× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য শিল্প ইভেন্ট উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য আফগানিস্তান ১৫ আগস্ট কী-কেন স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও যৌনতা-প্রজনন মানসিক স্বাস্থ্য অন্যান্য উদ্ভাবন প্রবাসী আফ্রিকা ক্রিকেট শারীরিক স্বাস্থ্য আমেরিকা দক্ষিণ এশিয়া সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ ইউরোপ ব্লকচেইন ভাষান্তর অন্যান্য ফুটবল অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

বিনোদন
Nineteen Eighty Four 1984 Comes to Town
google_news print-icon

‘নাইনটিন এইটি ফোর: ১৯৮৪’ এলো নগরে 

নাইনটিন-এইটি-ফোর-১৯৮৪-এলো-নগরে 
ফেসবুকে ব্যান্ডটির পেজে লেখা রয়েছে ‘আমরা নদী ও বৃক্ষকে ভালোবাসতে গিয়ে গান ভালোবেসে ফেলা একদল মানুষ, এই শহরের- ‘নাইনটিন এইটি ফোর: ১৯৮৪’। ব্যান্ডের প্রধান গায়ক ও দলনেতা কবি গ্যাব্রিয়েল সুমন।

এই নগরে বেশ কয়েক বছর ধরে নিয়মিত চর্চা চালিয়ে আসছেন একদল সংগীতপ্রেমী মানুষ। স্বপ্নবাজ মানুষগুলো সে চর্চার আনুষ্ঠানিক নাম দিয়েছেন ‘নাইনটিন এইটি ফোর: ১৯৮৪’। নগরে নতুন এই ব্যান্ড এনেছেন তারা।

ফেসবুকে ব্যান্ডটির পেজে লেখা রয়েছে ‘আমরা নদী ও বৃক্ষকে ভালোবাসতে গিয়ে গান ভালোবেসে ফেলা একদল মানুষ, এই শহরের- ‘নাইনটিন এইটি ফোর: ১৯৮৪’। ব্যান্ডের প্রধান গায়ক ও দলনেতা কবি গ্যাব্রিয়েল সুমন।

কখনও সিনেমা বানাচ্ছেন, কখনও মূলধারার সাহিত্যে কবিতা চর্চা করছেন, আবার কখনও শুধুই সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছেন এই তরুণ। এভাবেই মাথার ভেতর একের পর এক জন্ম হয়েছে গানের। এখন তিনি সেই গানগুলো গাইতে এসেছেন একটি ব্যান্ড দলের হয়ে, গায়কের বেশে।

শুক্রবার সন্ধ্যা ৬টায় এক্সপেরিমেন্টাল আরবান ফোক ব্যান্ড ‘নাইনটিন এইটি ফোর: ১৯৮৪’ পারফর্ম করবে বনানীর বাঁশঝাড় স্টুডিওতে। এই শোয়ে তারা নিজেদের বেশ কয়েকটি মৌলিক গান করবে। টিকিট পাওয়া যাবে শোয়ের আগে কাউন্টারে। বাঁশঝাড় স্টুডিওর ঠিকানা: বাসা-৩৩, রোড-১৮, ব্লক-জে, বনানী, ঢাকা।

গানগুলো সৃজন করা হয়েছে বিগত এক যুগের বেশি সময় ধরে। সঙ্গে ছিলেন আরেকটি ব্যান্ড ‘ভাঙ্গা মূর্তির কিচিরমিচির' ব্যান্ডের গিটারিস্ট ও দলনেতা শাম আহমদ। পরে তাদের সাথে যোগ দেন আরও দুজন, দীপ্তি অরণি ও সিফাত শাহরিয়ার তন্ময়। অরণি পড়াশোনা করেছেন ঢাকা ইউনিভারসিটির সংগীত বিভাগে। একটি প্রাইভেট ইউনিভারসিটিতে শিক্ষকতাও করছেন একই বিষয়ে। আর তন্ময় লিড গিটারিস্ট হিসেবে ছিলেন গ্যাব্রিয়েল সুমনের আরেকটি বিগত ব্যান্ড ‘ঢাকা মেট্রো’তে।

গ্যাব্রিয়েল সুমন বলেন, ‘সারা দুনিয়াতেই অরগানিক মিউজিকের সংকট চলছিল। প্রথাগত মিউজিশিয়ানদের কাছ থেকে আমরা যে গান পাচ্ছিলাম সেটা হৃদয়কে শীতল করতে পারছিল না। আমার নিজের বুকের ভিতর মাথার ভেতর শ খানেক গান ছিল। জীবনানন্দ দাশ ও অন্য কবিদের কবিতা আরও প্রায় শ খানেক গান তৈরি হয়েই ছিল বিগত ১৬ বছরে। প্লেগের পরে রেনেসাঁ এসেছিল। আমার মনে হলো করোনা চলে গেছে বা যাচ্ছে, এখন এই গানগুলো সামনে আসা নিয়ে আসা যায়।’

আরও পড়ুন

আমিরের বাসায় আল্লু

আমিরের বাসায় আল্লু

বলিউড তারকা আমির খানের মুম্বাইয়ের বাসভবনে দেখা গেছে ‘পুষ্পা’-খ্যাত দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে। একসঙ্গে তাদের একটি ছবিও প্রকাশ্যে এসেছে। আর তা দেখেই শুরু হয়েছে বিরাট জল্পনা। অভিনেতাদের ফ্যান ক্লাবগুলি দুজনের একটি ছবি শেয়ার করেছে। তাদের এই ছবি দেখে অনেকেই অনুমান করছেন যে দুই তারকা কী তাহলে একসঙ্গে কোনো ছবিতে ধরা দিতে চলেছেন। গতকাল বুধবার একটি ফ্যান অ্যাকাউন্ট এক্স হ্যান্ডেলে দুই তারকার একটি ছবি পোস্ট করে। অর্জুন এবং আমির দুজনই ক্যামেরার দিকে তাকিয়ে হেসে পোজ দিয়েছেন। আল্লুর পরনে ছিল একটি সাদা টি-শার্ট, কালো প্যান্ট এবং স্নিকার্স। গলায় সোনার চেন পরেছিলেন নায়ক। অন্যদিকে, আমির কালো প্যান্ট এবং ক্যাজুয়াল স্লিপারের সঙ্গে একটি নীল প্রিন্টেড কুর্তা পরেছিলেন।

অ্যাকশন ড্রামা ‘পুষ্পা ২: দ্য রুল’-এর বিরাট সাফল্যের পর, আল্লু অর্জুন পরিচালক অ্যাটলির সঙ্গে নতুন ছবি নিয়ে আসতে চলেছেন। আপাতত সেই ছবির নাম AA22XA6। এই ছবিটির কথা গত মাসে ঘোষণা করা হয়েছিল। এই ছবির খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীরা বেশ উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন। সোশ্যাল মিডিয়াজুড়ে বিরাট আলোচনা শুরু হয়েছিল। এবার তার মাঝেই আল্লু আর আমিরের ছবি। তাই অনেকেই অনুমান করছেন একসঙ্গে কোনো ছবিতে হয়তো তাদের দেখা যেতে পারে। ছবির আনুষ্ঠানিক ঘোষণার আগে তাই মুখোমুখি হলেন দুই নায়ক।

জানা গেছে , অ্যাটলির পরিচালনায় আল্লুকে যে ছবিতে দেখা যাবে তার জন্য নাকি বিরাট শারীরিক পরিবর্তনের প্রয়োজন হবে। সেলিব্রিটি ফিটনেস প্রশিক্ষক লয়েড স্টিফেন্স বর্তমানে আল্লু অর্জুনকে এ ক্ষেত্রে সাহায্য করছেন। লয়েড সম্প্রতি আল্লুর সঙ্গে একটি সেলফিও শেয়ার করেছেন। আর তার থেকেই বোঝা গেছে ইতোমধ্যেই প্রশিক্ষণ শুরু করে দিয়েছেন আল্লু।

অন্যদিকে আমির খান তার ২০০৭ সালের হিট ছবি ‘তারে জমিন পার’-এর সিক্যুয়াল ‘সিতারে জামিন পর’-এর মক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। অভিনেতা সম্প্রতি তার সোশ্যাল মিডিয়ায় ছবিটির প্রথম লুকও শেয়ার করেছেন, যা ভক্তদের মধ্যে বেশ উন্মাদনার সৃষ্টি করেছে। প্রসন্ন পরিচালিত এই ছবিটি আগামী ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

মন্তব্য

বিনোদন
Rabindra Jayanti

নানা আয়োজনে রবীন্দ্রজয়ন্তী

নানা আয়োজনে রবীন্দ্রজয়ন্তী

বছর ঘুরে আবারও এল ২৫ বৈশাখ। বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান পুরুষ কবিগুরু-খ্যাত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী আজ বৃহস্পতিবার। রবীন্দ্রনাথ ঠাকুরের সংগীতের আবেদন অবিস্মরণীয় ও চিরকালীন। বাঙালির স্বাধিকার, বিশেষত স্বাধীনতা সংগ্রামে রবীন্দ্রসংগীত প্রেরণার উৎস। রবীন্দ্রনাথের গান আবহমানকালের বাঙালি সংস্কৃতির মূলধারাকে বিকশিত ও সমৃদ্ধ করে চলেছে। এ দেশের সংস্কৃতমনা মানুষের কাছে রবীন্দ্রসংগীত হয়ে উঠেছে জাতীয় সংস্কৃতি বিকাশের প্রধানতম অবলম্বন ও প্রাতঃস্মরণীয়। বহুমুখী প্রতিভার এই মানুষটির জন্মদিন উপলক্ষে চারপাশে শুরু হয়ে গেছে সাজসাজ রব। রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন জেলা এমনকি মফস্বল শহরগুলোতেও নানা আয়োজনে পালিত হচ্ছে রবীন্দ্র জন্মজয়ন্তী। থিয়েটার পাড়া, বাংলাদেশ বেতার ও বিটিভিসহ দেশের প্রায় সবকটি টিভি চ্যানেলে বিশেষভাবে পালিত হচ্ছে বিশ্বকবির জন্মদিন।

রাজধানীর বাইরে দেশের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন আয়োজনে পালিত হচ্ছে রবীন্দ্র জন্মবার্ষিকী। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় পর্যায়ে আজ থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী অনুষ্ঠান। এ বছর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’। কুষ্টিয়ার শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়িতে এই অনুষ্ঠান আয়োজন করা হবে। আজ সকাল সাড়ে ৯টায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ সিদ্দিক এবং স্মারক বক্তব্য প্রদান করবেন অধ্যাপক মনসুর মুসা। পাশপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আগামীকাল শুক্রবার দেশের ৭টি বিভাগে বিশ্বকবিকে নিয়ে নানা অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানসমূহ সকলের জন্য উন্মুক্ত থাকবে।

কবিগুরুর ১৬৪তম রবীন্দ্রজয়ন্তী স্মরণে জাহিদ রিপনের নির্দেশনায় নাট্যসংগঠন স্বপ্নদলের দেশ-বিদেশে প্রশংসিত দু’টি প্রযোজনা ‘হেলেন কেলার’ এবং ‘চিত্রাঙ্গদা’র যথাক্রমে মঞ্চ ও বাংলাদেশ টেলিভিশনে দুটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে মনোড্রামা ‘হেলেন কেলার’-এর মঞ্চায়ন এবং রাত ১১টায় বিটিভিতে কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’র সম্প্রচার হবে। রবীন্দ্রনাথ-হেলেন কেলারের সম্পর্ক নিয়ে ‘হেলেন কেলার’ রচনা করছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং মহাভারতের উপাখ্যান অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের অসামান্য সৃজন কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। এ ছাড়া দেশের প্রায় সবকটি টিভি চ্যানেলেই থাকছে বিশেষ অনুষ্ঠানমালা।

১৮৬১ খ্রিষ্টাব্দের এই দিনে এবং ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর এক ধনাঢ্য ও সংস্কৃতিবান পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন কালজয়ী এ কবি। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে ‘গুরুদেব’, ‘কবিগুরু’ ও ‘বিশ্বকবি’ অভিধায় ভূষিত করা হয়।

১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিয়ে হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। ১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। ১৯৩৭ সালে একবার অচৈতন্য হয়ে গিয়ে আশঙ্কাজনক অবস্থা হয়েছিল কবির। সেবার সেরে উঠলেও ১৯৪০ সালে অসুস্থ হওয়ার পর আর সেরে উঠতে পারেননি। এই সময়পর্বে রচিত রবীন্দ্রনাথের কবিতাগুলো ছিল মৃত্যুচেতনাকে কেন্দ্র করে। মৃত্যুর সাত দিন আগ পর্যন্ত রবীন্দ্রনাথ সৃষ্টিশীল ছিলেন। দীর্ঘ রোগভোগের পর ১৯৪১ সালের ৬ আগস্ট জোড়াসাঁকোর বাসভবনেই শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

মন্তব্য

বিনোদন
Syed Waliullah is bringing the tunnel to Ethic

সৈয়দ ওয়ালীউল্লাহ্’র ‘সুড়ঙ্গ’ মঞ্চে আনছে এথিক

সৈয়দ ওয়ালীউল্লাহ্’র ‘সুড়ঙ্গ’ মঞ্চে আনছে এথিক

প্রখ্যাত কথাসাহিত্যিক ও নাট্যকার সৈয়দ ওয়ালীউল্লাহ্’র অনন্য সৃষ্টি ‘সুড়ঙ্গ’। বাংলাসাহিত্যের সেই অনবদ্য গল্পটি মঞ্চ নাটকে আনছে ঢাকার অন্যতম নাট্যদল এথিক। এটি তাদের চতুর্দশ প্রযোজনা হতে যাচ্ছে। আগামী ২৩ মে, শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন করা হবে।

এথিক নাট্যদল এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছে। নাটকটি নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। সহযোগী নির্দেশক মনি কানচন। আর নাটকটির প্রযোজনা অধিকর্তা হিসেবে রয়েছেন নাট্যকার-পরিচালক ও সাংবাদিক রেজানুর রহমান। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আফনান অপ্সরা, প্রদীপ কুমার, মনি কানচন, সুকর্ন হাসান, আজিম উদ্দিন, রেজিনা রুনি, নাহিদ মুন্না, উর্মি আহমেদ, দীপান্বিতা রায়, রুবেল খানসহ আরো অনেকে। মঞ্চ পরিকল্পনা করেছেন সাইফুল ইসলাম, আলোক পরিকল্পক ঠান্ডু রায়হান, আবহ সংগীত করেছেন শিশির রহমান, পোষাক ও রূপসজ্জায় শুভাশীষ দত্ত তন্ময়, কোরিওগ্রাফী করেছেন এম আর ওয়াসেক এবং নাটকের প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।

নাটকের গল্পে দেখা যাবে- ধন-সম্পদের প্রতি মানুষের লোভ চিরকাল। অন্যের সম্পদ নিজের করে নেয়ার প্রবৃত্তি আদীকাল থেকে চলমান। হোক তা বৈধ কি অবৈধ উপায়ে। হোক সে দূরের অথবা কাছেরজন। প্রয়োজনে সুড়ঙ্গ খুড়ে সম্পদ ছিনিয়ে নিতেও দ্বিধা করে না মানুষ। কিন্তু সম্পদ কি সবাইকে সব সময় ধরা দেয়? গুপ্তধন কি জোটে সবার ভাগ্যে? এমনই বিষয় ফুটে উঠেছে নাটকে এক ষোড়শী কন্যার কৌতুহলী ভাবনার জগতের ভিতর দিয়ে। নাটকের কাহিনী আবর্তিত রাবেয়াকে ঘিরে। দু’দিন পর তার বিয়ে অথচ সে বিছানায় শয্যা নিয়েছে। ডাক্তার হেকিম সব হদ্দ হয়ে গেল কিন্ত কেউ তার অসুখ ধরতে পারে না। মাতৃহারা মেয়ের দুশ্চিন্তায় বাবা রেজ্জাক সরদার অতিশয় উদ্বিগ্ন। মুশকিল আসান হয়ে অবশেষে এলো এক ফকির বাবা যাকে দেখে রাবেয়া অবাক। কিন্তু রহস্য না ভাঙতে রাবেয়া তৎপর। যে রহস্যের রোমাঞ্চে নিজের বিয়ের আয়োজন উপেক্ষা করে অসুস্থতার ভান ধরে ঘরে পড়ে আছে আর দুদিন ধরে শুয়ে শুয়ে শুনছে সুড়ঙ্গ খোড়ার শব্দ। মাটির নিচের অন্ধকারের রহস্য ভেদ করে ধীরে ধীরে তার ঘরে এগিয়ে আসছে এক রহস্যমানব। রোমাঞ্চ আর উত্তেজনায় অবশেষে সকলেই মুখোমুখি হয় এক কঠিন সত্যের।

মন্তব্য

বিনোদন
Happy birthday to eat 

শুভ জন্মদিন অধরা খান 

শুভ জন্মদিন অধরা খান 

ঢালিউডের মিষ্টি মেয়ে অধরা খানের আজ জন্মদিন। নায়িকা হওয়ার পর এবারই প্রথমবার দেশের বাইরে জন্মদিন পালন করছেন তিনি। কারণ দুই মাস ধরে কানাডায় অবস্থান করছেন ভ্রমণপিপাসু এই তরুণ নায়িকা। জন্মদিনের পরিকল্পনা জানতে গতকাল রোববার বিকালে মুঠোফোনে তার সঙ্গে কথা বলে দৈনিক বাংলা। তবে অধরা জানালেন, একেবারেই সাদামাটা জন্মদিন পালন করা হবে। কেক কাটা হবে কিনা তাও পরিস্কার করে বলতে পারেননি। এই নায়িকা বলেন, সত্যি কথা বলতে, জন্মদিন নিয়ে কোনো দিনই তেমন কোনো উচ্ছ্বাস কাজ করেনি মনে। জমকালো আয়োজনে দিনটা পালন করাও হয় না তেমন। একজন আর্টিস্ট হিসেবে সবাই সেলিব্রেট করেন- এটা খুব ভালো লাগে। তবে এবার প্রথমবার বিদেশের মাটিতে জন্মদিন। হয়ত দেশে থাকলে যেরকম শুভেচ্ছা পাই, এবার তুলনামূলক কমই পাব। তবে সামাজিক মাধ্যমে ঠিকই চলচ্চিত্র পরিবার ও কাছের মানুষরা জানাচ্ছেন। এরইমধ্যে অনেকেই অগ্রিম শুভকামনাও জানিয়েছেন। এই অনুভূতি অনেক মধুর। এভাবেই আজীবন সবার শুভকামনায় থাকতে চাই।’

অধরা জানান, কানাডায় কিছু কাজ সেরে আরও একমাস পর বাংলাদেশে ফিরবেন। তারপর কাজে ফেরার কথা ভাববেন। তিনি বলেন, আসলে এখন যে পরিবেশ, এই পরিবেশে কাজ করতেও ভয় পাই। তাছাড়া চলচ্চিত্রের অবস্থাও নাজুক। যে কারণে কয়েকটি ছবির প্রস্তাব পেয়েও কাজ করিনি। আমার সবশেষ অভিনীত সিনেমা ‘ঋতুকামিনী’। গত জন্মদিনেও এই ছবির শুটিং করেছি। গুনী পরিচালক জাহিদ হোসেনের পরিচালনায় এই সিনেমায় আমার বিপরীতে রয়েছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। তার সঙ্গে এটা আমার প্রথম কাজ। দারুণ অভিজ্ঞতা। নতুন সিনেমার গল্প আমার বেশ ভালো লেগেছে। ছবিটি চলতি বছরের শেষের দিকে মুক্তির কথা রয়েছে।’

‘ঋতুকামিনী’ সিনেমায় গ্রামের একটি সাধারণ মেয়ের চরিত্রে অভিনয় করেছেন অধরা। অধরা বলেন, এটি নন গ্ল্যামার একটি চরিত্র। এটি আমার জীবনযাপনের বিপরীত।’ এছাড়া অচিরেই মুক্তি পাচ্ছে এই অভিনেত্রীর আরেকটি সিনেমা ‘দখিনো দুয়ার’। আরেক খ্যাতিমান পরিচালক ওয়াহিদুজ্জামান ডায়মন্ড এই ছবিটি নির্মাণ করেছেন। এটাও গ্রামীণ প্রেক্ষাপটের ছবি। দুই ছবি নিয়েই বেশ আশাবাদ ব্যক্ত করেন অধরা খান।

মন্তব্য

গল্পভিত্তিক মিউজিক ভিডিওতে মৌ

গল্পভিত্তিক মিউজিক ভিডিওতে মৌ

প্রথমবারের মতো গল্পভিত্তিক মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন নন্দিত মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। ‘তুমি রবে নীরবে’ শিরোনামে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গানটিকে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে। গানটিতে কণ্ঠ দিয়েছেন টরন্টোপ্রবাসী গজল শিল্পী শিরিন চৌধুরী। গত শনিবার রাজধানীর ৩০০ ফিটে শুরু হয়েছে মিউজিক ভিডিওটির শুটিং। এরপর বনানী কবরস্থান, সংসদ ভবন এলাকার পর আজ এর দৃশ্য ধারণ হচ্ছে মিরপুরে। এক নিঃসঙ্গ মায়ের অন্তর্জগৎ ও হারিয়ে যাওয়া মেয়ের ফিরে আসার করুণ বাস্তবতার গল্পে এটি নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী। এখানে মায়ের চরিত্রে সাদিয়া ইসলাম মৌ এবং তার মেয়ের চরিত্রে দেখা যাবে মডেল নিদ্রিতা সরকারকে। নির্মাতা জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন জায়গায় শুটিং করা হলেও তার স্বপ্ন ছিল বনানী কবরস্থানে শুটিং করার। তার সে স্বপ্ন পূরণ হয়েছে এর মধ্য দিয়ে। এ ছাড়া তিনি এও জানান, সংসদ ভবন এলাকার মতো জনবহুল এরিয়ায় কোনো প্রকার প্রটোকল এবং বাধা-নিষেধ ছাড়া নির্বিঘ্নে শুটিং করেছেন, যা তার কাছে অনেকটাই অকল্পনীয় এই সময়ে। চয়নিকা চৌধুরী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গানটিকেই একটি গল্পের মাধ্যমে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হচ্ছে। এই গানের মধ্য দিয়ে অনেক বছর পর মিউজিক ভিডিও নির্মাণ করছি।

তা ছাড়া গল্পভিত্তিক কোনো মিউজিক ভিডিওতে এটাই প্রথম কাজ মৌয়ের। মিউজিক ভিডিও হলেও এখানে কোনো লিপসিং নেই, পুরোটাই গল্পপ্রধান। আগামী ১১ মে, আন্তর্জাতিক মা দিবসে মিউজিক ভিডিওটি অন্তর্জালে উন্মুক্ত হবে বলে জানা গেছে।

মন্তব্য

বিনোদন
Shah Rukhs new history day

শাহরুখের নতুন ইতিহাস গড়ার দিন

শাহরুখের নতুন ইতিহাস গড়ার দিন

বলিউডের ‘কিং খান’ বলে কথা। ভারতীয় সুন্দরীরা সেই কবে থেকেই ‘মেট গালা’র রেড কার্পেটে দ্যুতি ছড়াচ্ছেন। প্রিয়াঙ্কা চোপড়ার পর দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটরাও মেট গালার লাল গালিচায় নজর কেড়েছেন। কিন্তু কোনো ভারতীয় পুরুষকে এই ফ্যাশন যজ্ঞে শামিল হতে দেখা যায়নি। এবার ইতিহাস তৈরি করতে চলেছেন শাহরুখ। যদিও এই খবর প্রকাশে আসে গত মাসের ১১ তারিখ। তবে নতুন খবর হচ্ছে এবার ঘনিয়ে এসেছে সেই ক্ষণ। আজ সোমবারই ইতিহাস গড়ে নতুন মাইলফলক স্পর্শ করবেন বলিউড বাদশা শাহরুখ খান। প্রথম ভারতীয় পুরুষ হিসাবে এধরনের বিশ্বমানের ইভেন্টে অংশ নিতে চলেছেন বলিউড বাদশা। আজ সোমবার বিশ্বের সবচেয়ে বিখ্যাত ফ্যাশন রেড কার্পেট মেট গালায় পা রাখতে চলেছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে আয়োজিত হতে চলেছে সেই অনুষ্ঠান। তার আগে গতকাল রোববার সকালে নিউ ইয়র্ক বিমানবন্দরে নামেন কিং খান। সঙ্গে ম্যানেজার পূজা দাদলানি।

এদিকে বলিউড কিং সেখানে যাচ্ছেন, সেই খবর পৌঁছে যায় সেদেশে বসবাসকারী প্রবাসী অনুরাগীদের মধ্যেও। একারণে গতকাল সকাল থেকেই শাহরুখকে দেখতে জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের অপেক্ষা করছিলেন বেশকিছু অনুরাগী। পরনে সাদা টি-শার্ট আর ধূসর জ্যাকেট, এদিন এমনই ছিমছাম লুকেই বিমানবন্দরে পা রাখেন অভিনেতা।

টার্মিনালে উপস্থিত অনুরাগীরা শাহরুখকে এক ঝলক দেখেই আনন্দিত হয়ে ওঠেন। এক মহিলা অনুরাগী এসে ‘কিং’ খানের গলা জড়িয়ে ধরেন। শাহরুখ খানও বাধা দেননি বা নিরাপত্তারক্ষীকেও সরিয়ে দিতে বলেননি। সাদরে গ্রহণ করে সেই মহিলা অনুরাগীর উষ্ণ অভ্যর্থনা। টার্মিনাল থেকে বেরিয়ে যাওয়ার আগে আরও এক অনুরাগীর সঙ্গে আন্তরিক তবে কিছুটা দ্রুত করমর্দন করতেও যায় বলিউড সুপারস্টারকে। সেই ছবি ও ভিডিও উঠে এসেছে অভিনেতার ফ্যান পেজে।

মেট গালার অনুষ্ঠানে কিং খান শাহরুখ কী পোশাকে দেখা দেবেন? বিশ্বের সবচেয়ে বিখ্যাত ফ্যাশন রেড কার্পেটে শাহরুখ কী পরবেন তা নিয়ে লোকজনের আগ্রহ থাকাটাই স্বাভাবিক। ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুসারে জানা গেছে, ফ্যাশান ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি পোশাক পরবেন বলিউড বাদশা। যে পোশাক শিল্পীর জন্য কি না আজ বিশ্বব্যাপী ভারতীয় স্টাইল এবং কারুশিল্প প্রশংসিত হচ্ছে, মেট গালায় তারই ডিজাইনার পোশাকে সাজবেন শাহরুখ।

তবে শুধু শাহরুখই নন এবার মেট গালায় অভিষেক হতে চলেছে হবু মা, অভিনেত্রী কিয়ারা আদভানির। শোনা যাচ্ছে, গৌরব গুপ্তার একটি কাস্টম পোশাকে দর্শকদের সামনে হাজির হবেন কিয়ারা। এছাড়াও এবার প্রথমবারের জন্য মেট গালায় দেখা যাবে গায়ক অভিনেতা দিলজিৎ দোসাঞ্জকে। আজকের এই মেট গালা চলতি বছরের সবচেয়ে গ্ল্যামারাস রাতগুলো মধ্যে একটি হবে বলে আশা করা হচ্ছে।

প্রনঙ্গত, ১৯৪৮ সালে নিউ ইয়র্কের ফ্যাশন প্রচারক এলিনর ল্যাম্বার্ট নবনির্মিত কস্টিউম ইনস্টিটিউটের জন্য তহবিল সংগ্রহের জন্য মেট গালা শুরু করেছিলেন। বর্তমানে মেট গালাকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং আকর্ষণীয় ফ্যাশন ইভেন্ট হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর মে মাসের শুরুতে অনুষ্ঠিত হয় এই মেট গালা। ধীরে ধীরে বিস্তৃতি ঘটে এই অনুষ্ঠানের।

চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত, থিয়েটার, ব্যবসা, খেলাধুলা থেকে রাজনীতি জনপ্রিয় বেশ কিছু মুখকে প্রতি বছর দেখা গিয়েছে এই অনুষ্ঠানে অংশ নিতে। শুধুমাত্র আমন্ত্রিত অতিথিরাই অংশ নিতে পারেন মেট গালায়। ২০২৩ সাল পর্যন্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণের টিকিটের মূল্য ছিল পঞ্চাশ হাজার মার্কিন ডলার। যা বর্তমানে বেড়ে হয়েছে ৭৫ হাজার মার্কিন ডলার।

এবারের মেট গালার পোশাক কোড হল ‘টেইলর্ড টু ইউ।’ এই অনুষ্ঠানের সহ-সভাপতিত্ব করবেন গায়ক ফ্যারেল উইলিয়ামস, অভিনেতা কোলম্যান ডোমিঙ্গো, এফ ১ চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন, এবং ‘ভোগ’-এর প্রধান সম্পাদক আনা উইন্টুর।

মন্তব্য

বিনোদন
Musharraf Karim was surprised

চমকে দিলেন মোশাররফ করিম

চমকে দিলেন মোশাররফ করিম ইনসাফ সিনেমায় মোশাররফ করিম। ছবি : সংগৃহীত

টিভি ও চলচ্চিত্রের জাঁদরেল অভিনেতা মোশাররফ করিম। এপার বাংলার পাশাপাশি ওপার বাংলার ওয়েব সিরিজ ও সিনেমাতেও সমানতালে কাজ করছেন সুনামের সঙ্গে। চাহিদার শীর্ষ এ তারকা দীর্ঘদিন ধরেই নাম-ভূমিকায় কিংবা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে আসছেন। পাশাপাশি নানান রঙে, নানা ঢংয়ে দেখা যায় তাকে। গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘চক্কর’ ভিন্ন একটি চরিত্র দেখা গেছে এই অভিনেতাকে। মাসখানেকের ব্যবধানে একেবারে অন্যরূপে হাজির জয়ে সবাইকে রীতিমতো চমকে দিলেন এই অভিনয়শিল্পী। অবাক করা লুকে মোশাররফ করিমকে দেখা গেছে- চোখে সানগ্লাস, মুখে ফ্রেঞ্চকাট দাড়ি, পোশাকে রক্তের ছিটেফোঁটা, হাতে কুড়াল, ঘাড়ে ঝোলানো স্টেথোস্কোপ, মেরে পায়ের নিচে ফেলে রেখেছেন একজনকে- দেখে বোঝা যাচ্ছে, ক্রোধে দাঁড়িয়ে আছেন এই অভিনেতা। এমন ভয়ংকর চরিত্রে মোশাররফ করিমকে আগে দেখা যায়নি কখনো। ‘ইনসাফ’ ছবির পোস্টারে এভাবেই দেখা দিলেন মোশাররফ করিম।

গতকাল রোববার সন্ধ্যায় পরিচালক সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’ সিনেমায় দ্বিতীয় পোস্টার প্রকাশ করা হয়। পোস্টারে পরিচালক ইঙ্গিত দিলেন, ঈদুল আজহায় এই মোশাররফ করিম সবার সামনে আসছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ!’ যদিও পরিচালক আগেই জানিয়েছিলেন, অ্যাকশন থ্রিলার গল্পে তৈরি হয়েছে সিনেমা ‘ইনসাফ’। এতে দানবীয় ও ভয়ংকর রূপে দেখা যাবে মোশাররফ করিমকে। পোস্টার উন্মোচন যেন সেটারই আভাস দিল। ‘ইনসাফ’ সিনেমার নায়ক শরীফুল রাজ। ধুন্ধুমার অ্যাকশন চরিত্রে রাজকে উপস্থাপন করা হবে। রাজের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন তাসনিয়া ফারিণ। আর এ সিনেমার মাধ্যমেই ঢাকার চলচ্চিত্রের পুরোপুরি বাণিজ্যিক সিনেমার নায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে তাঁর।

গত ২৫ এপ্রিল প্রকাশিত হয় ‘ইনসাফ’ ছবির ফার্স্ট লুক পোস্টার। তখন দেখা গিয়েছিল, হাতে রক্তাক্ত কুড়াল, ঠোঁটে মুচকি হাসি, চেহারায় রক্তের দাগ নিয়ে হাজির শরীফুল রাজ। পোস্টারটি ফেসবুকে পোস্ট করে লেখা হয়েছিল, ‘ইনসাফ শুধু একটি শব্দ নয়, এটি একটি জীবনবোধ!’ সেই পোস্টারের মাধ্যমে সিনেমাটির নায়ক শরীফুল রাজকে পরিচিত করা হয়। তারই ধারাবাহিকতায় এবার এল মোশাররফ করিমের পরিচিতি। তবে এ সিনেমায় মোশাররফ করিম নেতিবাচক না ইতিবাচক চরিত্রে আছেন, সে বিষয়ে কিছুই জানাননি পরিচালক।

চলতি বছরের ফেব্রুয়ারিতে নীরবেই শুরু হয়েছে ‘ইনসাফ’-এর শুটিং। এখন চলছে শেষ সময়ের কাজ। ঈদুল আজহায় মুক্তি পাবে ‘ইনসাফ’। বাংলাদেশে প্রথম হলেও ‘ইনসাফ’ সঞ্জয় সমদ্দারের দ্বিতীয় সিনেমা। ‘ইনসাফ’ প্রযোজনায় আছে তিতাস কথাচিত্র। এ সিনেমা দিয়ে দীর্ঘদিন পর চলচ্চিত্র প্রযোজনায় এসেছে প্রতিষ্ঠানটি। সঙ্গে রয়েছে টিওটি ফিল্মস।

মন্তব্য

p
উপরে