নগ্ন ফটোশুটের জন্য বলিউড তারকা রণবীর সিংয়ের বিরুদ্ধে মঙ্গলবার এফআইআর নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি বেসরকারি সংস্থার (এনজিও) দায়ের করা অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশ অভিনেতার বিরুদ্ধের এফআইআর নথিভুক্ত করেছে।
সোমবার এক এনজিও কর্মকর্তা অভিযোগ করেছিলেন, ‘অভিনেতা নারীদের অনুভূতিতে আঘাত করেছেন এবং তার ছবির মাধ্যমে তাদের শালীনতাকে অপমান করেছেন’।
একজন আইনজীবীও অভিনেতার বিরুদ্ধে অভিযোগ নিয়ে পুলিশের কাছে গিয়েছিলেন। তিনি অভিযোগ করেছিলেন যে, অভিনেতা নারীদের শালীনতাকে অবমাননা করার উদ্দেশ্যে ছবি পোস্ট করেছেন।
সম্প্রতি একটি ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করেন রণবীর। ২১ জুলাই থেকে সেই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
দেশের উদীয়মান কণ্ঠশিল্পী মাহতিম শাকিবের নতুন গান ‘দেখেছি রূপসাগরে’ প্রকাশ পেয়েছে অনলাইনে। গানটির প্রযোজক কলকাতার প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ মিউজিক।
১২ আগস্ট গানটি প্রকাশ পায় এসভিএফ মিউজিকের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। এর একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। এতে অভিনয় করেছেন কলকাতার টিভি মিডিয়ার জনপ্রিয় অভিনয়শিল্পী দিতিপ্রিয়া ও দিব্যজ্যোতি।
ইউটিউবে গানটির বিবরণে লেখা হয়েছে, “প্রথম প্রেমের অনুভূতি ঠিক কী? সব প্রেম কি পূর্ণতা পায়? সব মনের মানুষ কি সত্যিই কাঁচা সোনা হয়ে উঠতে পারে? দুর্গা আর সত্যেনের প্রেমের পরিণতি কী হবে? অরিন্দমের সংগীতায়োজনে মাহতিম শাকিবের গাওয়া গান ‘দেখেছি রূপসাগরে’ গানে ফুটে উঠেছে ওদেরই প্রেমের গল্প।”
এসভিএফের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিতিপ্রিয়া ও দিব্যজ্যোতির প্রথম মিউজিক ভিডিও এটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে মাহতিম শাকিব বলেন, ‘দেখেছি রূপসাগরে আমার প্রিয় গানগুলোর একটি। এ ভার্সনে কণ্ঠ দিতে পেরে আমি খুবই আনন্দিত। গানটি অনেক জনপ্রিয়, প্রায় সবারই শোনা, আমি কেমন গাইলাম সেটি জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
গানটি নিয়ে নিজের ফেসবুক পেজেও লিখেছেন মাহতিম শাকিব। তিনি লিখেছেন, ‘গানটি আগে থেকে আমার অনেক প্রিয় ছিল। অরিন্দম দা যখন ফোন করে বললেন যে এটা আমরা আবার রিক্রিয়েট করতে চাই, মনের ভেতরে আনন্দের ঝলক খেলে গিয়েছিল।
‘ইতোমধ্যেই আপনাদের ভালোবাসায় আমরা সিক্ত হচ্ছি। শুধু গাওয়া ছাড়া এখানে আমার আর কৃতিত্ব নেই একদমই। বাকি যা করবার এসভিএফ মিউজিক আর অরিন্দম দা ও তার টিম এর সবার কৃতিত্ব।
‘গানটা শুনলে খারাপ লাগবে না এতটা হলফ করে বলতে পারি। শুনে জানাবেন কেমন হলো, আচ্ছা?’
এর আগেও কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠানের গানে কণ্ঠ দিয়েছেন মাহতিম। ‘দেখেছি রূপসাগরে’ গানটিতে মাহতিমের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সূচনা শেলি। গানটির কথা ও সুর নবনী দাস বাউলের।
আরও পড়ুন:শুরু হয়ে গেছে জীবনের নতুন সময়, নতুন অধ্যায়। মা হতে চলেছেন অভিনেত্রী বিপাশা বসু। ইনস্টায় নিজেই আনন্দের এ খবর দিয়েছেন তিনি।
লেখা ছাড়াও দুটি ছবি পোস্ট করেছেন বিপাশা। যেখানে দেখা যাচ্ছে তার বেবি বাম্প এবং সঙ্গে রয়েছে অনাগত সন্তানের বাবা করণ সিং গ্রোভার।
মঙ্গলবার ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, ঢালা সাদা শার্টে বিপাশা এবং তার স্বামী করণ। বিপাশার শরীরে মাতৃত্বের ছাপ। হাস্যোজ্জ্বল বিপাশা দু’হাতে আগলে রেখেছেন বেবিবাম্প আদতে অনাগত সন্তানকে। করণও ছুঁয়ে রয়েছেন বেবিবাম্প, আবার চুমু এঁকে দিচ্ছেন সেখানে।
ছবি দিয়ে ক্যাপশনে বিপাশা লিখেছেন, ‘একটা নতুন সময়, একটা নতুন অধ্যায়, নতুন আলো আমাদের জীবনে নতুন রং যোগ করল। আমাদের যেন আরও একটু পূর্ণতা দিল। আমরা স্বতন্ত্রভাবে নিজেদের জীবন শুরু করেছিলাম। শিগগিরই আমরা দুই থেকে তিন হব।’
২০১৬ সালে ভালোবেসে বিয়ে করেন বিপাশা-করণ। বাঙালি নিয়েমে সাত পাক ঘোরেন তারা। ব্যক্তিজীবনকে কিছুটা আড়াল করেই রেখেছেন এ তারকা দম্পতি।
যুক্তরাষ্ট্রে নয় মাস থকার পর বুধবার ঢাকায় ফিরছেন শাকিব খান। সকাল ১২টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্ধরে এসে পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে।
নিউজবাংলাকে এ তথ্য জানিয়েছেন শাকিব খান প্রযোজিত ও অভিনীত রাজকুমার সিনেমার পরিচালক হিমেল আশরাফ। তিনি এখন যুক্তরাষ্ট্রে আছেন।
তার কাছে ঢাকায় শাকিব খানের কর্মপরিকল্পনা জানতে চাইলে তিনি মেসেঞ্জারে জানান, শাকিব খানের নভেম্বরে যুক্তরাষ্ট্রে ফিরে আসার কথা রয়েছে।
তিনি বলেন, ‘আমি যতটুকু জানি, ঢাকায় ফিরেই তিনি কাজ শুরু করবেন না। পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর একটা ব্যাপার আছে। আর তিনিই মূলত সিদ্ধান্ত নেবেন, কখন কি করবেন।’
শাকিব খান তার এ সফরে সিনেমার প্রি-প্রোডাকশন এবং সিনেমার শুটিং করবেন বলে জানান হিমেল। তবে কোন সিনেমার কাজ করবেন সেটা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
হিমেল বলেন, ‘এগুলো করবেন তো অবশ্যই। কোনটা করবেন, সেটা এখনও জানি না।’
ধারণা করা হচ্ছে ঢাকায় শাকিব খান সরকারি অনুদান পাওয়া মায়া সিনেমার শুটিং করবেন। যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে রাজকুমার সিনেমার কাজ করার কথা জানান হিমেল আশরাফ।
এদিকে শাকিব খানের ঢাকায় ফেরা নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা। বিমান বন্দরে শাকিবকে সংবর্ধনা দেয়ার পরিকল্পনা নিয়েছেন তারা। সে অনুযায়ী চলছে প্রস্তুতিও।
আরও পড়ুন:দেশের পথে শাকিব খান। যুক্তরাষ্ট্র থেকে রওনা হয়েছেন তিনি। নির্মাতা হিমেল আশরাফ ফেসবুকে ছবি পোস্ট করে বিষয়টি জানিয়েছেন। শাকিব খান নিজেও তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন দেশে রওনা হওয়ার কথা।
স্ট্যাটাসের মাধ্যমে শাকিব খান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে তার দিনগুলোর কথা। বাংলাদেশ ছেড়ে দূর দেশে তার নতুন জীবন বোধ ও অনুভূতি তৈরী হয়েছে।
এটা তার জীবনে দরকার ছিল বলে মনে করেন ঢালিউডের এই সুপারস্টার।
শাকিব লিখেছেন, ‘জীবন যখনই আমাকে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি করেছে, অথবা নিজেই যখন নিজেকে দিয়েছি ভেঙে গড়ার চ্যালেঞ্জ— উপরওয়ালার রহমতে এবং আমার লাখো-কোটি ভক্তের ভালোবাসায় সবসময় আমি জয়ী হয়েছি। যুক্তরাষ্ট্রে বিগত ৯টা মাসও আমার জীবনে ছিল একটি চ্যালেঞ্জের মতোই এবং আবারও আমি আপনাদের ভালোবাসায় তা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।’
নতুন কিছু শুরুর আগে কিছুটা বিচ্ছিন্ন থাকতে হয় বলে মনে করেন শাকিব। বলেন, ‘তবে এই নয়টা মাস ছিল অনেকটা অদৃশ্য শেকলে বাঁধা পড়ে থাকা জীবনের মতো। খেয়াল করেছি, মহান ব্যক্তিরা যখন বড় কিছু করেন, তার আগে এমন বিচ্ছিন্ন থাকেন! তারা যখনই নতুন উপলব্ধি নিয়ে আবার শুরু করেন তখনই তাদের সকাল!’
কারা আপন আর কারা কাছে থেকেও দূরের সেটা এ নয় মাসে বুঝতে পেরেছেন দাবি করে শাকিব বলেন, ‘দূরদেশে এই সময়ে অনেককে পেয়েছি, যারা আমাকে তাদের পরিবারের মানুষ ভেবে আপন করে নিয়েছে, সাপোর্ট দিয়েছে মানসিকভাবে। অন্যদিকে এও বুঝেছি, যাদের এতদিন আপন মনে করতাম তারা কেউ কেউ সত্যিকার অর্থে আমার আপন ছিল না। এর মাঝেও আমার এগিয়ে চলার এই জীবনে অন্ধের মতো সবচেয়ে বড় সাপোর্ট ছিল, দেশ-বিদেশে ছড়িয়ে থাকা লাখো-কোটি ভক্ত-অনুসারী—যারা সবসময় আমার পাশে থেকেছে, নি:স্বার্থভাবে ভালোবেসেছে।’
শাকিব খানের মনে হয় নিজের জীবন-দর্শন, বাস্তবতা ও সবকিছুকে নতুন করে চেনা-জানা এবং বোঝার জন্য এই পরিবর্তন ভীষণ প্রয়োজন ছিল।
তিনি বলেন, ‘এ সময়ে খুব কাছ থেকে নিজের জীবনের সবকিছু নতুন করে কল্পনায় এঁকেছি, যেমনটা সিনেমায় করে থাকি। এ সময়টা আমায় পৃথিবী ও নিজের সম্পর্কে নতুন করে ভাবতে সাহায্য করেছে। আজ ফিরছি প্রিয় মাতৃভূমিতে। বেঁচে থাকলে আগামী দিনগুলো আরও সুন্দর হবে ইনশাআল্লাহ।’
শাকিব খান ১৭ আগস্ট দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। তাকে সংবর্ধনা দিতে প্রস্তুতি নিয়েছে তার ভক্তরা।
আরও পড়ুন:নয় মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন ঢাকাই সিনেমার অন্যতম ও জনপ্রিয় অভিনেতা শাকিব খান। ১৭ আগস্ট দিনের প্রথম ভাগে ঢাকায় ঢুকবেন বলে জানিয়েছেন নির্মাতা হিমেল আশরাফ।
শাকিব খানের ক্যারিয়ারে এত দিন কখনও দেশের বাইরে ছিলেন না তিনি। দেশে ফেরার মুহূর্তটিকে আনন্দঘন করতে প্রস্তুতি নিচ্ছেন শাকিব ভক্তরা। চলছে সংবর্ধনার প্রস্তুতি।
দ্য কিং অফ ঢালিউড সুপারস্টার শাকিব খান (অফিশিয়াল গ্রুপ) নামের ফেসবুক গ্রুপে সংবর্ধনা দেয়ার পরিকল্পনা নিয়ে নানা কথা জানাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের শাকিব ভক্তরা। গ্রুপটিতে এখন সদস্য সংখ্যা ৬ লাখ ১২ হাজারের বেশি।
গ্রুপটির অন্যতম অ্যাডমিন মিফতাহ উদ্দিন (প্রিন্স মিফতাহ) নিউজবাংলাকে জানান, যেমন রেসপন্স পাওয়া যাচ্ছে, তাতে মনে হচ্ছে হাজার হাজার মানুষ আসবে সেদিন। সবাই একসঙ্গে এটা বাস্তবায়নের চেষ্টা করছেন তারা।
এই উদ্যোগটি কে বা কারা নিয়েছে জানতে চাইলে নিউজবাংলাকে মিফতাহ বলেন, ‘শাকিব খানের দেশে আসার ব্যাপারে তো অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। পরে যখন সংবাদমাধ্যমে জানা গেল যে তিনি ১৭ আগস্ট আসবেন, তারপরই মূলত পরিকল্পনা গতি পেতে থাকে।
‘এটা দ্য কিং অফ ঢালিউড সুপারস্টার শাকিব খান (অফিশিয়াল গ্রুপ) ফেসবুক গ্রুপের কোনো পরিকল্পনা না। এটা মূলত শাকিব খানের ভক্তদের পরিকল্পনা। এ ক্ষেত্রে গ্রুপ থেকে আমরা পরিকল্পনার সঙ্গে একমত পোষণ করেছি।’
তিনি জানান, ঢাকা ও ঢাকার বাইরে থেকে শাকিব ভক্তরা আসার কথা রয়েছে। তাদের জানিয়ে দেয়া হয়েছে, সবাই যেন শৃঙ্খলার সঙ্গে আয়োজনটি সফল করে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গেও কথা বলে রাখার প্রস্তুতি চলছে। শাকিব খানকে বরণ করে নেয়াই তাদের মূল পরিকল্পনা। এর বাইরে আর কোনো কিছু করার কথা এখন পর্যন্ত নেই তাদের।
এই আয়োজনের জন্য কেউ কোনো আর্থিক সহযোগিতা করছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘যেসব ব্যানার, পোস্টার করা হচ্ছে, সেগুলো যার যার নিজস্ব অর্থায়নেই করছে সবাই। যাতায়াত খরচ বলেন, ব্যানারের খরচ বলেন, সবটাই নিজস্ব অর্থায়নে করতে হবে। এখানে কোনো ফান্ড নাই। কেউ টাকা তুলে একসঙ্গে করছে এমনটাও না।’
দ্য কিং অফ ঢালিউড সুপারস্টার শাকিব খান (অফিশিয়াল গ্রুপ) ফেসবুক গ্রুপে একাধিক পোস্টে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২ সংলগ্ন এলাকায় শাকিব ভক্তদের সকাল ৯-১০টার মধ্যে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন:সোমবার প্রকাশ পেয়েছে বলিউডের মুক্তি প্রতীক্ষিত সিনেমা পিপ্পা এর টিজার। তাতে পাওয়া গেল জয় বাংলা স্লোগান। ১ মিনিট ৬ সেকেন্ডের টিজারের ৪১ সেকেন্ডে গিয়ে শোনা যায় স্লোগানটি।
টিজার শুরু হয় পর্দায় ‘৩ ডিসেম্বর ১৯৭১’ লেখা দেখিয়ে। এরপর ইন্দিরা গান্ধীর কণ্ঠ। রেডিওতে তিনি হিন্দিতে বলছেন, ‘কয়েক ঘণ্টা আগে ভারতীয় এয়ারফিল্ডসের ওপর পাকিস্তান বিমান হামলা করেছে। আমি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পাকিস্তানের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিচ্ছি।’
টিজারের ২৪ সেকেন্ডে গিয়ে সিনেমা অভিনেতা ঈশান খট্টরের কণ্ঠে শোনা যায়, ‘ইতিহাসে কোনো যুদ্ধ অন্য কোনো দেশের স্বাধীনতার জন্য করা হয়নি। কিন্তু আজ সুযোগ এসেছে ইতিহাস রচনা করার জন্য।’
পুরো টিজারে বাহিনী, অস্ত্র, গোলাবারুদ, ট্যাংক ও যুদ্ধের দৃশ্য। এতে সহজেই ধারণা করা যায় এটি পিপ্পা যুদ্ধের সিনেমা। যেখানে যুক্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধ।
সিনেমাটি নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। ইউটিউবে প্রকাশিত সিনেমার টিজারের বিবরণে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মুক্তিযুদ্ধের ৪৫তম অশ্বারোহী ট্যাংক স্কোয়াড্রনের ব্রিগেডিয়ার বলরাম সিংয়ের লেখা ‘দ্য বার্নিং চ্যাফি’ বই অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।
ব্রিগেডিয়ার বলরাম সিং মুক্তিযুদ্ধে মিত্র বাহিনীর পক্ষে পূর্ব ফ্রন্টে যুদ্ধ করেন। সঙ্গে ছিলেন তার ভাইবোন। বিবরণে আরও বলা হয়, গরীবপুরে ৪৮ ঘণ্টাব্যাপী অ্যাকশন প্যাকড যুদ্ধের পটভূমিতে তিন ভাইবোনের গল্প হলো পিপ্পা।
মুক্তিযুদ্ধে যশোরের গরীবপুরে রাশিয়ান ট্যাংক পিটি-৭৬ ব্যবহার হয়। ৪৫ ক্যালিভারির ১৪ পিটি-৭৬ ট্যাংকের একটি স্কোয়াড্রনের সহায়তায় গরীবপুরে ১৪-পাঞ্জাব ব্যাটালিয়ন পাকিস্তানি দুর্গে আক্রমণ চালায়।
পাকিস্তান বাহিনী এম ২৪ চ্যাফি নামক হালকা ট্যাংক দ্বারা সজ্জিত তৃতীয় স্বাধীন সশস্ত্র স্কোয়াড্রনের সহায়তায় এই আক্রমণ প্রাথমিকভাবে রুখে দেয়। শেষ পর্যন্ত মুক্তিবাহিনীর কাছে পরাস্ত হয় তারা।
ভারতের বিনোদনভিত্তিক নিউজ পোর্টাল বলিউড হাঙ্গামা ২০২১ সালে ফেব্রুয়ারিতে করা এক প্রতিবেদনে সিনেমার নাম পিপ্পা রাখার কারণ হিসেবে জানিয়েছিল, সিনেমায় দেখানো হবে রাশিয়ান ট্যাংক ‘পিটি-৭’, যা স্থলপথ ও জলপথে চলতে পারে। এই ধরনের কোনো বস্তুকে ভারতে স্থানীয়ভাবে ‘পিপ্পা’ বলে ডাকা হয়।
সিনেমায় ঈশান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ম্রুনাল ঠাকুর। সিনেমার সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান। এ বছরের ডিসেম্বরের ২ তারিখে মুক্তি পাবে সিনেমাটি।
আরও পড়ুন:দেশের সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস অভিনীত প্রথম কলকাতার সিনেমা আজকের শর্টকাট। ২০১৮ সালে সিনেমাটির শুটিং করেছিলেন তিনি।
তিন বছরেরও বেশি সময় পর সিনেমার ট্রেইলার ও গান প্রকাশ পায়। সোমবার প্রকাশ পেল সিনেমাটির পোস্টার।
এ সিনেমার মাধ্যমে কলকাতায় আত্মপ্রকাশ করছেন অপু বিশ্বাস। সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী।
এতে আরও অভিনয় কেরেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, সন্দীপ ভট্টাচার্য, বিশ্বনাথ বসু, রাজশ্রী ভৌমিক।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গল্পের দুই মূল চরিত্র দুই মেরুর। বিশু চরিত্রে অভিনয় করা পরমব্রত বস্তির ছেলে। আর তার বস্তির পাশের বহুতল ভবনে থাকেন গৌরব।
বাংলাদেশ থেকে অনেক মানুষ ভারতে যান চিকিৎসা করাতে। তাদের নিয়েই সিনেমার গল্প; আছে বেকারত্বের সমস্যার কাহিনিও। বাংলাদেশ থেকে যাওয়া তেমনই এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস। ঘটনাচক্রে যার পরিচয় হবে গৌরবের সঙ্গে।
দুই বাংলাতেই জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা। তার আগুন পাখির গল্প থেকেই গড়ে উঠেছে সিনেমার গল্প। সিনেমাটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল।
সিনেমার কাহিনিকারের পাশাপাশি গানের কাজও করেছেন নচিকেতা। সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
আরও পড়ুন:
মন্তব্য