চান্ডু বলেন, ‘আমি তাদের পছন্দ করতাম। তারাও আমাকে পছন্দ করত। নিজেদের মধ্যে সম্মতি অনুযায়ী আমরা গ্রামবাসীর সামনে বিয়ে করেছি। যদিও আমার একজন স্ত্রীর পরিবারের কেউ বিয়েতে আসেনি।’
দুই নারী পছন্দ করেন একই পাত্রকে। দুজনই সিদ্ধান্ত নেন তাকে একসঙ্গে বিয়ে করার। গ্রামবাসীর উপস্থিতিতে ধুমধাম করে বিয়ে দেয়া হয় তিন পাত্র-পাত্রীর।
এমন বিয়ে হয়েছে ভারতের ছত্রিশগড় রাজ্যের বস্তার জেলায়।
৩ জানুয়ারি টিকারা লোঙ্গা গ্রামে পাত্র চান্ডু মাউরিয়াকে বিয়ে করেন হাসিনা ও সুন্দরী নামে ওই দুই নারী।
চান্ডু বলেন, ‘আমি তাদের পছন্দ করতাম। তারাও আমাকে পছন্দ করত। নিজেদের মধ্যে সম্মতি অনুযায়ী আমরা গ্রামবাসীর সামনে বিয়ে করেছি। যদিও আমার একজন স্ত্রীর পরিবারের কেউ বিয়েতে আসেনি।’
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনা ও সুন্দরী দুজনেই কলেজ পাস করেছেন। তাদের বিয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বস্তার জেলায় এমন বিয়ে এটিই প্রথম।
প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ে নিয়ে গ্রামবাসী কোনো আপত্তি জানায়নি এটিও অবাক করার মতো।
Chhattisgarh: A man married two women at the same time in Bastar on January 3
— ANI (@ANI) January 8, 2021
"I married both of the women with their consent. The ceremony took place in front of all the villagers," he said. (07.01) pic.twitter.com/gd0SsAM1Lo
মন্তব্য