‘দুইটা কথা মনে রাখবা’, ডায়লগ দেয়া ওসি হারুন অর্থাৎ মোশাররফ করিমকে আবারও ফিরিয়েছেন নির্মাতা আশফাক নিপুণ। ‘মহানগর’ সিরিজের দ্বিতীয় সিজন ‘মহানগর ২’ এসেছে ওটিটি প্লাটফর্ম হইচইয়ে।
ঢাকার এক রাতের গল্প নিয়ে নির্মিত এই ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন নিয়ে প্রশংসায় ভাসছেন অনেকে। কেউ কেউ করছেন সমালোচনাও। ফেসবুকে কেউ লিখেছেন, আশফাক নিপুণ যে ঘটনা দেখিয়েছেন তা বাস্তবতাবর্জিত।
‘মহানগর ২’–এর সমালোচনার পাশাপাশি আশফাক নিপুণের ব্যক্তিগত জীবন মতাদর্শ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। প্রায় এক দশক বা তার আগে পরে এই নির্মাতার বেশ কিছু ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করে কড়া সমালোচনা করছেন তারা।
সরকারবিরোধী ও বিরোধী দলের সমর্থক আখ্যা দিয়ে নিপুণের বিচারও চাইছেন কেউ কেউ। এসব নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও মুখ খোলেননি নির্মাতা। তবে সমাাজিক যোগাযোগমাধ্যমে বুধবার এ প্রসঙ্গে মন্তব্য করেছেন তিনি।
এই সময়ে এসে কেন এক দশক আগের কিছু আলাপের নতুন আবির্ভাব ঘটল তা নিয়ে ফেসবুকে প্রশ্ন তুলেছেন এই নির্মাতা।
তিনি লিখেছেন, ‘এক দশকেরও পুরনো আলাপ। এক দশক আগে আপনার, আমার, আমাদের প্রত্যেকের আচরণে, ভাব প্রকাশে যে উত্তেজনা, বয়সের আর সময়ের সাথে সাথে সেটা আরো পরিশীলিত হয়, ঠিক যেমন উত্তাল সমুদ্রের ঢেউও একসময় শান্ত হয়।’
এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীকে উদ্দেশ্য করে আশফাক নিপুণ আরও লেখেন, ‘এর বেশি কিছু বলার নাই। হয়ত আপনিও বুঝবেন কেন এক দশক আগের কিছু আলাপের নতুন আবির্ভাব কেন ঘটল এই সময়ে।’
সম্প্রতি হইচইয়ে মুক্তি পায় ‘মহানগর’ সিরিজের দ্বিতীয় সিজন ‘মহানগর ২’। ৯ পর্বের এই সিজনে দেখা যায়, বিশেষ কোনো বাহিনীর হাতে কোনো এক কক্ষে বন্দি ওসি হারুন। তাকে জিজ্ঞাসাবাদ চলছে দীর্ঘ সময় নিয়ে।
একটি থানায় থাকার সময় এক যুবককে আটক করা নিয়ে ওসি হারুনের নানা ঘটনা এসে যায় সামনে। সঙ্গে প্রভাবশালী আফনান চৌধুরীর ঘটনা তো আছেই। আটক থাকার সময় ওসি হারুনের বিরুদ্ধে প্রশ্ন ওঠে নানা কিছু নিয়ে। শেষ পর্যন্ত গোপন ঘর থেকে বেরিয়ে আসেন তিনি। এর পর? এরপর অবশ্য আনাকাঙিক্ষত পরিণতি অপেক্ষা করে তার জন্য।
এর আগে ২০২১ সালে মুক্তি পায় ওয়েব সিরিজ ‘মহানগর’। প্রথম সিজনে মোশাররফ করিম ছাড়াও ছিলেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মমসহ বেশ কয়েকজন। এবার এতে অনেকেই নেই, তবে যুক্ত হয়েছেন কয়েকজন।
ফজলুর রহমান বাবু, আফসানা মিমি, বৃন্দাবন দাস, তানজিকা আমিন, দিব্য জ্যোতি, আরিয়ানা জামানের মতো অভিনেতা-অভিনেত্রীরা আছেন এ সিজনে। এবারের বড় চমক পশ্চিমবঙ্গের অভিনেতা ও নির্মাতা অনির্বাণ ভট্টাচার্য।
আরও পড়ুন:বড় ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন চিত্রনায়ক শাকিব খান।
চিত্রনায়িকা অপু বিশ্বাসের গর্ভে জন্ম নেয়া আব্রাম এবার পা দিয়েছে জীবনের সপ্তম বছরে। এ নিয়ে বুধবার নিজের ভেরিফায়েড পেজে ওই শুভেচ্ছা বার্তা দেন শাকিব।
শাকিব লিখেছেন, তোমাকে ভালোবাসি আব্রাম। এমন দিনে আরও অনেক আনন্দ ফিরে আসুক। আল্লাহ তোমার মঙ্গল করুন।
পোস্টে ছেলের একটি ভিডিও পোস্ট করেছেন নায়ক। এতে বাবাকে নিয়ে গান গাইতে দেখা যায় তাকে।
এদিকে শাকিবের ছোট ছেলে শেহজাদ খান বীরও বড় ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। তার ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যাতে মুখে বীর বলছে- হ্যাপি বার্থডে টু ইউ। আর ক্যাপশনে লেখা, হ্যাপি বার্থডে ভাইয়া।
‘সাবেক’ দুই স্ত্রীর সঙ্গে শাকিবের সম্পর্ক ভালো না হলেও দুই ছেলের সঙ্গে তার বোঝাপড়া বেশ গভীর। প্রায়ই তাদের সঙ্গে সময় কাটান তিনি। এসব ঘটনার ছবি ও ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
শাকিব খান ২০০৮ সালে গোপনে বিয়ে করেন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্ম হয় এ জুটির ছেলে আব্রাম খান জয়ের।
২০১৭ সালের এপ্রিলে একটি টিভি চ্যানেলে সব তথ্য ফাঁস করেন অপু বিশ্বাস। ২০১৭ সালের নভেম্বরে বিচ্ছেদ হয়ে যায় তাদের।
পরের বছরের ২০ জুলাই শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব। ২০২০ সালের ২১ মার্চ আমেরিকায় জন্ম হয় তাদের ছেলে শেহজাদ খান বীরের।
গত বছরের ৩০ সেপ্টেম্বরে এসব তথ্য জানান বুবলী। শাকিবের সঙ্গেও বুবলীর বিচ্ছেদ হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র। তবে বুবলী দিয়েছেন ভিন্ন তথ্য।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিধন্য গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ণির বাওড়ে অনুষ্ঠিত হয়ে গেলো আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।
টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নবাসীর উদ্যোগে এ বাইচের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিভিন্ন বয়সের হাজার হাজার নারী-পরুষ, শিশু-কিশোর এ নৌকাবাইচ উপভোগ করেন। বাইচ উপলক্ষে বাওড়ের দু’পাড়ে বসে গ্রামীণ মেলা।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নবাসী ঐতিহ্যবাহী বর্ণি বাওড়ে বহু বছর ধরে এ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। বিনোদনের জন্য এ দিনটির অপেক্ষা করে থাকেন এলাকার মানুষ। তারা উপভোগ করেন ঢাকের তালে তালে মাল্লাদের গাওয়া জারি সারি আর বৈঠার সলাৎ সলাৎ শব্দ।
এ নৌকাবাইচে গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার প্রত্যন্ত গ্রামের বাছারী নৌকা অংশ নেয়। বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ নৌকাবাইচ। বাওড়ের মধ্যে ছোট ছোট অসংখ্য নৌকায় বসে নানা বয়সী নারী-পুরুষ উপভোগ করেন বাইচ প্রতিযোগিতা।
এছাড়া বাওড়ের দুই পাড়ে দাঁড়িয়ে হাজার হাজার মানুষও উপভোগ করেন এই দৃষ্টিনন্দন বাইচ।
মেলা উপলক্ষে বাওড়ের দু’পাড়ে গ্রামীণ মেলা বসে। এ মেলায় মিষ্টি, চানাচুর, চটপটি. ফুসকাসহ বিভিন্ন ধরনের খাবার ও শিশুদের খেলনাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের পসরা নিয়ে বসেন ব্যবসায়ীরা।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ বাঁচিয়ে রাখতে সবাই এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা দর্শনার্থীদের।
গোপালগঞ্জ শহের থেকে নৌকাবাইচ দেখতে আসা আকবর হোসেন বলেন, ‘দিন দিন আমাদের গ্রামবাংলার নানা ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। গ্রামীণ এসব ঐতিহ্য ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।’
বর্ণি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও এই নৌকাবাইচের আয়োজক খালিদ হোসেন বলেন, ‘আগামীতেও এ ঐতিহ্য ধরে রাখতে নৌকাবাইচের আয়োজন করা হবে।’
এ নৌকাবাইচ প্রতিযোগিতায় টুঙ্গিপাড়া উপজেলার পারকুশলি গ্রামের মামা-ভাগ্নে নৌকা প্রথম, বর্ণি গ্রামের স্বপ্নের তরী দ্বিতীয় ও জোয়ারিয়া গ্রামের জয় মা দুর্গা নৌকা তৃতীয় স্থান অধিকার করে।
আরও পড়ুন:‘দ্য ভ্যাকসিন ওয়ার’ সিনেমার পোস্টার প্রকাশ্যে আসতেই বিতর্ক ছড়িয়েছে চারদিকে। বিতর্কে জড়িয়েছেন ভারতীয় ভারতীয় অভিনেত্রী রাইমা সেনও। এবার এ নিয়েই মুখ খুললেন তিনি।
একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, সমালোচনার আগে সিনেমাটি দেখুন।
রাইমা বলেন, ‘প্রচুর দর্শক দেখলাম গালাগাল দিতে শুরু করল আমায়। এক এক করে আনফলোও হয়ে গিয়েছে প্রচুর সোশ্যাল মিডিয়া থেকে। আমার বক্তব্য একটাই। সিনেমা না দেখেই কী করে প্রোপাগান্ডা বলে ধরে নিচ্ছে মানুষ?’
তিনি বলেন, ‘বিবেক অগ্নিহোত্রীর শেষ সিনেমা দেখে এমনটা সিদ্ধান্ত নিয়ে ফেলল সবাই? না দেখে এত জাজমেন্ট দেয়া তো ঠিক নয়। তাই সবাইকে একটাই কথা বলব, দয়া করে সিনেমা দেখুন, তারপর যা বলার বলবেন।
‘আমি কী সিনেমা করছি সেটা দেখে তো আমায় বিবেক সিনেমা দেয়নি। একবারও জিজ্ঞেস করেনি যে কেন এখন আমি সিনেমা করছি না। আমার মনে হয়েছে আমার কেরিয়ারের জন্য এটা অত্যন্ত জাস্টিফাইং একটা চরিত্র। যেটা করে আমারও বেশ ভালো লেগেছে।’
চলতি বছরের জুনে প্রথম প্রকাশ্যে আসে ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ সিনেমার পোস্টার। একঝলক দেখেই শুরু হয়ে গিয়েছিল এর গল্প নিয়ে নানা আলোচনা। এরপর বহু বিতর্ক মুহূর্তে ছড়িয়ে পড়ে। অনেকে বলেন, দেশের দুঃসময় নিয়ে এমন সিনেমা কী করে বানাতে পারলেন বিবেক?
বলিউড সিনেমায় এর মধ্য দিয়েই প্রথম অভিনয় করছেন রাইমা। সেই অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘বিবেক অগ্নিহোত্রী কলকাতায় এলে তার সঙ্গে আমি দেখা করি। তারপর আমায় পুরো গল্পটা তিনি শোনান। সেই কঠিন সময়ে যা আমরা পার করেছি, গোটা ভারতবর্ষ যা দেখেছে সেটা তুলে ধরা হবে।
‘এই সিনেমায় দু ধরনেরর চরিত্র থাকবে। একশ্রেণি যারা বলবেন, ভারতবর্ষ ভ্যাকসিনের লড়াই করে দেখাতে পারবে। আরেক শ্রেণি যারা বলবে, না কোনোভাবে পারবে না। সেই সময় এই ধরনের ঘটনাই তো ঘটছিল চারিদিকে। আমি একজন সায়েন্স জার্নালিস্টের ভূমিকায় অভিনয় করেছি। যে বিশ্বাস করেন, ভারতবর্ষ এটা করতে পারবে না কখনোই।’
রাইমা বলেন, ‘পুরো সিনেমায় দেখা যাবে রিসার্চের ওপর ভিত্তি করে সেই সাংবাদিক সব তথ্য তুলে ধরছেন। এ রকম নয় যে, সবাই যা বলছে সেটাই সাংবাদিকও তুলে ধরছে। আমাকে বিবেক বলেছিলেন, তুমি তোমার চরিত্রটা খুব পজিটিভলি তুলে ধরো। তারপর সবটা দর্শকের ওপর ছেড়ে দাও। হয়তো তাদের ভালো লাগবে না। তারা তোমায় ঘৃণা করতে শুরু করবে। কিন্তু, তুমি যে বার্তা দেবে তারা সেটা ইগনোরও করতে পারবে না কোনোভাবে।’
পাঁচ মাস ধরে চলা হলিউড লেখকদের ধর্মঘট অবশেষে প্রত্যাহার করা হয়েছে।
বড় স্টুডিওগুলের সঙ্গে শ্রমচুক্তির প্রেক্ষাপটে হলিউড লেখক ইউনিউয়ন এই ঘোষণা দেয় বলে সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে।
মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন প্রডিউসারস (এএমপিটিপি)-এর জোটের সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে রাইটার্স গিল্ড অফ আমেরিকা (ডব্লিউজিএ)।
আন্দোলনকারীদের সঙ্গে পাঁচ দিন ধরে আলোচনার পর চুক্তি হয়েছে তিন বছরের জন্য। তবে চূড়ান্তভাবে এই চুক্তি অনুমোদনের পরই আনুষ্ঠানিকভাবে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হবে।
১১ হাজার ৫০০ সদস্যের লেখক সংগঠন রাইটার্স গিল্ড অফ আমেরিকা বলছে, লেখকদের নিরাপত্তার জন্য এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ।
গত ২ মে ধর্মঘটে নামেন ফিল্ম এবং টিভি লেখকরা। ক্ষতিপূরণ, লেখকদের কক্ষে ন্যূনতম স্টাফিং, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং জনপ্রিয় স্ট্রিমিং শোগুলির জন্য লেখকদের পুরস্কৃত করে এসব বিষয় নিয়ে আলোচনার জন্য কর্মসূচি দেন তারা।
আরও পড়ুন:চিত্রনায়িকা পরীমনি অভিনীত ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’ প্রচার বন্ধে আইনি নোটিশ দেয়া হয়েছে।
আলোচিত-সমালোচিত সিরিজটির পাঁচটি দৃশ্যের জন্য প্রচার-প্রচারণা বন্ধে ছয়জনকে আইনি নোটিশ পাঠান কুমিল্লার এক আইনজীবী।
ইমেইল ও ডাকযোগে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ নোটিশ পাঠানো হয়।
ওই আইনজীবীর নাম জয়নাল আবেদীন মাযহারী। তিনি কুমিল্লা জজ কোর্টে আইন প্র্যাকটিস করেন।
আইনজীবী মাযহারী জানান, তিন দিনের মধ্যে চিত্রনায়িকা পরীমনি অভিনীত ওয়েব সিরিজ পাফ ড্যাডি প্রচার, সম্প্রচার ও প্রদর্শন বন্ধ করতে চেয়ে আইনি নোটিশ দিয়েছেন।
এ আইনজীবী রোববার দুপুর ১টার দিকে নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
তার ভাষ্য, সিরিজটিতে ইতিবাচক কোনো বার্তা নেই।
নোটিশে তিনি উল্লেখ করেন, “‘পাফ ড্যাডি’তে বিয়ে-বহির্ভূত সম্পর্ককে প্রমোট করা হয়েছে। পাশাপাশি বিয়েতে অনুৎসাহিত করা, আধ্যাত্মিক মনীষীর চরিত্রকে অত্যন্ত বাজেভাবে হরণ করা, প্রতি মুহূর্তে যৌন সুড়সুড়ির দৃশ্য উপস্থাপন করা হয়। এ ছাড়া ওই মুভিতে আর কোনো বার্তা নেই।”
ইমেইলের মাধ্যমে ও ডাকযোগে পাঠানো আইনি নোটিশ যাদের পাঠানো হয়েছে, তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডির ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান।
এর আগে গত এপ্রিলে অভিনেত্রী প্রভাকেও আইনি নোটিশ পাঠিয়েছিলেন আইনজীবী মাযহারী।
আরও পড়ুন:মুন্সীগঞ্জের গজারিয়ার বাউশিয়া এলাকায় বাংলাদেশের প্রথম প্রিমিয়াম ওয়াটার পার্ক ‘মানা বে’র উদ্বোধন হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে ওপেনিং প্যারেড, ওয়ারিয়র ড্যান্স, হাক্কা ড্যান্স ও স্টিল্ট ওয়াকিং পারফরম্যান্সসহ একটি প্রাণবন্ত কার্নিভালের আয়োজন করা হয়।
সম্পূর্ণ ব্রিটিশ বিনিয়োগে এসিএস টেক্সটাইলের মালিকানায় পরিচালিত এ ওয়াটার পার্কটি দর্শনার্থীদেরকে অবিস্মরণীয় অভিজ্ঞতা দিতে ও আন্তর্জাতিক মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে দাবি করেন উদ্যোক্তারা।
প্রকল্পটিকে বাস্তবায়নে সহযোগী হিসেবে কাজ করেছে স্বনামধন্য রাইড সরবরাহকারী প্রতিষ্ঠান হোয়াইটওয়ার্টার।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ম্যাট ক্যানেল।
প্রায় ৬০ হাজার স্কয়ার মিটার পর্যন্ত বিস্তৃত পার্কটিতে সকল বয়সের মানুষের জন্য বৈচিত্র্যময় সব আয়োজন রয়েছে। এর মধ্যে অন্যতম তিনটি আয়োজন হলো- ওয়াটার স্লাইড ট্যুর, ওয়েভ পুল ও ফ্লোরাইডার ডাবল। এর পাশাপাশি বাচ্চাদের জন্য একটি আলাদা জোন ও একটি কৃত্রিম নদীর ব্যবস্থা রয়েছে পার্কটিতে।
বিকেল ৪টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চিত্রনায়িকা পরীমনির পাঠানো ডির্ভোস লেটার পেয়েছেন চিত্রনায়ক শরিফুল ইসলাম রাজ। দাম্পত্য অস্থিরতার প্রেক্ষাপটে পরীর এই সিদ্ধান্তকে সম্মান করছেন বলে জানিয়েছেন তিনি।
রাজ বলেছেন, ‘এখন পরী যে পদক্ষেপটা নিয়েছে, সেটার সঙ্গে আমি আন্তরিকভাবে একাত্মতা পোষণ করছি। আলহামদুলিল্লাহ কবুল বলছি।’
গত ১৮ সেপ্টেম্বর ডিভোর্স লেটার পাঠন পরীমনি। বিষয়টি জানাজানি হওয়ার পর গণমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশ হয় ২০ সেপ্টেম্বর। এর পর শুক্রবার একটি গণমাধ্যমে প্রতিক্রিয়া দেন রাজ।
রাজ আরও বলেছেন, ‘পরীমনি যা যা বলেছে, একদমই ঠিক। পুরোপুরি সত্য। সবকিছু আমি মেনে নিয়েছি। আলহামদুলিল্লাহ!’
তিনি বলেন, পরীর সিদ্ধান্তের সঙ্গে থাকতে চাই। আজ হোক বা কাল, সম্পর্কটা হয়তো টিকত না। বিয়ের কিছুদিন পরই আমাদের মধ্যে সমস্যা শুরু হয়।
নানা জটিলতায় জড়ানো ছিল রাজ আর পরীমনির সংসার, এই ভাঙে তো এই জোড়া লাগে! এরই মধ্যে কদিন ধরে গুঞ্জন ওঠে, ভেঙে গেছে তাদের সম্পর্ক! তবে শেষ পর্যন্ত জানা যায় রাজকে ডির্ভোাস লেটার পাঠিয়েছেন পরী।
রাজের সঙ্গে ডিভোর্সের কারণ হিসেবে পরীমনি জানিয়েছেন, মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজখবর না নেয়া ও মানসিক অশান্তির জন্য আর সংসার করবেন না।
এ ছাড়া রাজকে নিয়ে মঙ্গলবার রাতে একটি পোস্টও করেছিলেন পরী। এতে নায়কের প্রতি নানা বিষয়ে ক্ষোভ ঝেড়েছেন তিনি। তবে কিছুক্ষণ পরই সেই পোস্ট ডিলিট করে দেন তিনি।
এর আগে সর্বশেষ একটি অনুষ্ঠানে দেখা হয় পরী-রাজের। সেখানে ছেলের জন্মদিনের কেক কাটেন তারা। তবে ওই কেক কাটার ছবি ও ভিডিও ফেসবুকে আসার পরই দুজনের মারামারির খবরও প্রকাশ্যে আসে।
রাজ ও পরীর সম্পর্কটা অনেক দিন ধরেই বৈরি পথে যাচ্ছিল। এই বিবাদের শুরুও বেশ আগে। এ দম্পতির সাংসারিক কলহও ফেসবুকে আসা নতুন কিছু নয়।
তবে সর্বশেষ অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে জড়িয়ে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে গত ২৯ মে রাতে। ওই রাতে অভিনেত্রী সুনেরাহ, নাফিজা তুষি ও তানজিন তিশার সঙ্গে রাজের কিছু ছবি এবং ভিডিও রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়।
এসব পোস্টে অসংলগ্ন ভাষায় কথা বলতে দেখা যায় সুনেরাহ ও তানজিন তিশাকে। কয়েকটি ছবিতে দেখা গেছে রাজ ও সুনেরাহকে ভিডিও কলে কথা বলতে। একটি ভিডিওতে লিফটের ভেতরে নাচছিলেন তানজিন তিশা। পরে অবশ্য রাজের অ্যাকাউন্টে সেসব ভিডিও বা ছবি আর পাওয়া যায়নি।
ছবি ও ভিডিও ফাঁস হওয়ার দায় রাজের স্ত্রী নায়িকা পরীমনিকে দিয়ে পরদিন রাতে একটি পোস্ট দেন সুনেরাহ। একই সঙ্গে তিনি দেন আইনি ব্যবস্থারও হুমকি। এর পর দিন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পরীমনি। সুনেরাহকে এর দায় দেন তিনি। পরে কথা বলেন রাজও। তার বক্তব্য, তিনি এগুলোর কিছুই জানেন না।
এরপর পরীমনি আবার গণমাধ্যমকে বলেন, রাজের সঙ্গে তার যোগাযোগ নেই বেশ কিছুদিন। সুনেরাহর সঙ্গেই থাকছে রাজ। তার ফোনও নাকি তার কাছেই। এসব ছবি ও ভিডিও সুনেরাহই ছড়িয়েছেন। এ নিয়ে একে অন্যকে দায় দিয়েছেন তারা।
আগেও রাজ-পরীর পারিবারিক দ্বন্দ্বের ব্যাপার সামনে এসেছিল, গত পহেলা জানুয়ারি ইংরেজি নতুন বছরের প্রথম প্রহরে ভোর ৫টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে রাজের সঙ্গে আর সংসার করবেন না বলে ঘোষণা দেন পরীমনি। একই ঘোষণা দিয়েছিলেন রাজও।
এর দু-একদিন আগে থেকে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে রাজের সঙ্গে জড়িয়ে নানা পোস্ট দিচ্ছিলেন পরীমনি। তবে শেষ পর্যন্ত টিকে যায় এ দম্পতির সংসার।
২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন শরিফুল রাজ ও পরীমনি। দীর্ঘদিন গোপনেই ছিল তাদের বিয়ের খবর। চলতি বছরের ১০ জানুয়ারি তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে।
পরীমনির অন্তঃসত্ত্বা হওয়ার খবরটিই প্রথমে জানা যায়, পরে জানা যায় তাদের বিয়ের খবর। রাজ-পরীর একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। গত বছরের ১০ আগস্ট জন্ম হয় রাজ্যের।
আরও পড়ুন:
মন্তব্য