সিঙ্গেলস ডেতে বিশ্বের বৃহত্তম অনলাইন বিক্রির প্রস্তুতি নিচ্ছে চীনের ৩০ লাখ শ্রমিক, চার হাজার বিমান ও কার্গো জাহাজ।
দেশটিতে সিঙ্গেলস ডে বা ১১ নভেম্বরে ২৪ ঘণ্টা অনলাইনে কেনাকাটার ধুম লাগে।
গত বছর এই দিনে ১৯০ কোটি পণ্য অর্ডার ও ডেলিভারি করা হয়।
তবে এ বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অনলাইন কেনাকাটায় রেকর্ড হতে পারে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।
বিভিন্ন পণ্যের মধ্যে রোবট ক্লিনার, ভ্যাকুয়াম ও টুলবক্সের চাহিদা বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
করোনায় চীনের লাখ লাখ নাগরিক দেশের বাইরে কেনাকাটায় যেতে না পারায় বিলাসদ্রব্য কিনতে তারা অনলাইনে ঝাঁপিয়ে পড়বেন। একে বিশেষজ্ঞরা ‘প্রতিশোধমূলক ব্যয়’ (রিভেঞ্জ স্পেনডিং) হিসেবে আখ্যা দিয়েছেন।
সাংহাইভিত্তিক ই-কমার্স পরামর্শক সংস্থা এজেন্সি চায়নার মাইকেল নরিস বলেন, ‘আমরা অনুমান করছি, করোনাসৃষ্ট বিদ্যমান আন্তর্জাতিক বিধিনিষেধের কারণে চীনের ভোক্তারা বিলাসদ্রব্য অনলাইনে কিনবেন।’
চীনে সিঙ্গেলস ডে ‘১১.১১’ বা ‘ডাবল ১১’ হিসেবেও পরিচিত। ভেলেন্টাইন দিবসের বিপরীতে অনলাইন রিটেলার আলিবাবা সিঙ্গেলস ডের প্রবর্তন করে।
আলিবাবার প্রতিদ্বন্দ্বী জেডি ডটকম সিঙ্গেলস ডেতে একই ইভেন্ট পরিচালনা করে। তবে মালামাল বিক্রি ও রাজস্ব বিচারে আলিবাবার সিঙ্গেলস ডেতে কেনাবেচা জেডি ডটকমের চেয়ে বেশি।
বুধবার চীনে তিন লাখ ৫০ হাজারেরও বেশি স্থানীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য কেনাবেচা হবে। এ সময় গাড়ি, বাড়িও বিক্রি হবে।
ব্রিটিশ কলম্বিয়ায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার প্রমাণ কানাডার হাতে রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ ঘটনায় ভারতীয় এজেন্টরাই জড়িত বলে ফের মন্তব্য করে তিনি জানিয়েছেন, তবে নিজ্জর হত্যার প্রমাণ কানাডা ফাঁস করবে না।
বিবিসি জানায়, গত বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ট্রুডো ভারতের বিরুদ্ধে তার অভিযোগের পুনরাবৃত্তি করেন। তিনি বলেন, কানাডার মাটিতে কানাডীয় নাগরিক শিখ নেতা নিজ্জর হত্যায় ভারতীয় সরকারের এজেন্টদের জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে।
বিবিসি জানায়, গত ১৮ জুন কানাডায় খলিস্তানপন্থি আন্দোলনকারী শিখ নেতা হরদীপ সিংহ নিজ্জর খুন হন। তিনি ছিলেন খলিস্তানপন্থি সংগঠন ‘খলিস্তান টাইগার ফোর্স’ বা কেটিএফের প্রধান তথা কানাডার সারের গুরু নানক শিখ গুরুদ্বার সাহিবের প্রধান। দুই অজ্ঞাতপরিচয় আততায়ী ৪৬ বছরের নিজ্জরকে গুলি করে খুন করেন। শুরু থেকেই কানাডা সরকারের দাবি, এই হত্যাকাণ্ডে ভারতের ‘হাত’ রয়েছে। গত সোমবার পার্লামেন্টের জরুরি অধিবেশনে প্রথম ভারতের এজেন্টদের জড়িত থাকার ব্যাপারে সরাসরি অভিযোগ তোলেন ট্রু়ডো। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় এক কূটনীতিককে বহিষ্কার করে ট্রুডো সরকার। এদিকে, ভারত কানাডার এ অভিযোগকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, ‘কানাডা যে অভিযোগ করেছে, কিন্তু আমাদের মনে হয়েছে, এ অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা মনে করি, তাদের অভিযোগ পক্ষপাতপূর্ণ।’
তিনি বলেন, ‘অভিযোগ করার আগে বা পরে কানাডা কোনো তথ্যপ্রমাণ ভারতকে দেয়নি। আমরা বলেছি, কোনো নির্দিষ্ট তথ্য পেলে দেখব। এখনো কিছু পাইনি। আমাদের তরফ থেকে কানাডাকে কিছু ব্যক্তির ভারতবিরোধী কাজের নির্দিষ্ট তথ্য দিয়েছি। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।’
অরিন্দম বাগচি বলেন, ‘আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে এ বিষয়সহ নানা বিষয়ে কথা বলেছি এবং বলছি। আমরা আমাদের অবস্থানের কথা জানিয়েছি।'
শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড ঘিরে কানাডার সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। কানাডা খালিস্তানপন্থি আন্দোলনকারীদের সমর্থন করে তাদের আশ্রয় দেয় বলে অভিযোগ ভারতের। ভারত গত বুধবার বিচ্ছিন্নতাবাদী এবং দুষ্কৃতি নেটওয়ার্কে জড়িত ৪৩ জনের তালিকা কানাডা সরকারকে পাঠিয়েছে। এতে অভিযোগ করা হয়েছে, ভারতে ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা অনেকেই কানাডায় গিয়ে আশ্রয় নিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানায়, কানাডায় বহু ভারতীয় বাস করেন। দেশটির মোট জনসংখ্যা ৩ কোটি ৭০ লাখ। তার মধ্যে অন্তত ১৪ লাখ ভারতীয় আছেন। উচ্চশিক্ষা কিংবা চাকরির সূত্রে ভারত থেকে তারা কানাডায় গেছেন। কানাডায় প্রবাসী ভারতীয়ের সংখ্যা মোট জনসংখ্যার ৩.৭ শতাংশ। কানাডায় প্রবাসী ভারতীয়দের মধ্যে অনেকেই শিখ ধর্মাবলম্বী। সেখানে ৭ লাখ ৭০ হাজার শিখ রয়েছেন, যা দেশটির মোট জনসংখ্যার ২ শতাংশ। ভারতে শিখদের অনুপাত কানাডার চেয়ে কম। ভারতের মোট জনসংখ্যার বিচারে শিখদের সংখ্যা মাত্র ১.৭ শতাংশ। কানাডায় জাস্টিন ট্রুডোর সরকার গঠনে শিখদের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিখরা কানাডার রাজনীতিতেও যথেষ্ট সক্রিয়। কানাডার হাউস অব কমন্সে ১৮ জন শিখ সাংসদ রয়েছেন। শতাংশের বিচারে যা ভারতের চেয়েও বেশি। তাই ট্রুডো বা কানাডার কোনো রাজনৈতিক দলই শিখদের চটাতে চান না।
আরও পড়ুন:বছরের পর বছর ধরে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে বিদ্ধস্ত ও ক্ষতিগ্রস্ত সিরিয়ার অর্থনীতি পুনরুদ্ধারে সার্বিক সহযোগিতার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছে চীন। এ কর্মকাণ্ডে ইরান ও সৌদি আরবের সঙ্গে চীন একটি কৌশলগত অংশীদারত্বে যেতে চায় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি চিনপিং।
শুক্রবার পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের রাজধানী হ্যাংঝুতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে করা বৈঠকে একথা জানান চিনপিং।
মি. আসাদকে চিনপিং বলেন, ‘সিরিয়ায় চলমান অস্থিতিশীলতা ও অনিশ্চিত রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল করতে দেশটির জনগণের পাশে থাকতে চায় বন্ধু চীন। এছাড়া ন্যায়বিচার ও ন্যায্যতা পাওয়ায় আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের ব্যাপারেও চীন সিরিয়াকে সহযোগিতা করবে।
‘চীন সিরিয়ায় বিদেশি হস্তক্ষেপ, একতরফা গুণ্ডামি ও সিরিয়া-বিরোধিতাকে সমর্থন করে না। সেইসঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত দেশটির পুনর্গঠনে যথাসম্ভব সহযোগিতা করা হবে।’
পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে গত এক দশকেরও বেশি সময় ধরে বিশ্ব কূটনীতি থেকে একপ্রকার ‘একঘরে’ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তবে এই অচলাবস্থার অবসান এবং নিজ দেশের বাণিজ্যিক সম্পর্ক বাড়িয়ে অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টায় বর্তমানে এক সফরে চীনে রয়েছেন দেশটির প্রেসিডেন্ট।
বৈঠকে বৈশ্বিক নিরাপত্তা উন্নয়ন প্রচেষ্টার অংশ হিসেবে প্রাচীন সিল্ক রোড-সংলগ্ন অবকাঠামোগত অর্থনৈতিক উন্নয়নে সমর্থন জানিয়েছে চীন। এ ছাড়া অন্যান্য আরব দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বাড়াতেই চীন সিরিয়াকে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
এ ব্যাপারে চিনপিং বলেন, “চীন আঞ্চলিক ও বিশ্বশান্তি স্থাপন প্রচেষ্টার পাশাপাশি বৈশ্বিক উন্নয়নেও ইতিবাচক অবদান রাখতে চায়। এ কারণে আমরা ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের’ মাধ্যমে সিরিয়ার সঙ্গে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।”
তবে কূটনীতিকদের সন্দেহ, সিরিয়ার দুর্বল নিরাপত্তা ও ভয়াবহ আর্থিক পরিস্থিতির সুযোগ নিয়ে দেশটিতে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে চায় চীন। এ কারণেই সিরিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে নজর দিয়েছে দেশটি।
২০১১ সালে বাশার আল আসাদের ক্ষমতায় থাকাকালে একটি ভয়াবহ গৃহযুদ্ধে জড়ায় সিরিয়া। ওই ঘটনায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়। এছাড়াও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে অন্য দেশে শরণার্থী হিসেবে মানবেতর জীবনযাপন করছেন। ঘটনাটির পর সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র-সমর্থিত পশ্চিমা রাষ্ট্রগুলো। তবে রাশিয়া ও ইরানের প্রত্যক্ষ মদদে এখনও টিকে রয়েছে আসাদ সরকার।
২০২০ সালে পশ্চিমারা সিরিয়ায় সহযোগিতা বন্ধ রাখতে একটি আইন জারি করে। সিজার আইন নামের ওই আইনটিতে বলা হয়, দেশটিতে কোনো ধরনের বিনিয়োগ করলে বিনিয়োগকারী প্রতিষ্ঠান বা রাষ্ট্রের সকল সম্পদ জব্দ করা হবে।
ফলে সিরিয়াকে চীনের এ ধরনের সমর্থন বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আরও পড়ুন:রাশিয়ার সঙ্গে দ্বন্দ্বের জেরে অনিশ্চয়তার মধ্যেই কৃষ্ণ সাগর হয়ে মিশরের পথে যাত্রা করল গমবাহী একটি বড় জাহাজ।
১৭ হাজার ৬০০ টন গম নিয়ে এই জাহাজটি মিশরের উদ্দেশে ওডেসার চোরনোমর্স্কে বন্দর ছেড়েছে বলে ইউক্রেনের উপ প্রধানমন্ত্রী অলেক্সান্ডার কুব্রাকভ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানিয়েছেন।
রয়টার্স বলছে, সম্প্রতি নতুন রুট দিয়ে কয়েকটি কার্গো জাহাজ ইউক্রেনে পৌঁছায়। এরপর ইউক্রেনের বন্দর থেকে খাদ্যশস্য বহন করে রওনা হতে শুরু করে এই জাহাজগুলো। চলতি সপ্তাহে এর আগে আরও একটি জাহাজ ৩ হাজার গম নিয়ে ইউক্রেনের বন্দর ছেড়েছে।
যুদ্ধের প্রতিদ্বন্দ্বি রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চুক্তির চেষ্টা ব্যর্থ ও রাশিয়ার পক্ষ থেকে নিরাপত্তা দেয়ার বিষয়টি নিয়ে কোনো নিশ্চয়তা না পাওয়ার মধ্যেই কিছুদিন আগে অস্থায়ী মানবিক করিডোর গড়ে তোলে ইউক্রেন।
এরপর প্রথম বারের মতো কোনো বেসামরিক জাহাজ ইউক্রেনে পৌঁছায়। নতুন যে রুটে খাদ্যশস্য বহন করা হচ্ছে, এ রুট দিয়ে এর আগে শুধু ইউক্রেনের জাহাজই যাতায়াত করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইউক্রেনের উপ প্রধানমন্ত্রী সম্প্রতি আসা দুই জাহাজ নিয়ে জানান, আফ্রিকা এবং আরোয়াট মহাসাগরীয় দ্বীপ দেশ পালাউয়ের পতাকা উড়িয়ে যাত্রা করেছে এসব জাহাজ। এতে ইউক্রেন, তুরস্ক, আজারবাইজান এবং মিশরের জনবল রয়েছেন।
ইউক্রেনীয় বন্দরগুলো থেকে শস্য রপ্তানির সুবিধা দেয়- এমন একটি জাতিসংঘ-সমর্থিত চুক্তি রাশিয়া ত্যাগ করার পর ইউক্রেনীয় কর্মকর্তারা সামুদ্রিক করিডোর ঘোষণা করে নতুন এই রুটের কথা জানান।
অবশ্য মস্কো বলছে, যে চুক্তির আওতায় খাদ্য ও সার রপ্তানির হওয়ার কথা তা মানা হয়নি। বরং পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো বিষয়টিকে সীমাবদ্ধ করছে।
এর পর পর থেকে রাশিয়া ইউক্রেনে আসা বেসামরিক জাহাজগুলোকে সম্ভাব্য সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করার হুমকি দিয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে রাশিয়ার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র দিয়ে ওডেসায় অবস্থান করা জাহাজে হামলা চালানোর জন্য অভিযুক্ত করেছে যুক্তরাজ্য।
ইউক্রেন সূর্যমুখী তেল, বার্লি, ভুট্টা এবং গমের মতো ফসলের বিশ্বের বৃহত্তম সরবরাহকারী। এ দেশ থেকে এসব খাদ্যপণ্য রপ্তানির পথ বন্ধ হওয়ার প্রভাব পড়েছে বিশ্বজুড়েই।
বেশ কিছুদিন ধরে সীমান্তে অবস্থান নেয়ার পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রাশিয়া। ওই সময় রাশিয়ার নৌবাহিনী কৃষ্ণ সাগর বন্দরগুলো অবরোধ করলে রপ্তানির জন্য প্রস্তুত ২০ মিলিয়ন টন শস্য আটকে যায়।
এতে বিশ্বে খাদ্যের দাম বেড়ে যায় এবং মধ্যপ্রাচ্য ও আফ্রিকান দেশগুলোতে ঘাটতি দেখা দেয়। এসব দেশ ছাড়া অনেক দেশই এ নিয়ে ক্ষতির সম্মুখীন হয়।
চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের নামে মামলা করেছেন জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘গেম অফ থ্রোনস’ (গট) লেখক জর্জ আরআর মার্টিন ও লেখক জন গ্রিশাম।
বিবিসির শুক্রবারের প্রতিবেদনে বলা হয়, দুই লেখকের দাবি, সিস্টেমকে প্রশিক্ষণ দিতে গিয়ে চ্যাটজিপিটি লেখকদের মেধাস্বত্ব লঙ্ঘন করেছে।
মার্টিন তার ফ্যান্টাসি উপন্যাস সিরিজ ‘আ সং অফ আইস অ্যান্ড ফায়ার’ দিয়ে খ্যাতি অর্জন করেন। পরবর্তী সময়ে এ উপন্যাস অবলম্বনে ২০১১ সালে এইচবিওতে নির্মাণ হয় গেম অব থ্রোনস শো, যা বিশ্বজুড়ে জনপ্রিয়তা লাভ করে।
চ্যাটজিপিটি ও অন্যান্য লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো (এলএলএম) অনলাইনে ডেটা বিশ্লেষণের মাধ্যমে নিজেদের প্রশিক্ষণ দেয়।
মামলায় দাবি করা হয়, চ্যাটজিপিটিকে আরও স্মার্ট করে তুলতে লেখকদের অনুমতি ছাড়াই তাদের বই ব্যবহার করা হয়েছে।
এদিকে ওপেনএআই কর্তৃপক্ষ জানায়, তারা লেখকের মেধাস্বত্বের প্রতি সম্মান জানায় ও বিশ্বাস করে যে, এআই প্রযুক্তির মাধ্যমে তারাও উপকৃত হবেন।
মামলায় পক্ষভুক্ত হয়েছেন জোনাথন ফ্রানজেন, জোডি পিকো ও জর্জ সন্ডাজের মতো লেখকরাও।
লেখকদের হয়ে কাজ করা ট্রেড গ্রুপ ‘অথরস গিল্ড’ নিউ ইয়র্কের ম্যানহাটন ফেডারেল আদালতে মামলা করে।
ওপেনএআইয়ের এক মুখপাত্র বলেন, ‘আমরা বিশ্বের অনেক নির্মাতার সঙ্গে ফলপ্রসূ আলোচনা করছি। আমরা এআই নিয়ে তাদের উদ্বেগের কারণগুলো বুঝতে এক হয়ে কাজ করছি।’
মামলার বিবরণে পুরো গণমাধ্যম শিল্পে এআই নিয়ে উদ্বেগের বিষয়টি উল্লেখ করে বলা হয়, ‘এ ধরনের প্রযুক্তি মানুষের লেখা কনটেন্টের জায়গা করে নিচ্ছে।’
মামলায় ওপেনএআইয়ের বিরুদ্ধে ‘বড় ধরনের পরিকল্পিত চুরির’ অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন:ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথে তিন নারীকে তাদের পরিবারের সদস্যদের সামনে ধর্ষণের অভিযোগ উঠেছে।
পুলিশের বরাত দিয়ে ইন্ডিয়া টুডের শুক্রবারের প্রতিবেদনে বলা হয়, বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্তদের কাছে ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র ছিল।
পুলিশ জানায়, ওই রাতে চার পুরুষ এক বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে তিন নারীকে তাদের সামনেই ধর্ষণ করেন। অভিযুক্তরা টাকা, গয়নাও নিয়ে যান।
ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে একই রাতে এক দম্পতির বাড়িতে ঢুকে স্বামী-স্ত্রীর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় স্ত্রীর মৃত্যু হয়। তারা ওই বাসা থেকে কিছু টাকা ও মোবাইল ফোন নিয়ে যান।
আলাদা এ দুটি ঘটনায় একই ব্যক্তিদের জড়িত থাকার বিষয়ে সন্দেহ করছে পুলিশ।
পানিপথের মাতলাউদা থানার স্টেশন হাউস অফিসার বিজয় বলেন, ‘দুটি ঘটনাই একই গ্রামে ঘটেছে। তদন্ত চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।’
আরও পড়ুন:জাম্বিয়ায় প্রত্নতাত্ত্বিকরা প্রাচীন একটি কাঠের শিল্পকর্ম আবিষ্কার করেছেন যা প্রায় অর্ধ মিলিয়ন (পাঁচ লাখ) বছর পুরানো বলে ধারণা করা হচ্ছে।
সিএনএনের খবরে বলা হয়, জাম্বিয়ার একটি নদীর তীরে পাওয়া ওই শিল্পকর্মটি সাধারণ কাঠামোর কাঠের ওপর তৈরি। দুটি কাঠের লগ দিয়ে জোড়া লাগানো ক্যানভাসে ফুটে উঠেছে শিল্পীর হাতের কাজ।
এ বিষয়ে যুক্তরাজ্যের অ্যাবেরিস্টউইথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পৃথিবী বিজ্ঞানের অধ্যাপক জিওফ ডুলার বলেন, ‘আধা মিলিয়ন বছর ধরে শিল্পকর্মটি যে স্থানে ছিল সেখানেই রয়ে গেছে। সবচেয়ে অসাধারণ বিষয় এই যে, সেটি এখনও অক্ষত রয়েছে।’
২০১৯ সালে যে দলটি এ শিল্পকর্ম আবিষ্কার করে তার সদস্য ছিলেন অধ্যাপক জিওফ ডুলার।
প্রস্তর যুগের মানুষ যে যাযাবর ছিলেন, সে ধারণাটিকে নতুন আবিষ্কৃত এ শিল্পকর্মটি চ্যালেঞ্জ করছে বলে জানান ডুলার।
এর আগে পাওয়া সবচেয়ে প্রাচীন কাঠের শিল্প নিদর্শনটি (চরা এবং শিকারের জন্য কাঠের সরঞ্জাম) প্রায় ৪,০০,০০০ বছর আগের বলে দাবি গবেষকদের। আর সবচেয়ে পুরানো কাঠের শিল্পকর্ম হিসেবে পরিচিত যে শিল্পকর্মটি (পালিশ করা তক্তার পুরানো টুকরো ), তা প্রায় ৭,৮০,০০০ বছর পুরনো বলে দাবি গবেষকদের।
আরও পড়ুন:পোশাক বিধি অমান্যে সর্বোচ্চ ১০ বছর সাজার বিধান রেখে একটি বিল পাস করেছ ইরানের পার্লামেন্ট।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, বুধবার পাস হওয়া বিলটিকে আইনে পরিণত করতে অনুমোদন দরকার ইরানের ‘গার্ডিয়ান কাউন্সিলের’।
ইরানের পার্লামেন্ট সদস্যরা ‘হিজাব ও সতীত্ব বিল’ নামের বিলটির পক্ষে ভোট দেন।
প্রস্তাবিত আইনটিতে বলা হয়, জনসমক্ষে ‘অনুপযুক্ত’ পোশাক পরা নারীকে দেশের আইন অনুযায়ী ‘চতুর্থ মাত্রার’ শাস্তি দেয়া হবে।
বিলে নির্দিষ্ট বিধান অমান্যকারী নারীদের পাঁচ থেকে ১০ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১৮ কোটি থেকে ৩৬ কোটি রিয়াল জরিমানা করা হবে।
বিলটি এখন ‘গার্ডিয়ান কাউন্সিলের’ অনুমোদনের জন্য পাঠানো হবে। এ কাউন্সিল আলেম ও আইনবিদদের নিয়ে গঠিত।
বিলটিকে সংবিধান ও শরিয়াহর সঙ্গে অসঙ্গতিপূর্ণ মনে করলে এতে ভেটো দেয়ার ক্ষমতা রয়েছে কাউন্সিলের।
২০২২ সালে হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর ঘটনার এক বছর পর পোশাক বিল পাস করা হয়। মাহসাকে ‘অনুপযুক্ত’ হিজারের জন্য আটক করেছিল পুলিশ।
মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে ইরানের নারীরা তাদের মাথার স্কার্ফ পুড়িয়েছে যা দেশব্যাপী বিক্ষোভর সৃষ্টি করেছে। ওই সময় নিরাপত্তা বাহিনীর কঠোর ব্যবস্থায় কয়েক শ মানুষ প্রাণ হারান।
ইরানের আইন অনুযায়ী দেশটির শরিয়ার ব্যাখ্যার ওপর ভিত্তি করে, বয়ঃসন্ধির ঊর্ধ্বে সব মেয়ে ও নারীদের অবশ্যই তাদের চুল হিজাব দিয়ে ঢেকে রাখতে হবে। একই সঙ্গে মুখ ও শরীর ঢাকতে তাদের ঢিলেঢালা পোশাক পরতে হবে।
বর্তমানে যারা দেশের পোশাক সংক্রান্ত আইন মানছেন না, তাদের ১০ দিন থেকে দুই মাসের জেল বা ৫ হাজার থেকে ৫০ হাজার রিয়াল জরিমানা করা হচ্ছে।
মন্তব্য