শুরু হয়ে গেল বিশ্ব চলচ্চিত্রের অন্যতম বড় ও মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব। ফ্রান্সের সময় সন্ধ্যা ৭টা, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১১টায় উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
রেড কার্পেটে জুরি ও উদ্বোধনী সিনেমার পরিচালক, শিল্পী, কলাকুশলীদের হাঁটার মধ্য দিয়ে শুরু হয় এ আনুষ্ঠানিকতা।
উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
আন্তর্জাতিক ম্যাগাজিন ভ্যারাইটি জানাচ্ছে, ২০২০ সালে কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়নি করোনার কারণে। এবার যেন তাই প্রাণ ফিরেছে সৈকতের শহরে। রেড কার্পেটে তেমন কাউকে মাস্ক পরতে দেখা যায়নি।
উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হয় ফ্রেঞ্চ সিনেমা ফাইনাল কাট। জম্বি কমেডি ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন ফ্রান্সের চলচ্চিত্র পরিচালক মিসেল আজানাভিসুস। এটি মূলত ২০১৭ সালের জাপানি সিনেমা ওয়ান কাট অফ দ্য ডেড সিনেমার ফ্রেঞ্চ রিমেক।
এবার কানের ৭৫তম আসর। ফ্রান্সের কান শহরের সমুদ্র সৈকতে শুরু হওয়া উৎসবটি চলবে ২৮ মে পর্যন্ত।
এবারের উৎসবে সর্বোচ্চ পুরস্কার স্বর্ণ পামের জন্য প্রতিযোগিতা শাখায় লড়বে ১৮টি সিনেমা। সেগুলো হলো- হলি স্পাইডার (আলি আব্বাসি, ইরান), লেইলা’স ব্রাদারস (সায়ীদ রুস্তাই, ইরান), দ্য আলমন্ড ট্রি (ভালেরিয়া ব্রুনি তেদেস্কি, ফ্রান্স), স্টারস অ্যাট নুন (ক্লেয়ার দেনি, ফ্রান্স), ব্রাদার অ্যান্ড সিস্টার (আহনু দেঁপ্লেশা, ফ্রান্স), টরি অ্যান্ড লকিটা (জ্যঁ-পিয়েরে ও লুক দারদেন, বেলজিয়াম), ক্লোজ (লুকাস ডোন্ট, বেলজিয়াম), ট্রায়াঙ্গেল অব স্যাডনেস (রুবেন অস্টল্যুন্দ, সুইডেন), বয় ফ্রম হ্যাভেন (তারিক সালেহ, সুইডেন), আরমাগেডন টাইম (জেমস গ্রে, যুক্তরাষ্ট্র), শোইং আপ (কেলি রাইকার্ড, যুক্তরাষ্ট্র), দ্য ক্রাইমস অব দ্য ফিউচার (ডেভিড ক্রনেনবার্গ, কানাডা), ব্রোকার (কোরি-ইদা হিরোকাজু, জাপান), ডিসিশন টু লিভ (পার্ক চ্যান-উক, দক্ষিণ কোরিয়া), নস্টালজিয়া (মারিও মারতোনে, ইতালি), আরএমএন (ক্রিস্তিয়ান মুনজিউ, রোমানিয়া), হি-হান (ইয়াজি স্কলিমোসস্কি, পোল্যান্ড) এবং চাইকোভস্কি’স ওয়াইফস (কিরিল সেরেব্রেনিকভ, রাশিয়া)।
আঁ সাঁতে রিগা বিভাগে প্রতিযোগিতা করবে ২০টি সিনেমা। মিডনাইট স্ক্রিনিংয়ে রয়েছে ৪টি সিনেমা।
এ ছাড়া প্রতিযোগিতা শাখার বাইরে প্রদর্শিত হবে এলভিস (বাজ লারম্যান, যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া), ফাইনাল কাট (মিশেল আজনভিসুস, ফ্রান্স), মাসকারাড (নিকোলা বুদোস, ফ্রান্স), নভেম্বর (সেদ্রিক হিমেনেজ, ফ্রান্স), থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং (জর্জ মিলার, অস্ট্রেলিয়া), টপ গান: ম্যাভেরিক (জোসেফ কসিনস্কি, যুক্তরাষ্ট্র)।
কান উৎসবে প্রিমিয়ার হবে দোদো (পানোস এইচ. কুত্রাস, গ্রিস), ইরমা ভেপ (অলিভিয়ের অ্যাসাইয়াস, ফ্রান্স), আওয়ার ব্রাদার্স (রাশিদ বুশারেব, ফ্রান্স) ও নাইটফল (মার্কো বেলোচ্চিও, ইতালি) সিনেমাগুলোর।
আরও পড়ুন:এবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফি পরিচালিত সিনেমা পরান। এতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ ও ইয়াশ রোহান।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারে নেমেছে পরান-এর টিম। এর অংশ হিসেবে এবং সিনেমার একটি গানের টিজার প্রকাশ উপলক্ষে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেসবুক লাইভে এসেছিলেন মিম। সঙ্গে ছিলেন পরিচালক রাফি ও চিত্রনায়ক রাজ।
সেই লাইভে মিম জানালেন ‘চল নিরালায়’ শিরোনামের সেই পুরো গানটি প্রকাশ পাবে সোমবার।
নানা বাঁকে সিনেমাটির গল্প যে ত্রিমুখী হৃদয়স্পর্শী প্রেমে মোড়ানো, তা অনেকটাই পরিষ্কার।
পরান নিয়ে বলতে গিয়ে মিম জানালেন, সিনেমাটির অল্প একটু দৃশ্য দেখে নিজের চোখেই পানি এসেছে তার।
পুরো সিনেমাটি এখনও দেখা হয়নি জানিয়ে তিনি বলেন, ‘ডাবিংয়ের সময় মিনিট দুয়েকের ছোট্ট একটি দৃশ্য দেখে আমার চোখ দিয়ে পানি পড়েছে। নিজের সিনেমা বলেই বলছি না, সিক্যুয়েন্সের মেকিং দেখে…।’
আর এমন সুন্দর মেকিংয়ের জন্য পরিচালককে ধন্যবাদ জানান মিম।
সিনেমাটি নিয়ে মিম-রাজ দুজনেই এক্সসাইটেড। কারণ হিসেবে মিম জানালেন, সাত বছর পর ঈদে তার সিনেমা মুক্তি পাচ্ছে। আর রাজ জানালেন, এটাই তার প্রথম সিনেমা, যেটি ঈদে মুক্তি পাচ্ছে। শুধু তা-ই নয়, দীর্ঘ প্রতীক্ষার পর সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে।
২০১৯ সালেই শেষ হয়পরান-এর শুটিং। ২০২০ সালের ভালোবাসা দিবসে প্রথম মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু করোনাসহ নানা কারণে একাধিকবার পেছানো হয়েছে সিনেমাটির মুক্তি দিন। অবশেষে ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে এটি।
আরও পড়ুন:কোরবানি ঈদে মুক্তি পেতে যাচ্ছে অনন্ত-বর্ষা জুটির সিনেমা দিন- দ্য ডে। শুরু হয়ে গেছে সিনেমার প্রচার। বিভিন্ন প্রেক্ষাগৃহে শোভা পাচ্ছে সিনেমাটির পোস্টার, কার্ড বোর্ড।
প্রচারের অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় অনন্ত-বর্ষা গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার স্টুডেন্ট সেন্টারে (টিএসসি)। সেখানে শিক্ষার্থী ও সাধারণের ভালোবাসায় সিক্ত হয়েছেন ঢাকাই সিনেমার এ জুটি।
সন্ধ্যায় টিএসসিতে ঢোকার সময় থেকেই তাদের ঘিরে ছিলেন ভক্ত-দর্শকরা। মিলনায়তনে ঢোকার পরও ছিল সেই ভিড়। টিএসসিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছের সঙ্গেও ছবি তোলেন অনন্ত-বর্ষা।
সিনেমার প্রচারের কর্মসূচি হিসেবে টিএসসি মিলনায়তনে ছিল দিন- দ্য ডে সিনেমার ট্রেইলার ও গান প্রদর্শনী। এছাড়া মঞ্চে কথা বলেন অনন্ত ও বর্ষা।
অনন্ত বলেন, ‘অনেক রিস্ক নিয়ে আমরা সিনেমাটির শুটিং করেছি। ইরান সরকার শুটিংয়ে আমাদের সাহায্য করেছে। ইরানের আর্মি, স্পেশাল ফোর্স আমাদের গার্ড দিয়েছে শুটিং করার সময়। আফগানিস্তানের আর্মি আমাদের সহযোগিতা করেছে।
‘ইরান সরকার, সিনেমার পরিচালক মুর্তজা, ফারাবি সিনেমা ফাউন্ডেশন যেটা ইরান সরকারের ফিল্ম ইনস্টিটিউট সবার কষ্টের ফলে আজকের দিন- দ্য ডে।
‘আমরা যখন সেকেন্ড টাইম শুটিংয়ে যাই তখন টেম্পারেচার ছিল ৪৭-৪৯ ডিগ্রি সেলসিয়াস। আগের বার ছিল বরফ, পরেরবার গরম। আমরা অনেক কষ্ট করেছি।
‘আপনার জানেন, একেটা সিনেমার শুটিং হয় ৪৫-৬০ দিন। এই সিনেমার ক্যামেরা ওপেন হয়েছে ১২০ দিন। আমরা তার্কিতে প্রচুর শুটিং করেছি। আপনারা পরবর্তী ট্রেইলারে দেখতে পারবেন। আমরা দুই টাইপের ট্রেইলার করেছি। যে ট্রেইলারটি দেখেছেন সেটা ইরানের জন্য, যার কারণে ইরানি শিল্পীদের বেশি দেখতে পয়েছেন। এখানে অনেক টেকনলজি ব্যবহার করা হয়েছে। এখানে এইট কে রেজুলেশনের ক্যামেরা ব্যবহার করা হয়েছে।’
দিন- দ্য ডে ইরান বাংলাদেশ যৌথ প্রযোজনার একটি অ্যাকশন থ্রিলার সিনেমা। পরিচালনা করছেন ইরানী পরিচালক মুর্তজা অতাশ জমজম। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন অনন্ত বর্ষা।
আরও পড়ুন:দেশেই দুই জনপ্রিয় ও গুণী অভিনয়শিল্পী জাহিদ হাসান ও মাহফুজ আহমেদ। নিজ নামে ও অভিনয় দক্ষতায় অনেকদিন ধরেই তারা আসন করে আছেন দর্শকদের হৃদয়ে।
আলাদা অসংখ্য প্রজেক্ট করলেও একসঙ্গে এক ফ্রেমে তাদের দেখার সুযোগ পেতে যাচ্ছেন দর্শকরা। সম্প্রতি তারা একসঙ্গে অভিনয় করতে সম্মত হয়েছেন এবং হয়েছেন চুক্তিবদ্ধ।
আলফা আইয়ের প্রযোজনায় তারা অভিনয় করতে যাচ্ছেন একটি ওয়েব সিরিজে। প্রযোজক শাহরিয়ার শাকিল বিষয়টি নিশ্চিত করেছেন নিউজবাংলাকে।
তিনি বলেন, ‘গুণী এই দুই অভিনয়শিল্পীকে দেখা যাবে এক ওয়েব সিরিজে। এখন স্ক্রিপ্টের কাজ কলছে। আমরা স্ক্রিপ্ট নিয়ে কথা বলছি মাঝে মাঝেই।’
ওয়েব সিরিজের নাম, কে পরিচালনা করবেন, কোথায় মুক্তি পাবে সিরিজটি, তার কিছুই জানাতে চাননি শাকিল। বলেন, ‘এগুলো এখনই জানাতে চাচ্ছি না।’
জাহিদ হাসান অভিনীত অ্যান্থলজি ফিল্ম এই মুহূর্তে মুক্তি পেতে যাচ্ছে চরকিতে।
আরও পড়ুন:বলিউড তারকা বরুণ ধাওয়ান ও কিয়ারা আদভানি অভিনীত সিনেমা যুগ যুগ জিও মুক্তি পেয়েছে আজ। এর আগে বেশ কিছুদিন ধরেই জোর কদমে এই সিনেমার প্রচারণা চালিয়েছেন তারা।
সম্প্রতি সিনেমার প্রচারণার এক অনুষ্ঠানে সিদ্ধার্থ মালহোত্রাকে ঘিরে কিয়ারার এক গোপন তথ্য ফাঁস করেছেন বরুণ।
সিদ্ধার্থ-কিয়ারা প্রেমের সম্পর্ক এখন বলিউডে ওপেন সিক্রেট। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের তথ্যমতে, ২০২১ সাল থেকেই সম্পর্কে আছেন তারা।
বহুবার একসঙ্গে নানা অনুষ্ঠানে হাজির হয়ে নিজেদের সম্পর্কের আভাস দিয়েছেন তারা। যদিও তাদের কেউই কখনই সম্পর্কের কথা প্রকাশ্য স্বীকার করেননি।
তবে কিয়ারা অবশেষে মেনে নিলেন তার মোবাইল ফোনের স্পিড ডায়েলে রয়েছে সিদ্ধার্থের নম্বর।
যুগ যুগ জিও সিনেমার প্রোমোশনে বরুণের কাছে জানতে চাওয়া হয় কিয়ারার ফোনের স্পিড ডায়েলে কার নম্বর রয়েছে। এই প্রশ্নে কোনো রকম সময় ক্ষেপণ না করেই বরুণ জানিয়ে দেন সিদ্ধার্থের নাম।
বরুণের কথার জবাবে হাসিমুখে সম্মতিতে কিয়ারা বলেন, ‘তার ম্যানেজারের নম্বরও আছে স্পিড ডায়েলে।’
২০২১ সালে শেরশাহ সিনেমায় একসঙ্গে কাজ করেন সিদ্ধার্থ ও কিয়ারা। এরপর কখনও বলিউড পার্টি, কখনও ইভেন্ট আবার কখনও একসঙ্গে ঘুরতে যেতেও দেখা গেছে এই জুটিকে।
মাঝে শোনা গিয়েছিল ভেঙে গেছে দুজনের সম্পর্ক। যদিও পরে আবার একসঙ্গে হয়েছেন দুই তারকা।
আরও পড়ুন:আসছে কোরবানি ঈদে থাইল্যান্ড থাকার কথা ছিল দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার। সেখানে কলকাতার সিনেমা বিবাহ অভিযান ২ এর শুটিং হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না।
নিউবজাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন নুসরাত ফারিয়া। তিনি জানান, বিবাহ অভিযান ২ সিনেমার শুটিং বন্ধ করা হয়েছে। তাকে জানানো হয়েছে বিষয়টি।
তাহলে নুসরাত ফারিয়া ঈদে কি দেশেই থাকছেন? নাকি যুক্ত হচ্ছেন অন্য কোনো প্রজেক্টে? জানাননি সে বিষয়ে।
শুটিং স্থগিত হওয়া নিয়ে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম। এসভিএফ প্রযোজিত সিনেমাটি পরিচালনা করার কথা সায়ন্তন ঘোষালের। অনির্দিষ্ট সময়ের জন্য কাজটি নাকি পিছিয়ে গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, এটাও নাকি রাজনৈতিক খেলা। সিনেমাটির প্রথম কিস্তির কাহিনিকার ও সিনেমার অন্যতম অভিনেতা রুদ্রনীল ঘোষ। সিক্যুয়েলেও ছিলেন দুটি পরিচয়েই। তার কারণেই নাকি সমস্যা।
রুদ্রনীল বলেন, ‘প্রযোজনা সংস্থা জানিয়েছে, কোনো একটি বিশেষ কারণে আপাতত সিনেমা শুটিং পিছিয়ে দেয়া হচ্ছে।’
আরও পড়ুন:দুইদিন আগেই প্রকাশ হয়েছিল টিজার। সেখানে চমকে দিয়েছিলেন বলিউড স্টার রণবীর কাপুর। চার বছর পর বড় পর্দায় আসতে যাচ্ছেন তিনি। সিনেমার নাম শমশেরা।
শুক্রবার প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলার। ভক্তদের মতে, রণবীর ফাটিয়ে দিয়েছেন। প্রথমবারের মতো কোনো সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রণবীরকে। বাবা ও ছেলে, দুই ভূমিকাতে থাকছেন এ অভিনেতা।
সিনেমায় আরও আছেন সঞ্জয় দত্ত। টিজারে ও ট্রেইলারে তিনিও দেখিয়েছেন চমক। টিজারে না পাওয়া গেলেও, ট্রেলারে পাওয়া গেছে অভিনেত্রী বাণী কাপুরকে।
গল্পের প্রেক্ষাপট ১৮৭১ সাল। কাল্পনিক কাজা শহরকে কেন্দ্র করে সিনেমার গল্প। ছোট থেকেই দাসত্বের শৃঙ্খলে বড় হয়েছে শামশেরা। বড় হয়ে স্বাধীন হওয়ার যুদ্ধে নামে সে।
সিনেমায় বাণী কাপুর একজন নৃত্যশিল্পী। প্রথম দেখাতেই বাণীর প্রেমে পড়ে রণবীর। সিনেমার পরিচালক করণ মালহোত্রা। ২২ জুলাই মুক্তি পাচ্ছে সিনেমাটি।
আরও পড়ুন:একাধিক ভাষায় প্রকাশ পেল কিচ্চা সুদীপ এবং জ্যাকুলিন ফার্নান্দেজের বহুল প্রতীক্ষিত সিনেমা বিক্রান্ত রোনার ট্রেইলার।
ট্রেইলারে অনুমান করা যায়, গল্পটি রহস্যজনক বলে মনে হয়। একটি আজব গ্রামের ঘটনা নিয়ে মোড়া এর গল্প। যে গ্রামের মানুষ ভয়ংকর কোনো কাহিনিকে আড়াল করতে চাচ্ছেন, কিন্তু নিজের ভয় আড়াল করতে পারছেন না।
আর সেই ভয় দূর করতে আগমন ঘটে পুলিশ ইন্সপেক্টর চরিত্রে অভিনয় করা কিচ্চা সুদীপের। তার আগমনে কাহিনি মোড় নেয় অন্যদিকে। দুর্দান্ত ভিজ্যুয়াল, অ্যাকশন ও রোমাঞ্চকর একটি ট্রেইলার।
হিন্দি ভাষায় এর ট্রেইলার লঞ্চ করেন সালমান খান। একই সঙ্গে তামিল ভাষায় ধানুশ, মালয়ালমে দুলকার সালমান, তেলেগুতে রাম চরণ এবং কন্নড় ভাষায় এটি প্রকাশ করেন কিচ্চা সুদীপ।
নেটিজেনরা বিক্রান্ত রোনার ট্রেইলার দেখে উচ্ছ্বসিত এবং এটি কন্নড় সুপারস্টার সুদীপের সবচেয়ে বিগ বাজেটের চলচ্চিত্রগুলোর মধ্যে একটি।
অনুপ ভান্ডারির পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন রবিশঙ্কর গৌড়া, নিরুপ ভান্ডারি, মধুসূদন রাও এবং বাসুকি বৈভবসহ অনেকে। এটি প্রযোজনা করেছে সালমান খানের প্রযোজনা প্রতিষ্ঠান সালমান খান সালমান খান ফিল্মস।
থ্রিডি এই সিনেমাটি কন্নড়, তামিল, তেলেগু, মালয়লাম, হিন্দি, আরবি, জার্মান, রাশিয়ান, ম্যান্ডারিন ও ইংরেজিসহ অনেক ভাষায় মুক্তি পাবে।
এদিকে এর আগেই নির্মাতারা ঘোষণা করেছেন যে অ্যাকশন-অ্যাডভেঞ্চার থ্রিলারটি আগামী ২৮ জুলাই মুক্তি পাবে।
মন্তব্য