ছবি: রয়টার্স
স্পা মালিকের দাবি, সাপ দিয়ে শরীর ম্যাসেজ করালে পেশি ও হাড়ের সংযোগে ব্যথা কমে যায়।
সাপের কথা ভাবলে আরামের অনুভূতি হয় না অনেকের। তবে মিসরের রাজধানী কায়রোর একটি স্পা আপনাকে সাপের মাধ্যমে আরাম দেবে। এতে নির্বিষ জ্যান্ত সাপ দিয়ে করানো হয় শরীর ম্যাসাজ।
স্পা মালিকের দাবি, সাপ দিয়ে শরীর ম্যাসাজ করালে পেশি ও হাড়ের সংযোগে ব্যথা কমে যায়। এ ছাড়া এর মাধ্যমে রক্ত ভালোভাবে সঞ্চালিত হয় ও এনডরফিন্স হরমোন নির্গত হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই ম্যাসাজের মাধ্যমে সাপ নিয়ে মানুষের ধারণায় পরিবর্তন আসতে পারে বলে আশা করছেন স্পা মালিক।
আধা ঘণ্টার ম্যাসাজের শুরুতে গ্রাহকের পিঠে তেল দেয়া হয়। এরপর বিভিন্ন ধরনের জ্যান্ত বিষহীন সাপ তার পিঠে ও মুখে ছেড়ে দেয়া হয়। সেগুলো ধীরে ধীরে চলাফেরা করে।
রয়টার্স ম্যাসাজের একটি ভিডিও শেয়ার করে, যা বেশ ভাইরাল হয়।
ভিডিওতে এক কাস্টমার বলেন, ‘পিঠে সাপ দেয়ার পর এক ধরনের স্বস্তি ও সজীব অনুভূতি হয় আমার। শুরুতে নার্ভাস ছিলাম।
‘শরীরে সাপ চলাফেরা করবে, এ ভেবে ভয়ে ছিলাম। কিন্তু সাপগুলো যখন পিঠে ছিল, তখন আমার ভয়, উদ্বেগ ও উত্তেজনা কমে আরাম লাগতে শুরু করে। আত্মবিশ্বাস বেড়ে যায় আমার।’
This massage at a Cairo spa is not for the faint-hearted pic.twitter.com/YWAsHrHn1e
— Reuters (@Reuters) December 29, 2020
মন্তব্য