× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

বিনোদন
It looks like 71 is 51 today
google_news print-icon

‘দেখতে দেখতে একাত্তরের আজ একান্ন’

দেখতে-দেখতে-একাত্তরের-আজ-একান্ন
বিজয় দিবসে তারকাদের
বিদ্যা সিনহা মিম লেখেন, ‘দেখতে দেখতে ৭১ এর ৫১ হয়ে গেলো! বিজয়ের ৫১, বাংলাদেশের ৫১। এক অন্য ধরনের গৌরবগাঁথা লিখা হয়েছিলো আমাদের বীর যোদ্ধাদের হাত ধরে। আমরা পেলাম বিজয়, দেশ হলো মুক্ত। অথচ সেই বিজয়কেই আমরা মুক্ত হতে দিয়েছি কই? বরং বন্দী করে রেখেছি!’

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বিজয়ের ৫১তম বর্ষ। হাজার বছরের গর্বিত বাঙালি জাতির বীরত্বের অবিস্মরণীয় দিন।

১৯৭১ সালের এই দিনে পরাধীনতার শৃঙ্খল ভেঙে চূড়ান্ত বিজয় অর্জন করে বাঙালি জাতি। পৃথিবীর মানচিত্রে স্বাধীন ভূখণ্ড হিসেবে অস্তিত্ব জানান দেয় বাংলাদেশ। চির অহংকারের লাল-সবুজের বিজয় নিশান ওড়ানোর দিন আজ।

দুই যুগেরও বেশি সময় ধরে অত্যাচার-নির্যাতন আর শোষণ-বঞ্চনাকে রক্তধারায় ভাসিয়ে দিয়ে জাতির ভাগ্যাকাশে এ দিনে উদয় হয় মুক্তির সূর্য।

দিনকে নানাভাবে উদযাপন ও স্মরণ করছে সারা দেশের মানুষ। এ থেকে আলাদা নন শোবিজ অঙ্গনের তারকারাও। সোশ্যাল মিডিয়ায় তাদের অনেকেই বিজয় দিবসের অনুভূতি প্রকাশ করেছেন।

এ তারকাদের অন্যতম ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, মাহিয়া মাহি ও বুবলী।

এদিন নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে পতাকা হাতে নিজের একটি ছবি পোস্ট করে শাকিব খান লেখেন, ‘বিজয় অর্জনে আমরা গর্বিত এক জাতি। বিশ্ব মানচিত্রে লাল-সবুজের পতাকার অভ্যুদয় ঘটা বাংলাদেশ। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

সমুদ্র সৈকতে বসে দুই হাতে ভালোবাসার চিহ্ন দেখিয়ে একটি পোস্ট করেছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।

ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘দেখতে দেখতে ৭১-এর ৫১ হয়ে গেল! বিজয়ের ৫১, বাংলাদেশের ৫১। এক অন্য ধরনের গৌরবগাঁথা লিখা হয়েছিল আমাদের বীর যোদ্ধাদের হাত ধরে। আমরা পেলাম বিজয়; দেশ হলো মুক্ত। অথচ সেই বিজয়কেই আমরা মুক্ত হতে দিয়েছি কই? বরং বন্দি করে রেখেছি!’

তিনি আরও লেখেন, ‘আসুন, মুক্ত করি জয়। আমাদের জীবনে আবারও ফিরে আসুক বিজয়! বিজয় আসুক আমাদের ভাবনায়, ভালোবাসায়, বিজয় আসুক উদারতায়, সমতায়, অধিকারে, মানব আর দেশপ্রেমে। আসুন, দেশটাকে সবাই ভালোবাসি; আরও বেশি। দেশ তখনই মানুষ হবে, মানুষ যখন হবে দেশি। দেখতে দেখতে ৭১-এর আজ ৫১। আসুন দাঁড়াই একে অন্যর জন্য। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা!’

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে নিজের ছবি সংবলিত পোস্টার পোস্ট করে চিত্রনায়িকা মাহি লেখেন, ‘১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সর্বস্তরের জনগণকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।’

বিজয় দিবসের সকালে ছেলে বীরকে কোলে নিয়ে কয়েকটি ছবি পোস্ট করেন চিত্রনায়িকা বুবলী। ছেলের হাতে দেশের পতাকা শোভিত ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ‘সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।’

আরও পড়ুন:
অর্থ পাচার করে বিপর্যয় সৃষ্টি করেছে সরকার: মোশাররফ
দেশবিরোধী ষড়যন্ত্রে বিএনপি: তথ্যমন্ত্রী
মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়ন হয়নি: নুর
বগুড়ায় ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতি
প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজ

মন্তব্য

আরও পড়ুন

বিনোদন
The secret of my happiness is that I am getting a divorce

‘আমার খুশির রহস্য হলো আমি ডিভোর্স পাচ্ছি’

‘আমার খুশির রহস্য হলো আমি ডিভোর্স পাচ্ছি’ রিয়্যালিটি তারকা রাখি সাওয়ান্ত ও তার স্বামী আদিল দুররানি। ছবি: সংগৃহীত
রাখি সাওয়ান্ত বলেন, ‘আমার খুশির রহস্য হলো আমি ডিভোর্স পাচ্ছি, আমি এবার মুক্ত হয়ে যাব। আদিল এবার যাকে খুশি বিয়ে করুক, আমি শুধু মুক্তি চাই।’

রিয়্যালিটি তারকা রাখি সাওয়ান্ত কিছুদিন আগেই জানিয়েছিলেন, কোনোভাবেই আদিলের সঙ্গে বিয়েটা তিনি ভাঙতে চান না।

চিৎকার করে আদিল দুররানির উদ্দেশে বলেছিলেন, ‘তুমি কখনওই ভেবো না যে আমি তোমায় ডিভোর্স দেব’।

এদিকে এমন মন্তব্যের মাস দেড়েক কাটতে না কাটতেই পাল্টে গেছেন রাখি সাওয়ান্ত।

রাখি সাওয়ান্ত জানান, তার ও আদিলের বিয়েবিচ্ছেদ হয়ে যাচ্ছে। আদিল যাকে চান, তাকে বিয়ে করতে পারেন।

রাখি সাওয়ান্ত বলেন, ‘আমার খুশির রহস্য হলো আমি ডিভোর্স পাচ্ছি, আমি এবার মুক্ত হয়ে যাব। আদিল এবার যাকে খুশি বিয়ে করুক, আমি শুধু মুক্তি চাই।’

হিন্দুস্থান টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২-এর শুরুর দিকে আদিল খান দুররানিকে বিয়ে করার কথা জানিয়েছিলেন রাখি সাওয়ান্ত। আইনি বিয়ে ছাড়াও, ইসলামের নিয়ম অনুসারে তিনি ও আদিল বিয়ে করেছেন। এই বিয়ের জন্য ইসলাম ধর্মও গ্রহণ করেছিলেন বলে জানিয়েছিলেন রাখি।

তবে বছর ঘোরার আগেই আদিল খান দুররানির বিরুদ্ধে পারিবারিক সহিংসতা এবং তার টাকা নয়ছয়ের অভিযোগ আনেন রাখি। যে কারণে আদিলকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ।

শুধু তাই নয়, আদিলের বিরুদ্ধে আরও একটি এফআইআর হয় মাইসুরুতে। এক ইরানি মহিলা আদিলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। এছাড়াও আদিলের বিরুদ্ধে প্রতারণা, হুমকি এবং ব্ল্যাকমেইল করার অভিযোগও আনা হয়।

আরও পড়ুন:
রাখি সাওয়ান্তের মামলায় স্বামী আদিল গ্রেপ্তার
এয়ার বেলুনে রাখির আংটি বদল
‘ময়না পাখিটা এখন কোন ক্লাসে পড়ে?’

মন্তব্য

বিনোদন
Who will love me?

‘আমায় কে আর ভালোবাসবে’

‘আমায় কে আর ভালোবাসবে’ অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ছবি: সংগৃহীত
পুনয়ায় টুইট করে সামান্থা লিখেন, ‘তুমি আমায় যেমন ভালোবাসো, এমন কে বাসবে আর।’

অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে টুইটারে তার ভক্তদের নিয়মিত কথাবার্তা হয়। অসুখে ভোগার পর সামান্থাকে হতাশা গ্রাস করছে দেখে এক ভক্ত অভিনেত্রীকে নতুন প্রেম করার পরামর্শ দিলেন।

অনেকেই এমন অযাচিত পরামর্শে বিরক্ত হন, অন্যরকম প্রতিক্রিয়া জানান। অভিনেত্রী সামান্থা কিন্তু সহজ ভাবেই নিলেন বিষয়টা, উত্তরও দিলেন সুন্দরভাবে।

সামান্থাকে ট্যাগ করে একটি পুরোনো ভিডিও শেয়ার করে এক ভক্ত লিখেন, ‘জানি, আমার বলা উচিত নয়, কিন্তু প্লিজ, কারও সঙ্গে ডেট করো তুমি।’ ভিডিওটি দেখেন সামান্থা।

পুনয়ায় টুইট করে সামান্থা লিখেন, ‘তুমি আমায় যেমন ভালোবাসো, এমন কে বাসবে আর।’ এই উত্তর পেয়ে সেই ভক্ত মুগ্ধ হয়ে যান।

এই সুযোগে সামান্থার প্রতি ভালবাসার কথা প্রকাশ করেন ওই ভক্ত।

ভক্ত লিখেন, ‘আমি! এত জনের ভিড়ে তুমি কী আর আমার আবেদন গ্রহণ করবে।’ সামান্থা অবশ্য এর জবাব দেননি।

তবে ভক্তরা সমস্বরে বলেন, ‘আমরা সবসময় তোমার পাশে আছি। খুব ভালবাসি তোমায়।’

২০২১ সালে সামান্থা এবং নাগা চৈতন্য সামাজিকমাধ্যমে তাদের বিয়েবিচ্ছেদের কথা ঘোষণা করেন। যদিও বিবাহিত জীবনের সমস্যা নিয়ে মুখ খোলেননি তারা।

হিন্দুস্থান টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মায়োসাইটিসের মতো স্নায়ুর জটিল রোগে ভুগছেন সামান্থা। বিদেশ থেকে চিকিৎসা করিয়ে এসে অনেকটাই সুস্থ। কাজও করছেন পুরোদমে। অভিনেত্রীকে শেষ দেখা গেছে ‘যশোদায়, এখন তিনি ব্যস্ত ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণের কাজ নিয়ে।

আরও পড়ুন:
ভারতীয় অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পারিবারিকভাবে বিষয়টি সমাধান করে ফেলেছি: সালওয়া
সাবেক এমপিপুত্রের বিরুদ্ধে অভিনেত্রী সালওয়াকে হত্যার হুমকির অভিযোগ
অভিনেত্রী শিমু হত্যা: ফের পেছাল তদন্ত প্রতিবেদন
কলকাতার আরেক অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মন্তব্য

বিনোদন
Sukesh sends love letter to Jacqueline again from jail

জেল থেকে জ্যাকলিনকে পাঠানো প্রেমপত্রে কী লিখলেন সুকেশ  

জেল থেকে জ্যাকলিনকে পাঠানো প্রেমপত্রে কী লিখলেন সুকেশ   জ্যাকলিন ফার্নান্দেজ ও সুকেশ চন্দ্রশেখর। ছবি: সংগৃহীত
সুকেশ তার চিঠিতে লিখেছেন, ‘আমার বোম্মা, আমার জন্মদিনে তোমাকে অনেক মিস করছি। আমার চারপাশে তোমার উপস্থিতিকে মিস করছি। ভাষায় প্রকাশ করার ক্ষমতাও আমার নেই। তবে আমি জানি আমার প্রতি তোমার ভালবাসা কখনই শেষ হবে না। যা আমার সবটুকু জুড়ে রয়েছে। আমি জানি তোমার সুন্দর হৃদয়ে কী আছে, আমার প্রমাণের দরকার নেই। আমার কাছে তোমার ভালোবাসাই সব বাবু।’

জেলে বন্দি কনম্যান সুকেশ চন্দ্রশেখর। তবে বান্ধবী জ্যাকলিন ফার্নান্দেজের প্রতি তার ভালোবাসা যেন কিছুতেই কমছে না। ফের একবার প্রেমপত্র পাঠালেন জ্যাকলিনকে। নিজের জন্মদিনে দিল্লির মান্ডোলি জেল থেকে জ্যাকলিন ফার্নান্দেজকে উজার করে দিলেন ভালোবাসা।

সেই প্রেমপত্রের প্রতিটা লাইনে ভালোবাসার ছোঁয়া। সুকেশ লিখেছেন, খুব মিস করছেন তিনি জ্যাকলিনকে।

সুকেশ তার চিঠিতে লিখেছেন, ‘আমার বোম্মা, আমার জন্মদিনে তোমাকে অনেক মিস করছি। আমার চারপাশে তোমার উপস্থিতিকে মিস করছি। ভাষায় প্রকাশ করার ক্ষমতাও আমার নেই। তবে আমি জানি আমার প্রতি তোমার ভালবাসা কখনই শেষ হবে না। যা আমার সবটুকু জুড়ে রয়েছে। আমি জানি তোমার সুন্দর হৃদয়ে কী আছে, আমার প্রমাণের দরকার নেই। আমার কাছে তোমার ভালোবাসাই সব বাবু।’

হিন্দুস্থান টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, জ্যাকলিনের কাছ থেকে পাওয়া ভালোবাসাকে ‘সেরা উপহার’ হিসেবে উল্লেখ করে সুকেশ লিখেন, ‘তুমি জানো আমি এখনও তোমার পাশেই আছি, যাই হোক না কেন। তোমাকে ভালোবাসি। আমার বেবি, আমাকে তোমার হৃদয় দেয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমি আমার সমস্ত অনুরাগী এবং বন্ধুদেরও ধন্যবাদ জানাই, আমার জন্মদিনে পাঠানো সমস্ত শুভেচ্ছার জন্য। আমি শত শত চিঠি, শুভেচ্ছা বার্তা পেয়েছি। আমি ধন্য বোধ করছি, সকলকে ধন্যবাদ।’

এর আগেও জ্যাকলিনকে প্রেমপত্র পাঠিয়েছেন সুকেশ। হোলি উপলক্ষে পাঠিয়েছিলেন একটি হাতে লেখা নোট।

সুকেশের সঙ্গে জড়িত ২০০ কোটির প্রতারণার মামলায় একাধিকবার জেরার মুখে পড়তে হয়েছে জ্যাকলিনকে। ইডির দাবি কনম্যানের সঙ্গে প্রেম সম্পর্কে ছিলেন জ্যাকলিন। দামি দামি উপহার নিয়েছেন, আর্থিক সুবিধা নিয়েছেন জ্যাকলিনের পরিবার। প্রাইভেট জেটে করে যেতেন তিনি সুকেশের সঙ্গে দেখা করতে। ইডির দাবি সুকেশের বাস্তব পরিচয় জেনেই নাকি এই সম্পর্কে এগিয়েছিলেন কিক অভিনেত্রী।

আরও পড়ুন:
পারিবারিকভাবে বিষয়টি সমাধান করে ফেলেছি: সালওয়া
সাবেক এমপিপুত্রের বিরুদ্ধে অভিনেত্রী সালওয়াকে হত্যার হুমকির অভিযোগ
অভিনেত্রী শিমু হত্যা: ফের পেছাল তদন্ত প্রতিবেদন
কলকাতার আরেক অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কলকাতার আরেক অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মন্তব্য

বিনোদন
Is Parineeti Chopra marrying MP Raghav?

এমপি রাঘবকে কি বিয়ে করছেন পরিণীতি চোপড়া

এমপি রাঘবকে কি বিয়ে করছেন পরিণীতি চোপড়া পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডাকে বৃহস্পতিবার ফের একসঙ্গে দেখা যায়। ছবি: সংগৃহীত
সাংবাদিক আবার তরুণ সাংসদকে বিয়ে নিয়ে প্রশ্ন করেন। তার উত্তরে রাঘব আবার বলেন, ‘যখন বিয়ে করব জানিয়ে দেব।’

বলিউড অভিনেত্রী পরিণীতির সঙ্গে সংসদের তরুণ সংসদ সদস্য ও আদ আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার প্রেমের গুঞ্জন তুঙ্গে। বুধবার রাতে মুম্বাইয়ের এক বিলাসবহুল রেস্তোরাঁয় দেখা গিয়েছিল পরিণীতি-রাঘবকে।

হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, একসঙ্গে রেস্তোরাঁয় না এলেও সেখান থেকে জুটি বেঁধেই বের হন দুজন। ঠিক সেই সময় ধরা পড়ে যান সাংবাদিকদের ক্যামেরায়। পরিণীতি-রাঘব দুজনেই পরেছিলেন সাদা পোশাক। অভিনেত্রীর সাদা শার্টের সঙ্গে ডোরাকাটা প্যান্ট পরেছিলেন। নেতার পরনে ছিল লাইনেন প্যান্ট।

বৃহস্পতিবার দুপুরেও ফের একসঙ্গে দেখা যায় পরিণীতি-রাঘবকে। সেদিন কালো টি-শার্ট ও কালো জিনসে ছিলেন পরিণীতি ও অফহোয়াইট শার্টে দেখা যায় রাঘবকে। পরপর দুদিন দুজনকে একান্তে সময় কাটাতে দেখতে পাওয়ার পর স্বাভাবিকভাবেই প্রেমের গুঞ্জন তুঙ্গে। ক্যামেরা দেখেও সরে না গিয়ে তাদের হাসিমুখে পোজ দেয়া গুঞ্জনকে আরও জোরালো করে তোলে।

এমন পরিস্থিতিতেই সংসদ চত্বরে রাঘবকে পরিণীতি সঙ্গে প্রেমের সম্পর্কে জানতে চাওয়া হয়। উত্তরে হাসিমুখে রাঘব বলেন, ‘আমায় রাজনীতির প্রশ্ন জিজ্ঞেস করুন,পরিণীতির নয়।’

কিন্তু তাতে দমে না গিয়ে সাংবাদিক আবার তরুণ সাংসদকে বিয়ে নিয়ে প্রশ্ন করেন। তার উত্তরে রাঘব আবার বলেন, ‘যখন বিয়ে করব জানিয়ে দেব।’

আরও পড়ুন:
সাবেক এমপিপুত্রের বিরুদ্ধে অভিনেত্রী সালওয়াকে হত্যার হুমকির অভিযোগ
অভিনেত্রী শিমু হত্যা: ফের পেছাল তদন্ত প্রতিবেদন
কলকাতার আরেক অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কলকাতার আরেক অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
সিরিয়াল অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মন্তব্য

বিনোদন
Samantha looks regal in the new poster of Shakuntlam

শকুন্তলামের নতুন পোস্টারে সামান্থার রাজকীয় লুক

শকুন্তলামের নতুন পোস্টারে সামান্থার রাজকীয় লুক শকুন্তলাম সিনেমার পোস্টারে সামান্থার রাজকীয় লুক। ছবি: সংগৃহীত
রাজকন্যা শকুন্তলা হিসেবে সামান্থার লুকে ছিল আভিজাত্য ও রাজকীয় আভা। ভারী সূচিকর্ম এবং ঐতিহ্যবাহী সোনার গহনাসহ একটি সোনার লেহেঙ্গা পরা অবস্থায় দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

প্রথমবারের মতো পৌরাণিক ঘরানার সিনেমা ‘শকুন্তলাম’ এর মাধ্যমে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে দেখা যাবে। আসন্ন এ সিনেমায় সামান্থাকে দেখা যাবে রাজকন্যা শকুন্তলার ভূমিকায়।

ইতোমধ্যে পোস্টার, টিজার এবং ট্রেলার দিয়ে দর্শকদের মুগ্ধ করতে সক্ষম হয়েছেন তিনি। তেমনি সিনেমাটির নতুন পোস্টারে রাজকীয় ও জাদুকরী রুপে দেখা মিলল অভিনেত্রী সামান্থার।

রাজকন্যা শকুন্তলা হিসেবে সামান্থার লুকে ছিল আভিজাত্য ও রাজকীয় আভা। ভারী সূচিকর্ম এবং ঐতিহ্যবাহী সোনার গহনাসহ একটি সোনার লেহেঙ্গা পরা অবস্থায় দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

শকুন্তলামের নতুন পোস্টারে সামান্থার রাজকীয় লুক

প্রথমবারের মতো পৌরাণিক চরিত্রে জাদুকরী এ লুকে সামান্থাকে দেখতে সিনেমা প্রেমীরা খুবই উৎসাহী।

দীর্ঘদিন স্থগিত থাকার পর, শকুন্তলাম সিনেমাটি বিশ্বব্যাপী এপ্রিল মাসে একটি দুর্দান্ত মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে। সিনেমাটি প্রাথমিকভাবে ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা ছিল, তবে তা স্থগিত করা হয়েছিল।

আগামী ১৪ এপ্রিল তেলেগু, তামিল, কন্নড়, মালায়লাম এবং হিন্দিতে সিনেমাটি মুক্তি পেতে চলেছে৷ ফিল্মটি থ্রিডি-তেও পাওয়া যাবে, যা দর্শকদের প্রতিশ্রুতি দিচ্ছে একটি ভিজ্যুয়াল ট্রিটের।

আরও পড়ুন:
‘অসুখী বিবাহের’ জন্য করণ জোহরকে দায়ী করলেন সামান্থা
চটেছেন সামান্থা
সামান্থা-বিজয়ের দুর্ঘটনার খবরটি ‘ভুয়া’
কিছুদিন পর সামান্থার বিয়ে!
নয়নতারার পর সর্বোচ্চ পারিশ্রমিক সামান্থার

মন্তব্য

বিনোদন
Rumors of Bollywood actor Imrans marriage breaking up

বলিউড অভিনেতা ইমরানের বিয়ে বিচ্ছেদের গুঞ্জন

বলিউড অভিনেতা ইমরানের বিয়ে বিচ্ছেদের গুঞ্জন ইমরান খান ও তার স্ত্রী অবন্তিকা মালিক। ছবি: সংগৃহীত
ওই ভিডিও শেয়ার করে অবন্তিকা লেখেন, ‘শুধুমাত্র ওর ক্ষেত্রেই যে এটা সত্যি, তা নয়।’

বলিউডের অভিনেতা ইমরান খান ও তার স্ত্রী অবন্তিকা মালিকের সম্পর্কের ফাটল ধরেছে অনেক আগেই। ২০১৯ সালে, বিয়ের আট বছর পরে পরস্পরের থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নেন ইমরান ও অবন্তিকা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অবন্তিকা মালিকের একটি ইঙ্গিতপূর্ণ স্টোরি পোস্টের মাধ্যমে বিয়ে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতপূর্ণ স্টোরি পোস্ট করেছেন অবন্তিকা। হলিউডের পপ তারকা মাইলি সাইরাসের একটি পারফরম্যান্সের ক্লিপিং শেয়ার করেন অবন্তিকা। যাতে লেখা, ‘ডিভোর্সটা ওর পক্ষে সবচেয়ে ভাল হয়েছে।’

ওই ভিডিও শেয়ার করে অবন্তিকা লেখেন, ‘শুধুমাত্র ওর ক্ষেত্রেই যে এটা সত্যি, তা নয়।’

ওই স্টোরি দেখেই অনুরাগীদের প্রশ্ন, তবে কি ইমরানের সঙ্গে পাকাপাকিভাবে বিচ্ছেদ সেরেই নিলেন অবন্তিকা।

মাইলির নতুন অ্যালবাম ‘এনডলেস সামার ভ্যাকেশন’ মূলত বিয়ে বিচ্ছেদের ওপরেই নির্মিত। লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে মাইলির বিয়ে বিচ্ছেদ সম্পন্ন হয়েছে ২০২০ সালে।

হিন্দুস্থান টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালে গাঁটছড়া বাঁধার পরে ২০১৩ সালে মেয়ে সন্তানের মা-বাবা হন অবন্তিকা ও ইমরান। ২০১৯ সালে আলাদা থাকার সিদ্ধান্ত নেয়ার পর থেকে অবন্তিকার সঙ্গেই থাকে ওদের মেয়ে।

আরও পড়ুন:
ফারুককে নিয়ে শিগগিরই ফিরব: ফারুকের স্ত্রী
আমরা একটি পরিবার কথাটি সিনেমায় সবচেয়ে বড় মিথ্যা: মান্না
এফডিসির এমডি হিসেবে নিজেকে যোগ্য মনে করি না: আলমগীর
সপরিবার করোনায় আক্রান্ত অভিনেতা নাসিম

মন্তব্য

বিনোদন
Kangana told why she could not open the restaurant

কেন রেস্তোরাঁ খুলতে পারেননি, জানালেন কঙ্গনা

কেন রেস্তোরাঁ খুলতে পারেননি, জানালেন কঙ্গনা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ছবি: সংগৃহীত
কঙ্গনা লেখেন, ‘রান্না করতে আমার খুব ভাল লাগে। গত বছরই পাহাড়ে আমার রেস্তোরাঁ খোলার কথা ছিল। টাকাপয়সার টানাপোড়েনের কারণে তা হয়ে ওঠেনি। তবে, খুব শীঘ্রই তা হতে চলেছে।’

হিমাচল প্রদেশের মানালিতে বিলাসবহুল পৈতৃক বাড়ি রয়েছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের। সেখানেই একটি রেস্তোরাঁ খোলার পরিকল্পনা করেছিলেন অভিনেত্রী। তবে সেই পরিকল্পনা কেন বাস্তবায়ন হয়নি সেই বিষয়ে এবার জানালেন কঙ্গনা।

কঙ্গনা আর্থিক টানাপোড়েনের কারণেই সেই ভাবনা শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে পারেননি বলে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

সামাজিকমাধ্যমের এক পুরোনো সাক্ষাৎকারের ক্লিপিং শেয়ার করে কঙ্গনা লিখেন, ‘রান্না করতে আমার খুব ভাল লাগে। গত বছরই পাহাড়ে আমার রেস্তোরাঁ খোলার কথা ছিল। টাকাপয়সার টানাপোড়েনের কারণে তা হয়ে ওঠেনি। তবে, খুব শীঘ্রই তা হতে চলেছে।’

কঙ্গনার দাবি, ‘আমরা যখন মন থেকে কিছু চাই, তখন ভাগ্যে সেই ইচ্ছের কথা লেখা হয়ে যায়।’

হিমাচল প্রদেশে খুব তাড়াতাড়িই নিজের রেস্তোরাঁ শুরু করতে পারবেন বলে আশাবাদী কঙ্গনা।

মাস খানেক আগে ‘ইমার্জেন্সি’ ছবির শুটিং শেষ করেছেন কঙ্গনা। অভিনয়ের পাশাপাশি এই ছবি পরিচালনা ও প্রযোজনাও করেছেন তিনি। এই ছবি তৈরি করতে নিজের বাড়িও নাকি বন্ধক রাখতে হয়েছিল তাকে।

২০২২ সালে তার ছবি ‘ধকড়’ বক্স অফিসে তেমন ভাল ফল করতে পারেনি। তবে, ‘ইমার্জেন্সি’ নিয়ে যথেষ্ট আশাবাদী কঙ্গনা। আপাতত দক্ষিণী ছবি ‘চন্দ্রমুখী ২’-এর শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী।

আরও পড়ুন:
ফিল্মফেয়ারের বিরুদ্ধে মামলা করবেন কঙ্গনা
কঙ্গনার নিশানায় এবার আমির
ইন্দিরা গান্ধী হয়ে পর্দায় আসছেন কঙ্গনা
অভিনেত্রী হয়ে ফ্লপের পর পরিচালনায় কঙ্গনা
১০০ কোটির ঘরে কার্তিক-কিয়ারা, সুপার ফ্লপ কঙ্গনা

মন্তব্য

p
উপরে