জায়েদ খানের নামে শিল্পী সমিতিতে অভিযোগ দিচ্ছেন বলে জানিয়েছেন ওমর সানি।
রোববার বিকেল সোয়া ৬টার দিকে ওমর সানি নিউজবাংলাকে বলেন, ‘আমি এখন শিল্পী সমিতিতে আছি। লিখিত অভিযোগ দেব।’
তবে অভিযোগের বিষয় সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
জায়েদের নামে জিডি করার চিন্তা করছেন বলেও জানান ওমর সানি। তিনি বলেন, ‘এ ব্যাপারে এখনও ফাইনাল সিদ্ধান্ত নেইনি। ভাই-ব্রাদারেরা আছেন। দেখি তারা কী সমাধান করেন। তারপর সিদ্ধান্ত নেব।’
ঢাকাই সিনেমার অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে ঝামেলায় জড়িয়েছিলেন চিত্রনায়ক ওমর সানি ও জায়েদ খান।
ওমর সানির দাবি, তিনি জায়েদকে চড় মেরেছেন। চড় খেয়ে জায়েদ পিস্তল বের করে তাকে গুলি করার হুমকি দিয়েছেন।
অন্যদিকে জায়েদ খানের দাবি, তিনি চড় খাননি। সে সময় পিস্তলও ছিল না তার কাছে।
অভিনেতা বলছেন, তার লাইসেন্স করা পিস্তল আছে, তবে তিনি সেটি নিয়ে সবসময় ঘোরেন না।
শুক্রবার রাতের ওই ঘটনা নিয়ে রোববার সকালে অভিনেতা ডিপজল নিউজবাংলাকে বলেন, ‘আমি চড়ও দেখি নাই, পিস্তলও দেখি নাই। আর ওখানে তো পিস্তল নিয়ে যাওয়ার সুযোগ নাই।’
এদিকে ঠিক কী নিয়ে এ ঝামেলার সূত্রপাত তা পরিষ্কার করে বলেনি কোনো পক্ষই। ওমর সানি শনিবার রাতে জায়েদ খানের উল্লেখ করে নিউজবাংলাকে বলেন, ‘ওর সবখানে নাক গলাতে হবে কেন?’
বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, অভিনেত্রী মৌসুমীকে বিরক্ত করার জন্য তার স্বামী ওমর সানি চড়াও হন জায়েদের ওপর।
এ নিয়ে শনিবার রাতে জায়েদ নিউজবাংলাকে জানান, মৌসুমীর সঙ্গে তিনি কথা বলে বিষয়টি প্রমাণ করে দেবেন যে, তাকে বিরক্ত করেননি।
ঘটনার সময় ওমর সানি মাতাল ছিলেন বলেও দাবি জায়েদের।
আরও পড়ুন:দেশেই দুই জনপ্রিয় ও গুণী অভিনয়শিল্পী জাহিদ হাসান ও মাহফুজ আহমেদ। নিজ নামে ও অভিনয় দক্ষতায় অনেকদিন ধরেই তারা আসন করে আছেন দর্শকদের হৃদয়ে।
আলাদা অসংখ্য প্রজেক্ট করলেও একসঙ্গে এক ফ্রেমে তাদের দেখার সুযোগ পেতে যাচ্ছেন দর্শকরা। সম্প্রতি তারা একসঙ্গে অভিনয় করতে সম্মত হয়েছেন এবং হয়েছেন চুক্তিবদ্ধ।
আলফা আইয়ের প্রযোজনায় তারা অভিনয় করতে যাচ্ছেন একটি ওয়েব সিরিজে। প্রযোজক শাহরিয়ার শাকিল বিষয়টি নিশ্চিত করেছেন নিউজবাংলাকে।
তিনি বলেন, ‘গুণী এই দুই অভিনয়শিল্পীকে দেখা যাবে এক ওয়েব সিরিজে। এখন স্ক্রিপ্টের কাজ কলছে। আমরা স্ক্রিপ্ট নিয়ে কথা বলছি মাঝে মাঝেই।’
ওয়েব সিরিজের নাম, কে পরিচালনা করবেন, কোথায় মুক্তি পাবে সিরিজটি, তার কিছুই জানাতে চাননি শাকিল। বলেন, ‘এগুলো এখনই জানাতে চাচ্ছি না।’
জাহিদ হাসান অভিনীত অ্যান্থলজি ফিল্ম এই মুহূর্তে মুক্তি পেতে যাচ্ছে চরকিতে।
আরও পড়ুন:বলিউড তারকা বরুণ ধাওয়ান ও কিয়ারা আদভানি অভিনীত সিনেমা যুগ যুগ জিও মুক্তি পেয়েছে আজ। এর আগে বেশ কিছুদিন ধরেই জোর কদমে এই সিনেমার প্রচারণা চালিয়েছেন তারা।
সম্প্রতি সিনেমার প্রচারণার এক অনুষ্ঠানে সিদ্ধার্থ মালহোত্রাকে ঘিরে কিয়ারার এক গোপন তথ্য ফাঁস করেছেন বরুণ।
সিদ্ধার্থ-কিয়ারা প্রেমের সম্পর্ক এখন বলিউডে ওপেন সিক্রেট। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের তথ্যমতে, ২০২১ সাল থেকেই সম্পর্কে আছেন তারা।
বহুবার একসঙ্গে নানা অনুষ্ঠানে হাজির হয়ে নিজেদের সম্পর্কের আভাস দিয়েছেন তারা। যদিও তাদের কেউই কখনই সম্পর্কের কথা প্রকাশ্য স্বীকার করেননি।
তবে কিয়ারা অবশেষে মেনে নিলেন তার মোবাইল ফোনের স্পিড ডায়েলে রয়েছে সিদ্ধার্থের নম্বর।
যুগ যুগ জিও সিনেমার প্রোমোশনে বরুণের কাছে জানতে চাওয়া হয় কিয়ারার ফোনের স্পিড ডায়েলে কার নম্বর রয়েছে। এই প্রশ্নে কোনো রকম সময় ক্ষেপণ না করেই বরুণ জানিয়ে দেন সিদ্ধার্থের নাম।
বরুণের কথার জবাবে হাসিমুখে সম্মতিতে কিয়ারা বলেন, ‘তার ম্যানেজারের নম্বরও আছে স্পিড ডায়েলে।’
২০২১ সালে শেরশাহ সিনেমায় একসঙ্গে কাজ করেন সিদ্ধার্থ ও কিয়ারা। এরপর কখনও বলিউড পার্টি, কখনও ইভেন্ট আবার কখনও একসঙ্গে ঘুরতে যেতেও দেখা গেছে এই জুটিকে।
মাঝে শোনা গিয়েছিল ভেঙে গেছে দুজনের সম্পর্ক। যদিও পরে আবার একসঙ্গে হয়েছেন দুই তারকা।
আরও পড়ুন:আসছে কোরবানি ঈদে থাইল্যান্ড থাকার কথা ছিল দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার। সেখানে কলকাতার সিনেমা বিবাহ অভিযান ২ এর শুটিং হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না।
নিউবজাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন নুসরাত ফারিয়া। তিনি জানান, বিবাহ অভিযান ২ সিনেমার শুটিং বন্ধ করা হয়েছে। তাকে জানানো হয়েছে বিষয়টি।
তাহলে নুসরাত ফারিয়া ঈদে কি দেশেই থাকছেন? নাকি যুক্ত হচ্ছেন অন্য কোনো প্রজেক্টে? জানাননি সে বিষয়ে।
শুটিং স্থগিত হওয়া নিয়ে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম। এসভিএফ প্রযোজিত সিনেমাটি পরিচালনা করার কথা সায়ন্তন ঘোষালের। অনির্দিষ্ট সময়ের জন্য কাজটি নাকি পিছিয়ে গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, এটাও নাকি রাজনৈতিক খেলা। সিনেমাটির প্রথম কিস্তির কাহিনিকার ও সিনেমার অন্যতম অভিনেতা রুদ্রনীল ঘোষ। সিক্যুয়েলেও ছিলেন দুটি পরিচয়েই। তার কারণেই নাকি সমস্যা।
রুদ্রনীল বলেন, ‘প্রযোজনা সংস্থা জানিয়েছে, কোনো একটি বিশেষ কারণে আপাতত সিনেমা শুটিং পিছিয়ে দেয়া হচ্ছে।’
আরও পড়ুন:গত এপ্রিলে টনসিল অপারেশন করেন সাবেক মিস ব্রাজিল গ্লেসি কোরিয়া, কিন্তু অস্ত্রোপচারের পাঁচ দিন পর রক্তক্ষরণে আক্রান্ত হন তিনি। এরপর টানা দুই মাসের বেশি সময় ধরে কোমায় চলে যান। আর চেতনা ফেরেনি তার।
সর্বশেষ গত সোমবার কিডনি জটিলতায় ২৭ বছর বয়সে মারা গেছেন তিনি। দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী অপেক্ষাকৃত নিরাপদ এবং নিয়মিত অপারেশন হিসেবে বিবেচিত হয় টনসিল; এতে মৃত্যুর হার খুবই কম। অনুমানিক প্রতি ১০ হাজারে একজন থেকে ৪০ হাজারে একজনের মৃত্যু হয়ে থাকে।
গ্লেসি কোরিয়ার এমন মৃত্যুতে শোকাহত তার স্বজনরা। তার পারিবারিক যাজক লিডিয়ান আলভেস ওয়াশিংটন পোস্টকে বলেছেন, ‘আমরা গভীরভাবে শোকাহত। তিনি অপরূপ একজন নারী এবং সবার কাছে খুব প্রিয় ছিলেন। তার হাসি এবং উজ্জ্বলতা ছাড়া বেঁচে থাকা কষ্টের।’
২০১৮ সালে মিস ব্রাজিলের খেতাব জয় করেন গ্লেসি কোরিয়া। তিনি একাধারে একজন মডেল, বিউটিশিয়ান ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রামে তার ফলোয়ারদের শোকবার্তায় ছেয়ে গেছে।
মঙ্গলবার পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে কোরিয়াকে সমাহিত করা হয়েছে। উত্তর-পূর্বে ব্রাজিলের আটলান্টিক উপকূলের শহর ম্যাকেতে জন্ম তার।
নিজেকে আড়াল করে রেখে স্বস্তি পাচ্ছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। বুধবার ইনস্টাগ্রাম স্ট্যাটাসে তেমনটাই জানালেন এ অভিনেত্রী।
জায়েদ খানের কারণে মৌসুমী-ওমর সানীর সংসার ভাঙছে- ওমর সানীর এমন অভিযোগের পর থেকে একটু বেশি আড়ালে চলে গেছেন মৌসুমী। মাঝে মাঝে ইনস্টাতে স্ট্যাটাস দেয়ার মাধ্যমে মনের কথা বলার চেষ্টা করছেন তিনি।
স্ট্যাটাস পড়ে তার মানসিক অস্থিরতার ইঙ্গিত পাচ্ছেন বলে ধারণা নেটিজেন ও অনুসারীদের।
কিছুদিন আগেই ইনস্টাতে লিখেছিলেন, ‘খুব ট্রাই (চেষ্টা) করছি শক্ত থাকতে, অভিমানী মন বড় দুর্বল। নিজের দুর্বলতা অন্য কারো ওপর চাপিয়ে কেউ ভালো থাকতে পারে না। কষ্ট আমি নিলাম সুখ তোমাকে দিলাম’।
বুধবার ইনস্টাতে মৌসুমী লিখেছেন, ‘লুকিয়ে থাকতে চাইলেই লুকিয়ে থাকা যায়… সামনে যেটা থাকে সেটা শোরীর, আমি এখন শামুকের মতো হয় গেছি, আড়াল করে নিজকে নিয়ে আছি, এটাই সস্তি। যখন দিনের আলো দেখার সুজোগ হয়, নিজেকে বেমানান লাগে।
সিলেটে বন্যাদুর্গতদের কাছে ছুটে যেতে ইচ্ছে করে মৌসুমীর, সে কথা জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘সিলেটবাসীর কাছে ছুটে যেতে ইচ্ছে করে। হয়তো সুজোগ হলে যাব, আপনারাও সবাই তাদের পাশে থাকুন।’
আরও পড়ুন:বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের অপমৃত্যুর ঘটনায় হওয়া মাদকের মামলায় রিয়া চক্রবর্তী ও তার ভাই সৌভিকসহ অন্যদের বিরুদ্ধে মুম্বাইয়ের বিশেষ আদালতে চার্জশিটের খসড়া জমা দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।
ভারতীয় সংবাদ টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিশেষ পাবলিক প্রসিকিউটর অতুল সারপান্ডে বলেছেন, বিচারিক আদালতে জমা দেয়া চার্জশিট থেকে বাদ যায়নি অভিযুক্ত কারও নাম।
মাদকদ্রব্য সেবন এবং সুশান্তের জন্য এ জাতীয় দ্রব্য সংগ্রহ ও টাকা দেয়ার অভিযোগে রিয়া ও তার ভাইকে অভিযুক্ত করে এনসিবি।
অতুল সারপান্ডে বলেন, আদালতে সব অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠন করার কথা ছিল, তবে অভিযুক্তদের কয়েকজন মামলা থেকে অব্যাহতির যে আবেদন করেছেন, সেটি নিষ্পত্তি না হওয়ায় অভিযোগ গঠন পেছানো হয়েছে।
তিনি জানান, অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানি হবে আগামী ১২ জুলাই।
বুধবার রিয়া ও তার ভাইসহ সব আসামিকে আদালতে হাজির করা হয়।
২০২০ সালের সেপ্টেম্বরে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল রিয়াকে৷ গ্রেপ্তারের প্রায় এক মাস পর তাকে জামিন দেয় বোম্বে হাইকোর্ট৷
ওই বছরের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার অ্যাপার্টমেন্টে থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের মরদেহ।
আরও পড়ুন:কয়েকদিন ধরেই ভারতের দক্ষিণী সিনেমার তারকা নাগা চৈতন্যর সঙ্গে মডেল অভিনেত্রী সবিতা ধুলিপালার সম্পর্কের গুঞ্জন রটেছে। যদিও এই গুঞ্জন অস্বীকার করেছেন নাগা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি এক মিডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়- এই গুঞ্জন ছড়িয়েছে সামান্থা রুথ প্রভুর জনসংযোগ দল। যদিও সেই প্রতিবেদনটি সরিয়ে ফেলা হয়েছে।
আর তা নিয়েই চটেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী। এক টুইটে সেই ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।
নারী-পুরুষকে নিয়ে গুঞ্জনের বিষয়টি কীভাবে মূল্যায়ন করা হয় তা উল্লেখ করে সামান্থা লেখেন, ‘নারীকে নিয়ে গুজব হলে- একদম সত্যি! পুরুষকে নিয়ে গুজব হলে- তা নারীর দ্বারা তৈরি।’
সেখানেই থামেননি অভিনেত্রী। তিনি আরও লেখেন, ‘তোমরা বড় হও। যাদের নিয়ে আলোচনা হচ্ছে, তারা এগিয়ে গেছে। তোমরাও এগিয়ে যাও। নিজেদের কাজে মন দাও। পরিবারকে সময় দাও।’
Rumours on girl - Must be true !!
— Samantha (@Samanthaprabhu2) June 21, 2022
Rumours on boy - Planted by girl !!
Grow up guys ..
Parties involved have clearly moved on .. you should move on too !! Concentrate on your work … on your families .. move on!! https://t.co/6dbj3S5TJ6
২০২১ সালের অক্টোবরে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন সামান্থা-নাগা। এখন যে যার কাজে ব্যস্ত দুই তারকা। ইতোমধ্যেই বলিউডে বেশ কিছু কাজ করেছেন সামান্থা।
অন্যদিকে নাগা চৈতন্যকে প্রথমবার বলিউডে দেখা যাবে আমির খানের লাল সিং চাড্ডা সিনেমায়।
আরও পড়ুন:
মন্তব্য