সাপের কথা ভাবলে আরামের অনুভূতি হয় না অনেকের। তবে মিসরের রাজধানী কায়রোর একটি স্পা আপনাকে সাপের মাধ্যমে আরাম দেবে। এতে নির্বিষ জ্যান্ত সাপ দিয়ে করানো হয় শরীর ম্যাসাজ।
স্পা মালিকের দাবি, সাপ দিয়ে শরীর ম্যাসাজ করালে পেশি ও হাড়ের সংযোগে ব্যথা কমে যায়। এ ছাড়া এর মাধ্যমে রক্ত ভালোভাবে সঞ্চালিত হয় ও এনডরফিন্স হরমোন নির্গত হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই ম্যাসাজের মাধ্যমে সাপ নিয়ে মানুষের ধারণায় পরিবর্তন আসতে পারে বলে আশা করছেন স্পা মালিক।
আধা ঘণ্টার ম্যাসাজের শুরুতে গ্রাহকের পিঠে তেল দেয়া হয়। এরপর বিভিন্ন ধরনের জ্যান্ত বিষহীন সাপ তার পিঠে ও মুখে ছেড়ে দেয়া হয়। সেগুলো ধীরে ধীরে চলাফেরা করে।
রয়টার্স ম্যাসাজের একটি ভিডিও শেয়ার করে, যা বেশ ভাইরাল হয়।
ভিডিওতে এক কাস্টমার বলেন, ‘পিঠে সাপ দেয়ার পর এক ধরনের স্বস্তি ও সজীব অনুভূতি হয় আমার। শুরুতে নার্ভাস ছিলাম।
‘শরীরে সাপ চলাফেরা করবে, এ ভেবে ভয়ে ছিলাম। কিন্তু সাপগুলো যখন পিঠে ছিল, তখন আমার ভয়, উদ্বেগ ও উত্তেজনা কমে আরাম লাগতে শুরু করে। আত্মবিশ্বাস বেড়ে যায় আমার।’
This massage at a Cairo spa is not for the faint-hearted pic.twitter.com/YWAsHrHn1e
— Reuters (@Reuters) December 29, 2020
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার সিয়াম রিপ এলাকায় শুক্রবার এক খামারিকে হত্যা করে দেহ ছিন্নভিন্ন করে ফেলেছে ৪০টি কুমির।
বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
সিয়াম রিপ পুলিশের প্রধান মে স্যাভরির বরাত দিয়ে নিউ ইয়র্ক সিটিভিত্তিক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়, মৃত্যুর আগ পর্যন্ত কুমিরগুলো হামলে পড়ে লুয়ান ন্যামের ওপর।
সংবাদমাধ্যমটি জানায়, পারিবারিক ঘেরে ডিম পাড়া কুমিরকে লাঠি দিয়ে একটি খাঁচা থেকে সরানোর চেষ্টা করছিলেন ৭২ বছর বয়সী ন্যাম। হঠাৎ সেই লাঠিতে কুমির কামড় দিলে পরিস্থিতি বেগতিক হয়ে যায়।
পুলিশ কর্মকর্তা স্যাভরি জানান, হাতে থাকা লাঠিতে কুমিরের কামড়ের কারণে ন্যাম পড়ে যান ঘেরে। এর পরই একের পর এক কুমির এসে ঘিরে ধরে খামারিকে। সরীসৃপগুলো ন্যামের দেহ টেনে ছিন্নভিন্ন করে ফেলে। খামারির রক্তে সয়লাব হয়ে যায় ঘের।
বিভিন্ন ছবিতে দেখা যায়, ন্যামের ছড়িয়ে-ছিটিয়ে থাকা রক্তের ওপর বিচরণ করছে কুমিরগুলো।
ভিডিওতে দেখা যায়, স্থানীয় সংশ্লিষ্ট কর্মকর্তারা ন্যামের দেহাবশেষ সরিয়ে নিয়ে যাচ্ছেন।
সিয়াম রিপ পুলিশের প্রধান জানান, ন্যামের মরদেহে অসংখ্য কামড়ের চিহ্ন ছিল। তার দুই হাত ও এক পা কুমির খেয়ে ফেলে।
নিউ ইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম সিবিএসের প্রতিবেদনে জানানো হয়, কুমিরের হামলায় প্রাণ হারানো ন্যাম স্থানীয় কুমির খামারি সমিতির সভাপতি ছিলেন। কয়েক বছর ধরে তাকে এ ব্যবসা ছাড়ার তাগিদ দেয়া হচ্ছিল।
আরও পড়ুন:ছয় বছর বয়সী মেয়ে যশীর ওপর চিতার হামলে পড়ার দিনটির কথা ভুলতে পারেন না মনীষা সিং।
‘আমি দেখলাম প্রাণীটি আমাদের আঙিনায় এলো। আমার মেয়ের ওপর থাবা বসাল এবং দৌড় দিল। এটাই ছিল জীবিত অবস্থায় তাকে (যশী) শেষ দেখা’, বিবিসিকে বলেন মনীষা।
উত্তর প্রদেশের বিজনর জেলার মুজপুরে বাড়ি মনীষার। চিতার হামলার কয়েক ঘণ্টা পর শিশুসন্তানকে বাড়ির কাছের আখ ক্ষেতে পান এই নারী। ততক্ষণে মেয়েটির দেহ থেকে উড়ে গেছে প্রাণবায়ু।
রাজ্যের বিজনরে যশীর ওপর চিতার হামলাটি নতুন নয়। এভাবে অনেকের ওপর হামলে পড়েছে প্রাণীটি।
জেলায় গত তিন মাসে চিতার আক্রমণে মৃত্যু হয়েছে সাতজনের। পাঁচটি ঘটনা ঘটেছে ১৯ থেকে ২৬ এপ্রিলের মধ্যে। এ নিয়ে উদ্বেগ ও আতঙ্কে দিন পার করছেন বিজনরের অনেক গ্রামের বাসিন্দারা।
বন কর্মকর্তারা জানিয়েছেন, বিজনরে চিতার হামলা নতুন নয়, তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এটি বেড়েছে।
মহেশ চাঁদ গৌতম নামের এক বন কর্মকর্তা বিবিসিকে বলেন, ‘হামলাগুলো অনেক বেশি আগ্রাসী হয়ে গেছে, তবে কেন এমনটা হচ্ছে, তা এখনও জানা যায়নি।’
ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার প্রধান পশুচিকিৎসক এনভিকে আশরাফ বলেন, ‘আমাদের খুঁজে বের করতে হবে ঠিক কোন পরিস্থিতিতে মানুষের ওপর হামলা হচ্ছে। দিনের কোন সময়ে হামলা হচ্ছে, কারা এর শিকার হচ্ছে এবং হামলার সময় ভুক্তভোগীরা কোন পরিস্থিতিতে ছিলেন।’
চিতারা সাধারণত লাজুক স্বভাবের প্রাণী, তবে সাম্প্রতিক বছরগুলোতে বাসস্থান সংকটে শিকারের সন্ধানে তাদের গ্রাম ও শহরে ঢুকে পড়তে দেখা গেছে।
আরও পড়ুন:কলম্বিয়ায় আমাজনে বিমান বিধ্বস্ত হওয়ার দুই সপ্তাহ পর ঘন অরণ্য থেকে আদিবাসী চার শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের একজনের বয়স ১১ বছর।
দক্ষিণ আমেরিকার দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো স্থানীয় সময় বুধবার এ ঘোষণা দিয়েছেন।
পেত্রো টুইটারে লিখেন, সামরিক বাহিনীর নিরলস প্রচেষ্টার ফলে শিশুদের উদ্ধার করা সম্ভব হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, গত ১ মে বিমানটি বিধ্বস্ত হয়ে প্রাপ্তবয়স্ক তিন আরোহী নিহত হন, যাদের মধ্যে পাইলট ও শিশুদের মা রয়েছেন। ওই দুর্ঘটনার শিকার শিশুদের উদ্ধারে সার্চ ডগসহ ১০০ সেনাকে মোতায়েন করা হয়।
বিমান দুর্ঘটনার কারণ নিয়ে কিছু জানায়নি কলম্বিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উদ্ধারকারীদের ভাষ্য, বিমান বিধ্বস্তের পর থেকে ১১ মাস, চার বছর, ৯ বছর ও ১৩ বছর বয়সী শিশুরা জঙ্গলে ঘুরছিল বলে মনে করছেন তারা।
ওই শিশুদের কোন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে কিংবা তারা কীভাবে জঙ্গলে বেঁচে ছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি কলম্বিয়ার প্রেসিডেন্ট।
আরও পড়ুন:পুলিশ সদস্যদের ফিটনেস নিয়ে জরিপ চালানোর সিদ্ধান্তের কথা জানিয়ে ভারতের আসাম রাজ্য পুলিশের প্রধান জিপি সিং মঙ্গলবার বলেছেন, ফিট না হলে বাহিনী থেকে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের মহাপরিদর্শক (ডিজিপি)।
আসাম পুলিশের প্রধান বলেন, আসামে কর্মরত রাজ্য পুলিশের সব সদস্য এবং ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের (আইপিএস) সদস্যদের বডি ম্যাস ইনডেক্সে (বিএমআই) তথা উচ্চতার বিপরীতে ওজনের আনুষ্ঠানিক রেকর্ড রাখা হবে।
তিনি টুইটবার্তায় জানান, রাজ্যে কর্মরত আসাম পুলিশ সার্ভিস ও ইন্ডিয়ান পুলিশ সার্ভিস সদস্যদের ওজন কমাতে আগামী ১৫ আগস্ট পর্যন্ত সময় দেয়া হবে। এর পরের ১৫ দিনের মধ্যে তাদের বিএমআই পর্যালোচনা করা হবে।
জিপি সিংকে উদ্ধৃত করে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, তিন মাস সময় পাওয়ার পরও স্থূলকায় (বিএমআই ৩০+) ক্যাটাগরিতে থাকা পুলিশ সদস্যদের আরও তিন মাস দেয়া হবে। নভেম্বরের শেষ পর্যন্ত সময়ে যদি তারা ওজন কমাতে না পারেন, তাহলে স্বেচ্ছায় অবসরে চলে যাওয়ার বিষয়টি সামনে আসবে, তবে যাদের শারীরিক কোনো জটিলতার কারণে ওজন বাড়ছে, তাদের স্বেচ্ছায় অবসরের জন্য চাপ দেয়া হবে না।
বহু বছর ধরে মানুষের জন্য সেবা দিয়ে আসা এক প্রাণী হলো গাধা। বিশেষ করে ভার বহনে গাধা হয়ে আছে আস্থার প্রতীক। বৈরি আবহাওয়া কিংবা কঠিন ভূখণ্ডেও গাধা টিকতে পারে সহজেই। প্রতি বছর ৮ মে পালন করা হয়ে থাকে বিশ্ব গাধা দিবস। ২০১৮ সাল থেকে চালু হয়েছে এই দিবস। এ হিসেবে সোমবার পালন করা হচ্ছে এই দিবস।
যেভাবে এলো গাধা দিবস
প্রাণী নিয়ে গবেষণা করা বিজ্ঞানী আর্ক রাজিক গাধা দিবসের প্রতিষ্ঠাতা। গাধা সমাজের মানুষের জন্য যে পরিশ্রম করছে বা অবদান রাখছে, তার কোনো স্বীকৃতি নেই- এই ভাবনা থেকে গাধা দিবস পালনের চিন্তা করেন তিনি। ফেসবুকে একটি গ্রুপ খুলে এসব বিষয় নিয়ে আলোচনার পর গাধা দিবস পালনের সিদ্ধান্ত হয়।
গাধার ব্যবহার
আধুনিক সময়ে এসে যে গাধাগুলো দেখা যায়,এগুলো এসেছে সোমালি বন্য গাধা এবং নুবিয়ান বন্য গাধা থেকে। উভয়ই আফ্রিকান বন্য গাধার উপ-প্রজাতি। কয়েক শ বছর ধরে মানুষকে সেবা দিয়ে আসছে এই প্রাণীটি।
গাধা বিশ্বব্যাপী বিভিন্ন উদ্দেশে ব্যবহার করা হয়। বিদ্যুৎ বা বাষ্পশক্তি উদ্ভাবনের আগে সমাজের উন্নয়নে গাধা দ্বারা উৎপাদিত শক্তি ব্যবহার হতো নানা ক্ষেত্রে। বহু পথ অতিক্রম করতে পারে গাধা। ঘণ্টায় ৩১ মাইল যেতে পারে একটি গাধা। গাধা বাঁচে গড়ে ৫০ থেকে ৫৪ বছর।
গাধার বৈশিষ্ট্য
একবার কোনো পথ দিয়ে গেলে সেই পথের কথা মনে থাকে গাধার। পথ চিনতে পারে এই প্রাণীটি। গাধা সাধারণত সতর্ক থাকে এবং এমন পরিস্থিতিতে ভয় পায় যা তারা বিপদজনক বলে মনে করে।
পরিষ্কার থাকতে পছন্দ করে গাধা। নিজেরা দেখতে কেমন, সে ব্যাপারে গুরুত্ব দেয় এই প্রাণীটি। প্রাণীটি উষ্ণ ও শুষ্ক পরিবেশ যেমন মরুভূমির মতো জায়গা পছন্দ করে। যখন একটি গাধার সঙ্গীকে তার কাছ থেকে সরিয়ে দেয়া হয়, তখন প্রাণীটি কষ্ট পায়।
বিশ্বে ১৮৬ বা এর চেয়ে বেশি ধরনের গাধা আছে। এ প্রাণীটির শ্রবণশক্তি এতই বেশি যে, অনেক দূর থেকে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে সহজেই।
অস্ট্রেলিয়ার কেয়ার্নস থেকে নর্দার্ন টেরিটরিগামী একটি উড়োজাহাজে মারামারির ঘটনায় চার যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
নিউজ ডটকম ডটএইউর প্রতিবেদনে জানানো হয়, গত ২০ এপ্রিল যাত্রীদের মারামারির ঘটনায় ফ্লাইটটিকে জরুরি অবতরণ করাতে হয়।
অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের (এএফপি) এক মুখপাত্র সংবাদমাধ্যমটিকে জানান, কেয়ার্নস থেকে গ্রুট এইল্যান্টগামী ফ্লাইটের একটি ঘটনায় পুলিশ ডাকা হয়।
উড়োজাহাজে মারামারির একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে দেখা যায়, একদল যাত্রী সিটের মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছেন।
ফুটেজে দেখা যায়, এক যাত্রীর হাতে বোতল। এ দিয়ে দৃশ্যত তিনি আরেক যাত্রীকে আঘাত করতে চাইছেন।
এ ঘটনার পর উড়োজাহাজটিকে কুইন্সল্যান্ডে অবতরণ করানো হয়। সেখানে এক নারী যাত্রীকে অভিযুক্ত করা হয়। ওই নারীর বিরুদ্ধে উচ্ছৃঙ্খল আচরণ, সাধারণ হামলা ও কেবিন ক্রুর নির্দেশনা অমান্যের অভিযোগ আনা হয়।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমটি জানায়, জরুরি অবতরণের পর উড়োজাহাজটি ফের উড্ডয়ন করে। ওই সময় একই যাত্রীরা আবার তর্কাতর্কি শুরু করে, যা হাতাহাতি ও জানালা ভাঙচুরের মধ্য দিয়ে শেষ হয়।
পরবর্তী সময়ে নর্দার্ন টেরিটরির পূর্ব উপকূলে গ্রুট এইল্যান্টের অ্যালিয়াঙ্গুলায় বিমানটি অবতরণের পর তিন যাত্রীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন:জাপানের সেনসোজি মন্দিরে শনিবার ঐতিহ্যবাহী ‘শিশু সুমোদের কান্না’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় ৬৪ শিশু অংশ নেয়।
জাপানি মা-বাবারা মনে করেন, এই অনুষ্ঠানে কাঁদলে তাদের শিশুরা সুস্বাস্থ্যের অধিকারী হবে। টোকিওর সেনসোজি মন্দিরে ‘বেবি সুমোদের কান্না’ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এতে সুমো রিংয়ের মধ্যে মা-বাবাদের কোলে দুই শিশুকে মুখোমুখি রাখা হয়।
অনুষ্ঠানের কর্মীরা দৈত্যের মুখোশ পরে শিশুদের ভয় দেখিয়ে কাঁদানোর চেষ্টা করেন। যে শিশু আগে কেঁদে ফেলবে, তাকেই বিজয়ী ঘোষণা করবে সুমো রেফারি।
মন্দিরে নিজের আট মাসের শিশুকে নিয়ে এসেছিলেন হিসায়ে ওয়াতানাবে নামে এক জাপানি মা।
তিনি বলেন, ‘শিশুদের কান্নার ধরন শুনেই আমরা তার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে বুঝতে পারি।’
তিনি আরও বলেন, ‘আমার শিশুটি হয়তো নার্ভাস হয়ে পড়েছে। এ কারণে সে অনুষ্ঠানে খুব একটা কাঁদেনি।
আসাকুসা ট্যুরিজম ফেডারেশন এই বেবি সুমোদের কান্না প্রতিযোগিতার আয়োজন করেছে।
আসাকুসা ট্যুরিজম ফেডারেশনের চেয়ারম্যান শিগেমি ফুজি বলেন, ‘কেউ কেউ হয়তো মনে করতে পারেন, শিশুদের এমনভাবে কাঁদানো ভয়ানক বিষয়। তবে জাপানে, আমরা বিশ্বাস করি, যে শিশু যত জোরালোভাবে কাঁদবে, সে তত সুস্থভাবে বেড়ে উঠবে।’
আরও পড়ুন:
মন্তব্য