আমদানি, উৎপাদন ও বিপণন – তিন স্তরে তিন দফায় ভ্যাট নেওয়া হয় ভোজ্যতেলের ওপর। বাজারে উর্ধ্বমুখী দামের কারণে এখন উৎপাদকেরা বলছেন, পণ্যটির ওপর এক স্তরে ভ্যাট চালু করা হোক।
এ দাবি যৌক্তিক মনে করছে বাণিজ্য মন্ত্রণালয়। গত সপ্তাহে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে চিঠিতে একস্তরের ভ্যাট আদায়ের পদ্ধতিতে একটা গ্রহণযোগ্য সিলিং নির্ধারণ করে দেয়ার সুপারিশ করা হয়েছে।
অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের আমদানি পর্যায়ে বর্তমানে ১৫ শতাংশ ভ্যাট ছাড়াও ৫ শতাংশ অগ্রিম কর রয়েছে। উৎপাদন পর্যায়েও মূল্য সংযোজনের ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হচ্ছে। এছাড়া ব্যবসায়ী পর্যায়ে মূল্য সংযোজনের ওপর ১৫ শতাংশ অথবা সর্বোচ্চ খুচরা মূল্যের ওপর ৫ শতাংশ হারে ভ্যাট আদায় করা হচ্ছে।
আগে একস্তরে শুধু আমদানি পর্যায়ে ১৫ শতাংশ হারে ভ্যাট দিলেই চলত। ২০১৩-১৪ অর্থবছর থেকে ৩০ জুন, ২০১৯ পর্যন্ত এ সুযোগ বহাল ছিল। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্তে এরপর সেটি তুলে নেয়া হয়।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এই সিলিং নির্ধারণ প্রসঙ্গে বলেছে, শুধুমাত্র আমদানি পর্যায়ে অপরিশোধিত প্রতি টন ভোজ্যতেলের ওপর একস্তরে ১৬ হাজার টাকা ভ্যাট নির্ধারণ করা যেতে পারে।
এ প্রসঙ্গে বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘সম্প্রতি ভোজ্যতেলের দাম কিছুটা বেড়েছে। এ বাড়তি দামের পেছনে আন্তর্জাতিক বাজার পরিস্থিতির পাশাপাশি ভোজ্যতেলে তিন স্তরে ভ্যাট পদ্ধতিকেও দায়ী করা হয়।’
তিনি বলেন, ‘মন্ত্রণালয় থেকে দাম ও ভ্যাট পদ্ধতি পর্যালোচনা করতে ট্যারিফ কমিশনকে বলা হয়েছে। এ বিষয়ে ট্যারিফ কমিশন যে সুপারিশ দিয়েছে, সে অনুযায়ী পদক্ষেপ নিতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এনবিআরের কাছে অনুরোধ করা হয়েছে।’
নানা ধরনের তেলের মধ্যে দেশে সয়াবিন ও পাম অয়েলের ব্যবহার সবচেয়ে বেশি। দেশে পণ্যটি আমদানিনির্ভর এবং আন্তর্জাতিক দামের সঙ্গে সম্পর্কিত হওয়ায় তিন স্তর পদ্ধতিতে ভ্যাটের হার ঠিক রাখা যাচ্ছে না। এর প্রভাব পড়ছে স্থানীয় বাজারেও।
এক মাসেরও বেশি সময় ধরে ভোজ্যতেলের বাজারে উর্ধ্বগতি চলছে। বিশ্ববাজারে উর্ধ্বগতির কারণ দেখিয়ে উৎপাদকেরা মোড়কজাত ও খোলা সব ধরনের তেলের দাম লিটারে বাড়িয়ে দিয়েছেন ১০ টাকা। করেনার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামে বিপাকে পড়েছেন ক্রেতা-ভোক্তা। পরিস্থিতি সামলাতে সরকারকে হস্তক্ষেপ করতে হয়। শেষ পর্যন্ত খোলা তেলে দাম লিটারে দুই টাকা কমানো হলেও বোতলজাতে দাম অপরিবর্তিতই থেকে যায়।
ট্যারিফ কমিশন ও বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সূত্রমতে, দেশে ছোট-বড় ১২টি উৎপাদক ও পরিশোধন কিংবা আমদানিকারক প্রতিষ্ঠান ভোজ্যতেলের বাজারে প্রতিনিধিত্ব করছে।
এসব প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে বছরে ৮ লাখ টন অপরিশোধিত সয়াবিন ও ১২ লাখ টন পরিশোধিত ও অপরিশোধিত পাম তেল আমদানি করা হয়। অপরিশোধিত সয়াবিনের ৩০ ভাগ প্যাকেটজাত মোড়কে এবং ৭০ শতাংশ খোলা অবস্থায় বাজারজাত হয়। আর পামতেলের ১০ ভাগ প্যাকেটজাত এবং ৯০ শতাংশ খোলা বাজারজাত হয়।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এক স্তরে ভ্যাট নির্ধারণে উৎপাদকদের পাঠানো প্রস্তাবটি পর্যালোচনা করে দেখেছে। কমিশন জানিয়েছে, ‘আন্তর্জাতিক বাজারে দাম অনুযায়ী প্রতি টন অপরিশোধিত সয়াবিনে সর্বোচ্চ ৮৫০ ডলার ও অপরিশোধিত পাম অয়েলে ৮০০ ডলার মানদণ্ড ধরে এক স্তরে ভ্যাট নির্ধারণ সম্ভব।’
কমিশন সূত্রে আরও জানা গেছে, ‘শুধুমাত্র আমদানি পর্যায়ে অপরিশোধিত প্রতি টন ভোজ্যতেলের ওপর এক স্তরে ১৬ হাজার টাকা ভ্যাট নির্ধারণ যুক্তিযুক্ত হবে। ভ্যাট আদায়ে এই সিলিং নির্ধারণ করা হলে সরকারের রাজস্বের যেমন কোনো ক্ষতি হবে না, তেমনি এ পদ্ধতি চালু হলে বাজার স্থিতিশীল রাখা সম্ভব হবে। এতে ঝামেলা কমবে ভ্যাট আদায়েও।’
কমিশনের সদস্য (বাণিজ্য নীতি বিভাগ) শাহ মো. আবু রায়হান আল বেরুনী এ প্রসঙ্গে নিউজবাংলাকে বলেন, ‘প্রস্তাবটি ভোক্তার স্বার্থসংশ্লিষ্ট। আমরা অভ্যন্তরীণ ও বৈশ্বিক বাস্তবতায় প্রস্তাবটির ওপর সবরকম পর্যালোচনা করে যে করণীয় পেয়েছি, তা বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারকে পরবর্তি পদক্ষেপ নিতে প্রয়োজনীয় সুপারিশ করেছি।’
এ প্রসঙ্গে সিটি গ্রুপের ব্যবস্থাপক (অর্থ) বিশ্বজিৎ সাহা নিউজবাংলাকে বলেন, ‘ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল হলেই উৎপাদকদের দায়ী করা হয়। কিন্তু কেউ জানতে চায় না বিশ্ববাজারের পরিস্থিতি কি এবং দেশে পণ্যটির ওপর ভ্যাটের চাপই বা কতটা আছে?’
তিনি দাবি করেন, একস্তরে ভ্যাট আদায়ের প্রস্তাব ভোক্তার স্বার্থে। বাকি সিদ্ধান্ত সরকারের ওপর নির্ভর করছে। তবে প্রস্তাবটি আমলে নিলে ক্রেতা-ভোক্তা, আমদানিকারক, উৎপাদক ও বিক্রেতা সবার জন্যই মঙ্গলজনক হবে।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিনা বিচারে প্রায় ১৫ মাস কারাগারে আটক থাকার পর চলতি বছরের ২০ নভেম্বর মুক্তি পান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী খাদিজাতুল কুবরা।
কারামুক্ত হলেও নানা রোগে আক্রান্ত হয়ে অনেকটা কষ্টেই দিন পার করছেন তিনি। এখনও ঠিক হয়নি মানসিক অবস্থাও, তবে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রমে নিয়মিত হয়েছেন তিনি। স্বাভাবিক শিক্ষাজীবন নিশ্চিত করতে শিক্ষকরাও দিয়েছেন পাশে থাকার আশ্বাস।
খাদিজার পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন কারাভোগের ফলে মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন খাদিজা। কারাগারে থাকা অবস্থাতেই কিডনিতে পাথরসহ মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন তিনি। কারামুক্তির পর দফায় দফায় ডাক্তার দেখানোর পর চিকিৎসা চললেও এখনও শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। তবে খাদিজাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন পরিবারের সদস্যরা।
তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে উন্নত চিকিৎসাসহ মানসিকভাবে শক্ত করে তোলার প্রয়াস চালাচ্ছেন তারা।
এ বিষয়ে খাদিজার বড় বোন সিরাজুম মুনিরা বলেন, ‘খাদিজার কিডনিতে পাথর হয়েছে। সে শারীরিকভাবে এখনও অনেক অসুস্থ। আমরা ডাক্তার দেখিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা চালাচ্ছি। মানসিকভাবেও সাপোর্ট দেয়ার চেষ্টা করছি।’
খাদিজার সহপাঠী ও বন্ধুরা জানান, কারামুক্তির দিনই সরাসরি বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় বসেছিলেন খাদিজা। এর পর দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের সব পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি। মঙ্গলবার তার তাত্ত্বিক পরীক্ষা শেষ হয়েছে। পড়াশোনাসহ সব বিষয়েই খাদিজাকে সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন তার সহপাঠীরা।
স্বাভাবিক পরিবেশ গড়ে তুলে খাদিজাকে মানসিকভাবে শক্ত করে তুলতেও সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন তারা।
খাদিজার বান্ধবি নাসরিন নাইমা বলেন, ‘খাদিজা এখন দ্বিতীয় বর্ষের সঙ্গে পরীক্ষা দিচ্ছে আর আমরা তৃতীয় বর্ষে আছি। আমাদের সব বন্ধুরাই তাকে সহযোগিতা করছে। পরীক্ষার প্রস্তুতি নেয়ার জন্য বই, শিটগুলো সংগ্রহ করে দিচ্ছি। আমরা তাকে মানসিকভাবে সাপোর্ট দেয়ারও চেষ্টা করছি।’
এদিকে বিভাগের শিক্ষকদের পক্ষ থেকেও খাদিজাকে সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন তারা।
অ্যাকাডেমিক বিভিন্ন সমস্যাসহ যেকোনো প্রয়োজনে খাদিজার পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা। খাদিজার স্বাভাবিক শিক্ষাজীবন নিশ্চিত করতে প্রয়োজনে বিভাগের পক্ষ থেকে কাউন্সিলিংয়ের ব্যবস্থাও করা হবে বলে জানান শিক্ষকরা।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মেজবাহ-উল-আজম সওদাগর বলেন, ‘খাদিজা সবগুলো পরীক্ষায় অংশ নিয়েছে। তার বাকি থাকা মিডটার্ম পরীক্ষাগুলো নেয়ার জন্য সংশ্লিষ্ট কোর্স শিক্ষকদের নির্দেশনা দেয়া হয়েছে। তাকে শিক্ষকরা যেকোনো প্রয়োজনে সহযোগিতা করছেন।’
অনলাইনে সরকার বিরোধী বক্তব্য প্রচার ও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে ২০২০ সালের অক্টোবরে খাদিজাতুল কুবরার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর কলাবাগান ও নিউমার্কেট থানায় আলাদা দুটি মামলা করে পুলিশ।
২০২২ সালের মে মাসে পুলিশ দুই মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয়। সেই অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল খাদিজাতুল কুবরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই বছরের ১৭ সেপ্টেম্বর খাদিজাকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানা পুলিশ। এর পর থেকে কারাগারে ছিলেন খাদিজা।
দীর্ঘ ১৫ মাস কারাভোগের পর ২০ নভেম্বর কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান খাদিজা।
আরও পড়ুন:খেতের পাকা আমন ধান অনেকেই এখনও কেটে ঘরে তুলতে পারেননি; অনেকে আবার কাটেননিও। কিন্তু তার আগেই ভিজে এসব ধান নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। গাইবান্ধার সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের রাধাকৃষ্ণপুরের ধানচাষিদের কপালে তাই এখন দুশ্চিন্তার ছাপ।
জলাবদ্ধতার কবলে পড়ে নষ্ট হচ্ছে ওই অঞ্চলের পাকা আমন ক্ষেত। একদিকে পানিতে পড়েছে ধান, অপরদিকে শ্রমিক সংকট এবং বাড়তি মজুরির চাহিদায় দিশেহারা এ এলাকার কৃষক। হাড়ভাঙা খাটুনি আর ধার-দেনা করে উৎপাদিত ফসল থেকে লাভবান হওয়া তো দূরের কথা, পুঁজি উঠবে কি না- তা নিয়ে আশঙ্কায় দিন কাটছে তাদের।
আগে থেকে থাকা নালাটি ভরাট হয়ে যাওয়ার কারণেই প্রতি বছর এমন ভোগান্তি পোহাতে হয় কৃষকদের। বোরো মৌসুমে তো পানি থাকেই, শুকনো আমন মৌসুমেও ধানখেতে থাকে হাঁটুপানি। আবার বৃষ্টির সময় তলিয়ে যায় বীজতলা। সব মিলিয়ে একটি নালা খনন এখন ওই অঞ্চলের কৃষকদের প্রাণের দাবিতে পরিণত হয়েছে।
স্থানীয় কৃষি-সংশ্লিষ্টরা বলছেন, ‘এই এলাকার পানি নিষ্কাশনের কোনো নালা না থাকায় একটু বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। জলাবদ্ধতার কারণেই পাকা আমন ধান পানিতে পড়েছে।’
কৃষকরা জানান, হাল, সার, বীজ, কীটনাশক থেকে শুরু করে সেচ, নিড়ানি ও ধান কাটা পর্যন্ত যে পরিমাণ খরচ হয়েছে, ধান ঘরে তুলতে না পারলে সেই খরচ কীভাবে উঠবে তাদের। এদিকে এ বছরের আমন মৌসুমে অনাবৃষ্টি বা অতি খরার কারণে চাষাবাদের প্রথম পর্যায়ে দফায় দফায় সেচ দিতে গিয়ে গুনতে হয়েছে বাড়তি টাকা; কীটনাশকেও খরচ হয়েছ দ্বিগুণ।
তাদের দাবি, শুধু এই আমন মৌসুমেই নয়, আমন-ইরির দুই মৌসুমেই ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে তাদের। জলাবদ্ধতার কারণে নষ্ট হয় বীজতলাও। এ ছাড়া এ কারণে একদিকে যেমন সঠিক সময়ে ব্যাহত হয় চারা রোপন, অন্যদিকে কোনো কোনো মৌসুমে অপরিপক্ক কাঁচা ধানই কাটতে হয় চাষিদের। এসব ক্ষতির হাত থেকে বাঁচতে জরুরি ভিত্তিতে ওই এলাকায় নালা খননের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
সরেজমিনে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পশ্চিম রাধাকৃষ্ণপুর (ভেলাকোপা) গ্রামে গিয়ে দেখা যায়, পাকরিছিড়া নামক সেতুর উত্তরের পাথারের ফসলের মাঠে পানির মধ্যে ধান কাটছেন চাষি-শ্রমিকরা। ওই এলাকার আমন ধানের জমিগুলোতে এখনও প্রায় হাঁটু পরিমাণ পানি। কোনো কোনো জমিতে পানির পরিমাণ হাঁটুর বেশ নিচে হলেও কাদাপানিতে মিশে গেছে ধানগাছ। যেসব জমির ধানগাছ বেশিদিন ধরে পানিতে পড়ে আছে, সেগুলো প্রায় পঁচে যাওয়ার উপক্রম হয়েছে। কৃষকরা অনেকটা বিরক্ত পরিবেশেই জমির ধান কাটছেন। এ ছাড়া এ ব্রিজের পশ্চিম-উত্তরে এসকেএসইন সংলগ্ন এলাকায় ও ভেলাকোপা ব্রিজের পূর্ব-পশ্চিম পাশের কিছু জমিতেও একই অবস্থা দেখা গেছে। আটকে থাকা পানি আসলে গেল বর্ষা মৌসুমের।
স্থানীয় সূত্রে জানা গেছে, পানি নিষ্কাশনের জন্য সাদুল্লাপুর থেকে আসা নালাটি তুলসিঘাট হয়ে পশ্চিম রাধাকৃষ্ণপুর গ্রামের ওপর দিয়ে বোয়ালী ইউনিয়নের আলাই নদীতে গিয়ে সংযুক্ত হয়। প্রায় ত্রিশ বছর পূর্বে প্রতিবছরই বড় বন্যা হওয়ার কারণে নালার প্রয়োজন নেই মনে করে রামচন্দ্রপুর ইউনিয়নের কাদের মিয়ার বাড়ির সামনে থেকে পূর্ব রাধাকৃষ্ণপুর পর্যন্ত আড়াই কিলোমিটার নালা (৮ নম্বর বোয়ালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওই অংশ) জমির মালিকরাই ভরাট করে ফেলেন। কিন্তু বর্তমানে বন্যার পানি আর অতিবৃষ্টিতে কয়েকটি ইউনিয়নের পানি সাদুল্লাপুর থেকে আসা নালা দিয়ে প্রবাহিত হয়ে এই এলাকায় এসে পড়ে। আর এই এলাকায় অর্থাৎ ৮ নম্বর বোয়ালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড অংশে পানি নিষ্কাশনের কোনো নালা না থাকা আর জমিগুলো তুলনামূলক নিচু হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে প্রতিবছরই ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে দেড় শতাধিক ধানচাষিকে।
তবে, ওই এলাকার কৃষকদের ক্ষতির হাত থেকে বাঁচাতে রামচন্দ্রপুর ইউনিয়নের মৃত কাদের মিয়ার বাড়ির সামনের নালা হতে বোয়ালী ইউনিয়নের পূর্ব রাধাকৃষ্ণপুর নালা পর্যন্ত মাত্র ২ থেকে আড়াই কি.মি. নতুন নালা খনন করে উভয় পাশের পুরাতন নালায় সংযোগ স্থাপন করা হলে এই জলাবদ্ধতা থাকবেনা বলে জানান স্থানীয় কৃষকরা। ওই অংশে নালা খনন করা হলে দ্রুক পানি নেমে গিয়ে একদিকে যেমন নিরসন হবে জলাবদ্ধতা, অন্যদিকে তিন ফসলি চাষাবাদের সুযোগ সৃষ্টি হয়ে কৃষক লাভবান হবে বলে মনে করেন সচেতন মহল।
ওই গ্রামের গৃহস্থ কৃষক জফের উদ্দিন দুদু বলেন, ‘দ্রুত পানি নেমে যাওয়ার কোনো নালা না থাকায় প্রতি বছরই বিশেষ করে আমন মৌসুমে প্রায় তিন শ’ বিঘা জমির ফসল বিভিন্নভাবে নষ্ট হয়। এ সময় পানিতে ধান কাটতে কামলা (শ্রমিক) পাওয়া যায় না। গেলেও দ্বিগুণ মজুরি গুনতে হয়। আর এতে করে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।’
বর্গাচাষি মধু মিয়া বলেন, ‘ধার-দেনা করে এক বিঘা জমিতে আমন চাষ করেছি। সেই ধান পানিতে পড়েছে। এতে যে পরিমাণ খরচ হয়েছে তা-ই উঠবেনা। দুই পাশেই নালা আছে, এখানেও নালা খনন খুবই দরকার।’
একই গ্রামের গৃহস্থ শরিফুল ইসলাম বলেন, ‘শুধু আমন মৌসুমেই নয়, বোরো মৌসুমেও পানির মধ্যে ধান কাটতে হয়। জলাবদ্ধতার কারণে নষ্ট হয় বীজতলাও। আবার অনেক সময় চারা রোপনের কয়েক দিনের মধ্যে বৃষ্টি হলে চারা তলিয়ে নষ্ট হয়ে যায়। আমরা নানাভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি।’
জলাবদ্ধতা নিরসনসহ কৃষকদের তিন ফসলের চাষাবাদের সুযোগ সৃষ্টি করতে ওই অংশে নালা খননের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ঠদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
বোয়ালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাস সাবু বলেন, ‘কৃষকদের ক্ষতির হাত থেকে বাঁচাতে নালা খননে পরিষদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। ওই এলাকায় নালা খনন অপরিহার্য। তাতে কৃষকেরা ক্ষতি থেকে বাঁচবে এবং তিনটি ফসল চাষাবাদ করে তারা লাভবানও হবে।’
এ ব্যাপারে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদ আল হাসান মোবাইল ফোনে নিউজবাংলাকে বলেন, ‘সামনে আমরা আলাই নদী নিয়ে একটা প্রজেক্ট (প্রকল্প) হাতে নিচ্ছি। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ওই এলাকায় নালা খননে দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’
ছোটবেলায় বাবাকে হারিয়ে সংসারের দায়িত্ব কাঁধে নেন। পড়াশুনার পাশাপাশি টিউশনের উপার্জনে চলত পরিবারের খরচ আর তিন ভাই-বোনের লেখাপড়া।
শত কষ্টের মধ্যেও জীবনযুদ্ধে হার না মানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী রুবেল পারভেজ। সুপারিশপ্রাপ্ত হয়েছেন ৪১তম বিসিএসে। কিন্তু রুবেলে এত সংগ্রাম আর জীবনযুদ্ধের পথ শেষ হয়ে গেছে নিমিষেই।
বাসের চাকা পিষ্ট করেছে রুবেলের দেহ। ছিন্নবিচ্ছিন্ন দেহ নিয়ে রুবেল প্রাণ হারিয়েছেন সড়কে।
দেড় বছরের শিশু রাইসা হারাল তার বাবাকে। স্ত্রী, মা আর ভাই-বোন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন শুধুই চোখের পানি ফেলছেন।
এদিকে সেলফি পরিবহনের চাপায় রুবেলের মৃত্যুর ঘটনায় শোক নেমে এসেছে তার সহপাঠী ও প্রিয়জনদের মাঝে। কেউই মেনে নিতে পারছেন না তার এই মৃত্যু। বিচার ও ক্ষতিপূরণ দাবি করে তারা বয়কটের দাবি তুলেছেন রুবেলকে পিষ্ট করে হত্যায় অভিযুক্ত সেলফি পরিবহনকে।
ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকার ধামরাইয়ের থানারোড এলাকায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সেলফি পরিবহনের দুই বাসের রেষারেষিতে প্রাণ হারান জাবি শিক্ষার্থী রুবেল পারভেজ।
একই দুর্ঘটনায় আব্দুল মান্নান নামে আরেক যুবক প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত আরেকজন ভর্তি আছেন হাসপাতালে।
৩২ বছর বয়সী রুবেল পারভেজ ধামরাই পৌরসভার পাঠানতোলা এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। মানিকগঞ্জে মার্কেন্টাইল ব্যাংকে এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত ছিলেন তিনি। টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মোকছেদ আলীর ছেলে রুবেল সম্প্রতি ৪১তম বিসিএস এ সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন।
রুবেলের বন্ধু ননী গোপাল বলেন, ‘ছোটবেলায় বাবাকে হারানোর পর থেকেই রুবেল ওর পরিবারের দায়িত্ব নিয়েছে। টিউশনি করে খরচ চালিয়েছে, নিজে পড়াশুনা করেছে। সবশেষ বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছে।’
তিনি বলেন, ‘ধামরাইয়ে ২০০৭ সাল থেকেই ভাড়া বাসায় বসবাস করত রুবেল। আমরা একসঙ্গে কলেজে পড়েছি। ওর দেড় বছরের রাইসা নামে একটা মেয়ে আছে। ওর স্ত্রী ফারজানা অনার্সে অধ্যয়নরত। কোনোভাবেই ওর মৃত্যু আমরা মেনে নিতে পারছি না।’
রুবেলের ছোট ভাই সোহেল পারভেজ বলেন, ‘ছোটবেলায় আমাদের বাবা মারা যান। তখন থেকেই ভাইয়া সংগ্রাম করে লেখাপড়া করছে। আমাদের তিন ভাই ও এক বোনের পড়া এবং সংসারের খরচ টিউশনি করে ভাই চালাত।
‘এত কষ্টের মধ্যেও ভাইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স করেছে। দুই বছর হলো বিয়ে করছে ভাইয়া। ১৮ মাসের একটা মেয়েও আছে তার।’
তিনি বলেন, ‘আমার ভাইকে সড়কে হত্যা করা হয়েছে। এটা কোনো দুর্ঘটনা হতে পারে না। আমরা এই হত্যার বিচার চাই।’
এদিকে রুবেল পারভেজের মৃত্যুর সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শোক নেমে এসেছে তার সহপাঠী, বন্ধু ও প্রিয়জনদের মাঝে। রুবেলের পরিবারকে ক্ষতিপূরণ ও সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলসহ বয়কটের ডাক দিয়েছেন তারা।
জাব্বার হোসেন নামে একজন তার ফেসবুকে লিখেছেন, ‘রুবেল ভাইয়া আপনার এমন মৃত্যু মানতে পারছি না। মাথায় আকাশ ভেঙে পরার মতো অবস্থা। ক্লাস ৬ থেকে ১২ পর্যন্ত ভাইয়ার কাছ থেকে গনিত শিখে এসেছি।’
রুবেল ব্যক্তিগত জীবনে লেখালেখির সঙ্গেও যুক্ত ছিলেন বলে জানান তার পরিবার।
আরও পড়ুন:খুলনা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) হওয়ার পর গত পাঁচ বছরে আরও ৪৩ কোটি টাকা আয় করেছেন আবদুস সালাম মুর্শেদী। এ নিয়ে তার মোট সম্পদ হয়েছে ১৩৭ কোটি ৮৬ লাখ টাকার।
অন্যদিকে মুর্শেদীর ওপর নির্ভরশীলদের সম্পদ গত পাঁচ বছরে ১৮ গুণ বেড়ে হয়েছে ২৪ কোটি ৯১ লাখ টাকার।
এমপি থাকাকালীন আবদুস সালাম মুর্শেদীর বার্ষিক আয়ও বেড়েছে। পাঁচ বছর আগে তার বার্ষিক আয় ছিল ৬ কোটি ৩৭ লাখ টাকা। আর বর্তমানে তার বার্ষিক আয় ৮ কোটি ২ লাখ টাকা।
দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে আবদুস সালাম মুর্শেদী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্রের সঙ্গে সম্পদের এ হিসাব জমা দিয়েছেন।
আবদুস সালাম মুর্শেদীর হলফনামায় উল্লেখ রয়েছে, বর্তমানে তার হাতে নগদ অর্থ রয়েছে ২৯ লাখ ৫৩ হাজার টাকা। ব্যাংকে জমা রয়েছে ৪ কোটি ৮০ লাখ টাকা।
বিভিন্ন কোম্পানিতে মুর্শেদীর শেয়ার রয়েছে ৯৪ কোটি ৪২ লাখ টাকার। স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ১১ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের ভবন। গাড়ি, গৃহ, সম্পত্তি ছাড়াও অন্যান্য অস্থাবর সম্পদ রয়েছে ২৫ কোটি ৮৬ লাখ টাকার। ব্যাংকে তার ঋণ রয়েছে ৭ কোটি ৫৪ লাখ টাকার।
আবদুস সালাম মুর্শেদীর স্ত্রীর কাছে ১ কোটি ৮৬ লাখ নগদ টাকা, ব্যাংকে ১৭ লাখ ৭৪ হাজার টাকা এবং ৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার রয়েছে। অন্যান্য সম্পদ রয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকা মূল্যের।
২০১৮ সালে মুর্শেদীর হলফনামায় উল্লেখ ছিল, তার বার্ষিক আয় ৬ কোটি ৩৭ লাখ টাকা। তার স্ত্রীর বার্যিক আয় ১ কোটি ১৭ লাখ টাকা। তার নিজের ৯৫ কোটি ১১ লাখ টাকার, স্ত্রীর ২২ কোটি ৩১ লাখ টাকার এবং নির্ভরশীলের (মেয়ে) ১ কোটি ৩৩ লাখ টাকার সম্পদ রয়েছে।
বর্তমানে নিজেকে পাবলিক-প্রাইভেট লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং পোশাক শিল্প, বস্ত্রশিল্প, ব্যাংক, হাসপাতালের পরিচালক হিসেবে উল্লেখ করেছেন আবদুস সালাম মুর্শেদী। তিনি উচ্চমাধ্যমিক পাস। তার নামে নেই কোনো মামলা।
২০১৮ সালের উপনির্বাচনে আবদুস সালাম মুর্শেদী আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ওই বছর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফের দলের মনোনয়ন নিয়ে তিনি বিজয়ী হন।
রাজনীতিক হিসেবে মুর্শেদী যতটা পরিচিত, তার চেয়ে বড় পরিচয় খেলোয়াড় ও ব্যবসায়ী হিসেবে। ১৯৮২ সালে মুর্শেদী তার খেলোয়াড়ি জীবনে সফলতার শীর্ষে পৌঁছেছিলেন। তিনি ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত আশিস-জব্বার গোল্ড কাপে ১০টি গোল করার মধ্য দিয়ে মৌসুম শুরু করেন। ঢাকা মোহামেডানের হয়ে শিরোপা জয়ের পাশাপাশি এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছিলেন তিনি।
বর্তমানে মুর্শেদী এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। তিনি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের পরিচালক ছিলেন।
বাংলাদেশ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ইএবি) সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতি, বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির পরিচালনা পর্ষদের সদস্যের দায়িত্ব পালন করছেন আবদুস সালাম মুর্শেদী। এর আগে তিনি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতির দয়িত্বও পালন করেছেন।
আরও পড়ুন:পুরো খুলনা শহরের মাদক ব্যবসা, ভূমি দস্যুতা, চাঁদাবাজি, অস্ত্র বিক্রি ও ভাড়াটে খুনের সঙ্গে জড়িয়ে রয়েছে তিনটি শীর্ষ সন্ত্রাসী গ্রুপ। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখার প্রতিবেদনে তিন গ্রুপের অস্ত্রাধারী সদস্যদের অধিকাংশকেই পলাতক হিসেবে তালিকাভুক্ত করে রাখা হয়েছে।
তবে তারা পুলিশের দৃষ্টির আড়ালে থাকলেও, থেমে নেই তাদের অপরাধের রাজত্ব। তাদের সরবরাহ করা অস্ত্র ও মাদক নিয়মিত শহর থেকে বিচ্ছিন্নভাবে উদ্ধার হলেও, ওই সিন্ডিকেটের হোতারা রয়েছেন ধরা ছোঁয়ার বাইরে। আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিপক্ষ দমনে তারা রাজনৈতিকভাবে ব্যবহৃত হতে পারেন বলে আশঙ্কা করছেন আইন বিশেষজ্ঞরা।
আশিক গ্রুপ
কেএমপির বিশেষ শাখার তালিকায়, খুলনা শহরের বর্তমানে সব থেকে বেশি প্রভাব বিস্তার করেছে আশিক গ্রুপ। ওই বাহিনীর প্রধান আশিক নিজ নামে দলটি গঠন করেছে। তিনি খুলনা মহানগরীর সদর থানাধীন চানমারী এলাকার বাসিন্দা। ২০১৮ সালে ৬ সেপ্টেম্বর প্রথম হত্যা মামলায় জড়িয়ে সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত হন। এ পর্যন্ত তার নামে বিভিন্ন থানায় পাঁচটি মামলা হয়েছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। তার দলে সদস্য রয়েছেন ২৩ জন। তাদের নামে মোট মামলা রয়েছে ১১০টি।
আশিক গ্রুপের প্রধান সহকারী ফয়সাল। তিনি খুলনা সদর থানাধীন দক্ষিণ টুটপাড়া এলাকার বাসিন্দা। ২০১৬ সালে তিনিও হত্যা মামলায় জড়িয়ে সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত হন। পরবর্তীতে ২০১৮ সালে আশিকের গ্রুপের সঙ্গে কাজ শুরু করেন। তার নামে এ পর্যন্ত বিভিন্ন থানায় আটটি মামলা হয়েছে।
এ ছাড়া ওই গ্রুপের সদস্য আব্দুল্লাহর নামে ৯টি, জাহিদুল ইসলামের নামে ৩টি, বস মিজানের নামে ৭টি, পালসার সোহেলের নামে ৪টি, কাউট বাসারের নামে ২টি, হেলালের নামে ৮টি, পারভেজের নামে ৬টি, দুলালের নামে ৮টি, নাদিমের নামে ২টি, ডালিমের নামে ৩টি, অপুর নামে ৩টি, জিহাদ হোসেন জিয়ার নামে ৫টি, মো. সাগর লেলিনের নামে ৮টি, শেখ গোলাম মোস্তফা ওরফে ট্যারা মোস্তর নামে ২৭টি, আরমানের নামে ৭টি, সাইফুল ইসলাম পিটিলের নামে ৩টি, মো. ইয়াছিনের নামে ৫টি, মো. নিয়াজ মোর্শেদের নামে ৮টি, স্পিকার মিরাজের নামে ৩টি ও শেখ বাবুল শেখের নামে ২টি মামলা রয়েছে।
এসব মামলাগুলো হত্যা, চাঁদাবাজি, মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা ও নারী নির্যাতনের ঘটনায় হয়েছে। এদের মধ্যে বস মিজান, পারভেজ, অপু, জিহাদ হোসেন জিয়া, মো. সাগর লেলিন বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। অন্যদিকে ওয়ারেন্ট জারি থাকলেও আশিক, ফয়সাল, ইমন, দুলাল পলাতক রয়েছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, আশিক গ্রুপের প্রধান, আশিকের বয়স মাত্র ২৭ বছর। ৭ বছর আগে এলাকার কিশোরদের নিয়ে তিনি গ্যাং সৃষ্টি করে মহড়া দিয়ে বেড়াতেন। পরে কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তার করতে গিয়ে হত্যাকাণ্ডে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ওই এলাকায় মাদক ও পরবর্তীতে অস্ত্র বিক্রি শুরু করেন। ধীরে ধীরে এলাকার জমি ব্যবসায়ী তাকে ভাড়ায় নিয়ে বিভিন্নজনের জমি দখল শুরু করেন।
বর্তমানে শহরের শীর্ষ মাদক সরবরাহকারীও আশিক গ্রুপ। সর্বশেষ গত ১ আগস্ট খুলনার রূপসা সেতু টোল প্লাজা থেকে ৯ হাজার ৩৫০ ইয়াবাসহ আশিকের আপন ভাই সজিবকে গ্রেপ্তার করে র্যাব। ওই সময় র্যাব জানিয়েছিল, চট্টগ্রাম থেকে মাদকের বড় বড় চোরাচালান এনে খুলনা শহরে তা বিক্রি করে চক্রটি। ওই মামলায় কয়েকদিন আগে কারাগার থেকে জমিনে বের হয়েছেন সজিব। আশিক এখন পর্দার অন্তরালে থাকলেও, সজিব প্রকাশে বাণিজ্য নিয়ন্ত্রণ করছেন।
নূর আজিম গ্রুপ
আশিক গ্রুপের পরেই সব থেকে বেশি অস্ত্রধারী সদস্য রয়েছে নূর আজিমের গ্রুপে। তাদের দলে বর্তমানে সদস্য সংখ্যা ১৪ জন। ওই দলের নেতৃত্ব দেন শেখ নূর আজিম। তার বয়স মাত্র ২৬ বছর। তিনি নগরীর টুটপাড়া এলাকার বাসিন্দা। কিশোর গ্যাং সৃষ্টির মাধ্যমে ২০১৬ সালে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হন। বর্তমানে তার নামে মোট মামলা রয়েছে ১৩টি। এর মধ্যে খুলনা থানার একটি অস্ত্র মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত হয়ে আপিলে বের হরে পরে পুনরায় হত্যা মামলায় আসামি হন। বর্তমানে পলাতক রয়েছেন। তাদের দলের সদস্যদের নামে মামলা রয়েছে ৫৮টি।
নূর আজিম পলাতক থাকায় ওই গ্রুপটির বর্তমান নেতৃত্বে রয়েছেন রাজু। তিনি নগরীর লবনচরা থানাধীন উকিলের কালভার্ট এলাকার বাসিন্দা। তার নামে মোট মামলা রয়েছে ৭টি।
এ ছাড়া ওই গ্রুপের চেগা সোহেলের নামে ১টি, দাঁত ভাঙ্গা মামুনের নামে ১টি, মাসুদের নামে ১টি, মেহেদী হাসানের নামে ৫টি, বিকুলের নামে ৩টি, মিরাজ শিকদারের নামে ১টি, কাটা রাশেদের নামে ২টি, কালু সরদারের নামে ৪টি, কালা লাভলুর নামে ৩টি, সাদ্দাম মল্লিকের নামে ৫টি, টগরের নামে ২টি ও মো. রাশেদুল ইসলাম খোকনের নামে ২টি মামলা রয়েছে।
গত বছর ৬ অক্টোবর দুপুরে নগরীর চাঁনমারি খ্রিস্টানপাড়া এলাকায় সন্ত্রাসীরা পলাশ নামে এক যুবককে কুপিয়ে হত্যা ও সৌরভ নামে আরেক যুবককে কুপিয়ে আহত করে। ওই সময় পুলিশ জানিয়েছিল, স্থানীয় নূর আজিম গ্রুপ ও আশিক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। পলাশ আশিকের গ্রুপের সদস্য ছিল।
এরই জেরে আজিম গ্রুপের ৮ থেকে ১০ জন ওই হত্যাকাণ্ড ঘটায়। নূর আজিম সেই থেকে এখনও ধরা পড়েনি। তবে ওই বছরের ২৮ অক্টোবর পশ্চিম টুটপাড়া এলাকা থেকে পুলিশ দুটি পিস্তল ও একটি গুলির খোসাসহ নূর আজিমের সহযোগী নাহিদ হাসান সরদারকে গ্রেপ্তার করেছিল।
নূর আজিমের গ্রুপের সদস্য কাটা রাশেদ খুলনা সদর থানার একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন। এ ছাড়া ওই গ্রুপের বাকি সব সদস্য বর্তমানে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছেন।
গ্রেনেড বাবু গ্রুপ
খুলনা শহরে সব থেকে বেশি দিন ধরে ত্রাসের রাজত্ব চালাচ্ছে গ্রেনেড বাবুর গ্রুপ। ওই গ্রুপের নেতৃত্বে রয়েছেন রনি চৌধুরী। তিনি নগরীর সামশুর রহমান রোডের বাসিন্দা। বর্তমানে তার নামে মামলা রয়েছে ১৩টি। আর তার গ্রুপে অস্ত্রধারী সদস্য রয়েছেন ৬ জন। তাদের নামে মোট মামলা রয়েছে ৩৩টি।
গ্রেনেড বাবু গ্রুপের অন্যতম সদস্য শাহিদুর রহমান শাওন ওরফে টেঙ্কি শাওন। তিনি নগরীর বড় বয়রা বাজার এলাকার বাসিন্দা। তার নামে সর্বশেষ হত্যা মামলা হয়েছে ২০২২ সালের অক্টোবরে।
এ ছাড়া ওই গ্রুপের অস্ত্রধারী সদস্য মো. শাকিল, মো. সাব্বির শেখ, আসাদুজ্জামান রাজু ওরফে বিল রাজু ও বিকুলের নামে তিনটি করে মামলা রয়েছে।
২০১০ সালে হত্যা মামলায় জড়িয়ে পড়া থেকে গ্রেনেড বাবুর সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়। মাদক বিক্রির আধিপত্য ধরে রাখার জন্য ওই বছরের ১০ জুন সন্ধ্যায় জাহাঙ্গীর হোসেন কচি নামের এক মাদক কারবারিকে তিনি হত্যা করেন। এ বিষয়ে পরেরদিন কচির বাবা ইলিয়াজ বাদী হয়ে গ্রেনেড বাবুর নাম উল্লেখ করে ৬ জনের নামে থানায় হত্যা মামলা করেন। মামলার পর একই বছরের ২ নভেম্বর গ্রেনেড বাবু পুলিশের হাতে গ্রেপ্তার হন। পরে ওই হত্যাকাণ্ডে নিজের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।
চলতি বছরের ২৮ মার্চ ওই মামলায় গ্রেনেড বাবুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আদালতের নথি থেকে পাওয়া গেছে, মাদকের টাকার ভাগাভাগিকে কেন্দ্র করে কচির সঙ্গে তার মতবিরোধ দেখা দিয়েছিল। যার কারণে হত্যাকাণ্ডটি ঘটিয়েছিল।
সর্বশেষ গ্রেনেড বাবু গ্রুপের সদস্যরা হত্যাকাণ্ড ঘটিয়েছে চলতি বছরের ৫ অক্টোবর। ওইদিন সন্ধ্যায় ইমন শেখ নামের এক যুবককে তারা গুলি করে হত্যা করে। যদিও ওই মামলায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়েছে, তবে হত্যাকাণ্ডের প্রধান শুটারকে গ্রেপ্তার করতে পারেনি।
একাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, গ্রেনেড বাবু বর্তমানে ভারতে পলাতক রয়েছেন। তবে তার অস্ত্র ও মাদকের ব্যবসা খুলনাতে সক্রিয় রয়েছে।
তিন গ্রুপের সংঘর্ষ আধিপত্য নিয়ে
কেএমপির বিশেষ শাখার প্রতিবেদন অনুযায়ী, পুরো খুলনা শহরে অস্ত্র ও মাদকের ব্যবসায় নিয়ন্ত্রণ করে এই তিনটি গ্রুপ। আর এলাকাভিত্তিক মাদক বিক্রির আধিপত্য ধরে রাখতে তারা বার বার হত্যাকাণ্ডের মতো সংঘর্ষে জড়িয়ে পড়ছে।
গত ৫ অক্টোবর নগরীরতে ইমন শেখ হত্যাকাণ্ডটিও ঘটেছিল মাদক বিক্রির ঘটনাকে কেন্দ্র করে। ওই সময়ে ইমনের বাবা সানোয়ার শেখ জানিয়েছিলেন, ইয়াবা বিক্রির সিন্ডিকেটের সদস্যরা তার ছেলেকে হত্যা করেছে।
পুলিশের সূত্র থেকে জানা গেছে, ইমনের বাড়ি ছিল নগরীর গোবরচাকা এলাকায়। এক বছর আগে তিনি লেখাপড়া ছেড়ে দিয়েছিলেন। পরে তিনি মাদক বিক্রি শুরু করেন। তবে ওই এলাকায় আগে থেকেই মাদক বিক্রির সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করত গ্রেনেড বাবু গ্রুপের অনুসারী সৌরভ। তার সঙ্গে কালা তুহিন, চিংড়ি পলাশ, ব্লাক রাজুসহ কয়েকজন মিলে গৌবরচাকা এলাকায় মাদক সরবরাহ করত। তবে ইমন শেখ ও তার সঙ্গীরা অন্য কোনো গ্রুপের কাছ থেকে ইয়াবা এনে গৌবরচাকা এলাকায় বিক্রি শুরু করেছিল। যার ফলে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
অন্যদিকে গ্রেনেড বাবু গ্রুপের সদস্য শাহিদুর রহমান শাওন ওরফে টেঙ্কি শাওনের উপরে একাধিক বার গুলি ছুড়েছে নূর আজিমের গ্রুপের সদস্যরা। মূলত জমির ব্যবসাকে কেন্দ্র করে শাওনের বাবা, দাদা ও চাচাসহ একই পরিবারের সাত সদস্য প্রতিপক্ষের হাতে বিভিন্ন সময়ে খুন হন। তাদের হাত থেকে রেহায় পেতে গ্রেনেড বাবু গ্রুপে যুক্ত হয় শাওন।
পুলিশের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত চার বার শাওনকে হত্যা চেষ্টা করেছে নূর আজিম গ্রুপ। সর্বশেষ গত ১৯ মে তার ওপর নগরীর বয়রা এলাকায় গুলি ছোড়া হয়েছিল।
এ ছাড়া গত বছরের ৬ অক্টোবর পলাশ নামের এক যুবককে লবনচরা এলাকায় হত্যা করা হয়েছিল মাদক বিক্রির এলাকার দখল নিয়ে। পলাশ আশিকের গ্রুপের হয়ে লবনচরার ভুতের আড্ডা পার্ক এলাকায় মাদক বিক্রি করত। ওই এলাকা নিয়ন্ত্রণে নেয়ার জন্য নূর আজিম গ্রুপের সদস্যরা তাকে হত্যা করেছিল।
নির্বাচনে রাজনৈতিক ব্যবহারের আশঙ্কা
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) খুলনার সম্পাদক আইনজীবী কুদরত-ই-খুদা বলেন, ‘যারা সন্ত্রাসী কার্যক্রম করে, তারা তো সুবিধাবাদী। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন জনের পক্ষে কাজ করবে, এটাই স্বাভাবিক। আর আমাদের রাজনৈতিক দলগুলো গণতন্ত্রমনা না। তারা বিভিন্ন সময়ে নিজের পক্ষে ভোট নেয়ার জন্য এই অশুভ শক্তিগুলিকে কাজে লাগায়।’
তিনি আরও বলেন, ‘এ ক্ষেত্রে পুলিশকে সচেতনতার সঙ্গে ভূমিকা পালন করতে হবে। তা না হলে এই গ্রুপগুলো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার ভূমিকা পালন করবে। কারণ এদের কোনো দল নেই, যারা তাদের হায়ার করবে, তাদের পক্ষে কাজ করবে।’
কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘এই তিনটি সন্ত্রাসী গ্রুপ মূলত অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। এদের সঙ্গে এখনও কোনো রাজনৈতিক সম্পৃক্ততা পাওয়া যায়নি।
‘এদের নামে যতগুলো মামলা আছে, তাতে রাজনৈতিকভাবে যুক্ত থাকার প্রমাণ মেলেনি। তবু জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কোনো সন্ত্রাসী গোষ্ঠী যেন অরাজকতা করতে না পারে, সে লক্ষ্যে পুলিশ কাজ করছে।’
আরও পড়ুন:আগামী বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ দিন বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন ২ হাজার ৭১২ জন প্রার্থী।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম শনিবার জানান, নিবন্ধিত ২৯টি রাজনৈতিক দলের ১ হাজার ৯৬৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন ৭৪৭ জন।
ইসি প্রকাশিত তালিকা অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে সবচেয়ে বেশি ৩০৪টি মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের (নৌকা) প্রার্থীরা। লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে লড়তে যাওয়া জাতীয় পার্টিরও ৩০৪ জন জমা দেন মনোনয়নপত্র।
নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে কম দুটি মনোনয়নপত্র জমা দেয় হারিকেন প্রতীক নিয়ে নির্বাচনে লড়তে যাওয়া বাংলাদেশ মুসলিম লীগ।
অন্য দলগুলোর মধ্যে জাতীয় পার্টি তথা জেপি (বাইসাইকেল) ২০, বাংলাদেশের সাম্যবাদী দল (চাকা) ছয়, কৃষক শ্রমিক জনতা লীগ (গামছা) ৩৪, গণতন্ত্রী পার্টি (কবুতর) ১২, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি তথা ন্যাপ (কুঁড়েঘর) ছয়, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (হাতুড়ি) ৩৩, বিকল্পধারা বাংলাদেশ (কুলা) ১৪, জাতীয় সমাজতান্ত্রিক দল তথা জাসদ (মশাল) ৯১, জাকের পার্টি (গোলাপ ফুল) ২১৮, বাংলাদেশ তরীকত ফেডারেশন (ফুলের মালা) ৪৭, বাংলাদেশ খেলাফত আন্দোলন (বটগাছ) ১৪, ন্যাশনাল পিপলস পার্টি (আম) ১৪২, গণফোরাম (উদীয়মান সূর্য) ৯, গণফ্রন্ট (মাছ) ২৫, বাংলাদেশ জাতীয় পার্টি (কাঁঠাল) ১৩, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার) ৩৯, বাংলাদেশ কল্যাণ পার্টি (হাতঘড়ি) ১৮, ইসলামী ঐক্যজোট (মিনার) ৪৫, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি) ৩৭, বাংলাদেশ মুসলিম লিগ তথা বিএমএল (পাঞ্জা) পাঁচ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (ছড়ি) ৭৪, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট তথা বিএনএফ (টেলিভিশন) ৫৫, বাংলাদেশ কংগ্রেস (ডাব) ১১৬, তৃণমূল বিএনপি (সোনালি আঁশ) ১৫১, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (নোঙ্গর) ৪৯ ও বাংলাদেশ সুপ্রীম পার্টি (একতারা) ৮২টি মনোনয়নপত্র জমা দেয়।
গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর পর্যন্ত।
মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর নাগাদ। আপিল নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।
১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হবে, যা চলবে ২০২৪ সালের ৫ জানুয়ারি পর্যন্ত।
আরও পড়ুন:রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শনিবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৫.৫ মাত্রার এ ভূমিকম্প টেরই পাননি অনেকে।
এ ধরনের কম্পনের পর একটি আলোচনা ঘুরেফিরে আসে। সেটি হলো বড় কোনো ভূমিকম্পের কবলে দেশ পড়তে যাচ্ছে কি না।
ভূমিকম্প নিয়ে গবেষকদের পূর্বাভাসও আলোচনায় আসে। উদাহরণ হিসেবে বলা যায়, ঢাকায় গত ৫ মের ভূমিকম্পের পর ডাচ ভূতত্ত্ববিদ ফ্র্যাংক হুগারবিটসের একটি পূর্বাভাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।
নেদারল্যান্ডসভিত্তিক সোলার সিস্টেম জিওমেট্রি সার্ভে (এসএসজিইওএস) নামের সংস্থার ইউটিউব চ্যানেলে ২ মে একটি ভিডিও পোস্ট করেছিলেন এ ভূতত্ত্ববিদ, যেখানে তিনি ভারতের আসাম, বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন প্রান্তে চলতি বছর বড় ধরনের ভূমিকম্পের সম্ভাব্যতা নিয়ে কথা বলেছেন। ৫ মে তার সেই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে অনেকে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে বলে জানিয়ে আসেন।
এর আগে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের সময়ও ভূতত্ত্ববিদ হুগারবিটস আলোচনায় এসেছিলেন। কেউ কেউ বলেছিলেন, তিনি ‘সঠিক’ পূর্বাভাস দিয়েছিলেন।
হুগারবিটসের পোস্ট করা ভিডিও দেখে কারও কারও মধ্যে জিজ্ঞাসা দেখা দিতে পারে যে, ভূমিকম্প আগে থেকে আঁচ করা যায় কি না। এর স্পষ্ট উত্তর দিয়েছেন বিজ্ঞানীরা।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের ভাষ্য, ইউএসজিএস কিংবা অন্য কোনো সংস্থার বিজ্ঞানীরা কখনও বড় ভূমিকম্প নিয়ে পূর্বাভাস দেননি।
ইউএসজিএসের বিজ্ঞানীরা বলেছেন, নির্দিষ্ট কয়েক বছরের মধ্যে কোনো এলাকায় উল্লেখযোগ্য ভূমিকম্পের সম্ভাব্যতা নিয়ে হিসাব-নিকাশ করতে পারেন তারা।
যুক্তরাষ্ট্রের আরেক নামী প্রতিষ্ঠান ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির (ক্যালটেক) মতে, ঠিক কখন এবং কোথায় ভূমিকম্প হবে, সেটা আগে থেকে ধারণা করা সম্ভব নয়। ভূমিকম্প কতটা ব্যাপক হবে, তা নিয়েও পূর্বাভাস দেয়া যায় না।
এ বিষয়ে বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও ভূমিকম্প বিশেষজ্ঞ মেহেদী হাসান আনসারী নিউজবাংলাকে বলেন, ভূমিকম্পের বিষয়ে আগে থেকে অনুমান করা যায় না।
আরও পড়ুন:
মন্তব্য