এইতো, জুলাই মাসের প্রথম দিকের কথা। ফেসবুকে প্রকাশ পায় তিন নৃত্যশিল্পীর ১ মিনিট ১৮ সেকেন্ডের একটি পরিবেশনা। সেখানে তারা একটি গানের ডান্স কাভার করে।
কোক স্টুডিও বাংলা থেকে প্রকাশিত ‘পাগল ছাড়া দুনিয়া চলে না’ গানের জালালি সেটের র্যাপ অংশের সেই ডান্স কাভারটি অনেকেরই নজরে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি শেয়ারও হয় বেশ।
সেই ভিডিওটি তৈরির খোঁজ করতে গিয়ে জানা গেল তিন নৃত্যশিল্পীর মধ্যে একজন আনিকা তাবাসসুম শিমু। তিনি ওই নাচের কোরিওগ্রাফার এবং পারফর্মার। কথা বলতে বলতে আরও জানা গেল, জুলাইয়ের ২ তারিখে অনুষ্ঠিত কেপপ ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন হয়েছে যে দল, সেই দলের সদস্যও তিনি।
এই প্রতিযোগিতাটি হয় বিভিন্ন দেশে। প্রতিটি দেশের চ্যাম্পিয়নসহ প্রথম ৫টি দলের ভিডিও পাঠানো হয় কোরিয়াতে। সেখানে যাচাই হওয়ার পর চ্যাম্পিয়নসহ প্রথম ৫টি দলের মধ্যে থেকে একটি দল সুযোগ পায় কোরিয়া যাওয়ার। সেখানে হয় চূড়ান্ত প্রতিযোগিতা। শিমু নিউজবাংলাকে জানান, চ্যাম্পিয়ন হলেও তারাই যে কোরিয়া যাওয়ার সুযোগ পাবেন, তেমনটা না। কারা যাওয়ার সুযোগ পাচ্ছেন, সেটি এখনও জানায়নি কর্তৃপক্ষ।
শিমু যে ধরনের নাচ করেন, সেই ধরনকে বলা হয় হিপ-হপ। তবে অন্য ধরনের নাচও করেন তিনি। নাচের শিক্ষা শুরু তার সাড়ে তিন বছর বয়স থেকে।
এখন লেখাপড়ার পাশাপাশি নাচের চর্চা, ডান্স কাভার, কোরিওগ্রাফি ও বিভিন্ন ইভেন্টে অংশ নেন তরুণ এই ডান্স পারফর্মার। শিমু এখন পড়ছেন রাজধানীর মাইলস্টোন কলেজে। বাসায় ভাইবোনদের মধ্যে সবার ছোট তিনি। বরাবরই সবার কাছ থেকে সমর্থন পেয়ে আসছেন।
নিউজবাংলাকে শিমু জানান, ছোটবেলায় মায়ের হাত ধরেই গিয়েছিলেন নৃত্যে তালিম নিতে। তিনি বলেন, ‘সাত বছর বয়স যখন, তখন আমার মনে হলো, আমি হিপ-হপ ডান্সটাই পছন্দ করব। তার পর থেকে এখন পর্যন্ত সেটাই করার চেষ্টা করছি। তবে অন্য ফরমেটের নাচও আমি করতে পারি। প্রয়োজনে করিও।’
শিমুর ফেসবুকে অনেক ভিডিও রয়েছে, যেখানে তার নানা ঢংয়ের পরিবেশনা রয়েছে। বাংলাদেশে এ ক্ষেত্রটা নিয়ে শিমু আরও কিছু তথ্য দিলেন।
শিমু নিউজবাংলাকে বলেন, ‘অনেক পারফর্মার রয়েছে। দিনে দিনে সংখ্যাটা আরও বাড়ছে। বিভিন্ন গ্রুপ রয়েছে। যেগুলোর মধ্যে এক্সপ্রেস ডি’ ক্র (এক্সডিসি), টুএনএইট (2n8), নামের দুটি গ্রুপে আমিও আছি।’
এ ধরনের নাচ শেখার উপায় কী? বা কারা শেখায়? জানতে চাইলে শিমু বলেন, ‘শেখার জন্য যে আলাদা কোনো প্রতিষ্ঠান আছে তেমন না। তবে গ্রুপে থাকলে সহশিল্পীদের সঙ্গে থেকে এগুলো শেখার সুযোগ আছে। তাছাড়া ইউটিউব থেকে শেখা যায়। আমি দুইভাবেই শিখেছি, শিখছি।’
রাজধানীর বাইরেও এমন অনেক গ্রুপ রয়েছে বলে জানান শিমু। তিনি বলেন, ‘ঢাকার বাইরে যারা আছেন, তাদের শেখার জন্য ইউটিউব ভালো একটি শেখার জায়গা। তবে আশার বিষয় হলো, প্রত্যেক বিভাগীয় শহরেই এখন হিপ-হপ নাচের দল রয়েছে বলে খোঁজ পাচ্ছি।’
শিমু এখন পর্যন্ত একটি নাটকের গানে কোরিওগ্রাফি করেছেন। তবে লিড আর্টিস্ট হিসেবে এখনও তার মিউজিক ভিডিও বা সিনেমায় কাজ করা হয়নি। তার ইচ্ছে আছে বলে জানান। একই সঙ্গে এও জানান যে, পথটি খুব একটা সহজ নয়।
শিমু বলেন, ‘প্রফেশন হিসেবে এটি বেশ রিস্কি। কারণ কাজ করার অনেক সুযোগ নেই। এক্সপেরিমেন্ট করার সুযোগ নেই। আমার তো আরও অনেক পথ পাড়ি দিতে হবে। যারা অনেকখানি এগিয়ে গেছেন, তাদেরকে দেখি, একটা জায়গায় আটকে আছেন। এটা তাদের সমস্যা না, সমস্যা হলো সুযোগের। তারা হিপ-হপ ডান্স বা তারা যেটা করতে চান, সেটা করার সুযোগ পাচ্ছেন না তারা।’
মাত্র উচ্চ মাধ্যমিকে পড়ছেন শিমু। আগামীতে আরও অনেক কিছুই করার সুযোগ আছে তার। তবে পছন্দের এই মাধ্যমটি নিয়ে থাকতে চান। সুযোগ ও সম্ভাবনা তাকে কতদূর নিয়ে যেতে পারবে সেটিই এখন দেখার অপেক্ষা।
যদি শিমু এগিয়ে যেতে পারেন, তবে দেশেও হিপ-হপ ডান্স এগিয়ে যাবে বলে আশা করেন তিনি। দর্শকরাও পাবেন ভিন্ন নাচের স্বাদ।
২০০ কোটি রুপি অর্থ পাচার মামলায় সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকেও অভিযুক্ত করেছে ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
দিল্লির আদালতে বুধবার জ্যাকলিনের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট জমা দেয় ইডি।
চার্জশিটে নাম আসার পর নিজেকে শক্ত রাখার চেষ্টা করছেন অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে জ্যাকলিন লেখেন, ‘প্রিয়তম আমি, ভালো সবকিছু আমার প্রাপ্য। আমি শক্তিশালী, আমি মেনে নিয়েছি, সব ঠিকঠাক হয়ে যাবে। আমি শক্ত-সামর্থ্য, আমি আমার লক্ষ্য ও স্বপ্নপূরণ করব, এটা করতে পারি।’
ইডির প্রথম চার্জশিটে সুকেশ কীভাবে এ অর্থ ব্যবহার করেছেন, সেটি উল্লেখ করা হয়েছে। সম্পূরক চার্জশিটে বলা হয়, সুকেশ তার প্রতারিত অর্থ থেকে জ্যাকলিনকে ৫ কোটি রুপির বেশি মূল্যের উপহার দিয়েছেন। এ কারণে তাকে অভিযুক্ত করা হয়েছে। এই উপহারগুলো যে অবৈধ আয়ে কেনা, সে সম্পর্কে জানতেন জ্যাকলিন।
এর আগে এক বিবৃতিতে ইডি জানায়, তদন্তে বেরিয়ে এসেছে, সুকেশ চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকাণ্ডের আয় থেকে জ্যাকলিনকে ৫ কোটি ৭১ লাখ রুপির বিভিন্ন উপহার দিয়েছেন।
এসবের মধ্যে রয়েছে ৫২ লাখ রুপি মূল্যের ঘোড়া ও ৯ লাখ রুপির পার্সিয়ান বিড়াল।
এ মামলায় একাধিকবার ইডির জেরার মুখে পড়েন অভিনেত্রী। শুধু তাই নয়; মামলায় গত এপ্রিলে অর্থপাচার প্রতিরোধ আইনের অধীনে জ্যাকলিনের ৭ কোটি ২৭ লাখ রুপির সম্পদ বাজেয়াপ্তও করে ইডি।
মামলার পর থেকে আদালতের অনুমতি ছাড়া জ্যাকলিনের ভারত ছাড়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইডি।
আরও পড়ুন:৯ মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে দেশে ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের ‘কিং খান’ শাকিব খান। বুধবার দুপুর পৌনে ১টার দিকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
কিং খানের পথ চেয়ে বিমানবন্দরে বুধবার সকাল থেকেই ভিড় করেন অসংখ্য শুভাকাঙ্ক্ষী, হাতের ব্যানার-ফেস্টুনে ছিল শাকিব-বন্দনা।
বিমানবন্দর রোডে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শাকিব খান। ফুল ছিটিয়ে তাকে শুভেচ্ছা জানান ভক্তরা।
ছাদ খোলা গাড়ি থেকে সবাইকে হাত নেড়ে উড়ন্ত চুমু ছুড়ে দেন শাকিব। ভক্তদের সঙ্গে সেলফি তোলেন, ভিডিও করেন।
এ সময় রাস্তার বিভিন্ন যানবাহনের যাত্রীরাও উচ্ছ্বাস প্রকাশ করেন। বিমানবন্দর থেকে সোজা গুলশানের বাসায় চলে যান শাকিব।
এর আগে বেলা ১টা ৩০ মিনিটে সিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শাকিব খান। বলেন, সব সময়ই মনে হয়েছে কখন তিনি দেশে ফিরবেন।
শাকিব বলেন, ‘আমি ফ্লাইটে বারবার জিজ্ঞেস করছিলাম ল্যান্ড করতে কতক্ষণ লাগবে।’
ভক্ত-দর্শক-সাংবাদিকদের উদ্দেশে শাকিব বলেন, ‘আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। এই ভালোবাসার কাছে আমি ঋণী। আপনারা সবাইকে আমি খুব মিস করেছি। আমি স্পিচলেস।’
আরও পড়ুন:বহুল আলোচিত ২০০ কোটি রুপি অর্থ পাচার মামলার মূল হোতা সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকেও অভিযুক্ত করেছে ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, দিল্লির একটি আদালতে বুধবার জ্যাকলিনের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট জমা দিয়েছে ইডি।
দিল্লির এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২১৫ কোটি রুপি প্রতারণা করে আত্মসাতের অভিযোগে সুকেশকে গ্রেপ্তার করা হয়। এরপর ইডি তার অর্থ পাচারের তদন্ত শুরু করে।
ইডির প্রথম চার্জশিটে উল্লেখ করা হয়েছে কীভাবে সুকেশ এই অর্থ ব্যবহার করেছেন। সম্পূরক চার্জশিটে বলা হয়, সুকেশ তার প্রতারিত অর্থ থেকে জ্যাকুলিনকে ৫ কোটি রুপির বেশি মূল্যের উপহার দিয়েছেন। এ কারণে তাকে অভিযুক্ত করা হয়েছে, এই উপহারগুলো যে অপরাধের আয়ে কেনা সে সম্পর্কে সচেতন ছিলেন অভিনেত্রী।
এর আগে এক বিবৃতিতে ইডি জানায়, তদন্তের সময় জানা গেছে যে সুকেশ চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকাণ্ডের আয় থেকে জ্যাকলিনকে ৫ কোটি ৭১ লাখ রুপির বিভিন্ন উপহার দিয়েছেন।
এই উপহারগুলোর মধ্যে রয়েছে ৫২ লাখ রুপি মূল্যের একটি ঘোড়া এবং ৯ লাখ রুপি মূল্যের একটি পার্সিয়ান বিড়াল।
ইডি আরও অভিযোগ করে, জ্যাকুলিনের পরিবারের সদস্যদের বিপুল পরিমাণ অর্থ দিয়েছেন সুকেশ।
এই মামলায় জ্যাকুলিনকে একাধিকবার জেরা করেছে ইডি। অভিনেত্রী সংস্থাটিকে জানিয়েছেন, ২০১৭ সাল থেকে সুকেশকে চেনেন তিনি।
গত বছরের নভেম্বরে সুকেশের সঙ্গে জ্যাকুলিনের কয়েকটি ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়েছিল। এরপর তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে শুরু হয়েছিল তুমুল আলোচনা।
আরও পড়ুন:সম্প্রতি একটি ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করেন বলিউড তারকা রণবীর সিং। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবিগুলো ছড়িয়ে পড়ার পর থেকে দেখা গেছে নানা প্রতিক্রিয়া।
রণবীর ছবির মাধ্যমে ‘নারীদের অনুভূতিতে আঘাত করেছেন’ এমন অভিযোগ তুলে তার বিরুদ্ধে মুম্বাই পুলিশের কাছে এফআইআর করেছে এক এনজিও।
এবার সেই অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য রণবীরকে তলব করেছে মুম্বাই পুলিশ।
বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নগ্ন ফটোশুট বিতর্কের বিষয়ে রণবীরের বক্তব্য রেকর্ড করার জন্য নোটিশ দেয়া হবে। ২২ আগস্ট তাকে হাজির হওয়ার জন্য সমন দেয়া হয়েছে।
মুম্বাই পুলিশের একটি দল শুক্রবার রণবীরের বাসভবনে যায়, কিন্তু নোটিশ দিতে পারেনি কারণ তিনি এখন মুম্বাইতে নেই।
মুম্বাই চেম্বুর থানায় দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে ২৬ জুলাই অভিনেতার বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল। ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯৩, ৫০৯ এবং তথ্যপ্রযুক্তি আইনের বিধান অনুযায়ী অভিযোগ দায়ের করা হয়।
পেপার ম্যাগাজিনের জন্য শুট করা সেই ছবিগুলো গত ২১ জুলাই থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
এদিকে এক সপ্তাহ আগে রণবীরের সেই ফটোশুট নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন সংখ্যালঘু নারী সংগঠনের চেয়ারপারসন নাজিয়া ইলাহি খান।
আরও পড়ুন:তিন দিন আগে অভিনয়শিল্পী দম্পতি পরীমনি ও শরিফুল রাজের ঘর আলো করে এসেছে নতুন অতিথি।
রাজধানীর একটি হাসপাতালে বুধবার বিকেলে অস্ত্রোপচারে ভূমিষ্ঠ হয় পরীমনির ছেলেসন্তান। পরে ফেসবুকে ছেলের পুরো নামসহ ছবিও প্রকাশ করেন তারকা এ দম্পতি।
প্রথমবারের মতো মা-বাবা হওয়ার আনন্দে ভাসছেন দুজনই। জীবনের নতুন এই অধ্যায়ে পরীর প্রতি আরও একবার মুগ্ধতা ও ভালোবাসা প্রকাশ করেছেন রাজ।
সন্তান ও পরীর সঙ্গে ৮ সেকেন্ডের একটি ভিডিও শুক্রবার রাতে ফেসবুকে পোস্ট করেন রাজ। সেই ভিডিওর ক্যাপশনে রাজ লেখেন, ‘আমার জীবনে কী সুখ তুমি নিয়ে এসেছ তা বোঝাতে পারব না। জীবনের নতুন অর্থ পাওয়াটা আশীবার্দস্বরূপ, তবে তোমার সঙ্গে দেখা হওয়াটাই আমার জীবনের মোড় পাল্টে দিয়েছে।
‘তোমার সঙ্গে থাকতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। তুমিই আমার সব এবং সর্বস্ব উজাড় করে তোমাকে ভালোবাসি…তুমি হবে সেরা মা।’
এর আগে বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে এক পোস্টে পরীর উদ্দেশে রাজ লেখেন, ‘হ্যাঁ, তুমি এটা করেছ আমার প্রিয় সঙ্গী। আমি সততার সঙ্গে বলতে পারি যে, এটি আমার জীবনের সেরা মুহূর্ত।’
ছেলে রাজ্য যেন তারকার মতো বড় হয়, সেই আশাবাদ ব্যক্ত করে রাজ লেখেন, ‘ওই ছোট পা আমাদের হৃদয়ে সবচেয়ে বড় পায়ের ছাপ তৈরি করেছে। তোমরা দুজনই (পরী ও রাজ্য) আমার জীবনে অলৌকিক ঘটনা ঘটিয়েছ।
‘সে (রাজ্য) যেন তারার মতো বেড়ে ওঠে এবং তাদের বাবা-মার মতো সাহসী হয়। অনেক অনেক অভিনন্দন আমার রকস্টার।’
২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ ও পরীমনি। চলতি বছরের ১০ জানুয়ারি তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। ওই দিন পরীমনির অন্তঃসত্ত্বা হওয়ার খবরটিও জানাজানি হয়।
আরও পড়ুন:মাত্র কয়েক বছর হলো বলিউডে যাত্রা শুরু করেছেন সাইফ আলি খানের কন্যা সারা আলি খান। সিনেমা করেছেন হাতে গোনা কয়েকটি। এরই মধ্যেই ‘স্টার কিড’ (তারকা সন্তান) তকমা কাটিয়ে নিজেই হয়ে উঠেছেন নামি তারকা।
আজ তার জন্মদিন। বৃহস্পতিবার ২৭ বছর পূর্ণ করলেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন তিনি।
বাবা সাইফ থেকে শুরু করে কারিনা কাপুর, আনুশকা শর্মা, অনন্যা পান্ডেসহ অনেক তারকাই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সারাকে।
তবে নেটিজেনদেন নজর কেড়েছে সারার নিজেকে শুভেচ্ছা জানানো নোটটি। এদিন ইনস্টাগ্রামে এক স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেই ছবির ওপর তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন সারা, সব সময় নিজেকে ভালোবাস, তা যে অবস্থাতেই থাকো না কেন।’
বর্তমানে নিউ ইউর্কে ছুটি কাটাচ্ছেন সারা। কদিন ধরেই সেখান থেকে ইনস্টাগ্রামে ছুটি কাটানোর ছবি পোস্ট করছেন তিনি।
২০১৮ সালে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে কেদারনাথ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন সারা। এরপর সিম্বাসহ একাধিক হিট সিনেমায় অভিনয় করেছেন তিনি।
এদিকে সবশেষ সারাকে দেখা গেছে ২০২১ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া আতরাঙ্গি রে সিনেমায়। এতে তার বিপরীতে ছিলেন অক্ষয় কুমার ও ধানুশ।
এদিকে আগামীতে সারাকে দেখা যাবে গ্যাসলাইট সিনেমায়। এতে তার বিপরীতে রয়েছেন বিক্রান্ত মেসি।
মা হওয়ার সুখবরে শুভেচ্ছায় ভাসছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ থেকে সেলিব্রেটি, ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দনসহ জানাচ্ছেন প্রতিক্রিয়া।
আলোচিত লেখক তসলিমা নাসরিনও দিয়েছেন প্রতিক্রিয়া। নবজাতককে নিয়ে রাখঢাক না করায় পরীমনির প্রশংসা করেছেন তিনি, তবে ‘রাজ্য’ নামটি ঠিক ‘মেনে নিতে পারছেন না’ তসলিমা।
ফেসবুকে এক স্ট্যাটাসে তসলিমা লিখেছেন, ‘সিনেমার নায়িকারা আজকাল একটা ঢং করে, বাচ্চা হলে বাচ্চার মুখ দেখাবে না, পেছন থেকে বাচ্চাকে দেখাবে, অথবা মুখটা একটা লাভ সাইন দিয়ে ঢেকে দেবে। যখন বাচ্চার মুখ দেখার জন্য লোকে অধীর আগ্রহে আর বসে থাকবে না, তখন হয়তো সে মুখ, কয়েক মাস বা কয়েক বছর পর, দেখাবে।’
এ ধরনের দৃষ্টিভঙ্গী এড়িয়ে পরীমনির সন্তানের ছবি প্রকাশের বিষয়টি ভালো লেগেছে তসলিমার। তিনি লেখেন, ‘পরীমনি বাংলাদেশের সিনেমার নায়িকা। তিনি অন্য নায়িকাদের মতো বাচ্চার মুখ না দেখানোর ঢংটা করেননি বলে ভালো লাগলো। প্রথম দিনই বাচ্চার চেহারা দেখিয়ে দিয়েছেন জনগণকে।’
অভিনেত্রী তার ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য। তবে নামটা ‘বিশেষ পছন্দ হয়নি’ আলোচিত এই লেখকের।
তসলিমা লেখেন, ‘‘তবে স্বামীর নামের সঙ্গে মিলিয়ে বাচ্চার নাম রাখাটা বিশেষ পছন্দ হয়নি। স্বামীটামীরা আজ আছে, কাল নেই। সন্তান তো চিরদিনের। পরী তার নামের সঙ্গে মিলিয়ে সুন্দর একটি বাংলা নাম রাখতে পারতেন। পরীর জায়গায় আমি হলে ‘রাজ্য’ নয়, ডাকনাম রাখতাম ‘পরমানন্দ’। ভালো নাম ‘শাহীম মুহাম্মদ’ নয়, রাখতাম ‘পরমানন্দ প্রাণ’।’’
তবে তসলিমার এই পরামর্শকে অবশ্য ‘অযাচিত’ বলে অনেকে সমালোচনা করছেন ফেসবুকে। তবে তার স্ট্যাটাসে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এ বিষয়ে সরাসরি কেউ কোনো মন্তব্য করেননি। নিজের ওয়ালের কমেন্ট সেকশন ‘ফ্রেন্ডস অনলি’ রেখেছেন তসলিমা।
রাজধানীর একটি হাসপাতালে বুধবার বিকেলে অস্ত্রোপচারে ভূমিষ্ঠ হয় পরীমনির ছেলেসন্তান।
নবজাতককে বুকে জড়িয়ে বৃহস্পতিবার সকালে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন পরী; জানিয়েছেন ছেলের পুরো নামও।
সেই ছবির ক্যাপশনে পরীমনি লেখেন, ‘শাহীম মুহাম্মদ রাজ্য। তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে।’
আরও পড়ুন:
মন্তব্য