গত বছর টানা পাঁচ থেকে ছয় মাস ধরে বেড়েছে দাম। একটি, দুটি নয়, পুরো খাতের সবগুলো শেয়ার। দ্বিগুণের কম বাড়েনি কোনো শেয়ার। এমনকি ছয় গুণ, সাত গুণ, আট গুণও হয়েছে।
তবে পুঁজিবাজারে বাড়লে কমে আর কমলে বাড়ে—এই অমোঘ সূত্র ধরে একপর্যায়ে কমতে থাকে দাম। গত ফেব্রুয়ারি থেকে তিন মাসে কোনোটির দাম কমে ৩০ শতাংশ, কোনোটির ৪০ শতাংশ, কোনোটির বা ৫০ বা ৬০ শতাংশ।
লকডাউনের মধ্যে পুঁজিবাজার যে এবার চাঙা, তার পেছনে আছে সেই বিমা খাতের শেয়ার। একটি, দুটি নয়; পুরো খাত ধরে দৌড়াচ্ছে যেন। তবে জীবনবিমা নয়, লাফ দিচ্ছে সাধারণ বিমার শেয়ার।
এই খাতে তালিকাভুক্ত আছে ৫০টি কোম্পানি, যার মধ্যে সাধারণ বিমা ৩৭টি আর জীবনবিমা ১২টি।
গত বছর বিমা কোম্পানির শেয়ারে দরবৃদ্ধির পেছনে বেশ কিছু গুজব কাজ করছিল। এজেন্টের কমিশন কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ, গাড়ির তৃতীয় পক্ষের বিমা বাতিল করে প্রথম পক্ষের বিমা চালু হলে আয় বাড়বে, লভ্যাংশ বাড়বে, এমন কথা বলাবলি হয়।
এরপর আলোচনায় আসে পদ্মা সেতু, মেট্রোরেলের মতো বড় বড় প্রকল্প বিমার আওতায় আসছে। এগুলোর ঝুঁকি একেবারেই কম; কোম্পানির লাভ হবে ভালো। তবে পরে জানানো হয়, মেট্রোরেল সরকারি সাধারণ বিমা করপোরেশনের আওতায় থাকবে। এটি পুঁজিবাজার তালিকাভুক্ত নয়।
আবার ১০ বছর আগে করা একটি বিধান সামনে আনা হয়, যেখানে বলা ছিল, কোম্পানির পরিশোধিত মূলধনের ৬০ শতাংশ থাকতে হবে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এমনটি হলে বিমা কোম্পানির শেয়ার মালিকদের নিজেদেরই কিনতে হবে।
কিন্তু আয় বা লভ্যাংশ বাড়ার গুজব সত্য প্রমাণ হয়নি। পরিশোধিত মূলধনের ৬০ শতাংশ নিজেদের হাতে রাখার যে আইন করা হয়েছে, সেটিও কার্যকর হয়নি। তবু আবার ঢালাও দাম বৃদ্ধিতে কারসাজির অভিযোগ উঠেছে।
টানা দুই-তিন দিন দর বাড়ার পর কিছুটা মূল্য সংশোধন। তারপর আবার উত্থান। এভাবে লকডাউনে চলছে ফলে বিমার শেয়ারের লেনদেন।
আবার দাম বাড়ার ক্ষেত্রে আরও কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। মৌলভিত্তির শক্তিশালী কোম্পানি হিসেবে পরিচিত, প্রতিবছর ভালো মুনাফা করে আকর্ষণীয় লভ্যাংশ দেয়া কোম্পানির তুলনায় দাম বেশি হচ্ছে দুর্বল কোম্পানির, যেগুলোর মুনাফা দেয়ার হার কখনো ভালো ছিল না।
৫২ টাকা ৬০ পয়সা সম্পদমূল্য আর গত পাঁচ বছরে কখনো ২৫ শতাংশের কম লভ্যাংশ না দেয়া রিলায়েন্স ইন্স্যুরেন্সের দাম ৫৭ টাকা ৪০ পয়সা। গত পাঁচ বছরে এই কোম্পানিটির শেয়ারপ্রতি আয় সবচেয়ে কম ছিল ৪ টাকা ৪৩ পয়সা।
অন্যদিকে গত পাঁচ বছরের মধ্যে গত ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য সর্বোচ্চ ১৭ শতাংশ লভ্যাংশ দেয়া প্রভাতী ইন্স্যুরেন্সের দাম এখন ১২৫ টাকা ৬০ পয়সা। এটি আবার ১৭ শতাংশ বোনাস শেয়ার সমন্বয়ের পর।
এই কোম্পানির শেয়ারপ্রতি সম্পদমূল্য ১৯ টাকার কম। গত পাঁচ বছরে কোম্পানিটি সদ্য সমাপ্ত বছরেই শেয়ারপ্রতি সর্বোচ্চ আয় করেছে ৩ টাকা ১০ পয়সা।
গত ছয় বছরের মধ্যে পাঁচ বছরে একবার সর্বোচ্চ ১০ শতাংশ লভ্যাংশ দিয়ে এবার ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করা প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের দাম এখন ১০৫ টাকা ২০ পয়সা। অথচ এর সম্পদমূল্য রিলায়েন্সের অর্ধেকও না।
বিশ্লেষকদের বক্তব্য
পুঁজিবাজার বিশেষজ্ঞ আবু আহমেদ নিজেই প্রশ্ন করেছেন, ‘বিমায় কী আছে? কী কারণে এর দর এত বাড়ছে?’
তিনি বলেন, ‘বিমার এজেন্ট কমিশন বন্ধ করা, যানবাহনে বিমা বন্ধ করা এসব কিছুর সঙ্গে শেয়ারের দর বাড়ার কোনো কারণ দেখি না। কিন্ত বাস্তবে বিমার শেয়ারের দরই বাড়ছে। নিশ্চিত কারসাজি আছে।’
বিনিয়োগকারীদের সতর্ক থেকে বিমা খাতে বিনিয়োগ করার পরামর্শ এই পুজিবাজার বিশ্লেষকের।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির মধ্যেও বিষয়টি নিয়ে প্রশ্ন আছে। তবে এখন পর্যন্ত তাদের এ বিষয়ে কোনো হস্তক্ষেপ নেই।
জানতে চাইলে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম বলেন, ‘পুঁজিবাজারের কোন কোম্পানির শেয়ারের দর বাড়বে কোন কোম্পানির শেয়ারের দর কমবে, সেটি দেখার দায়িত্ব কমিশনের নয়; বরং এই দর বৃদ্ধি ও কমার মধ্যে কোনো কারসাজি হচ্ছে কি না, সেটি দেখার দায়িত্ব কমিশনের।’
‘এই খাত নিয়ে কারসাজি হচ্ছে বলে সন্দেহ তো আছে?’
এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, ‘আমাদের সার্ভেইল্যান্সে এখন পর্যন্ত এ বিষয়ে কিছু ধরা পড়েনি।’
তিনি বলেন, ‘বিনিয়োগকারীরা যখন কোনো একটি কোম্পানিতে বিনিয়োগ করেন নানা বিষয় বিবেচনা করেন। সেই কোম্পানির আয় কেমন, লভ্যাংশ কেমন দিচ্ছে, সে কোম্পানি থেকে কী পরিমাণ মুনাফা পাওয়া যাচ্ছে।
‘সব বিষয় বিবেচনা করে যখন একজন বিনিয়োগকারী কোনো একটি কোম্পানিতে বিনিয়োগ করে তখন তাকে কীভাবে বলবেন, এখানে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ?’
দর বাড়ছেই
ফেব্রুয়ারিতে অগ্রণী ইন্স্যুরেন্সের দর সর্বোচ্চ উঠেছিল ৪৬ টাকা ৫০ পয়সা। মার্চে দর কমে হয়েছিল ৩৩ টাকা ২০ পয়সা। এপ্রিলে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৫৩ টাকা ৩০ পয়সা। এক মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩৭.৭১ শতাংশ।
ফেব্রুয়ারিতে এশিয়া ইন্স্যুরেন্সের দর সর্বোচ্চ উঠেছিল ১৩৮ টাকা ৯০ পয়সা। মার্চে দর কমে দাঁড়িয়েছিল ৯৪ টাকায়। এপ্রিলে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১০৫.৫ টাকা। এক মাসের ব্যবধানে কোম্পানিটর শেয়ারদর বেড়েছে ১০৯ শতাংশ।
ফেব্রুয়ারিতে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের দর সর্বোচ্চ উঠেছিল ৯২ টাকা ৮০ পয়সা। মার্চে দর কমে দাঁড়িয়েছিল ৫০ টাকা ৯০ পয়সা। এপ্রিলে কোম্পানিটির শেয়ার লেনদেন হচ্ছে ৭১ টাকা ৩ পয়সা। এক মাসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৮ দশমিক ৬১ শতাংশ।
ফেব্রুয়ারিতে বিজিআইসির দর সর্বোচ্চ উঠেছিল ৪৬ টাকা ৫০ পয়সা। সেটির দর মার্চে কমে দাঁড়িয়েছিল ৩৭ টাকা ৮০ পয়সা। এপ্রিলে কোম্পানিটির শেয়ার লেনদেন হচ্ছে ৪২ টাকা ৯০ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১১.৮৮ শতাংশ।
ফেব্রুয়ারিতে বিএনআইসিএলের দর সর্বোচ্চ উঠেছিল ৭৫ টাকা ৯০ পয়সা। মার্চে কোম্পানিটির শেয়ারদর কমে দাঁড়িয়েছিল ৩৭ টাকা ৮০ পয়সা। শতকরা হিসাবে কোম্পানিটি দর হারিয়েছিল ৫০.১৯ শতাংশ।
এপ্রিলে কোম্পানিটির শেয়ার লেনদেন হচ্ছে ১০৯ টাকায়। ফলে এক মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬৫.৩২ শতাংশ।
ফেব্রুয়ারিতে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের দর সর্বোচ্চ উঠেছিল ৬৭ টাকা ৪০ পয়সা। মার্চে দর কমে হয়েছিল ৫৮ টাকা ৩০ পয়সা। এপ্রিলে লেনদেন হচ্ছে ৬০ টাকা ৪০ পয়সা। এক মাসে শতকরা হিসাবে দর বেড়েছে ৩.৪৭ শতাংশ।
ফেব্রুয়ারিতে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের দর সর্বোচ্চ উঠেছিল ৩৫ টাকা ৮০ পয়সা। মার্চে দর কমে দাঁড়িয়েছিল ২৩ টাকায়। এপ্রিলে এসে লেনদেন হচ্ছে ২৮ টাকা ৮০ পয়সা। এক মাসে শতকরা হিসাবে দর বেড়েছে ২০.১৩ শতাংশ।
ফেব্রুয়ারিতে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের দর সর্বোচ্চ উঠেছিল ৬৪ টাকা ৯০ পয়সা। মার্চে দর কমে হয়েছিল ৩০ টাকা ৩০ পয়সায়। এপ্রিলে লেনদেন হচ্ছে ৪৪ টাকা ৩০ পয়সা। এক মাসে শতকরা হিসাবে দর বেড়েছে ৩১.৬০ শতাংশ।
ফেব্রুয়ারিতে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের দর সর্বোচ্চ উঠেছিল ৫৭ টাকা ৫০ পয়সা। মার্চে দর কমে হয়েছিল ৩৪ টাকা ১০ পয়সা। এপ্রিলে লেনদেন হচ্ছে ৫২ টাকা ৩০ পয়সা। এক মাসে কোম্পানিটির শতকরা শেয়ারদর বেড়েছে ৩৪.৭৯ শতাংশ।
ফেব্রুয়ারিতে ঢাকা ইন্স্যুরেন্সের দর সর্বোচ্চ উঠেছিল ৬১ টাকা ৫০ পয়সা। মার্চে দর কমে হয়েছিল ৩৯ টাকা ৮০ পয়সা। এপ্রিলে লেনদেন হচ্ছে ৬২ টাকা ৪০ পয়সা। এক মাসে কোম্পানিটির শেয়ারদর শতকরা বেড়েছে ৩৫.৯৮ শতাংশ।
ফেব্রুয়ারিতে ইস্টার্ন ইন্স্যুরেন্সের দর সর্বোচ্চ উঠেছিল ১১৯ টাকা ৮০ পয়সা। মার্চে দর কমে হয়েছিল ৯০ টাকায়। এপ্রিলে লেনদেন হচ্ছে ১১৬ টাকা ১০ পয়সা। এক মাসে কোম্পানিটির দর বেড়েছে ২২.৪৮ শতাংশ।
ফেব্রুয়ারিতে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের দর সর্বোচ্চ উঠেছিল ৪৩ টাকা ৮০ পয়সা। মার্চে দর কমে হয়েছিল ২৭ টাকা ৩০ পয়সায়। এপ্রিলে লেনদেন হচ্ছে ৩৩ টাকা ৬০ পয়সা। এক মাসে শতকরা হিসাবে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৮.৭৫ শতাংশ।
ফেব্রুয়ারিতে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের দর সর্বোচ্চ উঠেছিল ৪৫ টাকা ৯০ পয়সা। মার্চে সে কোম্পানির শেয়ারদর কমে হয়েছিল ২৪ টাকা ৩০ পয়সা। এপ্রিলে লেনদেন হচ্ছে ৩৩ টাকা। ফলে এক মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৬.৩৬ শতাংশ।
ফেব্রুয়ারিতে ফেডারেল ইন্স্যুরেন্সের দর সর্বোচ্চ উঠেছিল ৩০ টাকা ৯০ পয়সা। মার্চে দর কমে হয়েছিল ১৮ টাকা। এপ্রিলে লেনদেন হচ্ছে ২৭ টাকা ৬০ পয়সা। এক মাসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩৪.৭৮ শতাংশ।
ফেব্রুয়ারিতে গ্লোবাল ইন্স্যুরেন্সের দর সর্বোচ্চ উঠেছিল ৬৯ টাকা ৫০ পয়সা। মার্চে দর কমে হয়েছিল ৩০ টাকা ২০ পয়সা। এপ্রিলে লেনদেন হচ্ছে ৪১ টাকা ১০ পয়সা। এক মাসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৬.৫২ শতাংশ।
ফেব্রুয়ারিতে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের দর সর্বোচ্চ উঠেছিল ৭৩ টাকা ৪০ পয়সা। মার্চে শেয়ারদর কমে হয়েছিল ৫৫ টাকা ৭০ পয়সা। এপ্রিলে লেনদেন হচ্ছে ৫৬ টাকা ১০ পয়সা। এক মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে দশমিক ৭ শতাংশ।
ফেব্রুয়ারিতে ইসলামী ইন্স্যুরেন্সের দর সর্বোচ্চ উঠেছিল ৪৭ টাকা ৭০ পয়সা। মার্চে শেয়ারদর কমে হয়েছিল ৩৬ টাকা ৫০ পয়সা। এপ্রিলে লেনদেন হচ্ছে ৫১ টাকায়। এক মাসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৮.৪৩ শতাংশ।
ফেব্রুয়ারিতে জনতা ইন্স্যুরেন্সের দর সর্বোচ্চ উঠেছিল ৪৪ টাকা। মার্চে দর কমে হয়েছিল ২৮ টাকা। এপ্রিলে লেনদেন হচ্ছে ৩৮ টাকা ৪০ পয়সা। এক মাসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৭.০৮ শতাংশ।
ফেব্রুয়ারিতে কর্ণফুলী ইন্স্যুরেন্সের দর সর্বোচ্চ উঠেছিল ৩৮ টাকা ৮০ পয়সা। মার্চে শেয়ারদর কমে হয়েছে ২৬ টাকা ৪০ পয়সা। এপ্রিলে লেনদেন হচ্ছে ৩২ টাকা ৯০ পয়সা। এক মাসে শতকরা দর বেড়েছে ১৯.৭৫ শতাংশ।
ফেব্রুয়ারিতে মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের দর সর্বোচ্চ উঠেছিল ৫২ টাকা ৪০ পয়সা। মার্চে দর কমে হয়েছিল ৩১ টাকা। এপ্রিলে লেনদেন হচ্ছে ৪০ টাকা ৫০ পয়সা। এক মাসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৩.৪৫ শতাংশ।
ফেব্রুয়ারিতে নিটোল ইন্স্যুরেন্সের দর সর্বোচ্চ উঠেছিল ৭৬ টাকা ৮০ পয়সা। মার্চে শেয়ার দর কমে হয়েছিল ৪০ টাকা ৩০ পয়সা। এপ্রিলে লেনদেন হচ্ছে ৫৬ টাকা ২০ পয়সা। এক মাসে কোম্পানিটির শেয়ার দর শতকরা বেড়েছে ২৮.২৯ শতাংশ।
ফেব্রুয়ারিতে নর্দার্ন ইন্স্যুরেন্সের দর সর্বোচ্চ উঠেছিল ৫৩ টাকা ৫০ পয়সা। মার্চে কোম্পানিটির শেয়ারদর কমে হয়েছে ২৯ টাকা ৯০ পয়সা। এপ্রিলে লেনদেন হচ্ছে ৪২ টাকা ৯০ পয়সা। এক মাসে শতকরা দর বেড়েছে ৩০.৩০ শতাংশ।
ফেব্রুয়ারিতে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের দর সর্বোচ্চ উঠেছিল ১৬১ টাকা ৩০ পয়সা। মার্চে শেয়ারদর কমেছে ১০৬ টাকা। এপ্রিলে লেনদেন হচ্ছে ১০৫ টাকা ৬ পয়সা। এক মাসে কোম্পানিটির শেয়ার দর শতকরা কমেছে দশমিক ৩ শতাংশ।
ফেব্রুয়ারিতে পিপলস ইন্স্যুরেন্সের দর সর্বোচ্চ উঠেছিল ৫৭ টাকা। মার্চে শেয়ার দর কমে হয়েছিল ৩২ টাকা ৫০ পয়সা। এপ্রিলে লেনদেন হচ্ছে ৪৬ টাকা ৩০ পয়সা। এক মাসে কোম্পানিটির শেয়ারদর শতকরা বেড়েছে ২৯.৮০ শতাংশ।
ফেব্রুয়ারিতে ফিনিক্স ইন্স্যুরেন্সের দর সর্বোচ্চ উঠেছিল ৫০ টাকা ৫০ পয়সা। মার্চে শেয়ারদর কমে হয়েছিল ৩২ টাকা। এপ্রিলে লেনদেন হচ্ছে ৪১ টাকা ৮০ পয়সা। এক মাসে কোম্পানিটির শতকরা দর বেড়েছে ২৩.৪৪ শতাংশ।
ফেব্রুয়ারিতে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের দর সর্বোচ্চ উঠেছিল ১০০ টাকা ৪০ পয়সা। মার্চে দর কমে হয়েছিল ৫৮ টাকা ৩০ পয়সা। এপ্রিলে লেনদেন হচ্ছে ৭৫ টাকা ৬০ পয়সা। এক মাসে কোম্পানিটির শতকরা দর বেড়েছে ২২.৮৮ শতাংশ।
ফেব্রুয়ারিতে প্রগতি জেনারেল ইন্স্যুরেন্সের দর সর্বোচ্চ উঠেছিল ৭৬ টাকা ৯০ পয়সা। মার্চে দর কমে হয়েছিল ৪৭ টাকা। এপ্রিলে ৬১ টাকা ৫০ পয়সা। এক মাসে কোম্পানিটির শতকরা দর বেড়েছে ২৩.৫৭ শতাংশ।
ফেব্রুয়ারিতে প্রাইম ইন্স্যুরেন্সের দর সর্বোচ্চ উঠেছিল ৫৫ টাকা ৪০ পয়সা। মার্চে শেয়ারদর কমে হয়েছিল ২৯ টাকা। এপ্রিলে লেনদেন হচ্ছে ৪২ টাকা ৮০ পয়সা। এক মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি দর শতকরা বেড়েছে ৩২.২৪ শতাংশ।
ফেব্রুয়ারিতে প্রভাতী ইন্স্যুরেন্সের দর সর্বোচ্চ উঠেছিল ১০২ টাকা ৭০ পয়সা। মার্চে শেয়ারপ্রতি দর কমে হয়েছিল ৭১ টাকা ৬০। এপ্রিলে লেনদেন হচ্ছে ১২৫ টাকা ৬০ পয়সা। এক মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি দর বেড়েছে ৪২.৯৯ শতাংশ।
ফেব্রুয়ারিতে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের দর সর্বোচ্চ উঠেছিল ৩৯ টাকা ৪০ পয়সা। মার্চে শেয়ারদর কমে হয়েছিল ২২ টাকা ২০। এপ্রিলে লেনদেন হচ্ছে ৩৫ টাকা ৯০ পয়সা। এক মাসে শেয়ারদর শতকরা বেড়েছে ৩৮.১৬ শতাংশ।
ফেব্রুয়ারিতে রিলায়েন্স ইন্স্যুরেন্সের দর সর্বোচ্চ উঠেছিল ৭৩ টাকা ৪০ পয়সা। মার্চে শেয়ারদর কমে হয়েছিল ৫৪ টাকা ১০ পয়সা। এপ্রিলে লেনদেন হচ্ছে ৫৭ টাকা ৪০ পয়সা। এক মাসে শতকরা হিসাবে দর বেড়েছে ০৫.৭৪ শতাংশ।
ফেব্রুয়ারিতে রিপাবলিক ইন্স্যুরেন্সের দর সর্বোচ্চ উঠেছিল ৬২ টাকা ১০ পয়সা। মার্চে শেয়ারদর কমে হয়েছিল ৪৩ টাকা ৪০। এপ্রিলে লেনদেন হচ্ছে ৫২ টাকা ২০ পয়সা। এক মাসে শতকরা হিসাবে দর বেড়েছে ১৬.৮৫ শতাংশ।
ফেব্রুয়ারিতে রূপালী ইন্স্যুরেন্সের দর সর্বোচ্চ উঠেছিল ৪৮ টাকা ৫০ পয়সা। মার্চে দর কমে হয়েছিল ২৮ টাকা ৫০ পয়সা। এপ্রিলে লেনদেন হচ্ছে ৩৮ টাকা ১০ পয়সা। এক মাসে শতকরা হিসাবে দর বেড়েছে ২৫.১৯ শতাংশ।
ফেব্রুয়ারিতে সোনারবাংলা ইন্স্যুরেন্সের দর সর্বোচ্চ উঠেছিল ৭১ টাকা ৩০ পয়সা। মার্চে দর কমে হয়েছিল ৪২ টাকা ১০ পয়সা। এপ্রিলে লেনদেন হচ্ছে ৬৩ টাকা ১০ পয়সা। এক মাসে শতকরা হিসাবে দর বেড়েছে ৩৩.২৮ শতাংশ।
ফেব্রুয়ারিতে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের দর সর্বোচ্চ উঠেছিল ৩৯ টাকা ৩০ পয়সা। মার্চে দর কমে হয়েছিল ২৪ টাকা ৩০ পয়সা। এপ্রিলে লেনদেন হচ্ছে ৩৯ টাকা ৮০ পয়সা। এক মাসে শতকরা হিসাবে দর বেড়েছে ৩৮.৯৪ শতাংশ।
ফেব্রুয়ারিতে তাকাফুল ইন্স্যুরেন্সের দর সর্বোচ্চ উঠেছিল ৫৫ টাকা। মার্চে শেয়ারদর কমে হয়েছিল ৪০ টাকা ৭০ পয়সা। এপ্রিলে লেনদেন হচ্ছে ৪৯ টাকা। এক মাসে কোম্পানিটি শতকরা হিসাবে দর বেড়েছে ১৬.৯৩ শতাংশ।
ফেব্রুয়ারিতে ইউনাইটেড ইন্স্যুরেন্সের দর সর্বোচ্চ উঠেছিল ৬৩ টাকা ৮০ পয়সা। মার্চে দর কমে হয়েছিল ৩৯ টাকা ৯০ পয়সা। এপ্রিলে লেনদেন হচ্ছে ৫২ টাকা ১০ পয়সা। এক মাসে শতকরা হিসাবে দর বেড়েছে ২৩.৪১ শতাংশ।
আরও পড়ুন:দেশের একমাত্র ঔষধি পল্লী এখন নাটোরের ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রায় দিনই দর্শনার্থীরা আসছেন এই পল্লীতে এবং মুগ্ধতা নিয়ে ফিরে যাচ্ছেন। এই পল্লীতে বছরে শুধু অ্যালোভেরাই উৎপাদন হচ্ছে ১৫ হাজার টন। এছাড়া শিমুল মূল, অশ্বগন্ধাসহ উৎপাদন হচ্ছে ১৪০ ধরনের ভেষজ। উৎপাদিত এসব ভেষজের বাজার মূল্য অন্তত শত কোটি টাকা।
নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের ১৫টি গ্রাম জুড়ে এই ভেষজ পল্লীর অবস্থান। ইউনিয়নের প্রধান সড়কের প্রায় একই সমতলে থাকা ভেষজ পল্লী ছবির মতো সুন্দর।
জানা যায়, ১৯৯৫ সালের দিকে খোলাবাড়িয়া এলাকার আফাজ পাগলা তার কবিরাজি কাজে ব্যবহারের জন্য স্বউদ্যোগে ভেষজ উদ্ভিদের চাষাবাদ শুরু করেন। এরপর তা ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। শেষে সারা ইউনিয়ন জুড়ে। শুধু আবাদি জমিই নয়, গ্রামের প্রতিটি বাড়ির আনাচে-কানাচে, রাস্তার ধারে, নদীর পাড়ে চোখে পড়ে ভেষজ উদ্ভিদের রকমারি গাছ। তবে সব সৌন্দর্য ছাড়িয়ে অ্যালোভেরা গাছ সবচেয়ে দৃষ্টি নন্দন।
নাটোর সদর উপজেলা কৃষি অফিসের হিসাবে, লক্ষ্মীপুর-খোলাবাড়িয়াতে ১৪০ প্রকার ভেষজ উদ্ভিদ জন্মে। এর মধ্যে অ্যালোভেরা ছাড়াও শিমুল মূল, অশ্বগন্ধা, মিশ্রি দানা, বিটরুট, রোজেলা ও শতমূল প্রসিদ্ধ। ভেষজ উদ্ভিদের মোট ১৫৫ হেক্টর আবাদি জমির মধ্যে ৭০ হেক্টরে ঘৃতকুমারী বা অ্যালোভেরা চাষ হচ্ছে।
৫০ হেক্টর আবাদি জমি থেকে পাওয়া যাচ্ছে এক হাজার ২০০ টন শিমুল মূল। ১২ হেক্টরে বিটরুট এবং পাঁচ হেক্টর মিশ্রি দানার আবাদি জমি থেকে পাওয়া যাচ্ছে ৫০ টন করে ভেষজ। ১০ হেক্টর থেকে পাওয়া যাচ্ছে ১২ টন অশ্বগন্ধা। ইউনিয়নের দুই হাজার কৃষক ভেষজ উদ্ভিদ চাষের সঙ্গে জড়িত।
মূলত বর্ষার শেষে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে এক বিঘা জমিতে অ্যালোভেরার ১০ হাজার চারা রোপণ করা হয়। এই আবাদি জমি থেকে পরবর্তী দুই বছর অনায়াসে অ্যালোভেরার পাতা সংগ্রহ করা যায়।
সেচের ব্যবস্থা রেখে সারিবদ্ধ এসব গাছ থেকে রোপণের ৩ মাস পর থেকে পাতা সংগ্রহ শুরু হয়। চাষাবাদ, পরিচর্যা ও সেচের কাজে সারা বছর জমিতে ১০০ শ্রমিকের প্রয়োজন হয়। জৈব সার ছাড়াও পরিমাণ মতো ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম, দস্তা ও বোরিক এসিড প্রয়োজন হয়। পাতার কালো দাগ পড়া রোধে ব্যবহার হয় চুন।
পাতা ছিদ্রকারী মশাসহ অন্যান্য কীটপতঙ্গ দমনে সম্প্রতি ছত্রাক নাশক টাইকোডার্মা ও সেক্স ফেরোমেন ব্যবহারে সম্প্রতি আগ্রহ দেখিয়েছে কৃষি বিভাগ ও কৃষকরা। বিঘাপ্রতি অ্যালোভেরার গড় উৎপাদন প্রায় ৩০ টন।
উৎপাদিত ভেষজ উদ্ভিদ শুকিয়ে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তৈরি করা হচ্ছে নানা রকম ভেষজ ওষুধ। এর বিপণন কাজ চলছে এলাকার ৪টি স্থানে গড়ে ওঠা প্রায় একশটি ব্যবসাপ্রতিষ্ঠানের মাধ্যমে।
ভেষজ উৎপাদনকারী কৃষক, সমবায় নেতা ও কবিরাজ মো. জয়নাল আবেদিন বলেন, ‘অ্যালোভেরা সংরক্ষণে একটি হিমাগার নির্মাণ ও সাবান-শ্যাম্পুসহ প্রসাধনী তৈরির কারখানা নির্মাণে উদ্যোক্তা খুঁজে বের করা হলে আমরা উপকৃত হব।
খোলাবাড়িয়া হাজীগঞ্জ বাজার ভেষজ উৎপাদন ও বিপণন সমবায় সমিতির সভাপতি মো. শহিদুল ইসলাম বন গবেষণা ইনস্টিটিউটের অধীনে গ্রামে একটি ঔষধি উদ্ভিদ গবেষণা সেন্টার প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। তিনি বলেন, এর ফলে আমাদের উৎপাদিত ভেষজ পণ্যের গুণাগুণ ও মান নিয়ন্ত্রণ সম্ভব হবে। পাশাপাশি প্রসাধন ও ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের আগমন ঘটবে। ফলে ভেষজ পল্লী আরও সমৃদ্ধ হবে।
নাটোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান বলেন, ভেষজ পল্লীর প্রায় ১০ হাজার মানুষ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বিপণন কিংবা কৃষি শ্রমের সঙ্গে জড়িত। ভেষজ পল্লীর পরিধি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. হাবিবুল ইসলাম খান বাসসকে বলেন, ভেষজ পল্লীতে হিমাগার, প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, গবেষণা প্রতিষ্ঠান স্থাপন করা সম্ভব হলে- কৃষকরা লাভবান হবেন। সমৃদ্ধ হবে দেশের একমাত্র এই ঔষধি পল্লী।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ হাজার ৯৮৮ কোটি ৯ লাখ টাকা ব্যয় সম্বলিত ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন এক হাজার ৮৮৫ কোটি সাত লাখ টাকা, প্রকল্প ঋণ ৫৩ কোটি দুই লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৫০ কোটি টাকা।
মঙ্গলবার প্রধান উপদেষ্টা এবং একনেক-এর চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক-এর সভায় এ অনুমোদন দেয়া হয়।
এর মধ্যে নতুন প্রকল্প ৩টি, সংশোধিত প্রকল্প ৭টি এবং ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির ৩টি প্রকল্প রয়েছে।
পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ; আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল; স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী; শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ একনেক সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন।
আজকের সভায় অনুমোদিত ১৩টি প্রকল্পসমূহ হলো: কৃষি মন্ত্রণালয়ের ১টি প্রকল্প, ‘PRO-ACT Bangladesh-Resilience Strengthening through Agri-Food Szstems Transformation in Cox's Bazar’ প্রকল্প। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ১টি প্রকল্প ‘গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়) (প্রস্তাবিত ৩য় সংশোধন)’ প্রকল্প। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৩টি প্রকল্প, (১) ‘খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (৩য় সংশোধন)’ (২) জামালপুর শহরের ‘নগর স্থাপত্যের পুনঃসংস্কার ও সাংস্কৃতিক কেন্দ্র উন্নয়ন প্রকল্প (৩য় সংশোধিন)’ এবং (৩) ‘গাজীপুর সিটি কর্পোরেশনের ১ থেকে ৫ নম্বর জোনের অভ্যন্তরীণ রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণ (৩য় সংশোধিত) প্রকল্প। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১টি প্রকল্প ‘উত্তরা লেক উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্প। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১টি প্রকল্প, ‘অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ চ্যান্সারি ভবন নির্মাণ)’ প্রকল্প। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ১টি প্রকল্প, ‘কিশোরগঞ্জ (বিন্নাটি)-পাকুন্দিয়া-মির্জাপুর টোক জেলা মহাসড়ককে যথাযথ মানে উন্নীতকরণ (১ম সংশোধিত) প্রকল্প। শিল্প মন্ত্রণালয়ের ১টি প্রকল্প, ‘বিএসটিআই’র পদার্থ (ফিজিক্যাল) ও রসায়ন (কেমিক্যাল) পরীক্ষণ ল্যাবরেটরির সম্প্রসারণ ও আধুনিকায়ন) প্রকল্প। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের ১টি ‘ঘোড়াশাল ৩য় ইউনিট রি-পাওয়ারিং প্রকল্প’ (২য় সংশোধিত) প্রকল্প। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১টি প্রকল্প ‘মানসিক হাসপাতাল, পাবনা-কে আন্তর্জাতিক মানসম্পন্ন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তর’ প্রকল্প।
রেলপথ মন্ত্রণালয়ের ২টি প্রকল্প (১) ‘বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেইটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন (৪র্থ সংশোধিত) প্রকল্প (২) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন (৫ম সংশোধিত) প্রকল্প অনুমোদন করা হয়েছে।
সভায় পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক ইতোমধ্যে অনুমোদিত ১২টি প্রকল্প সম্পর্কে একনেক সদস্যদের অবহিত করা হয়। সেগুলো হলো: ১. লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের উন্নয়ন ও ই-ওয়েস্ট প্রক্রিয়াকরণের সুবিধাদি সৃষ্টি (২য় সংশোধিত) প্রকল্প ২. BGD e-Gov CIRT এর সক্ষমতা বৃদ্ধি (২য় সংশোধিত) প্রকল্প ৩. আশার আলো স্কুল ঢাকা (বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য) স্থাপন প্রকল্প ৪. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, পিরোজপুর স্থাপন (২য় সংশোধিত) প্রকল্প ৫ বাংলাদেশ টেলিভিশনের দেশব্যাপী ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচার প্রবর্তন (১ম পর্যায়) (২য় সংশোধিত) প্রকল্প ৬. ভবদহ ও তৎসংলগ্ন বিল এলাকার জলাবদ্ধতা দ্রুত নিরসনের মাধ্যমে সেচ সুবিধা সম্প্রসারণ ৭. গভীর সমুদ্রে টুনা ও সমজাতীয় পেলাজিক মাছ আহরণে পাইলট প্রকল্প (২য় সংশোধিত) ৮. মিঠাপানির মাছের মড়ক প্রতিরোধে ভ্যাকসিন উদ্ভাবন প্রকল্প ৯. ফেনী জেলার সদর উপজেলাধীন কাটামোবারকঘোনা চরকালিদাস সড়কে ফেনী নদীর উপর সেতু নির্মাণ প্রকল্প ১০. সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ১১. শেখ হাসিনা নকশিপল্লী জামালপুর পর্যায় (১ম সংশোধিত) প্রকল্প। ১২. তাঁতিদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে চলতি মূলধন সরবরাহ ও তাঁতের আধুনিকায়ন (২য় সংশোধিত)।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ দ্রুতই বাংলাদেশের তরুণ প্রজন্মের পছন্দের এআই হাবে পরিণত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তিকে কাজে লাগিয়ে প্ল্যাটফর্মটি তরুণদের শেখা, সৃষ্টি ও আত্মপ্রকাশের নতুন দিগন্তে উন্মোচিত করেছে। গত বছর বাংলালিংক চালু করা এই প্ল্যাটফর্মটি অল্প সময়ের মধ্যেই তরুণদের সবচেয়ে নির্ভরযোগ্য ও প্রাণবন্ত ডিজিটাল সহযাত্রীতে পরিণত হয়েছে, যেখানে প্রযুক্তি শুধুই একটি মাধ্যম নয়, বরং স্বপ্নপূরণের সঙ্গী।
প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য তরুণদের প্রস্তুত করে তুলতে নিজেদের লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন টুলস নিয়ে এসেছে ডিজিটাল লাইফস্টাইল প্যাক রাইজ। রাইজের এআই টুলসের মাধ্যমে কথা বলার দক্ষতা থেকে শুরু করে চাকরির উপযোগী সিভি তৈরি করতে পারছেন তরুণেরা। ক্রমবর্ধমান সক্রিয় ব্যবহারকারী নিয়ে রাইজের যাত্রা বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের যাত্রায় নতুন অধ্যায়ের সূচনা করেছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু বাড়তি সুবিধাই নয়, পাশাপাশি সৃজনশীল সহযোগী হিসেবে তরুণ প্রজন্মের ক্ষমতায়নে ও নিজেদের স্বনির্ভর আত্মপ্রকাশে ভূমিকা রাখছে।
সম্প্রতি, চালু করা রাইজের ফিচারগুলোর মধ্যে অন্যতম হলো ভোকালাইজ, যা দেশের প্রথম এআই স্পিকিং কোচ হিসেবে পরিচিতি লাভ করেছে। এটি ব্যবহারকারীদের উচ্চারণ ও টোন আরও পরিশীলিত করতে সহায়তা করছে, ফলে তারা সাক্ষাৎকার, ক্লাস বা উপস্থাপনার আগে আরও আত্মবিশ্বাসীভাবে প্রস্তুত হতে পারছেন।
অন্যদিকে, রাইজের সিভি-রাইজার ফিচার ব্যবহারকারীদের কয়েক মিনিটের মধ্যে সিভি তৈরিতে সাহায্য করছে। অ্যাভাটারাইজ ফিচার ব্যবহারকারীর ব্যক্তিত্ব ও স্টাইল অনুযায়ী ডিজিটাল অ্যাভাটার তৈরি করে দিচ্ছে। রাইজের এ সকল এআই টুলস একসাথে লক্ষাধিক ব্যবহারকারীকে নিজেদের প্রকাশে এবং অনলাইনে তাদের পেশাদার উপস্থিতি তৈরিতে ভূমিকা রাখছে।
তরুণদের দক্ষতার মানোন্নয়নেও ভূমিকা রাখছে রাইজ। রাইজ সামারাইজ, গ্রামারাইজ ও রিউরাইজের মত টুলসের মাধ্যমে পড়াশোনা ও লেখার কাজকে যেমন দ্রুত ও সহজ করছে, তেমনি শিক্ষার্থীদের সময় বাঁচিয়ে কাজের মান উন্নত করতে সহায়তা করছে।
বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “বাংলাদেশের তরুণেরা শুধু কানেক্টিভিটিই নয়, বরং এমন সুযোগ ও টুলের দাবিদার, যা তাদের বড় স্বপ্ন দেখতে, সাহসের সাথে এগিয়ে যেতে এবং বর্তমানের ডিজিটাল যুগে নিজেদের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে অনুপ্রাণিত করবে।” তিনি আরও বলেন, “রাইজের মাধ্যমে আমরা প্রযুক্তিগত সেবাদানের বাইরে গিয়ে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি, যার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা তরুণদের শেখা, সৃষ্টি ও আত্মবিশ্বাসের সাথে নিজেদের প্রকাশে সহায়তা করবে। রাইজ মূলত একটি প্রজন্মকে নতুন উচ্চতায় পোঁছাতে অনুপ্রাণিত করছে। কারণ, আমরা জানি, যখন তরুণরা উঠে দাঁড়ায়, তখন গোটা দেশ এগিয়ে যায়।”
রাইজের লক্ষ্য তরুণদের দৈনন্দিন জীবনে এআই প্রযুক্তিনির্ভর ফিচার যুক্ত করার মাধ্যমে তাদের সম্ভাবনা উন্মোচনে ভূমিকা রাখা। যে কারণে টেলিকো-নিরপেক্ষ ডিজিটাল অ্যাপ হিসেবে যাত্রা শুরু করে রাইজ এবং ব্যবহারকারীরা যেকোন নেটওয়ার্কেই অ্যাপটি ব্যবহার করতে পারবেন।
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর জনপ্রিয় ব্র্যান্ড ‘ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন’ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব উওমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ (ডব্লিউজিএস) ক্যাম্পাসে জ্ঞান চর্চা এবং সামাজিক পরিবর্তন নিয়ে আসতে যৌথভাবে কর্মসূচি গ্রহণ করেছে। মেনস্ট্রুয়াল হাইজিন সম্পর্কে সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে ফ্রেশ অনন্যা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করেছে। সেইসাথে ফ্রেশ অনন্যা এবং ডিপার্টমেন্ট অব উওমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ যৌথভাবে ক্যাম্পাসের প্রফেসর মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে ‘মেনস্ট্রুয়াল হাইজিন অ্যান্ড হেলথ অ্যাওয়েরনেস প্রোগ্রাম’ শীর্ষক একটি সেমিনার আয়োজন করে।
দেশের নারী উদ্যোক্তাদের উন্নয়নে গ্লোবাল অন্ট্রপ্রেনারশিপ নেটওয়ার্ক (জিইএন) বাংলাদেশ-এর সহযোগিতায় দুই দিনব্যাপী একটি মাস্টারক্লাস দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।
গেটস ফাউন্ডেশনের সহায়তায় আয়োজিত এই ‘উদ্যোগTARA গ্লোবাল এজ ২০২৫’ শীর্ষক মাস্টারক্লাসের লক্ষ্য ছিল দেশের নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক জ্ঞান, সক্ষমতা ও বৈশ্বিক পরিমণ্ডল সম্পর্কে জানাশোনা বৃদ্ধি করা, যাতে তাঁরা বাস্তবমুখী দক্ষতা অর্জনের মাধ্যমে টেকসই ব্যবসায় প্রতিষ্ঠা করতে পারেন।
২৯ ও ৩০ সেপ্টেম্বর ২০২৫ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই বিশেষ প্রশিক্ষণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৬৫ জন সম্ভাবনাময় নারী উদ্যোক্তা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিইএন বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক কে. এম. হাসান রিপন এবং ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কর্মকর্তারা এমন উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ ও আন্তঃদেশীয় সহায়তার ওপর গুরুত্বারোপ করেন।
এই মাস্টারক্লাস পরিচালনা করেন নেদারল্যান্ডসের প্রখ্যাত বিজনেস কোচ মিক ওয়ালভিশ। ব্যবসায়িক লক্ষ্যকে কীভাবে টেকসই উন্নয়নে রূপ দেওয়া যায়, সেই বিষয়ে তিনি অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের দিকনির্দেশনা দেন। ইন্টারেকটিভ সেশন ও বাস্তবমুখী অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তারা নেতৃত্ব, আর্থিক ব্যবস্থাপনা ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে জ্ঞানার্জন করেন, যা তাঁদের বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশে সফল হতে সহায়তা করবে। প্রশিক্ষণার্থীরা স্থানীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে মূল্যবান দিকনির্দেশনা, পরামর্শ ও ক্রস-লার্নিংয়ের সুযোগ পেয়েছেন। পাশাপাশি এই সেশনটি নারী উদ্যোক্তাদের শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।
নারী নেতৃত্বাধীন উদ্যোগকে প্রশিক্ষণ, অর্থায়ন ও কৌশলগত সহায়তা দিয়ে এগিয়ে নেওয়ার মাধ্যমে দেশে একটি অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও কার্যকর উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তুলতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।
ব্র্যাক ব্যাংক পিএলসি.:
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক পিএলসি. ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ১৯১টি শাখা, ৯৭টি উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস, ১,১২১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং দশ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। বিশ লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২৪ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।
ভারতের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী স্টক এক্সচেঞ্জগুলোর অন্যতম ‘কলকাতা স্টক এক্সচেঞ্জ’ (CSE) এক শতকেরও বেশি সময় পর আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম বন্ধের পথে। এক দশকের বেশি সময় ধরে চলা আইনি জটিলতা শেষে সোমবার সিএসই শেষ দীপাবলি ও কালীপূজা উদযাপনের করেছে।
ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
২০১৩ সালের এপ্রিল মাসে ভারতের নিয়ন্ত্রক সংস্থা সেবি (SEBI) সিএসই-র বিরুদ্ধে নিয়ম না মানার অভিযোগে শেয়ার লেনদেন স্থগিত করে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২৪ সালের ডিসেম্বরে সিএসই বোর্ড আদালত থেকে মামলা প্রত্যাহার করে স্বেচ্ছা প্রস্থান প্রক্রিয়া শুরু করে। চলতি বছরের ২৫ এপ্রিল শেয়ারহোল্ডারদের জরুরি সাধারণ সভায় প্রস্থান অনুমোদিত হয়।
চেয়ারম্যান দীপঙ্কর বোস জানান, ‘আমরা সেবির কাছে প্রস্থান অনুমোদনের জন্য আবেদন জমা দিয়েছি। বর্তমানে সম্পদের মূল্যায়ন চলছে।’
সেবি রাজবংশী অ্যান্ড অ্যাসোসিয়েটস নামের একটি সংস্থাকে সম্পদের মূল্যায়নের দায়িত্ব দিয়েছে। প্রক্রিয়া সম্পন্ন হলে সিএসই হোল্ডিং কোম্পানি হিসেবে কাজ চালাবে, এবং এর সহযোগী প্রতিষ্ঠান সিএসই ক্যাপিটাল মার্কেটস প্রাইভেট লিমিটেড (CCMPL) বিএসই ও এনএসইতে ব্রোকারেজ কার্যক্রম চালিয়ে যাবে।
১৯০৮ সালে যাত্রা শুরু করা সিএসই এক সময় বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রতিদ্বন্দ্বী ছিল। বিশেষত ছোট ও মাঝারি শিল্পের শেয়ার লেনদেনের ক্ষেত্রে এটি ছিল অন্যতম প্রাণকেন্দ্র। কিন্তু ১২০ কোটি টাকার কেতন পারেখ কেলেঙ্কারির পর বিনিয়োগকারীদের আস্থা ভেঙে পড়ে এবং এক্সচেঞ্জের অবনতি শুরু হয়।
স্টকব্রোকার সিদ্ধার্থ থিরানি স্মৃতিচারণা করে বলেন, ‘প্রতিদিন সকালে মা লক্ষ্মীর পূজা দিয়ে আমরা ট্রেডিং শুরু করতাম। ২০১৩ সালে সেবি লেনদেন স্থগিত করলে সব থেমে যায়। এবারের দীপাবলি যেন সেই ঐতিহ্যের শেষ প্রহর।’
সিএসই কর্তৃপক্ষ কর্মীদের জন্য স্বেচ্ছা অবসর ঘোষণা করে, যেখানে ২০ দশমিক ৯৫ কোটি রুপি এককালীন প্রদানের ব্যবস্থা করা হয় এবং বছরে প্রায় ১০ কোটি রুপি সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সমস্ত কর্মী এই প্রক্রিয়ায় অংশ নিলেও কিছুজনকে নিয়ন্ত্রক কার্যক্রমের জন্য চুক্তিভিত্তিক রাখা হয়েছে।
২০২৪–২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে চেয়ারম্যান বোস বলেন, ‘এসই ভারতের মূলধন বাজারে এক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’ বর্তমানে এখানে ১ হাজার ৭৪৯টি তালিকাভুক্ত কোম্পানি ও ৬৫০ জন নিবন্ধিত সদস্য রয়েছে।
সিএসইর তিন একর জমি সৃজন গ্রুপের কাছে ২৫৩ কোটি টাকায় বিক্রি করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে, যা সেবির অনুমোদনের পর কার্যকর হবে।
এই বছরের দীপাবলি সিএসইর জন্য শুধুই আলোর উৎসব নয়, বরং একটি যুগের অবসান ছিল। ৯০ দশকের জমজমাট ট্রেডিং ফ্লোরের স্মৃতিকে বিদায় জানাতে এবার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। আগামী সপ্তাহে এক্সচেঞ্জ চত্বরে আয়োজন করা হবে প্রতীকী পূজা ও বিদায় অনুষ্ঠান।
নির্মাণ, আবাসন, পানি ও বিদ্যুৎ খাতকে কেন্দ্র করে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী। এই প্রদর্শনী আগামী ১৩ থেকে ১৫ নভেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজন করা হয়েছে। এটি দেশের সবচেয়ে বৃহৎ শিল্প-বাণিজ্যিক প্রদর্শনী।
এবারের আয়োজনে থাকছে, ‘৩০তম বিল্ড সিরিজ অব এক্সিবিশন্স’, ‘২৭তম পাওয়ার সিরিজ অব এক্সিবিশন্স’ এবং ‘৭ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী’-২০২৫।
কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ)-এর আয়োজনে টানা ২৯ বছরের ধারাবাহিকতায় অনুষ্ঠেয় এই প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
সোমবার রাজধানীর সেমস বাংলাদেশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম, গ্রুপ সিইও এস. এস. সারওয়ার, নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং পরিচালক অভিষেক দাস।
আন্তর্জাতিক এই প্রদর্শনীতে ২০টিরও বেশি দেশের ২০০টিরও বেশি কোম্পানি অংশ নেবে। ৫০০ এরও বেশি বুথ ও আন্তর্জাতিক প্যাভিলিয়নসহ আয়োজিত এই মেলায় ৩৫ হাজারের বেশি ব্যবসায়ী ও দর্শনার্থীর উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ওয়ালটন, এসিআই, রহিম আফরোজ, ওমেরা ও এসএসজি তাদের সর্বশেষ প্রযুক্তি, পণ্য ও সেবা প্রদর্শন করবে।
এছাড়া একই সময়ে অনুষ্ঠেয় ২২তম সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো-২০২৫এর নলেজ পার্টনার হিসেবে থাকছে জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা জিআইজেড বাংলাদেশ। সেমস-গ্লোবাল ও জিআইজেড বাংলাদেশের যৌথ আয়োজনে ১৫ নভেম্বর আইসিসিবির ৫ নম্বর পুষ্পাঞ্জলি হলে হবে দিনব্যাপী সম্মেলন ‘শেপিং টুমরো’স এনার্জি ওয়ার্কফোর্স।
প্রদর্শনীর ভ্রমণ, কুরিয়ার ও কার্গো পার্টনার হিসেবে দায়িত্ব পালন করবে বেঙ্গল এয়ারলিফট লিমিটেড।
এছাড়া প্রদর্শনীর পাশাপাশি চারটি সেমিনারের আয়োজন করা হয়েছে, যেখানে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা নির্মাণ, আবাসন, জ্বালানি ও পানি খাতের বৈশ্বিক প্রবণতা, উদ্ভাবন ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করবেন।
এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের নির্মাণ, জ্বালানি ও পানি খাতের সঙ্গে আন্তর্জাতিক সংযোগ আরও জোরদার হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।
মন্তব্য