ধর্ষণের অভিযোগ প্রসঙ্গে অবশেষে মুখ খুললে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা শাকিব খান। বলেছেন, অস্ট্রেলিয়ায় গিয়ে তিনি ‘ফাঁদে’ পড়েছিলেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।
শাকিব খান বলেন, ২০১৭ সালে শুটিং করতে গিয়ে অস্ট্রেলিয়ায় বড় ধরনের ট্র্যাপে পড়েছিলাম। সেই ট্র্যাপের সূত্র ধরেই আমার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তোলা হচ্ছে, ভয়ভীতি দেখানো হচ্ছে।
বৃহস্পতিবার নিজ বাড়ির গ্যারেজে সংবাদ সম্মেলনে এভাবেই সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন শাকিব খান। এ সময় তিনি বলেন, তার বিরুদ্ধে প্রযোজক রহমত উল্লাহর করা সব অভিযোগই মিথ্যা। উল্টো তার কাছ থেকে চাঁদা দাবি করেছেন এবং হত্যার হুমকি দিয়েছেন রহমত উল্লাহ নামের ওই প্রযোজক।
কী ধরনের ট্র্যাপে পড়েছিলেন— সংবাদ সম্মেলনে জানতে চাইলে বারবারই এড়িয়ে যান শাকিব খান। বলেন, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে অস্ট্রেলিয়ার পুলিশ ব্যবস্থা নিত এবং আমি ওখান থেকে ফিরতে পারতাম না।
এর আগে বৃহস্পতিবার সকালে তিনি ঢাকার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করেন। এরপর বিকেল ৫টায় নিজ বাসার গ্যারেজে তিনি সংবাদকর্মীদের মুখোমুখি হন।
শাকিব খান সংবাদ সম্মেলনে বলেন, আমরা শিল্পীরা সবসময় পর্দায় মানুষকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে উৎসাহিত করি। প্রতিবাদ করতে শেখাই। সেখানে আমরা বার বার অন্যায়ের শিকার হচ্ছি। একটি চক্র সবসময় আমাদের পেছনে লেগে আছে। তাই সবার আগে একজন শিল্পী হিসেবে প্রতিবাদ জানাতে আজ মামলা করেছি। আদালত আমার কথা শুনেছেন।
জনপ্রিয় এই চিত্রনায়ক বলেন, আমার মনে হয় এটিও (আদালতে মামলা দায়ের) একটি বিজয়। কারণ এর আগে থানায় মামলা করতে গিয়ে ব্যর্থ হয়েছি। তারপর ডিবি অফিসে অভিযোগ দিয়েছি। আমি বিশ্বাস করি, রহমতুল্লাহ একা না, এর পেছনে অনেকেই আছেন।
বেশ কয়েকদিন ধরেই শাকিব খান ও প্রযোজক রহমত উল্লাহ একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করছেন। তাদের অভিযোগ শেষ পর্যন্ত আদালত অবধি গড়াল।
বলিউডের কিংবদন্তি অভিনয়শিল্পী অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের ৫০তম বিবাহবার্ষিকী ছিল শনিবার। বিশেষ এ দিনে পরিবার, বন্ধুবান্ধব ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন এ দম্পতি।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, বিয়েবার্ষিকীতে অমিতাভ ও জয়াকে সবচেয়ে উষ্ণ শুভেচ্ছাবার্তাগুলোর একটি দিয়েছেন ছেলে অভিষেক।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজ অ্যাকাউন্টে অমিতাভ ও জয়ার বেশ কিছু ছবি শেয়ার করেন অভিষেক। তার শেয়ার করা প্রথম ছবিটি ছিল সাম্প্রতিক। দ্বিতীয় ছবিটি বেশ আগের, যেখানে জয়ার কাঁধে মাথা রাখা অমিতাভকে হাস্যোজ্জ্বল দেখা যায়।
তৃতীয় ছবিতে দেখা যায়, অমিতাভের সঙ্গে ঘনিষ্ঠভাবে বসে আছেন জয়া। চতুর্থ ছবিটি ছিল ১৯৭৩ সালে দুজনের বিয়ের অনুষ্ঠানের।
ছবির ক্যাপশনে মা-বাবাকে বিয়েবার্ষিকীর শুভেচ্ছা জানান অভিষেক। জবাবে অমিতাভ বচ্চন লিখেন, ‘তোমাকে ভালোবাসি।’
অভিষেকের পোস্টের কমেন্টে অনেক তারকা অমিতাভ ও জয়া বচ্চনকে বিয়েবার্ষিকীর শুভেচ্ছা জানান। তাদের মধ্যে রয়েছেন অঙ্গদ বেদি, জয়া আখতার, কুনাল কাপুর, বিক্রান্ত মাসে, দিয়া মির্জা, ববি দেওল, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডি’সুজা ও কাজল।
আরও পড়ুন:থর, পানিশার, ওয়ার জোন, কিং আর্থারের মতো চলচ্চিত্রের অভিনেতা রে স্টিভেনসন মারা গেছেন। তার ৫৯ তম জন্মদিনের চার দিন আগে তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন।
যুক্তরাজ্যভিত্তিক প্রচার হাউস ভিউপয়েন্ট বিবিসিকে রোববার তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে। তবে এর বেশি কিছু জানাতে রাজি হয়নি।
৫৮ বছর বয়সী এ ব্রিটিশ-আইরিশ অভিনেতার মৃত্যুর কারণ এখনও কোনো প্রতিষ্ঠানই নিশ্চিত করেনি। তবে তিনি শুটিং চলাকালে অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন বলে কয়েকটি সূত্র জানিয়েছে।
তিনি ইতালির ইসচিয়া দ্বীপে অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘ক্যাসিনো ইন ইসচিয়া’র শুটিংয়ে ছিলেন।
রে ১৯৬৪ সালের ২৫ মে উত্তর আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন। আট বছর বয়সে তিনি পরিবারের সঙ্গে ইংল্যান্ডে পাড়ি জমান।
মাদক সেবন ও বহনের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। সে সময় সংশ্লিষ্ট আইনপ্রয়োগকারী কর্মকর্তার কাছে ছেলের মুক্তি ভিক্ষা চেয়েছিলেন শাহরুখ।
শাহরুখ চেয়েছিলেন তার ছেলেকে কারাগারে না পাঠিয়ে বাড়িতে পৌঁছে দেয়া হোক। এ জন্য তিনি মানবিক কারণ দেখিয়ে অনুনয়-বিনয় করেন।
আরিয়ান খানকে গ্রেপ্তারে নেতৃত্ব দেয়া সাবেক কর্মকর্তা সমীর ওয়ানখেড়ের আদালতে জমা দেয়া হোয়াটসঅ্যাপের কথোপকথনের স্ক্রিনশট থেকে এসব জানা যায়। শাহরুখ খানের কাছে ঘুষ দাবির অভিযোগ বিষয়ে নিজেকে নির্দোষ প্রমাণে তিনি শুক্রবার এসব উপস্থাপন করেন বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়।
তবে স্ক্রিনশটের সত্যতা এখনও নিশ্চিত করা যায়নি, সেসব ওই কর্মকর্তার একতরফা দাবি বলে জানিয়েছে এনডিটিভি।
সমীর ওয়ানখেড়ে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) সাবেক জোনাল ডিরেক্টর।
২০২১ সালের ৩ অক্টোবর মাদকবিরোধী অভিযানে আরিয়ান খানকে প্রমোদতরী থেকে গ্রেপ্তার করা হয়। এর এক মাসের মধ্যে আরিয়ান মুক্তি পান।
বর্তমানে আরিয়ানের বদলে কাঠগড়ায় এক সময়ের প্রতাপশালী কর্মকর্তা সমীর। তিনি আরিয়ানকে কারাগারে না পাঠানোর বিনিময়ে শাহরুখের কাছে ২৫ কোটি রূপি ঘুষ দাবি করেছেন বলে অভিযোগ উঠে।
আদালতে জমা দেয়া স্ক্রিনশটে দেখা যায়, শাহরুখ একাধিকবার সমীরকে বার্তা পাঠিয়েছেন।
শাহরুখ এক বার্তায় লেখেন, ‘দয়া করে তাকে (আরিয়ান) কারাগারে পাঠাবেন না। সে মানসিকভাবে ভেঙে পড়বে।’
অপর বার্তায় তিনি লেখেন, ‘আমার ও পরিবারের জন্য ক্ষমা ভিক্ষা চাই।’ আরিয়ান কারাগারের অন্য অপরাধীদের সঙ্গে থাকলে তার উদ্দম নষ্ট হবে, তাকে ভয়ংকর অপরাধীদের মতো কারাগারে না রাখতে অনুরোধ করে একাধিকবার মুক্তি ভিক্ষা চান শাহরুখ।
এক বার্তায় শাহরুখ ওই কর্মকর্তার জন্য নিজের অবস্থান থেকে যে কোনো কিছু করতে রাজি বলেও ইঙ্গিত দেন।
সেই সঙ্গে ছেলের মুক্তির জন্য এমন অনুরোধ আইনের চোখে সঠিক নয় বলেও মন্তব্য করেন শাহরুখ। তবু বাবা হিসেবে নিরুপায় উল্লেখ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলাপের প্রস্তাব দেন তিনি।
শাহরুখের দীর্ঘ বার্তার বিপরীতে ওই কর্মকর্তার জবাব ছিল সংক্ষিপ্ত। তিনি লেখেন, ‘শাহরুখ, আমি জানি আপনি ভালো মানুষ। ভালো কিছুর আশা করি। আপনার যত্ন নিন।’
সাবেক কর্মকর্তা সমীর নিজেকে নির্দোষ দাবি করে সিবিআইয়ের করা ঘুষের মামলাটি বাতিলে হাইকোর্টে আবেদন করেন।
আরও পড়ুন:সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যু হয়েছে অভিনেতা ও রাজনীতিক আকবর হোসেন পাঠান ফারুকের। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
আলোচিত অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চলচ্চিত্রাঙ্গনসহ বিভিন্ন মহলের মানুষজন।
নায়কের মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আলোচিত অভিনেতা ওমর সানি। তিনি এক বাক্যে লিখেন, ‘আল্লাহ আমাদের লিজেন্ড ফারুক ভাইকে জান্নাত নসিব করুন।’
বাংলাদেশ সময় সোমবার সিঙ্গাপুরে মৃত্যু হয় ফারুকের। দীর্ঘদিন ধরেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। উচ্চ রক্তচাপ, মস্তিষ্ক, স্নায়ুতন্ত্রের নানা সমস্যায় ভুগছিলেন অভিনেতা।
১৯৪৮ সালের ১৮ আগস্ট মানিকগঞ্জে জন্ম হয় ফারুকের। তার শৈশব, কৈশোর ও যৌবন কেটেছে পুরান ঢাকায়।
পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে ফারুক সবার ছোট।
ফারুক স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তার দুই সন্তান হলেন ফারিহা তাবাসসুম পাঠান ও রওশন হোসেন।
আরও পড়ুন:সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সোমবার মৃত্যু হয়েছে চলচ্চিত্রাঙ্গনে ‘মিয়া ভাই’ হিসেবে পরিচিত অভিনেতা ও রাজনীতিক আকবর হোসেন পাঠান ফারুকের। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
প্রায় সাড়ে সাত দশকের জীবনে সাড়ে তিন দশক অভিনয় করেছেন ফারুক। এর শুরুটা হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বছর ১৯৭১ সালে।
বীর মুক্তিযোদ্ধা ফারুকের অভিষেক হয়েছিল ‘জলছবি’ সিনেমার মধ্য দিয়ে। এইচ. আকবর পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ১৯৭১ সালের ২২ মার্চ। এতে তার সহশিল্পী ছিলেন কবরী সারওয়ার।
১৯৭৩ সালে খান আতাউর রহমান পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘আবার তোরা মানুষ হ’ সিনেমায় অভিনয় করেন ফারুক। এতে তার সহশিল্পী ছিলেন ববিতা।
পরের বছর নারায়ণ ঘোষ মিতা পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক ‘আলোর মিছিল’ নামের সিনেমায় অভিনয় করেন ফারুক। এতে অন্য অভিনয়শিল্পীদের মধ্যে ছিলেন রাজ্জাক ও ববিতা।
১৯৭৫ সালে চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘সুজন সখী’ সিনেমায় নাম ভূমিকায় ছিলেন ফারুক। ছবিতে সখী নামধারী নায়িকা ছিলেন কবরী। ছয় মাসের বেশি সময় ধরে ছবিটি বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়।
একই বছর ফারুক অভিনীত আরেকটি আলোচিত চলচ্চিত্র ছিল ‘লাঠিয়াল’। নারায়ণ ঘোষ মিতা পরিচালিত সিনেমায় অন্য অভিনেতাদের মধ্যে ছিলেন আনোয়ার হোসেন ও ববিতা। ওই সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন ফারুক।
১৯৭৬ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘নয়নমনি’তে অভিনয় করেন ফারুক। তার সহশিল্পী ছিলেন সৈয়দ হাসান ইমাম ও ববিতা।
দুই বছর পর ১৯৭৮ সালে আবদুল্লাহ আল মামুন পরিচালিত ‘সারেং বৌ’ সিনেমায় কদম সারেংয়ের ভূমিকায় অভিনয় করে ফারুক। শহীদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিতে ফারুকের নায়িকা ছিলেন কবরী।
একই বছর আমজাদ হোসেনের উপন্যাস ‘দ্রৌপদী এখন ট্রেনে’ অবলম্বনে তার পরিচালনায় নির্মিত ‘গোলাপী এখন ট্রেনে’ সিনেমায় অভিনেতা ছিলেন ফারুক, যেখানে তার সহশিল্পী ছিলেন ববিতা ও আনোয়ার হোসেন।
১৯৯১ সালে চাষী নজরুল ইসলামের পরিচালনায় ‘পদ্মা মেঘনা যমুনা’ সিনেমায় হাসুর ভূমিকায় অভিনয় করেন ফারুক, যাতে তার বিপরীতে ছিলেন ববিতা।
১৯৯৭ সালে খান আতাউর রহমানের ‘এখনো অনেক রাত’ সিনেমায় অভিনয় করেন ফারুক, যাতে তার সহশিল্পী ছিলেন ববিতা ও সুচরিতা।
ফারুক সর্বশেষ দুটি সিনেমা করেছিলেন ২০০৬ সালে। ওই বছর এফআই মানিকের ‘কোটি টাকার কাবিন’ ও আজাদী হাসনাত ফিরোজের ‘ঘরের লক্ষ্মী’ সিনেমায় অভিনয় করেন তিনি।
আরও পড়ুন:ভারতের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘দ্য কেরালা স্টোরি’।
পশ্চিমবঙ্গে চলচ্চিত্রটি নিষিদ্ধের পর পরই উত্তরপ্রদেশে একে করমুক্ত ঘোষণা করা হলো।
শুধু তাই নয়, রাজ্যের মন্ত্রীদের নিয়ে একসঙ্গে বসে ‘দ্য কেরালা স্টোরি’ দেখার দিনও ঠিক করেছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আগামী ১২ মে লখনউতে এর বিশেষ প্রদর্শনীতে রাজ্যের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে।
এর আগে সোমবার হিন্দি ভাষায় করা এক টুইটবার্তায় যোগী আদিত্যনাথ লেখেন, ‘দ্য কেরালা স্টোরি উত্তরপ্রদেশে করমুক্ত করা হবে।’
এ নিয়ে ভারতের মধ্য ও উত্তরপ্রদেশে করমুক্ত সুবিধা পেতে যাচ্ছে আলোচিত-সমালোচিত চলচ্চিত্রটি।
এ দুটি প্রদেশ ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত অঞ্চল হওয়ায় চলচ্চিত্রটির সমালোচনায় নতুন মাত্রা যোগ হলো।
এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ‘শান্তি-শৃঙ্খলা’ নষ্টের আশঙ্কায় চলচ্চিত্রটির প্রদর্শনী বন্ধের নির্দেশ দেন।
মমতা বলেন, ‘এই সিনেমায় দেখানো দৃশ্যগুলো রাজ্যের শান্তি-শৃঙ্খলার পক্ষে বিপজ্জনক।’ তামিলনাড়ুতেও এই ছবি নিষিদ্ধ করা হয়েছে।
সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’র টিজার প্রকাশের পর থেকে বিতর্ক শুরু হয়। এতে ধর্মান্তরিত হওয়াসহ বিভিন্ন বিষয়ের চিত্রায়ন নিয়ে সমালোচনা চলছে।
আরও পড়ুন:চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে প্রযোজক রহমত উল্লাহর করা ১০০ কোটি টাকার মানহানি মামলায় সমন জারি করেছে আদালত।
ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হক আগামী ১৫ মে জবাব দাখিল করতে আদেশ দেন।
মঙ্গলবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের সেরেস্তাদার শফিকুল ইসলাম জানান, বাদীপক্ষ কোর্ট ফি দাখিল করায় সোমবার বিচারক জবাব দাখিলের জন্য সমন জারি করেন।
গত ৩০ এপ্রিল আদালতে মামলা করেন ‘অপারেশন অগ্নিপথ’-এর প্রযোজক রহমত উল্লাহ। আদালত মামলাটি আমলে নিয়ে কোর্ট ফি দাখিলের জন্য ১৫ মে দিন ধার্য করেন।
গত ২১ মার্চ শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠান রহমত উল্লাহর আইনজীবী।
সেখানে গণমাধ্যমে রহমত উল্লাহকে ‘বাটপার-প্রতারক’ বলে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ তোলা হয়।
আরও পড়ুন:
মন্তব্য