× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

বিনোদন
Kangana is coming on screen as Indira Gandhi
google_news print-icon

ইন্দিরা গান্ধী হয়ে পর্দায় আসছেন কঙ্গনা

ইন্দিরা-গান্ধী-হয়ে-পর্দায়-আসছেন-কঙ্গনা
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ছবি: সংগৃহীত
সিনেমার লুক পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘বিশ্বের ইতিহাসে অন্যতম শক্তিশালী এবং বিতর্কিত নারী। ইমারজেন্সি সিনেমার শুটিং শুরু হল।’

মাথার কাঁচা-পাকা চুলের আইকনিক স্টাইলটা দেখলেই মনে পড়ে যায় ভারতের একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কথা। চুলের সেই ঢংটা নিয়েই হাজির হয়েছেন কঙ্গনা রানাউত।

ইমারজেন্সি সিনেমার প্রথম ঝলক প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার। সেখানেই ইন্দিরা গান্ধীর লুকে ধরা দিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।

সিনেমার লুক পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘বিশ্বের ইতিহাসে অন্যতম শক্তিশালী এবং বিতর্কিত নারী। ইমারজেন্সি সিনেমার শুটিং শুরু হল।’

ইন্দিরাকে পর্দায় ফুটিয়ে তোলা সহজ নয়। চরিত্রটিকে জীবন্ত করে তুলতে কাজ করেছেন বিশ্বের অন্যতম মেকআপ শিল্পী ডেভিড মেলিনোস্কি।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ১৯৭৫ থেকে ১৯৭৭ সালে ভারতের জরুরি অবস্থা সময়ের রাজনৈতিক পটভূমিতে সিনেমা নির্মাণ করতে আগ্রহী ছিলেন কঙ্গনা। তাই সিনেমাটি পরিচালনাও করছেন তিনি।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল কঙ্গনার ধাকাড়। বক্স অফিসে একদমই ব্যবসা করতে পারেনি সিনেমাটি। এখন দেখার অপেক্ষা নতুন এ সিনেমাটি কী করতে পারে।

ইমারজেন্সি ছাড়াও কঙ্গনার হাতে রয়েছে মণিকর্ণিকা রিটার্নস টিকু ওয়েডস শেরু

আরও পড়ুন:
‘কন্ট্রোভার্সি কুইন’-এর আলোচিত যত মন্তব্য
কঙ্গনার কটাক্ষ নিয়ে ক্ষোভ নেই আলিয়ার
করণ জোহরকে জেলে ঢোকাতে চান কঙ্গনা
আলিয়াকে নকল করা শিশুর ওপর চটেছেন কঙ্গনা
দীপিকার সিনেমাকে ‘জঞ্জাল’ বলে কটাক্ষ কঙ্গনার

মন্তব্য

আরও পড়ুন

বিনোদন
Ray Stevenson died 4 days before his birthday

জন্মদিনের ৪ দিন আগে মারা গেলেন রে স্টিভেনসন

জন্মদিনের ৪ দিন আগে মারা গেলেন রে স্টিভেনসন রে স্টিভেনসন। ছবি: সংগৃহীত
থর, পানিশার, ওয়ার জোন, কিং আর্থারের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন রে স্টিভেনসন।

থর, পানিশার, ওয়ার জোন, কিং আর্থারের মতো চলচ্চিত্রের অভিনেতা রে স্টিভেনসন মারা গেছেন। তার ৫৯ তম জন্মদিনের চার দিন আগে তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন।

যুক্তরাজ্যভিত্তিক প্রচার হাউস ভিউপয়েন্ট বিবিসিকে রোববার তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে। তবে এর বেশি কিছু জানাতে রাজি হয়নি।

৫৮ বছর বয়সী এ ব্রিটিশ-আইরিশ অভিনেতার মৃত্যুর কারণ এখনও কোনো প্রতিষ্ঠানই নিশ্চিত করেনি। তবে তিনি শুটিং চলাকালে অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন বলে কয়েকটি সূত্র জানিয়েছে।

তিনি ইতালির ইসচিয়া দ্বীপে অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘ক্যাসিনো ইন ইসচিয়া’র শুটিংয়ে ছিলেন।

রে ১৯৬৪ সালের ২৫ মে উত্তর আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন। আট বছর বয়সে তিনি পরিবারের সঙ্গে ইংল্যান্ডে পাড়ি জমান।

আরও পড়ুন:
‘অ্যাভাটার’-এর আয় ‘ম্যাভরিক’কে ছাড়াতে না পারার শঙ্কা
শুক্রবার থেকে ‘ব্ল্যাক অ্যাডাম’, চলছে অগ্রিম টিকিট বিক্রি

মন্তব্য

বিনোদন
Shahrukh Khan begged for his sons release

ছেলের ‘মুক্তি ভিক্ষা’ চেয়েছিলেন শাহরুখ খান

ছেলের ‘মুক্তি ভিক্ষা’ চেয়েছিলেন শাহরুখ খান শাহরুখ খান ও সমীর ওয়ানখেড়ে। ছবি: সংগৃহীত
বর্তমানে আরিয়ানের বদলে কাঠগড়ায় তাকে গ্রেপ্তার করা এক সময়ের প্রতাপশালী মাদকবিরোধী ব্যুরোর কর্মকর্তা সমীর। তিনি আরিয়ানকে কারাগারে না পাঠানোর বিনিময়ে শাহরুখের কাছে ২৫ কোটি রূপি ঘুষ দাবি করেছেন বলে অভিযোগ উঠে।

মাদক সেবন ও বহনের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। সে সময় সংশ্লিষ্ট আইনপ্রয়োগকারী কর্মকর্তার কাছে ছেলের মুক্তি ভিক্ষা চেয়েছিলেন শাহরুখ।

শাহরুখ চেয়েছিলেন তার ছেলেকে কারাগারে না পাঠিয়ে বাড়িতে পৌঁছে দেয়া হোক। এ জন্য তিনি মানবিক কারণ দেখিয়ে অনুনয়-বিনয় করেন।

আরিয়ান খানকে গ্রেপ্তারে নেতৃত্ব দেয়া সাবেক কর্মকর্তা সমীর ওয়ানখেড়ের আদালতে জমা দেয়া হোয়াটসঅ্যাপের কথোপকথনের স্ক্রিনশট থেকে এসব জানা যায়। শাহরুখ খানের কাছে ঘুষ দাবির অভিযোগ বিষয়ে নিজেকে নির্দোষ প্রমাণে তিনি শুক্রবার এসব উপস্থাপন করেন বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়।

তবে স্ক্রিনশটের সত্যতা এখনও নিশ্চিত করা যায়নি, সেসব ওই কর্মকর্তার একতরফা দাবি বলে জানিয়েছে এনডিটিভি।

সমীর ওয়ানখেড়ে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) সাবেক জোনাল ডিরেক্টর।

২০২১ সালের ৩ অক্টোবর মাদকবিরোধী অভিযানে আরিয়ান খানকে প্রমোদতরী থেকে গ্রেপ্তার করা হয়। এর এক মাসের মধ্যে আরিয়ান মুক্তি পান।

বর্তমানে আরিয়ানের বদলে কাঠগড়ায় এক সময়ের প্রতাপশালী কর্মকর্তা সমীর। তিনি আরিয়ানকে কারাগারে না পাঠানোর বিনিময়ে শাহরুখের কাছে ২৫ কোটি রূপি ঘুষ দাবি করেছেন বলে অভিযোগ উঠে।

আদালতে জমা দেয়া স্ক্রিনশটে দেখা যায়, শাহরুখ একাধিকবার সমীরকে বার্তা পাঠিয়েছেন।

শাহরুখ এক বার্তায় লেখেন, ‘দয়া করে তাকে (আরিয়ান) কারাগারে পাঠাবেন না। সে মানসিকভাবে ভেঙে পড়বে।’

অপর বার্তায় তিনি লেখেন, ‘আমার ও পরিবারের জন্য ক্ষমা ভিক্ষা চাই।’ আরিয়ান কারাগারের অন্য অপরাধীদের সঙ্গে থাকলে তার উদ্দম নষ্ট হবে, তাকে ভয়ংকর অপরাধীদের মতো কারাগারে না রাখতে অনুরোধ করে একাধিকবার মুক্তি ভিক্ষা চান শাহরুখ।

এক বার্তায় শাহরুখ ওই কর্মকর্তার জন্য নিজের অবস্থান থেকে যে কোনো কিছু করতে রাজি বলেও ইঙ্গিত দেন।

সেই সঙ্গে ছেলের মুক্তির জন্য এমন অনুরোধ আইনের চোখে সঠিক নয় বলেও মন্তব্য করেন শাহরুখ। তবু বাবা হিসেবে নিরুপায় উল্লেখ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলাপের প্রস্তাব দেন তিনি।

শাহরুখের দীর্ঘ বার্তার বিপরীতে ওই কর্মকর্তার জবাব ছিল সংক্ষিপ্ত। তিনি লেখেন, ‘শাহরুখ, আমি জানি আপনি ভালো মানুষ। ভালো কিছুর আশা করি। আপনার যত্ন নিন।’

সাবেক কর্মকর্তা সমীর নিজেকে নির্দোষ দাবি করে সিবিআইয়ের করা ঘুষের মামলাটি বাতিলে হাইকোর্টে আবেদন করেন।

আরও পড়ুন:
রাকুলকে ফের ইডির তলব
দীপিকার পোশাকে মন্ত্রীর আপত্তি, মধ্যপ্রদেশে ‘পাঠান’ নিষিদ্ধের হুমকি
বছরের সেরা দশে দক্ষিণী সিনেমার জয়জয়কার
নারীপ্রধান সিনেমা পুরুষের সমান বাজেট পায় না: হুমা
ভারতের সেরা দশ অভিনেতা-অভিনেত্রীর শীর্ষে ধানুশ

মন্তব্য

বিনোদন
May Legend Farooq Bhai enter Jannat Naseeb Omar Sunny

লিজেন্ড ফারুক ভাইকে জান্নাত নসিব করুন: ওমর সানি

লিজেন্ড ফারুক ভাইকে জান্নাত নসিব করুন: ওমর সানি চিত্রনায়ক ফারুক ও ওমর সানি। কোলাজ: নিউজবাংলা
নায়কের মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আলোচিত অভিনেতা ওমর সানি। তিনি এক বাক্যে লিখেন, ‘আল্লাহ আমাদের লিজেন্ড ফারুক ভাইকে জান্নাত নসিব করুন।’

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যু হয়েছে অভিনেতা ও রাজনীতিক আকবর হোসেন পাঠান ফারুকের। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

আলোচিত অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চলচ্চিত্রাঙ্গনসহ বিভিন্ন মহলের মানুষজন।

নায়কের মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আলোচিত অভিনেতা ওমর সানি। তিনি এক বাক্যে লিখেন, ‘আল্লাহ আমাদের লিজেন্ড ফারুক ভাইকে জান্নাত নসিব করুন।’

বাংলাদেশ সময় সোমবার সিঙ্গাপুরে মৃত্যু হয় ফারুকের। দীর্ঘদিন ধরেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। উচ্চ রক্তচাপ, মস্তিষ্ক, স্নায়ুতন্ত্রের নানা সমস্যায় ভুগছিলেন অভিনেতা।

১৯৪৮ সালের ১৮ আগস্ট মানিকগঞ্জে জন্ম হয় ফারুকের। তার শৈশব, কৈশোর ও যৌবন কেটেছে পুরান ঢাকায়।

পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে ফারুক সবার ছোট।

ফারুক স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তার দুই সন্তান হলেন ফারিহা তাবাসসুম পাঠান ও রওশন হোসেন।

আরও পড়ুন:
ফারুকের আলোচিত সিনেমাগুলো
ফারুকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ফারুকের অবদান আজীবন স্মরণ করা হবে: রাষ্ট্রপতি
চলে গেলেন নায়ক ফারুক
বিদ্যানন্দ নিয়ে পোস্ট দেখে মন খারাপ: ফারুকী

মন্তব্য

বিনোদন
Farooqs popular movies

ফারুকের আলোচিত সিনেমাগুলো

ফারুকের আলোচিত সিনেমাগুলো চিত্রনায়ক ফারুক অভিনীত দুটি সিনেমার পোস্টার। কোলাজ: নিউজবাংলা
১৯৭৫ সালে চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘সুজন সখী’ সিনেমায় নাম ভূমিকায় ছিলেন ফারুক। ছবিতে সখী নামধারী নায়িকা ছিলেন কবরী। ছয় মাসের বেশি সময় ধরে ছবিটি বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সোমবার মৃত্যু হয়েছে চলচ্চিত্রাঙ্গনে ‘মিয়া ভাই’ হিসেবে পরিচিত অভিনেতা ও রাজনীতিক আকবর হোসেন পাঠান ফারুকের। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

প্রায় সাড়ে সাত দশকের জীবনে সাড়ে তিন দশক অভিনয় করেছেন ফারুক। এর শুরুটা হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বছর ১৯৭১ সালে।

বীর মুক্তিযোদ্ধা ফারুকের অভিষেক হয়েছিল ‘জলছবি’ সিনেমার মধ্য দিয়ে। এইচ. আকবর পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ১৯৭১ সালের ২২ মার্চ। এতে তার সহশিল্পী ছিলেন কবরী সারওয়ার।

১৯৭৩ সালে খান আতাউর রহমান পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘আবার তোরা মানুষ হ’ সিনেমায় অভিনয় করেন ফারুক। এতে তার সহশিল্পী ছিলেন ববিতা।

পরের বছর নারায়ণ ঘোষ মিতা পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক ‘আলোর মিছিল’ নামের সিনেমায় অভিনয় করেন ফারুক। এতে অন্য অভিনয়শিল্পীদের মধ্যে ছিলেন রাজ্জাক ও ববিতা।

১৯৭৫ সালে চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘সুজন সখী’ সিনেমায় নাম ভূমিকায় ছিলেন ফারুক। ছবিতে সখী নামধারী নায়িকা ছিলেন কবরী। ছয় মাসের বেশি সময় ধরে ছবিটি বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়।

একই বছর ফারুক অভিনীত আরেকটি আলোচিত চলচ্চিত্র ছিল ‘লাঠিয়াল’। নারায়ণ ঘোষ মিতা পরিচালিত সিনেমায় অন্য অভিনেতাদের মধ্যে ছিলেন আনোয়ার হোসেন ও ববিতা। ওই সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন ফারুক।

১৯৭৬ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘নয়নমনি’তে অভিনয় করেন ফারুক। তার সহশিল্পী ছিলেন সৈয়দ হাসান ইমাম ও ববিতা।

দুই বছর পর ১৯৭৮ সালে আবদুল্লাহ আল মামুন পরিচালিত ‘সারেং বৌ’ সিনেমায় কদম সারেংয়ের ভূমিকায় অভিনয় করে ফারুক। শহীদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিতে ফারুকের নায়িকা ছিলেন কবরী।

একই বছর আমজাদ হোসেনের উপন্যাস ‘দ্রৌপদী এখন ট্রেনে’ অবলম্বনে তার পরিচালনায় নির্মিত ‘গোলাপী এখন ট্রেনে’ সিনেমায় অভিনেতা ছিলেন ফারুক, যেখানে তার সহশিল্পী ছিলেন ববিতা ও আনোয়ার হোসেন।

১৯৯১ সালে চাষী নজরুল ইসলামের পরিচালনায় ‘পদ্মা মেঘনা যমুনা’ সিনেমায় হাসুর ভূমিকায় অভিনয় করেন ফারুক, যাতে তার বিপরীতে ছিলেন ববিতা।

১৯৯৭ সালে খান আতাউর রহমানের ‘এখনো অনেক রাত’ সিনেমায় অভিনয় করেন ফারুক, যাতে তার সহশিল্পী ছিলেন ববিতা ও সুচরিতা।

ফারুক সর্বশেষ দুটি সিনেমা করেছিলেন ২০০৬ সালে। ওই বছর এফআই মানিকের ‘কোটি টাকার কাবিন’ ও আজাদী হাসনাত ফিরোজের ‘ঘরের লক্ষ্মী’ সিনেমায় অভিনয় করেন তিনি।

আরও পড়ুন:
‘ফারাজ’-এর আগে ‘শনিবার বিকেল’ মুক্তির চিন্তা
ফারুকীর ‘শনিবার বিকেল’ মুক্তিতে বাধা নেই
বিএনপির ফারুকের বিরুদ্ধে দুদকের মামলা চলবে
‘আখের গোছানো ছাড়া আর কিছু করেছেন?’ ফারুকীকে আতিক!
‘যার যার জায়গা থেকে বলতে হবে, গল্প বলার স্বাধীনতা চাই’

মন্তব্য

বিনোদন
Yogi Adityanath will watch The Kerala Story with ministers

মন্ত্রীদের সঙ্গে ‘দ্য কেরালা স্টোরি ’ দেখবেন যোগী আদিত্যনাথ

মন্ত্রীদের সঙ্গে ‘দ্য কেরালা স্টোরি ’ দেখবেন যোগী আদিত্যনাথ দ্য কেরালা স্টোরির পোস্টার ও যোগী আদিত্যনাথ। ছবি: সংগৃহীত
হিন্দি ভাষায় করা এক টুইটবার্তায় যোগী আদিত্যনাথ লেখেন, ‘দ্য কেরালা স্টোরি উত্তরপ্রদেশে করমুক্ত করা হবে।’

ভারতের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘দ্য কেরালা স্টোরি’।

পশ্চিমবঙ্গে চলচ্চিত্রটি নিষিদ্ধের পর পরই উত্তরপ্রদেশে একে করমুক্ত ঘোষণা করা হলো।

শুধু তাই নয়, রাজ্যের মন্ত্রীদের নিয়ে একসঙ্গে বসে ‘দ্য কেরালা স্টোরি’ দেখার দিনও ঠিক করেছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আগামী ১২ মে লখনউতে এর বিশেষ প্রদর্শনীতে রাজ্যের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে।

এর আগে সোমবার হিন্দি ভাষায় করা এক টুইটবার্তায় যোগী আদিত্যনাথ লেখেন, ‘দ্য কেরালা স্টোরি উত্তরপ্রদেশে করমুক্ত করা হবে।’

এ নিয়ে ভারতের মধ্য ও উত্তরপ্রদেশে করমুক্ত সুবিধা পেতে যাচ্ছে আলোচিত-সমালোচিত চলচ্চিত্রটি।

এ দুটি প্রদেশ ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত অঞ্চল হওয়ায় চলচ্চিত্রটির সমালোচনায় নতুন মাত্রা যোগ হলো।

এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ‘শান্তি-শৃঙ্খলা’ নষ্টের আশঙ্কায় চলচ্চিত্রটির প্রদর্শনী বন্ধের নির্দেশ দেন।

মমতা বলেন, ‘এই সিনেমায় দেখানো দৃশ্যগুলো রাজ্যের শান্তি-শৃঙ্খলার পক্ষে বিপজ্জনক।’ তামিলনাড়ুতেও এই ছবি নিষিদ্ধ করা হয়েছে।

সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’র টিজার প্রকাশের পর থেকে বিতর্ক শুরু হয়। এতে ধর্মান্তরিত হওয়াসহ বিভিন্ন বিষয়ের চিত্রায়ন নিয়ে সমালোচনা চলছে।

আরও পড়ুন:
দীপিকার পোশাকে মন্ত্রীর আপত্তি, মধ্যপ্রদেশে ‘পাঠান’ নিষিদ্ধের হুমকি
বছরের সেরা দশে দক্ষিণী সিনেমার জয়জয়কার
নারীপ্রধান সিনেমা পুরুষের সমান বাজেট পায় না: হুমা
ভারতের সেরা দশ অভিনেতা-অভিনেত্রীর শীর্ষে ধানুশ
সন্তান-সাবেককে নিয়ে ফিফা বিশ্বকাপে আমির

মন্তব্য

বিনোদন
Summons issued against Shakib Khan in 100 crore defamation case

মানহানি মামলায় শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানি মামলায় শাকিব খানের বিরুদ্ধে সমন জারি শাকিব খান। ছবি: সংগৃহীত
ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হক আগামী ১৫ মে শাকিব খানকে জবাব দাখিল করতে আদেশ দেন।

চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে প্রযোজক রহমত উল্লাহর করা ১০০ কোটি টাকার মানহানি মামলায় সমন জারি করেছে আদালত।

ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হক আগামী ১৫ মে জবাব দাখিল করতে আদেশ দেন।

মঙ্গলবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের সেরেস্তাদার শফিকুল ইসলাম জানান, বাদীপক্ষ কোর্ট ফি দাখিল করায় সোমবার বিচারক জবাব দাখিলের জন্য সমন জারি করেন।

গত ৩০ এপ্রিল আদালতে মামলা করেন ‘অপারেশন অগ্নিপথ’-এর প্রযোজক রহমত উল্লাহ। আদালত মামলাটি আমলে নিয়ে কোর্ট ফি দাখিলের জন্য ১৫ মে দিন ধার্য করেন।

গত ২১ মার্চ শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠান রহমত উল্লাহর আইনজীবী।

সেখানে গণমাধ্যমে রহমত উল্লাহকে ‘বাটপার-প্রতারক’ বলে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ তোলা হয়।

আরও পড়ুন:
শাকিব খানকে ক্ষমা চাইতে আইনি নোটিশ দিলেন সেই প্রযোজক
ছোট ছেলের জন্মদিনে শাকিবের শুভেচ্ছা
গুলশান থানা মামলা না নেয়ায় শাকিবের ক্ষোভ
রহমতের দেশত্যাগ ঠেকাতে চান শাকিব
সেই প্রযোজকের বিরুদ্ধে ডিবিতে অভিযোগ শাকিব খানের

মন্তব্য

বিনোদন
Nayak Riazs case against the director

পরিচালকের বিরুদ্ধে নায়ক রিয়াজের মামলা

পরিচালকের বিরুদ্ধে নায়ক রিয়াজের মামলা চিত্রনায়ক রিয়াজ আহমেদ। ছবি: সংগৃহীত
গত ১ এপ্রিল রিয়াজ আহমেদের বিরুদ্ধে ‘প্রতারণা ও বিশ্বাসঘাতকতা’র অভিযোগ তুলেছিলেন হারুনুর রশীদ কাজল (জ্যাম্বস্ কাজল) নামের এক পরিচালক।

পরিচালক হারুনুর রশীদ কাজল ওরফে জ্যাম্বস্ কাজলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ।

১৬ এপ্রিল ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম জুলফিকার হায়াত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগ তদন্ত করতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী ১৩ জুন প্রতিবেদন দাখিলের তারিখ দিয়েছেন বিচারক।

১৮ এপ্রিল বিষয়টি জানান সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শামীম আল মামুন।

গত ১ এপ্রিল রিয়াজ আহমেদের বিরুদ্ধে ‘প্রতারণা ও বিশ্বাসঘাতকতা’র অভিযোগ তুলেছিলেন হারুনুর রশীদ কাজল (জ্যাম্বস্ কাজল) নামের এক পরিচালক।

রিয়াজ বলেন, যিনি আমাকে নোংরা উপাধি দিয়েছেন আমি মনে করি এগুলোতে আমার সম্মানহানি হয়েছে। শুরুতে বলেছিলাম এসবের বিরুদ্ধে মামলা করবো। আমি আমার কথা রেখেছি।

আরও পড়ুন:
সেই প্রযোজকের বিরুদ্ধে ডিবিতে অভিযোগ শাকিব খানের
১১ বছর পর ‘হাওয়া’ দিয়ে চালু রাজ তিলক
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
সিনেমা হল নির্মাণে ঋণ আবেদনের সময় ফের বাড়ল
১৫ বছর পর বড় পর্দায় রিয়াজ-মম জুটি

মন্তব্য

p
উপরে