শিগগিরই মা হতে যাচ্ছেন বলিউড ডিভা সোনম কাপুর। কাপুর পরিবারের তোড়জোড় চলছিল অভিনেত্রীর বেবি শাওয়ার (সাধ) অনুষ্ঠানের। বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফিরেছেন তিনি।
জানা যায়, সোনমের মাসি কবিতা সিংয়ের বান্দ্রার বাংলোতে চলছিল সেই আয়োজনে প্রস্তুতি। আজ রোববার হওয়ার কথা ছিল অনুষ্ঠান।
তবে কোভিডের কারণে তা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বোম্বে টাইমস।
সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-১৯ বৃদ্ধি পাওয়ায় মা ও অনাগত শিশুর নিরাপত্তার কথা ভেবে এই অনুষ্ঠান বাতিল করেছে কাপুর পরিবার।
কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খানও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পাপারাজ্জিদের তিনি বলেন, ‘সোনমের বেবি শাওয়ার বাতিল করা হয়েছে এবং আমরা তার পরিবর্তে লাঞ্চ করতে যাচ্ছি।’
এদিকে চলতি বছর মার্চে মা হতে হওয়ার খবর জানান সোনম।
আরও পড়ুন:সম্প্রতি একটি ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করেন বলিউড তারকা রণবীর সিং। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবিগুলো ছড়িয়ে পড়ার পর থেকে দেখা গেছে নানা প্রতিক্রিয়া।
রণবীর ছবির মাধ্যমে ‘নারীদের অনুভূতিতে আঘাত করেছেন’ এমন অভিযোগ তুলে তার বিরুদ্ধে মুম্বাই পুলিশের কাছে এফআইআর করেছে এক এনজিও।
এবার সেই অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য রণবীরকে তলব করেছে মুম্বাই পুলিশ।
বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নগ্ন ফটোশুট বিতর্কের বিষয়ে রণবীরের বক্তব্য রেকর্ড করার জন্য নোটিশ দেয়া হবে। ২২ আগস্ট তাকে হাজির হওয়ার জন্য সমন দেয়া হয়েছে।
মুম্বাই পুলিশের একটি দল শুক্রবার রণবীরের বাসভবনে যায়, কিন্তু নোটিশ দিতে পারেনি কারণ তিনি এখন মুম্বাইতে নেই।
মুম্বাই চেম্বুর থানায় দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে ২৬ জুলাই অভিনেতার বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল। ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯৩, ৫০৯ এবং তথ্যপ্রযুক্তি আইনের বিধান অনুযায়ী অভিযোগ দায়ের করা হয়।
পেপার ম্যাগাজিনের জন্য শুট করা সেই ছবিগুলো গত ২১ জুলাই থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
এদিকে এক সপ্তাহ আগে রণবীরের সেই ফটোশুট নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন সংখ্যালঘু নারী সংগঠনের চেয়ারপারসন নাজিয়া ইলাহি খান।
আরও পড়ুন:তিন দিন আগে অভিনয়শিল্পী দম্পতি পরীমনি ও শরিফুল রাজের ঘর আলো করে এসেছে নতুন অতিথি।
রাজধানীর একটি হাসপাতালে বুধবার বিকেলে অস্ত্রোপচারে ভূমিষ্ঠ হয় পরীমনির ছেলেসন্তান। পরে ফেসবুকে ছেলের পুরো নামসহ ছবিও প্রকাশ করেন তারকা এ দম্পতি।
প্রথমবারের মতো মা-বাবা হওয়ার আনন্দে ভাসছেন দুজনই। জীবনের নতুন এই অধ্যায়ে পরীর প্রতি আরও একবার মুগ্ধতা ও ভালোবাসা প্রকাশ করেছেন রাজ।
সন্তান ও পরীর সঙ্গে ৮ সেকেন্ডের একটি ভিডিও শুক্রবার রাতে ফেসবুকে পোস্ট করেন রাজ। সেই ভিডিওর ক্যাপশনে রাজ লেখেন, ‘আমার জীবনে কী সুখ তুমি নিয়ে এসেছ তা বোঝাতে পারব না। জীবনের নতুন অর্থ পাওয়াটা আশীবার্দস্বরূপ, তবে তোমার সঙ্গে দেখা হওয়াটাই আমার জীবনের মোড় পাল্টে দিয়েছে।
‘তোমার সঙ্গে থাকতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। তুমিই আমার সব এবং সর্বস্ব উজাড় করে তোমাকে ভালোবাসি…তুমি হবে সেরা মা।’
এর আগে বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে এক পোস্টে পরীর উদ্দেশে রাজ লেখেন, ‘হ্যাঁ, তুমি এটা করেছ আমার প্রিয় সঙ্গী। আমি সততার সঙ্গে বলতে পারি যে, এটি আমার জীবনের সেরা মুহূর্ত।’
ছেলে রাজ্য যেন তারকার মতো বড় হয়, সেই আশাবাদ ব্যক্ত করে রাজ লেখেন, ‘ওই ছোট পা আমাদের হৃদয়ে সবচেয়ে বড় পায়ের ছাপ তৈরি করেছে। তোমরা দুজনই (পরী ও রাজ্য) আমার জীবনে অলৌকিক ঘটনা ঘটিয়েছ।
‘সে (রাজ্য) যেন তারার মতো বেড়ে ওঠে এবং তাদের বাবা-মার মতো সাহসী হয়। অনেক অনেক অভিনন্দন আমার রকস্টার।’
২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ ও পরীমনি। চলতি বছরের ১০ জানুয়ারি তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। ওই দিন পরীমনির অন্তঃসত্ত্বা হওয়ার খবরটিও জানাজানি হয়।
আরও পড়ুন:মাত্র কয়েক বছর হলো বলিউডে যাত্রা শুরু করেছেন সাইফ আলি খানের কন্যা সারা আলি খান। সিনেমা করেছেন হাতে গোনা কয়েকটি। এরই মধ্যেই ‘স্টার কিড’ (তারকা সন্তান) তকমা কাটিয়ে নিজেই হয়ে উঠেছেন নামি তারকা।
আজ তার জন্মদিন। বৃহস্পতিবার ২৭ বছর পূর্ণ করলেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন তিনি।
বাবা সাইফ থেকে শুরু করে কারিনা কাপুর, আনুশকা শর্মা, অনন্যা পান্ডেসহ অনেক তারকাই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সারাকে।
তবে নেটিজেনদেন নজর কেড়েছে সারার নিজেকে শুভেচ্ছা জানানো নোটটি। এদিন ইনস্টাগ্রামে এক স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেই ছবির ওপর তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন সারা, সব সময় নিজেকে ভালোবাস, তা যে অবস্থাতেই থাকো না কেন।’
বর্তমানে নিউ ইউর্কে ছুটি কাটাচ্ছেন সারা। কদিন ধরেই সেখান থেকে ইনস্টাগ্রামে ছুটি কাটানোর ছবি পোস্ট করছেন তিনি।
২০১৮ সালে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে কেদারনাথ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন সারা। এরপর সিম্বাসহ একাধিক হিট সিনেমায় অভিনয় করেছেন তিনি।
এদিকে সবশেষ সারাকে দেখা গেছে ২০২১ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া আতরাঙ্গি রে সিনেমায়। এতে তার বিপরীতে ছিলেন অক্ষয় কুমার ও ধানুশ।
এদিকে আগামীতে সারাকে দেখা যাবে গ্যাসলাইট সিনেমায়। এতে তার বিপরীতে রয়েছেন বিক্রান্ত মেসি।
মা হওয়ার সুখবরে শুভেচ্ছায় ভাসছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ থেকে সেলিব্রেটি, ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দনসহ জানাচ্ছেন প্রতিক্রিয়া।
আলোচিত লেখক তসলিমা নাসরিনও দিয়েছেন প্রতিক্রিয়া। নবজাতককে নিয়ে রাখঢাক না করায় পরীমনির প্রশংসা করেছেন তিনি, তবে ‘রাজ্য’ নামটি ঠিক ‘মেনে নিতে পারছেন না’ তসলিমা।
ফেসবুকে এক স্ট্যাটাসে তসলিমা লিখেছেন, ‘সিনেমার নায়িকারা আজকাল একটা ঢং করে, বাচ্চা হলে বাচ্চার মুখ দেখাবে না, পেছন থেকে বাচ্চাকে দেখাবে, অথবা মুখটা একটা লাভ সাইন দিয়ে ঢেকে দেবে। যখন বাচ্চার মুখ দেখার জন্য লোকে অধীর আগ্রহে আর বসে থাকবে না, তখন হয়তো সে মুখ, কয়েক মাস বা কয়েক বছর পর, দেখাবে।’
এ ধরনের দৃষ্টিভঙ্গী এড়িয়ে পরীমনির সন্তানের ছবি প্রকাশের বিষয়টি ভালো লেগেছে তসলিমার। তিনি লেখেন, ‘পরীমনি বাংলাদেশের সিনেমার নায়িকা। তিনি অন্য নায়িকাদের মতো বাচ্চার মুখ না দেখানোর ঢংটা করেননি বলে ভালো লাগলো। প্রথম দিনই বাচ্চার চেহারা দেখিয়ে দিয়েছেন জনগণকে।’
অভিনেত্রী তার ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য। তবে নামটা ‘বিশেষ পছন্দ হয়নি’ আলোচিত এই লেখকের।
তসলিমা লেখেন, ‘‘তবে স্বামীর নামের সঙ্গে মিলিয়ে বাচ্চার নাম রাখাটা বিশেষ পছন্দ হয়নি। স্বামীটামীরা আজ আছে, কাল নেই। সন্তান তো চিরদিনের। পরী তার নামের সঙ্গে মিলিয়ে সুন্দর একটি বাংলা নাম রাখতে পারতেন। পরীর জায়গায় আমি হলে ‘রাজ্য’ নয়, ডাকনাম রাখতাম ‘পরমানন্দ’। ভালো নাম ‘শাহীম মুহাম্মদ’ নয়, রাখতাম ‘পরমানন্দ প্রাণ’।’’
তবে তসলিমার এই পরামর্শকে অবশ্য ‘অযাচিত’ বলে অনেকে সমালোচনা করছেন ফেসবুকে। তবে তার স্ট্যাটাসে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এ বিষয়ে সরাসরি কেউ কোনো মন্তব্য করেননি। নিজের ওয়ালের কমেন্ট সেকশন ‘ফ্রেন্ডস অনলি’ রেখেছেন তসলিমা।
রাজধানীর একটি হাসপাতালে বুধবার বিকেলে অস্ত্রোপচারে ভূমিষ্ঠ হয় পরীমনির ছেলেসন্তান।
নবজাতককে বুকে জড়িয়ে বৃহস্পতিবার সকালে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন পরী; জানিয়েছেন ছেলের পুরো নামও।
সেই ছবির ক্যাপশনে পরীমনি লেখেন, ‘শাহীম মুহাম্মদ রাজ্য। তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে।’
আরও পড়ুন:বলিউডে আসার সময় থেকেই কটাক্ষ শুনতে হয়েছে জাহ্নবী কাপুরকে। মা বলিউড সিনেমার প্রথম নারী সুপারস্টার শ্রীদেবী, বাবা বলিউডের প্রভাবশালী প্রযোজক বনি কাপুর, আর কী লাগে। তাদের মেয়ের কী কখনও সিনেমায় সুযোগের জন্য পরিশ্রম করতে হবে?
এমন ধারণা থেকেই নেপটিজম নিয়ে নানা কথা শুনতে হয়েছে জাহ্নবীকে। তবে সেই কটাক্ষকে তিনি অনুরাগে পরিণত করার প্রক্রিয়ায় আছেন। গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল, ধারাক সিনেমার মাধ্যমে দর্শকদের কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে তার।
সম্প্রতি মুক্তি পেয়েছে জাহ্নবী অভিনীত সিনেমা গুড লাক জেরি। অভিনয়ে প্রশংসা পেয়েছেন ঠিকই, কিন্তু কটাক্ষ থামেনি।
সিনেমার প্রচার অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেছেন জাহ্নবী। জানান, একসময় তিনি মেনেই নিয়েছিলেন দর্শক কখনও তাকে মেনে নেবে না।
তিনি বলেন, ‘আমি এখন আর ভাবিই না যে দর্শক হয়তো কখনও এই নেপোটিজমের কারণে আমাকে মেনে নেবে কি নেবে না। তবে আশ্চর্যজনক যে, দর্শক আমাকে নিজের করে নেবে এই মহূর্তটার জন্য এটার জন্য কী অধীরে অপেক্ষা করছিলাম! সেটা মনে হচ্ছে একটু একটু করে সম্ভব হচ্ছে। গুডলাক জেরি দর্শকের কাছে পৌঁছানোর আমার আরেকটা চেষ্টা।’
সিদ্ধার্থ সেনগুপ্তা পরিচালিত গুডলাক জেরি সিনেমায় জাহ্নবী পঞ্জাবে বাস করা বিহারী নারী চরিত্রে অভিনয় করেছেন। যে মায়ের ক্যানসারের চিকিৎসা করার টাকা জোগাড় করতে গিয়ে ড্রাগস পাচারের সঙ্গে জড়িয়ে পড়ে।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সিনেমাটির পাশাপাশি প্রশংসিত হয়েছে জাহ্নবীর অভিনয়ও। তবে অনেকেই সে সময় সমালোচনা করে বলেছিলেন, সোনার চামচ মুখে নিয়ে যার জন্ম সে কীভাবে অভাবী মেয়ের চরিত্রে অভিনয় করবে।
এ প্রসঙ্গে সাক্ষাৎকারে জাহ্নবী বলেন, ‘হ্যাঁ আমি মানছি আমাকে কোনোদিন খাবার বা সিনেমায় সুযোগ পাওয়ার জন্য লাইনে দাঁড়াতে হয়নি। কিন্তু তার মানে তো এই না যে, আমার জীবনে কোনো কঠিন পরিস্থিতি আসেনি। আমি কারও কাছ থেকে কোনো আহা উহু চাচ্ছি না। শুধু বলছি খোলা মনে আর মাথায় আমার কাজ দেখুন। কারণ আমি মানুষকে বিনোদন দিতে খুব খাটছি।’
জাহ্নবীর পরের সিনেমা মিলি। এতে থাকবেন মনোজ পাওয়া, সানি কৌশল। এছাড়া মিস্টার অ্যান্ড মিসেস মাহি, বাওয়াল সিনেমাতে অভিনয় করবেন তিনি।
আরও পড়ুন:বন্ধু। ছোট্ট এ শব্দের মাঝে মিশে আছে যেন পৃথিবীর সব নির্ভরতা। বন্ধুত্ব মানেই জীবনের সবুজতম সম্পর্ক। বন্ধু মানে দুটি দেহের একটি প্রাণ। আরও সহজ করে বলতে গেলে আত্মার কাছাকাছি যে বাস করে, সেই বন্ধু। সুসময় কিংবা অসময়ের সঙ্গী।
বন্ধু মানেই বিশেষ কিছু। বন্ধু মানে নির্ভরতা। বন্ধু মানে আনন্দ, প্রাণ খুলে আড্ডা আর অম্লমধুর খুনসুটি। হৃদয়ের সবটুকু আবেগ নিংড়ে, সবটুকু ভালোবাসা দিয়ে যে জায়গায় কথা বলা যায়, সেই হলো বন্ধু।
তাই তো বন্ধু দিবসে নানাভাবেই বন্ধুর প্রতি ভালোবাসা প্রকাশ করেন অনেকে। তেমনই রোববার বন্ধু দিবসে হৃদয়ের সবচেয়ে কাছের মানুষকে শুভেচ্ছা জানালেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।
দুই বন্ধু মিলে হাতে ফুল ধরে আছেন— এমন একটি ছবি এদিন রাতে ফেসবুকে পোস্ট করেছেন পরীমনি। তার সেই বন্ধুর নাম শরিফুল ইসলাম রাজ। যিনি তার জীবনসঙ্গী।
স্বামী রাজকে মেনশন সেই ছবির ক্যাপশনে পরীমনি লেখেন, ‘হ্যাপি ফ্রেন্ডশিপ ডে রাজ। আমার সকল ব্যথার কথা আমি খুব সহজেই তোমার কাছে দ্বিধাহীন বলতে পারি। কত অল্প সময়ে হৃদয়ের সব থেকে কাছের মানুষটা আমার আমি তোমাকে অনেক ভালোবাসি।’
প্রতিবছর আগস্ট মাসের প্রথম রোববার সারা বিশ্বে পালিত হয়ে আসছে বন্ধু দিবস। আমাদের দেশেও এখন তা পালন হয়, কিন্তু এই বন্ধু দিবসেরও রয়েছে সুদীর্ঘ ইতিহাস।
১৯৩৫ সাল থেকেই বন্ধু দিবস পালনের প্রথা চলে আসছে আমেরিকাতে। জানা যায়, ১৯৩৫ সালে আমেরিকা সরকার এক ব্যক্তিকে হত্যা করে। দিনটি ছিল আগস্ট মাসের প্রথম শনিবার। তার প্রতিবাদে পরের দিন ওই ব্যক্তির বন্ধুটি আত্মহত্যা করেন।
এরপরই জীবনের নানা ক্ষেত্রে বন্ধুদের অবদান আর তাদের প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যেই আমেরিকার কংগ্রেস ১৯৩৫ সালে আগস্ট মাসের প্রথম রোববার বন্ধু দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়।
এনিগমা মাল্টিমিডিয়ার নিয়মিত আয়োজন ‘আজ গানের দিন’-এ এবারের শিল্পী রাকিবা ইসলাম ঐশী।
অনুষ্ঠানটির চতুর্থ পর্ব রোববার রাত ১০টায় সরাসরি সম্প্রচারিত হবে এনিগমার ফেসবুক পেজ ও ইউটিউবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ঐশী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে বর্তমানে স্নাতকোত্তরে অধ্যয়নরত। আর গানের তালিম নিচ্ছেন আচার্য রেজওয়ান আলী লাভলুর কাছে। গানকে সঙ্গী করে কাটিয়ে দিতে চান সারা জীবন।
ঐশীর জন্ম ২২ জানুয়ারি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট গ্রামে। শৈশব থেকেই গান শেখা শুরু করেন তিনি।
২০১৭ সালের ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় অংশ নেন ঐশী। জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে অনেক পুরস্কার পেয়েছেন তিনি।
বর্তমানে টেলিভিশনের পর্দায় ও ডিজিটাল মিডিয়ায় নিয়মিত গাইছেন এই শিল্পী।
মন্তব্য