করোনার সংক্রমণ প্রতিরোধে চলা শাটডাউনের মধ্যে ব্যাংক ও আর্থিক খাতে সাইবার আক্রমণ যেন চালাতে না পারে সে জন্য বিশেষভাবে নজরদারির নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে সতর্কবার্তা আসার পর ব্যাংকগুলোও নানা ব্যবস্থা নিয়েছে।
এমনিতে ব্যাংক খাতে সাপ্তাহিক ছুটি দুই দিন হলেও শাটডাউনে রোববারও বন্ধ থাকতে প্রতিষ্ঠানগুলো। ফলে তিন দিনের ছুঁটির সুযোগ নিয়ে কেউ যেন অপকর্ম করতে না পারে সে জন্যই সতর্কতা দেয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম নিউজবাংলাকে বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে সবসময় পর্যবেক্ষণ করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক নিজে এসব বিষয় তদারকি করে। আবার অন্য ব্যাংককে নির্দেশনাও দেয়া হয়। প্রতিটি ব্যাংক নিজস্ব নিরাপত্তার ব্যাপারে আগের থেকে আরও সতর্ক হয়েছে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান মনে করেন, সাইবার ঝুঁকি সবসময়ই রয়েছে। ফলে আইটি ব্যবস্থাপনায় কর্মরতদের আরো সতর্ক করতে হবে।
নিউজবাংলাকে তিনি বলেন, ‘সরকারের কোনো নির্দেশনা থাকলে সঙ্গে সঙ্গে সেটা ব্যাংকগুলোকে জানানো হয়। এছাড়াও ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা যেন পরিপালন করে সে বিষয়ে ব্যাংকগুলোকে বারবার সতর্ক করা হচ্ছে।
‘বিভিন্ন পয়েন্ট যেসব দিয়ে ম্যালওয়ার ঢুকতে পারে, যেসব পয়েন্টে সাইবার হামলা হতে পারে সেসব পয়েন্টে নিরাপত্তা আরও জোরদার করার চেষ্টা চলছে।’
সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের এক আদেশে বলা হয়, ‘করোনার বিধি নিষেধের মধ্যে ব্যাংকিং সেবা সীমিত পরিসরে চালু থাকবে। এই সময়ে ব্যাংক ও আর্থিক খাতের সব প্রতিষ্ঠানগুলোকে তাদের অনলাইন সিস্টেমস ও ডাটাবেইজের ওপর সাইবার হামলার আশঙ্কায় সতর্ক নজরদারি রাখতে হবে।
একই সঙ্গে ই-মেইল, ভুয়া ই-মেইল, র্যানসমওয়্যারের মতো ভাইরাস যাতে কোনো হামলা চালাতে না পারে সেদিকে বিশেষ নজরদারি পরিচালনা করতে হবে।’
এতে আরও বলা হয়, সব পক্ষকে লেনদেন সংক্রান্ত প্রতারণা, সোশ্যাল মিডিয়া, ই-মেইল, মোবাইল ফোনের মাধ্যমে করোনাভিত্তিক আর্থিক লেনদেনের প্রতারণার বিষয়ে সতর্ক থাকতে হবে।
দেশে কার্যক্রম পরিচালনা করছে ৬২টি ব্যাংক। তার মধ্যে ছোট ও মাঝারি মানের ব্যাংকের সংখ্যা প্রায় অর্ধেক।সাইবার ঝুঁকি রোধে নিরাপত্তামূলক ব্যবস্থা বা এই খাতে বিনিয়োগে ছোট এবং মাঝারি মানের ব্যাংকগুলোর তেমন নেই বললেই চলে।
ভয়ংকর ম্যালওয়্যার র্যানসমওয়্যার। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান কিংবা সরকারি দপ্তর- সবখানেই এই ম্যালওয়্যার নিয়ে রীতিমতো আতঙ্ক। কখন যেন নিয়ন্ত্রণ চলে যায়, হয়ে যায় সর্বনাশ।
কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি সতর্ক করেছে সরকারি প্রতিষ্ঠান, জাতীয় কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সার্ট)। প্রতিষ্ঠানটি বলছে, সতর্ক না হলে যে কোনো সময় ঘটতে পারে বিপদ।
ক্ষতিকারক এই ম্যালওয়্যার থেকে রক্ষা পেতে করণীয় ঠিক করেছে সার্ট। ওয়েবসাইটে উন্মুক্ত করা ৯ পাতার ওই নির্দেশিকায় বলা হচ্ছে, র্যানসমওয়্যার আক্রমণকারীরা আরও অগ্রসর হয়ে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ডাটাকে এমন ভাবে লক্ষ্যবস্তু করে যে, ডাটার তথ্যও এনক্রিপ্ট করে ফেলে, যার ফলে আক্রান্ত প্রতিষ্ঠানের ডাটা পুনরুদ্ধার ও সেবা সচল করাও অসম্ভব হয়। এর ফলে বাড়ে আর্থিক ক্ষতি।
সার্ট প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ বলেন, ‘সারা বিশ্বের লাখ লাখ সার্ভারে হামলা হচ্ছে। তার মধ্যে রয়েছে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান। অন্য হামলার তুলনায় এই হামলায় আর্থিক ক্ষতির ঝুঁকি অনেক বেশি। কারণ বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য চুরি করেছে হ্যাকাররা। এখন তথ্যগুলো যাচাই-বাছাই করে আর্থিক ক্ষতির চেষ্টা করবে। ফলে সামনে অর্থ চুরির শঙ্কা রয়েছে’।
রিজার্ভ চুরিতে র্যানসমওয়্যার
বারবার আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে বাংলাদেশে। কিন্তু কেন্দ্রীয় এবং প্রাতিষ্ঠানিকভাবে সতর্কতার কারণে তেমন কোনো ক্ষতি সম্ভব হয়নি। ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে যে ম্যালওয়্যার ভাইরাসটি ব্যবহৃত হয়েছিল তার চেয়ে শক্তিশালী ভাইরাস র্যানসমওয়্যার। বাংলাদেশে এর অবস্থান ও সাইবার হামলার চেষ্টা নিয়ে আলোচনাও চলছে।
প্রতিবেদনে বলা হয়, র্যানসমওয়্যারের আক্রমণের ফলে প্রতিষ্ঠানের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক বেশি। এতে প্রতিষ্ঠানের অতি প্রয়োজনীয় ডাটা বা ফাইল ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। আক্রমণের শিকার প্রতিষ্ঠান হ্যাকারদের দাবি অনুযায়ী মুক্তিপণ না দিলে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করে দেয়ার হুমকি দিচ্ছে। গেল বছর আমেরিকার পেনসিলভেনিয়ায় ইউনিভার্সাল হেলথ সার্ভিসে আলোচ্য ভাইরাস দিয়ে হামলা চালানোর ফলে ৬ কোটি ৭০ লাখ ডলারের ক্ষতি হয়।
প্রতিরোধে করণীয়
সার্ট থেকে তৈরি করা নির্দেশনায় বলা হচ্ছে, ইন্টারনেটের দুর্বলতা ও ভুল কনফিগারেশন, ফিশিং বা ভুয়া মেইল বা ওয়েবসাইট, আগের ম্যালওয়্যারের সংক্রমণ, তৃতীয় পক্ষের মাধ্যমে এই ভাইরাসটি সাইবার হামলা চালাতে পারে।
এক্ষেত্রে কম্পিউটার ব্যবহারকারীকে এ আক্রমণ সম্পর্কে ধারণা তৈরি ও সাইবার সুরক্ষা সচেতনতা প্রশিক্ষণ দিতে হবে। প্রতিষ্ঠানের কোনে তথ্য সংবেদনশীর সেটা চিহ্নিত করতে হবে। কখন, কোথায়, কেন এবং কীভাবে সংবেদনশীল তথ্য বিনিময় করা যাবে সে সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দিতে হবে।
সাইবার আক্রমণকারীরা তাদের টার্গেট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের লক্ষ্য ফিশিং ই-মেইল ক্যাম্পেইন এবং সোশ্যালি ইঞ্জিনিয়ারিং কৌশল প্রয়োগ করে। কম্পিউটার ব্যবহারকারীকে তাদের ফিশিং ইমেইলে ডকুমেন্ট ফাইল ওপেন বা লিংক এ ক্লিক করতে প্ররোচিত করে।
ব্যবহারকারী যেন অযাচিত বা সন্দেহজনক ঠিকানা থেকে পাঠানো ই-মেইল লিংক, ফাইল বা সংযুক্তিতে ক্লিক না করে এবং এ ধরনের ফিশিং চেষ্টা সম্পর্কে প্রতিষ্ঠানের সাইবার সুরক্ষা টিমকে অবহিত করতে পারে সে বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে।
সফটওয়্যার ও নেটওয়ার্ক ব্যবস্থা
অপ্রয়োজনীয় ওএস সেবা ও নেটওয়ার্ক বন্ধ রাখার পরামর্শ দিয়েছে সার্ট। বলা হচ্ছে, অ্যন্টি ভাইরাস বা অ্যান্টি ম্যালওয়্যার ব্যবহার করতে হবে এবং সর্বদা এগুলো হালনাগাদ করতে হবে। নিয়মিত কম্পিউটারের অপারেটিং সিস্টেম ও নিরাপত্তা হালনাগাদ করতে হবে।
সাইবার সুরক্ষা উন্নয়নে কম্পিউটার নেটওয়ার্ককে ছোট ছোট ভাগে ভাগ করা উচিত। সংবেদনশীল এবং ক্রিটিকাল নেটওয়ার্ক আলাদা করতে হবে। যাতে এক নেটওয়ার্কে সমস্যা হলে অন্য নেটওয়ার্কে পরিচালনা করা যায়। স্প্যাম এবং ফিশিং ই-মেইল ব্লক করার জন্য নেটওয়ার্কে শক্তিশালী ই-মেইল ফিল্টারিং সিস্টেম ইনস্টল করতে হবে।
সাইবার অডিট জরুরি
সার্ট বলছে, তৃতীয় পক্ষ সেবাদানকারী যাতে প্রতিষ্ঠানের পরিচয় জালিয়াতি না করতে পারে তা নিশ্চিত করতে হবে। প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেম ও নেটওয়ার্কে সেবাদানকারী তৃতীয় পক্ষের অ্যাকাউন্টস, রোলস ও প্রিভিলেজ নিয়মিত অডিট করতে হবে। কোনো শেয়ার অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না। তৃতীয় পক্ষ যদি ইন্টারনেটের মাধ্যমে সেবা দান করে সেক্ষেত্রে যতটুকু সময দরকার ঠিক ততটুকু অ্যাক্সেস দিতে হবে।
ব্যাকআপ পর্যায়ে প্রতিরোধ
ডেটা প্রতিদিন ব্যাকআপ নেবার বিকল্প নেই। কমপক্ষে তিনটি ব্যাকআপ কপি রাখতে পরামর্শ দিয়েছে সার্ট। এর মধ্যে দুইটি ব্যাকআপ কপি দুটি ভিন্ন ভিন্ন স্টোরেজে মিডিয়ায় থাকতে পারে। তৃতীয় ব্যাকআপ কপি অফ-লাইন আ অফ-সাইটে থাকতে পারে।
সংক্রমিত কম্পিউটার অবিলম্বে বন্ধ, নেটওয়ার্ক সংযোগ বিছিন্ন, প্রতিষ্ঠানের কার্যকরি নেটওয়ার্ক সাময়িক বিছিন্ন, শেয়ার ডিভাইস ডিজেবল করা উচিত। সংক্রণের প্রকার ও সংখ্যা নির্ধারণ করে ক্ষতির মাত্রা নির্ধারণ করতে হবে। যাতে সংক্রমিত ডিভাইসগুলোর পাশাপাশি কী ধরণের ডেটা এনক্রিপ্ট হয়েছে সেটি নির্ধারণ করা যায়। ব্যাকআপ থেকে প্রতিষ্ঠানের ফাইল বা নথি পুনুরুদ্ধার করে প্রতিষ্ঠানের স্বাভাবিক কাজ ফিরিয়ে নিতে হবে। পরে সব পাসওয়ার্ড পরিবর্তন করার পরামর্শ দিচ্ছে সার্ট।
হাফনিয়ামের ও ক্যাসাব্লাংকা
চলতি বছরের ২ এপ্রিল বাংলাদেশ ব্যাংকসহ দেশের দুই শতাধিক প্রতিষ্ঠানে সাইবার হামলা চালায় হাফনিয়াম নামের একটি হ্যাকার গ্রুপ। প্রতিষ্ঠানগুলো থেকে তথ্য হাতিয়ে নেয় এই হ্যাকার গোষ্ঠী। নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম থেকে মনিটর করার সময় এই হামলার বিষয়টি শনাক্ত হয়।
১৭ ফ্রেব্রুয়ারি বিজিডি ই গভ সার্ট ওয়েবসাইটে ‘ক্যাসাব্লাংকা’ নামে একটি থ্রেট অ্যাকটর গ্রুপের কাছ থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার হুমকির ব্যাপারে সতর্ক করা হয়েছিল। তখন সঙ্গে সঙ্গে সতর্ক করে দেয়া হয় প্রতিষ্ঠানগুলোকে।
গত বছরের আগস্টেও একই রকম একটি সাইবার আক্রমণের আশঙ্কা করছিল কেন্দ্রীয় ব্যাংক। তখনও সতর্ক করে দেয়া হয় বাণিজ্যিক ব্যাংকগুলোকে।
নভেম্বর মাসে আবার একটি হামলার আশঙ্কা করা হয়।
আরও পড়ুন:অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো ২০২৫-এ যোগদানের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ৯ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধিদল মঙ্গলবার অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে।
এই এক্সপো ১ ও ২ অক্টোবর, ২০২৫ তারিখে অস্ট্রেলিয়ার সিডনি মেসোনিক সেন্টারে (এসএমসি) অনুষ্ঠিত হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিসিসিআই বাণিজ্য প্রতিনিধিদলের সফরকালে অস্ট্রেলিয়ান ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতার সুযোগ অনুসন্ধান করবেন। পাশাপাশি অনুষ্ঠানে পণ্য প্রদর্শনী, নেটওয়ার্কিং সেশন, বিটুবি মিটিং এবং বিষয়ভিত্তিক সেমিনারে অংশগ্রহণের সুযোগ থাকবে। যেখানে বাংলাদেশের পণ্য ও সেবার প্রসার, আন্তর্জাতিক অংশীদারিত্ব শক্তিশালী করা এবং বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ পাবে।
এক্সপোতে তৈরি পোশাক, জুতা, পাটজাত পণ্য, ফার্মাসিউটিক্যালস, মেডিকেল ডিভাইস, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, খাদ্য ও ফলমূল, পর্যটন, কৃষি, ফার্নিচার, হস্তশিল্প এবং রিয়েল এস্টেট প্রভৃতি বিষয়র ওপর প্রাধান্য দেওয়া হবে।
ডিসিসিআই থেকে অংশগ্রহণকারী ৯টি প্রতিষ্ঠান হলো: টেক্সট্রেড করপোরেশন, ফিঙ্গারটাচ সার্ভিসেস, ফারইস্ট হোল্ডিংস লিমিটেড, পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেড, চৌধুরী শাজ্জাদ মনোয়ার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, নায়িশা এন্টারপ্রাইজ লিমিটেড, টোরি ক্রেডিট রিপোর্টস অ্যান্ড কালেকশনস লিমিটেড, টেকফিনা বিপিও অ্যান্ড করপোরেট অ্যাডভাইজারি লিমিটেড এবং আল-আরাফাহ পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেড।
সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি মঙ্গলবার রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় প্রায় ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন সার আমদানি এবং একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক সম্প্রসারণ সংক্রান্ত প্রস্তাবসহ বেশ কয়েকটি প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে কৃষি মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক উত্থাপিত প্রস্তাবগুলো পর্যালোচনা করা হয়।
কমিটি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে দেশের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষে ডিএপি ও টিএসপি সার আমদানির পাঁচটি পৃথক প্রস্তাব অনুমোদনের সুপারিশ করে।
সিদ্ধান্ত অনুযায়ী, চীনের ব্যানিয়ান ইন্টারন্যাশনাল ট্রেডিং লিমিটেড থেকে ৩৭৮ কোটি ৮৩ লাখ টাকায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার (৩য় লট) আমদানি করা হবে। যার প্রতি মেট্রিক টনের দাম ধরা হয়েছে ৭৭২ দশমিক ৫০ মার্কিন ডলার।
এছাড়া, মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে ২১৫ কোটি ২৮ লাখ টাকায় (প্রতি টন ৫৮৫.৩৩ ডলার) ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার (৬ষ্ঠ লট), ২১৫ কোটি ২৮ লাখ টাকায় (প্রতি টন ৫৮৫.৩৩ ডলার) ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার (৭ম লট), ৩৭২ কোটি ৮৬ লাখ টাকায় (প্রতি টন ৭৬০.৩৩ ডলার) ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার (৫ম লট) এবং ৩৭২ কোটি ২৫ লাখ টাকায় (প্রতি টন ৭৬০.৩৩ ডলার) ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার (৬ষ্ঠ-ঐচ্ছিক ১ম লট) আমদানি করা হবে।
কর্মকর্তারা জানিয়েছেন, কৃষকদের জন্য সারের সরবরাহ নির্বিঘ্ন রাখতে চীন ও মরক্কোর সঙ্গে সরকারের নিয়মিত রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির অংশ হিসেবে এই আমদানি করা হবে।
এছাড়াও আজকের ক্রয় কমিটি সভা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ‘আশুগঞ্জ নদীবন্দর-সরাইল-ধরখার-আখাউড়া স্থলবন্দর মহাসড়ককে ৪-লেন জাতীয় মহাসড়কে উন্নীতকরণ (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের প্যাকেজ নং ডব্লিউপি-০১ (পার্র্ট-১) এর আওতায় আশুগঞ্জ গোলচত্ত্বর থেকে সরাইল গোলচত্ত্বর পর্যন্ত (১১.৫৬ কিলোমিটার) সড়ক নির্মাণ কাজের ভেরিয়েশন অর্ডার-১ (ভিও-১) এর প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে।
মূল চুক্তিমূল্য ছিল ৫৫৩ কোটি ৪৩ লাখ টাকা যেখানে ভেরিয়েশন অর্ডারে ১৬৩ কোটি ৮৩ লাখ টাকা যোগ করা হয়েছে এবং সংশোধিত মোট চুক্তি মূল্য দাঁড়িয়েছে ৭১৭ কোটি ২৭ লাখ টাকা।
কাজটি ভারতের মুম্বাই-ভিত্তিক আফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড কর্তৃক সম্পন্ন হবে।
কর্মকর্তারা জানিয়েছেন, নকশা ও কাজের পরিধি পরিবর্তনের কারণে অতিরিক্ত ব্যয় যোগ হয়েছে, যা প্রকল্পের মান উন্নয়ন ও স্থায়িত্ব নিশ্চিত করার জন্য জরুরি।
এর পাশাপাশি, আজ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকও অনুষ্ঠিত হয়।
সভায় পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এর ধারা ৬৮ (১) ও পিপিআর, ২০০৮ এর বিধি ৭৬(২) অনুসারে জিটুজি ভিত্তিতে চাল ক্রয়ের প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়।
বিশ্ব রেটিনা দিবস ২০২৫ উপলক্ষে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইওএইচ) এবং রোশ বাংলাদেশ যৌথ উদ্যোগে ‘ব্রিজিং পলিসি, টাস্ক শিফটিং অ্যান্ড ইনোভেশন: ট্যাকলিং ডায়াবেটিক রেটিনোপ্যাথি ইন বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক আয়োজন করেছে। খাত সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে এ আলোচনা অনুষ্ঠান সম্প্রতি (২৮ সেপ্টেম্বর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়।
অংশীজনদের মধ্যে উপস্থিত ছিলেন নীতি-নির্ধারক, স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ, আন্তর্জাতিক এনজিও ও বেসরকারি খাতের প্রতিনিধিগণ। এ সময় তারা বাংলাদেশে ডায়াবেটিক রেটিনোপ্যাথি (ডিআর) মোকাবিলায় কার্যকর উদ্যোগ নিয়ে আলোচনা করেন।
ডায়াবেটিস রোগের সাথে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ডায়াবেটিক রেটিনোপ্যাথি রোগটি বাংলাদেশের মানুষের অন্ধত্বের অন্যতম প্রধান কারণ। রোগটি খুব দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে এটি বর্তমান সময়ে একটি জনস্বাস্থ্য সমস্যায় রূপ নিয়েছে। এ রোগ নিয়ে জনসচেতনতা, রোগ নির্ণয় কর্মসূচি, স্বাস্থ্যখাতের প্রস্তুতি ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয়ের অভাবে রোগ শনাক্তকরণ ও চিকিৎসা সেবার পরিসর সীমিত রয়ে গেছে। এ প্রেক্ষাপটে, গোলটেবিল বৈঠকে স্ক্রিনিং, রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে বিদ্যমান যে দূর্বলতাগুলো রয়েছে, তা চিহ্নিত করা এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে একটি সমন্বিত জাতীয় পদক্ষেপ গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও নীতিনির্ধারকগণ; স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) সদস্যবৃন্দ, এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক, জ্যেষ্ঠ চক্ষু বিশেষজ্ঞবৃন্দ, রেটিনা বিশেষজ্ঞ, অপথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ, বাংলাদেশ ভিট্রিও-রেটিনা সোসাইটি, বারডেম ও বিএডিএস -এর প্রতিনিধিগণ এ গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেন।
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. মো. জানে আলম মৃধা তার উপস্থাপনায় বলেন, “ডায়াবেটিক রেটিনোপ্যাথির সফল ও কার্যকর স্ক্রিনিং প্রোগ্রামের জন্য বিভিন্ন খাতের অংশগ্রহণে একটি কার্যকর ওয়ার্কিং কমিটি গঠন অত্যন্ত জরুরি।”
বেসরকারি খাত, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং এনজিও: অর্বিস ইন্টারন্যাশনাল, হেলেন কেলার ইন্টারন্যাশনাল, দ্য ফ্রেড হলোস ফাউন্ডেশন, সাইটসেভার্স বাংলাদেশ, গুড পিপল ইন্টারন্যাশনাল এবং রোশ বাংলাদেশের নিজস্ব বাণিজ্যিক, মার্কেট অ্যাকসেস ও নীতিনির্ধারণী দলও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন অনার এক্স৭ডি উন্মোচনের ঘোষণা দিয়েছে গ্লোবাল এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। জনপ্রিয় এক্স সিরিজের সর্বশেষ সংযোজন এ ফোনটি শক্তিশালী বাজেট স্মার্টফোন হিসেবে স্মার্টফোন বাজারে নতুন মানদণ্ড স্থাপন করবে। আগামী অক্টোবর মাসের শুরুর দিকে বাজারে আসবে নতুন এ স্মার্টফোন।
আগ্রহী ক্রেতারা আগামী ৪ অক্টোবর থেকে অনারের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে স্মার্টফোনটি অগ্রিম বুকিং দিতে পারবেন। অগ্রিম বুকিং দেয়া যাবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত। যারা শুরুতেই অগ্রিম বুকিং করবেন, তারা উপহার হিসেবে পাবেন অনারের ইয়ারবাডস।
দামের ক্যাটাগরিতে প্রথমবারের মত অনার এক্স৭ডি -তে বিশেষ ‘ইনস্ট্যান্ট এআই বাটন।’ ব্যবহারকারীদের সুবিধার্থে তৈরি এই বাটন দু’টি মোডে কাজ করবে। এ বাটনে একবার ক্লিক করেই নির্দিষ্ট অ্যাপ চালু করা যাবে কিংবা ব্যাকগ্রাউন্ড ক্লিনিং মত কাজও সহজে করা যাবে। আবার একটু বেশিক্ষণ ধরে এ বাটনে ক্লিক করে রিয়েল-টাইম অনুবাদ ও কনটেন্ট তৈরির মত অত্যাধুনিক এআই ফিচার ব্যবহার করা যাবে।
দীর্ঘস্থায়িত্ব বিবেচনায় নিয়ে ফোনটিতে ব্যবহার করা হয়েছে বিশাল ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। টানা পাঁচ বছর পর্যন্ত সুপার-ডিউরেবল পারফরমেন্স নিশ্চিত করবে এ স্মার্টফোন। ডাবল-সেল ব্যাটারি কাঠামো থাকায় ব্যবহারকারীরা স্মার্টফোনটি দ্রুত চার্জ করতে পারবেন; পাশাপাশি, উপভোগ করবেন ফোন ব্যবহারে অধিক সুরক্ষা ও দীর্ঘমেয়াদি স্থায়িত্ব।
এছাড়া, স্মার্টফোনটিতে আইপি৬৫ রেটিং পাওয়া, অর্থাৎ পানি ও ধুলো প্রতিরোধী। পাশাপাশি, এসজিএস প্রিমিয়াম পারফরমেন্সও সার্টিফিকেশনও রয়েছে ফোনটির। ফলে, হাত থেকেও পরে গেলেও স্মার্টফোনটি অনার এক্স৯সি -এর মত সুরক্ষিত থাকবে।
উদ্ভাবনের মাধ্যমে ক্রেতাদের স্মার্টফোনে দৈনন্দিন ব্যবহারের জন্য এআই প্রযুক্তির অভিজ্ঞতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ অনার। ক্রেতারা এই ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে আরও বিশেষায়িত ব্যক্তিগত অভিজ্ঞতা উপভোগ করবেন।
নতুন অনার এক্স৭ডি -এর বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ২২,৯৯৯ টাকা। ফোনটিতে রয়েছে ৮+৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি রম।
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ এখন থেকে ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেড-এর সঙ্গে যুক্ত হয়েছেন। তুরস্কের শীর্ষস্থানীয় এলপিজি ব্র্যান্ড আইগ্যাস, যার রয়েছে ৬৫ বছরের বৈশ্বিক অভিজ্ঞতা, এবং বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী ইউনাইটেড গ্রুপ-এর যৌথ উদ্যোগেই গঠিত ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেড।
সম্প্রতি রাজধানীর ইউনাইটেড গ্রুপ হেড অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের পরিচালক জনাব খন্দকার জায়েদ আহসান, ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব হারুন ওর্তাজসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই চুক্তির অধীনে সিয়াম আহমেদ আইগ্যাস ইউনাইটেড-এর ব্র্যান্ড প্রচারণায় অংশ নেবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিয়াম আহমেদ বলেন:
“প্রতিটি পরিবারের জন্য নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা সবসময়ই অগ্রাধিকার পায়, আমার পরিবারও এর ব্যতিক্রম নয়। আইগ্যাস ইউনাইটেড মানে কোয়ালিটিসম্পন্ন একটি এলপিজি কোম্পানি যাদের আছে আন্তর্জাতিক অভিজ্ঞতা। বাংলাদেশের লাখো পরিবারের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য জ্বালানির সমাধান নিশ্চিত করতে কাজ করছে এমন একটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত।”
অনুষ্ঠানে ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেডের সিইও জনাব হারুন ওর্তাজ বলেন:
“আমরা আনন্দিত যে সিয়াম আহমেদকে আইগ্যাস ইউনাইটেড ব্র্যান্ডের সাথে যুক্ত করতে পেরে। তরুণ প্রজন্ম ও পরিবারগুলোর কাছে তার জনপ্রিয়তা ও ইতিবাচক প্রভাব আমাদের ব্র্যান্ডের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। সিয়াম আহমেদ-এর সঙ্গে আমাদের ব্র্যান্ডের এই অংশীদারিত্ব ভোক্তাদের সঙ্গে আমাদের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।”
সারাদেশের নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর সহযোগিতায় নরসিংদীর নারী উদ্যোক্তাদের জন্য ডিজিটাল সক্ষমতা উন্নয়ন কর্মশালার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।
গত ৯ থেকে ১১ সেপ্টেম্বর ২০২৫ নরসিংদীর কো-অপারেটিভ জোনাল ইনস্টিটিউটে তিন দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন ৩০ জন সম্ভাবনাময় নারী উদ্যোক্তা। এই আয়োজনে নারী উদ্যোক্তাদের নিবিড় প্রশিক্ষণ, পরামর্শদান ও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তাঁদের ব্যবসা সম্প্রসারণ ও বাজারে প্রবেশের সুযোগ দানের পাশাপাশি দেশের অন্যান্য নারীদের ‘উদ্যোক্তা স্বপ্ন’ পূরণেও উদ্বুদ্ধ করা হয়।
গেটস ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত ব্র্যাক ব্যাংকের সিগনেচার উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি ‘আমরাই তারা’-এর অংশ হিসেবে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এই ডিজিটাল সক্ষমতা উন্নয়ন কর্মসূচির মূল লক্ষ্য হলো নারীদের জন্য অর্থায়ন, পরামর্শ ও দক্ষতা উন্নয়ন সুবিধা সহজলভ্য করার মাধ্যমে তাঁদের ব্যবসায়িক জ্ঞান বৃদ্ধি ও ব্যবস্থাপনা সক্ষমতা শক্তিশালী করা।
আয়োজনে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক টিমের অভিজ্ঞ প্রশিক্ষকরা অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের ই-কমার্স ও সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক ব্যবসায়ে সফল হওয়ার অন্যতম কৌশল হিসেবে ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিওএসএন-এর সভাপতি মুনীর হাসান এবং ব্র্যাক ব্যাংকের এসএমই ব্যাংকিংয়ের হেড অব কটেজ অ্যান্ড মাইক্রো বিজনেস কাজী দিলরুবা আক্তার।
ব্র্যাক ব্যাংকের এমন উদ্যোগ নিয়ে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, “নারী উদ্যোক্তারা দেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। ‘আমরাই তারা’ উদ্যোগের মাধ্যমে আমরা তাঁদের অর্থায়ন সুবিধা প্রদানের পাশাপাশি ডিজিটাল জ্ঞানও সমৃদ্ধ করছি, যাতে তাঁরা এই দ্রুত পরিবর্তনশীল সেক্টরে সফল হতে পারেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, নারী উদ্যোক্তারা সফল হলে সমাজ সমৃদ্ধ হয় এবং জাতীয় অর্থনীতিও শক্তিশালী হয়।”
এ পর্যন্ত ব্র্যাক ব্যাংক দেশের ২০টি জেলায় ৩,০০০-এরও বেশি নারী উদ্যোক্তাদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করেছে। ভবিষ্যতে এ কর্মসূচি দেশের প্রতিটি জেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে ব্যাংকটির।
দেশের এসএমই এবং নারী উদ্যোক্তাদের পূর্ণাঙ্গ আর্থিক অংশীদার হিসেবে তাঁদের জন্য সহজ অর্থায়ন, সক্ষমতা উন্নয়ন এবং ডিজিটাল টুলসের ব্যবহার শেখানোর মাধ্যমে তাঁদের সফল ব্যবসায় গড়ে তুলতে সহায়তা করছে ব্র্যাক ব্যাংক। এভাবে ব্র্যাক ব্যাংক জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
ব্র্যাক ব্যাংক পিএলসি.:
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক পিএলসি. ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ১৯১টি শাখা, ৯৭টি উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস, ১,১২১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং দশ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। বিশ লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২৪ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।
৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ২৫তম সভা ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর নির্বাহী কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব মুঃ ফরীদ উদ্দীন আহমদ। সভায় নির্বাহী কমিটির সদস্য ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জনাব মোঃ হুমায়ুন কবীর ও ড. শহিদুল ইসলাম জাহীদ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এছাড়াও উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ ইকবাল এবং জনাব মিজানুর রহমান কার্যপোলক্ষ্যে সভায় যোগদান করেন।
মন্তব্য