× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

বিনোদন
Nasheed Armeens album received a Grammy nomination
google_news print-icon

নাশিদ-আরমীনের অ্যালবাম পেল গ্র্যামি মনোনয়ন

নাশিদ-আরমীনের-অ্যালবাম-পেল-গ্র্যামি-মনোনয়ন
নাশিদ কামাল ও আরমীন মুসা। ছবি: সংগৃহীত
বাংলাদেশি কোনো শিল্পীর গান রয়েছে এমন অ্যালবাম গ্র্যামিতে মনোনয়ন পাওয়ার ঘটনা এটাই প্রথম।

আরমীন মুসা দেশের একজন স্বাধীন সংগীতশিল্পী। তিনি ব্যাচেলর ডিগ্রি নিয়েছেন বার্কলি কলেজ অব মিউজিক থেকে। সেখানকার প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে তৈরি হয়েছে ‘শুরুয়াত’ নামের একটি অ্যালবাম।

এতে ১০টা গান রয়েছে। এটি ডিজিটালি প্রকাশ পেয়েছে। সেখানে ১০ নম্বর ট্র্যাকটি ‘জাগো পিয়া’। গানটি লিখেছেন নাশিদ কামাল। আর এতে সুর দিয়েছেন তার মেয়ে আরমীন।

ইন্ডিয়ান মিউজিক নিয়ে এটি মূলত আমেরিকান অ্যালবাম। অ্যালবামটি গ্র্যামি-২০২৩ এ গ্লোবাল মিউজিক বিভাগ শাখার বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবামের নমিনেশন পেয়েছে।

বাংলাদেশি কোনো শিল্পীর গান রয়েছে এমন অ্যালবাম গ্র্যামিতে মনোনয়ন পাওয়ার ঘটনা এটাই প্রথম।

এ বিভাগে ৫টি অ্যালবামকে দেয়া হয়েছে মনোনয়ন। গ্র্যামির এই মনোনয়ন তালিকায় অ্যালবামের নাম শুরুয়াত ও তার নিচে বার্কলে ইন্ডিয়ান এনসাম্বল লেখা রয়েছে। এতে কোনো শিল্পীর নাম উল্লেখ করেনি গ্র্যামি।

তবে বুধবার সকালে আরমীন নিউজবাংলাকে বলেন, ‘শুরুয়াত অ্যালবামের শিল্পী- যারা বাজিয়েছেন, লিখেছেন সবাই মনোনীত।’

শুরুয়াত অ্যালবামে ওস্তাদ জাকির হোসেন, শ্রেয়া ঘোষাল, শঙ্কর মহাদেবন, বিজয় প্রকাশসহ আরও অনেক গুণী শিল্পীও রয়েছেন।

এর আগে আরমীন ‘জাগো পিয়া’ গানটি নিয়ে নিউজবাংলাকে বলেছিলেন, ‘এটা কোনো রোমান্টিক গান নয়, সুরে রয়েছে বাংলা ও ওয়েস্টার্নের মিশ্রণ। গানটা মূলত ফিলসফিক্যাল, আমার মা নাশিদ কামালের লেখা। গানে নিজেকে নিজে বলা হচ্ছে যে সামনে তাকাও, এগিয়ে যাও।’

বিশ্ব সংগীতের মর্যাদাপূর্ণ আসর গ্র্যামি। গ্র্যামি-২০২৩ এর পুরস্কার প্রদান অনুষ্ঠানটি হবে ৫ ফেব্রুয়ারি। তার আগে ১৬ নভেম্বর ঘোষণা করা হলো মনোনয়নপ্রাপ্তদের নাম।

মন্তব্য

আরও পড়ুন

বিনোদন
Shahrukh Ranveer face to face
২০২৬-এর ঈদ চলচ্চিত্র

মুখোমুখি শাহরুখ-রণবীর

মুখোমুখি শাহরুখ-রণবীর শাহরুখ খান ও রণবীর কাপুর। ছবি: সংগৃহীত
মহা ধুন্ধুমার হতে চলেছে ২০২৬-এ বলিউডের ঈদ আয়োজন। এই একই মৌসুম ঘিরে ঠিক হলো শাহরুখ খানের ‘কিং’ এবং রণবীর কাপুরের ‘লাভ অ্যান্ড ওয়ার’ চলচ্চিত্রের মুক্তির দিনক্ষণ। উপমহাদেশ জুড়ে ভক্তদের প্রত্যাশার জোয়ার তুলেছে এই ঘোষণা।

মহা ধুন্ধুমার হতে চলেছে ২০২৬-এ বলিউডের ঈদ আয়োজন। এই একই মৌসুম ঘিরে ঠিক হলো শাহরুখ খানের ‘কিং’ এবং রণবীর কাপুরের ‘লাভ অ্যান্ড ওয়ার’ চলচ্চিত্রের মুক্তির দিনক্ষণ। উপমহাদেশ জুড়ে ভক্তদের প্রত্যাশার জোয়ার তুলেছে এই ঘোষণা। সে সঙ্গে ইতিহাসের পুনরাবৃত্তি করতে চলেছে ছবি দুটি। এখনও নির্মাণের মঞ্চে না ওঠা সিনেমা দুটি নিয়ে আকর্ষণীয় কিছু তথ্য ইউএনবির প্রতিবেদনে।

ঐতিহাসিক পুনর্মিলনী

শাহরুখ অভিনীত ফারাহ খানের পুনর্জন্ম কাহিনী ‘ওম শান্তি ওম’ ছিল ২০০৭-এর দীপাবলির ব্লকবাস্টার। একই সময়ে সঞ্জয় লীলা বানসালির ‘সাওয়ারিয়া’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে রণবীর কাপুরের। তারপর থেকে দীর্ঘ ১৯ বছর পর বক্স অফিসে বলিউড বাদশার মুখোমুখি হতে চলেছেন রণবীর। বলাই বাহুল্য, আজ আর তিনি সেই ‘সাওয়ারিয়া’র রণবীর নেই।

নির্মাতা বানসালির সঙ্গে চলচ্চিত্র যুদ্ধে এসআরকে সে বছর জিতে গিয়েছিলেন ঠিকই। কিন্তু ২০১৫’তে শাহরুখের ‘দিলওয়ালে’ খুব একটা সুবিধা করে উঠতে পারেনি বনসালির ‘বাজিরাও মাস্তানি’র কাছে। এবার তৃতীয়বারের মতো কিং খানের সঙ্গে বক্স অফিস প্রতিযোগিতায় অবতীর্ণ হতে যাচ্ছেন ১৫ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয়ী এই চলচ্চিত্র নির্মাতা।

শাহরুখের ‘কিং’

‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডানকি’র মতো পর পর হিট মুভি দেয়ার পর শাহরুখের এবারের চমকের নাম ‘কিং’। বহুল প্রত্যাশিত এই ক্রাইম ড্রামার মধ্য দিয়ে পূর্ণদৈর্ঘ্য পর্দায় প্রকাশিত চলচ্চিত্রে অভিষেক ঘটতে যাচ্ছে শাহরুখ-কন্যা সুহানা খানের। ছবিটির পরিচালনায় থাকবেন সুজয় ঘোষ।

এসআরকে’র রেড চিলিস এন্টারটেইনমেন্টের সঙ্গে সিনেমার সহ-প্রযোজনায় অংশ নেবে সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স পিকচার্স।

২০১৩-এর ‘চেন্নাই এক্সপ্রেস’-এর দুর্দান্ত সফলতার পর থেকে দীর্ঘ বিরতির পর এই প্রথম ঈদের মৌসুমে ছবি প্রকাশ করছেন কিং খান।

ছবিতে প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে অভিষেক বচ্চনকে। তারকাশিল্পীদের মধ্যে আরও থাকবেন সম্প্রতি সাড়া জাগানো হরর-কমেডি মুঞ্জিয়া-খ্যাত অভিনেতা অভয় ভার্মা।

ধাওয়া-পাল্টাধাওয়াসহ অভূতপূর্ব কিছু অ্যাকশন সিকোয়েন্স এবং নজরকাড়া কিছু ভিজুয়াল ইফেক্ট দিয়ে সাজানো হবে মুভিটি। সঙ্গত কারণেই বেশ সময় নিয়ে পরিকল্পনা চলছে ছবি নির্মাণে। সবকিছু ঠিকঠাক এগুলে ২০২৫ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে আগস্ট বা সেপ্টেম্বর নাগাদ শেষ হবে নির্মাণের যাবতীয় কাজ।

রণবীরের ‘লাভ অ্যান্ড ওয়ার’

প্রথম দিকে ২০২৫-এর ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা থাকলেও সময় পিছিয়ে নতুন তারিখ ঠিক করা হয়েছে ২০২৬-এর ২০ মার্চ। সেই থেকেই ‘কিং’-এর সঙ্গে প্রতিযোগিতার সম্ভাবনা তৈরি হয়েছে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর।

সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এই এপিক রোমান্টিক মুভিতে অভিনয় করবেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান’ (২০২২)-এর পর এটি রণবীর-আলিয়া দম্পতির প্রথম চলচ্চিত্র।

বলিউডের ঈদ আয়োজনে এই পরিবর্তনের নেপথ্যে

ঘটনার সূত্রপাত ঈদে ছবি মুক্তি থেকে বলিউডের ভাইজান-খ্যাত সুপারস্টার সালমান খানের সরে দাঁড়ানো থেকে। বছরের পর বছর ধরে অনেকটা একচেটিয়া ঈদ মৌসুমকে নেতৃত্ব দিয়ে আসছে সালমান খানের মুভিগুলো। কিন্তু এই ধারাবাহিকতা ভেঙে ২০২৬ সাল থেকে যাচ্ছে একটু ভিন্ন রকমের।

২০২৫ সালের ঈদের জন্য নির্ধারিত ‘সিকান্দার’ মুভির কাজ শেষ করেই পরিচালক অ্যাটলির সঙ্গে পরবর্তী মেগা-বাজেটের ছবি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন সালমান। ব্যাপক শুটিং ও ভিএফএক্স নিয়ে এই নতুন প্রজেক্টে রয়েছে বেশ ভারী কাজের চাপ।

স্বভাবতই অতিরিক্ত সময়ের প্রয়োজনীয়তা ছবি মুক্তির দিনক্ষণকে ঠেলে দিয়েছে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে। এতে ২০২৬-এর ঈদ মৌসুমে সৃষ্টি হয় বিগ বাজেটের চলচ্চিত্র-শূন্যতা। আর এই শূন্যস্থান পূরণেই মুক্তির তারিখ নির্ধারিত হয়েছে ‘কিং’ এবং ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর।

শেষাংশ

২০২৬-এ বলিউডের ঈদ আয়োজনে শাহরুখ ও রণবীরের মুখোমুখি হওয়াটা জন্ম দিয়েছে নতুন মাত্রার ব্লকবাস্টার প্রতিযোগিতার সম্ভাবনা। একদিকে ‘কিং’-এর পিতা-কন্যার আবেগঘন চিত্রনাট্য, অন্যদিকে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ প্রেম ও সংঘর্ষের চিরনবীন পটভূমি। সব মিলিয়ে সাম্প্রতিক বছরগুলোতে ২০২৬-এর ঈদুল ফিতর হতে চলছে বলিউডের সবচেয়ে প্রত্যাশিত আয়োজনগুলোর মধ্যে একটি। কার মাথায় মুকুট উঠবে তা নিয়ে রুদ্ধশ্বাস প্রতীক্ষার পাশাপাশি মুভিপ্রেমীদের সামনে এক স্মরণীয় উৎসবমুখর সপ্তাহের হাতছানি।

আরও পড়ুন:
প্রথম দিনে কত আয় করল ‘মেরি ক্রিসমাস’
৪ দিনেই ২৫০ কোটি রুপি পার করল প্রভাসের ‘সালার’
দেশের ৪৮ হলে চলবে ‘অ্যানিমেল’
৩ দিনে কত আয় করল রণবীরের ‘অ্যানিমেল’
জয়ার প্রথম হিন্দি সিনেমা আসছে ওটিটির পর্দায়

মন্তব্য

বিনোদন
Director General of Arts is Syed Jamil Ahmed

শিল্পকলার মহাপরিচালক হলেন সৈয়দ জামিল আহমেদ

শিল্পকলার মহাপরিচালক হলেন সৈয়দ জামিল আহমেদ ড. সৈয়দ জামিল আহমেদ। ছবি: সংগৃহীত
ড. সৈয়দ জামিল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা। ৩০ বছরের বেশি সময় ধরে এই বিভাগেই তিনি শিক্ষকতা করছেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হয়েছেন নাট্যনির্দেশক ও শিক্ষক সৈয়দ জামিল আহমেদ।

জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এই নাট্য ব্যক্তিত্ব ১৯৭৮ সালে ভারতের ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৮৯ সালে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ ওয়ারউইক থেকে থিয়েটার আর্টস থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে অর্জন করেন পিএইচডি ডিগ্রি।

ড. সৈয়দ জামিল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা। ৩০ বছরের বেশি সময় ধরে এই বিভাগেই তিনি শিক্ষকতা করছেন।

ইংরেজিতে প্রকাশিত তার আলোচিত বইয়ের মধ্যে রয়েছে- ‘অচিনপাখি ইনফিনিটি; ইনডিজেনাস থিয়েটার ইন বাংলাদেশ’, ‘ইন প্রেইজ অফ নিরঞ্জন; ইসলাম থিয়েটার অ্যান্ড বাংলাদেশ’, ‘রিডিং এগেইনস্ট দ্য ওরিয়েন্টালিস্ট গ্রেইন; পারফর্মেন্স অ্যান্ড পলিটিকস এন্টুইনড উইথ আ বুড্ডিস্ট স্ট্রেইন এবং এপ্লাইড থিয়েট্রিক্স; এসেস ইন রিফিউসাল’।

মঞ্চনাটক, প্রায়োগিক মঞ্চনির্দেশনা, লোককথা ও সংস্কৃতি অধ্যয়নের ওপর ড. জামিল আহমেদের লেখা ষাটটিরও বেশি একাডেমিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে বাংলা, ইংরেজি, ফরাসি, নরওয়েজিয়ান, রাশিয়ান, চীনা ও কোরিয়ান ভাষায়।

নাট্যজন সৈয়দ জামিল আহমেদ ১৯৫৫ সালের ৭ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেছেন। ১৯৭১ সালে ষোলো বছর বয়সে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন।

আরও পড়ুন:
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লাকির পদত্যাগ

মন্তব্য

বিনোদন
Shilpakala Academy director general Lakis resignation

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লাকির পদত্যাগ

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লাকির পদত্যাগ লিয়াকত আলী লাকি। ফাইল ছবি
লিয়াকত আলী লাকী শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পান ২০১১ সালের ৭ এপ্রিল। সবশেষ ২০২৩ সালের ২৯ মার্চ সপ্তমবারের মতো তার মেয়াদ বাড়ানো হয়। দীর্ঘদিন ধরে লাকীর শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে থাকা নিয়ে সাংস্কৃতিক অঙ্গনে ক্ষোভ ছিল।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী পদত্যাগ করেছেন।

গতকাল সোমবার তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ গণমাধ্যমকে জানান, ব্যক্তিগত কারণে ও উদ্ভূত পরিস্থিতিতে তিনি পদত্যাগ করেছেন।

লিয়াকত আলী লাকী শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পান ২০১১ সালের ৭ এপ্রিল। সবশেষ ২০২৩ সালের ২৯ মার্চ সপ্তমবারের মতো তার মেয়াদ বাড়ানো হয়। দীর্ঘদিন ধরে লাকীর শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে থাকা নিয়ে সাংস্কৃতিক অঙ্গনে ক্ষোভ ছিল।

আরও পড়ুন:
ঢাবি অধিভুক্ত তিন কলেজের অধ্যক্ষের পদত্যাগ
বাংলা একাডেমি মহাপরিচালকের পদত্যাগ
শাবিপ্রবি উপাচার্য ফরিদ উদ্দিনের পদত্যাগ
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ
সন্ধ্যার মধ্যে পদত্যাগের সিদ্ধান্ত প্রধান বিচারপতির

মন্তব্য

বিনোদন
Shafin Ahmeds body reached the country

শাফিন আহমেদের মরদেহ দেশে পৌঁছেছে

শাফিন আহমেদের মরদেহ দেশে পৌঁছেছে শাফিন আহমেদ। ফাইল ছবি
দেশের অন্যতম শীর্ষ জনপ্রিয় এই ব্যান্ড তারকার নামাজে জানাজা আগামীকাল মঙ্গলবার দুপুরে গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে বাবার কবরে সমাহিত করা হবে এই শিল্পীকে।

কিংবদন্তি ব্যান্ড দল মাইলসের সাবেক প্রধান শিল্পী শাফিন আহমেদের মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে এসে পৌঁছেছে। দেশের অন্যতম শীর্ষ জনপ্রিয় এই ব্যান্ড তারকার মরদেহ বহনকারী ফ্লাইট সোমবার বিকাল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

একটি কনসার্টে অংশ নিতে গত ৯ জুলাই যুক্তরাষ্ট্র সফরে যান ব্যান্ড সংগীতশিল্পী শাফিন আহমেদ। ২০ জুলাই ছিল সেই কনসার্ট। কিন্তু তার আগেই অসুস্থ হয়ে পড়েন এই তারকা। দ্রুত তাকে ভার্জিনিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টার দিকে মারা যান শাফিন আহমেদ।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার পর আগামীকাল মঙ্গলবার দুপুরে গুলশান আজাদ মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে বাবার কবরে সমাহিত করা হবে এই শিল্পীকে।

আগামী শুক্রবার জুমার নামাজের পর গুলশান কমিউনিটি মসজিদে অনুষ্ঠিত হবে শিল্পীর কুলখানি।

পরিবার ও প্রিয়জনেরা সবার কাছে প্রয়াত শাফিন আহমেদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন। অনুরোধ করেছেন জানাজা ও কুলখানিতে উপস্থিত থাকার।

প্রসঙ্গত, আশি ও নব্বইয়ের দশকে দর্শক হৃদয়ে তুমুল জনপ্রিয়তা পায় শাফিন আহমেদের গান। তার জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে- চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও, ফিরে এলে না, আজ জন্মদিন তোমার প্রভৃতি।

মন্তব্য

বিনোদন
National mourning on Tuesday in memory of those killed in the quota movement

কোটা আন্দোলনে নিহতদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী শোক

কোটা আন্দোলনে নিহতদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী শোক কোটা সংস্কার আন্দোলনের মধ্যে রাজধানীর একটি সড়কে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত দুটি গাড়ি। ফাইল ছবি
সচিব জানান, শোক পালনের অংশ হিসেবে নিহত ব্যক্তিদের জন্য মসজিদে দোয়া এবং মন্দির, গির্জা ও প্যাগোডায় প্রার্থনা করা হবে।

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সাম্প্রতিক সহিংসতায় নিহত ব্যক্তিদের স্মরণে মঙ্গলবার সারা দেশে শোক পালন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

সচিবালয়ে সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সচিব জানান, শোক পালনের অংশ হিসেবে নিহত ব্যক্তিদের জন্য মসজিদে দোয়া এবং মন্দির, গির্জা ও প্যাগোডায় প্রার্থনা করা হবে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি দেশব্যাপী সহিংসতা হয়। এসব সহিংসতায় বিভিন্ন সংবাদমাধ্যমে দুই শতাধিক নিহত হওয়ার খবর প্রকাশ হলেও রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেন, নিহতের সংখ্যা ১৪৭।

আরও পড়ুন:
সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলেন ছয় সমন্বয়ক
বন্দরের ডেমারেজ চার্জ মওকুফ পাচ্ছেন রপ্তানিকারকরা
শ্রমিক-ছাত্রসহ সব হত্যার বিচার চাইলো গার্মেন্ট শ্রমিক সংহতি
বয়সের প্রমাণ দাখিলের পর ফাইয়াজের রিমান্ড বাতিল
জাবি শিক্ষার্থীকে তুলে নেয়ার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ

মন্তব্য

বিনোদন
Shafins body will arrive in the country in the afternoon and will be buried on Tuesday

শাফিনের মরদেহ দেশে আসছে বিকেলে, দাফন মঙ্গলবার

শাফিনের মরদেহ দেশে আসছে বিকেলে, দাফন মঙ্গলবার ব্যান্ড তারকা শাফিন আহমেদ। ফাইল ছবি
কুল এক্সপোজার কমিউনিকেশন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরশাদুল হক টিংকু সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় বলেন, ‘মাইলস ব্যান্ডের প্রাক্তন ভোকাল এবং বেইজিস্ট শাফিন আহমেদের মরদেহ বাংলাদেশে আসবে আজ বিকাল ৫.৩০-এ। আগামীকাল মঙ্গলবার, ৩০ জুলাই, বাদ জোহর আজাদ মসজিদ, গুলশান-২-এ জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।’

দেশের অন্যতম শীর্ষ জনপ্রিয় ব্যান্ড তারকা ও কিংবদন্তি ব্যান্ড দল মাইলসের সাবেক প্রধান শিল্পী শাফিন আহমেদের মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে আসছে সোমবার বিকেলে।

কুল এক্সপোজার কমিউনিকেশন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরশাদুল হক টিংকু আজ এ তথ্য জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় বলেন, ‘মাইলস ব্যান্ডের প্রাক্তন ভোকাল এবং বেইজিস্ট শাফিন আহমেদের মরদেহ বাংলাদেশে আসবে আজ বিকাল ৫.৩০-এ। আগামীকাল মঙ্গলবার, ৩০ জুলাই, বাদ জোহর আজাদ মসজিদ, গুলশান-২-এ জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।’

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় গত বুধবার শাফিন আহমেদের মৃত্যু হয়, যার বয়স হয়েছিল ৬৩ বছর।

বাংলাদেশ ব্যান্ড মিউজিক ফ্যানস কমিউনিটির (বিবিএমএফসি) বরাত দিয়ে ইউএনবি এ তথ্য জানিয়েছিল।

বার্তা সংস্থাটির খবরে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন শিল্পী ও সংগীত রচয়িতা শাফিন। সেখানে স্থানীয় সময় বুধবার হৃৎপিণ্ড ও কিডনি বিকল হয়ে তার মৃত্যু হয়।

উপমহাদেশের বিখ্যাত সংগীতশিল্পী দম্পতি কমল দাসগুপ্ত ও ফিরোজা বেগমের সন্তান শাফিন ১৯৬১ সালের ১৪ ফ্রেব্রুয়ারি ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৯ সালে রক ব্যান্ড মাইলসে যোগ দেন। দলটিতে বাংলাদেশের ব্যান্ড জগতের আরেক শীর্ষ তারকা সহোদর হামিন আহমেদের সঙ্গে কাজ করেন তিনি।

শুরুতে মাইলসের অ্যাকাউস্টিক গিটারিস্ট ছিলেন শাফিন, যিনি ১৯৯১ সালে ব্যান্ডটির প্রধান শিল্পী ও বেইজিস্ট হিসেবে নতুন যাত্রা শুরু করেন।

শৈশবেই সংগীতে হাতেখড়ি হয় শাফিনের। কলকাতা থেকে ঢাকায় এসে সংগীত তারকা মা-বাবার সুবাদে ৯ বছর বয়সে নজরুল সংগীতের তালিম নেয়া শুরু করেন তিনি।

ঢাকার সেন্ট জোসেফ স্কুলে পড়ালেখা শেষ করে বড় ভাই হামিনের পাশাপাশি ইংল্যান্ডে উচ্চশিক্ষা গ্রহণ করেন শাফিন। সে সময়ে পশ্চিমা সংগীতের প্রভাব শুরু হয় তার জীবনে।

মাইলসে ভোকালিস্ট, সংগীত রচয়িতা, বেজ গিটারিস্টের মতো ভূমিকা পালন করা শাফিন প্রথমবার ব্যান্ডটি ছাড়েন ২০০৯ সালে। এর কয়েক বছর পর ২০১৪ সালে ফের ব্যান্ডটিতে যোগ দিয়ে ২০১৭ সাল নাগাদ ছিলেন তিনি। ওই বছর আবার মাইলস ছাড়েন আলোচিত এ তারকা।

শাফিন শেষবারের মতো মাইলসে প্রবেশ করেন ২০১৮ সালে, যে যাত্রার অবসান হয় ২০২১ সালে এসে।

আরও পড়ুন:
বরগুনায় মাইক্রো দুর্ঘটনা: ৭ জনের দাফন মাদারীপুরে
জমির জন্য বাবার কবরে শুয়ে পড়লেন ছেলে
সিরাজগঞ্জে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের দাফন
ফাঁসির মরদেহ দাফনে সমাজপতিদের বাধা
রাষ্ট্রীয় মর্যাদায় ফায়ার ফাইটার রানার বিদায়

মন্তব্য

বিনোদন
Toffee has ten original web series remaining

টফিতে অরিজিনাল ওয়েব সিরিজ ‘রইল বাকি দশ’

টফিতে অরিজিনাল ওয়েব সিরিজ ‘রইল বাকি দশ’ টফির অরিজিনাল ওয়েব সিরিজ ‘রইল বাকি দশ’-এর পোস্টার। ছবি: টফি
টফির ভাষ্য, দর্শকদের পর্দায় আটকে রাখার মতো রোমাঞ্চকর খুন-রহস্যের গল্প নিয়ে হাজির হওয়া ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন একঝাঁক তারকা। এর গল্প দর্শকদের দারুণ নাটকীয়তার মুখোমুখি করবে।

দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে অরিজিনাল ওয়েব সিরিজ ‘রইল বাকি দশ’-এর প্রিমিয়ার হয়েছে।

টফির ভাষ্য, দর্শকদের পর্দায় আটকে রাখার মতো রোমাঞ্চকর খুন-রহস্যের গল্প নিয়ে হাজির হওয়া ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন একঝাঁক তারকা। এর গল্প দর্শকদের দারুণ নাটকীয়তার মুখোমুখি করবে।

শাহাজাদা শহিদের লেখা ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন মাসুদ জাকারিয়া সাবিন। ১০ পর্বের এ সিরিজে অভিনয় করেছেন এফএস নাঈম, অর্চিতা স্পর্শিয়া, জিয়াউল রোশান ও শতাব্দী ওয়াদুদ।

টফির মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, ‘রইল বাকি দশের টানটান উত্তেজনার গল্প দর্শকদের নড়েচড়ে বসতে বাধ্য করবে। সাশ্রয়ী প্যাকেজের মাধ্যমে দর্শকরা ওয়েব সিরিজটি উপভোগ করার সময় সর্বোচ্চ মানের স্ট্রিমিং অভিজ্ঞতা পাবেন বলে আশা করছি।

‘টফি তার দর্শকদের জন্য নিয়মিত ও মানসম্পন্ন বিনোদনমূলক কন্টেন্ট উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা এফএস নাঈম বলেন, “মাসুদ জাকারিয়া সাবিনের পরিচালনায় এত গুণী সব অভিনয়শিল্পীর কাজ করার অভিজ্ঞতাটা দারুণ ছিল। আমি আশাবাদী যে খুন-রহস্যে মোড়া টানটান উত্তেজনার গল্পের ‘রইল বাকি দশ’ সবাই দারুণভাবে উপভোগ করবেন।”

যেকোনো মোবাইল নেটওয়ার্ক থেকে টফির প্রিমিয়াম ক্যাটাগরির ওয়েব সিরিজটি ২০ টাকায় উপভোগ করা যাবে। ১৫ দিন মেয়াদি এ প্যাকেজের অধীনে মোবাইল নেটওয়ার্ক নির্বিশেষে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে দর্শকরা ‘রইল বাকি দশ’ উপভোগ করতে পারবেন।

ডাউনলোড করবেন যেভাবে

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে-স্টোর থেকে, আইওএস ব্যবহারকারীরা অ্যাপ-স্টোর থেকে এবং স্যামসাং টিভি ব্যবহারকারীরা টিজেন অ্যাপ স্টোর থেকে সহজেই টফি ডাউনলোড করে নিতে পারবেন।

আরও পড়ুন:
‘হাউজ অফ দ্য ড্রাগন’ দ্বিতীয় সিজনের ট্রেলার প্রকাশ, মুক্তি জুনে
সহিংসতা ও গুজব মোকাবিলায় আন্তর্জাতিক মিত্রদের বাংলাদেশের পাশে থাকার আহ্বান
পরীমনি অভিনীত ‘পাফ ড্যাডি’ বন্ধে আইনি নোটিশ 
দেশজুড়ে ব্রেস্টফিডিং কর্নার স্থাপনের নির্দেশ
'আমাজন প্রাইম ভিডিও বাংলাদেশ' যাত্রা করছে ৫ কনটেন্টে

মন্তব্য

p
উপরে