প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ক্রিয়েটিভ সামিট ফ্যাব ফেস্ট। ফিল্ম অ্যালায়েন্স বাংলাদেশের আয়োজনে বাংলা একাডেমিতে আয়োজনটি শুরু হয়েছে সকাল সাড়ে ১০টা থেকে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর স্বাগত বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। দেখানো হয় রিফর্ম নামের ১ মিনিটের চলচ্চিত্র।
এরপর শুরু হয় ‘বাংলাদেশি সিনেমা অ্যাট আ ক্রস রোড: হাউ রিফর্ম ক্যান প্রোপেল আস’ শীর্ষক আলোচনা। নূর সাফা জুলহাজের সঞ্চালনায় প্যানেলিস্ট হিসেবে অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, কামার আহমাদ সাইমন, পিপলু আর খান এবং ব্যারিস্টার মঈন গণি।
আলোচনা শুরু করেন কামার আহমাদ সাইমন। তিনি আলোচনা শুরু করেন সার্টিফিকেশন অ্যাক্ট তৈরির ইতিহাস বর্ণনার মাধ্যমে। তিনি বলেন, ‘নানা দুর্ঘটনা এড়াতে এবং পরবর্তী সময়ে নিয়ন্ত্রণ করতে চালু হয়েছিল সেন্সর আইন। এখন যুগের মেজাজটা বুঝতে হবে, না হলে নতুন কিছু তৈরি হবে না। আমাদের ও নতুন নির্মাতাদের কিছু অভিমান তো আছেই, তাই আমরা কাঁটাতারের পেছনে বসেছিলাম।’
ব্যারিস্টার মঈন গণি বলেন, ‘চলচ্চিত্রকাররা হয়তো মনে করছেন দেশের লিগ্যাল ফ্রেমওয়ার্কটা আপনাদের কন্ট্রোল করতে চাচ্ছে। কিন্তু এই যুগে সেটা খুব একটা সম্ভব না। হলিউড, বলিউড ফেডারেল সিস্টেমে গ্রো করেছে। চলচ্চিত্রকারদের ডায়ালগে বসতে হবে পলিসি মেকারদের সঙ্গে।’
সঞ্চালক নূর সাফা জুলহাজ দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনার প্রয়োজন আছে উল্লেখ করে ফিল্ম কমিশন গঠনের প্রস্তাব দেন। তাতে সমর্থন করেন মোস্তফা সরয়ার ফারুকী। জানান, কোরিয়া ফিল্ম কমিশন গঠনের পর অনেক এগিয়ে গেছে, ভারতেও ফিল্ম কমিশন গঠন করা হচ্ছে।
ফারুকী বলেন, ‘আমি যদি এখন মেট্রো রেল নিয়ে একটা কাজ করতে চাই, তাহলে একাধিক মন্ত্রণালয়ে ঘুরতে হবে। কিন্তু যদি ফিল্ম কমিশন থাকে, তাহলে এক জায়গায়ই সব সমস্যার সমাধান পাব।’
কিছু প্রস্তাব রেখে ফারুকী বলেন, ‘আমি নেটফ্লিক্সে যে গল্প দেখি, সেটা কেন চরকি বা হইচইতে দেখতে পারব না। নেটফ্লিক্সের নির্মাতা যে স্বাধীনতা নিয়ে সিনেমা বানান, আমি আমার দেশের কনটেন্ট সেখানে দিতে চাইলে সে স্বাধীনতায় বানাতে পারব না। এ সময় সেই স্বাধীনতা প্রয়োজন।’
অনুদান নিয়ে ফারুকী বলেন, ‘অনুদান অর্ধেক দেয়া উচিত নতুন পরিচালকদের, তাতে করে নতুন অনেক গল্প পাওয়া যাবে। আর যারা আন্তর্জাতিক পর্যায়ে প্রজেক্ট নিয়ে পুরস্কৃত হয়েছেন, তাদের অনুদানে অগ্রাধিকার দেয়া উচিত, এতে করে কোয়ালিটি প্রোডাক্ট তৈরি হবে।’
ফারুকী মনে করেন, ১৫ বছরে বাংলাদেশের নিজস্ব ভিস্যুয়াল ভাষা তৈরি হয়েছে, কিন্তু পলিসি সাপোর্টের অভাব রয়েছে।
এসব কিছু শুনে আইনমন্ত্রী আলোচনার প্রস্তাব দেন। বলেন, ‘সরকার আছে আপনাদের সাহায্য করতেই। কখনই ভাববেন না, সরকার আরেকটা পক্ষ। আমরা হাত বাড়িয়ে রেখেছি।’
তিনি আশ্বাস দিয়ে বলেন, ‘শিল্পীদের নামে মামলা করতে এলেই যেন মামলা নিয়ে কোনো শিল্পীকে গ্রেপ্তার করা না হয়, সে বিষয়টি আমি দেখব। যেন আগে কথা বলে নেয়। আর আপনাদের এ কথাগুলো আমার যেখানে পৌঁছানো দরকার, সেখানে পৌঁছে দেব।’
ফ্যাব ফেস্টে বিভিন্ন আলোচনা পর্বসহ রয়েছে চলচ্চিত্র প্রদর্শনী ও কনসার্ট। আয়োজন চলবে রাত ৯টা পর্যন্ত।
জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম আমাজন প্রাইমে ঈদুল ফিতরে মুক্তি দিতে যাচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ছবিটি। ইতোমধ্যে দ্রুততম সময়ে মুক্তির প্রথম ৬ দিনে ২০০ কোটি রুপি আয়ের নতুন রেকর্ড গড়েছে ছবিটি। এতো সব রেকর্ডের মধ্যেই জানা গেল ‘পাঠান’-এর ওটিটি প্লাটফর্মের মুক্তির তারিখ।
আমাজন প্রাইম ইন্ডিয়ার করপোরেট কমিউনিকেশন অ্যান্ড রিলেশন প্রধান সোনিয়া হুরিয়া গুপ্তা তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে এক স্ট্যাটাসে এই তথ্য নিশ্চিত করেন।
স্ট্যাটাসে সোনিয়া লিখেছেন, “আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, দক্ষিণ এশিয়ার কে নম্বর প্রযোজনা সংস্থা ইয়াশ রাজ ফিল্মসের সঙ্গে আমাজন প্রাইম ইন্ডিয়ার ১৩০০ কোটি রুপির ওটিটি কপিরাইট চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তির আওতায় আসছে ঈদুল ফিতরে আমাজন প্রাইমে মুক্তি পাবে ‘পাঠান’। ওটিটি কপিরাইট মূল্য ৩৩০ কোটি রুপি।”
২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘পাঠান’। মুক্তির পর থেকে প্রেক্ষাগৃহে উপচে পড়ছে দর্শক। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা পাড়ুকোন। এ ছবিতে খল চরিত্রে রয়েছেন জন আব্রাহাম। তবে সবচেয়ে বড় চমক হিসেবে ছবিতে হাজির হয়েছেন সালমান খান।
মুক্তির ষষ্ঠ দিনেও বক্স অফিসে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার সুনামি অব্যাহত রয়েছে। চার বছর পর বড় পর্দায় ফিরেই বাজিমাত করেছেন বলিউড বাদশা। সব মিলিয়ে ৫০০ কোটি রুপির বেশি ব্যবসা করে ফেলেছে সিনেমাটি।
ভারতের সিনেমা বিশ্লেষক তরণ আদর্শ জানান, মুক্তির পাওয়ার পঞ্চম দিনে ভারতে পাঠানের আয় ৩৩৫ কোটি রুপি। আর দেশের বাইরে থেকে আয় হয়েছে ২০৭ কোটি। সবমিলিয়ে সিনেমাটির আয় ৫৪২ কোটি (বাংলাদেশি মুদ্রায় ৭০৫ কোটি টাকা)।
পাঠান-এ গুপ্তচরের ভূমিকায় দেখা যায় শাহরুখকে। গুরুত্বপূর্ণ দুই ভূমিকায় রয়েছে দীপিকা ও জন আব্রাহাম। সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ।
গত বুধবার হিন্দি, তামিল, তেলেগু ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। সিনেমা মুক্তির আগেই গত ডিসেম্বরের মাঝামাঝি প্রকাশ পায় ‘পাঠান’ এর প্রথম গান ‘বেশরম রঙ’। প্রকাশের পর থেকেই গানটি ঝড় তোলে নেট দুনিয়ায়।
বক্স অফিসে দাপিয়ে ব্যবসা করছে শাহরুখ খানের ‘পাঠান’। চার বছর পর বড় পর্দায় ফিরেই বাজিমাত করেছেন বলিউড বাদশা। সব মিলিয়ে ৩০০ কোটি রুপির বেশি ব্যবসা করে ফেলেছে সিনেমাটি।
তিন দিনের মধ্যে সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমা এখন ‘পাঠান’ । এতদিন এ রেকর্ড ছিল ‘কেজিএফ-চ্যাপ্টার ২’-এর দখলে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মুক্তির প্রথম তিন দিনে ভারতে পাঠানের আয় ২০১ কোটি রুপি। আর দেশের বাইরে থেকে আয় হয়েছে ১১২ কোটি। সবমিলিয়ে সিনেমাটির আয় ৩১৩ কোটি (বাংলাদেশি মুদ্রায় ৪০৭ কোটি টাকা)।
পাঠান-এ গুপ্তচরের ভূমিকায় দেখা যায় শাহরুখকে। গুরুত্বপূর্ণ দুই ভূমিকায় রয়েছে দীপিকা ও জন আব্রাহাম। সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ।
বুধবার হিন্দি, তামিল, তেলেগু ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। সিনেমা মুক্তির আগেই গত ডিসেম্বরের মাঝামাঝি প্রকাশ পায় ‘পাঠান’ এর প্রথম গান ‘বেশরম রঙ’। প্রকাশের পর থেকেই গানটি ঝড় তোলে নেট দুনিয়ায়।
প্রথম তিন দিনের আয়ের দিক দিয়ে হিন্দি ছবির তালিকায় শীর্ষে ছিল হৃতিক রোশন এবং টাইগার শ্রফ অভিনীত ‘ওয়ার’। ২০১৮ সালে অমিতাভ বচ্চন, আমির খান অভিনীত ‘ঠাগস্ অফ হিন্দুস্তান’ ছবিটিও বক্স অফিসে জমিয়ে ব্যবসা করেছিল। তৃতীয় দিনের শেষে দুটি ছবিকেই ছাপিয়ে গিয়েছে ‘পাঠান’।
আরও পড়ুন:জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবার কাজ করলেন ‘নিকষ’ শিরোনামের একটি ওয়েব ফিল্মে। রুবেল হাসানের পরিচালনায় ওয়েব ফিল্মটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন। ফিল্মটির গল্প এগিয়েছে আলো ও অন্ধকারের চিরশত্রুতার ভেতর দুই বোনের জীবনবাজির গল্পে।
ফারিন অভিনীত এই ওয়েব ফিল্মটির গল্পে দেখা যাবে- এক বাড়িতে থাকা দুই বোন। মাথার ওপর একই ছাদ হলেও দুই বোন যেন ভিন্ন দুই গ্রহের বাসিন্দা। একজন সংসারটাকে, সম্পর্কগুলোকে আগলে রাখতে চাইছে তো অন্যজন ছুটে যেতে চাচ্ছে ঝলমলে চোরাবালির দিকে।
এই ছুটে যাওয়ার মধ্যেই ঘটে যায় আলগা হয়ে আসে সম্পর্কের বন্ধনগুলো। দুই বোনকেই মুখোমুখি হতে হয় নিকষ কালো অন্ধকারের, যার ভেতর ডুবে গেলে আর কখনোই ফেরা সম্ভব নয় যাপনের স্বাভাবিক আলোতে।
ওয়েব ফিল্মটিতে মীর নওফেল আশরাফী, মাহিমা সুলতানা, জয়রাজ, রাকিব হোসাইন ইভন, খালেকুজ্জামান, সাবিহা জামান, ইসারত জাহান হ্রিদিকাসহ অভিনয় করেছেন আরও অনেকে।
নির্মাতা সূত্রে জানা গেছে, ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দ্রুতই মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘নিকষ’। উল্লেখ্য, মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান’ এবং চঞ্চল চৌধুরী অভিনীত ‘কারাগার’- এই দুই ওয়েব সিরিজের বদৌলতে ওপার এখন পরিচিত মুখ তিনি।
আরও পড়ুন:চলতি মাসের ২৫ তারিখ মুক্তি পাবে শাহরুখ খানের ‘পাঠান’। দীর্ঘদিন পরে রুপালি পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। সিনেমাটি বাংলাদেশে মুক্তির আলোচনা চলছিল।
সাফটা চুক্তির আওতায় বলিউডের সঙ্গে মিলিয়ে একই দিনে সিনেমাটি মুক্তির উদ্যোগ নিয়েছিল বাংলাদেশের অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট। তবে আপাতত পাঠান বাংলাদেশে মুক্তি পাচ্ছে না বলে জানিয়েছে সিনেমাটির আমদানির আবেদনকর্তা পরিচালক অনন্য মামুন।
এক ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘সঠিক তথ্যটা জেনে নিন। আজকের সভায় পাঠান বাংলাদেশের মুক্তি পাবে না এমন কোনো সিদ্ধান্ত হয়নি। বরং আমি মনে করি পাঠানের পক্ষে সিদ্ধান্ত আসবে, কারণ তথ্য মন্ত্রণালয় আমার আবেদন বাতিল না করে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আইনী ব্যাখা চেয়েছে।’
তিনি ‘পাঠান’মুক্তির জন্য অপেক্ষা করতে হবে জানিয়ে লিখেছেন, ‘ধন্যবাদ জানাই পরিচালক সমিতির বর্তমান সভাপতি কাজী হায়াৎ সাহেবকে, কি সুন্দর ব্যাখা দিয়ে বুঝিয়ে দিলেন। আইনীর আইনের প্রতি সম্মান রেখে বলতে চাই পাঠান বাংলাদেশে মুক্তি পাবে। যারা পাইরেসি দেখার অপেক্ষায় আছেন তাদেরকে অনুরোধ করব হলে বসে পাঠান দেখার জন্য অপেক্ষা করুন। অপেক্ষার ফল মিষ্টি হয়।’
মঙ্গলবার সাফটা চুক্তির আওতায় সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সচিবালয়ে সভায় বসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ। যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের শীর্ষ কর্তাসহ চলচ্চিত্রকার কাজী হায়াৎ, হল মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজার সুদীপ্ত কুমার দাস প্রমুখ। কিন্তু সেখানে দেশে সিনেমাটি মুক্তির বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।
‘কে শাহরুখ খান? ’ শনিবার এমন প্রশ্ন করেছিলেন ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কিন্তু রোববারই মেগাস্টারের এক ফোনে বক্তব্য বদলে গেল তার।
সম্প্রতি উগ্র হিন্দুত্ববাদী বজরং দলের সদস্যরা পাঠান ছবির প্রদর্শন আটকাতে গোয়াহাটির একটি সিনেমা হলে ভাঙচুর চালান। এ ঘটনা প্রসঙ্গেই প্রতিক্রিয়া দিতে গিয়ে মঙ্গলবার হিমন্ত বিশ্বশর্মা টুইটে লেখেন, ‘কে শাহরুখ খান? তি তো আমাকে ফোন করেননি। তার সঙ্গে কোনও সমস্যা নিয়ে কথাও হয়নি। যদি তিনি কিছু জানান, তাহলে অবশ্য়ই বিষয়টা নিয়ে ভাবা হবে।’
এদিকে রোববার আসামের মুখ্যমন্ত্রী আরেকটি টুইটে লেখেন, ‘বলিউড অভিনেতা শাহরুখ খান আমায় ফোন করেছিলেন। তিনি গোয়াহাটির ঘটনা নিয়ে চিন্তিত। আমি তাকে আশ্বস্ত করেছি যে, রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষা করা রাজ্য সরকারের দায়িত্ব। বিষয়টি খতিয়ে দেখা হয়েছে এবং এমন ঘটনা যাতে আর না ঘটে সেই ব্যবস্থাও নেয়া হচ্ছে।’
চার বছর পর হিন্দি সিনেমার দুনিয়ায় ‘পাঠান’ দিয়ে ফিরছেন শাহরুখ খান। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে সিনেমাটি। এ সিনেমার গান ‘বেশরম রং’ মুক্তির পর থেকেই বিতর্কের শুরু। কেউ কেউ গানটিকে ‘অশ্লীল’ আখ্যা দিয়েছেন, কেউ আবার গানে দীপিকা পাড়ুকোন গেরুয়া রঙের বিকিনি পরায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তুলেছেন। ‘পাঠান’-এর গান ‘বেশরম রং’ মুক্তির পর যারা প্রতিবাদে সরব হয়েছিলেন, তাদের অনেকেই বিজেপি নেতা। এরইমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপির নেতাদের সিনেমাটি নিয়ে অপ্রয়োজনীয় মন্তব্য না করার পরামর্শ দিয়েছেন।
মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমা ‘শনিবার বিকেল’ অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।
এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রতিক্রিয়া জানিয়ে ফারুকী বলেছেন, হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা নিয়ে নির্মিত বলিউড সিনেমা ‘ফারাজ’-এর আগেই তিনি ‘শনিবার বিকেল’ মুক্তি দিতে চান।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে দেয়া স্ট্যাটাসে ফারুকী বলেন, ‘আপনাদের মতো আমিও পত্রিকার মাধ্যমে জেনেছি, আপিল বোর্ড শনিবার বিকেল ছবিটা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। উনারা হয়তো উনাদের ছোট কিছু অবজারভেশন জানাবেন যেটা ডিটেইল এখানে আলোচনা করতে চাচ্ছি না। আমরা আশা করি উনারা দ্রুতই আমাদের এই বিষয়ে চিঠি দিবেন যাতে আগামী শুক্রবার বা তার পরের শুক্রবার ছবিটা মুক্তি পায়। মোট কথা ফারাজের সাথে বা আগেই ছবিটা মুক্তির ব্যবস্থা করবো ইনশাল্লাহ।’
ইতোমধ্যে প্রকাশিত হয়েছে বলিউড সিনেমা ফারাজ-এর ট্রেইলার। এর তিন দিন পর বৃহস্পতিবার ঢাকায় সংবাদ সম্মেলন করে ছবিটির গল্পকে ভুল বলে দাবি করেন হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত অবিন্তা কবিরের মা।
মন্তব্য