বিশ্ববাসীর সঙ্গে বড়দিন উদযাপনে মেতেছেন দেশের তারকারা। ভক্ত-দর্শকদের বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে ছবিও পোস্ট করেছেন অধিকাংশ।
অভিনেত্রী অপু বিশ্বাস তার ছেলে আব্রাম খান জয়কে নিয়ে বড়দিন উদযাপন করেছেন। জয়কে স্যান্টাক্লজের মতো সাজিয়েছিলেন অপু। মা-ছেলে দুজনই মাথায় পরেছিলেন স্যান্টার টুপি।
নিজের ফেসবুকে কিছু ছবি পোস্ট করেছেন অপু বিশ্বাস। ক্যাপশনে লিখেছেন ‘ক্রিসমাস’।
অভিনেত্রী বুবলী তার ফেসবুক পেজে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘সবাইকে বড়দিনের শুভেচ্ছা। বাবাই টা’।
ক্যাপশনের সঙ্গে বুবলী পোস্ট করেছেন তার ছেলে শেহজাদ খান বীরের ছবি। সেটি দেখে বোঝা যাচ্ছে বীরের আরও কম বয়সের ছবি এটি। ছবিতে বীর বসে আছে ক্রিসমাস ট্রির সামনে।
অভিনেত্রী পূজা চেরী তার কিছু ছবি পোস্ট করে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন।
এখন ক্যালিফোর্নিয়াতে অবস্থান করছেন অভিনেত্রী বাঁধন। সঙ্গে তার মেয়েও রয়েছে। সেখানে মা-মেয়ে বেশ ভালো সময় কাটাচ্ছেন এবং বড়দিনের উৎসব উদযাপন করছেন।
রোববার বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ক্রিসমাস ট্রির সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন বাঁধন ও তার মেয়ে। এ ছাড়া বন্ধু-স্বজনদের সঙ্গে ক্রিসমাস টুপি পরে ছবি তুলেছেন তারা।
আরও অনেকেই নিজের ও পরিবারের ছবি সোশ্যাল পোস্ট করে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন।
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এই ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের জন্ম ২৫ ডিসেম্বর। দিনটিকে কেন্দ্র করে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা বড়দিন পালন করেন। যিশুখ্রিষ্টের জন্ম বেথেলহেমে। স্রষ্টার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে তিনি জন্মেছিলেন পৃথিবীতে।
আরও পড়ুন:বলিউড অভিনেত্রী পরিণীতির সঙ্গে সংসদের তরুণ সংসদ সদস্য ও আদ আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার প্রেমের গুঞ্জন তুঙ্গে। বুধবার রাতে মুম্বাইয়ের এক বিলাসবহুল রেস্তোরাঁয় দেখা গিয়েছিল পরিণীতি-রাঘবকে।
হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, একসঙ্গে রেস্তোরাঁয় না এলেও সেখান থেকে জুটি বেঁধেই বের হন দুজন। ঠিক সেই সময় ধরা পড়ে যান সাংবাদিকদের ক্যামেরায়। পরিণীতি-রাঘব দুজনেই পরেছিলেন সাদা পোশাক। অভিনেত্রীর সাদা শার্টের সঙ্গে ডোরাকাটা প্যান্ট পরেছিলেন। নেতার পরনে ছিল লাইনেন প্যান্ট।
বৃহস্পতিবার দুপুরেও ফের একসঙ্গে দেখা যায় পরিণীতি-রাঘবকে। সেদিন কালো টি-শার্ট ও কালো জিনসে ছিলেন পরিণীতি ও অফহোয়াইট শার্টে দেখা যায় রাঘবকে। পরপর দুদিন দুজনকে একান্তে সময় কাটাতে দেখতে পাওয়ার পর স্বাভাবিকভাবেই প্রেমের গুঞ্জন তুঙ্গে। ক্যামেরা দেখেও সরে না গিয়ে তাদের হাসিমুখে পোজ দেয়া গুঞ্জনকে আরও জোরালো করে তোলে।
এমন পরিস্থিতিতেই সংসদ চত্বরে রাঘবকে পরিণীতি সঙ্গে প্রেমের সম্পর্কে জানতে চাওয়া হয়। উত্তরে হাসিমুখে রাঘব বলেন, ‘আমায় রাজনীতির প্রশ্ন জিজ্ঞেস করুন,পরিণীতির নয়।’
কিন্তু তাতে দমে না গিয়ে সাংবাদিক আবার তরুণ সাংসদকে বিয়ে নিয়ে প্রশ্ন করেন। তার উত্তরে রাঘব আবার বলেন, ‘যখন বিয়ে করব জানিয়ে দেব।’
প্রথমবারের মতো পৌরাণিক ঘরানার সিনেমা ‘শকুন্তলাম’ এর মাধ্যমে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে দেখা যাবে। আসন্ন এ সিনেমায় সামান্থাকে দেখা যাবে রাজকন্যা শকুন্তলার ভূমিকায়।
ইতোমধ্যে পোস্টার, টিজার এবং ট্রেলার দিয়ে দর্শকদের মুগ্ধ করতে সক্ষম হয়েছেন তিনি। তেমনি সিনেমাটির নতুন পোস্টারে রাজকীয় ও জাদুকরী রুপে দেখা মিলল অভিনেত্রী সামান্থার।
রাজকন্যা শকুন্তলা হিসেবে সামান্থার লুকে ছিল আভিজাত্য ও রাজকীয় আভা। ভারী সূচিকর্ম এবং ঐতিহ্যবাহী সোনার গহনাসহ একটি সোনার লেহেঙ্গা পরা অবস্থায় দেখা যাচ্ছে অভিনেত্রীকে।
প্রথমবারের মতো পৌরাণিক চরিত্রে জাদুকরী এ লুকে সামান্থাকে দেখতে সিনেমা প্রেমীরা খুবই উৎসাহী।
দীর্ঘদিন স্থগিত থাকার পর, শকুন্তলাম সিনেমাটি বিশ্বব্যাপী এপ্রিল মাসে একটি দুর্দান্ত মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে। সিনেমাটি প্রাথমিকভাবে ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা ছিল, তবে তা স্থগিত করা হয়েছিল।
আগামী ১৪ এপ্রিল তেলেগু, তামিল, কন্নড়, মালায়লাম এবং হিন্দিতে সিনেমাটি মুক্তি পেতে চলেছে৷ ফিল্মটি থ্রিডি-তেও পাওয়া যাবে, যা দর্শকদের প্রতিশ্রুতি দিচ্ছে একটি ভিজ্যুয়াল ট্রিটের।
আরও পড়ুন:বলিউডের অভিনেতা ইমরান খান ও তার স্ত্রী অবন্তিকা মালিকের সম্পর্কের ফাটল ধরেছে অনেক আগেই। ২০১৯ সালে, বিয়ের আট বছর পরে পরস্পরের থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নেন ইমরান ও অবন্তিকা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অবন্তিকা মালিকের একটি ইঙ্গিতপূর্ণ স্টোরি পোস্টের মাধ্যমে বিয়ে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতপূর্ণ স্টোরি পোস্ট করেছেন অবন্তিকা। হলিউডের পপ তারকা মাইলি সাইরাসের একটি পারফরম্যান্সের ক্লিপিং শেয়ার করেন অবন্তিকা। যাতে লেখা, ‘ডিভোর্সটা ওর পক্ষে সবচেয়ে ভাল হয়েছে।’
ওই ভিডিও শেয়ার করে অবন্তিকা লেখেন, ‘শুধুমাত্র ওর ক্ষেত্রেই যে এটা সত্যি, তা নয়।’
ওই স্টোরি দেখেই অনুরাগীদের প্রশ্ন, তবে কি ইমরানের সঙ্গে পাকাপাকিভাবে বিচ্ছেদ সেরেই নিলেন অবন্তিকা।
মাইলির নতুন অ্যালবাম ‘এনডলেস সামার ভ্যাকেশন’ মূলত বিয়ে বিচ্ছেদের ওপরেই নির্মিত। লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে মাইলির বিয়ে বিচ্ছেদ সম্পন্ন হয়েছে ২০২০ সালে।
হিন্দুস্থান টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালে গাঁটছড়া বাঁধার পরে ২০১৩ সালে মেয়ে সন্তানের মা-বাবা হন অবন্তিকা ও ইমরান। ২০১৯ সালে আলাদা থাকার সিদ্ধান্ত নেয়ার পর থেকে অবন্তিকার সঙ্গেই থাকে ওদের মেয়ে।
আরও পড়ুন:হিমাচল প্রদেশের মানালিতে বিলাসবহুল পৈতৃক বাড়ি রয়েছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের। সেখানেই একটি রেস্তোরাঁ খোলার পরিকল্পনা করেছিলেন অভিনেত্রী। তবে সেই পরিকল্পনা কেন বাস্তবায়ন হয়নি সেই বিষয়ে এবার জানালেন কঙ্গনা।
কঙ্গনা আর্থিক টানাপোড়েনের কারণেই সেই ভাবনা শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে পারেননি বলে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।
সামাজিকমাধ্যমের এক পুরোনো সাক্ষাৎকারের ক্লিপিং শেয়ার করে কঙ্গনা লিখেন, ‘রান্না করতে আমার খুব ভাল লাগে। গত বছরই পাহাড়ে আমার রেস্তোরাঁ খোলার কথা ছিল। টাকাপয়সার টানাপোড়েনের কারণে তা হয়ে ওঠেনি। তবে, খুব শীঘ্রই তা হতে চলেছে।’
কঙ্গনার দাবি, ‘আমরা যখন মন থেকে কিছু চাই, তখন ভাগ্যে সেই ইচ্ছের কথা লেখা হয়ে যায়।’
হিমাচল প্রদেশে খুব তাড়াতাড়িই নিজের রেস্তোরাঁ শুরু করতে পারবেন বলে আশাবাদী কঙ্গনা।
মাস খানেক আগে ‘ইমার্জেন্সি’ ছবির শুটিং শেষ করেছেন কঙ্গনা। অভিনয়ের পাশাপাশি এই ছবি পরিচালনা ও প্রযোজনাও করেছেন তিনি। এই ছবি তৈরি করতে নিজের বাড়িও নাকি বন্ধক রাখতে হয়েছিল তাকে।
২০২২ সালে তার ছবি ‘ধকড়’ বক্স অফিসে তেমন ভাল ফল করতে পারেনি। তবে, ‘ইমার্জেন্সি’ নিয়ে যথেষ্ট আশাবাদী কঙ্গনা। আপাতত দক্ষিণী ছবি ‘চন্দ্রমুখী ২’-এর শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী।
আরও পড়ুন:প্রেমের ক্ষেত্রে বয়স কোনো বাধা নয়, প্রেমটাই আসল; বরং প্রেমিক বয়সে ছোট হলেই তা তারুণ্য ধরে রাখতে সাহায্য করে বলে মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা।
একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সম্প্রতি তিনি এমন মন্তব্য করেন বলে হিন্দুস্থানস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।
অল্প বয়স্ক পুরুষের সঙ্গে ডেটিংয়ের সুবিধা সম্পর্কে কথা বলেন মালাইকা। জানালেন তার চেয়ে কম বয়সী কারো সঙ্গে ডেটিংয়ে যাওয়া নিয়ে খুব ‘আশ্চর্যজনক’ অভিজ্ঞতার কথা।
আরবাজ খানের সঙ্গে বিয়ে ভাঙার পর বেশ কয়েক বছর ধরে তার চেয়ে কম বয়সী অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে আছেন মালাইকা। কেউ কেউ বলেছেন, প্রেমিক তার চেয়ে কম বয়সের হওয়ায় তার সৌন্দর্য ম্লান হয়েছে অনেকভাবেই। তবে মালাইকা বলেন ভিন্ন কথা।
ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৩-এ মালাইকাকে একজন কম বয়সী পুরুষের সঙ্গে ডেট করার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমি মনে করি এটি আশ্চর্যজনক ব্যাপার। যখন আমার বিয়েবিচ্ছেদ হয়, তখন আমাকে বলা হয়েছিল যে, এই ঘটনার ছাপ কিন্তু সবসময়ই থেকে যাবে।
‘বিচ্ছেদের পরে প্রেম খুঁজে পাওয়া অন্য জিনিস। তারপর একজন কম বয়সী পুরুষের মধ্যে প্রেম খুঁজে বের করার জন্য, আমাকে স্পষ্টভাবে বলা হয়েছিল যে, আমি আমার সৌন্দর্য হারিয়েছি।’
মালাইকা বলেন, ‘আমি শুধু বলতে চাই প্রেমের কোনো বয়স নেই। আপনি যদি প্রেমে পড়েন তবে আপনি প্রেমেই পড়বেন। সে আপনার চেয়ে বয়সে ছোট হোক না কেন। পুরুষ বা বয়স্ক মানুষ, আমরা যে স্থানটিতে আছি তা নির্ধারণ করা উচিত নয়। আমি কৃতজ্ঞ যে, আমি এমন একজন সঙ্গী পেয়েছি যে আমাকে বোঝে। সত্য যে সে কম বয়সী, এই ব্যাপারটি আমাকে আরও তরুণ রাখে।’
মালাইকা তার বিয়ের পরিকল্পনা নিয়েও আলোচনা করেছেন। তিনি বলেন, ‘বিয়ে এমন একটি বিষয় যা দুই ব্যক্তির মধ্যে আলোচনা করা হয়। যদি আমাদের সেই সিদ্ধান্ত নিতে হয়, আমরা এটি নিয়ে চিন্তা করব এবং আমরা সিদ্ধান্ত নেব। আমরা এটি নিয়ে কথা বলব। এই মুহূর্তে, আমরা কেবল জীবনকে ভালবাসি। আমরা আমাদের প্রাকহানিমুন পর্ব উপভোগ করছি।’
আরও পড়ুন:ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না মিমি চক্রবর্তী। তবে এবার সোশ্যাল মিডিয়ায় রিল আপলোড করে, সেখানেই একলা থাকার কারণ জানিয়ে দিলেন মিমি। মিমির এই রিল দেখে হতবাক নেটিজেনরা।
মিমি যে রিলটি পোস্ট করেছেন সেখানে তিনি বলেছেন, ‘আমি খুঁজে পেয়েছি, এখনও কেন আমি সিঙ্গেল। আসলে সম্পর্কে জড়াতে গেলে আমায় বাড়ির বাইরে যেতে হবে। নিত্যনতুন মানুষের সঙ্গে কথা বলতে হবে। এসব আমার দ্বারা সম্ভব নয়। তাই এখনও আমার জীবনে কেউ আসেনি।’
সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, অভিনয়ের পাশাপাশি সাংসদের দায়িত্বও সামলান মিমি। তিনি বাড়িতে পোষ্য প্রাণিদের খেয়াল রাখেন। এর মধ্যে যেটুকু সময় পান, ঘুরতে বেড়িয়ে পড়েন মিমি চক্রবর্তী। নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালবাসেন অভিনেত্রী।
ভালবাসেন প্রকৃতির মাঝে থাকতে। সুযোগ পেলেই বেরিয়ে পড়েন ঘুরতে। আর এই গোটা কাণ্ডই ঘটান একেবারেই একা। আর এতেই তিনি দারুণ খুশি।
শুটিং করতে গিয়ে চোখে কাঁটা ঢুকেছে ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক দেবের। অস্ত্রপচারের পর তার শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো।
‘বাঘা যতীন’-এর অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে বাম চোখে সম্প্রতি আঘাত পেয়েছিলেন নায়ক। দেবের আহত হওয়ার খবর পাওয়ার পর থেকেই দুশ্চিন্তায় ছিলেন তার অনুরাগীরা। সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে তার দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করছিলেন সবাই।
সবাইকে স্বস্তি দিয়ে দেব নিজেই জানালেন তিনি এখন ভাল আছেন।
‘বাঘা যতীন’ ছবির শুটিং স্টিল শেয়ার করে দেব লিখেছেন, ‘সবাইকে ধন্যবাদ এত ভালবাসা এবং শুভেচ্ছা জানানোর জন্য। এই পূজায় সেরা সিনেমার অভিজ্ঞতা দেয়ার জন্য আমরা প্রাণপণে চেষ্টা করছি। আশা করছি, আমাদের এই পরিশ্রমের ফল কিছুতেই বৃথা যাবে না। বাঘা যতীন আপনাদের ভাল লাগবে। ২০২৩ এর পূজায় আসছে বাঘা যতীন।’
সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসকের পরামর্শেই চোখে ব্যান্ডেজ বেঁধে রাখতে হয়েছে দেবকে। তবে দেবের হাসিমুখ দেখে অনুমান করা যায় এখন তিনি অনেকটা ঠিক আছেন। সুস্থ হলে হয়তো ফের শুটিং শুরু করবেন।
দেব জানান, চোখের সাদা অংশে অল্প আঘাত লাগে। তবে অস্ত্রপচার করে কাঁটা বের করা হয়েছে। চিকিৎসক তাকে বিশ্রামে থাকতে বলেছেন।
আরও পড়ুন:
মন্তব্য