গতকাল দেশের ৪১টি প্রেক্ষাগৃহ পেয়েছে নির্মাতা অনন্য মামুন পরিচালিত এই সিনেমা অমানুষ। দর্শকের মাঝে বেশ সাড়াও ফেলেছে নিরব-মিথিলা অভিনীত এ সিনেমাটি।
মুক্তির এক দিন পরই বড় একটি ঘোষণা দিলেন পরিচালক অনন্য মামুন।
শনিবার দুপুরে নিজেই ভেরিফায়েড ফেসবুক পেজে ‘অমানুষ’ সিনেমার প্রথম সপ্তাহের টিকিটের সব টাকা সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্তদের দান করে দেয়ার ঘোষণা দেন তিনি।
‘অমানুষ’ সিনেমার পোস্টারসংবলিত একটা কার্ড পোস্ট করেছেন পরিচালক। সেখানে লেখা হয়েছে, ‘অমামুষ সিনেমার প্রথম সপ্তাহের টিকিট বিক্রয়ের সব টাকা দান করা হবে সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে।’
ক্যাপশনে তিনি লেখেন, ‘চলুন সবাই মিলে পাশে দাঁড়াই।’
নিজের ভেরিফায়েড পেজে একই পোস্ট করেছেন এই সিনেমার অভিনেতা চিত্রনায়ক নিরব। ক্যাপশনে তিনি লেখেন, ‘চলুন আমরা সবাই বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াই।’
বিষয়টি নিয়ে জানতে চাইলে নিরব নিউজবাংলাকে বলেন, ‘আমাদের প্রযোজক-পরিচালকসহ পুরো অমানুষ টিম মহৎ এই সিদ্ধান্তটি নিয়েছে।’
অমানুষ সিনেমায় মিথিলা-নিরব ছাড়াও অমানুষ-এ রয়েছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, নওশাবা, রাশেদ মামুন অপু, ডনসহ অনেকেই।
এদিকে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ অবনতি দিকে। সিলেট কুমারগাঁও গ্রিড উপকেন্দ্রে বন্যার পানি উঠে যাওয়ায় পুরো সিলেট ও সুনামগঞ্জ জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। বন্যাদুর্গতদের উদ্ধারকাজে নেমেছেন সেনা ও নৌবাহিনীর সদস্যরা।
আরও পড়ুন:চলতি বছর মার্চে মুক্তি পায় ভারতীয় সিনেমার ইতিহাসে মুক্তির প্রথম দিনের আয়ের দিক থেকে সর্বকালের রেকর্ড গড়া সিনেমা আরআরআর। দর্শক ও সমালোচকদের দ্বারা ব্যাপক প্রশংসিত এই সিনেমাটি প্রায় ১২০০ কোটি রুপির ব্যবসা করেছে।
তবে এবার নতুন একটি রেকর্ড গড়ল নির্মাতা এসএস রাজামৌলির এ সিনেমাটি। ‘হলিউড ক্রিটিক্স অ্যাসোসিয়েশন’-এর ‘মিড সিজন অ্যাওয়ার্ড’-এ সেরা সিনেমার ক্যাটাগরিতে মনোনয়ন পেল আরআরআর।
আর এর মধ্য দিয়ে এই প্রথম কোনো ভারতীয় সিনেমা সেখানে মনোনয়ন পেল।
রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত আরআরআর সিনেমাটি পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে- টপ গান: ম্যাভেরিক, দ্য ব্যাটম্যান, এলভিস, দ্য আনবেয়ারেবল ওয়েট অফ ম্যাসিভ ট্যালেন্টসহ বেশ কয়েকটি সিনেমার সঙ্গে।
হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন বছরে দুবার পুরষ্কার দেয়, একবার ফেব্রুয়ারিতে এবং পরে জুলাই মাসে। যাকে মিডসিজন অ্যাওয়ার্ড বলা হয়। এই পুরস্কার ঘোষণা করা হবে ১ জুলাই।
বুধবার হলিউড ক্রিটিক্স অ্যাসোসিয়েশনের টুইটারে মনোনয়নের তালিকা প্রকাশের পর উচ্ছ্বসিত ভারতীয় সিনেমাপ্রেমীদের কমেন্টে ভরে ওঠে সেই পোস্ট।
The Nominees for Best Picture are...#ChaChaRealSmooth #ElvisMovie #EverythingEverywhereAllAtOnce #MarcelTheShellWithShoesOn#RRRMovie #TheBatman #TheNorthman #TheUnbearableWeightofMassiveTalent#TopGunMaverick #TurningRed #HCAMidseasonAwards #BestPicture pic.twitter.com/ATSKRYusco
— Hollywood Critics Association (@HCAcritics) June 28, 2022
একজন লিখেছেন, ‘সেরার শিরোপা না জিতলেও এই মনোনয়নই ভারতীয় সিনেমার জয়।’ আবার কেউ লিখেছেন, বিশুদ্ধ সংস্কৃতি এবং ভারতীয় সিনেমার গর্ব।’ এমন নানা মন্তব্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতীয় সিনেমাপ্রেমীরা।
আরও পড়ুন:বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এক চিঠির মাধ্যমে তাকে এ হুমকি দেয়া হয় বলে বুধবার প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
মুম্বাইয়ের ভারসভায় স্বরার বাড়িতে চিঠি পাঠিয়ে তাকে হত্যার হুমকি দেয় দুর্বৃত্তরা। এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, স্বরা থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। এতে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।
হিন্দি ভাষায় লেখা স্বরাকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, বীর সাভারকারের অপমান যুব সমাজ সহ্য করবে না।
২০০৯ সালে মাদোলাল কিপ ওয়াকিং নামে সিনেমা দিয়ে অভিনয় শুরু স্বরার। তবে ২০১১ সালে ‘তনু ওয়েডস মনুতে ’ অভিনয় করে আলোচনায় আসেন তিনি। ‘রানঝানা’, ‘ভিরে দি ওয়েডিং’, ‘প্রেম রতন ধন পায়ো’ তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা।
আরও পড়ুন:গত বছরের মরীচিকা সিরিজটির সাফল্যের পর নির্মাতা শিহাব শাহীন এ বছর আনছেন নতুন সিরিজ সিন্ডিকেট।
এ সময়ের সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত অভিনেতা আফরান নিশোকে নিয়ে আবার জুটি বেঁধেছেন পরিচালক।
তারকাবহুল এই সিরিজে নিশোর সঙ্গে দেখা যাবে হালের আলোচিত দুই অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও নাজিফা তুষিকে।
সিন্ডিকেট-এর অফিশিয়াল টিজার ২৭ জুন প্রকাশ করা হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকির ফেসবুক পেজে।
১ মিনিট ১৫ সেকেন্ডের সেই টিজারে দেখা যাচ্ছে, একদম ছোট চুলে নতুন লুকে নিশো। এমন লুকের কারণ সিন্ডিকেট-এ তার চরিত্র অ্যাসপারগার সিনড্রোমে আক্রান্ত।
রোমান্টিক-থ্রিলার সিরিজ সিন্ডিকেট। ৭৫ সেকেন্ডের টিজারেও পাওয়া গেল পরিপূর্ণ সেই আভাস।
ক্রাইম সিন, রহস্য উদ্ঘাটনে নিশোর তৎপরতা, শোনা গেল ফারিণের কণ্ঠে ইনভেস্টিগেশনের কথা আর নিশো-তুষি কণ্ঠে প্রেমের কবিতা। এসব দৃশ্যে নানা প্রশ্নের উদয় হতে পারে দর্শকমনে, আসলেই কী নিয়ে সিন্ডিকেট?
তবে দর্শকমনের এসব প্রশ্নের উত্তর দিতে সিন্ডিকেট কবে আসছে, তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন:হলিউডের জনপ্রিয় অভিনেতা জনি ডেপ ফিরছেন পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান ফ্র্যাঞ্চাইজিতে ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর ভূমিকায়, আন্তর্জাতিক গণমাধ্যমের এমন খবরে ভক্তরা যখন আনন্দে আত্মহারা, তখন তাদের আনন্দ আবার নষ্ট করে দিল আন্তর্জাতিক গণমাধ্যমই।
জ্যাক স্প্যারো চরিত্র নিয়ে ফিরছেন না জনি, এমনকি পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিনেমা নিয়ে কোনো কথাই বলেনি ডিজনি। এসব কথা ফক্স নিউজ ডিজিটালকে জানিয়েছেন জনি ডেপের মুখপাত্র।
ফক্স নিউজ ডিজিটাল বলছে, অস্ট্রেলিয়ান গসিপ সাইট পপটপিকের একটি প্রতিবেদনকে অস্বীকার করেছেন জনির মুখপাত্র। সেই প্রতিবেদনে বলা হয়েছে, ডিজনি পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান সিনেমার ষষ্ঠ কিস্তি নির্মাণ করতে চায় এবং সিনেমায় জ্যাক স্প্যারো হিসেবে জনি ডেপকে ফেরাতে চায়। এ জন্য ডিজনি ৩০১ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে।
সম্প্রতি জনি ও তার সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিচারের সময় হার্ডের আইনজীবী বেন রটেনবর্ন অভিনেতার মুখোমুখি হয়েছিলেন। সেখানে বলা অনেক কথার মধ্যে একটি বিষয় নিয়ে সংবাদমাধ্যমে বিবৃতি দিয়েছিলেন আইনজীবী।
জনিকে আইনজীবী বেন রটেনবর্ন বলেছিলেন, ‘ডিজনি যদি আপনার কাছে ৩০০ মিলিয়ন ডলারের মতো অফারও নিয়ে আসে তবু কোনো কিছুই আপনাকে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানে ফেরত নিতে পারবে না। এটা কি ঠিক?’
উত্তরে জনি বলেছিলেন, ‘এটা সত্য’। পরে জনি তার আইনজীবী ক্যামিল ভাসকুয়েজের জিজ্ঞাসাবাদের সময় বলেছিলেন যে ডিজনি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং কোম্পানি তাকে প্রত্যাখ্যান করার পরে জনি এই মন্তব্য করেছেন।
দ্য ওয়াশিংটন পোস্টে জনির সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের একটি লেখায় জনিকে পারিবারিক সহিংসতাকারী, নির্যাতনকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছিল। এমন খবরে সিনেমাটির ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ দেয়া হয় জনিকে।
আরও পড়ুন:হলিউডের জনপ্রিয় সিনেমা সিরিজ পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান। সিনেমার প্রাণভোমরা জ্যাক স্প্যারো চরিত্রটি। এতে অভিনয় করে জনি ডেপ তাক লাগিয়ে দিয়েছেন। বিশ্বের সব প্রান্তের দর্শকরা চরিত্রটিকে পছন্দ করেছেন।
তার পরও সিনেমা থেকে জনিকে বাদ দেয় ডিজনি। কারণ, দ্য ওয়াশিংটন পোস্টে জনির সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের একটি লেখায় জনিকে পারিবারিক সহিংসতাকারী, নির্যাতনকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছিল। এমন খবরে সিনেমাটির ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ দেয়া হয় জনিকে।
সম্প্রতি মামলায় জিতে যাওয়ার পর আবারও জনিকে নিয়ে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান সিরিজের নতুন কাজ করতে চায় ডিজনি। ফেরাতে চায় জ্যাক স্প্যারোকে। আর তাই জনির কাছে পাঠানো হয়েছে প্রস্তাব।
প্রস্তাবে টাকার পরিমাণ শুনলে আশ্চর্য হতে পারেন যে কেউ। দ্য ইকোনমিক টাইমস বলছে, ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হিসেবে জনিকে ফিরে পেতে ৩০১ মিলিয়ন ডলারের (২ হাজার ৭০০ কোটি টাকা) প্রস্তাব দিয়েছে ডিজনি।
অস্ট্রেলিয়ান পপ-কালচার ওয়েবসাইট পপটোপিক তাদের প্রতিবেদনে জানিয়েছে, ডেপকে পাইরেটস ফ্র্যাঞ্চাইজি এবং ডিজনি প্লাস সিরিজের আরেকটি সিনেমায় আইকনিক জ্যাক স্প্যারোর চরিত্রে অভিনয় করার জন্য ৩০ কোটি ১০ লাখ ডলার চুক্তির প্রস্তাব দেয়া হয়েছে।
খবরে আরও জানানো হয়েছে, ওয়াল্ট ডিজনি কোম্পানি অভিনেতার সঙ্গে ‘প্যাচ আপ’ করতে চায়। সর্বশেষ প্রতিবেদন অনুসারে, ডিজনি চায় বিগত দিনগুলো গতই হোক। আগের কথা মনে রেখে লাভ নেই। ইতোমধ্যে জ্যাক স্প্যারো সম্পর্কে একটি চলচ্চিত্রের খসড়া তৈরি করা হয়েছে।
দ্য মিডিয়া হাউস পত্রিকার রিপোর্টে আরও বলা হয়েছে, ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান ৬-এ জ্যাক স্প্যারোর চরিত্রে জনি ডেপ এবং দ্য ব্ল্যাক পার্লের ক্যাপ্টেনের প্রাথমিক জীবন সম্পর্কে একটি স্পিন-অফ ডিজনি প্লাস সিরিজে ফিরে আসার জন্য চুক্তি হয়েছে।’
আরও পড়ুন:এবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফি পরিচালিত সিনেমা পরান। এতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ ও ইয়াশ রোহান।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারে নেমেছে পরান-এর টিম। এর অংশ হিসেবে এবং সিনেমার একটি গানের টিজার প্রকাশ উপলক্ষে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেসবুক লাইভে এসেছিলেন মিম। সঙ্গে ছিলেন পরিচালক রাফি ও চিত্রনায়ক রাজ।
সেই লাইভে মিম জানালেন ‘চল নিরালায়’ শিরোনামের সেই পুরো গানটি প্রকাশ পাবে সোমবার।
নানা বাঁকে সিনেমাটির গল্প যে ত্রিমুখী হৃদয়স্পর্শী প্রেমে মোড়ানো, তা অনেকটাই পরিষ্কার।
পরান নিয়ে বলতে গিয়ে মিম জানালেন, সিনেমাটির অল্প একটু দৃশ্য দেখে নিজের চোখেই পানি এসেছে তার।
পুরো সিনেমাটি এখনও দেখা হয়নি জানিয়ে তিনি বলেন, ‘ডাবিংয়ের সময় মিনিট দুয়েকের ছোট্ট একটি দৃশ্য দেখে আমার চোখ দিয়ে পানি পড়েছে। নিজের সিনেমা বলেই বলছি না, সিক্যুয়েন্সের মেকিং দেখে…।’
আর এমন সুন্দর মেকিংয়ের জন্য পরিচালককে ধন্যবাদ জানান মিম।
সিনেমাটি নিয়ে মিম-রাজ দুজনেই এক্সসাইটেড। কারণ হিসেবে মিম জানালেন, সাত বছর পর ঈদে তার সিনেমা মুক্তি পাচ্ছে। আর রাজ জানালেন, এটাই তার প্রথম সিনেমা, যেটি ঈদে মুক্তি পাচ্ছে। শুধু তা-ই নয়, দীর্ঘ প্রতীক্ষার পর সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে।
২০১৯ সালেই শেষ হয়পরান-এর শুটিং। ২০২০ সালের ভালোবাসা দিবসে প্রথম মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু করোনাসহ নানা কারণে একাধিকবার পেছানো হয়েছে সিনেমাটির মুক্তি দিন। অবশেষে ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে এটি।
আরও পড়ুন:কোরবানি ঈদে মুক্তি পেতে যাচ্ছে অনন্ত-বর্ষা জুটির সিনেমা দিন- দ্য ডে। শুরু হয়ে গেছে সিনেমার প্রচার। বিভিন্ন প্রেক্ষাগৃহে শোভা পাচ্ছে সিনেমাটির পোস্টার, কার্ড বোর্ড।
প্রচারের অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় অনন্ত-বর্ষা গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার স্টুডেন্ট সেন্টারে (টিএসসি)। সেখানে শিক্ষার্থী ও সাধারণের ভালোবাসায় সিক্ত হয়েছেন ঢাকাই সিনেমার এ জুটি।
সন্ধ্যায় টিএসসিতে ঢোকার সময় থেকেই তাদের ঘিরে ছিলেন ভক্ত-দর্শকরা। মিলনায়তনে ঢোকার পরও ছিল সেই ভিড়। টিএসসিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছের সঙ্গেও ছবি তোলেন অনন্ত-বর্ষা।
সিনেমার প্রচারের কর্মসূচি হিসেবে টিএসসি মিলনায়তনে ছিল দিন- দ্য ডে সিনেমার ট্রেইলার ও গান প্রদর্শনী। এছাড়া মঞ্চে কথা বলেন অনন্ত ও বর্ষা।
অনন্ত বলেন, ‘অনেক রিস্ক নিয়ে আমরা সিনেমাটির শুটিং করেছি। ইরান সরকার শুটিংয়ে আমাদের সাহায্য করেছে। ইরানের আর্মি, স্পেশাল ফোর্স আমাদের গার্ড দিয়েছে শুটিং করার সময়। আফগানিস্তানের আর্মি আমাদের সহযোগিতা করেছে।
‘ইরান সরকার, সিনেমার পরিচালক মুর্তজা, ফারাবি সিনেমা ফাউন্ডেশন যেটা ইরান সরকারের ফিল্ম ইনস্টিটিউট সবার কষ্টের ফলে আজকের দিন- দ্য ডে।
‘আমরা যখন সেকেন্ড টাইম শুটিংয়ে যাই তখন টেম্পারেচার ছিল ৪৭-৪৯ ডিগ্রি সেলসিয়াস। আগের বার ছিল বরফ, পরেরবার গরম। আমরা অনেক কষ্ট করেছি।
‘আপনার জানেন, একেটা সিনেমার শুটিং হয় ৪৫-৬০ দিন। এই সিনেমার ক্যামেরা ওপেন হয়েছে ১২০ দিন। আমরা তার্কিতে প্রচুর শুটিং করেছি। আপনারা পরবর্তী ট্রেইলারে দেখতে পারবেন। আমরা দুই টাইপের ট্রেইলার করেছি। যে ট্রেইলারটি দেখেছেন সেটা ইরানের জন্য, যার কারণে ইরানি শিল্পীদের বেশি দেখতে পয়েছেন। এখানে অনেক টেকনলজি ব্যবহার করা হয়েছে। এখানে এইট কে রেজুলেশনের ক্যামেরা ব্যবহার করা হয়েছে।’
দিন- দ্য ডে ইরান বাংলাদেশ যৌথ প্রযোজনার একটি অ্যাকশন থ্রিলার সিনেমা। পরিচালনা করছেন ইরানী পরিচালক মুর্তজা অতাশ জমজম। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন অনন্ত বর্ষা।
আরও পড়ুন:
মন্তব্য