অভিনেত্রী শবনম ফারিয়া বিয়ে করেছেন। পারিবারিকভাবে, ঘরোয়া আয়োজনে বিয়ে হয়েছে তার। বরের নাম জাহিন।
বিদেশে লেখাপড়া শেষ করে জাহিদ দেশেই থাকছেন। কাজ করছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে।
শবনম ফারিয়ার বিয়ের খবরসহ তথ্যগুলো নিউজবাংলাকে নিশ্চিত করেছেন অভিনেত্রীর ফুপু জেসমিন সুলতানা।
বিয়ের বিষয়টি জানতে শবনম ফারিয়াকে ফোন করলে একবার তার ফোন বন্ধ পাওয়া যায়, পরে ফোন খোলা পাওয়া গেলেও তিনি কল কেটে দেন।
শবনম ফারিয়ার ফুপু নিউজবাংলাকে জানান, দুই মাস আগে বিয়ে হয়েছে তার। পারিবারিকভাবে, ছোট আয়োজনে হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা।
জেসমিন সুলতানা নিউজবাংলাকে বলেন, ‘তাদের বিয়ে হলেও শবনম ফারিয়া এখনও শ্বশুরবাড়িতে থাকছেন না। অনুষ্ঠানিকতার মাধ্যমে কাজটি করার পরিকল্পনা দুই পরিবারের।’
জেসমিন সুলতানা আরও জানান, দুই মাস আগে বিয়ে হলেও শবনম ফারিয়ার স্বামী জাহিনের সঙ্গে তার প্রথম দেখা হয়েছে বৃহস্পতিবার।
জেসমিন সুলতানার বাসায় ছিল পারিবারিক আয়োজন।
শবনম ফারিয়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে বৃহস্পতিবারের বেশ কিছু ছবি পোস্ট করেছেন। সেই ছবির মধ্যে নীল পাঞ্জাবি পরা ছেলেটি অভিনেত্রীর বর জাহিন।
আরও পড়ুন:আগামী বছর থেকে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম বড় ও মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের স্টল থাকবে বলে জানিয়েছেন ফ্রান্সে সফররত তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
কান উৎসবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোববার তিনি এ কথা জানান। সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানোও হয়।
এর আগে বৃহস্পতিবার উৎসবে ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের সঙ্গে যৌথভাবে মুজিব: একটি জাতির রূপকার সিনেমার ট্রেলার উদ্বোধন করেন হাছান মাহমুদ।
মন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘‘কান উৎসবে এবার আমরা বঙ্গবন্ধুর বায়োপিক মুজিব: একটি জাতির রূপকার চলচ্চিত্রের ট্রেলার উদ্বোধন করার উদ্দেশ্যেই এসেছি। আমরা পরিকল্পনা করছি, আগামী বছর এ উৎসবের বাজারসংশ্লিষ্ট বিভাগ ‘মার্শে দ্যু ফিল্মে’ বাংলাদেশের একটি স্টল থাকবে।’’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐক্লান্তিক প্রচেষ্টা ও সবার মিলিত প্রচেষ্টায় দেশের সিনেমা শিল্প ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘আমাদের লক্ষ্য আন্তর্জাতিক অঙ্গনেও বাংলা সিনেমা যেন জায়গা করে নেয়। সেই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি এবং সে কারণেই কান উৎসবসহ বিশ্বের অন্যান্য চলচ্চিত্র উৎসবে আমরা অংশ নেব।’
সিনেমা শিল্পকে এগিয়ে নিতে সরকারের নানা উদ্যোগ প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে মেধাবী নির্মাতাদের আমরা শর্টফিল্ম, পূর্ণদৈর্ঘ্য ফিচার বা আর্ট ফিল্মের জন্য অনুদান দিয়ে থাকি এবং অনুদানে নির্মিত অনেক সিনেমা দেশে যেমন জাতীয় পুরস্কার পেয়েছে, তেমনই আন্তর্জাতিক অঙ্গনেও সম্মাননা পেয়েছে, পুরস্কারও অর্জন করেছে।’
কান চলচ্চিত্র উৎসবে যোগ দেয়ার পর মঙ্গলবার মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন:কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করায় ইনস্টাগ্রামের লাইভে সাময়িকভাবে ব্লক করা হয়েছে পপ কিংবদন্তি ম্যাডোনাকে। ঘটনাটি নিয়ে নিজের অসন্তোষ চেপে রাখেননি গায়িকা। স্পষ্ট জানিয়েছেন, এই ঘটনায় তিনি ‘বাকরুদ্ধ’।
ম্যাডোনা ইনস্টাগ্রামে এ নিয়ে এক ভিডিও পোস্ট করেন।
ম্যাডোনার পোস্ট করা ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘বন্ধুরা আমরা লাইভ করতে যাচ্ছি, কিন্তু হচ্ছে না! লাইভ ব্লক করে দেয়া হচ্ছে! কী হচ্ছে এসব?’
ভিডিওতে দেখা যায় লাইভে যাওয়ার চেষ্টার সময় ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ একটি সতর্কতা বার্তা পাঠায়। যেখানে সংস্থাটির থেকে আহ্বান জানানো হয় যেন, ম্যাডোনা ইনস্টাগ্রামের সবাইকে সম্মান করবেন, লোকেদের স্প্যাম করবেন না বা নগ্ন কোনো ছবি পোস্ট করবেন না।’
ম্যাডোনা পরে নিজেই মজা করে বলেন, ‘আমার জীবনে এত পোশাক পরিনি!’
‘ভাদাইমা’খ্যাত কৌতুক অভিনেতা আহসান আলীর মৃত্যু হয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তার মৃত্যু হয়।
আহসান আলীর বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের দাইন্যা রামপাল গ্রামে। তার বয়স হয়েছিল ৫০ বছর।
দাইন্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফজাল হোসেন নিউজবাংলাকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আহসানের শ্যালক জজ আলী জানান, দীর্ঘদিন ধরে আহসান ক্যানসারে আক্রান্ত ছিলেন। তার লিভারেও পানি জমেছিল। রোববার তাকে প্রথমে টাঙ্গাইল শহরের একটি হাসপাতালে নেয়া হয়।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
মরদেহ বাড়িতে নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ইউপি চেয়ারম্যান আফজাল।
স্থানীয়রা জানান, আহসান একসময় কৃষিকাজ করতেন। দুই যুগ আগে তিনি কৌতুক অভিনয় শুরু করেন। এরপর ভাদাইমা হিসেবে পরিচিত হন।
১৯৯৪ সালের ২১ মে। ২৮ বছর আগের এদিনে ফিলিপাইনের পাসেতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের প্লেনারি হল থেকে একজনের হাসির দ্যুতি ছড়িয়ে পড়েছিল ভারতজুড়ে। কারণটা অবশ্যই যুক্তিসংগত ছিল। ভারতের মাটিতে প্রথমবারের মতো আসে বিশ্বসুন্দরীর মুকুট।
কথা হচ্ছে সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের কথা।
২৮ বছর আগে ভারতীয় এই সুন্দরীর মাথায় শোভা পেয়েছিল বিশ্বসুন্দরীর মুকুট। দিনটিতে এখন নস্টালজিক ৪৭ বছরের এই তারকা। শনিবার টুইটারে একটি আবেগঘন নোট লেখেন তিনি।
‘সুন্দর একটি অনুভূতি। ভারতের প্রথমবারের মতো মিস ইউনিভার্স জেতার শুভ ২৮ বছর। সময় উড়ে যায়... রয়ে যায় সৌন্দর্য।’
Beautiful is a feeling 😍💃🏻😁 Happy 28 years of INDIA winning Miss Universe for the very first time!!👏😁💃🏻Time flies…Beauty remains!!!💋#Love #Pride #Motherland #MissUniverse1994 #INDIA 🙏🇮🇳 Mahal Kita #Philippines ❤️ pic.twitter.com/LxMqU4ntx2
— sushmita sen (@thesushmitasen) May 21, 2022
সে বছর সুস্মিতাসহ মোট ৭৭ প্রতিযোগী অংশ নিয়েছিলেন প্রতিযোগিতায়। প্রথম রানারআপ হয়েছিলেন মিস কলম্বিয়া ক্যারোলিনা গোমেজ, মিস ভেনিজুয়েলা মিনোর্কা মারকাদোর দ্বিতীয় রানারআপ।
আরও পড়ুন:বিশ্ব চলচ্চিত্রের অন্যতম বড় ও মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটা অভিনেতা-অভিনেত্রীর কাছে একটি বড় স্বপ্ন। আর প্রথমবারের মতো এই স্বপ্ন পূরণ হলো ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ের।
তবে সেই স্বপ্ন পূরণ করতে যাওয়ার পথেই পোশাক-মেকআপ সব হারিয়ে বেদকায়দায় পড়েন অভিনেত্রী।
ফিল্ম কম্প্যানিয়নকে দেয়া এক সাক্ষাৎকারে কান উৎসবের অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে এ কথা জানান পূজা।
অভিনেত্রী জানান, কান উৎসবে যাওয়ার পথে তার লাগেজগুলোর একটি ভারতেই গাড়িতে রেখে যান তিনি। আরেকটি হারিয়ে যায় প্যারিসে একটি ফ্লাইট ধরতে গিয়ে।
পূজা বলেন, ‘আমি আমার লাগেজ হারিয়ে ফেলি। চুলের সাজ, মেকআপ প্রডাক্ট, পোশাক সব হারিয়ে ফেলি। ভাগ্যিস আমার কাছে কিছু গয়না ছিল, যা আমি হ্যান্ড ব্যাগে বহন করেছিলাম। তখন এমন অবস্থা আমরা কাঁদতেও পারছি না। কারণ আমাদের কাছে সময় নেই একেবারেই।
‘আমার ম্যানেজার আমার থেকে বেশি উদ্বিগ্ন হয়ে পড়েন। আমি বললাম, ঠিক আছে। যা হওয়ার হয়ে গেছে। এখন এই পরিস্থিতি থেকে বেরোতে হবে। পরে আমার টিম নতুন করে সবকিছুর ব্যবস্থা করে।’
অভিনেত্রী আরও বলেন, ‘আমাদের হাতে শ্বাস নেয়ারও সময় ছিল না। আমরা ব্রেকফাস্ট করিনি, লাঞ্চ করিনি। মনে আছে, আমি সারা দিনের শেষে একেবারে রাতে সেদিনের প্রথম খাবারটা খেয়েছিলাম। আমার হেয়ার স্টাইলিস্টের ফুড পয়জনিং হয়ে যায়। তার মধ্যেই সে কাজ করে। আজ তাদের জন্যই আমি এখানে আসতে পেরেছি।’
এই বছর প্রথম কানের রেড কার্পেটে পা রাখলেন পূজা। হালকা গোলাপি পালকে সাজানো গাউনে রেড কার্পেটে মোহনীয় দেখাচ্ছিল তাকে।
আরও পড়ুন:ইউক্রেনে রাশিয়ার হামলা নিয়ে সরব বিশ্ব। প্রতিবাদ হচ্ছে দেশে দেশে। এবার প্রতিবাদের সে ঢেউ ছড়িয়েছে বিশ্বের মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে। নগ্ন হয়ে সেখানে এই যুদ্ধের প্রতিবাদ জানিয়েছেন এক তরুণী।
স্থানীয় সময় শুক্রবার ফ্রান্সের কানে চলা ওই উৎসবের একটি মুহূর্তে তিনি এমন প্রতিবাদ জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে মেইল অনলাইন।
নগ্ন হয়ে কানের লাল গালিচায় উপস্থিত হওয়া তরুণীর নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি ইউক্রেনীয় বলে নিশ্চিত হওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘থ্রি থাউজেন্ড ইয়ার্স অব লংগিং’ এর তারকারা যখন লাল গালিচায় হাঁটছিলেন তখন সেখানে উঠেই শরীরের কাপড় খুলে ফেলেন তরুণী। এরপর হাঁটতে থাকেন তিনি। ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে যান সবাই।
শরীরের ওপরের অংশে ‘আমাদের ধর্ষণ করা বন্ধ করো’ লেখা ছিল তার। বুকে হলুদ আর নীল রঙে ইউক্রেনের পতাকা আঁকা ছিল। তার পায়ে রক্তের রং দেখা যাচ্ছিল।
ছোটাছুটি করতে থাকলে ওই তরুণীকে ঘিরে ফেলেন নিরাপত্তাকর্মীরা। এরপর তাকে সরিয়ে নেন তারা।
এর আগে কান উৎসবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। এবারের উৎসবে ইউক্রেনে হামলা নিয়ে নির্মিত একাধিক চলচ্চিত্র নিয়েও হাজির হয়েছেন দেশটির নির্মাতারা।
এ ছাড়া ইউক্রেনে রুশ সেনাদের হামলার প্রতিবাদে কানে রাশিয়ার অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকেই পশ্চিমাদের বাধা উপেক্ষা করে পূর্ব ইউরোপের দেশটিতে চলছে রুশ সেনাদের সামরিক অভিযান।
বাসিন্দাদের রক্ষা করার জন্যই এমন সামরিক পদক্ষেপ বলে দাবি করে আসছে রাশিয়া। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়, সম্পূর্ণ বিনা উসকানিতে রাশিয়া হামলা চালিয়েছে। দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়ে আসছে।
ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এখন পর্যন্ত দেশটির ৮০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। একই সঙ্গে দেশ ছেড়েছে প্রায় ৫০ লাখ মানুষ।
যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যের দাম বেড়ে গেছে। এ যুদ্ধ বন্ধ না হলে বিশ্বজুড়ে বড় ধরনের খাদ্যসংকট তৈরি হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
আরও পড়ুন:৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে জুরি হিসেবে ভারতের প্রতিনিধিত্ব করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন।
সেই সঙ্গে ভারতীয় চলচ্চিত্র কীভাবে এগিয়ে চলেছে তা উল্লেখ করে দীপিকা মন্তব্য করেছেন, ‘আমি সত্যিই বিশ্বাস করি এমন এক দিন আসবে যখন ভারত কানে থাকবে না, কান ভারতে থাকবে।’
কান চলচ্চিত্র উৎসবে বুধবার ইন্ডিয়া প্যাভেলিয়নের উদ্বোধনে সময় তিনি এ মন্তব্য করেন। বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দীপিকা বলেন, ‘আমার মনে হয় রাষ্ট্র হিসাবে আমাদের এখনও অনেকটা পথ পাড়ি দেয়ার বাকি। একজন ভারতীয় হিসাবে এখানে আসতে পেরে এবং দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি সত্যিই গর্বিত।
‘তবে আমি আগেও বলেছি যে, কানের ৭৫ বছরের ইতিহাসে হাতে গোনা কয়েকটি ভারতীয় সিনেমা ও ভারতীয় প্রতিভা এ পর্যন্ত আসতে পেরেছে। আমার মতে এখন সম্মিলিতভাবে আমাদের সে সক্ষমতা রয়েছে।’
দীপিকা আস্থা প্রকাশ করেছেন যে শিগগিরই এমন একটি দিন আসবে যখন ভারতে কান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে।
অভিনেত্রী বলেন, ‘আমাদের প্রতিভা ও সামর্থ্য আছে এবং আমি মনে করি আমাদের নিজেদের প্রতি বিশ্বাসটাও আছে। আমি সত্যই বিশ্বাস করি এমন এক দিন আসবে যখন ভারত কানে থাকবে না, কান ভারতে আসবে।’
অনুষ্ঠানে ভারতীয় সিনেমাকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য সংগীতশিল্পী এ আর রহমান এবং চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুরেরও প্রশংসা করেন দীপিকা।
তিনি বলেন, ‘ভারতকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য ও আমাদের এখানে আসার পথ তৈরি করার জন্য আমি রেহমান স্যার ও শেখর স্যারকে ধন্যবাদ জানাতে চাই ।’
এবার সম্মানজনক চলচ্চিত্র উৎসবে মেতেছে ভারতীয় সিনেমা। মার্চে ডু সিনেমায় ভারতকে প্রথম ‘কান্ট্রি অফ অনার’ হিসেবে বেছে নেয়া হয়েছে।
দীপিকা ছাড়াও এবার কান উৎসবে অংশ নিয়েছেন- এ আর রহমান, ঐশ্বরিয়া রায়, তামান্না ভাটিয়া, আর মাধবন, পূজা হেগড়ের মতো বহু নামজাদা ভারতীয় শিল্পী।
আরও পড়ুন:
মন্তব্য