ারম্যান খোন্দকার রাশেদ মাকসুদ ও কমিশনার ফারজানা লালারুখসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন চলছে দেশের দুই পুঁজিবাজারে। লেনদেনের শুরুতে অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৬৭ পয়েন্টে। শরিয়াভিত্তিক সূচক ডিএসইএস বেড়েছে ৫ পয়েন্ট এবং ব্লু-চিপ সূচক ডিএস৩০ বেড়েছে ১০ পয়েন্ট।
ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৭ কোম্পানির মধ্যে ২২৯টির দর বেড়েছে, ৬২টির কমেছে এবং ৮৬টির দর অপরিবর্তিত রয়েছে।
প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৭৫ কোটি টাকার বেশি।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ২৯ পয়েন্ট।
সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৭৭ কোম্পানির মধ্যে ৩১টির দর বেড়েছে, ২৯টির কমেছে এবং ১৭টির দর অপরিবর্তিত রয়েছে। প্রথমার্ধে সিএসইতে ৩ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে সূচকের বড় পতন হয়েছে, কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। চট্টগ্রামে লেনদেন কিছুটা বাড়লেও কমেছে ঢাকায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১০ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ৪ পয়েন্ট এবং বাছাইকৃত কোম্পানির ব্লু-চিপ সূচক ডিএস-৩০ কমেছে ৬ পয়েন্ট।
লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির দাম কমেছে বেশিরভাগের। ১০০ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ২১৫ এবং অপরিবর্তিত আছে ৮১ কোম্পানির শেয়ারের দাম।
ক্যাটাগরির হিসাবে এ, বি এবং জেড তিন ক্যাটাগরিতেই তালিকাভুক্ত বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। লভ্যাংশ দেয়া ভালো কোম্পানির শেয়ার এ ক্যাটাগরির ২১৭ কোম্পানির মধ্যে ৪৮ কোম্পানির দরবৃদ্ধি হলেও দর কমেছে ১২৮ এবং অপরিবর্তিত আছে ৪১ কোম্পানির শেয়ারের দাম।
দাম কমেছে লেনদেনে অংশ নেওয়া ৩৬ মিউচুয়াল ফান্ডেও। ১০ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দাম কমেছে ১০ এবং অপরিবর্তিত আছে ১৬ কোম্পানির ইউনিটের দাম।
১৮ কোম্পানির ৯ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে ডিএসই ব্লক মার্কেটে। ফাইন ফুডস সর্বোচ্চ ৯ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।
ঢাকার বাজারে সারাদিনে মোট ২৩৫ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসে ছিল ২৭৮ কোটি টাকা।
৯.৬৬ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষ শেয়ার বারাকা পতেঙ্গা পাওয়ার। অন্যদিকে ৭.৫২ শতাংশের ওপর দর হারিয়ে তলানিতে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক।
চট্টগ্রামেও পতন
ঢাকায় মতো সূচক কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। সারাদিনের লেনদেনে সিএসইতে সার্বিক সূচক কমেছে ২৬ পয়েন্ট।
লেনদেনে অংশ নেওয়া ১৮৪ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫৫, কমেছে ৯৫ এবং অপরিবর্তিত আছে ৩৪ কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে মোট ৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসে ছিল ৪ কোটি ৯৭ লাখ টাকা।
১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষ শেয়ার আইসিবি সোনালি ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড এবং ৯ শতাংশের ওপর দর হারিয়ে তলানিতে এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।
সপ্তাহের পঞ্চম কার্যদিবসে (মঙ্গলবার) লেনদেনের প্রথম ঘণ্টায় উত্থানে শুরু হয়েছে দেশের দুই স্টক এক্সচেঞ্জে, বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়েছে। শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস বেড়েছে ৪ পয়েন্ট এবং ব্লু-চিপ সূচক ডিএস৩০ বেড়েছে ৯ পয়েন্ট।
ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ২৩৬টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টি কোম্পানির শেয়ার দাম।
এই সময়ে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৯০ কোটি টাকার বেশি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সার্বিক সূচক ৮ পয়েন্ট বেড়েছে। লেনদেন হওয়া ৭৫টি কোম্পানির মধ্যে ৩৭টির শেয়ারদর বেড়েছে, ১৯টির কমেছে এবং ১৯টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
সিএসইতে প্রথম ঘণ্টার লেনদেন ২ কোটি টাকা ছাড়িয়েছে।
মন্তব্য