ঢাকাই সিনেমায় এখন আলোচনার শীর্ষে অভিনেতা শরিফুল রাজ। পরপর পরাণ, হাওয়া, দামাল সিনেমার সাফল্যে একরকম উড়ছেন তিনি। শোনা গেছে, ২০-৩০ লাখ টাকা পারিশ্রমিক চাইছেন এই অভিনেতা।
বিষয়টি এড়িয়ে যাননি রাজ। সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বলেছেন, ‘আমার একটা সিনেমা করতে টাইম লাগে। কাজলরেখা সিনেমা করতে সময় লেগেছে ৯ মাস। এই ৯ মাস তো আমার সার্ভাইভ করতে হবে। এটার জন্য যেটা দরকার সেটার তো আমি প্রাপ্য।’
অভিনেতা রাজের ক্যারিয়ার যখন বৃহস্পতিতে, তখন তুমুল আলোচিত অভিনেত্রী পরীমনি অনেকটা আড়ালেই পড়ে গেছেন। সময় কেটে যাচ্ছে সন্তান আর সংসার সামলাতেই।
এতে করে পরীমনি যে হতাশ বা তার আক্ষেপ তৈরি হচ্ছে এমন না। পরী বলেন, ‘জীবনের সুন্দর কয়েকটা পার্টের মধ্যে সবচেয়ে সুন্দর পার্টটা হয়তো এটা, এখন অবধি আমার জীবনে। আমার সবকিছু এখন ও (পরী-রাজের ছেলে রাজ্য) কেন্দ্রিক হয়ে গেছে। আমার বলতে এ মুহূর্তে আমার কিছু নাই। ও কখন খাবে, কখন ঘুমাবে, কখন উঠবে এগুলো নিয়েই থাকি সারা দিন।’
রাজের কাছে ২০২২ সালটা ‘বিউটিফুল ইয়ার’। তার ভাষ্যে, সিনেমা, বিয়ে, সন্তান সব মিলিয়ে ভালো বছর কেটেছে ২০২২।
অন্যদিকে পরীমনির আড়ালে চলে যাওয়ার সালটাও এই ২০২২। পরী ও রাজ দুজনই অভিনয়শিল্পী এবং দম্পতি। পরীর আড়ালে পড়ে যাওয়াটা ‘সফল’ রাজের কেমন লাগে?
‘এটা খারাপ লাগার বিষয় না। আমি ওকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করি খুব দ্রুত কামব্যাক করার জন্য। মাদারহুড একটা অন্যরকম বিষয়। পরী মাদারহুডটা অনেক এনজয় করে। তারপরও ও দ্রুতই ফিরবে।’
রাজের বক্তব্য ধরে পরীমনি বলেন, ‘মাতৃত্ব সুন্দর, কিন্তু সহজ না। আমি পুরোটা এখন রাজ্যকেন্দ্রিক হয়ে গেছি। এটা আমি মেইনটেইন করতে চাই, ও মাকে ঠিকমতো পাক, আমি আমার বাচ্চাটাকে কাছাকাছি রাখতে চাই। রাজ এবং আমার যারা কাছের, তারা সবাই চায় যে আমি তাড়াতাড়ি ক্যামেরার সামনে যাই। কিন্তু, এর থেকে আমার মনে হচ্ছে যে, এই টাইমটা হার্ড টাইম আমার জন্য। মা হয়ে যাওয়ার পর জার্নিটা আরও বেশি কঠিন। মানসিক ও শারীরিক পরিবর্তন হয়, এটা রিকভার করে ফিরে আসা তুড়ির মতো সহজ নয়। আমার আসলে টাইম লাগবে। আমাকে সহযোগিতা করলে কামব্যাক করাটা সুন্দর হবে।’
স্বামী-স্ত্রীর মধ্যে ঘটে যাওয়া নানা বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে চলে এলে এবং নেটিজেনরা সেটা নিয়ে খোঁচাখুঁচি করে থাকে। রাজ-পরীর বেলাতেও সে রকম কিছু ঘটনা আছে।
নেটিজেনদের এমন খোঁচাখুঁচি দেখলে রাজ-পরী সেটা কীভাবে সামাল দেয়, জানতে চাইলে পরীমনি বলেন, ‘পোক তো করেই। কাছে করে, দূরে করে। পোক করে কেউ এড়িয়ে যেতে পারে না, আমার থেকে অন্তত।’
সংসারের কিছু গল্প করেন রাজ। তিনি বলেন, ‘আমি কোনো স্টার পরীমনিকে বিয়ে করিনি, আমি এখন মানুষ পরীমনিকে বিয়ে করেছি। আমি যখন ঘরে ফিরি, তখন কিন্তু আমি কোনো আর্টিস্ট না। আমি আমার বেবিকে আর্টিস্টের মতো টেক কেয়ার করি না। পপুলারিটি, ফ্যান এগুলো কিন্তু ঘরের বাইরে। ঘরে আমরা কোনো অদ্ভুত আচরণ করি না যে আমি স্টার, আমি সুপারস্টার এ রকম না কিন্তু।’
কিছুদিন আগেই পরীমনি ও অভিনেত্রী মিম অল্প সময়ের জন্য হলেও স্ট্যাটাস-যুদ্ধে নেমেছিলেন। রাজ ও মিমের মধ্যে নতুন রসায়নের সন্দেহ করেছিলেন পরী।
বিষয়টি নিয়ে জানতে চাইলে কথা বলেননি রাজ-পরী। পরী শুধু হাসতে হাসতে ও আড় চোখে বলে গেলেন, ‘পোক করা জার্নালিস্ট’।
২ ডিসেম্বর রাজ-পরী দম্পতি তাদের সন্তান রাজ্যকে নিয়ে গিয়েছিলেন চট্টগ্রাম। সেখানে সন্ধ্যায় এক অনুষ্ঠানে অংশ নিয়ে রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা।
আরও পড়ুন:বক্স অফিসে দাপিয়ে ব্যবসা করছে শাহরুখ খানের ‘পাঠান’। চার বছর পর বড় পর্দায় ফিরেই বাজিমাত করেছেন বলিউড বাদশা। সব মিলিয়ে ৩০০ কোটি রুপির বেশি ব্যবসা করে ফেলেছে সিনেমাটি।
তিন দিনের মধ্যে সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমা এখন ‘পাঠান’ । এতদিন এ রেকর্ড ছিল ‘কেজিএফ-চ্যাপ্টার ২’-এর দখলে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মুক্তির প্রথম তিন দিনে ভারতে পাঠানের আয় ২০১ কোটি রুপি। আর দেশের বাইরে থেকে আয় হয়েছে ১১২ কোটি। সবমিলিয়ে সিনেমাটির আয় ৩১৩ কোটি (বাংলাদেশি মুদ্রায় ৪০৭ কোটি টাকা)।
পাঠান-এ গুপ্তচরের ভূমিকায় দেখা যায় শাহরুখকে। গুরুত্বপূর্ণ দুই ভূমিকায় রয়েছে দীপিকা ও জন আব্রাহাম। সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ।
বুধবার হিন্দি, তামিল, তেলেগু ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। সিনেমা মুক্তির আগেই গত ডিসেম্বরের মাঝামাঝি প্রকাশ পায় ‘পাঠান’ এর প্রথম গান ‘বেশরম রঙ’। প্রকাশের পর থেকেই গানটি ঝড় তোলে নেট দুনিয়ায়।
প্রথম তিন দিনের আয়ের দিক দিয়ে হিন্দি ছবির তালিকায় শীর্ষে ছিল হৃতিক রোশন এবং টাইগার শ্রফ অভিনীত ‘ওয়ার’। ২০১৮ সালে অমিতাভ বচ্চন, আমির খান অভিনীত ‘ঠাগস্ অফ হিন্দুস্তান’ ছবিটিও বক্স অফিসে জমিয়ে ব্যবসা করেছিল। তৃতীয় দিনের শেষে দুটি ছবিকেই ছাপিয়ে গিয়েছে ‘পাঠান’।
আরও পড়ুন:জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবার কাজ করলেন ‘নিকষ’ শিরোনামের একটি ওয়েব ফিল্মে। রুবেল হাসানের পরিচালনায় ওয়েব ফিল্মটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন। ফিল্মটির গল্প এগিয়েছে আলো ও অন্ধকারের চিরশত্রুতার ভেতর দুই বোনের জীবনবাজির গল্পে।
ফারিন অভিনীত এই ওয়েব ফিল্মটির গল্পে দেখা যাবে- এক বাড়িতে থাকা দুই বোন। মাথার ওপর একই ছাদ হলেও দুই বোন যেন ভিন্ন দুই গ্রহের বাসিন্দা। একজন সংসারটাকে, সম্পর্কগুলোকে আগলে রাখতে চাইছে তো অন্যজন ছুটে যেতে চাচ্ছে ঝলমলে চোরাবালির দিকে।
এই ছুটে যাওয়ার মধ্যেই ঘটে যায় আলগা হয়ে আসে সম্পর্কের বন্ধনগুলো। দুই বোনকেই মুখোমুখি হতে হয় নিকষ কালো অন্ধকারের, যার ভেতর ডুবে গেলে আর কখনোই ফেরা সম্ভব নয় যাপনের স্বাভাবিক আলোতে।
ওয়েব ফিল্মটিতে মীর নওফেল আশরাফী, মাহিমা সুলতানা, জয়রাজ, রাকিব হোসাইন ইভন, খালেকুজ্জামান, সাবিহা জামান, ইসারত জাহান হ্রিদিকাসহ অভিনয় করেছেন আরও অনেকে।
নির্মাতা সূত্রে জানা গেছে, ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দ্রুতই মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘নিকষ’। উল্লেখ্য, মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান’ এবং চঞ্চল চৌধুরী অভিনীত ‘কারাগার’- এই দুই ওয়েব সিরিজের বদৌলতে ওপার এখন পরিচিত মুখ তিনি।
আরও পড়ুন:চলতি মাসের ২৫ তারিখ মুক্তি পাবে শাহরুখ খানের ‘পাঠান’। দীর্ঘদিন পরে রুপালি পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। সিনেমাটি বাংলাদেশে মুক্তির আলোচনা চলছিল।
সাফটা চুক্তির আওতায় বলিউডের সঙ্গে মিলিয়ে একই দিনে সিনেমাটি মুক্তির উদ্যোগ নিয়েছিল বাংলাদেশের অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট। তবে আপাতত পাঠান বাংলাদেশে মুক্তি পাচ্ছে না বলে জানিয়েছে সিনেমাটির আমদানির আবেদনকর্তা পরিচালক অনন্য মামুন।
এক ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘সঠিক তথ্যটা জেনে নিন। আজকের সভায় পাঠান বাংলাদেশের মুক্তি পাবে না এমন কোনো সিদ্ধান্ত হয়নি। বরং আমি মনে করি পাঠানের পক্ষে সিদ্ধান্ত আসবে, কারণ তথ্য মন্ত্রণালয় আমার আবেদন বাতিল না করে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আইনী ব্যাখা চেয়েছে।’
তিনি ‘পাঠান’মুক্তির জন্য অপেক্ষা করতে হবে জানিয়ে লিখেছেন, ‘ধন্যবাদ জানাই পরিচালক সমিতির বর্তমান সভাপতি কাজী হায়াৎ সাহেবকে, কি সুন্দর ব্যাখা দিয়ে বুঝিয়ে দিলেন। আইনীর আইনের প্রতি সম্মান রেখে বলতে চাই পাঠান বাংলাদেশে মুক্তি পাবে। যারা পাইরেসি দেখার অপেক্ষায় আছেন তাদেরকে অনুরোধ করব হলে বসে পাঠান দেখার জন্য অপেক্ষা করুন। অপেক্ষার ফল মিষ্টি হয়।’
মঙ্গলবার সাফটা চুক্তির আওতায় সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সচিবালয়ে সভায় বসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ। যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের শীর্ষ কর্তাসহ চলচ্চিত্রকার কাজী হায়াৎ, হল মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজার সুদীপ্ত কুমার দাস প্রমুখ। কিন্তু সেখানে দেশে সিনেমাটি মুক্তির বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।
‘কে শাহরুখ খান? ’ শনিবার এমন প্রশ্ন করেছিলেন ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কিন্তু রোববারই মেগাস্টারের এক ফোনে বক্তব্য বদলে গেল তার।
সম্প্রতি উগ্র হিন্দুত্ববাদী বজরং দলের সদস্যরা পাঠান ছবির প্রদর্শন আটকাতে গোয়াহাটির একটি সিনেমা হলে ভাঙচুর চালান। এ ঘটনা প্রসঙ্গেই প্রতিক্রিয়া দিতে গিয়ে মঙ্গলবার হিমন্ত বিশ্বশর্মা টুইটে লেখেন, ‘কে শাহরুখ খান? তি তো আমাকে ফোন করেননি। তার সঙ্গে কোনও সমস্যা নিয়ে কথাও হয়নি। যদি তিনি কিছু জানান, তাহলে অবশ্য়ই বিষয়টা নিয়ে ভাবা হবে।’
এদিকে রোববার আসামের মুখ্যমন্ত্রী আরেকটি টুইটে লেখেন, ‘বলিউড অভিনেতা শাহরুখ খান আমায় ফোন করেছিলেন। তিনি গোয়াহাটির ঘটনা নিয়ে চিন্তিত। আমি তাকে আশ্বস্ত করেছি যে, রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষা করা রাজ্য সরকারের দায়িত্ব। বিষয়টি খতিয়ে দেখা হয়েছে এবং এমন ঘটনা যাতে আর না ঘটে সেই ব্যবস্থাও নেয়া হচ্ছে।’
চার বছর পর হিন্দি সিনেমার দুনিয়ায় ‘পাঠান’ দিয়ে ফিরছেন শাহরুখ খান। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে সিনেমাটি। এ সিনেমার গান ‘বেশরম রং’ মুক্তির পর থেকেই বিতর্কের শুরু। কেউ কেউ গানটিকে ‘অশ্লীল’ আখ্যা দিয়েছেন, কেউ আবার গানে দীপিকা পাড়ুকোন গেরুয়া রঙের বিকিনি পরায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তুলেছেন। ‘পাঠান’-এর গান ‘বেশরম রং’ মুক্তির পর যারা প্রতিবাদে সরব হয়েছিলেন, তাদের অনেকেই বিজেপি নেতা। এরইমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপির নেতাদের সিনেমাটি নিয়ে অপ্রয়োজনীয় মন্তব্য না করার পরামর্শ দিয়েছেন।
মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমা ‘শনিবার বিকেল’ অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।
এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রতিক্রিয়া জানিয়ে ফারুকী বলেছেন, হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা নিয়ে নির্মিত বলিউড সিনেমা ‘ফারাজ’-এর আগেই তিনি ‘শনিবার বিকেল’ মুক্তি দিতে চান।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে দেয়া স্ট্যাটাসে ফারুকী বলেন, ‘আপনাদের মতো আমিও পত্রিকার মাধ্যমে জেনেছি, আপিল বোর্ড শনিবার বিকেল ছবিটা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। উনারা হয়তো উনাদের ছোট কিছু অবজারভেশন জানাবেন যেটা ডিটেইল এখানে আলোচনা করতে চাচ্ছি না। আমরা আশা করি উনারা দ্রুতই আমাদের এই বিষয়ে চিঠি দিবেন যাতে আগামী শুক্রবার বা তার পরের শুক্রবার ছবিটা মুক্তি পায়। মোট কথা ফারাজের সাথে বা আগেই ছবিটা মুক্তির ব্যবস্থা করবো ইনশাল্লাহ।’
ইতোমধ্যে প্রকাশিত হয়েছে বলিউড সিনেমা ফারাজ-এর ট্রেইলার। এর তিন দিন পর বৃহস্পতিবার ঢাকায় সংবাদ সম্মেলন করে ছবিটির গল্পকে ভুল বলে দাবি করেন হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত অবিন্তা কবিরের মা।
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে থাকা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমা ‘শনিবার বিকেল’ মুক্তিতে আর কোনো বাধা নেই।সিনেমাটি নিয়ে সেন্সর বোর্ডের আপিল কমিটির শুনানিতে শনিবার এই সিদ্ধান্ত নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আপিল বোর্ড সদস্য শ্যামল দত্ত।
তিনি বলেন, ‘‘আজ ‘শনিবার বিকেল’র আপিল বোর্ডের শুনানি হয়েছে। আমরা ছবিটি রিলিজ করে দিয়েছি । খুব শিগগির ছবিটি মুক্তি পাবে। সেন্সর বোর্ড যে সমস্যার কথাগুলো বলেছে আমরা তার সঙ্গে একমত হইনি। এখন আর কোনো বাধা নেই।’’
ছবিটির সেন্সর সার্টিফিকেট দিয়ে দেয়া হবে জানিয়ে শ্যামল দত্ত বলেন, ‘আমরা সিনেমাটির পরিচালক ফারুকীকে একটি চিঠি দিয়ে দেবো যে, এটা মুক্তিতে বাধা নেই। পরিচালক সেন্সর সার্টিফিকেট পেয়ে যাবেন। তারপর তিনি তার মতো করে তারিখ দিয়ে ছবিটি মুক্তি দেবেন।’
মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি ও সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে আহ্বায়ক করে গঠিত হয় সাত সদস্যের সেন্সর আপিল কমিটি। সদস্যরা হলেন সংসদ সদস্য ও অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা, সাবেক অতিরিক্ত সচিব নূরুল করিম, অভিনেত্রী সুচরিতা ও সাংবাদিক শ্যামল দত্ত এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সদস্যসচিব হিসেবে ছিলেন।
২৫ মাস পর একে অপরের মুখোমুখি হয়েছেন বিশ্বফুটবলের দুই সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালডো এবং লিওনেল মেসি। সৌদির ফুটবল নিয়ন্ত্রক সংস্থার আমন্ত্রণে বৃহস্পতিবার রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে দেশটির অল স্টার ফুটবল দলের সঙ্গে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে পিএসজি।
হাইভোল্টেজ এ ম্যাচে মেসি ও রোনালডোকে শুভেচ্ছা জানাতে মাঠে ছিলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।
ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার দেড় মাস পর আনুষ্ঠানিকভাবে দুই বছরের জন্য সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালডো। তবে আচরণবিধি ভাঙায় রোনালদোকে নিষেধাজ্ঞা দিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। তাই নতুন ক্লাবে যোগ দিয়ে এ ম্যাচ দিয়েই সৌদিতে অভিষেক হয়েছে এই তারকার। খেলছেন অল স্টার দলটির অধিনায়ক হিসেবে।
অপর দিকে পিএসজি একাদশে মেসি ছাড়াও আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার ও ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপে। এছাড়া দলটিতে রয়েছে বিশ্বকাপে প্রথম আরব দেশ হিসেবে মরক্কোকে সেমিফাইনালে নিয়ে যাওয়ার অন্যতম নায়ক আশরাফ হাকিমি।
মন্তব্য