সর্বনিম্ন দর বা ফ্লোর প্রাইস তুলে দেয়ার পর পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬৬টি কোম্পানির বেশিরভাগের শেয়ারদর একদিনে যত কমা সম্ভব, কমেছে প্রায় ততটাই।
গত বছর করোনা সংক্রমণ ধরা পড়ার পর প্রতিটি শেয়ারের ফ্লোর প্রাইস ঠিক করে দেয়া হলেও করোনার দ্বিতীয় ঢেউয়ে লকডাউনের মধ্যে ৬৬টি কোম্পানির ফ্লোর প্রাইস তুলে দেয়া হয়।
বুধবার হঠাৎ করে এই সিদ্ধান্ত আসার পর সপ্তাহের শেষ কার্যদিবসে কী হয় তা নিয়ে শেয়ারধারীদের মধ্যে উদ্বেগ ছিল।
যে ভীতি ছিল, সেটাই সত্য হয়েছে। সকাল ১০টায় লেনদেনের শুরুতেই এসব কোম্পানির শেয়ারদর সর্বোচ্চ পরিমাণে কমে যায়।
আর এই বিষয়টি লকডাউন চলাকালে বাজারে নতুন করে আতঙ্ক তৈরি করল। লকডাউনের আগের দিন প্রায় দুইশ পয়েন্ট সূচক কমে গেলেও লকডাউনের তিন দিনে এর চেয়ে বেশি সূচক বৃদ্ধিতে যে নতুন আশার সঞ্চার হয়েছিল, সেটি কার্যত ভেস্তে গেছে। নতুন করে আতঙ্ক তৈরির পর এক দিনে সূচক পড়ল ৮২ পয়েন্ট।
পুঁজিবাজারে প্রতিটি শেয়ারের দর একদিনে সর্বোচ্চ কত পরিমাণ বাড়তে বা কমতে পারে, তাকে বলা হয় সার্কিট ব্রেকার। ১০০ টাকার নিচে দাম যেগুলোর, সেগুলো সর্বোচ্চ ১০ শতাংশ বাড়তে বা কমতে পারে। তবে প্রতিটির দাম সর্বনিম্ন ১০ পয়সা হিসাবে বাড়ে বা কমে। একে বলে ড্রিপ। এই ড্রিপের হিসাবের পয়েন্টের হিসাবে কিছুটা কম কমতে পারে।
সাফকো স্পিনিং মিলের ফ্লোর প্রাইস ছিল ১১ টাকা ২০ টাকা। এক টাকা ১০ পয়সা দর হারিয়ে লেনদেন হয়েছে ১০ টাকা ১০ পয়সায়।
‘বি‘ ক্যাটাগরির সোনারগাঁও টেক্সটাইলের ফ্লোর প্রাইস ছিল ২৪ টাকা ৫০ পয়সা। সর্বোচ্চ দুই টাকা ৪০ পয়সা কমে দর দাঁড়িয়েছে ২২ টাকা ১০ পয়সা।
ফ্লোর প্রাইস উঠে যাওয়ার পর এম এল ডাইংলে শেয়ার প্রতি দর কমেছে ১০ শতাংশ। কোম্পানিটির ফ্লোর প্রাইস ছিল ৫০ টাকা। সেখানে থেকে দর কমে দাঁড়িয়েছে ৪৫ টাকায়।
এএফসি এ্যাগ্রোর ফ্লোর প্রাইস নির্ধারন করা হয়েছিল ১৭ টাকা। এক টাকা ৭০ পয়সা দাম কমে এখন দর দাঁড়িয়েছে ১৫ টাকা ৩০ পয়সা।
সেন্ট্রাল ফার্মার সর্বনিম্ম দর নির্ধারণ করা হয়েছিল ১২ টাকা। ১০ শতাংশ কমে দর দাঁড়িয়েছে ১০ টাকা ৮০ পয়সা।
নাহি অ্যালোমিনিয়ামের ফ্লোর প্রাইস ছিল ৪৭ টাকা ১০ পয়সা। সেখান থেকে ৯ দশমিক ৯৭ শতাংশ দর কমেছে হয়েছে ৪২ টাকা ৪০ পয়সা।
মিউচ্যুয়াল ট্রান্ট ব্যাংকের ফ্লোর প্রাইস ছিল ২৪ টাকা ১০ পয়সা। ২ টাকা ৪০ পয়সা কমে দাম হয়েছে ২১ টাকা ৭০ পয়সা।
আলিফ ইন্ডাস্ট্রির শেয়ার প্রতি দর কমেছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটির ফ্লোর প্রাইস ছিল ২৬ টাকা ২০ পয়সা। সেখান থেকে দর কমে হয়েছৈ ২৩ টাকা ৬০ পয়সা।
ইয়াকিন পলিমার শেয়ার প্রতি দর কমেছে ৯ দশমিক ৯১ শতাংশ। ১১ টাকা ১০ পয়সা ফ্লোর প্রাইস থেকে দর কমে দাঁড়িয়েছে ১০ টাকা।
ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের শেয়ার প্রতি দর কমেছে ৯ দশমিক ৮৭ শতাংশ। কোম্পানিটির ফ্লোর প্রাইস ৩৯ টাকা ৫০ পয়সা থেকে কমে দাঁড়িয়েছে ৩৫ টাকা ৬০ পয়সায়।
সিলভো ফার্মা, কাট্টালী টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, জাহিন স্পিনিং, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সসহ সবকটি কয়েকটির দর অপরিবর্তিত থাকলেও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।
কী ছিল নির্দেশনায়
বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি নিয়মিত কমিশন সভায় সিদ্ধান্ত হয় ৬৬ কোম্পানির ক্ষেত্রে কোনো ফ্লোর প্রাইস বা শেয়ারের সর্বনিম্ম কোনো দর থাকবে না।
এর ব্যাখ্যা হিসাবে বলা হয়, পুঁজিবাজারের প্রায় ১১০টি কোম্পানি সেগুলোর শেয়ার লেনদেন হচ্ছে না। এসব কোম্পানিতে যারা বিনিয়োগ করেছেন তারা শেয়ার বিক্রি করতে পারছেন না। সর্বনিম্ম দরে এসব কোম্পানির শেয়ার কেউ কিনতে আগ্রহী নন।
কোম্পানিগুলোকে লেনদেনে নিয়ে আসতে ফ্লোর প্রাইস বাতিল করার কথা জানানো হয়।
কেন কমল
ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক প্রধান গবেষণা কর্মকর্তা দেবব্রত কুমার সরকার নিউজবাংলাকে বলেন, ‘অনেক কোম্পানি আছে সেগুলোর ফান্ডমেন্টাল বিবেচনায় ফ্লোর প্রাইস বেশি নির্ধারিত হয়েছিল, সেগুলোর প্রতি আস্থা হয়ত কমবে।’
যখন ফ্লোর প্রাইস দেয়া হয় তখন কোম্পানির মৌলভিত্তি, ভবিষ্যত, আয় কত তা বিবেচনা না করে কেবল ২০২০ সালের ২২ মার্চের আগের পাঁচ দিনের পাঁচ দিনের গড় দাম হিসাব করা হয়।
পুঁজিবাজারে প্রায়ই বিভিন্ন লোকসানি কোম্পানি নিয়েও কারসাজি হয়।
এ কারণে বহু লোকসানি কোম্পানির ফ্লোর প্রাইস ভালো ও মৌলভিত্তি কোম্পানির ফ্লোর প্রাইসের চেয়ে বেশি হয়ে যায়।
যেমন গত এক যুগে প্রতি বছর কমপক্ষে ১০ শতাংশ লভ্যাংশ দেয়া ন্যাশনাল ব্যাংকের ফ্লোর প্রাইস ঠিক হয় ৬ টাকা ৮০ পয়সা। কিন্তু লোকসানের কাজলে ডুবতে থাকা রেনউইক যগেশ্বরের ফ্লোর প্রাইস নির্ধারিত হয়েছে ৯০০ টাকা।
দেবব্রত কুমার বলেন, ‘বর্তমান পরিস্থিতির কারণে মূলত বিনিয়োগকারীরা এসব কোম্পানির শেয়ারের প্রতি আগ্রহী হননি। তবে সবকটি কোম্পানির শেয়ার দর কমেছে বলে যে আর বাড়বে না সেটা ভাবারও কোনো কারণ নেই।’
বিএসইসির নির্দেশনা উপেক্ষিত ডিএসইতে
ফ্লোর প্রাইস দেয়ার পর বিভিন্ন কোম্পানি রাইট ও বোনাস শেয়ার দেয়া হলেও ফ্লোর প্রাইস সমন্বয় করা হয়নি।
তবে গত ফেব্রুয়ারিতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি একটি শেয়ারে দুটি বোনাস শেয়ার ঘোষণার পর বিএসইসি ঘোষণা দেয় ফ্লোর প্রাইস সমন্বয়ের।
সিদ্ধান্ত হয়, রেকর্ড ডেটে যে শেয়ারমূল্য থাকবে, সেটার সঙ্গে বোনাস ও রাইটের সমন্বয় হবে।
এই কোম্পানিটির রেকর্ড ডেটে দাম ছিল এক হাজার ৫৫৪ টাকা। সেই হিসাবে নতুন ফ্লোর প্রাইস ঠিক হয় ৫১৮ টাকা। কোম্পানিটি শেয়ার প্রতি ৩০ টাকা চূড়ান্ত লভ্যাংশও দিয়েছে। কিন্তু সেটি নতুন ফ্লোর প্রাইস নির্ধারণের ক্ষেত্রে বিবেচনায় আনা হয়নি।
কিন্তু শাহজালাল ব্যাংকের ক্ষেত্রে এই নিয়ম মানা হয়নি। কোম্পানিটি যে ৫ শতাংশ বোনাস শেয়ার দিয়েছে, সেটার পাশাপাশি শেয়ার প্রতি যে ৭০ পয়সা নগদ লভ্যাংশ দিয়েছে, সেটিও হিসাব করা হয়েছে নতুন ফ্লোর প্রাইস নির্ধারণের ক্ষেত্রে।
মার্কেন্টাইলে ব্যাংকের ক্ষেত্রে ঘটেছে আরও বিস্ময়কর ঘটনা। নির্দেশনা অনুযায়ী নতুন ফ্লোর প্রাইস নির্ধারণই করা হয়নি।
নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নির্দেশনার কথা জেনে যারা দুটি ব্যাংকের শেয়ার কিনেছেন, তারা ক্ষতির মুখে পড়েছেন। আর এ বিষয়ে বিএসইসির নিরবতা নিয়েও প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন:রাজশাহী নগরীর কাদিরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে আটক ‘ডক্টর ইংলিশ’ কোচিং সেন্টারের মালিক মুনতাসির আলম অনিন্দ্য ও তার দুই সহযোগীর বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলা করেছে পুলিশ। রাতে বোয়ালিয়া থানা পুলিশের এসআই রেজাউল করিম বাদী হয়ে অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজীউর রহমান জানান, এ মামলায় গ্রেপ্তার প্রত্যেকের সাতদিনের রিমান্ড আবেদন প্রস্তুত করছে পুলিশ। রিমান্ড আবেদন প্রস্তুতের পর তাদের আদালতে হাজির করা হবে।
শনিবার রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় ‘ডক্টর ইংলিশ’ কোচিং সেন্টার থেকে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকসহ কোচিং সেন্টারের মালিক মুনতাসির আলম অনিন্দ্য, তার দুই সহযোগী মো. রবিন ও মো. ফয়সালকে আটক করে যৌথবাহিনী। বিকেলে তাদের নগরীর বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়। তারপর থেকে তারা পুলিশ হেফাজতে রয়েছেন।
অনিন্দ্য ঢাকার হলি আর্টিজানে জঙ্গি হামলা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন। এ মামলায় ২০১৬ সালে গ্রেপ্তার হয়ে এক বছর কারাবন্দী ছিলেন তিনি।
রূপগঞ্জে গোখাদ্যের সঙ্কট দেখা দিয়েছে। আবাসন চাহিদা পুরনের জন্য কৃষি জমিতে বিভিন্ন হাউজিং কোম্পানীর বালি ভরাটের কারনে এ সঙ্কট দেখা দিয়েছ্। গৃহপালিত পশু পালনে কৃষকদের এখন ভরসা নেপিয়ার জাতের ঘাস। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে গোখাদ্যর সংকটের বিষয়টি কৃষকদের ভাবিয়ে তুলেছে। গোখাদ্য সংকটে অনেকই কম দামে পশুগুলোকে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
উপজেলার কাঞ্চন, ভোলাব,দাউদপুর, মুড়াপাড়া, মাঝিনা নদীর পাড়, দেইলপাড়া, নদ্দাসহ অর্ধ শতাধিক গ্রামে এখন নেপিয়ার ঘাস চাষ হচ্ছে। বেসরকারি দুগ্ধ খামারিরা তাদের বাড়িতে খরচ কমানোর জন্য নেপিয়ার ঘাস চাষের দিকে ঝুকছে। আঁশযুক্ত,পুষ্টিকর, সুস্বাদু খাদ্য হিসেবে চাহিদা ব্যাপক। একবার কেটে নিলে ঘাস মরে যায়না বরং কাটা অংশ থেকে পুনরায় কুঁড়ি জন্মে আবার তা পূর্নাঙ্গ ঘাসে পরিণত হয়।
সরজমিন ঘুরে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে গোখাদ্য সংকট এবং নেপিয়ার জাতের ঘাসে কৃষকের ভরসার বিষয়টি ফুটে উঠেছে। বারৈ গ্রামের কদম আলী বলেন, ‘আমরা গরিব মানুষ, অন্যের জমি চাষ করি। বাড়তি আয়ের জন্যে গরু-ছাগল পালি। কৃষক টিপু হায়দার বলেন, গরুর খাদ্য সমস্যার জন্যে আমাদের গরু কম দামে বিক্রি করে দিছি। নেপিয়ার জাতীয় ঘাস দ্রুত বর্ধনশীল, ২০ থেকে ২৫ দিনের মধ্যেই কেটে নেয়া ঘাসগুলো বড় হয়ে যায়।
উপজেলা পশু পালন কর্মকর্তা ডা. সজল কুমার দাস গোখাদ্যের সংকটের কথা স্বীকার করে জানান, বর্তমানে পশু খাদ্যের আরেক নাম নেপিয়ার ঘাস। দ্রুত বর্ধনশীল, উৎপাদন খরচ কম ও লাভজনক হওয়ায় এলাকার চাষিরা দিনদিন নেপিয়ার জাতীয় ঘাস চাষে ঝুঁকছেন। এতে কৃষকরা যেমন আর্থিকভাবে লাভবান হচ্ছেন অপরদিকে গোখাদ্য সংকট নিরসনেও ভূমিকা রাখছেন। প্রতি মাসে খামারিদেরকে বিনামূল্যে নেপিয়ার ঘাসের বীজ কাটিং দেয়া হয়। নেপিয়ার ঘাস ১০/১২ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। চাষের পদ্ধতিও সহজ।
কক্সবাজারে সরকারি সফরে এসে অসুস্থ হয়ে জরুরিভাবে ঢাকায় ফেরা সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা।
শনিবার দিবাগত রাত ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
তিশা লিখেছেন, “মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত কাজের প্রেশারের কারণে তিনি (উপদেষ্টা) অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত তিনি আশঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।”
এর আগে শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে চারদিনের সফরে কক্সবাজারে আসেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। পরদিন শনিবার (১৬ আগস্ট) রাতে অসুস্থতা অনুভব করলে সফর মুলতবি করে জরুরিভাবে এয়ার অ্যাম্বুলেন্সে করে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয় তাকে।
কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব বলেন, ‘কক্সবাজারে সংস্কৃতি হাব-বিষয়ক এবং জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন সংক্রান্ত কয়েকটি কর্মসূচিতে উপদেষ্টার উপস্থিত থাকার কথা ছিল। অবশিষ্ট কর্মসূচিগুলো বাতিল করা হয়েছে।’
সিভিল সার্জনের নেতৃত্বে কক্সবাজারে থাকাকালীন স্থানীয় চিকিৎসকরা উপদেষ্টাকে প্রাথমিক চিকিৎসা দেন বলে জানান তিনি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ জানিয়েছেন, এই বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর প্রায় দশ লাখ গ্র্যাজুয়েট বের হচ্ছে। এর ৪০ ভাগ কোনো না কোনো কাজে যুক্ত হতে পারছে, ২০ ভাগ স্ব-উদ্ভাবিত কর্মসংস্থান করেছে। আর অবশিষ্ট ৪০ ভাগ বেকার থাকছে।
গতকাল শনিবার এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ (ইআরআই) আয়োজিত ‘বাংলাদেশে চাহিদাভিত্তিক শিক্ষা: সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক সেমিনারে তিনি এই তথ্য দেন।
সেমিনারে সভাপতিত্ব করেন এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভের (ইআরআই) চেয়ারম্যান ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাব, ডেমোনেস্ট্রেটর, শিক্ষক, অধ্যক্ষ সবই থাকা সত্ত্বেও ল্যাব প্রাকটিক্যাল হচ্ছে না। এটা শুধু নৈতিক অবক্ষয়ের অবনমন। এর উত্তরণ ঘটাতে হবে।
ড. এ এস এম আমানুল্লাহ বলেন, বিদেশে অদক্ষ শ্রমিক প্রেরণ নিরুৎসাহিত করতে হবে, তাদের দক্ষ শ্রমিক করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জাতীয় সেরা শিক্ষক সম্মাননা ব্যক্তিগত যোগাযোগ রক্ষাকারীকে না দিয়ে প্রকৃতই সেরা শিক্ষককে দেওয়ার সুপারিশ করেন উপাচার্য।
ড. এ এস এম আমানুল্লাহ চাহিদাভিত্তিক শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, আধুনিক শিক্ষা কমিশন গঠন এখন সময়ের দাবি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বিগত ৫২ বছরে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রের কোনো গুণগত উন্নতি হয়নি। আমরা বাংলাদেশে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় তৈরি করতেও ব্যর্থ হয়েছি।
ভিসি বলেন, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ বেশ কয়েকটি দেশের অবস্থা এক সময় বাংলাদেশের মতোই ছিল। কিন্তু আজ সেই দেশগুলোর মাথাপিছু আয় বহুগুণে বেড়েছে। আর এর জন্য চাহিদাভিত্তিক শিক্ষার একটি বড় অবদান রয়েছে। চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় শিক্ষার্থীদের গড়ে তোলার জন্য সিলেবাস পরিবর্তনের কাজ হাতে নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
এদিকে একই অনুষ্ঠানে জানানো হয়, দেশে ডিগ্রি পাস শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর ১১ শতাংশ। এর মধ্যে প্রায় অর্ধেক, অর্থাৎ ৪ দশমিক ৫ শতাংশ বেকার।
মূল প্রবন্ধ উপস্থাপনকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, গুণগত শিক্ষার অভাবই শিক্ষার সবচেয়ে বড় সমস্যা। প্রতি বছর এসএসসিতে ২.৫ লাখ শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও বাস্তব শিক্ষার উন্নতি হচ্ছে না। প্রায় ১০ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়, কিন্তু যারা জিপিএ-৫ পায় না, তারা কোথায় যাচ্ছে—এমন প্রশ্ন রাখেন তিনি।
প্রবন্ধে বলা হয়, দেশে ডিগ্রি পাস শিক্ষার্থীর সংখ্যা ১১ শতাংশ। এর মধ্যে ৪.৫ শতাংশ বেকার। তাই জব মার্কেটের চাহিদা অনুযায়ী নতুন প্রজন্মকে শিক্ষিত করতে হবে।
ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, বাংলাদেশের প্রকৌশলীরা পদ্মা সেতু, মেট্রোরেল ও রূপপুর পারমাণবিক প্রকল্পে সহায়ক ভূমিকা রাখলেও মূল দায়িত্ব পালন করেছে চীন, রাশিয়া ও জাপানের প্রকৌশলীরা। অথচ স্থানীয় প্রকৌশলীরা দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছে। মূল সমস্যা হলো চাহিদাভিত্তিক শিক্ষার অভাব।
নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় ২৮ কেজি ওজনের একটি কোরাল মাছ। গতকাল শনিবার সকালে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের নামার বাজারে নিলামে ৪১ হাজার ৫৫০ টাকায় বিক্রি হয় মাছটি।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডের জেলে মো. রাশেদ গত শুক্রবার রাতে মেঘনায় জাল ফেলেন। ভোরের দিকে তিনি লক্ষ্য করেন, জালে একটি বিশাল আকৃতির মাছ ধরা পড়েছে। জাল তুলে আনতেই দেখা যায়, একটি বিশাল কোরাল মাছ। বিশাল এই মাছ দেখে রাশেদ ও তার সঙ্গী জেলেরা বিস্মিত হয়ে পড়েন। পরে মাছটি সকালেই বাজারে নিয়ে যান।
মাছটি দেখতে বাজারে সাধারণ মানুষের ভিড় জমে যায়। বাজারের আড়তজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। অনেকে ছবি তুলতে ও ভিডিও করতে ভিড় করেন। পরে ইব্রাহিম মৎস্য আড়তে নিলামের আয়োজন করা হয়। সেখানে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে মোট ৪১ হাজার ৫৫০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় বিএনপি নেতা ও ব্যবসায়ী মো. ইব্রাহিম।
ইব্রাহিম মৎস্য আড়তের ম্যানেজার মো. সোহেল বলেন, রাশেদ জীবনে এই প্রথম এত বড় আকারের কোরাল মাছ ধরতে পেরেছেন। এর ওজন ছিল ২৭ কেজি ৭০০ গ্রাম। আমাদের আড়তে মাঝেমধ্যে ১৫ থেকে ২০ কেজির কোরাল আসে, কিন্তু এ বছর এত বড় কোরাল প্রথম ধরা পড়ল।
ক্রেতা মো. ইব্রাহিম বলেন, আমরা খুব কম সময় এত বড় কোরাল মাছ পাই। সচরাচর ছোট কোরাল বাজারে আসে, তবে বড় মাছের চাহিদা সবসময়ই বেশি থাকে। আশা করছি, কোরালটি ভালো দামে বিক্রি করতে পারব।
স্থানীয় বাসিন্দারা জানান, মেঘনা নদীতে মাঝে মাঝে বড় কোরাল ধরা পড়ে। তবে ২৫ কেজির ওপরে কোরাল সাধারণত খুব কম ধরা পড়ে। তাই এ ধরনের মাছ জালে উঠলেই বাজারে উৎসবের আমেজ তৈরি হয়।
জেলে রাশেদ বলেন, এত বড় কোরাল মাছ জীবনে কখনো ধরিনি। আল্লাহর রহমতে জালে এমন মাছ পেয়েছি। বিক্রি করে ভালো দামও পেয়েছি। এতে পরিবারে অনেকটা স্বস্তি আসবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের একটি নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে। এতে দিতে হবে ১৪ ধরনের তথ্য।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য নতুন নীতিমালা জারি করা হয়েছে। এখন থেকেই বিদেশিরা আবেদন করতে পারবেন। ইতোমধ্যে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন।
কর্মকর্তারা বলেন, নীতিমালা অনুযায়ী নির্বাচন কমিশন নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। এতে ১৪ ধরনের তথ্য দিতে হবে।
আবেদনকারীর অবশ্যই নিজের নাম, জন্ম তারিখ, সংস্থা বা দেশের নাম, পেশা, অভিজ্ঞতা থাকলে দেশ ও বিদেশের অভিজ্ঞতা, পাসপোর্ট নম্বর, পাসপোর্টের মেয়াদ, জাতীয়তা, বাংলাদেশে অবস্থানকালীন ঠিকানা, ইমেইল, ফোন নম্বর, আবেদন তারিখ ও স্বাক্ষর দিতে হবে।
এছাড়া আবেদনের সঙ্গে সদ্য তোলা একটি ছবি, মেয়াদ থাকা পাসপোর্টের কপি ও সিভি সংযুক্ত করতে হবে।
এরই মধ্যে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা আনফ্রেল ও ইউরোপীয় ইউনিয়ন ভোট পর্যবেক্ষণের আগ্রহ প্রকাশ করেছে।
এবারের নীতিমালায় বিদেশিদের অনুমতিদানে পুরো ক্ষমতা নির্বাচন কমিশনের নিজের কাছে রাখা হয়েছে। আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর ব্যবস্থা নেওয়া হতো। নতুন নীতিমালা অনুযায়ী, ইসির সুপারিশের ভিত্তিতে ভিসা ব্যবস্থা করবে মন্ত্রণালয়।
আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
হজ কার্যক্রমে অংশগ্রহণের অনুমতি পাওয়া ৩৩টি ব্যাংকের তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এসব ব্যাংক হজযাত্রীদের প্রাক-নিবন্ধন ও নিবন্ধন ফির অর্থ সংগ্রহ করতে পারবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে এ সংক্রান্ত তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. রফিকুল ইসলাম।
যেসব ব্যাংক আগামী হজ কার্যক্রমে অংশগ্রহণের অনুমতি পেয়েছে– সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আইসিবি ইসলামিক ব্যাংক, পূবালী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি ব্যাংক, ওয়ান ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, দি সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়া, মার্কেন্টাইল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, যমুনা ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক প্রিমিয়ার ব্যাংক ও শাহাজালাল ইসলামী ব্যাংক।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে ব্যাংকগুলোকে সোনালী ব্যাংকের সঙ্গে চুক্তি করতে হবে। প্রাক-নিবন্ধনের অর্থ প্রতি ৩০ দিবসের মধ্যে সোনালী ব্যাংকের নির্ধারিত হিসাবে স্থানান্তর করতে হবে। হজযাত্রীর বিপরীতে কোনো হজ এজেন্সিকে ঋণ দেওয়া যাবে না। হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বা নিবন্ধনের অর্থ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে জমা থাকবে। এ অর্থ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত নির্ধারিত খাত ছাড়া অন্য খাতে ব্যবহার বা স্থানান্তর করা যাবে না। ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা ২০২২ (সংশোধিত)’ যথাযথভাবে অনুসরণ করতে হবে।
মন্তব্য