× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

অর্থ-বাণিজ্য
করোনায় পণ্য রফতানি নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ
google_news print-icon

করোনায় পণ্য রফতানি নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ

করোনায়-পণ্য-রফতানি-নিয়ে-উদ্বিগ্ন-বাংলাদেশ
কমনওয়েলথের অধীনে ডিজিটাল গ্রিন টেকনোলজি ইনফরমেশন হাব চালুর সুপারিশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, 'করোনা পরবর্তী নিউ নরমালে স্থিতিশীল, নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যত নিশ্চিতে আমাদের আগের চেয়ে আরো বেশি ডিজিটালাইজড, ঐক্যবদ্ধ ও পারস্পরিক সহযোগিতার প্রয়োজন আছে।'

করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে পশ্চিমা বিশ্বে পণ্যের রফতানি নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ কথা জানিয়ে বলেছেন, ‘কঠিন এই সময়ে বিদেশি ব্র্যান্ডগুলো বিক্রয় আদেশের ক্ষেত্রে প্রতিশ্রুতি রক্ষা করে যাবে বলে আমরা আশা করি।’

ব্যবসা প্রতিষ্ঠানকে সহযোগিতার দায়িত্ব আমদানিকারক দেশগুলোর সরকারের ওপরে বর্তায় বলেও মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সোমবার সন্ধ্যায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত ‘টুওয়ার্ডস আ গ্রিন অ্যান্ড রিজিলিয়েন্ট বিজনেস রিকোভারি’ বিষয়ক সেশনের আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

কমনওয়েলথের বিটুবি কানেক্টিভিটি ক্লাস্টারের অংশ হিসেবে ‘কানেক্টিং দ্য কমনওয়েলথ প্রাইভেট সেক্টর ফর আ ডিজিটাল অ্যান্ড গ্রিন রিকভারি’ শীর্ষক ওয়েবিনারের অংশ হিসেবে এই সেশন আলোচনার আয়োজন করা হয়। বাংলাদেশ সরকারের সহযোগিতায় এ আয়োজন করে কমনওয়েলথ সেক্রেটারিয়েট।

আলোচনায় কমনওয়েলথের অধীনে ডিজিটাল গ্রিন টেকনোলজি ইনফরমেশন হাব চালুর সুপারিশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, 'করোনা পরবর্তী নিউ নরমালে স্থিতিশীল, নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যত নিশ্চিতে আমাদের আগের চেয়ে আরো বেশি ডিজিটালাইজড, ঐক্যবদ্ধ ও পারস্পরিক সহযোগিতার প্রয়োজন আছে।'

ওয়েবিনারে করোনা ও বৈশ্বিক উষ্ণায়নের মতো প্রতিকূলতা মোকাবেলা করে অর্থনীতি সচল রাখতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর জন্য করণীয় নিয়ে আলোচনা হয়। এছাড়া বেসরকারি খাতের পরিবেশবান্ধব পুনরুদ্ধার প্রক্রিয়ায় কমনওয়েলথের ভূমিকা নিয়েও কথা বলেন বক্তারা।

সেশনটি সঞ্চালনা করেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিম।

তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা কোভিড-১৯ ছাড়াও বন্যা ও ঘূর্ণিঝড়ের ক্ষতি বেশ ভালোভাবেই মোকাবেলা করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১ হাজার ২১০ কোটি ডলারের প্রণোদনা প্যাকেজের সহায়তায় দেশের অর্থনীতি ৫ দশমিক ২৪ জিডিপি প্রবৃদ্ধিসহ করোনার ধাক্কা সামলে উঠেছে। ’

তিনি বলেন, মহামারি শুরুর পর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পাশাপাশি এফবিসিসিআই ফ্রন্টলাইনার হিসেবে বেসরকারি খাতের পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে।

ওয়েবিনারে জ্যামাইকার ইকোনমিক গ্রোথ অ্যান্ড জব ক্রিয়েশন মিনিস্টার আওবিন হিল বলেন, ‘জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি ও করোনা মিলে মারাত্মক পরিস্থিতি তৈরি করেছে। এ সময়ে ই-কমাসের্র চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জ্যামাইকানরা অনলাইন নির্ভর ব্যবসায় বেশি গুরুত্ব দিচ্ছে।’

প্যাসিফিক আইল্যান্ড প্রাইভেট সেক্টর এসোসিয়েশনের চেয়ারম্যান স্টিফেন লিয়ন বলেন, ‘প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অনেক দেশের জন্য পর্যটন বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান খাত। করোনার কারণে পর্যটন ভেস্তে গেছে। এতে আমরা রাজস্ব বঞ্চিত হচ্ছি।’

কমনওয়েলথ এন্টারপ্রাইজ এবং বিনিয়োগ কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা সামান্থা কোহেন সিভিও বলেন, ‘যুক্তরাজ্যে কিছু একটা ঘটলে, তার প্রভাব বাংলাদেশেও পড়ে। এখন আমরা বুঝি যে, সবাই একে অপরের সঙ্গে যুক্ত।’

ডিজিটাল মার্কেট প্লেস তৈরি সবার জন্য উপকারী হবে মন্তব্য করে তিনি বলেন, ‘এটা টেকসই ব্যবসায়িক পরিবেশ তৈরি করে থাকে।’

মূল ওয়েবিনারটি সঞ্চালনা করেন যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম। অনুষ্ঠানে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, যুক্তরাজ্যের রফতানি বিষয়ক মন্ত্রী গ্রাহাম স্টুয়ার্ট, মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া বিষয়ক মন্ত্রী দাতো সাইফুদ্দিন আবদুল্লাহ, ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সঙ্গীতা রেড্ডিসহ বিভিন্ন দেশের মন্ত্রী, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

আরও পড়ুন:
শেখ ফাহিম ফের সিএসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট

মন্তব্য

আরও পড়ুন

অর্থ-বাণিজ্য
Budget means another round of price hike
সাধারণের বাজেট ভাবনা

‘বাজেট মানেই আরেক দফা দাম বৃদ্ধি’

‘বাজেট মানেই আরেক দফা দাম বৃদ্ধি’ ফাইল ছবি
মোহাম্মদপুরের বাসিন্দা মারিয়া রহমান বলেন, ‘বাজেট হলো ঘোষণা দিয়ে জিনিসপত্রের দাম আরেক দফা বাড়ানোর প্রক্রিয়া। আমার কাছে অন্তত তা-ই মনে হয়। সারা বছরই বিভিন্ন জিনিসের দাম বাড়ে। আর বাজেট ঘোষণা হলে সব জিনিসের দাম একসঙ্গে বেড়ে যায়। ব্যবসায়ীরাও একটা অজুহাত পেয়ে যান। আবার যেসব পণ্যের দাম কমার কথা সেগুলোর দামও কমে না।’

‘সরকার কবে বাজেট দেয় হেইডা জানি না। তয় সিগারেটের দাম বাড়লেই বুঝি বাজেট আইতাছে। গত ১ মাস আগে থাইকাই সিগারেটের দাম বাড়ছে। তহনই বুঝছি সরকার সামনে বাজেট দিবো। শুধু সিগারেটই না, বাজেট অইলেই সব জিনিসের দাম বাড়ে। এহন তো সব জিনিসেরই দাম বাড়ছে।’

জাতীয় বাজেট নিয়ে এভাবেই নিজের ভাবনা নিউজবাংলার কাছে তুলে ধরেছেন রাজধানীর কারওয়ান বাজারের চা-সিগারেট বিক্রেতা সুমন মিয়া।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

প্রস্তাবিত এই বাজেট নিয়ে নিউজবাংলার কাছে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মোহাম্মদপুরের বাসিন্দা মারিয়া রহমান বলেন, ‘বাজেট হলো ঘোষণা দিয়ে জিনিসপত্রের দাম আরেক দফা বাড়ানোর প্রক্রিয়া। আমার কাছে অন্তত তা-ই মনে হয়। সারা বছরই বিভিন্ন জিনিসের দাম বাড়ে। কিন্তু বাজেট ঘোষণা হলে সব জিনিসের দাম একসঙ্গে বেড়ে যায়। ব্যবসায়ীরাও একটা অজুহাত পেয়ে যান। আবার যেসব পণ্যের দাম কমার কথা সেগুলোর দামও কমে না।

‘তবে নিউজে দেখলাম এবার সরকার বিভিন্ন ভাতার পরিমাণ বাড়িয়েছে। যেমন প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ইত্যাদি। এটা একটা ভালো পদক্ষেপ।’

আশরাফুল ইসলাম নামে এক ব্যবসায়ী বলেন, ‘গণমাধ্যমে নিউজ দেখে যতটুকু বুঝলাম তাতে আমার কাছে মনে হয়েছে এই বাজেটের একটা ইতিবাচক দিক হলো, দেশে উৎপাদিত পণ্যের দাম কমছে। আর বিদেশ থেকে আমাদানি করা পণ্যের দাম বাড়ছে। এটা ভালো দিক। কারণ বিদেশি পণ্যের দাম বাড়লে, দেশি পণ্যের ব্যবহার বাড়বে। তাতে দেশে কলকারখানা প্রতিষ্ঠা হবে। কর্মসংস্থানও বাড়বে।

বেসরকারি চাকরিজীবী আতাউর রহমান বলেন, ‘এবারের বাজেট হলো সরকারের ইনকামের বাজেট। সবকিছু থেকেই সরকার আয় করতে চাচ্ছে।

আরেকটি বিষয় হলো, ব্যবসায়ীরা নিয়ন্ত্রণে না থাকলে বাজেটের যেটুকু সুফল জনগণ পাওয়ার কথা সেটুকুও পাবে না। কারণ একটু খেয়াল করলেই দেখবেন যে বাজেটে যেগুলোর দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে সেগুলোর দাম রাতারাতি বেড়ে গেছে। আবার যেসব পণ্যের দাম কমানোর কথা প্রস্তাব করা হয়েছে সেগুলোর দাম কবে কমবে বা আদৌ কমবে কিনা আমরা জানি না। এসবই ব্যাবসায়ীদের কারসাজি।’

মোবাইল ফোন সেটের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহানুর রহমান। তিনি বলেন, ‘নিউজে দেখলাম মোবাইল ফোন সেটের দাম বাড়ছে। অথচ সরকার ঘোষণা দিচ্ছে ডিজিটাল বাংলাদেশ করার, স্মার্ট বাংলাদেশ করার। এই দুটোর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন মোবাইল ফোন। সেখানে মোবাইল সেটের দাম বাড়ানোর কোনো যুক্তি অন্তত আমি খুঁজে পাই না। এটা ডিজিটাল বাংলাদেশের বক্তব্যের সঙ্গে যায় না।’

রিটার্ন জমার প্রস্তাব নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়াই বেশি

বিশেষত নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির কাছে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সবচেয়ে আলোচিত বিষয় হলো এই রিটার্ন জমা দিলেই বাধ্যতামূলকভাবে ২ হাজার টাকা আয়কর দেয়ার বিষয়টি। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়াই বেশি।

চাকুরিজীবী তরিকুল ইসলাম বলেন, ‘খবরে দেখলাম রিটার্ন জমা দিলেই দুই হাজার টাকা কর দিতে হবে। করযোগ্য আয় না থাকলেও কর দিতে হবে- এটা কোনো কথা হতে পারে না। আমি চাকরি করি, আমার একটা টিআইএন আছে।

‘বাধ্যতামূলকভাবে রিটার্ন জমা দেই তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ধরুন কাল আমার চাকরি চলে গেল। পরবর্তী এক বছর আমাকে বেকার থাকতে হলো। এ অবস্থায় উপার্জন না থাকলেও টিআইএন থাকার কারণে আমাকে ২ হাজার টাকা আয়কর দিতে হবে। এটা সম্পূর্ণ বাস্তবতাবর্জিত প্রস্তাব।’

জাহাঙ্গীর আলম নামে আরেক ব্যক্তি বলেন, ‘লেখাপড়া শেষ করে ব্যবসা করার জন্য টিআইএন সার্টিফিকেট খুলেছিলাম। কিন্তু তার কিছুদিন পরই করোনা সংক্রমণ চলে আসায় আমার আর ব্যবসা করা হলো না। এখনও আমি বেকার। অথচ যেহেতু টিআইএন আছে তাই আমাকে বাধ্যতামূলক ২ হাজার টাকা আয়কর দিতে হবে। সরকার এটা কী করলো বুঝলাম না। আমার কোনো আয় নেই অথচ আয়কর দিতে হবে!’

তবে বিষয়টি নিয়ে ইতিবাচক মন্তব্য করেন বেসরকারি চাকুরে ওবায়দুল ইসলাম। তিনি বলেন, ‘রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রতিটি সক্ষম ব্যক্তিরই উচিত আয়কর দেয়া। যে ব্যক্তির টিআইএন আছে তার কাছে বছরে ২ হাজার টাকা আয়কর দেয়া বড় কোনো বিষয় নয়।

‘বিষয়টি নিয়ে শুধু শুধুই বিতর্ক করা হচ্ছে। টিআইএন তো রিকশাওয়ালারা করে না, যাদের সামর্থ্য আছে তারাই করে। বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতায় বছরে ২ হাজার টাকা তো আমাদের রিকশাওয়ালারাও দিতে পারে। সেখানে টিআইএনধারীরা দিতে পারবে না কেন?’

আরও পড়ুন:
বাজেটে পুঁজিবাজার উপেক্ষিতের পক্ষে নন পরিকল্পনামন্ত্রী
রিটার্ন দিলেই ২ হাজার টাকা দিতে হবে, এটা সাংঘর্ষিক: ড. সালেহউদ্দিন
বাজেটে কলমের দাম না বাড়ানোর পক্ষে শিক্ষামন্ত্রী
‘বাইসাইকেলে কর আরোপে চাপে পড়বে নিম্ন-মধ্যবিত্ত’
বাজেট গরিববান্ধব গণমুখী, সমালোচনা গৎবাঁধা: তথ্যমন্ত্রী

মন্তব্য

অর্থ-বাণিজ্য
Export earnings increased by 529 over the previous month

রপ্তানি আয় আগের মাসের চেয়ে ২২.৫৯% বেড়েছে

রপ্তানি আয় আগের মাসের চেয়ে ২২.৫৯% বেড়েছে
তবে মে মাসে নির্ধারিত লক্ষ্যমাত্রার ৫ দশমিক ২৯ শতাংশ কম আয় দেশে এসেছে। এই মাসে ৫১২ কোটি (৫.১২ বিলিয়ন) ডলারের লক্ষ্য ধরা ছিল। গত বছরের মে মাসে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছিল ৩৮৩ কোটি (৩.৮৩ বিলিয়ন) ডলার।

রপ্তানি আয় ফের বাড়ছে। সবশেষ মে মাসে বিভিন্ন পণ্য রপ্তানি করে ৪৮৪ কোটি ৯৬ লাখ ২০ হাজার (৪.৮৫ বিলিয়ন) ডলার দেশে এনেছেন রপ্তানিকারকরা। এই অঙ্ক আগের মাস এপ্রিলের চেয়ে ২২ দশমিক ৫৯ শতাংশ বেশি। আর গত বছরের মে মাসের চেয়ে বেশি ২৬ দশমিক ৬১ শতাংশ।

তবে মে মাসে নির্ধারিত লক্ষ্যমাত্রার ৫ দশমিক ২৯ শতাংশ কম আয় দেশে এসেছে। এই মাসে ৫১২ কোটি (৫.১২ বিলিয়ন) ডলারের লক্ষ্য ধরা ছিল। গত বছরের মে মাসে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছিল ৩৮৩ কোটি (৩.৮৩ বিলিয়ন) ডলার।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রোববার রপ্তানি আয়ের হালনাগাদ এই তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যায়, ৩০ জুন শেষ হওয়া বিদায়ী ২০২২-২৩ অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করে ৫ হাজার ৫২ কোটি ৭২ লাখ ৪০ হাজার (৫০.৫৩ বিলিয়ন) ডলার আয় করেছেন রপ্তানিকারকরা। যা গত ২০২১-২২ অর্থবছরের চেয়ে ৭ দশমিক ১১ শতাংশ বেশি। তবে লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ৬৪ শতাংশ কম।

রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক রপ্তানির ওপর ভর করেই এই প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ। অন্য সব খাতের চিত্রই হতাশাজনক।

এই ১১ মাসে পোশাক রপ্তানি করে ৪২ দশমিক ৬৩ বিলিয়ন ডলার আয় করেছেন পোশাক রপ্তানিকারকরা। এই অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে ১০ দশমিক ৬৭ শতাংশ বেশি।

এ হিসাবে দেখা যাচ্ছে, জুলাই-মে সময়ে মোট রপ্তানি আয়ের ৮৪ দশমিক ৩৭ শতাংশই এসেছে তৈরি পোশাক থেকে।

ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা যায়, জুলাই-মে সময়ে অর্থাৎ বিদায়ী ২০২২-২৩ অর্থবছরের ১১ মাসেই রপ্তানি আয় গত ২০২১-২২ অর্থবছরের পুরো সময়ের (১২ মাস, জুলাই-জুন) কাছাকাছি পৌঁছে গেছে। প্রবৃদ্ধির এই ধারা বজায় থাকলে জুন শেষে পণ্য রপ্তানি আয়ে রেকর্ড গড়তে চলেছে বাংলাদেশ। যদিও এর আগের দুই মাসে ঋণাত্মক প্রবৃদ্ধি দুশ্চিন্তা তৈরি করেছিল।

টানা দুই মাস (মার্চ-এপ্রিল) পিছিয়ে থাকার পর মে মাসের রপ্তানিতে আবার উল্লম্ফন হয়েছে। মার্চ মাসে ২ দশমিক ৪৯ শতাংশ এবং এপ্রিলে ১৬ দশমিক ৫২ শতাংশ কমে যায় রপ্তানি। গতি ফিরেছে মে মাসে। প্রায় ২৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে এই মাসে।

ইপিবি মে মাসের রপ্তানির যে তথ্য প্রকাশ করে তাতে দেখা যায়, এই মাসে ৪৮৪ কোটি ৯৬ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। রপ্তানির এই পরিমাণ ২০২২ সালের মে মাসের রপ্তানি আয়ের (৩৮৩ কোটি ২ লাখ ডলার) চেয়ে ২৬ দশমিক ৬১ শতাংশ বেশি।

মে মাস মিলিয়ে চলতি অর্থবছরের ১১ মাসে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৫২ কোটি ৭২ লাখ ডলার। এই সময়ে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ১১ শতাংশ। তার আগের অর্থবছরের প্রথম ১১ মাসে রপ্তানি হয়েছিল ৪ হাজার ৭১৭ কোটি ৪৬ লাখ ডলারের পণ্য।

২০২১-২২ অর্থবছরে ৩৪ দশমিক ৩৮ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে রপ্তানি আয় প্রথমবারের মতো ৫০ বিলিয়ন ডলার ছাড়ায়। সরকারের লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৩০৪ বিলিয়ন ডলার, কিন্তু আয় হয় ৫ হাজার ২০৮ বিলিয়ন। সেই রেকর্ডে ভর করে চলতি অর্থবছরে ৫৮ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার।

বড় প্রবৃদ্ধি হলেও মে মাসের রপ্তানি আয় লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি। এ মাসে ৫১২ কোটি ডলার সমমূল্যের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ঠিক করেছিল সরকার। পরিকল্পনার চেয়ে ৫ দশমিক ২৯ শতাংশ পিছিয়ে আছে আয়।

গত নভেম্বর থেকে টানা তিন মাস ৫ বিলিয়ন ডলারের বেশি পণ্য রপ্তানি করতে পেরেছিল বাংলাদেশ। এর মধ্যে ডিসেম্বর মাসে ৫৩৬ কোটি ৫২ লাখ ডলার আয় হয় রপ্তানি থেকে, যা একক মাসের হিসাবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।

এরপর জানুয়ারিতে ৫১৩ কোটি ৬২ লাখ ডলার এবং ফেব্রুয়ারিতে ৪৬৩ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়। মোট অংক ডিসেম্বরের তুলনায় কমলেও ওই দুই মাসে প্রবৃদ্ধি বজায় ছিল। কিন্তু মার্চ মাসে তাতে ছেদ পড়ে। আগের বছরের একই মাসের চেয়ে ২.৪৯ শতাংশ কম আয় করে বাংলাদেশ। রপ্তানি হয় ৪৬৪ কোটি ৩৯ লাখ ডলার।

এপ্রিলের ধাক্কা আরও বড় হয়। এই মাসে ৩৯৫ কোটি ৬০ লাখ ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ। আগের অর্থবছরের একই মাসের তুলনায় তা ছিল ১৬ দশমিক ৫২ শতাংশ কম।

আরও পড়ুন:
রেমিট্যান্সে উল্লম্ফন, রপ্তানি আয়ে ধীরগতি
রেমিট্যান্সের পর রপ্তানি আয়েও নিম্নগতি
বাংলাদেশের কচুর লতি-করলা গেল ভারতে

মন্তব্য

অর্থ-বাণিজ্য
Onion import permit from Monday

পেঁয়াজ আমদানির অনুমতি সোমবার থেকে

পেঁয়াজ আমদানির অনুমতি সোমবার থেকে ফাইল ছবি
সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে কৃষি মন্ত্রণালয়। পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সীমিত আয়ের, শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবসহ সব ভোক্তার স্বার্থরক্ষায় এ সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়।

বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার।

রোববার বিকেলে কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে কৃষি মন্ত্রণালয়। পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সীমিত আয়ের, শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবসহ সব ভোক্তার স্বার্থরক্ষায় এ সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়।

গত রমজান মাসের আগেও প্রতি কেজি পেঁয়াজ ৩০-৩৫ টাকায় কিনতে পেরেছেন ভোক্তারা। এরপর দফায় দফায় দাম বাড়িয়ে এখন ১০০ টাকায় বিক্রি করা হচ্ছে নিত্যপ্রয়োজনীয় এ পণ্য।

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ব্যবসায়ীদের সিন্ডিকেট পেঁয়াজের দাম আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। ক্রেতাসাধারণের কথা চিন্তা করে শেষ পর্যন্ত সরকার আমদানিরই সিদ্ধান্ত নিল।

আরও পড়ুন:
কৃষকের ক্ষতি করে পেঁয়াজ আমদানি নয়: কৃষিমন্ত্রী
পেঁয়াজ আমদানির জন্য চিঠি, দেখে সিদ্ধান্ত নেবে কৃষি মন্ত্রণালয়
বেনাপোল দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ

মন্তব্য

অর্থ-বাণিজ্য
Appointment of Observer on the Board of Directors in Progressive Life Insurance

প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সে পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক নিয়োগ

প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সে পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক নিয়োগ
সম্প্রতি বীমা উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মোহা. আব্দুল মজিদকে এ পদের নিয়োগ দেয়া হয় বলে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক নিয়োগ দেয়া হয়েছে।

সম্প্রতি বীমা উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মোহা. আব্দুল মজিদকে এ পদের নিয়োগ দেয়া হয় বলে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, প্রগ্রেসিভ লইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড বীমাদাবি যথাসময়ে পরিশোধ না করায় প্রতিনিয়ত গ্রাহকরা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষে অভিযোগ দাখিল করেছে। বীমাদাবি সমসয়মতো পরিশোধ না করার জন্য গ্রাহকদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হচ্ছে এবং বীমা শিল্পের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সব বিষয় কর্তৃপক্ষের গোচরীভূত হওয়ায় কোম্পানির পরিচালনাগত স্বচ্ছতা উন্নয়নের মাধ্যমে বীমা গ্রাহকদের বীমাদাবি পরিশোধের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা আবশ্য্ক। এ লক্ষ্যে বীমা উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মোহা. আব্দুল মজিদকে পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক নিয়োগ দেয়া হলো।

আরও পড়ুন:
৭ কার্যদিবসের মধ্যে জাহিনটেক্সের আয়করের তথ্য দেয়ার নির্দেশ
ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট আনছে ২০০ কোটি টাকার মিউচুয়াল ফান্ড
মার্জিন ঋণ সুবিধা বাড়াল বিএসইসি

মন্তব্য

অর্থ-বাণিজ্য
Bengal Polymer Wires Limited Partners Meet held

বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেডের পার্টনারস মিট অনুষ্ঠিত

বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেডের পার্টনারস মিট অনুষ্ঠিত বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেডের পার্টনারস মিট-২০২৩ শনিবার অনুষ্ঠিত হয়। ছবি: নিউজবাংলা
২০২২ সালের ব্যবসায়িক পর্যালোচনা এবং ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবিলায় সুদূরপ্রসারী পরিকল্পনা তৈরি করাই ছিল সম্মেলন আয়োজনের মূল উদ্দেশ্য।

বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেডের পার্টনারস মিট-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে ওই আয়োজন করা হয়। এতে সারা দেশের ডিলাররা অংশ নেন।

২০২২ সালের ব্যবসায়িক পর্যালোচনা এবং ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবিলায় সুদূরপ্রসারী পরিকল্পনা তৈরি করাই ছিল সম্মেলন আয়োজনের মূল উদ্দেশ্য।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান, সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন।

তিনি তার বক্তব্যে ভবিষ্যতে কীভাবে ব্যবসায়িক উন্নতি করা যায়, সে বিষয়ে দিকনির্দেশনা দেন।

সম্মেলনে ২০২২ সালের লক্ষ্যমাত্রা অর্জনকারী ডিলারদের উপহার দেয়া হয়।

সেই সঙ্গে ডিলারদের নিয়ে বিদেশ ভ্রমণের প্রতিশ্রুতি দেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ডিলাররা বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত জানান।

বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেডের সিওও আমির দাউদ কোম্পানির লক্ষ্য অর্জনে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।

সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রুপ হেড অব এইচ আর হাসান তৈয়ব ইমাম, হেড অব মার্কেটিং জোহেব আহমেদ, ডিজিএম সেলস মো. হারুন অর রশিদ (ফার্নিচার), ডিজিএম সেলস মো. ফজলে রাব্বি (হাউজওয়্যার)।

সম্মেলনের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।

আরও পড়ুন:
বেঙ্গল গ্রুপের পক্ষ থেকে শিশুদের জন্য রমজানের উপহার
বেঙ্গল পলিমারের বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত
টানা ১৩ বার রপ্তানি ট্রফি পেল বেঙ্গল প্লাস্টিকস     
বেঙ্গল প্লাস্টিকসের ওয়ার্ল্ড ট্যুর প্রতিযোগিতার পুরস্কার প্রদান
বেঙ্গল গ্রুপের ব্রেস্ট ক্যানসার নিয়ে সচেতনতা কর্মসূচি

মন্তব্য

অর্থ-বাণিজ্য
Planning Minister is not in favor of neglecting the capital market in the budget

বাজেটে পুঁজিবাজার উপেক্ষিতের পক্ষে নন পরিকল্পনামন্ত্রী

বাজেটে পুঁজিবাজার উপেক্ষিতের পক্ষে নন পরিকল্পনামন্ত্রী ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) যৌথ উদ্যোগে রোববার সিএমজেএফ অডিটরিয়ামে বাজেট পরবর্তী আলোচনা সভা হয়। ছবি: নিউজবাংলা
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘স্টক মার্কেট বাজেটে অবহেলিত এটি একটি বড় মেসেজ, আপনাদের পক্ষ থেকে আমি সংশ্লিষ্টদের কাছে এটি পৌঁছে দেব।’

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের মতো বিকাশমান অর্থনীতিতে মূলধনের জোগান দিতে পারে শক্তিশালী পুঁজিবাজার। তাই বাজেটে ক্যাপিটাল মার্কেট অবহেলিত হওয়া ঠিক নয়।

রোববার ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) যৌথ উদ্যোগে সিএমজেএফ অডিটরিয়ামে বাজেট পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই মন্তব্য করেন।

বাংলাদেশের অর্থনীতিকে ‘টিনেজারের’ সঙ্গে তুলনা করে মন্ত্রী বলেন, ‘আমাদের অর্থনীতি অত্যন্ত শক্তিশালী, এতে কোনো সন্দেহ নেই, আমাদের অর্থনীতি টিনেজার অর্থনীতি। টিনেজার হওয়ায় এর একটা উদ্যম রয়েছে, কিছুটা লাফালাফিও রয়েছে। তাই এটিকে নজরদারি করতে হচ্ছে। এটাকে ফিডিং করতে হচ্ছে। আর এই ফিডের প্রধান উপকরণই হচ্ছে ক্যাপিটাল।’

সিএমজেএফের সাধারণ সম্পাদক আবু আলীর সঞ্চালনায় ‘বাজেট ২০২৩-২৪: প্রেক্ষিত পুঁজিবাজার’ শীর্ষক সভায় সূচনা বক্তব্য দেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. ছায়েদুর রহমান।

সিএমজেএফের সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. হাফিজ মো. হাসান বাবু, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহীম, ডিবিএ প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও।

গত ১ জুন জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হয়।

প্রস্তাবিত বাজেটে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর হারের পার্থক্য বাড়ানোর দাবি করেন বিএমবিএ সভাপতি ছায়েদুর রহমান।

এ ছাড়া তিনি লভ্যাংশের ওপর দ্বৈত কর প্রত্যাহার, বন্ডের ওপর অগ্রীম চূড়ান্ত কর হিসেবে বিবেচনা করা, লেনদেন কর নামিয়ে শূন্য দশমিক শূন্য ১৫ শতাংশ করার দাবিও জানান তিনি।

ছায়েদুর রহমান বলেন, ‘পুঁজিবাজারের জন্য বাজেটের ভালো দিক হলো নতুন করে কোনো কিছু আরোপ করা হয়নি। তবে হতাশার ও খারাপ দিক হলো পুঁজিবাজারের জন্য কোনো প্রণোদনাই নেই, এমনকি পুঁজিবাজার সম্পর্কে কোনো আলোচনাও নেই।’

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএইসই) চেয়ারম্যান ড. হাফিজ মো. হাসান বাবু বলেন, ‘সরকারের একটু নীতি সহায়তা পেলে আমাদের পুঁজিবাজার অনেক কিছুই দিতে পারবে। এখানে সেই সম্ভাবনা রয়েছে। রাজস্ব আহরণ পুঁজিবাজার থেকেই বড় জোগান দিতে পারবে।’

চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহীম বলেন, ‘আমরা আশা করেছিলাম বাজেটে পুঁজিবাজার বিষয়ে কিছু থাকবে। কিন্তু এবারের প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারের জন্য কিছুই রাখা হয়নি। অথচ ব্যাংক দীর্ঘমেয়াদে বিনিয়োগের জন্য নয়, দীর্ঘমেয়াদে বিনিয়োগের জন্য পুঁজিবাজারের বিকল্প নেই।’

ডিবিএ প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও বলেন, ‘আমাদের অর্থনীতি এতোদিন গরিব দেশ হিসেবে কিছু সুযোগ-সুবিধা পেয়েছে। যখন আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হব, তখন আমরা অনেক সুযোগ হারাব। এ জন্য দেশের অর্থনীতিকে গতিশীল করতে হলে আমাদের ছোট ছোট কোম্পানিগুলোর দিকে নজর দিতে হবে এবং তাদের পুঁজি সংগ্রহের সুযোগ দিতে হবে।’

জিয়াউর রহমান বলেন, ‘বাজেটে যখন পুঁজিবাজারের উপস্থিতি থাকে না, তখন বিনিয়োগকারীদের কাছে একটি বার্তা যায়, সরকার পুঁজিবাজার নিয়ে ভাবছে না। আমরা আশা করব, প্রস্তাবিত বাজেট আলোচনায় এটি স্থান পাবে।’

এসব বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘স্টক মার্কেট বাজেটে অবহেলিত এটি একটি বড় মেসেজ, আপনাদের পক্ষ থেকে আমি সংশ্লিষ্টদের কাছে এটি পৌঁছে দেব। এ ছাড়া আমি আপনাদের দাবিগুলো শুনলাম, এগুলো নিয়ে আমি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করব।’

আরও পড়ুন:
দুর্নীতি ও অর্থপাচারের দুষ্টচক্র নিয়ন্ত্রণের নির্দেশনা নেই বাজেটে: টিআইবি
‘বাইসাইকেলে কর আরোপে চাপে পড়বে নিম্ন-মধ্যবিত্ত’
বাজেট গরিববান্ধব গণমুখী, সমালোচনা গৎবাঁধা: তথ্যমন্ত্রী
ভিক্ষার টাকা জড়ো করে বাজেট দিত বিএনপি: আইনমন্ত্রী
আইএমএফের পরামর্শে বাজেট করিনি: অর্থমন্ত্রী

মন্তব্য

অর্থ-বাণিজ্য
Conca Refrigerator won three awards in China

চীনে তিন পুরস্কার জিতল কনকা রেফ্রিজারেটর

চীনে তিন পুরস্কার জিতল কনকা রেফ্রিজারেটর চীনে তিনটি ক্যাটাগরিতে পুরস্কার জিতে কনকা। ছবি: কনকা
বিশ্বের ১৮০টিরও বেশি দেশে বিক্রি হওয়া রেফ্রিজারেটর ব্র্যান্ড কনকা তিনটি ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে।

চায়না রেফ্রিজারেটর ইন্ডাস্ট্রি সামিট ফোরামে তিনটি পুরস্কার জিতেছে কনকা রেফ্রিজারেটর।

গত ৫ মে চীনের স্টেট গ্রিড আয়োজিত ‘স্মার্ট বিউটি কিউআইএএন জার্নি-২৬’ শীর্ষক চায়না রেফ্রিজারেটর ইন্ডাস্ট্রি সামিট ফোরাম হয়।

বিশ্বখ্যাত ও চীনের মূলধারার রেফ্রিজারেটর ব্র্যান্ড এবং শিল্প সংস্থাগুলো যৌথভাবে শিল্পের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করার জন্য সম্মেলনে একত্রিত হয়েছিল। এতে ভোক্তার চাহিদার পরিবর্তন, পণ্যের বিকাশের দিকনির্দেশনা এবং রেফ্রিজারেটর শিল্পের টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

বিশ্বের ১৮০টিরও বেশি দেশে বিক্রি হওয়া রেফ্রিজারেটর ব্র্যান্ড কনকা তিনটি ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে।

কনকা রেফ্রিজারেটরের বাজার অর্ন্তদৃষ্টি, অত্যাধুনিক আরঅ্যান্ডডি, পণ্যের নতুনত্ব উদ্ভাবন এবং পণ্যের শক্তিমত্তার গুণে চীনের রেফ্রিজারেটর শিল্পে ইনোভেটিভ বিল্ট-ইন অ্যাসথেটিক ব্র্যান্ড-২০২৩ পুরস্কার জিতেছে।

চায়না রেফ্রিজারেটর ইন্ডাস্ট্রি লিডিং লং-অ্যাকটিং ফ্রেশনেস প্রিজারভেশন প্রোডাক্ট-২০২৩ পুরস্কার জিতেছে কনকা রেফ্রিজারেটরের দ্বিগুণ ১৫ দিনের পরিবেশগত অরজিনাল ফ্রেশ প্রযুক্তি। এ ছাড়া চায়না রেফ্রিজারেটর ইন্ডাস্ট্রি অ্যাক্সিলেন্ট চ্যানেল পারফরম্যান্স প্রোডাক্ট-২০২৩ ক্যাটাগরিতে পুরস্কার জিতে কনকার জীবাণুমুক্ত ক্লিন টেস্ট ফ্রেশ প্রযুক্তি।

ইলেক্ট্রো মার্ট গ্রুপের হাত ধরে কনকা ফ্রিজের যাত্রা বাংলাদেশে শুরু হয় ১৯৯৮ সালে। কনকা ফ্রিজে রয়েছে ব্লু-জোন অ্যান্ড ভিটামিন ফ্রেশ টেকনোলজি, যা সংরক্ষিত খাবারকে বাগানের খাবারের মতো সতেজ রাখতে সহায়তা করে।

কনকা ফ্রিজে অ্যাকটিভ কার্বন ডিওডোরাইজার টেকনোলজি ব্যাকটেরিয়াগুলোকে ডিঅ্যাকটিভ করে দেয়, যে কারণে দীর্ঘদিন পর্যন্ত ফ্রিজে খাবারের স্বাদ-গন্ধ একই রকম থাকে এবং একটি খাবারের গন্ধ অন্য খাবারে মিশ্রিত হয় না। এ ছাড়া কনকা ফ্রিজের সবজি বক্সে হিউমিডিটি কন্ট্রোলার নামে একটি টেকনোলজি আছে, যার কারণে সবজি সতেজ রাখার জন্য যতটুকু হিউমিডিটি দরকার ততটুকুই প্রবেশ করে। এর কারণে দীর্ঘদিন পর্যন্ত সবজি সতেজ থাকে।

মন্তব্য

p
উপরে