ঠিক এক বছর আগে বড়দিনে একটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন তামিল সিনেমার তুমুল জনপ্রিয় তারকা বিজয় সেতুপতি ও বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
সে সময় সিনেমাটির নাম প্রকাশ না করলেও এই দুই তারকা জানিয়েছিলেন, পরিচালক শ্রীরাম রাঘবনের সঙ্গে আসন্ন প্রজেক্টে কাজ করছেন তারা। তবে তার বেশ কিছুদিন পরেই জানা যায় সিনেমাটির নাম মেরি ক্রিসমাস।
ঘোষণার ঠিক এক বছর পর বড়দিনের আগের দিন প্রকাশ করেছেন সিনেমাটির প্রথম পোস্টার। ক্যাটরিনার ইনস্টাগ্রামে পোস্ট করা সেই পোস্টারে দুটি ভাঙা ওয়াইনের গ্লাস দেখানো হয়েছে। সম্ভবত ক্যাটরিনা ও বিজয়ের হাতে রয়েছে গ্লাস দুটি। সেখান থেকে ছড়িয়ে পড়ছে রেড ওয়াইন।
সিনেমাটি হিন্দি ও তামিল ভাষায় ২০২৩ সালে প্রেক্ষাগৃহে আসবে। এর ক্যাপশনে ক্যাটরিনা লিখেছেন, ‘আমরা এই ক্রিসমাসে সিনেমাটি মুক্তি দিতে চেয়েছিলাম… কিন্তু একটি টুইস্ট আছে। শিগগিরই সিনেমা হলে দেখা হবে!’
View this post on Instagram
বিজয়-ক্যাটরিনা ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করছেন, বিনয় পাঠক, সঞ্জয় কাপুর, টিনু আনন্দ, প্রতিমা কাজমি, শানমুগারজন, কেভিন জে বাবু এবং রাধিকা শরৎকুমারসহ অনেকে।
এদিকে সিনেমাটির গল্প নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মেরি ক্রিসমাস একটি ক্রাইম থ্রিলার। যা বড়দিনের প্রাক্কালে ঘটে যাওয়া একটি অপ্রীতিকর ঘটনা ঘিরে আবর্তিত, যেটি ক্যাটরিনা ও বিজয়ের দুনিয়াকে উল্টে দেয়।
ছোট ছেলে শেহজাদ খান বীরের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক শাকিব খান।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মঙ্গলবার নিজের ভেরিফায়েড পেজে বীরের সঙ্গে একটি ছবি পোস্ট করে এই শুভেচ্ছা জানান তিনি।
শাকিব লিখেছেন, ‘শুভ জন্মদিন বাবা।’ বীরকে ট্যাগ করে দেয়া এ পোস্টে তার কোলে ছেলেকে বসানো একটি ছবিও দিয়েছেন তিনি।
এ ছাড়া ছেলের জন্মদিনে মা চিত্রনায়িকা বুবলীও একটি পোস্ট দিয়েছেন। বীরের জন্মের সময়ের একটি ছবি দিয়েছেন তিনি।
বুবলী লিখেছেন, ‘জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি এনে দিয়ে আজকের এই দিনে তুমি পৃথিবীতে এসেছিলে বাবা, তোমার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিলো আমি যেন স্বর্গে আছি!
‘তোমাকে বুকে নেবার পর কি যে শান্তি লাগছিল! স্বর্গের সুখ বুঝি এমনি হয়। তখন অনেক কেঁদেছিলাম বাবা কিন্তু অবশ্যই তা অনেক শান্তি আর সুখের কান্না ছিল।’
নায়িকা লিখেছেন, ‘তুমি আমার অক্সিজেন লক্ষীমানিক, আমার পুরো পৃথিবী! অনেক অনেক দোআ আর ভালোবাসা তোমার জন্য। শুভ জন্মদিন আমার কলিজা বাবা।’
শাকিব খান ২০০৮ সালে গোপনে বিয়ে করেন অপু বিশ্বাসকে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্ম হয় এ জুটির ছেলে আব্রাম খান জয়ের। ২০১৭ সালের এপ্রিলে একটি টিভি চ্যানেলে সব তথ্য ফাঁস করেন অপু বিশ্বাস। ২০১৭ সালের নভেম্বরে বিচ্ছেদ হয়ে যায় তাদের।
পরের বছরের ২০ জুলাই শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। ২০২০ সালের ২১ মার্চ আমেরিকায় জন্ম হয় তাদের ছেলে শেহজাদ খান বীরের। গত ৩০ সেপ্টেম্বরে এসব তথ্য জানান বুবলী। শাকিবের সঙ্গেও বুবলীর বিচ্ছেদ হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র।
মাঝেমধ্যেই ছেলে জয় ও বীরের সঙ্গে আলাদা সময় কাটাতে দেখা যায় শাকিবকে। এ নিয়ে অবশ্য ভার্চুয়াল যুদ্ধেও জড়ান অপু-বুবলী।
আরও পড়ুন:প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে গিয়ে গুলশান থানা থেকে ফিরে আসতে হয়েছে চিত্রনায়ক শাকিব খানকে। এ ঘটনায় ওই থানার বিরুদ্ধে গড়িমসি করার অভিযোগ এনেছেন এই তারকা।
থানায় অভিযোগ করতে না পেরে রোববার বিকেলে ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) গোয়ান্দা শাখায়(ডিবি) যান তিনি। সেখানে ডিবি প্রধান হারুন অর রশীদের কাছে একটি লিখিত অভিযোগ জানিয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় কার্যালয় থেকে বের হয়ে যান।
বের হওয়ার আগে সাংবাদিকদের কাছে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার(ওসি) আচরণে ক্ষোভ প্রকাশ শাকিব বলেন, প্রতারক, বাটপার রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করার জন্য গুলশান থানায় গিয়েছিলাম। অনেক চেষ্টার পরও, অনেক বুঝানোর পরও ওসি সাহেব মামলাটি নিলেন না। তিনি বললেন, আপনি যেখানে খুশি গিয়ে অভিযোগ করতে পারেন, যে আমি আপনার মামলাটা নিলাম না। আমি সেখান থেকে বেরিয়ে আসলাম।
তিনি বলেন, গতকালকে থানা এই যে গড়িমসিটা করলো, গতকাল রাতে মামলাটা নিলো না। সাধারণ নাগরিক হিসেবে আমি থানায় গিয়ে মামলা করতে পারবো না, এইটা আমার কাছে খুব আশ্বচর্যজনক মনে হয়েছে।
শাকিব খান বলেন, গতকাল রাতে গুলশান থানার ওসি ও অন্যান্য অফিসারদের কার্যকলাপ দেখে আমার মনে হয়েছে, তারা প্রতারককে রহমকে দেশ ছেড়ে পালিয়ে যেতে সহযোগিতা করছে কি না। আমার কাছে এটা সন্দেহজনক মনে হচ্ছে।
এ বিষয়ে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শাহনুর রহমান বলেন, শাকিব খান যে অভিযোগটা করছেন সেটি ২০১৮ সালের ঘটনা। কোথায় কি হয়েছিলো এতো দিন তো উনার কোনো খোঁজ খবর নেই। উনি গতকাল হঠাৎ করে থানায় এসে এই অভিযোগটা আমাদের কাছে বলতেছে। এখন ২০১৮ সালে অস্ট্রেলিয়াতে কি ঘটছে না ঘটছে সেটা আমরা জানব কীভাবে। আমরা শাকিব খানকে বলেছি বিষয়টি স্পর্শকাতর এবং যেহেতু তিনি তারকা তাই তাকে আদালতের স্মরণাপন্ন হতে বলেছি। পাঁচ বছর আগের ঘটনা মামলা নেওয়ার আগে এ বিষয়ে প্রি-ইভেস্টিগেশন করা উচিত।
গত বুধবার বিকেলে চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর শাকিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন নির্মিতব্য ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্লাহ। লিখিত অভিযোগে বলা হয়, এই প্রযোজক ২০১৭ সালে তার সিনেমাটির শুটিংয়ের সময় শাকিব খানের দ্বারা ক্ষতির সম্মুখীন হয়েছেন, এর মধ্যে ধর্ষণের ঘটনাও আছে।
আরও পড়ুন:প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে টাকা দাবির অভিযোগ এনেছেন চিত্রনায়ক শাকিব খান। তার দেশত্যাগ ঠেকাতে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতাও চেয়েছেন তিনি।
রোববার ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে গিয়ে অভিযোগ দেন শাকিব।
পরে সাংবাদিকদের তিনি বলেন, এই রহমত উল্লাহ একজন বাটপার, প্রতারক। সে মিথ্যা তথ্য ছড়িয়ে আমার কাছে টাকা চাইছে। আমি জানতে পেরেছি, ও বিদেশে পালিয়ে যেতে পারে। সেজন্য ডিবিতে এসেছিলাম। এখানে আমার অভিযোগ ও অভিযোগের সঙ্গে প্রমাণাদি দীর্ঘ সময় নিয়ে দেখা হয়েছে। এবং এই প্রতারককে দ্রুত আইনের আওতায় আনার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে
ডিবি প্রধান হারুন অর রশীদ বলেন, রহমত উল্লাহ প্রযোজক না হয়েও মিথ্যা পরিচয় দিয়ে শাকিব খানের বিরুদ্ধে আজেবাজে, মিথ্যা কথা ও প্রপাগান্ডা ছড়িয়েছেন বলে শাকিব খান অভিযোগ করেছেন। আমি বলেছি, আপনি লিখিত আবেদন দিয়ে যান আমরা সেটা তদন্ত করে দেখব। তদন্তে নায়ক শাকিবের করা লিখিত অভিযোগের সত্যতা মিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
তিনি বলেন, নায়ক শাকিব খান আমাদের কাছে দ্রুত এসেছেন এই কারণে তিনি আশঙ্কা করেছেন যে, যার বিরুদ্ধে তার অভিযোগ সেই প্রযোজক রহমত উল্লাহ দেশ ছেড়ে পালাতে পারেন, এরকম কথা তিনি নাকি শুনেছেন। নায়ক শাকিব খানের দাবি, রহমত উল্লাহ কোন প্রযোজক না, তার অস্ট্রেলিয়ান পাসপোর্ট রয়েছে।
গত বুধবার বিকেলে চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর শাকিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন নির্মিতব্য ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্লাহ। লিখিত অভিযোগে বলা হয়, এই প্রযোজক ২০১৭ সালে তার সিনেমাটির শুটিংয়ের সময় শাকিব খানের দ্বারা ক্ষতির সম্মুখীন হয়েছেন, এর মধ্যে ধর্ষণের ঘটনাও আছে।
আরও পড়ুন:প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে অভিযোগ জানাতে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখায়(ডিবি) গিয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান।
রোববার বিকেলে তিনি ডিবি কার্যালয়ে যান।
ডিবির ভাষ্য, শাকিব খানের অভিযোগটি রাখা হয়েছে । রহমত উল্লাহ নামের ওই ব্যক্তির বিরুদ্ধে করা তদন্তেরও কথা জানিয়েছে সংস্থাটি।
ডিবি কার্যালয় থেকে চিত্রনায়ক শাকিব খান সাড়ে ৭টার দিকে বের হয়ে যান। এরপর সাংবাদিকদের তার অভিযোগ ও তদন্তের বিষয়টি জানান ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
গত বুধবার বিকেলে চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর শাকিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন নির্মিতব্য ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্লাহ। লিখিত অভিযোগে বলা হয়, এই প্রযোজক ২০১৭ সালে তার সিনেমাটির শুটিংয়ের সময় শাকিব খানের দ্বারা ক্ষতির সম্মুখীন হয়েছেন, এর মধ্যে ধর্ষণের ঘটনাও আছে।
অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার বলেন, যার বিরুদ্ধে অভিযোগটি এসেছে তিনি দেশের জনপ্রিয় অভিনেতা। যাচাই-বাচাইয়ের আগে আমরা এ বিষয়ে কিছুই বলতে পারছি না।
অস্ট্রেলিয়াপ্রবাসী বাঙালি প্রযোজক রহমত উল্লাহর অভিযোগে বলা হয়, একবার শাকিব খান তাদের একজন নারী সহ-প্রযোজককে কৌশলে ধর্ষণ করেন। ভুক্তভোগী এই নারীকে তিনি অত্যন্ত পৈশাচিকভাবে নির্যাতন করেন। গুরুতর জখমসহ রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল।
এতে বলা হয়, নির্যাতনের শিকার ওই নারী তখন এই ব্যাপারে অস্ট্রেলিয়ান পুলিশের কাছে লিখিত অভিযোগ দেন। তিনি নিজেও একজন বাংলাদেশ বংশোদ্ভূত নারী। পরবর্তীতে ২০১৮ সালে আবার অস্ট্রেলিয়ায় আসলে শাকিব ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হন। তবে সেই নারী প্রকাশ্যে মুখ খুলতে রাজি না হওয়ায় শাকিব সেই ছাড়া পেয়ে যান।
আরও পড়ুন:ধর্ষণসহ বেশকিছু অভিযোগ আনা প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে শনিবার মধ্যরাতে গুলশান থানায় গেছেন চিত্রনায়ক শাকিব খান।
তবে তিনি মামলা করেছেন কি না সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
গত বুধবার বিকেলে চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর শাকিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন নির্মিতব্য ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্লাহ। লিখিত অভিযোগে বলা হয়, এই প্রযোজক ২০১৭ সালে তার সিনেমাটির শুটিংয়ের সময় শাকিব খানের দ্বারা কী ক্ষতির সম্মুখীন হয়েছেন, এর মধ্যে ধর্ষণও আছে।
অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার বলেন, যার বিরুদ্ধে অভিযোগটি এসেছে তিনি দেশের জনপ্রিয় অভিনেতা। যাচাই-বাচাইয়ের আগে আমরা এ বিষয়ে কিছুই বলতে পারছি না।
অস্ট্রেলিয়াপ্রবাসী বাঙালি প্রযোজক রহমত উল্লাহার অভিযোগে বলা হয়, একবার শাকিব খান তাদের একজন নারী সহ-প্রযোজককে কৌশলে ধর্ষণ করেন। ভুক্তভোগী এই নারীকে তিনি অত্যন্ত পৈশাচিকভাবে নির্যাতন করেন। গুরুতর জখমসহ রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল।
এতে বলা হয়, নির্যাতনের শিকার ওই নারী তখন এই ব্যাপারে অস্ট্রেলিয়ান পুলিশের কাছে লিখিত অভিযোগ দেন। তিনি নিজেও একজন বাংলাদেশ বংশোদ্ভূত নারী। পরবর্তীতে ২০১৮ সালে আবার অস্ট্রেলিয়ায় আসলে শাকিব ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হন। তবে সেই নারী প্রকাশ্যে মুখ খুলতে রাজি না হওয়ায় শাকিব সেই ছাড়া পেয়ে যান।
আরও পড়ুন:‘হাওয়া’ সিনেমার মধ্য দিয়ে ১১ বছর পর আবার চালু হলো রাজশাহীর ‘রাজ তিলক’ সিনেমা হল।
শুক্রবার বিকেলে রাজশাহী নগরীর উপকণ্ঠ কাটাখালী বাজারে অবস্থিত এই সিনেমা হল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিন থেকেই প্রদর্শিত হয় ‘হাওয়া’।
সিনেমা হলটির ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন সাগর বলেন, ‘দীর্ঘদিন ধরে বন্ধ ছিল হলটি। শুক্রবার প্রথম দিনে ভালো দর্শক হয়েছে। আশা করছি, আগামীতে ভালো চলবে।’
এ সময় উপস্থিত ছিলেন ফেরদৌস সিদ্দিকি রাজু, আরাফি হোসেন তারজিদসহ অন্যরা।
২০১২ সালে ‘কমন জেন্ডার’ সিনেমা চলার পর শহরের অদূরে পবার কাটাখালী বাজারের পুরোনো রাজ তিলক হলটি বন্ধ হয়ে যায়। তখন রুম্মান হলটি কিনে নেন। কিন্তু তিনিও হলটি চালু করতে পারেননি। তারপর দীর্ঘদিন এমন অবস্থায় পড়ে ছিল। এবার তার কাছ থেকে হলটি নিয়ে চালুর উদ্যোগ নিয়েছেন ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন সাগর। তিনি হলটি নতুন করে চালু করেন।
চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার পুরস্কার জিতেছে ভারতের দক্ষিণী চলচ্চিত্র আরআরআর-এর গান ‘নাটু নাটু’।
৯৫তম অস্কার অনুষ্ঠানে ‘বেস্ট অরিজিনাল সং’ ক্যাটাগরিতে এ সম্মাননা পায় ‘নাটু নাটু’।
পুরস্কার জয়ের মধ্য দিয়ে ইতিহাসের অংশ হয়ে গেছে ‘নাটু নাটু’। প্রথম কোনো ভারতীয় চলচ্চিত্রের গান হিসেবে অস্কার পেল এটি।
এমএম কিরাবানির সুর ও চন্দ্রবোসের কথায় এসএস রাজামৌলি নির্মিত সিনেমার গানটি গেয়েছিলেন রাহুল সিপলিগুঞ্জ ও কালা ভৈরবা। ২০২২ সালের মার্চে প্রকাশ হওয়ার পর থেকে গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।
ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্মে প্রকাশ হওয়ার পর থেকে ভারতীয়দের পাশাপাশি বিদেশি দর্শক-শ্রোতাদের কাছেও ব্যাপক সমাদৃত হয় গানটি।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়, অস্কার পুরস্কার গ্রহণের সময় পরিচালক রাজামৌলি ও ভারতীয়দের সম্মানে নিজের সুর করা একটি গান গেয়ে শোনান কিরাবানি।
অস্কার জেতার আগে চলতি বছর গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডে ‘বেস্ট অরিজিনাল সং’ ক্যাটাগরিতে পুরস্কার জিতে আরআরআরের গানটি। একই সঙ্গে ক্রিটিকস’ চয়েস অ্যাওয়ার্ড এবং হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশনের অ্যাওয়ার্ডেও সেরা গান ক্যাটাগরিতে পুরস্কার পায় ‘নাটু নাটু’।
অস্কারে জয়ী হতে ডায়ান ওয়ারেনের ‘টেল ইট লাইক আ উইমেন’, লেডি গাগার ‘হোল্ড মাই হ্যান্ড ফ্রম টপ গান মেভেরিক’, রিয়ান্না ও সহশিল্পীদের গাওয়া ‘লিফট মি আপ’-এর মতো গানকে পেছনে ফেলতে হয় নাটু নাটুকে।
অস্কারের মঞ্চেও গানটি পরিবেশন করা হয়। গায়ক রাহুল সিপলিগুঞ্জ ও কালা ভৈরবে মঞ্চে উঠে গানটি পরিবেশন করেন। যদিও গানের দুই অভিনেতা রাম চরন ও জুনিয়র এনটিআর মঞ্চে ওঠেননি।
গানটির কোরিওগ্রাফিতে ছিলেন প্রেম রক্ষিত। তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছিলেন, গানটির জন্য ১১৮টি স্টেপ তৈরি করেছিলেন।
আরও পড়ুন:
মন্তব্য