× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য শিল্প ইভেন্ট উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য আফগানিস্তান ১৫ আগস্ট কী-কেন স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও যৌনতা-প্রজনন মানসিক স্বাস্থ্য অন্যান্য উদ্ভাবন প্রবাসী আফ্রিকা ক্রিকেট শারীরিক স্বাস্থ্য আমেরিকা দক্ষিণ এশিয়া সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ ইউরোপ ব্লকচেইন ভাষান্তর অন্যান্য ফুটবল অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

বিনোদন
Indian actor Mukul Dev in the country of evergreen
google_news print-icon

চিরঘুমের দেশে ভারতীয় অভিনেতা মুকুল দেব

চিরঘুমের-দেশে-ভারতীয়-অভিনেতা-মুকুল-দেব
অভিনেতা মুকুল দেব। ছবি: সংগৃহীত

না ফেরার দেখে পাড়ি জমালেন বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। গতকাল শুক্রবার দিবাগত রাতে দিল্লিতে তাঁর মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা। শেষ কয়েক দিন ছিলেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে। ‌আজ ২৪ মে (শনিবার) সকালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। হিন্দি, পাঞ্জাবি, দক্ষিণ ভারতীয় ছবি ও টেলিভিশনেরও জনপ্রিয় মুখ ছিলেন মুকুল দেব।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন মুকুল দেব। ভর্তি ছিলেন আইসিইউ-তে। ‘সন অফ সর্দার’ সিনেমায় মুকুল দেবের সঙ্গে কাজ করা অভিনেতা বিন্দু দারা সিং মুকুলের মৃত্যুর খবরটি ইন্ডিয়া টুডে-কে নিশ্চিত করেছেন।

মনোজ বাজপেয়ী টুইট করেন, ‘আমার এই মুহূর্তে ঠিক কী অনুভূতি হচ্ছে, তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। মুকুল ছিলেন আমার আত্মিক ভাই। শিল্পী হিসাবে ওর উষ্ণতা ও আবেগ ছিল অতুলনীয়। খুব তাড়াতাড়ি চলে গেল, খুব অল্প বয়সে। ওর পরিবারের এই ক্ষতিতে শোকাহত। প্রত্যেকের জন্য প্রার্থনা করছি। মিস ইউ মেরি জান... যতক্ষণ না আমাদের আবার দেখা হয়, ওম শান্তি।’

প্রথম ছবি ‘দস্তক’–এ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেন মুকুল দেব। এই ছবি দিয়ে বলিউডে পা রাখেন সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনও। সালমান খানের সঙ্গে ‘জয় হো’ ছবিতে মুকুলের অভিনয় নজর কেড়েছিল। এ ছাড়া হিন্দি ‘সন অব সরদার’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘আর রাজকুমার’ ছাড়া বাংলা, মালয়ালি, পাঞ্জাবি ও মারাঠি সিনেমায় অভিনয় করেছেন তিনি। টালিউড নায়ক জিৎ–এর ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’ সিনেমায় অভিনয় করেন মুকুল।

নয়াদিল্লিতে এক পাঞ্জাবি পরিবারে জন্ম মুকুল দেবের। তাঁর বাবা হরি দেব সেই সময়ের সহকারী পুলিশ কমিশনার ছিলেন। বিভিন্ন সংস্কৃতির সঙ্গে ছোট ছেলের প্রাথমিক পরিচিতি গড়ে তুলেছিলেন তিনিই। হরি দেব মুকুলকে আফগান সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি পশতু ও ফারসি ভাষায় দক্ষ ছিলেন সদ্য প্রয়াত অভিনেতা। এ ছাড়া মুকুল ‘ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান অ্যাকাডেমি’র একজন প্রশিক্ষণপ্রাপ্ত পাইলটও ছিলেন।

মন্তব্য

আরও পড়ুন

চটেছেন পরীমনি

চটেছেন পরীমনি

ঢালিউডের বহুল চর্চিত অভিনেত্রী পরীমনি। অভিনয়ের বাইরে ব্যক্তিগত বিষয় নিয়েই বছরজুড়ে আলোচনায় থাকেন এই নায়িকা। সামাজিক মাধ্যমেও চর্চার কমতি নেই তার। এবার এই অভিনেত্রীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে ফেসবুকে। গত সোমবার দিবাগত মধ্য রাতে হঠাৎ খবর ছড়িয়ে পড়ে আত্মহত্যা করেছেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমনি। বিষয়টি নিয়ে বেশ চটে যান নায়িকা। পরে ফেসবুক লাইভে এসে পরীমনি এ ধরনের গুজব নিয়ে নিজের বিরক্তি প্রকাশ করেন। ফেসবুক লাইভে পরীমনি বলেন, ‘সারা দিন শুটিং করে ফোন যখন হাতে নিলাম, আমি শকড। ফোনকলের চেয়ে বেশি মেসেজ। ধরেন, আপনার কোনো আত্মীয় মৃত্যুর খবর শুনলেন, আপনি সেই আত্মীয়কেই ফোন করে জিজ্ঞেস করলেন, আপনি কি বেঁচে আছেন? যেকোনোভাবে গুজবটা ছড়িয়েছে, আমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কতটা শকিং আমার জন্য!’

লাইভে পরীমনি আরও বলেন, ‘মৃত্যু তো আসলে আমার হাতে নেই। আপনি তো জানেন না, কখন চলে যাবেন। আল্লাহর কাছে স্বাভাবিক মৃত্যু চাই সব সময়।’ এ সময় পরীমনি ভক্তদের উদ্দেশে বলেন, তার যদি অস্বাভাবিক মৃত্যু হয়, তবে ধরে নিতে হবে কেউ তাকে খুন করেছে। তিনি বলেন, ‘এই যে ঝুলন্ত মরদেহটা উদ্ধার করল আমার, তারপরও লাইভে এসে কথা বলছি আপনাদের সঙ্গে। কোনো একটা ফোকাস সরানোর জন্য মানুষ পরীমনিকেই বেছে নেয়। আলুর দাম কমাতে পারছে না বলে পরীমনির বিয়ের খবর করে দাও। এখন বিয়ে দিতে পারছে না বলে একদম মেরে ফেলল।’

লাইভের শেষের দিকে গ্রেপ্তার হওয়া চিত্রনায়িকা নুসরাত ফারিয়া প্রসঙ্গেও কথা বলেন পরী। ইঙ্গিত দেন, নুসরাত ফারিয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া মানুষের প্রতিক্রিয়া থামাতেই তাঁর মৃত্যুর গুজব চাউর করা হতে পারে। তিনি বলেন, ‘এই মুহূর্তে দেশে যা হচ্ছে...আপনারা সবাই অবগত। আমাদের ইন্ডাস্ট্রির একজন স্বনামধন্য শিল্পীকে নিয়ে যা হচ্ছে, সেটা তো কাম্য নয়। সেটা নিয়ে যখন এত কথা হচ্ছে, সেটা থামাতেই কি না... আমি জানি না।’

ভিডিও বার্তার শেষে পরী বলেন, ‘আমি সুইসাইড করার মতো মেয়ে না। আমার জীবনে এখন সুইসাইড করার মতো কোনো ইস্যুই নাই। আমার দুইটা বাচ্চা নিয়ে, কাজ নিয়ে অনেক খুশি। এই খুশির মধ্যে আপনাদের জীবনযাপন ঢুকিয়ে দেবেন না। কিছু হইলে খালি পরীমনিকে নিয়ে টানাটানি কেন? আর কিছু খুঁজে পান না।’

মন্তব্য

বিনোদন
Salman Khan in the new character

নতুন চরিত্রে সালমান খান

নতুন চরিত্রে সালমান খান

বেশ কয়েক বছর ধরেই বক্স অফিসে তেমন একটা সুবিধা করতে পারছে না ভাইজানখ্যাত বলিউড তারকা সালমান খানের সিনেমাগুলো। সবশেষ গত ঈদে মুক্তি পাওয়া ‘সিকন্দার’ সিনেমার ক্ষেত্রেও এর ব্যত্যয় হয়নি। তবে এবার ভক্তদের জন্য দুঃসাহসিক এক সিনেমায় যুক্ত হচ্ছেন তিনি। দেশের জন্য প্রাণ দেওয়া বীরযোদ্ধা বিকুমাল্লা সন্তোষ বাবুর চরিত্রে দেখা যাবে তাকে। ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন বলছে, ২০২০ সালে ভারতের গালওয়ান উপত্যকায় চীন-ভারত সংঘর্ষে নিহত কর্নেল বিকুমাল্লা সন্তোষ বাবুর জীবনের ওপর একটি সিনেমা নির্মাণ হচ্ছে। এটি পরিচালনা করবেন ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ ও ‘মিশন ইস্তানবুল’ সিনেমার পরিচালক অপূর্ব লাখিয়া। আগামী মাসেই শুরু হচ্ছে সিনেমাটির দৃশ্যধারণ।

২০২০ সালে চীন-ভারত সংঘর্ষে প্রাণ হারান কর্নেল বিকুমাল্লা সন্তোষ বাবু। সে সময়টায় তিনি ১৬ বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার। ১৯৬৭ সালের পর তিনিই প্রথম সেনা সদস্য, যিনি কোনো সম্মুখ সমরে মারা গেছেন। তার বীরত্বের কাহিনী তুলে ধরা হয়েছে শিব অরুর ও রাহুল সিংহ রচিত বই ‘ইন্ডিয়াস মোস্ট ফেয়ারলেস ৩’-এর প্রথম অধ্যায়ে।

সংশ্লিষ্ট এক সূত্রের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, কর্নেল বাবুর চরিত্রটি বীরত্বপূর্ণ। তিনি একাধিক সন্ত্রাসবিরোধী ও অনুপ্রবেশ রোধ অভিযানে তার দক্ষতার প্রমাণ দিয়েছেন। পরিচালক প্রথম অধ্যায় ‘আমি এত তীব্র যুদ্ধ কখনো দেখিনি- ২০২০ সালের গালওয়ান সংঘর্ষ’-এর স্বত্ব কিনে নিয়েছেন। এটি গালওয়ান উপত্যকায় সংঘটিত সংঘর্ষের প্রথম ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনা। এর চিত্রনাট্য লিখেছেন সুরেশ নায়ার। তার সঙ্গে কাজ করেছেন চিন্তন গান্ধী ও চিন্তন শাহ। সংলাপ লিখেছেন চিন্তন শাহ।

ওই সূত্র জানিয়েছে, সিনেমার গল্পটি শুনে খুবই পছন্দ করেছেন সালমান খান। এরই মধ্যে পনভেলে নিজের ফার্মহাউজে শারীরিক অনুশীলন শুরু করেছেন তিনি। এর আগে আরেকটি প্রতিবেদনে বলা হয়েছিল, পরিচালক অপূর্ব লাখিয়ার পরবর্তী সিনেমার জন্য লাদাখে শুটিং করবেন সালমান খান। সেখানে চিকন গড়নে ক্যামেরার সামনে হাজির হবেন এ অভিনেতা। সে লক্ষ্যে চলছে তার অনুশীলন। লাদাখে ২০ দিনের শুটিং শেষে ফিরবেন মুম্বাইয়ে। সেখানে ৫০ দিনের শুটিংয়ের মধ্য দিয়ে শেষ করবেন সিনেমাটির কাজ।

তিনি এরই মধ্যে প্রশিক্ষণ প্রক্রিয়া শুরু করেছেন এবং ছবির জন্য চিকন চেহারায় উপস্থিত হবেন। লাদাখে ২০ দিনের সিডিউল শেষে মুম্বাইয়ে ৫০ দিনের শুটিং করে ছবির শুটিং সম্পন্ন হবে। ছবিটি ২০২৬ সালের প্রথমার্ধে মুক্তি পাবে।

মন্তব্য

বিনোদন
Nusrat Faria was released from Kashimpur Jail

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (২০ মে) সাড়ে ৩টার দিকে তিনি মহিলা কারাগার থেকে মুক্তি লাভ করেন বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মহিলা কারাগারের জেল সুপার কাওয়ালিন নাহার বলেন, ‘দুপুরে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে সেগুলো যাচাই-বাছাই ও নতুন মামলায় আটকাদেশ না থাকায় তাকে সাড়ে ৩টার দিকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।’

ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার নুসরাত ফারিয়াকে সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরে ওইদিন দুপুর আড়াইটার দিকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়। এর আগে সকালে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত রোববার নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। জুলাই গণ-অভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয়।

মন্তব্য

বিনোদন
Nobel a musician arrested in womens torture case

নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার সঙ্গীতশিল্পী নোবেল

নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার সঙ্গীতশিল্পী নোবেল

নারী নির্যাতনের একটি মামলায় সঙ্গীতশিল্পী মামলায় মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের ডেপুটি কমিশনার তালিবুর রহমান এমন তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (১৯ মে) দিবাগত রাত আড়াইটার দিকে ডেমরার স্টাফ রোড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, ‘তার বিরুদ্ধে ডেমরা থানায় নারী নির্যাতনে একটি মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।’

যোগাযোগ করা হলে ডেমরা পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান ইউএনবিকে জানান, ‘ইসরাত জাহান প্রিয়া নামে ইডেন কলেজের তৃতীয় বর্ষের ছাত্রীর সাথে রুবেলের টেলিফোনে পরিচয় হয়। পরবর্তীতে প্রায় সাত মাস আগে রুবেল প্রিয়াকে মোহাম্মদপুর এলাকা থেকে কীর্তন করে টেমরা থানার অধীন আমতলা নামক স্থানে একটি ফ্লাট বাসায় রাখে। বিগত সাত মাসে প্রিয়ার সাথে সম্পর্ক করে এবং পরিবারের কারও সাথে যোগাযোগ করতে দেয়নি।’

সম্প্রতি প্রিয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেটা দেখে প্রিয়ার বাবা-মা ডেমরা থানা যোগাযোগ করেন। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার রাত দশটায় আমতলার বাসায় অভিযান চালিয়ে প্রিয়াকে উদ্ধার করা হয়। কিন্তু রুবেল সেখান থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে প্রিয়া ডেমরা থানা এসে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করে। মামলার পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করা হয়। রুবেল তখন একটি গাড়ি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

বাংলাদেশের গায়ক হলেও নোবেল খ্যাতি অর্জন করেন ভারতের পশ্চিমবঙ্গের জি বাংলা চ্যানেলের গানবিষয়ক রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’ থেকে। ২০১৯ সালে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় জিততে না পারলেও তৃতীয় হন নোবেল, আর নিজের সুরেলা কণ্ঠ দিয়ে খুব সহজেই দুই দেশের বাংলা ভাষাভাষী মানুষের মন জয় করে নিয়েছিলেন তিনি।

এরপর থেকে তার জনপ্রিয়তা বৃদ্ধি পেলেও এই আলোচিত গায়কের সুখ্যাতি নিমেষেই নষ্ট হয়ে যায় তার ব্যক্তিগত জীবন সবার সামনে আসার পর। স্ত্রীকে মারধর, মাদক সেবন, মদের ঘোরে ভাঙচুর, টাকা নিয়ে শো করতে না যাওয়া—এমন নানা অভিযোগে বিভিন্ন সময়ে প্রশ্নবিদ্ধ হন নোবেল।

২০১৯ সালে মেহরুবা সালসাবিল মাহমুদের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন তিনি। পরবর্তীতে খ্যাতির মধ্যে থাকা অবস্থায় নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তিক্ততা শুরু হয় স্ত্রীর সঙ্গে, যার শেষ পরিণতি হয় বিচ্ছেদ।

২০২৩ এর নভেম্বরে অন্যের স্ত্রী ফারজানা আরশির সাথে অন্তরঙ্গ ছবি শেয়ার করে নোবেল সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন তিনি আবারও বিয়ে করেছেন। পরবর্তীতে ফারজানা আরশি পুলিশের কাছে গায়কের নামে অভিযোগ দায়ের করে জানান যে নোবেলের সঙ্গে তার বিয়ে হয়নি, জোর করে গোপালগঞ্জের বাড়ি থেকে তাকে তুলে নিয়ে গিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে এরপরে মাদক খাইয়ে ওই অন্তরঙ্গ ছবিগুলো তোলা হয়েছিলো।

ব্যক্তিগত জীবনের বাইরেও একই বছর শরীয়তপুরের একটি অনুষ্ঠানে গান গাইতে অর্থ নিয়েও না যাওয়ায় ঢাকার মতিঝিল থানায় প্রতারণার অভিযোগে মামলা হয় নোবেলের বিরুদ্ধে।

২০২৪ সালে বেশ কিছু মাস রিহ্যাবে থেকে চিকিৎসা নেয়ার পর নোবেল সম্প্রতি আবারও গানের জগতে ফিরে এসেছিলেন এবং বেশ কিছু নতুন গানের কাজ করছিলেন।

মন্তব্য

বিনোদন
Denzel Washington exchanging heated sentences with photographers on ear red carpet 

কানের লাল গালিচায় আলোকচিত্রীর সাথে উত্তপ্ত বাক্য বিনিময় ডেনজেল ওয়াশিংটনের 

কানের লাল গালিচায় আলোকচিত্রীর সাথে উত্তপ্ত বাক্য বিনিময় ডেনজেল ওয়াশিংটনের 

কান চলচ্চিত্র উৎসবে সম্মানসূচক পুরস্কার গ্রহণের আগে সোমবার একজন আলোকচিত্রীর সাথে তীব্র বাকবিতণ্ডা হয় হলিউড তারকা ডেনজেল ওয়াশিংটনের।

ফ্রান্সের কান থেকে এএফপি জানায়, ৭০ বছর বয়সী ওয়াশিংটন নিউ ইয়র্কের পরিচালক স্পাইক লির সাথে তার সর্বশেষ চলচ্চিত্র ‘হাইয়েস্ট টু লোয়েস্ট’ এর প্রিমিয়ার শো দেখার জন্য প্রথমবারের মতো উৎসবে উপস্থিত ছিলেন।

দুইবারের অস্কারজয়ী এই অভিনেতাকে প্রদর্শনীর আগে সম্মানসূচক পাম ডি'অর প্রদান করা হয়। সহ-অভিনেতা এসাপ রকি ও তার সঙ্গী রিহানা ভিআইপি হিসেবে তার সঙ্গে ছিলেন।

দর্শকদের একজন এএফপিকে জানান ওয়াশিংটন বলেন, ‘এটি সম্পূর্ণ অবাক করা। আমি খুবই আবেগে আপ্লুত।’
এর আগে লাল গালিচায় একজন আলোকচিত্রীর সাথে প্রবীণ অভিনেতার মুখোমুখি হতে দেখা গেছে।

এক ভিডিওতে দেখা গেছে, ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় ফটোগ্রাফার অভিনেতার হাত ধরে ফেলেন। ওয়াশিংটন তাকে ঝাঁকি দিলেন ও তার দিকে আঙুল তুলে কয়েক বার বলেন, ‘থামো’ (স্টপ ইট)।

তবে এই অদ্ভুত ঘটনা সত্ত্বেও, তার এবং লির ছবির প্রশংসায় ওয়াশিংটনের মেজাজ নিঃসন্দেহে উজ্জীবিত হয়েছে।
প্রখ্যাত জাপানি চলচ্চিত্র পরিচালক,আকিরা কুরোসাওয়া’র পরিচালিত ১৯৬৩ সালের চলচ্চিত্র ‘হাই অ্যান্ড লো’-এর ছায়া অবলম্বনে, ‘হাইয়েস্ট টু লোয়েস্ট’ ছবিটি সম্পর্কে আমেরিকান বাণিজ্য ও বিনোদন ভিত্তিক ম্যাগাজিন দ্য হলিউড রিপোর্টার বলেছে ছবিটি‘ বুদ্ধি, উচ্চ শৈলী ও গতিময়তা চাঞ্চল্য সৃষ্টি করেছে।

মন্তব্য

পিছু হটলেন নয়নতারা

পিছু হটলেন নয়নতারা

‘লেডি সুপারস্টার’খ্যাত দক্ষিণ ভারতীয় অভিনেত্রী নয়নতারা নিজের অবস্থান তৈরি করেছেন বেশ আগেই। মালায়ালাম সিনেমার মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ তার। নিয়মিত অভিনয় করছেন তামিল এবং তেলেগু সিনেমাতেও। ২০২৩ সালে তিনি শাহরুখ খানের সঙ্গে ‘জাওয়ান’ সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। ক্যারিয়ারে একাধিক ‘বিগহিট’ সিনেমা উপহার দেওয়া নয়নতারা দক্ষিণের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম। বলা হয়ে থাকে তিনি নিজেই একটা ব্র্যান্ড। কিন্তু তার এই ব্র্যান্ডভ্যালুতে সম্প্রতি ধাক্কা দিয়েছেন দক্ষিণেরই আরেক তারকা চিরঞ্জীবী।

ভারতীয় কিছু গণমাধ্যমে সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে যে, চিরঞ্জীবীর আসন্ন ছবিতে অভিনয় করার জন্য নয়নকে নিজের পারিশ্রমিক কাটছাট করতে হয়েছে। এমনিতে নয়নতারা গড়ে প্রতিটি সিনেমার জন্য ১০ কোটি ভারতীয় রুপি পারিশ্রমিক নেন। ‘জওয়ান’ এবং ‘গডফাদার’র (লুসিফারের তেলেগু রিমেক) জন্য একই পরিমাণ পারিশ্রমিক নিয়েছেন তিনি।

স্বভাবতই নতুন প্রজেক্টগুলোর জন্য তিনি তার আগের চেয়ে বেশি পারিশ্রমিক নেবেন, যা চরিত্রের ব্যাপ্তির উপর নির্ভর করে। তবে, ২০২৫ সালে পারিশ্রমিক না বাড়িয়ে উল্টো কাটছাট করলেন এ নায়িকা! নয়নতারার শেষ তেলেগু সিনেমা ছিল ২০২২ সালে চিরঞ্জীবীর সঙ্গে ‘গডফাদার’। একই নায়কের নতুন সিনেমার জন্য তাকে কাস্ট করা হয়েছে। এটি পরিচালনা করবেন অনিল রবিপুদি। সিনেমাটি আগামী বছর সংক্রান্তিতে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, নয়নতারা প্রাথমিকভাবে এ সিনেমায় অভিনয়ের জন্য ১৮ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছিলেন। যা তার পূর্বের পারিশ্রমিকের তুলনায় ৮০ ভাগ বেশি। নির্মাতারা এই পরিমাণ সম্পর্কে জানতে পেরে বেশ অবাক হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত চুক্তিটি অনেক কম পরিমাণে স্থির হয়েছিল। নির্মাতারা অভিনেত্রীকে চিরঞ্জীবী অভিনীত সিনেমাটিতে ৬ কোটি রুপি পারিশ্রমিকে অভিনয় করতে রাজি করিয়েন। তিনি যে পরিমাণ অর্থ দাবি করেছেন এটি তার তুলনায় শতকরা ৬৬ ভাগ কম। ঠিক কী কারণে নয়নতারা এতো কম পারিশ্রমিকে সিনেমাটি করতে রাজি হয়েছেন সেটা না বললেও, এটা যে তার ‘ব্র্যান্ড ভ্যালু’র জন্য একটি বড় ধাক্কা, সেটা বলা ভুল হবে না।

তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মূলত চীরঞ্জীবীর অনুরোধেই অভিনেত্রী পারিশ্রমিক কমিয়েছেন, যা তাকে সিনেমা মুক্তির পর লভ্যাংশ থেকে পুষিয়ে দেওয়া হবে। তাই এটি তার ব্যান্ড ভ্যালর জন্য কোনো সমস্যা হয়ে দাঁড়াবে না।

মন্তব্য

p
উপরে