প্রথমবারের মতো গল্পভিত্তিক মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন নন্দিত মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। ‘তুমি রবে নীরবে’ শিরোনামে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গানটিকে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে। গানটিতে কণ্ঠ দিয়েছেন টরন্টোপ্রবাসী গজল শিল্পী শিরিন চৌধুরী। গত শনিবার রাজধানীর ৩০০ ফিটে শুরু হয়েছে মিউজিক ভিডিওটির শুটিং। এরপর বনানী কবরস্থান, সংসদ ভবন এলাকার পর আজ এর দৃশ্য ধারণ হচ্ছে মিরপুরে। এক নিঃসঙ্গ মায়ের অন্তর্জগৎ ও হারিয়ে যাওয়া মেয়ের ফিরে আসার করুণ বাস্তবতার গল্পে এটি নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী। এখানে মায়ের চরিত্রে সাদিয়া ইসলাম মৌ এবং তার মেয়ের চরিত্রে দেখা যাবে মডেল নিদ্রিতা সরকারকে। নির্মাতা জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন জায়গায় শুটিং করা হলেও তার স্বপ্ন ছিল বনানী কবরস্থানে শুটিং করার। তার সে স্বপ্ন পূরণ হয়েছে এর মধ্য দিয়ে। এ ছাড়া তিনি এও জানান, সংসদ ভবন এলাকার মতো জনবহুল এরিয়ায় কোনো প্রকার প্রটোকল এবং বাধা-নিষেধ ছাড়া নির্বিঘ্নে শুটিং করেছেন, যা তার কাছে অনেকটাই অকল্পনীয় এই সময়ে। চয়নিকা চৌধুরী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গানটিকেই একটি গল্পের মাধ্যমে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হচ্ছে। এই গানের মধ্য দিয়ে অনেক বছর পর মিউজিক ভিডিও নির্মাণ করছি।
তা ছাড়া গল্পভিত্তিক কোনো মিউজিক ভিডিওতে এটাই প্রথম কাজ মৌয়ের। মিউজিক ভিডিও হলেও এখানে কোনো লিপসিং নেই, পুরোটাই গল্পপ্রধান। আগামী ১১ মে, আন্তর্জাতিক মা দিবসে মিউজিক ভিডিওটি অন্তর্জালে উন্মুক্ত হবে বলে জানা গেছে।
টিভি ও চলচ্চিত্রের জাঁদরেল অভিনেতা মোশাররফ করিম। এপার বাংলার পাশাপাশি ওপার বাংলার ওয়েব সিরিজ ও সিনেমাতেও সমানতালে কাজ করছেন সুনামের সঙ্গে। চাহিদার শীর্ষ এ তারকা দীর্ঘদিন ধরেই নাম-ভূমিকায় কিংবা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে আসছেন। পাশাপাশি নানান রঙে, নানা ঢংয়ে দেখা যায় তাকে। গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘চক্কর’ ভিন্ন একটি চরিত্র দেখা গেছে এই অভিনেতাকে। মাসখানেকের ব্যবধানে একেবারে অন্যরূপে হাজির জয়ে সবাইকে রীতিমতো চমকে দিলেন এই অভিনয়শিল্পী। অবাক করা লুকে মোশাররফ করিমকে দেখা গেছে- চোখে সানগ্লাস, মুখে ফ্রেঞ্চকাট দাড়ি, পোশাকে রক্তের ছিটেফোঁটা, হাতে কুড়াল, ঘাড়ে ঝোলানো স্টেথোস্কোপ, মেরে পায়ের নিচে ফেলে রেখেছেন একজনকে- দেখে বোঝা যাচ্ছে, ক্রোধে দাঁড়িয়ে আছেন এই অভিনেতা। এমন ভয়ংকর চরিত্রে মোশাররফ করিমকে আগে দেখা যায়নি কখনো। ‘ইনসাফ’ ছবির পোস্টারে এভাবেই দেখা দিলেন মোশাররফ করিম।
গতকাল রোববার সন্ধ্যায় পরিচালক সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’ সিনেমায় দ্বিতীয় পোস্টার প্রকাশ করা হয়। পোস্টারে পরিচালক ইঙ্গিত দিলেন, ঈদুল আজহায় এই মোশাররফ করিম সবার সামনে আসছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ!’ যদিও পরিচালক আগেই জানিয়েছিলেন, অ্যাকশন থ্রিলার গল্পে তৈরি হয়েছে সিনেমা ‘ইনসাফ’। এতে দানবীয় ও ভয়ংকর রূপে দেখা যাবে মোশাররফ করিমকে। পোস্টার উন্মোচন যেন সেটারই আভাস দিল। ‘ইনসাফ’ সিনেমার নায়ক শরীফুল রাজ। ধুন্ধুমার অ্যাকশন চরিত্রে রাজকে উপস্থাপন করা হবে। রাজের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন তাসনিয়া ফারিণ। আর এ সিনেমার মাধ্যমেই ঢাকার চলচ্চিত্রের পুরোপুরি বাণিজ্যিক সিনেমার নায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে তাঁর।
গত ২৫ এপ্রিল প্রকাশিত হয় ‘ইনসাফ’ ছবির ফার্স্ট লুক পোস্টার। তখন দেখা গিয়েছিল, হাতে রক্তাক্ত কুড়াল, ঠোঁটে মুচকি হাসি, চেহারায় রক্তের দাগ নিয়ে হাজির শরীফুল রাজ। পোস্টারটি ফেসবুকে পোস্ট করে লেখা হয়েছিল, ‘ইনসাফ শুধু একটি শব্দ নয়, এটি একটি জীবনবোধ!’ সেই পোস্টারের মাধ্যমে সিনেমাটির নায়ক শরীফুল রাজকে পরিচিত করা হয়। তারই ধারাবাহিকতায় এবার এল মোশাররফ করিমের পরিচিতি। তবে এ সিনেমায় মোশাররফ করিম নেতিবাচক না ইতিবাচক চরিত্রে আছেন, সে বিষয়ে কিছুই জানাননি পরিচালক।
চলতি বছরের ফেব্রুয়ারিতে নীরবেই শুরু হয়েছে ‘ইনসাফ’-এর শুটিং। এখন চলছে শেষ সময়ের কাজ। ঈদুল আজহায় মুক্তি পাবে ‘ইনসাফ’। বাংলাদেশে প্রথম হলেও ‘ইনসাফ’ সঞ্জয় সমদ্দারের দ্বিতীয় সিনেমা। ‘ইনসাফ’ প্রযোজনায় আছে তিতাস কথাচিত্র। এ সিনেমা দিয়ে দীর্ঘদিন পর চলচ্চিত্র প্রযোজনায় এসেছে প্রতিষ্ঠানটি। সঙ্গে রয়েছে টিওটি ফিল্মস।
প্রথমবার প্রযোজক হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। তার সঙ্গে সহকারী প্রযোজক হিসেবে আছেন প্রযোজক শুভম। তাদের প্রযোজিত সিনেমাটি আগামী ৯ মে মুক্তি পাচ্ছে। প্রযোজক হিসেবে কেমন করবেন সামান্থা- এমন কৌতুহল দক্ষিণী সিনেমাপাড়ায়। তবে জীবনের প্রথম প্রযোজনার সিনেমা নিয়ে বেশ আশাবাদ ব্যক্ত করেছেন এই অভিনেত্রী। ছবিটির সফলতার জন্য বেশ জোরেশোরেই প্রচারণা চালাচ্ছেন তিনি। পাশাপাশি বিভিন্ন মন্দিরেও যাচ্ছেন আশীর্বাদ নিতে।
এরইমধ্যে অভিনেত্রী তিরুপতি বালাজি মন্দিরে আশীর্বাদ নিতে গিয়েছিলেন। সামান্থার সঙ্গে ছিলেন পরিচালক রাজ নিদিমোরু, যা তাদের ডেটিংয়ের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। তিরুপতিতে যাওয়ার সময় হালকা গোলাপি রঙের সালোয়ার-কামিজ বেছে নিয়েছিলেন সামান্থা রুথ প্রভু। তার চুল ছিল খোলা। মন্দির প্রাঙ্গণের বাইরে তোলা পাপারাজ্জির ভিডিওতে দেখা যায়, অভিনেত্রীকে সেখানে উপস্থিত অন্যান্য ভক্ত-অনুরাগীর মধ্যে মন্দিরের চ্যানেলটি পায়ে হেঁটে অতিক্রম করতে। এদিন সামান্থা ও রাজ দুজনেই একসঙ্গে মূল মন্দিরের দিকে হেঁটে পৌঁছান। সেখানে অন্যান্য নিরাপত্তারক্ষীও উপস্থিত ছিলেন।
আরেক ভিডিওতে সেখানে উপস্থিত একজন পুরোহিতের সাহায্যে তাকে পূজা দিতে দেখা গেছে সামান্থাকে। রাজ ও ডিকের স্পাই অ্যাকশন-থ্রিলার সিরিজ ‘সিটাডেল: হানিবানি’-এর সহপরিচালক ছিলেন রাজ নিদিমোরু, যেখানে সামান্থা মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। সিটাডেলের দ্বিতীয় সিজন কয়েক দিন আগেই মুক্তি পেয়েছে।
২০২৩ সালের ডিসেম্বরে অভিনেত্রী সামান্থা তার প্রযোজনা প্রতিষ্ঠান ত্রালালা মুভিং পিকচার্স চালু করেন এবং প্রত্যেকের জন্য পারিশ্রমিকে সমতা বজায় রাখার ঘোষণা দেন। সম্প্রতি বিআইএফএফইএসে সিনেমায় লিঙ্গবৈষম্য নিয়ে কথা বলতে গিয়ে নন্দিনী রেড্ডি জানান, সামান্থা তাকে বলেছিলেন, তিনি তার প্রথম প্রযোজনায় কাজ করা প্রত্যেকের জন্য পারিশ্রমিকে সমতা বজায় রেখেছেন। তিনিই প্রথম ভারতীয় তারকা, যিনি তার সিনেমার অভিনেতাদের মধ্যে পারিশ্রমিকের সমতা নিশ্চিত করেছেন।
কর্মক্ষেত্রে সামান্থা বর্তমানে তার আসন্ন ধারাবাহিক ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’-এর শুটিং করছেন। রাজ ও ডিকে পরিচালিত এ সিরিজটি ‘রক্তাক্ত অ্যাকশন এবং দর্শনীয় দৃশ্যসহ একটি কাল্পনিক রাজ্যের পটভূমিতে তৈরি একটি আকর্ষণীয়, তীক্ষ্ণ আখ্যান’ হিসাবে বর্ণনা করা হয়েছে।
বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল ভোলা। রুপে-গুণে তার তুলনা নেই। সেই অঞ্চলের মেয়ে প্রিয়াঙ্কা চৌধুরী। দু চোখ ভরা স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছিলেন নেপালে। অবশেষে সেখানে স্বপ্ন জয় হয়েছে তার। গত ১৯ এপ্রিল নেপালের কাঠমান্ডুর পাঁচতারকা হোটেল ইয়াক্যাং অনুষ্ঠিত হয়েছে দুই বাংলার গ্ল্যামার প্রতিযোগিতা ‘বর্ষা সুন্দরী’র সিজন ফোর। সেখানে ‘অপরূপা’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন প্রিয়াঙ্কা। নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন তাকে। দেশে ফিরে পেয়েছেন কাছের-দূরের মানুষের ভালোবাসা। সেই প্রশংসা আর ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে নিজেকে শোবিজেই প্রতিষ্ঠা করতে চান তিনি। হয়ে ওঠতে চান দেশসেরা অভিনেত্রীদের একজন।
এরইমধ্যে রাসেল শিকদার, অংকুরের পরিচালনায় বেশ কয়েকটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে দর্শকের নজর কেড়েছেন। পাশাপাশি রাজধানীর গুলশানে অবস্থিত ‘সেলিব্রিটিস চয়েজ’সহ কয়েকটি প্রতিথযশা ফ্যাশন হাউজেরও মডেল হয়েছেন তিনি। অপেক্ষায় আছেন ভালো গল্পের, ভালো নির্মাতার। ব্যাটে বলে মিললেই অভিনয় করতে প্রস্তুত প্রিয়াঙ্কা। শৈশব থেকেই সিনেমার নায়িকা হওয়ার স্বপ্ন প্রিয়াঙ্কার। তবে নাটক, সিনেমা এবং ওটিটি- সব মাধ্যমে নিজেকে মেলে ধরতে চান তিনি।
এই তরুণ তুর্কী বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির অনেক প্রিয় প্রিয় শিল্পীর অভিনয়ই আমি দেখেছি। তাদের অভিনয় দেখে দেখে নিজের মনের মধ্যে স্বপ্ন বুনেছি একদিন আমিও অভিনয় করবো, তাদের মতো বড় শিল্পী হবো। সেই স্বপ্ন নিয়েই শোবিজে পথচলা। আমি সৌভাগ্যবান যে একটি ভালো প্লাটফর্মের মধ্য দিয়ে নিজের মেধা ও সৌন্দর্য্যকে কিছুটা হলেও প্রমাণ করতে পেরেছি। এই সাফল্যকে প্রেরণা হিসেবে নিয়ে আগামীর দিনগুলো রঙিন করতে চাই।’
অল্প কিছুদিনের মধ্যেই রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) -তে তিনি বিশ্ববিদ্যালয় জীবন শুরু করতে যাচ্ছেন। শোবিজে পথচলার পাশাপাশি নিজের উচ্চশিক্ষাও শেষ করতে চান মেধাবী প্রিয়াঙ্কা চৌধুরী।
পাকিস্তানকে আর রেয়াত নয়, পেহেলগামে জঙ্গি হামলার পরই ভারত সরকারের তরফে প্রতিবেশী দেশকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আপাতত স্থগিত সিন্ধু জলচুক্তি। ভারত ছেড়ে বেরিয়ে যাওয়ার কড়া নির্দেশিকা জারি হয়েছে পাক নাগরিকদের উপর। সন্ত্রাস হামলার পর যেখানে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে ভারতীয় বিনোদুনিয়াতে, তখন সেই আবহে পাকিস্তানি পোশাকশিল্পীর সঙ্গে ছবি তোলায় মারাত্মক কটাক্ষের শিকার করিনা কাপুর খান। পতৌদিদের বউমাকে ‘গদ্দার, নির্লজ্জ’ বলতেও রেয়াত করল না নেটিজেনরা।
কাশ্মীরের বৈসরন উপত্যকায় ভয়ানক জঙ্গি হামলার পর শোকবার্তা প্রকাশ করেছিলেন বেবো;খ্যাত বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। কিন্তু এমন আবহে পাকিস্তানের পোশাকশিল্পী ফরাজ মান্নানের ইনস্টা স্টোরিতে দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন অভিনেত্রী। কারিনা বর্তমানে দুবাইতে রয়েছেন। সেখানেই জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ফরাজের সঙ্গে দেখা তার। অতঃপর বেবোর সঙ্গে সাক্ষাতের মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ ছাড়েননি ফরাজ। ফরাজ মান্নান ইনস্টা স্টোরিতে ছবি পোস্ট করে লেখেন- ‘উইদ দ্য ওজি’। আর সেই ছবি ভাইরাল হতেই করিনার উপর বেজায় চটেছেন নেটপাড়ার একাংশ। অতঃপর বেবোকে কটাক্ষ করতেও ছাড়েননি তারা।
জানা গেছে, গত রোবারই মুম্বাই থেকে দুবাইয়ের উদ্দেশে উড়ে যান কারিনা কাপুর। সম্প্রতি সেখানে একটি বিলাসবহুল ফ্ল্যাটও কিনে ফেলেছেন তিনি এবং তার স্বামী সাইফ আলি খান। সেইসূত্রেই সেখানে গিয়েছিলেন কিনা, তা অবশ্য জানা জানা যায়নি। তবে দেশজুড়ে শোকের আবহে পাকিস্তানের পোশাকশিল্পীর সঙ্গে একফ্রেমে ধরা দেওয়ায় বেবোর কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছে নেটপাড়া।
কেউ বলছেন, ‘ভারত যেখানে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধমুখী হয়ে রয়েছে, সেখানে দুবাইতে পাকিস্তানি ডিজাইনারের সঙ্গে মশগুল করিনা। কতটা নির্লজ্জ!’ আবার কারও মন্তব্য, ‘দেশকে রক্ষা করার দায়িত্ব কি শুধু সেনাজওয়ানের? দেশের সম্মান রক্ষার্থে বলিউড সেলেবদের কোনো দায়িত্ব নেই?’ কেউ বা আবার ‘গাদ্দার’ বলেও কটাক্ষ করেছেন বেবোকে। এককথায়, পাহেলগাম আবহে ফরাজ মান্নানের ছবিতে পতৌদিদের বউমাকে দেখে নিন্দার ঝড় নেটপাড়াজুড়ে!
রাজধানীর ধানমন্ডি থানায় প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় মডেল মেঘনা আলমকে জামিন দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ শুনানি শেষে এই আদেশ দেন।
গত ১৭ এপ্রিল গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
মেঘনার পক্ষে আইনজীবী মহসিন রেজা, আইনজীবী মহিমা বাঁধন ও ব্যারিস্টার সাদমান সাকিব তার জামিন চেয়ে করা আবেদনের উপর শুনানি করেন।
মামলায় এজাহারে বলা হয়, মেঘনা আলম, দেওয়ান সমিরসহ অজ্ঞাতপরিচয় ২ থেকে ৩ জন একটি সংঘবদ্ধ প্রতারকচক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন সুন্দরী মেয়েদের দিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন বিদেশি রাষ্ট্রের কূটনীতিক বা প্রতিনিধি ও দেশীয় ধনাঢ্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক স্থাপন করিয়ে কৌশলে বিভিন্ন পন্থায় তাদের সম্মানহানির ভয় দেখিয়ে অর্থ আদায় করে আসছেন।
দেওয়ান সমির কাওয়াই গ্রুপের নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিইও ও সানজানা ইন্টারন্যাশনাল নামক একটি ম্যানপাওয়ার প্রতিষ্ঠানের মালিক বলে জানা যায়।
প্রসঙ্গত, মেঘনাকে আটকের পর গত ১০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে তাকে ধানমন্ডি থানার এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এত নায়িকার ভিড়েও নায়িকা সংকট! তবে বিষয়টাকে নায়িকা সংকট না বলে অস্তিত্ব সংকটও বলা যায়। মূলত নানা কারণে ঢাকাই ছবির নায়িকারা পড়ে ক্রমেই বিলীন হওয়ার পথে রয়েছেন। কিছুদিন আগেও যারা দাপটের সঙ্গে কাজ করেছেন, তারাও এখন নানা কারণে আস্থা হারাচ্ছেন প্রযোজক-পরিচালক এমনকি দর্শকের কাছে। লগ্নিকারকরা খুঁজছেন পাশের দেশের নায়িকাদের। আর এসব ভিনদেশি নায়িকাদের আগমনের কারণে কোণঠাসা হয়ে পড়ছেন কিছুদিন আগের চাহিদাসম্পন্ন অভিনেত্রীরা। গত কয়েক বছর আগের জনপ্রিয় দেশি নায়িকারা তুমুল ব্যস্ত থাকলেও এখন তাদের বেশির ভাগই অভিনয় থেকে দূরে। কেউ বা আবার নায়ক সংকটের কারণে সিনেমায় কাজ করছেন খুব ঢিমে-তালে। আবার নতুনরা অভিষেকেই আস্থা অর্জনে ব্যর্থ হওয়ায় তাদের নিয়ে কাজ করতে সাহস দেখাতে পারছেন প্রযোজক-পরিচালকরা। মৌসুমী, পূর্ণিমা, শাবনূর, পপির পর দর্শকের মনমতো হতে পারছেন না তার পরের প্রজন্মের নায়িকারা। গত কয়েক বছরে আলোচনা-সমালোচনায় কয়েকজন নায়িকার নাম উঠে এলেও তাদের হাতে রয়েছে নতুন ছবির সংকট। অন্যদিকে চলচ্চিত্রে নায়িকা সংকট। অপু বিশ্বাস, মাহিয়া মাহি, ববি, বর্ষা, আইরিন সুলতানা, নূসরাত ফারিয়া ও পরীমনি দর্শকদের কাছে পরিচিত থাকলেও সুবিধা করতে পারছেন না। তাদের নিয়ে রয়েছে নানা অভিযোগ ও সংশয়। চাহিদার চেয়েও বেশি সম্মানি হাঁকা, সিডিউল ফাঁসানোসহ নানা কারণে গ্রহণযোগ্যতা হারাচ্ছে নির্মাতাদের কাছে।
আবার অনেকেই ইমেজ সংকটে পড়ে শখের চলচ্চিত্র ছেড়ে পাড়ি জমাচ্ছেন বিদেশের মাটিতে। কেউ কেউ অঅবার বিয়ে করে রীতিমতো সংসারে মনোযোগী হয়েছেন। এরইমধ্যে যুক্তরাষ্ট্র, দুবাইসহ অনেকেই স্থায়ী হয়েছেন। ব্যক্তিগত গুজব-গুঞ্জন, বিয়ে-বিচ্ছেদসহ আরও অনেক কারণে প্রতিষ্ঠিত এসব নায়িকারা নিজেদের ইমেজ হারাচ্ছেন। ফলে ভুগছেন অস্তিত্ব সংকটে। তাদের কারও কারও নাম শুনলেই দর্শকের মধ্যে যেন আতঙ্ক ভর করে। সিনেমা সংশ্লিষ্টদের মতে, গুটিকয়েক নায়িকা বর্তমানে সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন। বাকিদের কোনো কাজ নেই। আলোচনায় থাকতে ব্যক্তিগত নানাবিধ বিতর্কিত ইস্যু সামনে নিয়ে আসছেন। এবারের ঈদুল-ফিতরেই মুক্তি পেয়েছিল দুই বাংলার নায়িকা নুসরাত ফারিয়ার একটি সিনেমা। আব্দুন নূর সজলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন ‘জ্বীন-৩’ সিনেমায়। মুক্তির এক সপ্তাহ পরই সিনেমাটি সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হয়। ঈদের ব্যর্থ তিন নায়িকার তালিকায়ও রয়েছে এ নায়িকার নাম।
ঢালিউড কুইন হিসেবে পরিচিতি পাওয়া এক সময়ের ব্যস্ততম নায়িকা ছিলেন অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে তিনি একাধারে ৭০টিরও অধিক সিনেমায় অভিনয় করেছেন। যেগুলোর অধিকাংশই ছিল ব্যবসাসফল। শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হলে, অপু বিশ্বাস তার সেই দর্শকপ্রিয়তা আর ধরে রাখতে পারেননি। বর্তমানে সিনেমায় খুব একটা দেখা যায় না তাকে। তবে বসে নেই তিনি, নতুন পরিচয়ে ইউটিউবার হয়ে অনলাইন কনটেন্টে মনোযোগী হয়েছেন। বলা যায়, অপু বিশ্বাস এখন ইউটিউবার। সিনেমা ছেড়ে সেদিকেই এখন বেশি ব্যস্ত তিনি। এ অভিনেত্রীকে সর্বশেষ ‘ট্র্যাপ : দ্য আনটোল্ড স্টোরি’ ও ‘ছায়াবৃক্ষ’ নামে দুটি সিনেমায় দেখা গিয়েছিল। অপুর পরেই শাকিব খানের কাঁধে ভর করে ক্যারিয়ার শুরু করেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। কিন্তু শাকিবের সঙ্গে বিচ্ছেদের পর ধুঁকে সংবাদ পাঠিকা থেকে নায়িকা হওয়ার বুবলীর ক্যারিয়ার। বলা চলে, নায়ক সংকটে পড়েছেন এই অভিনেত্রী। জুনিয়র নায়কদের সঙ্গে কাজ করলেও আগের মতো সুবিধা করতে পারছেন না বুবলী।
‘অগ্নি’খ্যাত নায়িকা মাহিয়া মাহি ক্যারিয়ারে ৩০টির অধিক সিনেমায় অভিনয় করলেও ববর্তমানে পুরোপরি বেকার সময় পার করছেন। হঠাৎ করেই সিনেমা ছেড়ে রাজনীতির মাঠে দৌড়ঝাঁপ শুরু করেন তিনি। আওয়ামী লীগের হয়ে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু নৌকার টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। পরাজয় নিয়েই রাজনীতির মাঠ ছাড়তে হয় তাকে। যদিও আবার সিনেমায় ফেরার চেষ্টা করছেন এ নায়িকা। কিন্তু আগের মতো আর তার তারকা ইমেজ নেই। দর্শকচাহিদা কমায় পাচ্ছেন না সিনেমার কাজ। তাকে সবশেষ ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত শাকিবের ‘রাজকুমার’ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।
বেশ কয়েক বছর ধরে বাংলাদেশি চলচ্চিত্রে যুক্ত হয়েছেন অপরূপা সুন্দরী পরীমনি। আলোচনার চেয়ে সমালোচনা বেশি হয় তাকে নিয়ে। অভিনয়ের চেয়ে বেশি ব্যস্ত থাকেন ব্যক্তিজীবন নিয়ে। প্রেম-বিয়ে মামলা-হামলাসহ একাধিক কর্মকাণ্ডে বিতর্কিত এ নায়িকা। সিনেমায় এখন তার ব্যস্ততা নেই বললেই চলে। কারণ, সিনেমায় দেখার চাইতে, দর্শক এখন তাকে সোশ্যাল মিডিয়ায় দেখতে বেশি অভ্যস্ত। সম্প্রতি তরুণ এক গায়কের সঙ্গে প্রেমকাণ্ডে আলোচনায় রয়েছেন তিনি। এরকম নানা ইস্যুতে বিতর্কের জন্ম দিয়ে সমালোচিত হয়েছেন এ নায়িকা। তাকে নিয়ে সিনেমা করাটাকেও একধরনের ‘রিস্ক’ মনে করছেন প্রযোজক পরিচালকরা। সর্বশেষ তাকে ‘মা’ নামে একটি সিনেমায় দেখা যায়।
পরীর মতো একই অবস্থা বিদ্যা সিনহা মিমের। কলকাতার নায়কের বিপরীতে অভিনয় করলেও নিজের অবস্থান তৈরি করতে পারছেন না এই নায়িকা। এ ছাড়া আইরিন সুলতানা, অধরা খান, শিরিন শিলা, মিষ্টি জান্নাত, পিয়া জান্নাতসহ আরও অনেক নায়িকার কয়েক বছর আগে অভিষেক হলেও আস্থা অর্জন করতে পারেননি। তবে নিজেকে নায়িকা হিসেবে প্রমাণ করার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন পূজা চেরি। এই তালিকায় রয়েছেন তরুণ নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। যদিও এখন পর্যন্ত নায়িকা হিসেবে কোনো ছবিই আলোচনায় আসেনি তার। এ ছাড়া জাহারা মিতু নামে এক মেয়ে নায়িকা হিসাবে প্রতিষ্ঠা পাওয়ার আগেই ঝরে গেছেন অযাচিত কর্মকাণ্ডের কারণে। তালিকায় আরও অনেকেই রয়েছেন। নায়িকা নিপুণও রয়েছেন অস্তিত্ব সংকটে। বিশেষ করে জুলাই-আগস্ট আন্দোলন পরবর্তী তার সামাজিক অবস্থান এখন বলা যায় শূন্যের কোটায়।
চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করেন, বাংলাদেশি চলচ্চিত্রে আগের নায়িকাদের মধ্যে যেমন চলচ্চিত্রের প্রতি ভালোবাসা, অধ্যবসায়, নিয়মানুবর্তিতা, পরিশ্রমপ্রিয়তা, ধৈর্য, সুশৃঙ্খলতা ছিল এখন তা নেই। এখনকার শিল্পীরা শিল্পী না হয়ে তারকা খ্যাতির পেছনে ছোটেন। যোগ্যতার চেয়ে সম্মানী বেশি দাবি করে বসেন বলেই গ্রহণযোগ্যতা হারাচ্ছেন।
প্রথমবার বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন ‘বাহুবলী’খ্যাত দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া। পরিচালক দীপক মিশ্রের পরবর্তী সিনেমা ‘ভিভান’-এর নায়ক হিসেবে আগেই চূড়ান্ত করা হয়েছিল সিদ্ধার্থ মালহোত্রাকে। তার বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে অপেক্ষা ছিল সবার। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে সিদ্ধার্থের বিপরীতে সিনেমায় চুক্তিবদ্ধ হলেন তামান্না ভাটিয়া। পৌরাণিক কাহিনির পটভূমিতে নির্মিত এই হাই-অন-ড্রামা ফিচার ফিল্মের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বাহুবলী অভিনেত্রী। জানা গেছে, সিনেমাটির শুটিং শুরু হবে আগামী জুন মাসে এবং ২০২৬ সালে বড় পর্দায় মুক্তি পাবে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, একতা কাপুরের প্রযোজিত এই ছবিটিকে একটি ফোক থ্রিলার হিসেবে বর্ণনা করা হয়েছে, যার গল্প লোককথার ছোঁয়া নিয়ে নির্মিত হবে। এই সিনেমায় সিদ্ধার্থ মুখ্য চরিত্রে থাকছেন। এদিকে ‘ওডেলা-২’ এবং ‘আয়ান’-এ কাজ করার পর তামান্না ভাটিয়া এ সিনেমায় যুক্ত হওয়াটা তার জন্য আরও একটি হাই-প্রোফাইল প্রজেক্টে কাজের সুযোগ এনে দিয়েছে। পিঙ্কভিলা সূত্রে জানা যায়, তামান্না এখন একের পর এক সিনেমায় সাইন করছেন। ‘র্যাঞ্জার’, ‘রাকেশ মারিয়া বায়োপিক’ এবং ‘নো এন্ট্রি ২’-এর পর তিনি নির্মাতা দীপক মিশ্রর পরবর্তী সিনেমা ‘ভিভানে’ সাইন করেছেন। ২০২৫ সালের জুনে ছবিটির শুটিং শুরু হবে এবং ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।
আরও জানা যায়, তামান্না ভারতের মধ্যাঞ্চলের পটভূমিতে নির্মিত এই পৌরাণিক আবহের গল্পে অভিনয় করতে উদ্গ্রীব। তিনি তার চরিত্রের জন্য সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ডিকশনের প্রশিক্ষণ নেবেন। সিনেমাটি রিয়েল লোকেশনে শুট হবে এবং ইতোমধ্যে নির্মাতা বিভিন্ন জঙ্গল অঞ্চল চিহ্নিত করার জন্য প্রি-প্রোডাকশন শুরু করে দিয়েছেন। ছবির একটি বড় অংশ জঙ্গলের মধ্যে শুট করা হবে। তবে চলচ্চিত্রটিতে কাস্ট হিসেবে কারা কারা অভিনয় করছেন এ বিষয়ে এখনো কিছু খোলাসা করেননি নির্মাতা।
অভিনয়ের পাশাপাশি নাচেও বেশ পারদর্শী তামান্না ভাটিয়া। অনেক সিনেমার আইটেম গানে কোমর দুলিয়ে প্রশংসাও কুড়িয়েছেন। গত বছর ‘আজ কি রাত’ গানে নেচে হইচই ফেলে দেন। ফের আইটেম গানে দেখা যাবে এই ‘মিল্কি বিউটিকে’। ইন্ডিয়া টুডে জানিয়েছে, বলিউড তারকা অজয় দেবগনকে নিয়ে পরিচালক রাজ কুমার গুপ্তা নির্মাণ করছেন ‘রেইড টু’। এ সিনেমার আইটেম গানে দেখা যাবে তামান্নাকে। এরই মধ্যে মুম্বাইয়ে গানটির শুটিংয়ে অংশ নিয়েছেন এই অভিনেত্রী। হাই ভোল্টেজের আইটেম গানটি সিনেমার গল্পের গুরুত্বপূর্ণ সময়ে রাখা হবে।
মন্তব্য