× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য শিল্প ইভেন্ট উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য আফগানিস্তান ১৫ আগস্ট কী-কেন স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও যৌনতা-প্রজনন মানসিক স্বাস্থ্য অন্যান্য উদ্ভাবন প্রবাসী আফ্রিকা ক্রিকেট শারীরিক স্বাস্থ্য আমেরিকা দক্ষিণ এশিয়া সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ ইউরোপ ব্লকচেইন ভাষান্তর অন্যান্য ফুটবল অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

বিনোদন
The news about my injury is not true Emraan Hashmi
google_news print-icon

আমার আহত হওয়ার খবরটি সঠিক নয়: ইমরান হাশমি

আমার-আহত-হওয়ার-খবরটি-সঠিক-নয়-ইমরান-হাশমি
বলিউড অভিনেতা ইমরান হাশমি। ছবি: সংগৃহীত
টুইটে ইমরান লেখেন, ‘কাশ্মীরের মানুষের কাছে উষ্ণ অভ্যর্থনাই পেয়েছি। শ্রীনগর এবং পহলগাওঁয়ে শুটিং করতে পেরে অত্যন্ত আনন্দিত আমি। পাথরের আঘাতে আমার আহত হওয়ার যে খবর শোনা যাচ্ছে তা সঠিক নয়।’

বলিউড অভিনেতা ইমরান হাশমি কাশ্মীরে সিনেমার শুটিং করতে গিয়ে স্থানীয়দের ছোড়া পাথরের আঘাতে তিনি আহত হয়েছেন বলে খবর প্রকাশ হয়েছে ভারতীয় বেশ কিছু সংবাদমাধ্যমে। তবে খবর সঠিক নয় বলে এক টুইট বার্তায় নিজেই জানিয়েছেন অভিনেতা।

কাশ্মীরের জনগণের উষ্ণ ও আন্তরিক অভ্যর্থনার প্রশংসাও করে মঙ্গলবার এক টুইটে ইমরান লেখেন, ‘কাশ্মীরের মানুষের কাছে উষ্ণ অভ্যর্থনাই পেয়েছি। শ্রীনগর এবং পহলগাওঁয়ে শুটিং করতে পেরে অত্যন্ত আনন্দিত আমি। পাথরের আঘাতে আমার আহত হওয়ার যে খবর শোনা যাচ্ছে তা সঠিক নয়।’

সপ্তাহ তিনেক আগে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে ইমরান লিখেছিলেন, ‘প্রথমবার স্বর্গের শহর শ্রীনগরে! জিরো লাইট ক্যামেরা অ্যাকশনের কাউন্টডাউন।’

এদিকে ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের জানিয়েছে, এই মুহূর্তে গ্রাউন্ড জিরো সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ইমরান। এতে তার সঙ্গে অভিনয় করছেন সাই তামহানকর ও জোয়া হুসাইন।

এ ছাড়াও সালমান খান এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে টাইগার থ্রির শুটিং শেষ করেছেন তিনি। আগামী বছর ঈদে পাবে এটি।

এর পাশাপাশি অক্ষয় কুমারের সঙ্গে সেলফি নামে এক সিনেমায় অভিনয় করছেন ইমরান। মালয়ালাম সিনেমা ড্রাইভিং লাইসেন্স-এর রিমেক সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

মন্তব্য

আরও পড়ুন

বিনোদন
Mother daughter

মা-মেয়ের প্রথম মৌলিক গান

মা-মেয়ের প্রথম মৌলিক গান

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানিসর বড় কন্যা রোদেলাও গানের জগতে পা রেখেছেন। তার গাওয়া গানগুলো প্রশংসিত হচ্ছে শ্রোতামহলে। এবার নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন মা-মেয়ে। প্রথমবারের মতো মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন তারা। ‘কেন’ শিরোনামের গানটি লিখেছেন ফয়সাল রাব্বিকীন, সুর-সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান। আজ গানটি প্রকাশিত হবে রোদেলার ইউটিউব চ্যানেলে। ন্যানিস বলেন, ‘গানটি আমার করার কথা ছিল। পরে মাথায় এলো এখানে রোদেলার অন্তর্ভুক্তি হলে মন্দ হয় না। আশা করি, শ্রোতাদেরও ভালো লাগবে।’

মন্তব্য

বিনোদন
Millions of Rs Millions from Alia account accused of arrest

আলিয়ার অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা গায়েব, গ্রেপ্তার অভিযুক্ত

আলিয়ার অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা গায়েব, গ্রেপ্তার অভিযুক্ত

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা গায়েব। এই অভিযোগ উঠেছে তার সাবেক ব্যক্তিগত সচিব বেদিকা প্রকাশ শেট্টির বিরুদ্ধে। সম্প্রতি বেদিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আলিয়া ভাটের ব্যক্তিগত এবং তার প্রযোজনা সংস্থার অ্যাকাউন্ট থেকে ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বেদিকা প্রকাশ শেট্টির বিরুদ্ধে। আলিয়ার প্রযোজনা সংস্থা ‘ইটারনাল সানসাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড’ এবং তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ৮০ লাখের বেশি অর্থ অবৈধ উপায়ে বেদিকা আত্মসাৎ করেছেন বলে জুহু থানায় অভিযোগ করা হয়েছিল। জুহু পুলিশ এই মামলার তদন্ত করছে। পুলিশ আধিকারিকের বক্তব্য যে তদন্তের মাধ্যমে এই মামলার প্রকৃত ঘটনা বা আরও তথ্য প্রকাশ পাবে।

আলিয়ার মা সোনি রাজদান জুহু থানায় বেদিকার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ করেছিলেন। এর প্রায় পাঁচ মাস পর অভিযুক্ত ব্যক্তিকে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়েছে। আলিয়ার স্বাক্ষর জাল করে ২ বছর ধরে ৮০ লাখের বেশি টাকা প্রতারণা করার অভিযোগ উঠেছে বেদিকার বিরুদ্ধে। আলিয়া তার ব্যক্তিগত ও প্রযোজনা সংস্থা–সম্পর্কিত সব বিষয় বেদিকাকে দেখভালের দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু বেদিকা নিজের ক্ষমতা ও পদের অপব্যবহার করে আর্থিক তছরুপ করেছেন। এ মামলার বিষয়ে আলিয়ার দল থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।

২০২১ সালে আলিয়া তার প্রযোজনা সংস্থা ‘ইটারনাল সানসাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড’ শুরু করেছিলেন। এই বিটাউন নায়িকা তার ব্যানারের তলায় প্রথম ছবি ‘ডার্লিংস’ নিয়ে এসেছিলেন। তবে প্রযোজনার ক্ষেত্রে আলিয়ার সঙ্গে হাত মিলিয়েছিল শাহরুখ খানের ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’। ‘ডার্লিংস’ ছবিটি সরাসরি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল। এই ছবিতে আলিয়া, শেফালি শাহ, বিজয় ভার্মা মুখ্য ভূমিকায় ছিলেন।

আলিয়া ভাটের ব্যক্তিগত এবং তার প্রযোজনা সংস্থার অ্যাকাউন্ট থেকে ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বেদিকা প্রকাশ শেট্টির বিরুদ্ধে

আলিয়া ভাটের ব্যক্তিগত এবং তাঁর প্রযোজনা সংস্থার অ্যাকাউন্ট থেকে ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বেদিকা প্রকাশ শেট্টির বিরুদ্ধে কোলাজ।

আলিয়া এখন ব্যস্ত তার আগামী ছবি ‘আলফা’-র শুটিংয়ে। এই ছবির মাধ্যমে অভিনেত্রী স্পাই ইউনিভার্সের দুনিয়ায় পা রাখতে চলেছেন। ‘আলফা’ ছবিতে আলিয়ার সঙ্গে আছেন অভিনেত্রী শর্বরী বাগ। ছবিটি চলতি বছরে ২৫ ডিসেম্বর মুক্তি পাবে। এদিকে আলিয়া তার স্বামী-অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে আসতে চলেছেন। সঞ্জয় লীলা বানসালির এই ছবিতে আলিয়া, রণবীর ছাড়াও আছেন ভিকি কৌশল। আলিয়ার ঝুলিতে ফারহান আখতারের ‘জি লে যরা’ ছবিটি আছে। এই ছবির অন্য দুই মুখ্য চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফকে। তিন নারীর পথ-ভ্রমণ নিয়ে ফারহান ছবিটি নির্মাণ করবেন।

মন্তব্য

বিনোদন
Mim finally returning to the movie

অবশেষে সিনেমায় ফিরছেন মিম

অবশেষে সিনেমায় ফিরছেন মিম

দীর্ঘদিন ধরেই সিনেমা নিয়ে পর্দায় নেই বিদ্যা সিনহা মিম। ২০২২ সালের আলোচিত ‘পরাণ’ সিনেমার পর তাকে আর সেভাবে দেখা যায়নি। এরপর তার অভিনীত ‘দামাল’ নামে একটি সিনেমা মুক্তি পেলেও এর রেসপন্স খুব একটা সুবিধাজনক ছিল না।

বলা যায়, এরপর থেকে সিনেমা নিয়ে মিম রয়েছেন আলোচনার বাইরে। তবে বিজ্ঞাপন ও ফটোশুটের কাজে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন। এ দুটি কাজ নিয়ে খবরের শিরোনামও হয়েছেন। কিন্তু এরমাঝে আর নতুন সিনেমায় যুক্ত হওয়ার খবর দেননি এ অভিনেত্রী।

সর্বশেষ ‘দিগন্তে ফুলের আগুন’ নামে একটি সিনেমার শুটিং করেছেন তিনি। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবন নিয়ে নির্মিত এ সিনেমায় তিনি অভিনয় করেছেন পান্না কায়সারের চরিত্রে। এটি পরিচালনা করেছেন ওয়াহিদ তারেক। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের ঘটনার পর সিনেমাটি কবে মুক্তি পাবে বা আদৌ পাবে কিনা এ নিয়ে রয়েছে সংশয়।

মিম বলেন, ‘সিনেমাটির শুটিং শেষ। কিছু প্যাচ ওয়ার্কের কাজ বাকি আছে। সেগুলো আগামী ১৬ ও ১৭ জুলাই করা হবে। সেজন্য প্রস্তুতিও নিচ্ছি। তারপরই পুরো কাজ সম্পন্ন হবে।’

এ নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘সিনেমাটি নিয়ে অনেক বেশি আশাবাদী, তাই মুক্তির অপেক্ষায় রয়েছি। অনেক সুন্দর একটি গল্প। প্রত্যাশা করছি দর্শকরা প্রেক্ষাগৃহে এসে দেখবেন।’

অর্থাৎ এ সিনেমা দিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন অভিনেত্রী। সিনেমার বাইরে ওয়েব সিরিজেও অভিনয় করেছেন মিম।

নতুন ওয়েব সিরিজ কিংবা সিনেমার বিষয়ে তিনি বলেন, ‘নতুন নতুন কাজের প্রস্তাব পাচ্ছি। কিন্তু গল্প, চরিত্র মনের মতো হলেই নতুন কাজ করব।’ এদিকে দিন কয়েক আগে শ্রীলঙ্কায় ভ্রমণ করেছেন মিম।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সব মিলিয়ে ১০ দিন ছিলাম শ্রীলঙ্কা। এবারের ভ্রমণটা অনেক আনন্দের। সেই সঙ্গে অনেক স্মৃতিময় হয়ে থাকবে। কেননা, শ্রীলঙ্কার এত সুন্দর সুন্দর জায়গা ঘুরেছি, দ্বিতীয়বার আর না গেলেও হবে।’

মন্তব্য

বিনোদন
Imran Kaya Pael together after 5 years

৪ বছর পর একসঙ্গে ইমরান-কেয়া পায়েল

৪ বছর পর একসঙ্গে ইমরান-কেয়া পায়েল

নতুন গান নিয়ে আসছেন জনপ্রিয় সংগীত তারকা ইমরান মাহমুদুল। ‘পারব না তোমাকে ছাড়তে’ শিরোনামের এ গানটিতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ‘ক্ষুদে গানরাজ’ এর হুমায়রা ঈশিকা। সদ্যই শেষ হয়েছে গান ভিডিওটির শুটিং। এতে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন কেয়া পায়েল। ‘এত ভালোবাসি’, ‘আলো’, ‘পরাণ বন্ধুরে’, ‘কে তোমাকে এতো ভালোবাসতে পারে’ গানের প্রায় ৪ বছর পর আবারও পর্দায় জুটি হয়ে আসছেন ইমরান-কেয়া। ভিডিওটি নির্মাণ করছেন সৈকত রেজা।

ইমরান মাহমুদুল বলেন, ‘কেয়া পায়েলের সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা অনেক ভালো। আমাদের আগের প্রায় সবগুলো কাজই অনেক জনপ্রিয়তা পেয়েছে।

দর্শক-শ্রোতার অনেক অনুরোধ ছিল আমাদের নতুন কাজ দেখার। যে কারণে চার বছর পর আবারও একসঙ্গে কাজ করা।’

কেয়া পায়েল বলেন, ‘দর্শকের ভালো লাগে বলেই আমরা একের পর এক মিউজিক ভিডিওতে কাজ করেছি। ইমরানের গান সবসময়ই আমার ভীষণ ভালো লাগে।

শুধু তার গানে আমি মডেল হই বিষয়টি এমনই নয়। আমি এটাও চাই যে, আমার নাটকে তার কণ্ঠের গান থাকুক। পারব না তোমাকে ছাড়তে- একটি গল্প নির্ভর মিউজিক ভিডিও। আশা করছি ভালো লাগবে সবার।’

খুব শিগগিরই গান ভিডিওটি অন্তর্জালে উন্মুক্ত হবে বলে জানা গেছে।

মন্তব্য

বিনোদন
Scarletts new record as the worlds highest grossing star

বিশ্বের সর্বোচ্চ আয়কারী তারকা হিসেবে স্কারলেটের নতুন রেকর্ড

বিশ্বের সর্বোচ্চ আয়কারী তারকা হিসেবে স্কারলেটের নতুন রেকর্ড

হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন বিশ্বব্যাপী বক্স অফিস আয়ে ঐতিহাসিক রেকর্ড গড়লেন। তার অভিনীত নতুন সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’ সিনেমার ব্যাপক সাফল্যের পর অভিনেত্রীর মোট আয় গিয়ে ঠেকেছে ১৪ দশমিক ৮ বিলিয়ন ডলারে, যা তাকে বিশ্বের সর্বোচ্চ আয়কারী প্রধান অভিনেতায় পরিণত করেছে। চমৎকার এই তথ্য প্রকাশ করেছে চলচ্চিত্র বিষয়ক মার্কিন গণমাধ্যম দ্য র‌্যাপ।

জীবনের ৪০ তম বসন্তে পা রাখা এই অভিনেত্রীর আয়ের বৃহৎ ভাগই এসেছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স থেকে, বিশেষ করে ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের চারটি ছবি ও ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’–এ ব্ল্যাক উইডো চরিত্রে তার উপস্থিতি থেকে। আলোচিত এই সিনেমাগুলো থেকেই এসেছে ৮ দশমিক ৭ বিলিয়ন ডলারের বেশি অর্থ।

সম্প্রতি নতুন জুরাসিক ফ্র্যাঞ্চাইজির ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’ সিনেমায় স্কারলেটকে দেখা গেছে জোরা বেনেট চরিত্রে, এক সাবেক সামরিক কর্মকর্তা, যাকে পাঠানো হয় ডাইনোসরে ভরা এক দ্বীপে বিপজ্জনক অভিযানে। ছবিটি মুক্তির ছয় দিনের মধ্যেই বিশ্বব্যাপী আয় করেছে ৩১৮ মিলিয়ন ডলার, যা চলতি বছরে মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

এদিকে বক্স অফিস বিশ্লেষণ সাইট দ্য নাম্বার্সের তথ্য অনুযায়ী, প্রধান চরিত্রে ভূমিকা রাখার ক্ষেত্রে স্কারলেট অভিনীত ছবিগুলোর মোট আয় এখন ১৪ দশমিক ৮ বিলিয়ন ডলার। এর মধ্যে রয়েছে তার মার্ভেল যাত্রার শুরু ‘আয়রন ম্যান ২’, পাশাপাশি অ্যানিমেটেড মিউজিক্যাল ‘সিং’-এর দুই কিস্তিতে ‘রকস্টার পোর্কুপাইন’ অ্যাশ চরিত্রে কণ্ঠ অভিনয়।

এমনকি তালিকা অনুযায়ী স্কারলেট এখন এগিয়ে আছেন স্যামুয়েল এল জ্যাকসন ও রবার্ট ডাউনি জুনিয়রের মতো মার্ভেল তারকাদের চেয়েও। এছাড়া তালিকার শীর্ষ পাঁচে আছেন আরও টম হ্যাঙ্কস ও ক্রিস প্র্যাট। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, স্কারলেটের এই সাফল্য এসেছে মাত্র ৩৬টি প্রধান চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে, যেখানে স্যামুয়েল অভিনয় করেছেন ৭১টি ও ডাউনি জুনিয়র ৪৫টি ছবিতে।

মন্তব্য

বিনোদন
Hrithik NTRs War Two built a world record

হৃতিক-এনটিআরের ‘ওয়ার টু’ এক ঝটকায় গড়ল বিশ্বরেকর্ড

হৃতিক-এনটিআরের ‘ওয়ার টু’ এক ঝটকায় গড়ল বিশ্বরেকর্ড

হৃতিক রোশনের ব্লকবাস্টার ‘ওয়ার’–এর ছয় বছর পর আসছে তার বহু প্রতীক্ষিত সিক্যুয়েল ‘ওয়ার টু’। এবার হৃতিকের সঙ্গে রয়েছেন দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআর। আর মুক্তির আগেই ছবিটি গড়েছে এক নতুন বিশ্বরেকর্ড—ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে বড় পরিসরে মুক্তি পাওয়ার নজির!

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ওয়ার টু’। ছবিটি বিশ্বব্যাপী ৭,৫০০টিরও বেশি স্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে, যা এর আগে কোনো ভারতীয় সিনেমার ক্ষেত্রে দেখা যায়নি। এর মাধ্যমে ছবিটি মুক্তির আগেই জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়।

২০০ কোটি টাকা বাজেটের এই হাই-অকটেন অ্যাকশন থ্রিলার প্রযোজনা করছে যশরাজ ফিল্মস। অয়ন মুখার্জির পরিচালনায় নির্মিত ‘ওয়ার টু’ নিয়ে দর্শকমহলে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা।

২০২৫ সালেও হৃতিক রোশন কম কাজ করলেও তার প্রতিটি প্রজেক্ট নিয়ে দর্শকদের আগ্রহ থাকে আকাশচুম্বী। অপরদিকে, ‘ওয়ার টু’-এর মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআরের, যেটি সিনেমাটির প্রতি দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

এর আগে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ার’ ভারতে আয় করেছিল প্রায় ৩০০ কোটি টাকা, আর আন্তর্জাতিকভাবে ১৭৫ কোটি টাকা—সর্বমোট ৪৭৫ কোটি। সেই ছবির উত্তরসূরি হিসেবে ‘ওয়ার টু’ যে আরও বড় কিছু নিয়ে আসছে, তা এখনই স্পষ্ট।

এই রেকর্ড এবং বিশাল স্কেল দেখে বোঝা যাচ্ছে, অগাস্টে মুক্তি পেতে যাওয়া এই সিনেমা হতে যাচ্ছে ২০২৫ সালের অন্যতম ব্লকবাস্টার হিট।

মন্তব্য

বিনোদন
Jurassic World Rebertas Dapat Since the release of the box office

মুক্তির পর থেকেই বক্স অফিসে ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থের’ দাপট

মুক্তির পর থেকেই বক্স অফিসে ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থের’ দাপট

হলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘জুরাসিক ওয়ার্ল্ড’। ১৯৯৩ সালে ‘জুরাসিক পার্ক’ মুক্তির মধ্য দিয়ে এর যাত্রা শুরু। এবার এসেছে নতুন ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’।

এ গল্পের পটভূমিতে ডাইনোসর ক্লান্তি থাকলেও দর্শকদের ক্ষেত্রে বিষয়টি একদমই প্রযোজ্য হয়নি। বরং বিশ্বজুড়ে বক্স অফিসে দারুণ দাপট দেখিয়েছে ছবিটি। রবিবার (৬ জুলাই) স্টুডিও থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত ৩১৮ দশমিক ৩ মিলিয়ন ডলার আয় করেছে ছবিটি। এটি মুক্তি পেয়েছিল গত বুধবার।

জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ পরিচালনা করেছেন গ্যারেথ এডওয়ার্ডস। এটি ‘জুরাসিক ওয়ার্ল্ড’ সিরিজের চতুর্থ সিনেমা এবং ১৯৯৩ সালে স্টিভেন স্পিলবার্গ পরিচালিত মাইকেল ক্রাইটনের উপন্যাস অবলম্বনে প্রথম ‘জুরাসিক পার্ক’ মুক্তির পর থেকে সিরিজের মোট সপ্তম সিনেমা এটি।

আন্তর্জাতিক বাজারে চীনসহ ৮২টি দেশে ছবিটি মুক্তি পেয়েছে। আন্তর্জাতিক বাজার থেকে প্রথম পাঁচ দিনে আয় ১৭১ মিলিয়ন ডলার। শুধু চীনেই আয় হয়েছে ৪১ দশমিক ৫ মিলিয়ন ডলার। সেখানে ছবিটি ৬৫ হাজার পর্দায় চলেছে, যার ৭৬০টি ছিল আইম্যাক্স স্ক্রিন। এটিই চলতি বছরে চীনে সবচেয়ে বড় ‘মোশন পিকচার অ্যাসোসিয়েশন’ (এমপিএ) মুক্তির রেকর্ড গড়েছে।

এদিকে, উত্তর আমেরিকার ৪ হাজার ৩০৮টি প্রেক্ষাগৃহে পাঁচ দিনে ছবিটির আয় ১৪৭ দশমিক ৩ মিলিয়ন ডলার। এর মধ্যে তিন দিনের ‘সাপ্তাহিক ছুটি’ (শুক্রবারের স্বাধীনতা দিবসের ছুটি, শনিবার ও রবিবারের সম্ভাব্য বিক্রির হিসাব) মিলিয়ে আয় ৯১ দশমিক ৫ মিলিয়ন ডলার।

১৮০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ইউনিভার্সেল পিকচার্সের এই ছবি এরই মধ্যে দর্শকদের বিশেষ আগ্রহ তৈরি করেছে। ছবির প্রধান চরিত্রে আছেন স্কারলেট জোহানসন। তার সঙ্গে আরও আছেন মাহেরশালা আলী ও জোনাথন বেইলি।

জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থে মূল চরিত্রদের যুক্ত করা হয়েছে। সঙ্গে ফিরেছেন জুরাসিক পার্কের চিত্রনাট্যকার ডেভিড কোয়েপ, যিনি গল্প এগিয়ে নিয়েছেন ডাইনোসরের ডিএনএ নিয়ে এক ভয়ংকর শিকার অভিযানের দিকে—যেখানে এবার ডাইনোসর বানানো নয়, বরং হৃদরোগের চিকিৎসার জন্য ডিএনএ সংগ্রহই মূল লক্ষ্য।

ইউনিভার্সালের ঘরোয়া পরিবেশনা প্রধান জিম ওর বলেন, ‘এটা সত্যিই দারুণ সাফল্য। গ্রীষ্মকালে দর্শক ঠিক এমনই কিছু চায়—বড়, মজার আর অসাধারণভাবে নির্মিত অ্যাডভেঞ্চার।’

ছবিটি সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। রটেন টমেটোজে ছবির স্কোর ৫১ শতাংশ, আর প্রথম সপ্তাহের দর্শকদের কাছ থেকে পেয়েছে ‘বি’ গ্রেডের সিনেমাস্কোর।

তবে স্টুডিও বলছে, বয়স ৮ থেকে ৮০—সব বয়সী দর্শক ছবিটি দেখতে এসেছেন। সমালোচনাসত্ত্বেও প্রত্যাশার চেয়ে প্রতিটি ক্ষেত্রেই আয় বেশি হয়েছে।

মন্তব্য

p
উপরে