× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

বিনোদন
Black Adam goes on sale in advance from Friday
google_news print-icon

শুক্রবার থেকে ‘ব্ল্যাক অ্যাডাম’, চলছে অগ্রিম টিকিট বিক্রি

শুক্রবার-থেকে-ব্ল্যাক-অ্যাডাম-চলছে-অগ্রিম-টিকিট-বিক্রি
ব্ল্যাক অ্যাডাম চরিত্রে ডোয়াইন জনসন (বাঁয়ে) ও তার সহশিল্পী। ছবি: ট্রেইলার থেকে নেয়া
তিনি আরও জানান, শুক্রবার সিনেপ্লেক্সের ৫টি শাখায় ১৯টি এবং শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২০টি করে শো চলবে সিনেমাটির। দর্শক সাড়া পেলে শো সংখ্যা আরও বাড়ানো হবে।

২১ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত হলিউড সিনেমা ব্ল্যাক অ্যাডাম। একই দিনে রাজধানীর স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে সিনেমাটি।

বিশ্বের অন্যান্য দেশের মতো ঢাকার দর্শকদের মধ্যেও সিনেমা নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দর্শকদের চাহিদার কারণে এরই মধ্যে সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে স্টার সিনেপ্লেক্স।

অনলাইনে এবং কাউন্টারে টিকিট পাওয়া যাচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ।

তিনি আরও জানান, শুক্রবার সিনেপ্লেক্সের ৫টি শাখায় ১৯টি এবং শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২০টি করে শো চলবে সিনেমাটির। দর্শক সাড়া পেলে শো সংখ্যা আরও বাড়ানো হবে।

ব্ল্যাক অ্যাডাম হলো ওয়ার্নার ব্রাদার্স এবং নিউ লাইন সিনেমার চলচ্চিত্র শাজাম এর স্পিন-অফ। চরিত্রটি প্রথম ১৯৪০-এর দশকে ডিসি কমিক্সে একজন ভিলেন হিসেবে আবির্ভূত হয়েছিল।

মিশরীয় দেবতাদের ঐশ্বরিক ক্ষমতার অধিকারী ব্ল্যাক অ্যাডাম। প্রায় পাঁচ হাজার বছর পর পার্থিব সমাধি থেকে মুক্ত হয়েই আবারও কারাবন্দি হন তিনি।

শুরু হয় আধুনিক বিশ্বে ন্যায়বিচার আর প্রতিশোধের এক রোমাঞ্চকর লড়াই। এমনই এক গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে ডিসি কমিকসের জনপ্রিয় অ্যান্টিহিরো ব্ল্যাক অ্যাডাম চলচ্চিত্রটি। সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ হলো, এতে ব্ল্যাক অ্যাডাম চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ‘দ্য রক’ খ্যাত ডোয়েইন জনসন। প্রথমবারের মতো ডিসি কমিকসের কোনো সিনেমায় কাজ করলেন তিনি। আরও একটি বড় চমক হলো, সাবেক জেমস বন্ড তারকা পিয়ার্স ব্রসনান।

ডিসি কমিকসের সুপারহিরো সিরিজ শাজামের প্রধান ভিলেন বলা হয়ে থাকে ব্ল্যাক অ্যাডামকে। যদিও ভিলেন নয়, অ্যান্টিহিরো হিসেবেই বেশি পরিচিত চরিত্রটি। তবে ছবিটিতে জনপ্রিয় এ চরিত্রকে একটু ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন পরিচালক জাউমি কোলেট।

সিনেমাটিতে আরেকজন সুপারহিরোকে দেখা যেতে পারে বলে জানা গেছে। সম্প্রতি নিউ ইয়র্কে সিনেমার প্রিমিয়ারের আগে এমনটাই আভাস দিয়েছেন মুখ্য চরিত্রে অভিনয় করা ডোয়াইন জনসন।

সিএনএন লিখেছে, অভিনেতা হেনরি ক্যাভিলকে সুপারম্যানের ভূমিকায় ব্ল্যাক অ্যাডাম-এ দেখা যাবে বলে গুঞ্জন চলছে।

আরও পড়ুন:
নায়কের গুলিতে ক্যামেরাম্যান নিহত
কর্মী ধর্মঘটে বন্ধ হতে পারে হলিউডের কাজ
চলে গেলেন মাইকেল কে. উইলিয়ামস
বাংলাদেশি বংশোদ্ভূত লেখকের উপন্যাসে সিনেমা বানাবে নেটফ্লিক্স
বিমান বিধ্বস্তে নিহত টারজান অভিনেতা

মন্তব্য

আরও পড়ুন

বিনোদন
Film director Sohan passed away the day after his wifes death

স্ত্রীর মৃত্যুর পরদিনই চলে গেলেন চলচ্চিত্র পরিচালক সোহান

স্ত্রীর মৃত্যুর পরদিনই চলে গেলেন চলচ্চিত্র পরিচালক সোহান চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। ছবি: সংগৃহীত
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর ইসলাম বলেন, ‘সোহানুর রহমান সোহানকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে হাসপাতালে আনা হয়। তাকে আমরা মৃত অবস্থায়ই পেয়েছি। তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।’

স্ত্রীর মৃত্যুর পরদিনই চলে গেলেন ‘কেয়ামত থেকে কেয়ামত’সহ ঢাকাই সিনেমার অন্যতম পরিচালক সোহানুর রহমান সোহান। ঢাকার উত্তরার বাসায় ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যায় উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর ইসলাম বলেন, ‘সোহানুর রহমান সোহানকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে হাসপাতালে আনা হয়। তাকে আমরা মৃত অবস্থায়ই পেয়েছি। তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।’

সোহানুর রহমানের স্ত্রী প্রিয়া মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মঙ্গলবার সন্ধ্যায় মারা যান। পরদিনই অজানার উদ্দেশে পাড়ি জমালেন ব্যবসা সফল ও দর্শকনন্দিত অসংখ্য সিনেমার এই পরিচালক।

তথ্যমন্ত্রীর শোক

বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

কানাডা সফররত মন্ত্রী এক শোক বার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তথ্যমন্ত্রী বলেন, সোহানুর রহমান সোহানের চলে যাওয়া দেশের চলচ্চিত্র অঙ্গনে এক বেদনাবিধূর অধ্যায়। করোনার ক্রান্তিকাল পেরিয়ে সিনেমা জগত আবার ঘুরে দাঁড়ানোর এই সময়ে তার মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। এর আগে মঙ্গলবার রাতে সোহানুর রহমান সোহানের স্ত্রীর মস্তিষ্কে রক্তক্ষরণে ইন্তেকাল আরেক বিয়োগান্তক ঘটনা।

মন্তব্য

বিনোদন
Allu Arjun announced the release date of Pushpa 2 movie

‘পুষ্পা টু’ সিনেমা মুক্তির তারিখ জানালেন আল্লু অর্জুন

‘পুষ্পা টু’ সিনেমা মুক্তির তারিখ জানালেন আল্লু অর্জুন ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত
পুষ্পার প্রযোজনা সংস্থার তরফে সিনেমার নতুন পোস্টার শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখা হয়, ‘বক্স অফিস দখল করতে পুষ্পা ফিরছে ২০২৪ সালের ১৫ আগস্ট।’

২০২১ সালের ডিসেম্বরে মুক্তি পায় ভারতের দক্ষিণী সিনেমা পুষ্পা: দ্য রাইজ। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন এর অভিনেতা তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন।

পুষ্পা: দ্য রাইজের ম্যাজিক এখনও অটুট ভক্তদের মনে, কবে আসবে পুষ্পা টু সিনেমা? এবার ছবির সিকুয়েলের রিলিজ ডেট জানিয়ে দিলেন নায়ক।

‘পুষ্পা টু: দ্য রুল’ মুক্তি পেতে চলেছে ২০২৪ সালের ১৫ আগস্ট। এই খবর নিজেই জানালেন আল্লু অর্জুন।

পুষ্পার প্রযোজনা সংস্থার তরফে সিনেমার নতুন পোস্টার শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখা হয়, ‘বক্স অফিস দখল করতে পুষ্পা ফিরছে ২০২৪ সালের ১৫ আগস্ট।’

‘পুষ্পা টু’ এর প্রথম পোস্টার প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়। এর আগে অভিনেতা আল্লু অর্জুনের এই রূপ আগে কোনো সিনেমাতে দেখা যায়নি। লাল টকটকে কপাল, গাল দুটি আবার নীল। জোড়া ভ্রুর মাঝে জ্বলজ্বল করছে চন্দনের ফোঁটা। পরনে শাড়ি, গলায় লেবুর মালা, মুখে দাড়ি-গোঁফ, হাতে ধরা বন্দুক। খানিকটা বৃহন্নলার সাজেই ধরা দিয়েছিলেন আল্লু।

চন্দন কাঠের চোরাকারবারি পুষ্পার এই সাজ কি গল্পে নয়া চমক? না কি পুলিশকে ফাঁকি দিতে এই বেশ ধারণ! সেই নিয়ে জলঘোলা চলছিল বেশ অনেক দিন ধরেই। এর মাঝেই নতুন পোস্টার। সেখানে অভিনেতার আবছা প্রতিচ্ছবি দেখা গেছে, তবে স্পষ্ট তার আঙুলের নেলপলিশ। আঙুলে আংটির ছড়াছড়ি, হাতে ধরা বন্দুক। এই পোস্টারেই প্রকাশ্যে এলো ‘পুষ্পা টু: দ্য রুল’ এর মুক্তির তারিখ।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুষ্পার সুবাদে প্যান ইন্ডিয়া সুপারস্টারে পরিণত হয়েছেন আল্লু অর্জুন তা বলার অপেক্ষা রাখে না। ছবির দ্বিতীয়ভাগও পরিচালনার দায়িত্বে থাকছেন সুকুমার। আল্লুর পাশাপাশি রাশ্মিকা মান্দানা এবং ফাহাদ ফসিলকেও দেখা যাবে ‘পুষ্পা টু: দ্য রুল’ এ।

আরও পড়ুন:
‘প্রিয়তমা’ দেখা যাবে বায়োস্কোপে
টাইটানিকের নায়িকার ওভারকোট নিলামে
‘মুজিব- একটি জাতির রূপকার’ ইতিহাসের দলিল হয়ে থাকবে: তথ্যমন্ত্রী
‘রকি অউর রানি কি প্রেমকাহানি’র সাফল্যে যা বললেন করণ
তৃতীয় সপ্তাহে ১০০ কোটি ডলার আয় ‘বার্বি’র

মন্তব্য

বিনোদন
Those who see Jawan will also see Sujan Majhi

যারা ‘জওয়ান’ দেখবেন তারা ‘সুজন মাঝি’ও দেখবেন, বিশ্বাস নিপুণের

যারা ‘জওয়ান’ দেখবেন তারা ‘সুজন মাঝি’ও দেখবেন, বিশ্বাস নিপুণের ‘জওয়ান’ ও ‘সুজন মাঝি’ সিনেমার পোস্টার। কোলাজ: নিউজবাংলা
নিপুণ বলেন, “এবারের চ্যালেঞ্জটা ভারতের সঙ্গেই আমাদের এখানে সিনেমাটি মুক্তি পাচ্ছে, তবে আমার মনে হয় যারা ‘জওয়ান’ দেখবেন, তারা ‘সুজন মাঝি’ও দেখবেন। এটি এমন একটি সিনেমা, যেখানে আমাদের অপূর্ব বাংলাকে দেখা যাবে। ‘সুজন মাঝি’ নিজ গুণে দর্শক পাবে, সেটি বিশ্বাস করি।”

বাংলাদেশের প্রেক্ষাগৃহে বৃহস্পতিবার মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত বলিউড সিনেমা ‘জওয়ান’। এর এক দিন পর শুক্রবার দেশজুড়ে মুক্তি পেতে যাচ্ছে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘সুজন মাঝি’। দেশি এ সিনেমায় অভিনয় করা নিপুণ আশা করছেন, দুটি চলচ্চিত্রই দেখবেন দর্শকরা।

সুজন মাঝিতে চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে জুটি বেঁধেছেন এ নায়িকা।

বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে জানানো হয়, ‘সুজন মাঝি’ মুক্তির আগের দিন বাংলাদেশের প্রেক্ষাগৃহে বলিউডের ‘জওয়ান’ প্রদর্শন নিয়ে আলোচনার কমতি নেই।

এমন বাস্তবতায় ঝন্টু পরিচালিত সিনেমাটি দর্শক কতটা গ্রহণ করবে, তা নিয়ে ইউএনবিকে নিপুণ বলেন, ‘দর্শক শুধু যে এক ধরনের সিনেমা দেখবে, তা কিন্তু নয়। এর আগেও আমাদের দেশের হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে, এতে কিন্তু বাংলা সিনেমার দর্শক কমে গেছে, তা কিন্তু নয়।’

নিপুণ আরও বলেন, “এবারের চ্যালেঞ্জটা ভারতের সঙ্গেই আমাদের এখানে সিনেমাটি মুক্তি পাচ্ছে, তবে আমার মনে হয় যারা ‘জওয়ান’ দেখবেন, তারা ‘সুজন মাঝি’ও দেখবেন। এটি এমন একটি সিনেমা, যেখানে আমাদের অপূর্ব বাংলাকে দেখা যাবে। ‘সুজন মাঝি’ নিজ গুণে দর্শক পাবে, সেটি বিশ্বাস করি।”

সারা দেশে ১৯টি প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পাচ্ছে ‘সুজন মাঝি’। ছবিটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও গান রচনা করেন নির্মাতা।

আরও পড়ুন:
নির্ঘুম রাত কাটল শাহরুখের
রিজওয়ানার ওপর হামলার ঘটনায় ৫২ বিশিষ্টজনের উদ্বেগ
শাহরুখের ‘জওয়ান’-এর বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ
‘সরকারের একার পক্ষে সংকট মোকাবিলা সম্ভব নয়’
শাহরুখের ‘জওয়ান’-এ কত কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন বিজয়

মন্তব্য

বিনোদন
Parimanis new video with her son is viral

ছেলেকে নিয়ে পরীমণির নতুন ভিডিও ভাইরাল

ছেলেকে নিয়ে পরীমণির নতুন ভিডিও ভাইরাল ছবি: ভিডিও থেকে নেয়া
আলাদা থাকলেও পরী-রাজ দম্পতি মাঝেমধ্যেই এক হচ্ছেন একমাত্র সন্তান রাজ্যকে ঘিরে। এই রাজ্যই যেন নিভু নিভু দাম্পত্য সম্পর্ককে এক চিলতে সলতে হয়ে টিকিয়ে রেখেছে।

সিনেমার পর্দায় আপাতত দেখা না গেলেও মিডিয়ার আলোচনা থেকে কখনোই দূরে সরে যাননি ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিয়ের পর থেকে পারিবারিক জীবনের নানা ঘটনা নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে রয়েছেন তিনি। আলোচনায় আছে রাজের নামও।

শুরু থেকেই চিত্রনায়ক শরিফুল রাজ আর পরীমনির সংসার কিছুদিন ভালো থাকে তো আবার কিছুদিন খারাপ। তবে রাজের সঙ্গে দুই টিভি অভিনেত্রীর বিতর্কিত কিছু ছবি ও ভিডিও ফাঁসের পর তাদের সংসারে বেশ শীতলতা চলে আসে।

এসময় আলাদা থাকতে শুরু করেন শরিফুল রাজ, যদিও রাজের মা অর্থাৎ শাশুড়ির সঙ্গেই থাকেন পরীমনি।

আলাদা থাকলেও এ দম্পতি মাঝেমধ্যেই এক হচ্ছেন একমাত্র সন্তান রাজ্যকে ঘিরে। এই রাজ্যই যেন নিভু নিভু দাম্পত্য সম্পর্ককে এক চিলতে সলতে হয়ে টিকিয়ে রেখেছে।

রোববার রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ৪ মিনিট ৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন পরীমণি।

ভিডিওতে দেখা যায়, ছেলে রাজ্যের জন্মদিনের বিভিন্ন কর্মকাণ্ড। ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘একটা পরীর রাজ্য! তার জন্মদিনের কিছু অংশবিশেষ। শুকরিয়া।’

গত ১০ আগস্ট ছেলের প্রথম জন্মদিন ঘটা করে উদযাপন করেন হালের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। পদ্ম ফুলের আদলে সাজানো হয়েছিল রাজধানীর পাঁচতারা হোটেলের একটি হলরুম। অতিথিদের পরণেও ছিল পদ্ম ফুলের রঙের ছোঁয়া।

উল্লেখ্য, মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

আরও পড়ুন:
কলকাতার সিনেমা দিয়ে অভিনয়ে ফিরছেন পরীমণি

মন্তব্য

বিনোদন
Mujib Shaping a nation will be a document of history Information Minister

‘মুজিব- একটি জাতির রূপকার’ ইতিহাসের দলিল হয়ে থাকবে: তথ্যমন্ত্রী

‘মুজিব- একটি জাতির রূপকার’ ইতিহাসের দলিল হয়ে থাকবে: তথ্যমন্ত্রী
সিনেমাটিতে খন্দকার মোশতাক চরিত্রে অভিনয় করা ফজলুর রহমান বাবু বলেন, ‘এই খলচরিত্রে অভিনয়ের জন্য দর্শক যদি আমার দিকে জুতা ছুঁড়ে মারে, তবে সেই হবে আমার পদক।’

বঙ্গবন্ধুর জীবন ও একটি জাতির জন্ম নিয়ে এক নিঃশ্বাসে দেখার মতো ‘মুজিব- একটি জাতির রূপকার’ অসাধারণ চলচ্চিত্রটি ইতিহাসের দলিল হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার সন্ধ্যায় রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল বলরুমে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর জীবনের ওপর নির্মিত ‘মুজিব- একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের সেন্সর সনদ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

যারা বঙ্গবন্ধুকে জানতে চায়, বাঙালির মুক্তিসংগ্রামের ইতিহাস জানতে চায়, এই সিনেমা তাদেরকে অনেক কিছু দিতে পারবে উল্লেখ করে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘তিন ঘণ্টা সময়ের মধ্যে বঙ্গবন্ধুর জীবন, বাঙালির মুক্তিসংগ্রাম ও ১৯৭৫ সালের মর্মন্তুদ ঘটনাকে যেভাবে তুলে আনা হয়েছে, সেখানেই চলচ্চিত্র পরিচালকের মুন্সিয়ানা, অন্য পরিচালকের সাথে পার্থক্য। থ্যাংকস টু শ্যাম বেনেগালজী।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার ফলেই এ চলচ্চিত্র নির্মাণের শুরু থেকে মুক্তি পর্যন্ত সাথে থাকার সুযোগ হচ্ছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘অবর্ণনীয় ব্যস্ততার মধ্যেও এই চলচ্চিত্র নির্মাণে আন্তরিক সময়দানের জন্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীর প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা। প্রধানমন্ত্রীর সঙ্গে আমার সিনেমাটি ইতোমধ্যে দেখার সৌভাগ্য হয়েছে। এক নিঃশ্বাসে দেখার মতো এমন সিনেমা নির্মাণের জন্য পরিচালক শ্যাম বেনেগাল ও শিল্পী, কলা-কুশলী ও নেপথ্য কারিগরদেরকে আবারো অকুণ্ঠ ধন্যবাদ।’

বঙ্গবন্ধু চরিত্রাভিনেতা আরিফিন শুভ তার বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয়ের পর আর কোনো অভিনয় নাও করি বা যদি পৃথিবী থেকে চলেও যেতে হয়, তাতেও কোনো আক্ষেপ নেই।’

খন্দকার মোশতাক চরিত্র রূপায়নকারী অভিনেতা ফজলুর রহমান বাবু বলেন, ‘এই খলচরিত্রে অভিনয়ের জন্য দর্শক যদি আমার দিকে জুতা ছুঁড়ে মারে, তবে সেই হবে আমার পদক।’

আরও পড়ুন:
তৃতীয় সপ্তাহে ১০০ কোটি ডলার আয় ‘বার্বি’র
পান্না কায়সারের মৃত্যু বাঙালির জন্য অপূরণীয় ক্ষতি: তথ্যমন্ত্রী
ডিবিতে অভিযোগ দিয়ে যা বললেন অপু

মন্তব্য

বিনোদন
After two years the superstar returned to watch the movie and announced an office holiday

দুই বছর পর ফিরলেন সুপারস্টার, সিনেমা দেখতে অফিস ছুটির ঘোষণা

দুই বছর পর ফিরলেন সুপারস্টার, সিনেমা দেখতে অফিস ছুটির ঘোষণা সুপারস্টার রজনীকান্ত। ফাইল ছবি
থালাইভা হিসেবে পরিচিত রজনীকান্ত অভিনীত ‘জেলার’ মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার। নেলসন দিলীপ কুমার পরিচালিত সিনেমাটিতে তাকে দেখা যাবে অ্যাকশন প্যাকড অবতারে।

রুপালি পর্দায় দীর্ঘ দুই বছর অনুপস্থিত থাকার পর ‘জেলার’ সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে ফিরে এসেছেন ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত।

থালাইভা হিসেবে পরিচিত রজনীকান্ত অভিনীত ‘জেলার’ মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার। নেলসন দিলীপ কুমার পরিচালিত সিনেমাটিতে তাকে দেখা যাবে অ্যাকশন প্যাকড অবতারে।

হলে গিয়ে প্রিয় তারকার সিনেমা উপভোগের সুযোগ করে দিতে চেন্নাই-বেঙ্গালুরুসহ আরও কিছু এলাকার অফিসগুলোতে বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, নির্মাতারা আশা করছেন সিনেমা হলগুলোতে ধামাকা হবে ‘জেলার’ সিনেমার মধ্য দিয়ে। সিনেমার প্রিভিউ ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে উত্তেজনা। শুধু ভারতে নয়, ভারতের বাইরেও চলছে রজনীকান্ত-জ্বর।

‘জেলার’ সিনেমা মুক্তির দিনে ৯০ শতাংশের বেশি স্ক্রিন সিনামাটি নিজের দখলে রাখবে বলে মনে করা হচ্ছে, যা রজনীকান্তের জন্য ঐতিহাসিক উদ্বোধন হতে চলেছে বলে ধারণা করা হচ্ছে।

গত বৃহস্পতিবার ‘জেলার শোকেস’ নামে সিনেমাটির প্রথম ট্রেইলার মুক্তি পায়। এ ছাড়া ঝড় তোলে তামান্না ভাটিয়ার নাচে ‘কাভালা’ শিরোনামের গানটি।

সিনেমাতে রজনীকান্তের চরিত্রের নাম, টাইগার মুথুভেল পান্ডিয়ান যিনি একজন পুলিশ অফিসারের বাবা।

‘জেলার’ সিনেমায় দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত ছাড়াও আরও থাকছেন প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, তামান্না ভাটিয়া, রাম্যা কৃষ্ণান, যোগী বাবু, বসন্ত রবি ও বিনায়কানের মতো শিল্পীরা।

মন্তব্য

বিনোদন
What Apu said by complaining to DB

ডিবিতে অভিযোগ দিয়ে যা বললেন অপু

ডিবিতে অভিযোগ দিয়ে যা বললেন অপু চিত্রনায়িকা অপু বিশ্বাস রোববার ডিবি কার্যালয়ে একটি অভিযোগপত্র জমা দেন। ছবি: নিউজবাংলা
অপু বিশ্বাস বলেন, ‘লাল শাড়ি ছবিটি আমার অনেক কষ্টের। এই ছবিটি নিয়ে পাইরেসির কথা বলতে আমি ডিবিতে এসেছি। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিংটা অনেক বেড়ে গেছে। কারণে অকারণে ভিউয়ার বাড়ানোর উদ্দেশ্যে সাইবার বুলিং করছেন অনেকে। এটা কোনোভাবেই কাম্য নয়।’

‘ভিউ বাড়ানোর প্রতিযোগিতার কারণে আমাদের নানা ধরনের অপ্রীতিকর পরিস্থিতির শিকার হতে হয়। সাইবার বুলিংয়ের নেতিবাচক প্রভাব ভয়াবহ হয়ে উঠেছে।’

চিত্রনায়িকা অপু বিশ্বাস গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে এমন অভিযোগ করেছেন।

রোববার সাইবার বুলিং সংক্রান্ত এক অভিযোগ নিয়ে ডিবির অতিরিক্ত কমিশনার হারুণ অর রশীদের কার্যালয়ে যান অপু। সেখানে একটি অভিযোগ জমা দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

অপু বিশ্বাস বলেন, ‘লাল শাড়ি ছবিটি আমার অনেক কষ্টের। এই ছবিটি নিয়ে পাইরেসির কথা বলতে আমি ডিবিতে এসেছি। পাশাপাশি আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিংটা অনেক বেড়ে গেছে। কারণে অকারণে ভিউয়ার বাড়ানোর উদ্দেশ্যে সাইবার বুলিং করছেন অনেকে। এটা মানুষের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করে, যা কোনোভাবেই কাম্য নয়।

‘আমরা সবাই পরিবার নিয়ে বসবাস করি। আমাদের একটি অবস্থান আছে। বিভিন্ন সময়ে অনেক নিউজের কারণে আমাদের নানা অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আরও একটা কথা বলতে চাই, আমরা আর্টিস্টরা বিভিন্ন দেশে যাই। সেখানে দেশের প্রতিনিধিত্ব করি। এরকমটা হলে বিদেশেও আমাদের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়।’

অপু বলেন, ‘আমি সাইবার বুলিংয়ের সুষ্ঠু বিচার চেয়ে আবেদন করেছি। পুলিশের সাইবার ক্রাইম বিভাগে যারা আছেন তারা আমাকে আশ্বস্ত করেছেন।

এর আগে ডিবি কার্যালয়ে আসার পর অপুর সঙ্গে দুপুরের খাবার খান অতিরিক্ত কমিশনার হারুণ অর রশীদ। এ সময় খাবার টেবিলে তাদের সঙ্গে আরও কয়েকজন ছিলেন।

পরে হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক, মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে এসেছেন অপু বিশ্বাস।

মন্তব্য

p
উপরে