× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

অর্থ-বাণিজ্য
ব্রেক্সিট বছরের শুরুতেই ইইউ থেকে আলাদা হলো যুক্তরাজ্য
google_news print-icon

বছরের শুরুতেই ইইউ থেকে আলাদা হলো যুক্তরাজ্য

বছরের-শুরুতেই-ইইউ-থেকে-আলাদা-হলো-যুক্তরাজ্য
১ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে নতুন নিয়মনীতি। ভ্রমণ, বাণিজ্য, অভিবাসন ও নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে ইইউভুক্ত ২৭টি দেশ ও যুক্তরাজ্যকে এ দিন থেকে নতুন নিয়ম মেনে চলতে হবে।

নতুন বছর শুরুর মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে অবশেষে আনুষ্ঠানিকভাবে বের হয়ে এসেছে যুক্তরাজ্য।

ব্রেক্সিট অন্তর্বর্তী সময় বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর রাত ১১টার দিকে শেষ হয়। এর মধ্য দিয়ে ইইউর আগের বাণিজ্য বিধিমালা আর মানতে হচ্ছে না যুক্তরাজ্যকে।

ব্রেক্সিট পরবর্তী বাণিজ্যচুক্তি অনুযায়ী, ১ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে নতুন নিয়মনীতি। ভ্রমণ, বাণিজ্য, অভিবাসন ও নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে ইইউভুক্ত ২৭টি দেশ ও যুক্তরাজ্যকে এ দিন থেকে নতুন নিয়ম মেনে চলতে হবে।

নতুন বছরের শুভেচ্ছা বার্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘আমাদের দেশের জন্য এ এক অসাধারণ মুহূর্ত। আমরা এখন স্বাধীন। আমাদের ওপরেই নির্ভর করছে একে আমরা কীভাবে কাজে লাগাব।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাণিজ্যের ক্ষেত্রে নতুন নিয়ম বলবৎ হওয়ায় আগামী কয়েক সপ্তাহ কিছু সমস্যা সৃষ্টি হতে পারে বলে যুক্তরাজ্যের মন্ত্রীরা সতর্ক করেছেন।

২০১৬ সালে ইইউ থেকে বের হয়ে আসার পক্ষে ভোট দেয় যুক্তরাজ্যের নাগরিক। সাড়ে তিন বছর পর চলতি বছরের ৩১ জানুয়ারি ইইউভুক্ত ২৭টি দেশ থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে আসে দেশটি।

কিন্তু ইইউর বাণিজ্য বিধিমালা ও ভবিষ্যৎ অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে গত ১১ মাস ধরে উভয় পক্ষ বারবার বৈঠকের পরও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি।

পরে বড়দিনের দিন বহুল প্রতীক্ষিত ব্রেক্সিট পরবর্তী বাণিজ্যচুক্তিতে সম্মত হয় যুক্তরাজ্য ও ইইউ। যুক্তরাজ্যের পার্লামেন্ট ওই চুক্তি অনুমোদনের পর বুধবার এটি আইনে পরিণত হয়।

চুক্তিতে বলা হয়, ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ইইউর অভ্যন্তরীণ বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে যুক্তরাজ্যের উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো।

তবে যুক্তরাজ্য ও ইইউর মধ্যকার ব্যবসা ও ভ্রমণ বিষয়ে পুরোপুরি ফয়সালা বাকি রয়েছে। যুক্তরাজ্যের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যাঙ্কিং ও সেবাখাত নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি।

এদিকে যুক্তরাজ্য ‘বন্ধু ও মিত্র’ হিসেবেই থাকবে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

আরও পড়ুন:
ব্রেক্সিট চুক্তিতে বিলুপ্ত সফটওয়্যার ব্যবহারের সুপারিশ
ব্রেক্সিট: অবশেষে যুক্তরাজ্য-ইইউ বাণিজ্য চুক্তিতে সম্মত
ব্রেক্সিট: আরও আলোচনায় সম্মত যুক্তরাজ্য-ইইউ
ব্রেক্সিট: রোববারের মধ্যে নাও হতে পারে বাণিজ্যচুক্তি
ব্রেক্সিট পরবর্তী আলোচনায় করোনার হানা

মন্তব্য

আরও পড়ুন

অর্থ-বাণিজ্য
More than 10 crore people in India are suffering from diabetes
জরিপ

ভারতে ১০ কোটির বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত

ভারতে ১০ কোটির বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত
১৩ দশমিক ৬ কোটি মানুষর বা জনসংখ্যার ১৫ দশমিক ৩ শতাংশ মানুষ প্রি-ডায়াবেটিসে আক্রান্ত।

ভারতে ১০ কোটির বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এই সংখ্যা দেশটির মোট জনসংখ্যার ১১ দশমিক ৪ শতাংশ।

মেডিক্যাল জার্নাল ল্যানসেটে প্রকাশিত এক জরিপের বরাতে শুক্রবার এ তথ্য দিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ওই সমীক্ষায় আরও দেখা গেছে, ১৩ দশমিক ৬ কোটি মানুষর বা জনসংখ্যার ১৫ দশমিক ৩ শতাংশ মানুষ প্রি-ডায়াবেটিসে আক্রান্ত।

দেশটিতে টাইপ-টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঘটনা খুবই স্বাভাবিক। শরীরে পর্যাপ্ত ইনসুলিন তৈরি না হলে বা তৈরি ইনসুলিন ঠিকমতো কাজ না করলে এই রোগে আক্রান্ত হয় মানুষ।

গবেষকরা বলেছেন, ভারতের জনসংখ্যার মধ্যে ডায়াবেটিসের প্রাদুর্ভাব আগের অনুমানের চেয়ে অনেক বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণা ছিল, দেশটিতে সাড়ে ৭ কোটির বেশি মানুষ ডায়াবেটিসে ভুগছেন এবং প্রায় আড়াই কোটির বেশি প্রি-ডায়াবেটিসে আক্রান্ত। অদূর ভবিষ্যতে তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি।

এই গবেষণার প্রধান গবেষক ডক্টর আর এম অঞ্জনা বলেন, যদি আপনার প্রি-ডায়াবেটিস থাকে, তবে আমাদের জনসংখ্যার মধ্যে ডায়াবেটিসে রূপান্তর খুব দ্রুত হয়।

তিনি বলেন, প্রি-ডায়াবেটিসে আক্রান্ত ৬০ শতাংশের বেশি লোক পরবর্তী পাঁচ বছরে ডায়াবেটিসে আকান্ত হন।

আরও পড়ুন:
হজ পালনে ইচ্ছুক ডায়াবেটিস রোগীদের করণীয়

মন্তব্য

অর্থ-বাণিজ্য
Mamata wrote a poem about Odishas train accident

ওড়িশার ট্রেন দুর্ঘটনা নিয়ে কবিতা লিখলেন মমতা

ওড়িশার ট্রেন দুর্ঘটনা নিয়ে কবিতা লিখলেন মমতা ফাইল ছবি
প্রায় ৩০০ জনের মৃত্যুর ফলে কতগুলো পরিবার যে নিঃস্ব হয়ে গেল, কত শিশু যে বাবা-মাকে হারাল, তা যেন মুখ্যমন্ত্রীর কবিতায় জীবন্ত দলিল হয়ে উঠেছে।

ভারতের ওড়িশার ভয়াবহ ট্রেন দুর্ঘটনা নিয়ে কবিতা লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি লেখা মমতার এ আবেগময়ী কবিতায় প্রতিটি ছত্রে-ছত্রে যেন স্বজন হারানো মানুষদের কষ্ট, আর্তি ফুটে উঠল।

হিন্দুস্তান টাইমস বলছে, প্রায় ৩০০ জনের মৃত্যুর ফলে কতগুলো পরিবার যে নিঃস্ব হয়ে গেল, কত শিশু যে বাবা-মাকে হারাল, তা যেন মুখ্যমন্ত্রীর কবিতায় জীবন্ত দলিল হয়ে উঠেছে।

‘ট্রেন দুর্ঘটনা’ শীর্ষক কবিতায় মমতা লিখেছেন, এক অজানা দ্বীর্ঘশ্বাস/ব্যথা বেদনায় শোকাতুর নাভিঃশ্বাস। এখনও ভাসছে ঘ্রাণে দুর্গন্ধ/লাশকাটা ঘরে ওরা ঘুমোচ্ছে/একেবারে শেষঘুম। আর কথা বলবে না/আর তাকাবে না/আর কোনও যন্ত্রণা নয়- হাত কাটা, পা কাটা, দেহ কাটা - পুড়ে গেছে একেবারে শরীরগুলো।

মাত্র পঞ্চাশ দিনের নব্য শিশু/ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে/মায়ের থনে, সাদা কাপড়ে। কারও বা গলায়/শেষকর্মের পরিহিত একটি থান, আঁখির জল সব শুকিয়ে গেছে/অনেক হাহাকারে হৃদয়ে দুর্ভিক্ষ/চোখের সামনে জ্বলছে চিতা/মুহূর্তে উধাও জীবন্ত শরীর।

কাঁদবার জন্য পড়ে রইল/স্বজন-হারানো আকাশ-বাতাস, সমুদ্র-পাহাড়, পরিবার- আমরা একটু ভাবলাম কি?

মুখ্যমন্ত্রীর আবেগমাখা কবিতায় চোখ ভিজেছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদেরও। একজন লিখেছেন, খুবই বেদনাদায়ক লেখা, অসাধারণ দিদি। এই ট্রেন দুর্ঘটনা যে কতটা কষ্টদায়ক, তা বলার ভাষা নেই।

আরেকজন বলেন, ‘মন ছুঁয়ে গেল কবিতাটা। কত পরিবার স্বজন হারাল। কত বৃদ্ধ বাবা-মাতাঁর শেষ সম্বল হারালেন। চিন্তা করলেই গা শিউরে ওঠে।’

গত ২ জুন সন্ধ্যায় ওড়িশার বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। বালাসোর জেলার বাহানগা বাজার স্টেশনের কাছের ওই দুর্ঘটনায় প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক হাজার জনের বেশি। মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের অনেক মানুষেরও।

আরও পড়ুন:
লোকসভা নির্বাচনে এককভাবে লড়তে চান মমতা

মন্তব্য

অর্থ-বাণিজ্য
The number of donkeys and goats in Pakistan is increasing

পাকিস্তানে গাধা ও ছাগলের সংখ্যা বাড়ছেই

পাকিস্তানে গাধা ও ছাগলের সংখ্যা বাড়ছেই
পাকিস্তানে ভার বহনে আস্থার প্রতীক গাধার সংখ্যা এখন ৫৮ লাখের মতো। আর ছাগলের সংখ্যা আট কোটি ৪৭ লাখের বেশি।

দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে টানা কয়েক বছর ধরে বাড়ছে গাধা ও ছাগলসহ বেশ কিছু প্রাণীর সংখ্যা।

সম্প্রতি প্রকাশিত দেশটির ২০২২-২০২৩ অর্থ বছরের অর্থনৈতিক জরিপে এমন তথ্য প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে জিও নিউজ।

পাকিস্তানে ভার বহনে আস্থার প্রতীক গাধার সংখ্যা এখন ৫৮ লাখের মতো। আর ছাগলের সংখ্যা আট কোটি ৪৭ লাখের বেশি।

পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৯-২০ অর্থ বছরে দেশটিতে গাধার সংখ্যা ছিল ৫৫ লাখ, এর পরের বছর ছিল ৫৬ লাখ এবং ২০২১-২২ বছরে ছিল ৫৭ লাখ।

পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার ওই প্রতিবেদন প্রকাশ করেন। যাতে বলা হয়েছে, সবমিলিয়ে দেশে গবাদি পশুর সংখ্যা বেড়েছে সাড়ে ৫ কোটি। মহিষের সংখ্যা বেড়ে এখন সাড়ে ৪ কোটি, ভেড়া ৩ কোটি ২৩ লাখ এবং ছাগল ৮ কোটি ৪৭ লাখের মতো।

তবে গত চার বছরে উট, ঘোড়া ও খচ্চরের সংখ্যায় কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশটিতে উটের সংখ্যা এখন প্রায় ১১ লাখ, ঘোড়ার সংখ্যা চার লাখ এবং খচ্চড়ের সংখ্যা ২ লাখের মতো।

মন্তব্য

অর্থ-বাণিজ্য
Blackout fears call for energy savings in Japan

ব্ল্যাকআউটের শঙ্কায় জাপানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান

ব্ল্যাকআউটের শঙ্কায় জাপানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান গরমে বাইরে বের হলে জাপানে অনেকেই ব্যবহার করে থাকেন চার্জার ফ্যান। রয়টার্স
বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ কর্তৃপক্ষ টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি হোল্ডিংসকে বিদ্যুৎ সাশ্রয় করার জন্য অনুরোধ করার সিদ্ধান্ত নিয়েছে শিল্প মন্ত্রণালয়। এর কারণ হিসেবে তারা বলছে, বিদ্যুৎ সংরক্ষণের হার ৫ শতাংশের নিচে নেমে এসেছে। এই হার ৩ শতাংশের নিচে নামলে বিদ্যুতের ঘাটতি দেখা দেয়ার পাশাপাশি হতে পারে ব্ল্যাকআউটও।

গ্রীষ্মকালে সম্ভাব্য সংকট মোকাবিলায় আসন্ন জুলাই ও আগস্টে বিদ্যুৎ ব্যবহারকারীদের সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে জাপান সরকার।

রাজধানী টোকিওসহ আশপাশের আবাসিক এলাকা ও শিল্পাঞ্চলের জন্য শুক্রবার সরকারের পক্ষে এই আহ্বান জানানো হয়েছে বলে কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে রয়টার্স।

তবে কী পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় করতে হবে, সে ব্যাপারে কোনো নির্দেশনা দেয়া হয়নি। মে মাসেও সরকারের পক্ষ থেকে সারা দেশে বিদ্যুৎ ব্যবহারের সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়।

গত গ্রীষ্মের তুলনায় এই গ্রীষ্মে বেশিরভাগ অঞ্চলে বিদ্যুতের সংকট কিছুটা কমার আভাস দিয়েছে শিল্প মন্ত্রণালয়। তবে বিদ্যুতের ব্যবহার যথাসম্ভব কমানোর নির্দেশনাও দেয় কর্তৃপক্ষ।

বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ কর্তৃপক্ষ টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি হোল্ডিংসকে বিদ্যুৎ সাশ্রয় করার জন্য অনুরোধ করার সিদ্ধান্ত নিয়েছে শিল্প মন্ত্রণালয়। এর কারণ হিসেবে তারা বলছে, বিদ্যুৎ সংরক্ষণের হার ৫ শতাংশের নিচে নেমে এসেছে। এই হার ৩ শতাংশের নিচে নামলে বিদ্যুতের ঘাটতি দেখা দেয়ার পাশাপাশি হতে পারে ব্ল্যাকআউটও।

গত বছরের জুনে দেশটিতে তাপমাত্রা রেকর্ড গড়েছিল প্রায় এক সপ্তাহের জন্য। জনগণকে তখন যথাসম্ভব বিদ্যুতের ব্যবহার কমাতে আহ্বান জানিয়েছিল জাপান সরকার।

আরও পড়ুন:
জাপানে ছুরি বন্দুক হামলায় দুই পুলিশসহ চারজন নিহত
জাপানে গর্ভপাতের পিল অনুমোদন
বাংলাদেশের পরীক্ষিত বন্ধু জাপান: প্রধানমন্ত্রী

মন্তব্য

অর্থ-বাণিজ্য
This time Trump is accused of keeping secret documents

এবার গোপন নথি রাখার ঘটনায় অভিযুক্ত ট্রাম্প

এবার গোপন নথি রাখার ঘটনায় অভিযুক্ত ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
নিজ সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্প জানান, আগামী মঙ্গলবার ফ্লোরিডার মায়ামির ফেডারেল আদালতে হাজির হতে তার প্রতি সমন জারি করা হয়েছে। তিনি লিখেন, ‘আমি নির্দোষ মানুষ!’

গোপন সরকারি নথি রাখা ও বিচার বাধাগ্রস্ত করার মামলায় ফেডারেল গ্র্যান্ড জুরি ডনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের এক আইনজীবী ও সংশ্লিষ্ট একটি সূত্র।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের করা এ ফৌজদারি মামলাকে ট্রাম্পের সামনে আরেকটি আইনি বাধা হিসেবে দেখা হচ্ছে।

এর আগে নিউ ইয়র্কে ফৌজদারি মামলায় অভিযুক্ত হন ট্রাম্প, যেটির বিচার শুরু হওয়ার কথা রয়েছে আগামী বছরের মার্চে।

নিজ সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্প জানান, আগামী মঙ্গলবার ফ্লোরিডার মায়ামির ফেডারেল আদালতে হাজির হতে তার প্রতি সমন জারি করা হয়েছে। তিনি লিখেন, ‘আমি নির্দোষ মানুষ!’

এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্পের বিষয়টি তদন্তের দায়িত্বে থাকা বিচার বিভাগের কর্মকর্তা বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি। গ্র্যান্ড জুরি সংক্রান্ত গোপন কোনো বিষয়ে সরকারের তরফ থেকে প্রকাশ্যে মন্তব্য করা অবৈধ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র রয়টার্সকে জানায়, কেন্দ্রীয় আদালতে করা ফৌজদারি মামলায় ট্রাম্পের বিরুদ্ধে সাতটি অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন:
লেখককে যৌন হেনস্তা: ট্রাম্পকে ৫০ লাখ ডলার জরিমানা
সাবেক আইনজীবীর নামে ৫০ কোটি ডলারের মামলা ট্রাম্পের
আমার মুখ বন্ধ করার মামলায় ট্রাম্পের জেল হওয়া উচিত নয়: পর্নো তারকা
বাইডেন প্রশাসনের কড়া সমালোচনা ট্রাম্পের
ট্রাম্প গ্রেপ্তার হওয়ার কিছুক্ষণ পর মুক্ত

মন্তব্য

অর্থ-বাণিজ্য
33 killed in separate road accidents in Afghanistan

আফগানিস্তানে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ৩৩

আফগানিস্তানে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ৩৩ প্রতীকী ছবি
বুধবার আলাদা অঞ্চলে যাত্রীবাহী বাস উপত্যকার খাদে পড়ে এবং মুখোমুখি সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে।

আফগানিস্তানে আলাদা সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৩৩ জন নিহত হয়েছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে জানানো হয়, বুধবার আলাদা অঞ্চলে যাত্রীবাহী বাস উপত্যকার খাদে পড়ে এবং মুখোমুখি সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে।

আফগানিস্তানের সার-ই-পোল প্রদেশের পুলিশের মুখপাত্র দ্বীন মুহাম্মদ নাজারি বলেন, ‘চালকের গাফলতিতে সড়ক থেকে ছিটকে বাসটি খাদে পড়ে যায়। এ ঘটনায় ১২ নারী ও ৮ শিশুসহ ২৪ জন নিহত হন।’ তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলে জানান এ কর্মকর্তা।

এদিকে আলাদা ঘটনায় জাবুল প্রদেশের রাজধানী কালাতে যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অন্য একটি গাড়ির সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই শিশু ও নারীসহ ৯ জন নিহত হন। আহত হন ৩১ জন।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধবিধ্বস্ত পাহাড়ি অঞ্চলগুলোতে দীর্ঘদিন সড়ক মেরামত না করায় জরাজীর্ণ অবস্থা, চালকদের প্রশিক্ষণ না পাওয়া এবং গতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতাকে এসব ঘটনার জন্য দায়ী করা হচ্ছে।

আরও পড়ুন:
শীতে মরণদশা আফগানিস্তানে
কাবুলে সাবেক নারী এমপিকে গুলি করে হত্যা
আফগানিস্তানের সঙ্গে সিরিজ বাতিল অস্ট্রেলিয়ার
আফগানিস্তানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে বিস্ফোরণ, নিহত ২০
জাওয়াহিরির উত্তরসূরি কে, নিশ্চিত নয় যুক্তরাষ্ট্র

মন্তব্য

অর্থ-বাণিজ্য
US bound Indian plane lands in Russia due to engine failure

ইঞ্জিনে ত্রুটি, যুক্তরাষ্ট্রগামী ভারতের বিমান নামল রাশিয়ায়

ইঞ্জিনে ত্রুটি, যুক্তরাষ্ট্রগামী ভারতের বিমান নামল রাশিয়ায়
ভারতের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ আছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আর যুক্তরাষ্ট্রও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে।

ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়ায় যুক্তরাষ্ট্রগামী ভারতের একটি বিমান রাশিয়ায় অবতরণ করেছে।

স্থানীয় সময় মঙ্গলবারের ওই ঘটনায় বিমানটির ২১৬ যাত্রী এবং ১৬ ক্রু নিরাপদে আছেন বলে জানিয়েছে এনডিটিভি।

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার এই ফ্লাইট। পথে রাশিয়ার দূর প্রাচ্যের মাগাদান বিমানবন্দরে জরুরি অবতরণ করে এটি।

যাত্রীদের বিকল্প বিমানে গন্তব্যে পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে বলে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

মাগাদান বিমানবন্দরটি মক্কো থেকে প্রায় ১০ হাজার মাইল দূরে। বিমানের জরুরি অবতরণের পর যাত্রীরা ঘটনাস্থলে থাকার জায়গা সংকটে পড়েন।

ভারতের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ আছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আর যুক্তরাষ্ট্রও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে।

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ লাগার পর রাশিয়া অনেক দেশের ওপর আকাশসীমা নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে। তবে ভারত এই নির্দেশনার বাইরে পড়েছে। দেশটি থেকে এরই মধ্যে ছাড়ে জ্বালানি কিনেছে ভারত সরকার।

আরও পড়ুন:
বাংলাদেশে আসছেন ভারতের সেনাপ্রধান
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ৪ লেনের সেতু
ভারতে ট্রেন দুর্ঘটনায় ‘অত্যন্ত ব্যথিত’ বাইডেন

মন্তব্য

p
উপরে