ঈদে মুক্তি পাওয়া পরাণ সিনেমার বিশেষ প্রদর্শনী হয়ে গেল শনিবার। রাজধানীর সনি স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে বিকেল ৪টা থেকে বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন সিনেমাসংশ্লিষ্টরা।
সিনেমাটির পরিচালক রায়হার রাফি, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, ইয়াশ রোহানসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন প্রদর্শনীতে। আমন্ত্রিত তারকাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সিনেমাটির অভিনেতা শরিফুল রাজের স্ত্রী অভিনেত্রী পরীমনি উপস্থিত ছিলেন প্রদর্শনীতে।
মাতৃত্বকাল পার করছেন পরীমনি। সে কারণে শারীরিক পরিবর্তন হয়েছে তার। জমকালো পোশাকেই তিনি এসেছিলেন আয়োজনে। সাদা স্যুট-প্যান্টে ফরমাল ঢঙে এসেছিলেন রাজ; ছিলেন পরীর পাশেই।
অভিনেত্রী মাহিয়া মাহি এসেছিলেন তার স্বামীকে নিয়ে। আরও ছিলেন মিশা সওদাগর, আরিফিন শুভ, সিয়াম আহমেদ, দীঘি, চয়নিকা চৌধুরীসহ অনেকে।
অভিনয় থেকে দূরে থাকা শাবনাজও এসেছিলেন পরাণ সিনেমার বিশেষ শো-তে। দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে এলেন বলে তিনি জানান গণমাধ্যমকে।
অন্যদিকে কিছুদিন আগেই ৭৪ জন শিল্পী-কলাকুশলীকে নিয়ে দিন- দ্য ডে সিনেমা দেখার ঘোষণা দেন অনন্ত। সে জন্য অভিনয়শিল্পীদের আমন্ত্রণও জানান তিনি। কিন্তু সেই প্রদর্শনীতে হাতে গোনা কয়েকজন শিল্পী ছাড়া তেমন কাউকে চোখে পড়েনি।
সে সময় অনন্ত জানিয়েছিলেন, সবাই তাদের কথায় চলচ্চিত্র পরিবারের কথা বললেও কাজে তার প্রমাণ পাওয়া যায় না।
২০২০ সালের ২ ডিসেম্বর ভারতের দক্ষিণী সুপারস্টার বাহুবলী খ্যাত অভিনেতা প্রভাস ঘোষণা করেন তার নতুন সিনেমা সালার-এর নাম। এটি পরিচালনা করছেন কেজিএফ-এর নির্মাতা প্রশান্ত নীল।
এই সিনেমার ঘোষণা আসার পর থেকেই উচ্ছ্বসিত প্রভাসের ভক্ত-অনুরাগীরা। বাহুবলীর পর এটাই হতে যাচ্ছে তার আরেক ধামাকা। অবশেষে সিনেমাটি মুক্তির নতুন দিন ঘোষণা করা হলো।
ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্টে প্রভাস ও প্রশান্ত নীল ঘোষণা করেন ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে সালার। এর আগে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছিল ২০২২ সালের ১৪ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।
মুক্তির নতুন তারিখের সঙ্গে সালার-এর একটি পোস্টার প্রকাশ করা হয়েছে, যা কেজিএফ-এর পোস্টারগুলোর কথা স্মরণ করিয়ে দেয়।
পোস্টারে পিস্তল-ধারাল অস্ত্রসহ ধ্বংসস্তূপ ও বিক্ষিপ্ত লাশের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখা যায় প্রভাসকে।
সিনেমাটি যে ব্যাপক অ্যাকশনধর্মী হবে তা আগেই জানিয়েছিলেন প্রশান্ত নীল। সালার-এর নাম ঘোষণার সময় একটি পোস্টার শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘সবচেয়ে হিংস্র পুরুষ... একজনকে ডাকো... সবচেয়ে হিংস্র!’
সেই সঙ্গে তিনি লেখেন, ‘সিনেমার প্রতি ভালোবাসার জন্য, ভাষার দেয়াল ভেঙে, আপনাদের সামনে একটি ভারতীয় চলচ্চিত্র উপস্থাপন করছি। প্রিয়তম প্রভাস স্যারকে স্বাগতম।’
এদিকে ভারতীয় সংবাদমাধ্যমে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এসএস রাজামৌলির আরআরআর পরবর্তী তেলেগু সিনেমার সবচেয়ে বড় প্রজেক্ট সালার।
প্রভাস ছাড়াও সালার-এ রয়েছেন প্রধান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শ্রুতি হাসান। এছাড়া খল চরিত্রের অভিনয় করছেন জগপতি বাবু। সিনেমাটি তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালাম এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে।
আরও পড়ুন:প্রকাশ পেয়েছে দামাল সিনেমার ট্রেইলার। পরাণ সিনেমারর সফলতার পর দর্শকদের আগ্রহ ছিল নির্মাতা রায়হান রাফির নতুন সিনেমা দেখার। সেই আগ্রহ পূরণ হতে যাচ্ছে দর্শকদের।
২৮ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে বলে ঘোষণা দিয়েছে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেইলার।
সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমার গল্পটি লিখেছেন ফরিদুর রেজা সাগর। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল টিমের সত্য ঘটনার সঙ্গে ফিকশনের আশ্রয় নিয়ে গড়ে উঠেছে সিনেমার গল্প। অল্প করে আছে এ সময়টাও।
ট্রেইলারের ভয়েস ওভারে শোনা যায়, ‘একটা দেশ, একটা যুদ্ধ, একটা পতাকা। এক এক করে অনেকে মিলে এক হওয়া।’
আরও শোনা যায়, ‘কেউ অস্ত্র তুলে নিয়েছিল হাতে, কেউ পায়ে। কেউ নামে যুদ্ধের মরণ খেলায়, হোক যে যোদ্ধা বা খেলোয়ার, লড়াইয়ে এক বিন্দু দেয়না ছাড়। একদিকে আসে মিছিল, আরেকদিকে উল্লাসের মিশন। খেলার মাঠ হোক কিংবা যুদ্ধের ময়দান, কেউ কারে নাহি ছাড়ে, যায় যদি যাক প্রাণ।’
সিনেমার টুকরো টুকরো দৃশ্যে ২৫ মার্চের কাল রাত, মুক্তিযুদ্ধ এবং ফুটবল খেলার দৃশ্য উঠে এসেছে। আছে পাকিস্তানি আর্মী ও তাদের দোসরদের বর্বরতা।
সিনেমায় অভিনয় করেছেন শরিফুল রাজ, সুমিত, সিয়াম, বিদ্যা সিনহা মিম, শাহনাজ সুমি, ইন্তেখাব দিনার, পাকিস্তানিদের দোসরের চরিত্রে রাশেদ অপুসহ অনেকে।
ট্রেইলারটি ফেসবুকে শেয়ার করে রায়হান রাফি লিখেছেন, ‘দামাল আসছে ২৮ অক্টোবর। দেখা হবে সিনেমা হলে।’
আরও পড়ুন:শাকিব খানকে বরণ করে নিতে প্রস্তুতির শেষ পর্যায়ে তার ভক্তরা। বুধবার সকাল ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্ধরে এসে পৌঁছানোর কথা রয়েছে তার।
বিমানবন্দরে তাকে শুভেচ্ছা জানাতে আসবেন শাকিব খানের ভক্তরা। এ উপলক্ষে বিভিন্ন জেলা থেকে ঢাকার আসছেন নায়কের ভক্তরা। দ্য কিং অফ ঢালিউড সুপারস্টার শাকিব খান (অফিশিয়ল গ্রুপ) ফেসবুক গ্রুপে এসব তথ্য দিচ্ছেন ভক্তরা।
গ্রুপে পোস্ট হওয়া তথ্য অনুযায়ী গাজীপুর, সিরজগঞ্জ, চট্টগ্রাম, সিলেট থেকে ভক্তরা আসছেন শাকিবকে সংবর্ধনা জানাতে। প্রিন্ট করা হচ্ছে স্বাগত জানানোর ব্যানার।
শাকিব খান ভক্তদের কাছে এলে কী স্লোগান দেয়া যেতে পারে সেটিও নির্ধারণ করে পোস্ট করা হয়েছে গ্রুপে। স্লোগানগুলো এমন-
‘কিং কিং কিং খান; মেগাস্টার শাকিব খান’
‘শাকিব খানের জন্য; বাংলাদেশ ধন্য’
‘সুপারস্টারের আগমন; শুভেচ্ছায় স্বাগতম’
‘কিং খানের আগমন; শুভেচ্ছায় স্বাগতম’
‘১ ২ ৩; ঢালিউড কিং’
‘১ ২ ৩ ৪; শাকিব খান মেগাস্টার’
‘চলচ্চিত্রের প্রাণ; শাকিব খান, শাকিব খান’
‘আজকের সারাদিন; শাকিবিয়ানদের ঈদের দিন’
শাকিব ভক্তদের সম্মিলিত এ আয়োজন যেন সুন্দরভাবে হয় সেজন্য কিছু গাইডলাইন দিয়ে এক ভক্ত পোস্ট করেছেন গ্রুপে। সেখানে বলা হয়েছে, গরমের জন্য সবাই ক্যাপ, সানগ্লাস, পানির বোতল সঙ্গে রাখতে পারেন।
ইউটিউবাররা ভক্তদের বক্তব্য নিয়ে বিভ্রান্তি ছড়াতে পারে। তাই সতর্ক থেকে শাকিব খানের বর্নাঢ্য ক্যারিয়ার তুলে ধরতে অনুরোধ করা হয়েছে পোস্টে।
সুশৃঙ্খলভাবে দুই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার পরামর্শ দেয়া হয়েছে। লাইন ভেঙে গাড়ির চারপাশে হুমড়ি খেয়ে না পড়ার কথা বলা হয়েছে।
শাকিব ভক্তদের অবস্থান, এটিটিউড ও কথাবার্তা যেন নম্র-ভদ্র হয়, সে ব্যাপারেও বলা হয়েছে সেই পোস্টে।
যুক্তরাষ্ট্রে নয় মাস থেকে বুধবার সকালে ঢাকায় ফিরছেন শাকিব খান। নভেম্বরে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাবার কথা রয়েছে তার। বাংলাদেশে মায়া সিনেমার কাজ করার কথা শাকিবের। যুক্তরাষ্ট্রে ফিরে তিনি রাজকুমার সিনেমার কাজ শুরু করবেন।
আরও পড়ুন:যুক্তরাষ্ট্রে নয় মাস থকার পর বুধবার ঢাকায় ফিরছেন শাকিব খান। সকাল ১২টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্ধরে এসে পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে।
নিউজবাংলাকে এ তথ্য জানিয়েছেন শাকিব খান প্রযোজিত ও অভিনীত রাজকুমার সিনেমার পরিচালক হিমেল আশরাফ। তিনি এখন যুক্তরাষ্ট্রে আছেন।
তার কাছে ঢাকায় শাকিব খানের কর্মপরিকল্পনা জানতে চাইলে তিনি মেসেঞ্জারে জানান, শাকিব খানের নভেম্বরে যুক্তরাষ্ট্রে ফিরে আসার কথা রয়েছে।
তিনি বলেন, ‘আমি যতটুকু জানি, ঢাকায় ফিরেই তিনি কাজ শুরু করবেন না। পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর একটা ব্যাপার আছে। আর তিনিই মূলত সিদ্ধান্ত নেবেন, কখন কি করবেন।’
শাকিব খান তার এ সফরে সিনেমার প্রি-প্রোডাকশন এবং সিনেমার শুটিং করবেন বলে জানান হিমেল। তবে কোন সিনেমার কাজ করবেন সেটা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
হিমেল বলেন, ‘এগুলো করবেন তো অবশ্যই। কোনটা করবেন, সেটা এখনও জানি না।’
ধারণা করা হচ্ছে ঢাকায় শাকিব খান সরকারি অনুদান পাওয়া মায়া সিনেমার শুটিং করবেন। যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে রাজকুমার সিনেমার কাজ করার কথা জানান হিমেল আশরাফ।
এদিকে শাকিব খানের ঢাকায় ফেরা নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা। বিমান বন্দরে শাকিবকে সংবর্ধনা দেয়ার পরিকল্পনা নিয়েছেন তারা। সে অনুযায়ী চলছে প্রস্তুতিও।
আরও পড়ুন:দেশের পথে শাকিব খান। যুক্তরাষ্ট্র থেকে রওনা হয়েছেন তিনি। নির্মাতা হিমেল আশরাফ ফেসবুকে ছবি পোস্ট করে বিষয়টি জানিয়েছেন। শাকিব খান নিজেও তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন দেশে রওনা হওয়ার কথা।
স্ট্যাটাসের মাধ্যমে শাকিব খান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে তার দিনগুলোর কথা। বাংলাদেশ ছেড়ে দূর দেশে তার নতুন জীবন বোধ ও অনুভূতি তৈরী হয়েছে।
এটা তার জীবনে দরকার ছিল বলে মনে করেন ঢালিউডের এই সুপারস্টার।
শাকিব লিখেছেন, ‘জীবন যখনই আমাকে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি করেছে, অথবা নিজেই যখন নিজেকে দিয়েছি ভেঙে গড়ার চ্যালেঞ্জ— উপরওয়ালার রহমতে এবং আমার লাখো-কোটি ভক্তের ভালোবাসায় সবসময় আমি জয়ী হয়েছি। যুক্তরাষ্ট্রে বিগত ৯টা মাসও আমার জীবনে ছিল একটি চ্যালেঞ্জের মতোই এবং আবারও আমি আপনাদের ভালোবাসায় তা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।’
নতুন কিছু শুরুর আগে কিছুটা বিচ্ছিন্ন থাকতে হয় বলে মনে করেন শাকিব। বলেন, ‘তবে এই নয়টা মাস ছিল অনেকটা অদৃশ্য শেকলে বাঁধা পড়ে থাকা জীবনের মতো। খেয়াল করেছি, মহান ব্যক্তিরা যখন বড় কিছু করেন, তার আগে এমন বিচ্ছিন্ন থাকেন! তারা যখনই নতুন উপলব্ধি নিয়ে আবার শুরু করেন তখনই তাদের সকাল!’
কারা আপন আর কারা কাছে থেকেও দূরের সেটা এ নয় মাসে বুঝতে পেরেছেন দাবি করে শাকিব বলেন, ‘দূরদেশে এই সময়ে অনেককে পেয়েছি, যারা আমাকে তাদের পরিবারের মানুষ ভেবে আপন করে নিয়েছে, সাপোর্ট দিয়েছে মানসিকভাবে। অন্যদিকে এও বুঝেছি, যাদের এতদিন আপন মনে করতাম তারা কেউ কেউ সত্যিকার অর্থে আমার আপন ছিল না। এর মাঝেও আমার এগিয়ে চলার এই জীবনে অন্ধের মতো সবচেয়ে বড় সাপোর্ট ছিল, দেশ-বিদেশে ছড়িয়ে থাকা লাখো-কোটি ভক্ত-অনুসারী—যারা সবসময় আমার পাশে থেকেছে, নি:স্বার্থভাবে ভালোবেসেছে।’
শাকিব খানের মনে হয় নিজের জীবন-দর্শন, বাস্তবতা ও সবকিছুকে নতুন করে চেনা-জানা এবং বোঝার জন্য এই পরিবর্তন ভীষণ প্রয়োজন ছিল।
তিনি বলেন, ‘এ সময়ে খুব কাছ থেকে নিজের জীবনের সবকিছু নতুন করে কল্পনায় এঁকেছি, যেমনটা সিনেমায় করে থাকি। এ সময়টা আমায় পৃথিবী ও নিজের সম্পর্কে নতুন করে ভাবতে সাহায্য করেছে। আজ ফিরছি প্রিয় মাতৃভূমিতে। বেঁচে থাকলে আগামী দিনগুলো আরও সুন্দর হবে ইনশাআল্লাহ।’
শাকিব খান ১৭ আগস্ট দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। তাকে সংবর্ধনা দিতে প্রস্তুতি নিয়েছে তার ভক্তরা।
আরও পড়ুন:নয় মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন ঢাকাই সিনেমার অন্যতম ও জনপ্রিয় অভিনেতা শাকিব খান। ১৭ আগস্ট দিনের প্রথম ভাগে ঢাকায় ঢুকবেন বলে জানিয়েছেন নির্মাতা হিমেল আশরাফ।
শাকিব খানের ক্যারিয়ারে এত দিন কখনও দেশের বাইরে ছিলেন না তিনি। দেশে ফেরার মুহূর্তটিকে আনন্দঘন করতে প্রস্তুতি নিচ্ছেন শাকিব ভক্তরা। চলছে সংবর্ধনার প্রস্তুতি।
দ্য কিং অফ ঢালিউড সুপারস্টার শাকিব খান (অফিশিয়াল গ্রুপ) নামের ফেসবুক গ্রুপে সংবর্ধনা দেয়ার পরিকল্পনা নিয়ে নানা কথা জানাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের শাকিব ভক্তরা। গ্রুপটিতে এখন সদস্য সংখ্যা ৬ লাখ ১২ হাজারের বেশি।
গ্রুপটির অন্যতম অ্যাডমিন মিফতাহ উদ্দিন (প্রিন্স মিফতাহ) নিউজবাংলাকে জানান, যেমন রেসপন্স পাওয়া যাচ্ছে, তাতে মনে হচ্ছে হাজার হাজার মানুষ আসবে সেদিন। সবাই একসঙ্গে এটা বাস্তবায়নের চেষ্টা করছেন তারা।
এই উদ্যোগটি কে বা কারা নিয়েছে জানতে চাইলে নিউজবাংলাকে মিফতাহ বলেন, ‘শাকিব খানের দেশে আসার ব্যাপারে তো অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। পরে যখন সংবাদমাধ্যমে জানা গেল যে তিনি ১৭ আগস্ট আসবেন, তারপরই মূলত পরিকল্পনা গতি পেতে থাকে।
‘এটা দ্য কিং অফ ঢালিউড সুপারস্টার শাকিব খান (অফিশিয়াল গ্রুপ) ফেসবুক গ্রুপের কোনো পরিকল্পনা না। এটা মূলত শাকিব খানের ভক্তদের পরিকল্পনা। এ ক্ষেত্রে গ্রুপ থেকে আমরা পরিকল্পনার সঙ্গে একমত পোষণ করেছি।’
তিনি জানান, ঢাকা ও ঢাকার বাইরে থেকে শাকিব ভক্তরা আসার কথা রয়েছে। তাদের জানিয়ে দেয়া হয়েছে, সবাই যেন শৃঙ্খলার সঙ্গে আয়োজনটি সফল করে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গেও কথা বলে রাখার প্রস্তুতি চলছে। শাকিব খানকে বরণ করে নেয়াই তাদের মূল পরিকল্পনা। এর বাইরে আর কোনো কিছু করার কথা এখন পর্যন্ত নেই তাদের।
এই আয়োজনের জন্য কেউ কোনো আর্থিক সহযোগিতা করছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘যেসব ব্যানার, পোস্টার করা হচ্ছে, সেগুলো যার যার নিজস্ব অর্থায়নেই করছে সবাই। যাতায়াত খরচ বলেন, ব্যানারের খরচ বলেন, সবটাই নিজস্ব অর্থায়নে করতে হবে। এখানে কোনো ফান্ড নাই। কেউ টাকা তুলে একসঙ্গে করছে এমনটাও না।’
দ্য কিং অফ ঢালিউড সুপারস্টার শাকিব খান (অফিশিয়াল গ্রুপ) ফেসবুক গ্রুপে একাধিক পোস্টে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২ সংলগ্ন এলাকায় শাকিব ভক্তদের সকাল ৯-১০টার মধ্যে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন:সোমবার প্রকাশ পেয়েছে বলিউডের মুক্তি প্রতীক্ষিত সিনেমা পিপ্পা এর টিজার। তাতে পাওয়া গেল জয় বাংলা স্লোগান। ১ মিনিট ৬ সেকেন্ডের টিজারের ৪১ সেকেন্ডে গিয়ে শোনা যায় স্লোগানটি।
টিজার শুরু হয় পর্দায় ‘৩ ডিসেম্বর ১৯৭১’ লেখা দেখিয়ে। এরপর ইন্দিরা গান্ধীর কণ্ঠ। রেডিওতে তিনি হিন্দিতে বলছেন, ‘কয়েক ঘণ্টা আগে ভারতীয় এয়ারফিল্ডসের ওপর পাকিস্তান বিমান হামলা করেছে। আমি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পাকিস্তানের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিচ্ছি।’
টিজারের ২৪ সেকেন্ডে গিয়ে সিনেমা অভিনেতা ঈশান খট্টরের কণ্ঠে শোনা যায়, ‘ইতিহাসে কোনো যুদ্ধ অন্য কোনো দেশের স্বাধীনতার জন্য করা হয়নি। কিন্তু আজ সুযোগ এসেছে ইতিহাস রচনা করার জন্য।’
পুরো টিজারে বাহিনী, অস্ত্র, গোলাবারুদ, ট্যাংক ও যুদ্ধের দৃশ্য। এতে সহজেই ধারণা করা যায় এটি পিপ্পা যুদ্ধের সিনেমা। যেখানে যুক্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধ।
সিনেমাটি নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। ইউটিউবে প্রকাশিত সিনেমার টিজারের বিবরণে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মুক্তিযুদ্ধের ৪৫তম অশ্বারোহী ট্যাংক স্কোয়াড্রনের ব্রিগেডিয়ার বলরাম সিংয়ের লেখা ‘দ্য বার্নিং চ্যাফি’ বই অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।
ব্রিগেডিয়ার বলরাম সিং মুক্তিযুদ্ধে মিত্র বাহিনীর পক্ষে পূর্ব ফ্রন্টে যুদ্ধ করেন। সঙ্গে ছিলেন তার ভাইবোন। বিবরণে আরও বলা হয়, গরীবপুরে ৪৮ ঘণ্টাব্যাপী অ্যাকশন প্যাকড যুদ্ধের পটভূমিতে তিন ভাইবোনের গল্প হলো পিপ্পা।
মুক্তিযুদ্ধে যশোরের গরীবপুরে রাশিয়ান ট্যাংক পিটি-৭৬ ব্যবহার হয়। ৪৫ ক্যালিভারির ১৪ পিটি-৭৬ ট্যাংকের একটি স্কোয়াড্রনের সহায়তায় গরীবপুরে ১৪-পাঞ্জাব ব্যাটালিয়ন পাকিস্তানি দুর্গে আক্রমণ চালায়।
পাকিস্তান বাহিনী এম ২৪ চ্যাফি নামক হালকা ট্যাংক দ্বারা সজ্জিত তৃতীয় স্বাধীন সশস্ত্র স্কোয়াড্রনের সহায়তায় এই আক্রমণ প্রাথমিকভাবে রুখে দেয়। শেষ পর্যন্ত মুক্তিবাহিনীর কাছে পরাস্ত হয় তারা।
ভারতের বিনোদনভিত্তিক নিউজ পোর্টাল বলিউড হাঙ্গামা ২০২১ সালে ফেব্রুয়ারিতে করা এক প্রতিবেদনে সিনেমার নাম পিপ্পা রাখার কারণ হিসেবে জানিয়েছিল, সিনেমায় দেখানো হবে রাশিয়ান ট্যাংক ‘পিটি-৭’, যা স্থলপথ ও জলপথে চলতে পারে। এই ধরনের কোনো বস্তুকে ভারতে স্থানীয়ভাবে ‘পিপ্পা’ বলে ডাকা হয়।
সিনেমায় ঈশান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ম্রুনাল ঠাকুর। সিনেমার সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান। এ বছরের ডিসেম্বরের ২ তারিখে মুক্তি পাবে সিনেমাটি।
আরও পড়ুন:
মন্তব্য