ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনেতে অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এআর রহমানের কনসার্ট পুলিশের বাধায় পণ্ড হয়েছে। স্থানীয় পুলিশ জানায়, বেঁধে দেয়া সময়ের পর কনসার্টটি চালানোয় সেটি বন্ধ করে দেয়া হয়।
এক কর্মকর্তার বরাত দিয়ে সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রোববার পুনের রাজা বাহাদুর মিলসে এআর রহমানের এ কনসার্টটিকে কেন্দ্র করে অনেক লোকের সমাগম হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনার ভিডিওতে দেখা যায়, ১০টার বেশি বেজে যাওয়ায় পুলিশ সদস্যরা মঞ্চে উঠে এআর রহমান ও অন্যান্য শিল্পী এবং আয়োজকদের কনসার্ট থামানোর জন্য বলছেন।
এ নিয়ে পুনের বান্ডগার্ডেন থানার পরিদর্শক সন্তোষ পাতিল বলেন, ১০টা পর্যন্ত কনসার্ট চালানোর অনুমতি ছিল। আমরা গিয়ে এআর রহমান ও অন্যান্য শিল্পীদের বলি কনসার্ট বন্ধ করতে।
পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি।
এদিকে সোমবার এক টুইট বার্তায় ৫৬ বছর বয়সী এআর রহমান কনসার্ট আয়োজনের জন্য পুনের জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন, তবে সেখানে তিনি এ ঘটনার কথা উল্লেখ করেননি।
এআর রহমানের এক সহযোগী বলেন, পুলিশ অস্কারজয়ী সঙ্গীত পরিচালককে এভাবে না বলে আয়োজকদেরকে গিয়ে অনুষ্ঠান থামানোর কথা বলতে পারত।
দক্ষিণের ‘ফিমেল সুপারস্টার’ নয়নতারা বলিউডে এসেই করেছেন বাজিমাত। শাহরুখ খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে উপহার দিয়েছেন ‘জওয়ান’। অভিনয় দক্ষতার পাশাপাশি ব্যক্তিজীবনে আর্থিক মানদণ্ডেও ‘বড় তারকা’ তিনি। সবমিলিয়ে তার সম্পদের পরিমাণ ২০০ কোটি রুপির বেশি।
তামিলনাড়ু থেকে মুম্বাইয়ে অভিনেত্রেীর যে বিলাসবহুল সম্পত্তি, তার একটি হলো বিলাসবহুল বড় বাড়ি, যার দাম ১০০ কোটি রুপি। স্বামী পরিচালক ভিগনেশ শিভানের সঙ্গে তিনি যে ফ্ল্যাটে থাকেন তার দামও ১০০ কোটি রুপি।
নিউজ এইটটিন বলছে, নয়নতারার ফ্ল্যাটটিতে একটি ব্যক্তিগত সিনেমা হল আছে। আছে সুইমিং পুল এবং জিমের মতো আরও কিছু রয়েছে৷ এ ছাড়াও তার হায়দ্রাবাদের বানজারা হিলসে দুটি অ্যাপার্টমেন্ট রয়েছে, যার প্রতিটির মূল্য প্রায় ৩০ কোটি রুপি করে।
বিলাসবহুল গাড়ির প্রতি ঝোঁকের জন্যও পরিচিত নয়নতারা। তিনি বেশ কয়েকটি দামি গাড়ির মালিক। তার সবচেয়ে দামি গাড়ি বিএমডব্লিউ ৭ সিরিজের, যার দাম ১.৭৬ কোটি রুপি। এতে আছে অত্যাধুনিক লাইটিং, যা মেজাজের সঙ্গে অ্যাডজাস্ট করা যায়। আরও কয়েকটি গাড়ি আছে তার।
ভারতীয় অভিনেত্রীদের একচেটিয়া ক্লাবে যারা ব্যক্তিগত বিমানের মালিক, নয়নতারা তাদের একজন। এই অভিজাত দলে তার সঙ্গে আছেন শিল্পা শেঠি, প্রিয়াঙ্কা চোপড়া এবং মাধুরী দীক্ষিত। নয়নথারার প্রাইভেট বিমানটির দাম প্রায় ৫০ কোটি রুপি। প্রায়শ তার স্বামীর সঙ্গে এতে বিলাসবহুল ভ্রমণে বের হন।
বর্ণাঢ্য অভিনয় ক্যারিয়ারের বাইরে নয়নতারা লিপ বাম কোম্পানিতে ১০ কোটি টাকা বিনিয়োগে উদ্যোগী হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের তেল ব্যবসায় ১০০ কোটি রুপি বিনিয়োগ করেছেন এই সুপারস্টার। হয়েছেন চলচ্চিত্র নির্মাণে উদ্যোগী। ‘জওয়ান’ সিনেমায় কাজ করার জন্যও নাকি ১০ কোটি টাকা নিয়েছেন নয়নতারা।
স্বামীর সঙ্গে রাউডি পিকচার্স ব্যানার নামে পরিচিত একটি প্রযোজনা সংস্থার সহ-মালিক তিনি। এই প্রোডাকশন হাউসই প্রাথমিকভাবে তার চলচ্চিত্র নির্মাণ করে।
সিনেমায় অভিনয়ের আগে নয়নতারা দক্ষিণের টিভি শো ‘চামায়াম’-এর জন্য সঞ্চলনা করতেন। দক্ষিণের কৈরালি টিভিতে তাকে তার দর্শকদের ফ্যাশন ও সৌন্দর্যের টিপস দিতে দেখা গিয়েছে।
নয়নতারা মালায়ালম সিনেমা মানসিনাক্কারে (২০০৩) দিয়ে অভিনয় দুনিয়ায় পা রাখেন। এরপর বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। স্বামী ও দুই সন্তানকে নিয়ে সংসার করছেন অভিনেত্রী।
আরও পড়ুন:বড় ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন চিত্রনায়ক শাকিব খান।
চিত্রনায়িকা অপু বিশ্বাসের গর্ভে জন্ম নেয়া আব্রাম এবার পা দিয়েছে জীবনের সপ্তম বছরে। এ নিয়ে বুধবার নিজের ভেরিফায়েড পেজে ওই শুভেচ্ছা বার্তা দেন শাকিব।
শাকিব লিখেছেন, তোমাকে ভালোবাসি আব্রাম। এমন দিনে আরও অনেক আনন্দ ফিরে আসুক। আল্লাহ তোমার মঙ্গল করুন।
পোস্টে ছেলের একটি ভিডিও পোস্ট করেছেন নায়ক। এতে বাবাকে নিয়ে গান গাইতে দেখা যায় তাকে।
এদিকে শাকিবের ছোট ছেলে শেহজাদ খান বীরও বড় ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। তার ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যাতে মুখে বীর বলছে- হ্যাপি বার্থডে টু ইউ। আর ক্যাপশনে লেখা, হ্যাপি বার্থডে ভাইয়া।
‘সাবেক’ দুই স্ত্রীর সঙ্গে শাকিবের সম্পর্ক ভালো না হলেও দুই ছেলের সঙ্গে তার বোঝাপড়া বেশ গভীর। প্রায়ই তাদের সঙ্গে সময় কাটান তিনি। এসব ঘটনার ছবি ও ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
শাকিব খান ২০০৮ সালে গোপনে বিয়ে করেন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্ম হয় এ জুটির ছেলে আব্রাম খান জয়ের।
২০১৭ সালের এপ্রিলে একটি টিভি চ্যানেলে সব তথ্য ফাঁস করেন অপু বিশ্বাস। ২০১৭ সালের নভেম্বরে বিচ্ছেদ হয়ে যায় তাদের।
পরের বছরের ২০ জুলাই শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব। ২০২০ সালের ২১ মার্চ আমেরিকায় জন্ম হয় তাদের ছেলে শেহজাদ খান বীরের।
গত বছরের ৩০ সেপ্টেম্বরে এসব তথ্য জানান বুবলী। শাকিবের সঙ্গেও বুবলীর বিচ্ছেদ হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র। তবে বুবলী দিয়েছেন ভিন্ন তথ্য।
একই বছরে দুবার বক্স অফিসের হাজার কোটির শৃঙ্গ জয় করলেন শাহরুখ খান। প্রথমে ‘পাঠান’ এরপর ‘জওয়ান’। শুধু ভারত নয়, বিশ্বব্যাপী বক্স অফিসেও ভালো ফল করেছে দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারের এ সিনেমা।
এনডিটিভির মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়, জওয়ান বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন ১ হাজার কোটি রুপি ছাড়িয়েছে। সোমবার মুক্তির ১৮ দিনেই এ রেকর্ড গড়েছে সিনেমাটি। এর আগে মুক্তির পর ২৭ দিনে হাজার কোটিতে প্রবেশ করে ‘পাঠান’। ফলে সবচেয়ে কম সময়ে ১ হাজার কোটি কালেকশন করা হিন্দি সিনেমা এখন ‘জওয়ান’।
শাহরুখ খান-গৌরি খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট সোমবার জওয়ানের ১ হাজার কোটি রেকর্ড উপলক্ষে তাদের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে। সেখানে ক্যাপশনে লেখা, ‘ইতিহাস তৈরির পথে জওয়ান! আপনি এখনও এটা দেখেছেন কি?’
ফিল্ম ট্রেড অ্যানালিসিস্ট তরণ আদর্শ এক্স-এ (পূর্বের টুইটার) বক্স অফিসের রিপোর্টগুলো প্রকাশ করেছেন।
এর আগে তরণ ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘নতুন রেকর্ড সতর্কতা! সবচেয়ে দ্রুত সময়ে ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করা সিনেমা এখন জওয়ান।’
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ‘পাঠান সিনেমার রেকর্ড ভেঙে দিয়ে আপাতত জওয়ানের দখলেই রয়েছে সর্বোচ্চ ওপেনিং পাওয়া হিন্দি সিনেমার তকমাটা। এর আগে ‘পাঠান’ প্রথম দিনে বিশ্বব্যাপী ১০০ কোটির ব্যবসা করেছিল বক্স অফিসে।
আরও পড়ুন:‘দ্য ভ্যাকসিন ওয়ার’ সিনেমার পোস্টার প্রকাশ্যে আসতেই বিতর্ক ছড়িয়েছে চারদিকে। বিতর্কে জড়িয়েছেন ভারতীয় ভারতীয় অভিনেত্রী রাইমা সেনও। এবার এ নিয়েই মুখ খুললেন তিনি।
একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, সমালোচনার আগে সিনেমাটি দেখুন।
রাইমা বলেন, ‘প্রচুর দর্শক দেখলাম গালাগাল দিতে শুরু করল আমায়। এক এক করে আনফলোও হয়ে গিয়েছে প্রচুর সোশ্যাল মিডিয়া থেকে। আমার বক্তব্য একটাই। সিনেমা না দেখেই কী করে প্রোপাগান্ডা বলে ধরে নিচ্ছে মানুষ?’
তিনি বলেন, ‘বিবেক অগ্নিহোত্রীর শেষ সিনেমা দেখে এমনটা সিদ্ধান্ত নিয়ে ফেলল সবাই? না দেখে এত জাজমেন্ট দেয়া তো ঠিক নয়। তাই সবাইকে একটাই কথা বলব, দয়া করে সিনেমা দেখুন, তারপর যা বলার বলবেন।
‘আমি কী সিনেমা করছি সেটা দেখে তো আমায় বিবেক সিনেমা দেয়নি। একবারও জিজ্ঞেস করেনি যে কেন এখন আমি সিনেমা করছি না। আমার মনে হয়েছে আমার কেরিয়ারের জন্য এটা অত্যন্ত জাস্টিফাইং একটা চরিত্র। যেটা করে আমারও বেশ ভালো লেগেছে।’
চলতি বছরের জুনে প্রথম প্রকাশ্যে আসে ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ সিনেমার পোস্টার। একঝলক দেখেই শুরু হয়ে গিয়েছিল এর গল্প নিয়ে নানা আলোচনা। এরপর বহু বিতর্ক মুহূর্তে ছড়িয়ে পড়ে। অনেকে বলেন, দেশের দুঃসময় নিয়ে এমন সিনেমা কী করে বানাতে পারলেন বিবেক?
বলিউড সিনেমায় এর মধ্য দিয়েই প্রথম অভিনয় করছেন রাইমা। সেই অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘বিবেক অগ্নিহোত্রী কলকাতায় এলে তার সঙ্গে আমি দেখা করি। তারপর আমায় পুরো গল্পটা তিনি শোনান। সেই কঠিন সময়ে যা আমরা পার করেছি, গোটা ভারতবর্ষ যা দেখেছে সেটা তুলে ধরা হবে।
‘এই সিনেমায় দু ধরনেরর চরিত্র থাকবে। একশ্রেণি যারা বলবেন, ভারতবর্ষ ভ্যাকসিনের লড়াই করে দেখাতে পারবে। আরেক শ্রেণি যারা বলবে, না কোনোভাবে পারবে না। সেই সময় এই ধরনের ঘটনাই তো ঘটছিল চারিদিকে। আমি একজন সায়েন্স জার্নালিস্টের ভূমিকায় অভিনয় করেছি। যে বিশ্বাস করেন, ভারতবর্ষ এটা করতে পারবে না কখনোই।’
রাইমা বলেন, ‘পুরো সিনেমায় দেখা যাবে রিসার্চের ওপর ভিত্তি করে সেই সাংবাদিক সব তথ্য তুলে ধরছেন। এ রকম নয় যে, সবাই যা বলছে সেটাই সাংবাদিকও তুলে ধরছে। আমাকে বিবেক বলেছিলেন, তুমি তোমার চরিত্রটা খুব পজিটিভলি তুলে ধরো। তারপর সবটা দর্শকের ওপর ছেড়ে দাও। হয়তো তাদের ভালো লাগবে না। তারা তোমায় ঘৃণা করতে শুরু করবে। কিন্তু, তুমি যে বার্তা দেবে তারা সেটা ইগনোরও করতে পারবে না কোনোভাবে।’
পাঁচ মাস ধরে চলা হলিউড লেখকদের ধর্মঘট অবশেষে প্রত্যাহার করা হয়েছে।
বড় স্টুডিওগুলের সঙ্গে শ্রমচুক্তির প্রেক্ষাপটে হলিউড লেখক ইউনিউয়ন এই ঘোষণা দেয় বলে সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে।
মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন প্রডিউসারস (এএমপিটিপি)-এর জোটের সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে রাইটার্স গিল্ড অফ আমেরিকা (ডব্লিউজিএ)।
আন্দোলনকারীদের সঙ্গে পাঁচ দিন ধরে আলোচনার পর চুক্তি হয়েছে তিন বছরের জন্য। তবে চূড়ান্তভাবে এই চুক্তি অনুমোদনের পরই আনুষ্ঠানিকভাবে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হবে।
১১ হাজার ৫০০ সদস্যের লেখক সংগঠন রাইটার্স গিল্ড অফ আমেরিকা বলছে, লেখকদের নিরাপত্তার জন্য এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ।
গত ২ মে ধর্মঘটে নামেন ফিল্ম এবং টিভি লেখকরা। ক্ষতিপূরণ, লেখকদের কক্ষে ন্যূনতম স্টাফিং, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং জনপ্রিয় স্ট্রিমিং শোগুলির জন্য লেখকদের পুরস্কৃত করে এসব বিষয় নিয়ে আলোচনার জন্য কর্মসূচি দেন তারা।
আরও পড়ুন:বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফের প্রেগন্যান্সি জল্পনা নতুন নয়। ২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশলের সঙ্গে বিয়ে সেরেছিলেন ক্যাটরিনা। বিয়ের পর থেকে নির্দিষ্ট সময়ের ব্যবধানে নায়িকার মা হওয়ার গুঞ্জন সামনে এসেছে, তবে প্রতিবারই জল্পনা মিথ্যা প্রমাণিত হয়েছে, তবে এ কথা অস্বীকার করার উপায় নেই শেষ কয়েকবার ঢিলেঢালা পোশাকে প্রকাশ্যে এসেছে অভিনেত্রী।
মাসখানেক আগে এক জুয়েলারি সংস্থার অনুষ্ঠানে কলকাতায় এসেছিলেন ক্যাটরিনা, তখনও সংবাদমাধ্যমকে তার ধারেকাছে ঘেঁষতে দেয়া হয়নি। তাহলে কি ক্যাটরিনা এবার সত্যিই মা হতে চলেছেন?
ক্যাটরিনার এক ঘনিষ্ঠ সূত্র হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ‘ক্যাটরিনা কাইফের অন্তঃসত্ত্বা হওয়ার খবরের কোনো ভিত্তি নেই। তিনি অন্তঃসত্ত্বা নন। এমনকি তিনি জনসমাগমও এড়িয়ে চলছেন না। তিনি তার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।’
এয়ারপোর্টেও আজকাল গোপনেই যাতায়াত সারছেন ক্যাটরিনা। খুব ভোরের ফ্লাইট ধরছেন, পাপারাৎজিদের ক্যামেরার সামনে আসছেন না কিছুতেই। এর কারণ কী? তা একমাত্র ক্যাটরিনাই জানেন, তবে সামনেই ব্যস্ততা বাড়বে ক্যাটরিনার। কারণ নভেম্বরে মুক্তি পাচ্ছে অভিনেত্রীর বহুচর্চিত ছবি টাইগার ৩। এই ছবিতে ফের একবার সালমান খানের সঙ্গে স্ত্রিন শেয়ার করবেন ক্যাটরিনা। যশ রাজ ফিল্মসের এই স্পাই থ্রিলারে থাকছেন ইমরান হাশমিও। ক্যামিও চরিত্রে দেখা মিলবে শাহরুখ খানের।
ক্ষত-বিক্ষত মুখ, মাথাভর্তি রুক্ষ চুল। ‘বাঘা যতীন’ সিনেমায় এমন রূপেই দেখা দিয়েছেন টলিউডের জনপ্রিয় নায়ক দেব। তিনি তার নতুন লুক নিয়ে রয়েছেন আলোচনায়।
সিনেমাটির নির্মাতা শুক্রবার দেবের বিশেষ এ লুক প্রকাশ করেছেন বলে জানানো হয়েছে ইউএনবির প্রতিবেদনে।
ব্রিটিশ শাসনামলের সত্য ঘটনার ওপর নির্মিত ‘বাঘা যতীন’ সিনেমাটি। এতে বাঘা যতীনের ভূমিকায় দেবকে একাধিক লুক দেখা যাবে।
এ নিয়ে কলকাতার সংবাদমাধ্যমে দেব বলেন, ‘এই ছবিতে এমন এক মানুষের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি আমি, যিনি মহৎ উদ্দেশ্য সাধনের জন্য ছদ্মবেশ ধারণের গুরুত্ব বুঝতেন। একইভাবে আমার চরিত্রটিও ছবিতে একাধিক পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়েছে।’
অরুণ রায় পরিচালিত ‘বাঘা যতীন’ মুক্তি পাবে এবারের দুর্গাপূজায়।
মন্তব্য