এক মাসের কম সময়ে আবার হাজার কোটি টাকা লেনদেন দেখল পুঁজিবাজার বিনিয়োগকারীরা। চলতি সপ্তাহের শুরু থেকে সোমবার পর্যন্ত পুঁজিবাজারের টানা সূচক বেড়েছে। তবে লেনদেনে স্থিতাবস্থা ছিল সাতশ থেকে আটশ কোটি টাকায়।
মঙ্গলবার সেই সে ধারা ভেঙে হাজার কোটি টাকা লেনদেন সামনে আসলো বিনিয়োগকারীদের।
বাজার বিশ্লেষকরা বলছেন, সপ্তাহের ব্যবধানে অনেক কোম্পানির শেয়ার দর তলানিতে নেমে এসেছিল। একই সঙ্গে লেনদেনের শীর্ষে থাকা অনেক কোম্পানির শেয়ার দর কমে আসায় এখন আবার নতুন করে সেগুলোতে বিনিয়োগ হচ্ছে। ফলে বাড়ছে লেনদেন।
চলতি সপ্তাহের শুরুতে লেনদেনে গতি হারিয়ে ফেলে বেক্সিমকো লিমিটেড ও রবি আজিয়াটা। মঙ্গলবার আবারও এ দুই কোম্পানিগুলো স্বপদে ফিরে আসে।
একই সঙ্গে দামি শেয়ারের দাপট মঙ্গলবারও অব্যাহত ছিল। সদ্য লেনদেন শুরু হওয়া লুব রেফ (বাংলাদেশ) লিমিটেডের শেয়ার দরও আগের নতুন কোম্পানিগুলোর মতো দিনের সর্বোচ্চ বেড়েছে।
লেনদেন
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ১ হাজার ৪৩ কোটি টাকা। এর আগে ১৫ ফেব্রুয়ারি লেনদেন হয়েছিল ১ হাজার ৮২ কোটি টাকা।
লেনদেনে হঠাৎ এমন গতি নতুন করে আস্থায় ফিরেছে বিনিয়োগকারীরা। সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারের ইস্যু ব্যবস্থাপকদের নিয়ে আয়োজিত এক সেমিনারে কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ কড়া ভাষা জেড ক্যাটাগরিতে থাকা কোম্পানিগুলোকে সতর্ক করেন। বলেন, জেড ক্যাটাগরিতে পড়ে থেকে ফায়দা লোটার দিন নেই।
যে কোম্পানি পুঁজিবাজার তালিকাভুক্ত হবে সে কোম্পানিকে অবশ্যই সকল আইন কানুন মেনে পুঁজিবাজারে থাকতে হবে।
সেমিনারে মার্চেন্ট ব্যাংকের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট ছাইদুর রহমানও পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগসহ ইস্যু ব্যবস্থাপকদের আরও দায়িত্বশীল হয়ে কার্যক্রম চালানোর পরমার্শ দেন।
এছাড়া ডিসেম্বর অর্থ বছর শেষ হওয়া কোম্পানিগুলো এখন লভ্যাংশ ঘোষণা করবে। ফলে পুঁজিবাজারের প্রতি এ সময়টিতে বেশি আগ্রহ থাকে বিনিয়োগাকরীদের।
বাজারে গুজবও আছে এ বছর ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানিগুলো করোনা সময় ব্যয় কম হওয়ায় তাদের আয় বেশি হবে। তাই লভ্যাংশও বেশি পাওয়া যাবে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশ ব্যাংক লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে সীমা বেধে দিলেও বর্তমানে ব্যাংকের শেয়ারের যে দর আছে তাতে সর্বোচ্চ ১৫ শতাংশ নগদ আর ১৫ শতাংশ বোনাসেও ভালো রিটার্ন পাবে বিনিয়োগকারীরা এমন মন্তব্যও করেছেন বাজার বিশ্লেষকরা।
পুঁজিবাজার বিশ্লেষক আবু আহমেদ নিউজবাংলাকে বলেন, লেনদেন হঠাৎ বাড়ার পেছনে কারণ হচ্ছে এখন আর্থিক প্রতিষ্ঠানগুলো লভ্যাংশ দেবে। বিমা কোম্পানিগুলোও লভ্যাংশ দেবার দ্বার প্রান্তে। এর কারণেই মূলত বিনিয়োগকারীরা এখন নতুন বিনিয়োগে আগ্রহী হয়েছেন।
তিনি বলেন, দীর্ঘ দিন ধরে লেনদেন কম হওয়ায় অনেক কোম্পানির শেয়ার দর কমেছিল। এখন সেগুলোতেও নতুন বিনিয়োগ উপযোগী হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে সবশেষ লেনদেনের চিত্র।
লেনদেনের ২১ শতাংশ বেক্সিমকো রবির
সপ্তাহের শুরুতে গতি হারিয়ে ফেলা বেক্সিমকো লিমিটেড ও রবি আজিয়াটা মঙ্গলবার আবারও উঠে এসেছে লেনদেনের শীর্ষ তালিকায়। এদিন বেক্সিমকো লিমিটেডের ১ কোটি ৬৮ লাখ ৮২ হাজার ৪২৭টি শেয়ার লেনদেন হয়েছে ১৪২ কোটি ৭২ লাখ টাকায়।
এছাড়া রবি আজিয়াটার ২ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার ৭২৩টি শেয়ার লেনদেন হয়েছে ১২৯ কোটি ৬ লাখ টাকায়। মঙ্গলবার মোট লেনদেনে এই দুই কোম্পানির অংশগ্রহণ ছিল ২১ শতাংশ।
বেতার তরঙ্গ নিলামে গ্রামীণফোন (জিপি) ও রবি আজিয়াটার হাড্ডাহাড্ডি লড়াই শেষে সফল হয়েছে গ্রামীণফোন। ২১০০ মেগাহার্টজ ব্যান্ডে শেষ নয় নম্বর ব্লকে ৫ মেগাহার্টজ বেতার তরঙ্গ প্রতি মেগাহার্টজ ৪৬ দশমিক ৭৫ মিলিয়ন ডলারে কিনে নিয়েছে গ্রামীণফোন। নিলামে রবি পিছিয়ে থাকলেও পুঁজিবাজারে গ্রামীণফোন ও রবির লড়াই এখনও চলছে।
বলা হচ্ছে, গ্রামীণফোনের শেয়ার প্রতি দরের কাছাকাছি যাবে রবি। এ নিয়ে ফেইসবুকভিত্তিক পুঁজিবাজার গ্রুপে প্রায়শ উঠে আসে বিভিন্ন পোস্ট।
মঙ্গলবার রবির শেয়ার প্রতি ২ টাকা ৪০ পয়সা বেড়ে হয়েছে ৫২ টাকা ৪০ পয়সা। আগের দিন যা ছিল ৫০ টাকা। তবে এদিন গ্রামীণফোনের শেয়ার দর কমেছে ২ টাকা ৯০ পয়সা। লেনদেন হয়েছে ৩৪৯ টাকায়।
গত তিন চার মাসে বেক্সিমকো লিমিটেডের পিপিই পার্ক স্থাপন, সুকুক বন্ড ছেড়ে তিন হাজার কোটি টাকা উত্তলনের নানা খবরে এগিয়ে ছিল কোম্পানিটি। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর ১৩ টাকা থেকে বেড়ে ৯০ টাকা ওপরে উঠে। তারপর কিছুটা কমে ৮০ টাকা নামে। মঙ্গলবার আবার ৮০ টাকা থেকে বাড়তে শুরু করে বর্তমানে লেনদেন হচ্ছে ৮৪ টাকা ৪০ পয়সায়।
দামি শেয়ারের দাপট অব্যাহত
চলতি সপ্তাহের শুরু থেকে পুঁজিবাজারে দামি শেয়ারের যে দাপট শুরু হয়েছিল তা মঙ্গলবারও অব্যাহত ছিল। বেড়েছে পুঁজিবাজারে হাজার টাকার ওপর অবহিত মূল্যের শেয়ারের।
মঙ্গলবার রেকিডবেনকিউজারের শেয়ার প্রতি ৪৩ টাকা ৭০ পয়সা বেড়ে লেনদেন হয়েছে ৪ হাজার ৭১১ টাকায়। ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেডের শেয়ার প্রতি ৪৬ টাকা ১০ পয়সা বেড়ে লেনদেন হয়েছে ২ হাজার ৮৯২ টাকায়। বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেডের প্রতিটি শেয়ারের দর মঙ্গলবার বেড়েছে ১০৬ টাকা ৮০ পয়সা। দিন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১ হাজার ৮১৬ টাকায়।
দর বেড়েছে ১ হাজার ৩৪৭ টাকায় লেনদেন হওয়া লিন্ডে বিডির। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রির প্রতিটি শেয়ার দর ৩৭ টাকা বেড়ে লেনদেন হয়েছে ১ হাজার ২৭৫ টাকায়।
কেন বাড়ছে দামি শেয়ারের দর এমন উত্তরে আবু আহমেদ বলেন, ‘বহুজাতিক কোম্পানিগুলো প্রতি বছরই বিনিয়াগকারীদের ভালো লভ্যাংশ দিয়ে থাকে। এতে এসব কোম্পানির প্রতি আস্থা তৈরি হয়েছে বিনিয়োগকারীদের। এছাড়া দর কিছুটা কম থাকায় এসব কোম্পানির প্রতি আগ্রহও তৈরি হয়েছে।’
সূচক ও লেনদেন
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১২ দশমিক ৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৯১ পয়েন্টে। শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস সূচক দশমিক ৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬৬ পয়েন্ট। বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ২ দশমিক ৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৬৫ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৪৩ কোটি টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৭২১ কোটি টাকা। এতে একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ৩২২ কোটি টাকা।
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ২৪৪টির ও পাল্টায়নি ১২১টির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএএসপিআই ৬ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৬৮ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ৯৬টির, ও দর পাল্টায়নি ৬৩টির। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ৫০ কোটি টাকা।
আগ্রহ ও অনাগ্রহের কোম্পানি
মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে ছিল লুব রেফ (বাংলাদেশ) লিমিটেড। লেনদেনের শুরুর দিনে কোম্পানিটির মাত্র ৫টি শেয়ার লেনদেন হয়েছে। ২৭ টাকায় লেনদেন শুরু হওয়া এই কোম্পানির দিনের সর্বোচ্চ দর ৪০ টাকা ৫০ পয়সায় উঠেছে।
এছাড়া দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে ছিল রহিমাফুড, যার শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৪৯ শতাংশ। বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৬ দশমিক ২৪ শতাংশ।
এছাড়া এ তালিকায় ছিল জিকিউ বলপেন, যার শেয়ার দর বেড়েছে ৬ দশমিক ০২ শতাংশ, পেনিন সুলার চট্টগ্রাম লিমিটেড শেয়ার দর বেড়েছে ৫ দশমিক ১১ শতাংশ।
লাফার্জ হোলসিম, রবি, গোল্ডেনসন ও শাইনপুকুর ছিল দর বৃদ্ধির পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায়।
লভ্যাংশ ঘোষণার কারণে সোমবার গ্রিন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ ছিল। মঙ্গলবার লেনদেন শুরু হওয়ায় এদিন কোম্পানিটির শেয়ার দরে কোনো সার্কিট ব্রেকার ছিল না। ফলে এদিন কোম্পানির শেয়ার কমেছে ১১ দশমিক ৩০ শতাংশ।
২০২০ সালে কোম্পানিটির আর্থিক হিসাব পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ মোট ৩১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যার ২৪ দশমিক ৫ শতাংশ নগদ ও ৭ দশমিক ৫ শতাংশ বোনাস।
এছাড়া ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের ইউনিটি প্রতি দর কমেছে ৫ দশমিক ৯৫ শতাংশ। এছাড়া এ তালিকায় ছিল প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস লিমিটেড।
আরও পড়ুন:সিলেটের পর্যটনকেন্দ্র সাদাপাথর থেকে লুট হওয়া পাথর উদ্ধারে গতকাল বুধবার রাতভর অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। অভিযানে বিভিন্ন স্থান থেকে লুট হওয়া ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করে ফের সাদাপাথর এলাকাসহ ধলাই নদীর বিভিন্ন স্থানে বিছিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া লুট হওয়া পাথর পরিবহনকারী বেশ কয়েকটি ট্রাক জব্দ করেছে প্রশাসন।
বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত ১২টার পর থেকে সিলেট নগরী ও কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার বলেন, বুধবার রাতে ৬ সদস্যের একটি দল যৌথবাহিনীর সহায়তায় বিভিন্ন স্থান থেকে প্রায় ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করে ফের পর্যটনকেন্দ্র সাদাপাথরসহ ধলাই নদীর বিভিন্ন স্থানে ছড়িয়ে দিয়েছে।
তিনি বলেন, আজ বৃহস্পতিবার জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ফের অভিযান পরিচালনা করা হবে। লুট হওয়া পাথর উদ্ধার শেষ না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলে জানান তিনি।
এর আগে বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এক জরুরি সমন্বয় সভায় লুট করা পাথর উদ্ধারের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সভায় সিদ্ধান্ত হয় যে সাদাপাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথবাহিনী দায়িত্ব পালন করবে।
প্রশাসনের জরুরি বৈঠক শেষে রাত ১২টার পর অভিযানে নামে জেলা প্রশাসন ও যৌথবাহিনী। সিলেট নগরী ও সাদাপাথর এলাকায় রাতভর অভিযান পরিচালিত হয়।
অভিযানে বিভিন্ন স্থান থেকে সাদাপাথরের লুট করা স্তুপকৃত পাথর জব্দ করা হয়। পরে সেগুলো সাদাপাথর এলাকায় নিয়ে ফের প্রতিস্থাপন করা হয়।
এছাড়া সিলেট-ভোলাগঞ্জ সড়কের ওসমানী বিমানবন্দর এলাকায় সিলেট ক্লাবের সামনে যৌথবাহিনী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় বেশ কয়েকটি ট্রাক আটকেও পাথর জব্দ করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার সাইফুল ইসলাম জানান, সাদাপাথর থেকে চুরি হওয়া পাথর উদ্ধারে আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেছি। লুট করা পাথর উদ্ধারে যৌথবাহিনীর অভিযান চলমান থাকবে।
এর আগে, নজিরবিহীন লুটপাটের পর পর্যটনকেন্দ্র সাদাপাথর রক্ষায় নড়ে বসে প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউসে জরুরি সমন্বয় সভার আহ্বান করা হয়। সভায় লুট হওয়া পাথর উদ্ধার করে আগের অবস্থায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়। বুধবার রাতে সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এ তথ্য নিশ্চিত করেন।
সভায় সাদাপাথর রক্ষায় ৫টি সিদ্ধান্ত গৃহীত হয়। সেগুলো হলো:
১. জাফলং ইসিএ এলাকা ও সাদাপাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথবাহিনী দায়িত্ব পালন করবে।
২. গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে পুলিশের চেকপোস্টে যৌথবাহিনীর সার্বক্ষণিক উপস্থিতি থাকবে।
৩. অবৈধ পাথর ভাঙা (ক্রাশিং) মেশিন বন্ধ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অভিযান অব্যাহত থাকবে।
৪. পাথর চুরির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার ও তাদের আইনের আওতায় আনা হবে।
৫. চুরি হওয়া পাথর উদ্ধার করে আগের অবস্থানে ফেরানো হবে।
সাদাপাথর লুটপাটের ঘটনায় মঙ্গলবার (১২ আগস্ট) তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি করেছে সিলেট জেলা প্রশাসন। কমিটিকে আগামী রোববারের (১৭ আগস্ট) মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। এরপর লুটপাটের ঘটনা অনুসন্ধানে গতকাল সাদাপাথর এলাকা পরিদর্শন করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল।
দুদক জানিয়েছে, পাথর লুটপাটে প্রভাবশালী ব্যবসায়ী, উচ্চপদস্থ ব্যক্তি ও কিছু স্থানীয় বাসিন্দার সম্পৃক্ততা থাকতে পারে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের দায় সবচেয়ে বেশি এবং পর্যটন খাতের ক্ষতির সঙ্গে প্রশাসনের যোগসাজশ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
সম্প্রতি প্রশাসনের নিষ্ক্রিয়তা ও প্রভাবশালীদের লাগামহীন লুটপাটে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের স্থান সাদাপাথরসহ সিলেটের একাধিক পাথর কোয়ারি প্রায় ধ্বংসের মুখে পড়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে স্থানীয় রাজনৈতিক দলগুলো সরকারকে কোয়ারি খুলে দেওয়ার দাবিতে বিভিন্ন আন্দোলন চালায়, যার মধ্যে ছিল মানববন্ধন, সংবাদ সম্মেলন, ধর্মঘট ইত্যাদি। এই দাবির আড়ালে রাজনৈতিক ছত্রছায়ায় ‘পাথরখেকো চক্র’ প্রকাশ্যে ও গোপনে সাদাপাথরের পাথর লুট করে নিয়ে যায়।
এর মধ্যে সাদাপাথর থেকে পাথর লুটপাটে সংশ্লিষ্টতার অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সব দলীয় পদ স্থগিত করা হয়েছে।
জনপ্রিয় টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে পুলিশ ফের গ্রেপ্তার করেছে। রাজধানীর ভাটারা থানা পুলিশ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান।
ওসি জানান, বিজ্ঞ আদালতের জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে প্রিন্স মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে কনটেন্ট ক্রিয়েটর লায়লা বলেন, “মামুন গ্রেপ্তার হয়েছে এটা সত্যি। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেটা আমি নিশ্চিত নই। ওর বিরুদ্ধে অনেকগুলো মামলা চলমান।”
এর আগে গত বছরের জুন মাসে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা ধর্ষণ মামলায় প্রিন্স মামুনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। মামলাটি করেন লায়লা আখতার ফারহাদ। তবে পরবর্তীতে ট্রাইব্যুনাল মামলাটি খারিজ করে দেয়।
এ ছাড়া প্রিন্স মামুনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে অনলাইনে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগও তোলা হয়েছিল। কিন্তু গত ১৩ জুলাই ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলম মামলাটি খারিজের আদেশ দেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া জানান, সাইবার নিরাপত্তা আইন বাতিল করে নতুন ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি হওয়ায় ওই মামলার অভিযোগের ধারা কার্যকর নেই।
প্রিন্স মামুনের জনপ্রিয়তা আসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিশেষ করে টিকটক ও লাইকি অ্যাপে নিজের তৈরি মিউজিক ভিডিও প্রকাশ করে। সেখান থেকেই তিনি পরিচিতি পান।
মেহেরপুরের মুজিবনগরের স্বাধীনতা সড়ক দিয়ে সীমান্ত পেরিয়ে আসা ৯ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এবং ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে মেইন পিলার ১০৫-এর নিকটে শূন্য লাইনে কোম্পানি কমান্ডার পর্যায়ে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবি জানায়, পতাকা বৈঠকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের মুজিবনগর কোম্পানি কমান্ডার এবং ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের হৃদয়পুর কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলেন। আলোচনার এক পর্যায়ে পূর্বে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করা ৯ বাংলাদেশিকে বিএসএফ বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী এবং ৫ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, সীমান্তের বিভিন্ন পথ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে উড়িষ্যা রাজ্যে বসবাস করছিলেন। পরে বিএসএফ তাদের স্বাধীনতা সড়ক দিয়ে এনে বিজিবির হাতে তুলে দেয়।
বিজিবির সহকারি পরিচালক হায়দার আলী জানা, , বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যের অংশ হিসেবে এ ধরনের পতাকা বৈঠক দুই দেশের মধ্যে আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করছে।
বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো সৌদি আরবের খেজুর সফলভাবে উৎপাদন করে দেশজুড়ে আলোচনায় এসেছেন ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামের আবদুল মোতালেব। এলাকায় তিনি এখন ‘খেজুর মোতালেব’ নামেই পরিচিত। সৌদি খেজুরের বাগান থেকে তিনি বছরে প্রায় ৫০ লাখ টাকা আয় করছেন, যা অনুপ্রেরণা জুগিয়েছে দেশের নানা প্রান্তের চাষিদের।
মোতালেব জানান, ১৯৯৮ সালে ভাগ্য পরিবর্তনের আশায় সৌদি আরব পাড়ি জমান তিনি। সেখানেই খেজুর বাগানে কাজ করার সুযোগ পান। তিন বছর কাজ করার পর বুঝতে পারেন—অন্যের বাগানে মজুরের কাজ করে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। ২০০১ সালের শেষ দিকে দেশে ফেরেন ৩৫ কেজি খেজুরের বীজ নিয়ে। নিজ বাড়ির উঠানে শুরু হয় তার খেজুর চাষের স্বপ্নযাত্রা।
শুরুর সময় ছিল দুঃখ-কষ্টে ভরা। বিদেশ থেকে টাকা বা স্বর্ণ না আনতে পারায় অভিমানে স্ত্রী চলে যান বাপের বাড়ি। তবুও হাল ছাড়েননি তিনি। তার আনা বীজ থেকে জন্ম নেয় ২৭৫টি গাছ, যার মধ্যে মাত্র সাতটি ছিল মাতৃগাছ। দীর্ঘ ১৮ বছরের গবেষণায় সেই মাতৃগাছগুলো থেকেই কাটিং করে চারা উৎপাদন শুরু করেন।
বর্তমানে তার সাত বিঘা বাগানে রয়েছে ৩ হাজারের বেশি সৌদি জাতের খেজুরগাছ। যার মধ্যে আজোয়া, শুক্কারি, আম্বার, লিপজেল ও মরিয়ম জাতের খেজুর অন্যতম। খেজুরের দাম জাতভেদে কেজি প্রতি ৬০০ টাকা থেকে ৪ হাজার ৫০০ টাকা পর্যন্ত। শুধু খেজুর নয়, বিক্রি হয় চারা—কাটিং করা চারা ১৫ হাজার থেকে ২ লাখ টাকা, আর বীজ থেকে উৎপাদিত চারা ৫০০ থেকে ১০ হাজার টাকা।
মোতালেবের ছেলে মিজানুর রহমান অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। ২০২৩ সাল থেকে বাবার সাথে যুক্ত হয়ে খেজুর চাষে নতুন উদ্ভাবন করেছেন। দেশি ও সৌদি জাতের গাছ ক্রস করে এমন একটি জাত তৈরি করেছেন, যেটি থেকে প্রচুর রস পাওয়া সম্ভব। বাবা-ছেলে মিলে আট বিঘা জমিতে রস ও গুড় উৎপাদনের জন্য নতুন বাগান করেছেন।
মোতালেবের সাফল্যের খবরে দেশের নানা প্রান্ত থেকে মানুষ আসছেন তার বাগান দেখতে ও চারা কিনতে। অনেকেই তার অনুপ্রেরণায় শুরু করেছেন সৌদি খেজুর চাষ।
ভালুকা উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে পরামর্শ দিচ্ছি। তবে সরকারিভাবে খেজুর প্রকল্প চালু হলে এ ধরনের উদ্যোক্তারা আরও বেশি উপকৃত হবেন।
আবদুল মোতালেবের স্বপ্ন, একদিন তার খেজুর শুধু বাংলাদেশে নয়, বিদেশেও রপ্তানি হবে। তবে এজন্য প্রয়োজন আধুনিক প্রক্রিয়াজাতকরণ মেশিন, যাতে সৌদি আরবের মতো প্যাকেটজাত করে খেজুর বাজারজাত করা যায়।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পর্যটন স্পট থেকে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে করা রিটের শুনানি হবে আগামী রোববার।
এ সংক্রান্ত রিটটি শুনানির জন্য আজ (বৃহস্পতিবার) উপস্থাপন করা হলে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ শুনানির দিন ধার্য করে আদেশ দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী মীর একেএম নূরুন নবী বিষয়টি আদালতে উপস্থাপন করেন।
রিটে ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল চাওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে প্রশাসনের নিষ্ক্রিয়তা ও প্রভাবশালীদের লাগামহীন লুটপাটে হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের স্থান সাদা পাথরসহ সিলেটের পাথর কোয়ারিগুলো।
যশোরের কেশবপুর পৌরসভার প্রায় ত্রিশ হাজার মানুষ প্রতি বছর ছয় মাস পানি বন্দি থাকে। পৌর বাসির দীর্ঘদিনের সমস্যা জলবদ্ধতা। এই স্থায়ী জলবদ্ধতার নিরসনে পৌর বাড়ি মালিক সমিতির পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির সভাপতি মোঃ আশরাফুজ্জামানের নেতৃত্বে, বুধবার(১৩ আগস্ট) বিকাল পাঁচ টায় ত্রিমোহিনমোড়ে পানি সরাও, মানুষ বাঁচাও, এই প্রতিপাদ্য কে সামনে রেখে কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির পক্ষ থেকে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত সকলের একটাই স্লোগান, কেশবপুর পৌরসভার সকল ঘের বন্ধ করো, স্থায়ী পানির সমস্যার সমাধান করো। পৌর সভা এলাকায় অপরিকল্পিত ভাবে মাছের ঘের করার কারণে প্রতি বছর এই জলবদ্ধতার সৃষ্টি হয়। একটু বৃষ্টি হলেই পৌর শহরের অধিকাংশ আবাসিক এলাকা, শহরের মাছ বাজার, তরকারি বাজার, ধানের বাজার, চাউল পট্টি, সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান যেমন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ, মহিলা ফাজিল মাদ্রাসার মাঠে দুই / তিন ফুট পানি উঠে যায়। যার ফলে শহরের পাইকারী কাঁচা বাজার মেইন রোড উপর বসে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ঘুকতে পারে না। বিষয় টি উপজেলা পানি উন্নয়ন বোর্ডকে বার বার বলা শর্তেও গুরুত্ব দেন না। তাই মানববন্ধনে বক্তারা স্পষ্ট ভাবে পানি উন্নয়ন বোর্ড এবং প্রশাসন কে জানিয়ে দেন অপরিকল্পিত ঘের ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন ও স্থায়ী জলবদ্ধতা নিরসনে যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে কেশবপুর পৌর বাসিকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে মাঠে নামবে পৌর বাড়ি মালিক সমিতি। মানববন্ধনে বক্তব্য রাখেন কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম শহিদ,
সহ-সভাপতি কেশবপুর প্রেসক্লাবের সভাপতি ওয়াজেদ খান ডবলু, পৌর বাড়ি মালিক সমিতির সহ-সভাপতি কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশীদ বুলবুল, ঔষধ ব্যবসায়ী আলহাজ্ব ডাঃ মোঃ আনোয়ার হোসেন, হাবিবুর রহমান হাবিব, প্রভাষক মোঃ শাহাজাহান কবীর, সোহেল হাসান আইদ,আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ কামরুল ইসলাম, সহ আইন বিষয়ক সম্পাদক, এ্যাডঃ রাসেল, আরও উপস্থিত ছিলেন প্রদীপ কুমার মোদক, শাহাজাহান কবীর, আব্দুল জলিল, আবু সালেহ মাসউদ হাসান, মোঃ আব্দুল মোমিন, আব্দুল হালিম মোস্তাফিজুর রহমান মিন্টু প্রমুখ ।
দেশে প্রতিবছর ১ লাখ ৬১ হাজারের বেশি মানুষ তামাকজনিত রোগে মারা যায় এবং ৪ লাখের বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করে। প্রতিদিন গড়ে মারা যাচ্ছে ৪৪২ জন মানুষ।
গতকাল বুধবার পল্টনের একটি হোটেলে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সহযোগিতায় বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানানো হয়।
‘জনস্বার্থ বনাম তামাক কোম্পানির প্রভাব: তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন তরান্বিতকরণে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক এ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বি।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী।
মূল প্রবন্ধে অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, তামাক হৃদরোগ, ক্যান্সার ও শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগের অন্যতম প্রধান কারণ। বাংলাদেশে প্রতিবছর ১ লাখ ৬১ হাজারের বেশি মানুষ তামাকজনিত রোগে মারা যায় এবং ৪ লক্ষাধিক মানুষ পঙ্গুত্ব বরণ করে। পাশাপাশি বিভিন্ন জনসমাগমস্থল ও গণপরিবহনে প্রতিদিন প্রায় ৩ কোটি ৮৪ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন।
এই ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পেতে এখনই প্রয়োজন বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত সংশোধন।
বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বি বলেন, তামাকজাত পণ্যের ব্যবহারজনিত কারণে প্রতিদিন গড়ে ৪৪২ জন মানুষ অকালে মারা যাচ্ছে। এই প্রতিরোধযোগ্য মৃত্যু কমাতে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত সংশোধন করা অত্যন্ত জরুরি।
কর্মশালায় উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের উপদেষ্টা নাইমুল আজম খান, সমন্বয়ক ডা. অরুনা সরকার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল প্রমুখ।
মন্তব্য