× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

বিনোদন
I am no longer the kings wife Parimani
google_news print-icon

আমি আর রাজের বউ না: পরীমনি

আমি-আর-রাজের-বউ-না-পরীমনি
পরীমনি
কাগজে-কলমে ডিভোর্স না হলেও এখন থেকে তিনি আর রাজের স্ত্রী নন বলে দাবি করেছেন পরীমনি। বলেছেন, শিগগিরই এই সম্পর্ক মিটিয়ে ফেলা দরকার।

স্বামী শরিফুল ইসলাম রাজের সঙ্গে দাম্পত্য কলহ আর না বাড়তে দিয়ে বরং সংসারের হিসাব-নিকাশ মিটিয়ে ফেলার পক্ষে মত দিলেন চিত্রনায়িকা পরীমনি।

কাগজে-কলমে ডিভোর্স না হলেও এখন থেকে আর রাজের স্ত্রী নন বলে দাবি করেছেন তিনি। বলেছেন, শিগগিরই এই সম্পর্ক মিটিয়ে ফেলা দরকার।

সুনেরাহ বিনতে কামলাসহ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁস হওয়া নিয়ে অভিনেতা রাজের সংসারে টানাপোড়েন চলছে কদিন ধরেই।

এরই মধ্যে এসব বিষয় নিয়ে এক জাতীয় দৈনিকের ফেসবুক পেজে একটি অনুষ্ঠানে এসে লাইভে এসব বিষয় নিয়ে কথা বলেন রাজ। সোমবার একই অনুষ্ঠানে আসেন পরীমনিও। সেখানেই পরিবার নিয়ে কথা বলেন তিনি।

পরীমনি বলেন, ‘আজকে থেকে আমি রাজের বউ না। রাজ আমাকে কাগজে-কলমে ডিভোর্স দেয়নি তো কী হয়েছে। এই মুহূর্তে এটা অসম্মাজনক।

‘যে মানুষটা সত্যিকারের সম্মান করতে জানে না; আমি বলব, যত দ্রুত সম্ভব এটাকে সেটেল ডাউন করে ফেলি।’

তিনি বলেন, ‘আমি কোনোকিছু ব্লেইম নিতে চাই না। যেটা আমার সাথে অন্যায় সেটা আমি মেরুদণ্ড সোজা করে উত্তর দিতে চাই। সে একা থাকতে চাচ্ছে। তার জন্য অনেকেই আছেন।

‘আমি যথেষ্ট সময় দিয়েছি। পাঁচ মাস একটা দীর্ঘ সময়। সাপোর্ট আমি কখনই রাজের থেকে পাইনি। ও কখনই আমার সাথে বসতে চায়নি। আমি টেবিল টক করতে চাই, ও চায়নি।’

নায়িকা বলেন, ‘আমি বলতে চাই। আমাকে মাফ করে দাও। আমি ব্লেইম গেম নিতে চাই। বাচ্চা নিয়ে থাকতে চাই। কাজ নিয়ে থাকতে চাই। সুস্থ জীবন চাই।’

সার্বিক পরিস্থিতিতে বোঝা যাচ্ছে, স্পষ্টতই অবনতির দিকে যাচ্ছে শরিফুল ইসলাম রাজ ও পরীমনির সম্পর্ক। জল ঘোলা হচ্ছে ক্রমেই। সংসার করা হবে কি না, তা নিয়েও দেখা দিয়েছে সংশয়। পর্দার এ নায়ক ও নায়িকার সম্পর্ক এখন দা-কুমড়া বললেই চলে।

কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না। এই রাজ কথা বলছেন, তো একটু পরই তার উত্তর দিচ্ছেন পরীমনি। অবশ্য এসব সামনাসামনি নয়, বরং সংবাদমাধ্যম বাসামাজিক যোগাযোগ মাধ্যমে।

রাজ-পরী দম্পতির সাংসারিক কলহ ফেসবুকে আসা নতুন কিছু নয়। তবে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে জড়িয়ে এবারের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে ২৯ মে রাতে। ওই রাতে অভিনেত্রী সুনেরাহ, নাফিজা তুষি ও তানজিন তিশার সঙ্গে রাজের কিছু ছবি এবং ভিডিও রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়।

এসব পোস্টে অসংলগ্ন ভাষায় কথা বলতে দেখা যায় সুনেরাহ ও তানজিন তিশাকে। কয়েকটি ছবিতে দেখা গেছে রাজ ও সুনেরাহকে ভিডিও কলে কথা বলতে। একটি ভিডিওতে লিফটের ভেতরে নাচছিলেন তানজিন তিশা। পরে অবশ্য রাজের অ্যাকাউন্টে সেসব ভিডিও বা ছবি আর পাওয়া যায়নি।

ছবি ও ভিডিও ফাঁস হওয়ার দায় রাজের স্ত্রী নায়িকা পরীমনিকে দিয়ে পরদিন রাতে একটি পোস্ট দেন সুনেরাহ। একই সঙ্গে তিনি দেন আইনি ব্যবস্থারও হুমকি।

পরীমনিকে ইঙ্গিত করে সুনেরাহ লেখেন, ‘দয়া করে এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করবেন না। আমি নিশ্চিত, ওর (রাজ) আইডি হ্যাকড হয়েছে। কে হ্যাক করেছে, আমরা সেটা জানি; প্রকাশ্যে হইচই করতে যার কোনো কারণ লাগে না। এ ভিডিওগুলো যারা ছড়াবে, তাদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’

এর পর দিন সকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পরীমনি। সুনেরাহকে এর দায় দেন তিনি। পরে কথা বলেন রাজও। তার বক্তব্য, তিনি এগুলোর কিছুই জানেন না।

এরপর পরীমনি আবার গণমাধ্যমকে বলেন, রাজের সঙ্গে তার যোগাযোগ নেই বেশ কিছুদিন। সুনেরাহর সঙ্গেই থাকছে রাজ। তার ফোনও নাকি তার কাছেই। এসব ছবি ও ভিডিও সুনেরাহই ছড়িয়েছেন।

এর আগেও রাজ-পরীর পারিবারিক দ্বন্দ্বের ব্যাপার সামনে এসেছিল গত পহেলা জানুয়ারি। ইংরেজি নতুন বছরের প্রথম প্রহরে ভোর ৫টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে রাজের সঙ্গে আর সংসার করবেন না বলে ঘোষণা দেন পরীমনি। একই ঘোষণা দিয়েছিলেন রাজও।

এর দু-একদিন আগে থেকে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে রাজের সঙ্গে জড়িয়ে নানা পোস্ট দিচ্ছিলেন পরীমনি। তবে শেষ পর্যন্ত টিকে যায় এ দম্পতির সংসার।

২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন শরিফুল রাজ ও পরীমনি। দীর্ঘদিন গোপনেই ছিল তাদের বিয়ের খবর। চলতি বছরের ১০ জানুয়ারি তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে।

পরীমনির অন্তঃসত্ত্বা হওয়ার খবরটিই প্রথমে জানা যায়, পরে জানা যায় তাদের বিয়ের খবর। রাজ-পরীর একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। গত বছরের ১০ আগস্ট জন্ম হয় রাজ্যের।

আরও পড়ুন:
হাত-পা ধরেছি, কিন্তু রাজ আমার সাথে থাকতে চায় না: পরীমনি
রাজের কথার উত্তর লাইভেই দেব: পরীমনি
রাজের প্রতি ওইভাবে ইন্টারেস্টই নেই: সুনেরাহ

মন্তব্য

আরও পড়ুন

বিনোদন
Bangladeshi Torsa set a world record in Ladakh

লাদাখে বিশ্ব রেকর্ড গড়লেন বাংলাদেশি তোরসা

লাদাখে বিশ্ব রেকর্ড গড়লেন বাংলাদেশি তোরসা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’ মুকুট জয়ী রাফাহ নানজিবা তোরসা। ছবি: সংগৃহীত
এই ফ্যাশন শোতে অংশ নিয়ে মোট ১২ জন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, শোবিজ জগতের মডেল-অভিনেত্রী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে প্রথমবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন রাফাহ নানজিবা তোরসা।

হিমালয়ের কোলে অবস্থিত লাদাখ। ভারতের সবচেয়ে চমৎকার স্থানগুলোর মধ্যে অন্যতম। এখানে রয়েছে বিশ্বের সর্বোচ্চ সড়ক উমলিং লা। ১৯ হাজার ২৪ ফুট উচ্চতায় অবস্থিত সড়কটি।

বিশ্বের অন্যতম উঁচু এই স্থানটিতেই সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল একটি আন্তর্জাতিক ফ্যাশন শো। ভাইব্রেন্ট লাদাখ ফেস্টিভালের অধীনে সর্বোচ্চ উমলিং লাতে অনুষ্ঠিত এই ফ্যাশন শোটি বিশ্বের রেকর্ড বুকে জায়গা করে নিয়েছে।

এই ফ্যাশন শোতে বিশ্বের ১২টি দেশের মডেলরা অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে অন্যতম ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’ মুকুট জয়ী রাফাহ নানজিবা তোরসা। এই মডেল-অভিনেত্রী ‘লাদাখ’-এ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।

এই ফ্যাশন শোতে অংশ নিয়ে মোট ১২ জন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, শোবিজ জগতের মডেল-অভিনেত্রী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে প্রথমবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন রাফাহ নানজিবা তোরসা। এমন সাফল্যে আনন্দিত তিনি।

তোরসা বলেন, ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’-এর মতো এমন একটি জায়গায় বাংলাদেশকে নিয়ে যেতে পেরেছি, এটা গর্বের। বিজিএমইএ এতে আমাকে বেশ সহযোগিতা করেছে। এই প্রাপ্তিতে আশা করছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের জনগণ অনেক বেশি খুশি হবেন। আগামীতে দেশের জন্য এবং শোবিজ ও গার্মেন্ট সেক্টরে এমন আরও যেন প্রাপ্তি আনতে পারি, এ জন্য সবাই দোয়া করবেন।

তোরসা আরও বলেন, বাংলাদেশের হয়ে এই অর্জন ভীষণ ভালো লাগার। কারণ, আমার জানা মতে এবারই প্রথম মডেল-অভিনেত্রী হিসেবে আমার মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে বাংলাদেশ। তাই ভালো লাগাটা একটু বেশিই। এই ১২ জনকে আলাদা আলাদা সার্টিফিকেট প্রদান করা হবে। যা শিগগিরই আমরা হাতে পাব।

উল্লেখ্য, শোটি লাদাখ আর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট অ্যালায়েন্সের অংশীদারত্বে লাদাখ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ দ্বারা আয়োজন করা হয়েছিল এবং ভারতীয় সেনাবাহিনী ও সীমান্ত সড়ক সংস্থার সমর্থন ছিল এই শোয়ে।

শোয়ের আয়োজকরা জানিয়েছেন, উমলিং লা ফ্যাশন শোটির উদ্দেশ্য ছিল ‘বসুধৈব কুটুম্বকম’ অর্থাৎ ‘এক বিশ্ব এক পরিবার’, এতে ধর্মের প্রচারের পাশাপাশি অত্যন্ত মূল্যবান জিআই ট্যাগড লাদাখের পশমিন গুরুত্ব পেয়েছে।

মন্তব্য

বিনোদন
Boni clarified whether Janhvi was in Sridevis womb or not before marriage

বিয়ের আগেই শ্রীদেবীর গর্ভে জাহ্নবী কি না, স্পষ্ট করলেন বনি

বিয়ের আগেই শ্রীদেবীর গর্ভে জাহ্নবী কি না, স্পষ্ট করলেন বনি
২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে যান শ্রীদেবী। দুবাইয়ের এক পাঁচতারা হোটেলে পানিতে ডুবে মৃত্যু হয়েছিল তার। সেই সময় অনেকেই আঙুল তুলেছিলেন বনির দিকে। এ মৃত্যু দুর্ঘটনা, নাকি খুন, তা নিয়ে উঠেছিল প্রশ্ন।

বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুরহস্য এখনও অনেকের চর্চার বিষয়। নানা সময় প্রশ্ন উঠেছে অন্তঃসত্ত্বা হয়ে পড়ার কারণেই নাকি তাড়াতাড়ি বিয়ে করতে হয়েছিল প্রযোজক ও অভিনেতা বনি কাপুর ও তাকে। তবে এর উত্তর মেলেনি এতদিন।

এবার এ নিয়ে মুখ খুললেন বনি। এক ইউটিউব চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে কথা বলেছেন বলে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।

২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে যান শ্রীদেবী। দুবাইয়ের এক পাঁচতারা হোটেলে পানিতে ডুবে মৃত্যু হয়েছিল তার। সেই সময় অনেকেই আঙুল তুলেছিলেন বনির দিকে। এ মৃত্যু দুর্ঘটনা, নাকি খুন, তা নিয়ে উঠেছিল প্রশ্ন।

বনি কাপুর বলেছেন, ‘আমার দ্বিতীয় বিয়ে, শ্রীদেবীর সঙ্গে বিয়ে হয়েছিল শিরডির মন্দিরে। আমরা সেখানে ১৯৯৬ সালের ২ জুন বিয়ে করি। বিয়ের পর এক রাত আমরা মন্দিরে ছিলাম। পরে জানুয়ারি মাসে শ্রীদেবীর প্রেগন্যান্সি স্পষ্ট হয়।

‘তখন আর সামাজিক বিয়ে করা ছাড়া আমাদের কাছে কোনো উপায় ছিল না। আমরা ১৯৯৭ সালের জানুয়ারি সামাজিকভাবে বিয়েবন্ধনে আবদ্ধ হই। অনেকেই মনে করে থাকে যে, জাহ্নবী এসেছে (জন্ম ৬ মার্চ, ১৯৯৭) আমাদের বিয়ের আগেই, তবে তা ভুল একেবারেই।’

শ্রীদেবীর আধ্যাত্মিকতার প্রতি টান নিয়েও কথা বলেন বনি। শুধু তার দ্বিতীয় স্ত্রী নয়, তার বড় মেয়ে থেকে শুরু করে সবার কথাই উঠে আসে বনির কথায়।

মন্তব্য

বিনোদন
The first look of Deyal Desh which was shot in secret is out

গোপনে শুটিং করা ‘দেয়ালের দেশ’-এর ফার্স্টলুক প্রকাশ্যে

গোপনে শুটিং করা ‘দেয়ালের দেশ’-এর ফার্স্টলুক প্রকাশ্যে সোমবার বিকেলে রাজধানীর হাতিরঝিলে একটি রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ করা হয়।
গত বছরের শুরু ও শেষে শুটিং হলেও সরকারি অনুদানে নির্মিত এই সিনেমার দুই প্রধান অভিনয়শিল্পী শরীফুল রাজ ও শবনম বুবলি বছর জুড়েই ছিলেন ব্যক্তিগত নানা ঝামেলায়।

অনেকটা গোপনেই হয়েছে ‘দেয়ালের দেশ’ সিনেমার শুটিং। পরিচালক থেকে অভিনয়শিল্পী, কেউই অফিশিয়ালি প্রকাশ করেননি সিনেমার কোনো স্থির চিত্র বা ভিডিও। গত বছরের শুরু ও শেষে শুটিং হলেও সরকারি অনুদানে নির্মিত এই সিনেমার দুই প্রধান অভিনয়শিল্পী শরীফুল রাজ ও শবনম বুবলি বছর জুড়েই ছিলেন ব্যক্তিগত নানা ঝামেলায়।

তবে সেসব কাটিয়ে উঠেছেন দুজন। নতুন নতুন কাজের খবর যেমন দিচ্ছেন তেমন শেষ করা কাজের প্রচারণায়ও ব্যস্ত সময় পার করছেন দুজন। তারই ধারাবাহিকতায় ‘দেয়ালের দেশ’ সিনেমার প্রচার শুরুর প্রথম ধাপে দেখা মিলল শরীফুল রাজ ও শবনম বুবলির। কারণ তাদের জুটি করে নির্মিত হয়েছে সিনেমাটি।

সোমবার বিকেলে রাজধানীর হাতিরঝিলে একটি রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ করা হয়। এ সময় পরিচালক ও নায়ক-নায়িকাসহ সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, দুটি সময়কে কেন্দ্র করে সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘দেয়ালের দেশ’। এটি নির্মাণ করেছেন তরুণ পরিচালক মিশুক মনি। তিনি জানালেন, অনুদানের সিনেমা মানেই আমরা সামাজিক কোনো ইস্যু ধরি। কিন্তু এই সিনেমার ক্ষেত্রে ভিন্ন হয়েছে। সিনেমাটি এই ট্যবু ভাঙবে। প্রেমের তীব্রতা যে কতটা কঠিন, সেটাই পোট্রে করা হয়েছে এই গল্পে।

গোপনে শুটিং করা ‘দেয়ালের দেশ’-এর ফার্স্টলুক প্রকাশ্যে
সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘দেয়ালের দেশ’। ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে পরিচালক মিশুক মনি বলেন, ‘এই সিনেমার গল্প আমার মাথায় এসেছে আরও ৫ বছর আগে। তখনই আমি সেটা লিখতে শুরু করি। এরপর ২০২০ সালে এটা অনুদানের জন্য জমা দেই। ২০২১ সালের মাঝে সিনেমাটি অনুদান পায়। ফাইনালি গত বছর আমরা শুটিং শুরু করি। এই সিনেমা রাজ ও বুবলিকে একেবারেই ভিন্নভাবে আমি উপস্থাপন করেছি। আগে কখনো দর্শক তাদের এভাবে পায়নি।

শরিফুল রাজ বলেন, ‘এই সিনেমায় কাজ করার পেছনে সবচেয়ে বড় অবদান চিত্রনাট্য।’

বুবলির কথায়, ‘সিনেমাটির চিত্রনাট্য হাতে পেয়েই আমি কাজের জন্য রাজি হয়েছি। কারণ, গল্প পড়েই আমার ভীষণ ভালো লেগেছে। ‘দেয়ালের দেশ’ সিনেমাটি না দেখা পর্যন্ত দর্শক বুঝবে না যে এখানে আমরা কী করেছি। সবকিছু মিলে দুর্দান্ত একটা ছবি হয়েছে।’

ছবিতে আরও অভিনয় করেছেন শাহাদত হোসেন, স্বাগতা, আজিজুল হাকিম, সাবেরী আলম, সমাপ্তি মাশুক প্রমুখ। পরিচালক জানান এ বছরই ছবিটি মুক্তি পেতে পারে।

মন্তব্য

বিনোদন
Parimanis second innings started afresh

পরীমনির দ্বিতীয় ইনিংস, নতুন করে শুরু

পরীমনির দ্বিতীয় ইনিংস, নতুন করে শুরু অভিনেত্রী পরীমনি। ফাইল ছবি
সম্প্রতি ‘রঙ্গিলা কিতাব’ নামের একটি ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। এ সিরিজটি পরিচালনা করবেন নির্মাতা অনম বিশ্বাস। সাহিত্যিক কিংকর আহসানের ‘রঙ্গিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিত হবে সাত পর্বের এ সিরিজ।

ব্যক্তিগত জীবনের নানান ঝামেলা কাটিয়ে বর্তমানে খুব ভালো সময় পার করছেন অভিনেত্রী পরীমনি। একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি। বিরতি কাটিয়ে কাজে ফেরার ঘোষণা দেয়ার পরপরই একগুচ্ছ নতুন কাজের প্রস্তাব পেয়েছেন অভিনেত্রী। কিছুদিন আগে নতুন দুটি সিনেমার খবর দিলেন। এবার দিলেন নতুন ওয়েব সিরিজের খবর।

পরীমনি চুক্তিবদ্ধ হয়েছেন ‘রঙ্গিলা কিতাব’ নামের একটি ওয়েব সিরিজে। এ সিরিজটি পরিচালনা করবেন নির্মাতা অনম বিশ্বাস। সাহিত্যিক কিংকর আহসানের ‘রঙ্গিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিত হবে সাত পর্বের এ সিরিজ।

এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন পরী। এ ছাড়া আছেন শ্যামল মাওলা, জিয়াউল হক পলাশ, ফজলুল হক বাবুসহ অনেকেই। চলতি মাসের শেষে দিকে সিরিজটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনম বিশ্বাসের সঙ্গে একটি ছবি পোস্ট করে পরীমনি লিখেছেন, ‘দ্বিতীয় ইনিংস! নতুন করে শুরু! অনম বিশ্বাস। বিস্তারিত আসছে….আল্লাহ ভরসা।’

ভালোবাসা দিয়ে নাকি সব জয় করা যায়? কিন্তু ভালোবাসা কি অতীতের অপরাধ মুছে ফেলতে পারে? এমন বিষয়বস্তু নিয়ে হইচইয়ের জন্য নির্মিত হচ্ছে এই সিরিজ।

কিছুদিন আগেই ওটিটিতেও মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত ‘পাফ ড্যাডি’। পরীমনির হাতে এখন রয়েছে সিনেমা ‘ডোডোর গল্প’, ‘খেলা হবে’, ওয়েব সিরিজ ‘মায়া’।

আরও পড়ুন:
পরীমনি অভিনীত ‘পাফ ড্যাডি’ বন্ধে আইনি নোটিশ 

মন্তব্য

বিনোদন
Mujib a film that shaped a nation is a document of the nation Information Minister

‘মুজিব- একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি জাতির দলিল: তথ্যমন্ত্রী

‘মুজিব- একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি জাতির দলিল: তথ্যমন্ত্রী বায়োপিকের সকল কলাকুশলীদের সঙ্গে নিয়ে পোস্টার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। ছবি: নিউজবাংলা
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার, প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক, চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, বায়োপিক লাইন ডিরেক্টর সতীশ শর্মা অনুষ্ঠানে তাদের অনুভূতি ব্যক্ত করেন ও শিল্পীদের নিয়ে মন্ত্রীর সঙ্গে পোস্টার উন্মোচনে অংশ নেন।

বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব- একটি জাতির রূপকার’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ১৩ অক্টোবর। এ উপলক্ষে চলচ্চিত্রটির মুক্তির তারিখ ঘোষণা এবং ট্রেলার ও পোস্টার উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার রাজধানীর মিন্টো রোডে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এ উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের তত্ত্বাবধায়নে আয়োজিত অনুষ্ঠানে এ উদ্বোধন ঘোষণা করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা এত খুশি যে, ১৩ই অক্টোবর এই ছবি সমগ্র বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে। এই ছবি শুধুমাত্র একটি সিনেমা নয়, এটি বঙ্গবন্ধুর বায়োপিক। ‘মুজিব-দ্য মেকিং অব আ নেশন’, ‘মুজিব- একটি জাতির রূপকার’ ছবিতে বাংলাদেশের ইতিহাস, অভ্যুদয়ের ইতিহাস আছে। কারণ এই বাংলাদেশ জাতিরাষ্ট্র গঠিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে।’

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার, প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক, চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, বায়োপিক লাইন ডিরেক্টর সতীশ শর্মা অনুষ্ঠানে তাদের অনুভূতি ব্যক্ত করেন ও শিল্পীদের নিয়ে মন্ত্রীর সঙ্গে পোস্টার উন্মোচনে অংশ নেন।

চলচ্চিত্র অঙ্গণের বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। দেশের বাইরে থেকে এ উপলক্ষে পরিচালক শ্যাম বেনেগাল এবং বঙ্গবন্ধুর চরিত্রাভিনেতা আরিফিন শুভর পাঠানো ভিডিও বার্তা ও সিনেমাটির ট্রেলার দর্শকদের ছুঁয়ে যায়।

ড. হাছান বলেন, ‘মুজিব- একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি জাতির জন্য একটি দলিল। এটি শুধু সিনেমা নয়, এই ছবিটি জাতির ইতিহাসের একটি দলিল। বঙ্গবন্ধু কীভাবে একটি জাতির রূপকার হলেন, সেটিই এই ছবিতে চিত্রায়িত হয়েছে।

মন্ত্রী হাছান এ সময় বায়োপিকের পরিচালক শ্যাম বেনেগাল এবং ছবির নির্মাণের সঙ্গে যুক্ত সবাইকে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়ে বলেন, ‘গওহর রিজভী সাহেব, আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা এই ছবির নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। সাজ্জাদ জহিরসহ বাংলাদেশ থেকে আরও অনেকেই যুক্ত ছিলেন। সবাইকে আমি ধন্যবাদ জানাই। শিল্পীরা প্রত্যেকেই অসাধারণ অভিনয় করেছেন। যাকে যে চরিত্র দেয়া হয়েছে ভালো অভিনয় করেছে।’

তথ্যমন্ত্রী জানান, ‘বেশ আগেই আমরা বায়োপিকের সেন্সর সার্টিফিকেট দিয়েছিলাম। খুব সহসা এটি ভারতে সেন্সর সার্টিফিকেটও পেতে যাচ্ছে। সুতরাং আমরা প্রথমে বাংলাদেশে মুক্তি দিতে চাই, কারণ বঙ্গবন্ধু বাংলাদেশের রূপকার, এই জাতির রূপকার, সে জন্য বাংলাদেশে মুক্তি দিতে চাই। পরে এটি ভারতবর্ষসহ পুরো পৃথিবীতে মুক্তি দেয়া হবে। আমি সবাইকে এই ছবি হলে গিয়ে দেখার জন্য অনুরোধ জানাই।’

তথ্যমন্ত্রীর সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাত

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাত করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি (Iwama Kiminori)।

রোববার সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দপ্তরে তাদের বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, ‘গত ৫২ বছরে বাংলাদেশের পথচলায় জাপান অর্থনৈতিকভাবে, অবকাঠামোগতভাবে আমাদের যেভাবে সহায়তা করেছে, সে নিয়ে জাপানের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়েছি। দেশের উন্নয়নে ভবিষ্যতে যেন আমরা আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারি, সে ব্যাপারে তার সঙ্গে আলোচনা করেছি।’

হাছান মাহমুদ বলেন, ‘তিনি আগামী নির্বাচন প্রসঙ্গ তুলেছিলেন। আমি তাকে জানিয়েছি- আগামী নির্বাচন ফ্রি, ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট হবে। নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশনের। ক্রমাগতভাবে নির্বাচন বর্জন করা যে, কখনও কারও জন্য সমীচীন নয়, সেটি আমি তাকে বলেছি।

‘একইসঙ্গে দেশে যাতে কোনো রাজনৈতিক ভায়োলেন্স না হয়, যেটি ২০১৩-১৪-১৫ সালে হয়েছে এবং সময়ে সময়ে বিএনপি করে এবং এখনও করার চেষ্টা করছে, উস্কানি দিচ্ছে- এ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আগামী নির্বাচন জনগণ এবং অনেক রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ, সুন্দর ও সর্বমহলে কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে, সেটি আমি তার সঙ্গে আলোচনায় বলেছি।’

‘সহিংসতা বরদাশত নয়

এ সময় সাংবাদিকরা বিএনপির আন্দোলন নিয়ে প্রশ্ন করলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “দেশে কেউ সহিংসতা করুক সেটি কখনও বরদাশত করব না। যে কেউ রাজনৈতিকভাবে আন্দোলন করতে পারে, সরকারের পদত্যাগও চাইতে পারে। কিন্তু তাই বলে দিনক্ষণ ঠিক করে ‘সরকারকে টেনে নামিয়ে ফেলবে’ বলা সমীচীন নয়, সেটি রাজনীতির ভাষা নয়।”

তিনি বলেন, ‘যে ভাষায় বিএনপি কথা বলছে, সেই ভাষা ইঙ্গিত দেয় যে, তারা দেশে সহিংসতা, নাশকতা করতে চায়। সেটি করতে কাউকে দেয়া হবে না। আমি আওয়ামী লীগের নেতা হিসেবে বলছি- আওয়ামী লীগ রাজপথের দল। রাজপথে কীভাবে, কাকে মোকাবিলা করতে হয়, সেটি আমরা জানি।’

আরও পড়ুন:
‘মুজিব-একটি জাতির রূপকার’ মুক্তি পাচ্ছে ১৩ অক্টোবর

মন্তব্য

বিনোদন
Mujib Ek Rati Karkar movie poster trailer and release date announced

‘মুজিব-একটি জাতির রূপকার’ মুক্তি পাচ্ছে ১৩ অক্টোবর

‘মুজিব-একটি জাতির রূপকার’ মুক্তি পাচ্ছে ১৩ অক্টোবর রাজধানীতে রোববার ‘মুজিব-একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের পোস্টার ও ট্রেইলার উন্মোচনসহ মুক্তির তারিখ ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্রটির মুক্তির তারিখ ঘোষণাসহ পোস্টার ও এর ট্রেইলার উন্মোচন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত বায়োপিক ‘মুজিব-একটি জাতির রূপকার’ আগামী ১৩ অক্টোবর মুক্তি দেয়ার ঘোষণা করে ট্রেলার ও পোস্টার উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে রোববার সকাল সাড়ে ১১টার দিকে জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানে চলচ্চিত্রটি মুক্তির আগের গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলো সম্পন্ন হয়। এ সময় তিনি এ ঘোষণা দেন।

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্রটি নিয়ে অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন চলচ্চিত্রের কেন্দ্রীয় ‘মুজিব’ চরিত্রের অভিনেতা আরিফিন শুভ এবং চলচ্চিত্রের পরিচালক শ্যাম বেনেগাল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার, বিএফডিসির অতিরিক্ত সচিব ও ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনসহ চলচ্চিত্রটির শিল্পী, কলাকুশলী, চলচ্চিত্র ব্যক্তিত্ব এবং সাংবাদিকরা।

মন্তব্য

বিনোদন
The Star Cricket League incident is uncalled for it cannot be called a fight

সেলিব্রেটি ক্রিকেট লিগে মারামারি: যা বললেন আয়োজকরা

সেলিব্রেটি ক্রিকেট লিগে মারামারি: যা বললেন আয়োজকরা শনিবার সন্ধ্যায় তারকাদের ক্রিকেট লিগের আয়োজকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দেন নির্মাতা দীপঙ্কর দীপন। ছবি: সংগৃহীত
নির্মাতা দীপঙ্কর দীপন বলেন, ‘আমার দলের খেলোয়াড়-অভিনেতা মনোজ প্রামাণিককে মাঠে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে। পরে তিনি বাইরে তার গাড়িতে গিয়ে বসেছিলেন। পরে আমার কথা বলে তাকে মাঠে আসতে বলা হয়। কিন্তু তিনি গাড়ি থেকে বের হননি।’

রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে বসেছে শোবিজ তারকাদের অংশগ্রহণে ‘সেলিব্রিটি ক্রিকেট লিগের’ আসর। সব কিছু ঠিকঠাকই চলছিল। তবে হঠাৎ করেই শুক্রবার রাতে ঘটে যায় তুলকালাম কাণ্ড। খেলার মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে সেখানে।

বিষয়টি নিয়ে শনিবার সন্ধ্যায় আয়োজকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দেন দুই দলের অধিনায়ক।

এসময় পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘আপনার সবাই জানেন, গতকাল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এটার জন্য ব্যক্তিগতভাবে আমি লজ্জিত। এই ঘটনার সঙ্গে আমার টিম থেকে যারা জড়িত তাদের জন্যও আমি লজ্জিত। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। যেহেতু এটা আমাদের পারিবারিক বিষয়, তাই আমরা এটার ইন্টারনাল সমাধান করেছি।’

শুক্রবার রাতের এই ঘটনাকে মারামারি বলতে নারাজ নির্মাতা দীপঙ্কর দীপন। তারা কেউ মারামারি করেননি বলেও উল্লেখ করেন তিনি। দীপন বলেন, ‘গতকালের এই ঘটনাটাকে আপনারা মারামারি বলবেন না। এখানে সেলিব্রিটিদের মারামারি হয়নি। কিছু মানুষ এখানে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আপনার ভিডিও ফুটেজে দেখলে বুঝবেন, এখানে আমাদের দুই দলের কেউ এই ঝামেলায় জড়ায়নি। মাত্র ৫-৬ জনের হামলা এটা। পরে তাদের সরিয়ে নেয়া হয়েছে। তাদের সরিয়ে নিতে দুই দলই সহযোগিতা করেছে।’

তিনি আরও বলেন, ‘আমার দলের খেলোয়াড়-অভিনেতা মনোজ প্রামাণিককে মাঠে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে। পরে তিনি বাইরে তার গাড়িতে গিয়ে বসেছিলেন। পরে আমার কথা বলে তাকে মাঠে আসতে বলা হয়। কিন্তু তিনি গাড়ি থেকে বের হননি।’

এই পরিচালক মনে করেন, ‘এই আয়োজনে কিছু ত্রুটি ছিল, নিরাপত্তার কিছুটা অভাব ছিল। বহিরাগতদের ঢোকা নিয়ে সমস্যা ছিল। এই বিষয়গুলোকে আমার সংস্কার করার কথা বলেছি। কর্তৃপক্ষ এ বিষয়ে আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আশা করি, এমনটি আর কখনো ঘটবে না।’

সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টরা জানান, ওই ঘটনায় অনেকেই আহত হয়েছেন, যাদের সুস্থ হতে কিছুদিন সময় লাগবে। তাছাড়া যে দলগুলো রয়েছে তাদের অনেকেই এখন খেলতে অসম্মতি জানাচ্ছেন। যে কারণে সাময়িকভাবে খেলা স্থগিত থাকবে। পুরো টুর্নামেন্ট আবার নতুন করে শুরু হবে কি না বা যেখানে খেলা শেষ হয়েছে সেখান থেকে শুরু হবে কি না-এসব বিষয়ে বিস্তারিত খুব শিগগিরই জানানো হবে।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উৎসাহ দিতে তিনদিন ব্যাপী সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল) আয়োজন করা হয়েছে। এতে মোট ১৬টি দল অংশ নিয়েছে। শনিবার ফাইনালের মধ্য দিয়ে এ আসর সমাপ্ত হওয়ার কথা ছিল। তবে এখন তা অনিশ্চিত।

মন্তব্য

p
উপরে