২০১৫ সালে যুক্তরাজ্যের নর্থাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন চিত্রনায়ক সিয়াম। রাত-দিন এক করে পড়তে হতো তাকে। পরিবার ছেড়ে বিদেশে যাওয়া, সেটাই সিয়ামের জন্য ছিল কষ্টের। এর মধ্যে আবার সারা দিন ক্লাস আর পড়াশোনা। সব মিলিয়ে সিয়ামের ভাষ্যে ‘সেটা খুবই টাফ সময় ছিল আমার জন্য।’
এর মধ্যে আসে ঈদ। পরিবার-বন্ধু-স্বজনদের ছাড়া প্রথম ঈদ কাটাতে হয়েছিল চিত্রনায়কের। কেমন ছিল সেই ঈদের দিন?
সিয়াম বলেন, ‘আমরা যেখানে থাকতাম, সেখানে অনেক বাঙালি ছিল। তাই ঈদের নামাজটা আমরা একসঙ্গে পড়লাম। নামাজ শেষে যখন বাসায় ফিরলাম তখন হলো বিপত্তি।
‘ঈদের দিন সেমাই খাব না, সেটা কেমন করে হয়। কিন্তু কেউ সেমাই বানাতে পারে না। দেশে হলে না হয় ফোন করে শুনে শুনে করা যেত, সেটাও সম্ভব না। তখন আমাদের একজন ইউটিউব দেখে দেখে সেমাই রান্না করল।’
সেমাই খাওয়ার সময়টা ছিল আরও বেদনাদায়ক। সিয়াম বলেন, ‘সেমাই মুখে দিতেই চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। সেমাইয়ের স্বাদ কেমন, সেদিকে কারও খেয়াল নেই। সবার পরিবারের কথা মনে পড়ছে। আর সবাই কাঁদছে।’
সেই পরিস্থিতি পার করে তার পরপরই আবার পড়তে বসতে হয়েছিল সিয়ামদের।
সিয়ামের ঈদের স্মৃতিতে ছোটবেলার একটা ঘটনা খুব দাগ কেটে আছে। সিয়ামের সালটা মনে নেই, তবে সাত-আট বছর হবে; সেই সময়ের একটা ঘটনা আছে।
সিয়াম বলেন, ‘বাবার সঙ্গে গিয়েছি বায়তুল মোকাররমে ঈদের নামাজ পড়তে। স্বাভাবিকভাবেই অনেক মানুষ। সবাই যখন নামাজ পড়তে উঠলেন; আমিও উঠলাম। উঠে দেখি আমার পাশে আমার বাবা নেই, অন্য কেউ দাঁড়িয়ে আছে।
‘ওই অবস্থাতেই নামাজ পড়লাম। নামাজ শেষে বাবাকে খুঁজি কিন্তু পাই না। তখন তো মোবাইল ফোনও ব্যবহার করি না। আমার তো কান্না কান্না অবস্থা। বেশ অনেকক্ষণ পর বাবাকে ফিরে পেলাম এবং সব দুশ্চিন্তা চলে গেল।’
সিয়াম আরও আগে থেকেই বিজ্ঞাপন, নাটকে পরিচিত মুখ। তবে তিনি আরও পরিচিত হয়ে ওঠেন ২০১৮ সালে। কারণ সে বছর রোজার ঈদে ‘পোড়ামন ২’ ও পরে ‘দহন’ নামের সিনেমা মুক্তি পায়। সিনেমা দুটি হিট হয়। সিয়ামও জনপ্রিয় হয়ে ওঠেন। প্রথম সিনেমা ঈদে মুক্তি পাওয়ায় অন্য রকম এক ঈদ কেটেছে সিয়ামের। তবে খ্যাতির বিড়ম্বনায় যে খুব পড়তে হয়েছে তা না।
সিয়াম বলেন, ‘সিনেমা মুক্তির পর স্বাভাবিকভাবেই খুব ভালো ঈদ কেটেছে। সবাই ভালো ফিডব্যাক দিচ্ছিল। আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, হল ভিজিট করেছি। সে সময় খুব যে জনস্রোতে পড়তে হয়েছে তা না। তবে খুব ভালো ঈদ ছিল সেটা।’
এ ঈদটিও সিয়ামের জন্য খুব আনন্দের হতে যাচ্ছে। এ ঈদে ‘শান’ নামের একটি সিনেমা মুক্তি পাচ্ছে তার। এর চেয়েও আনন্দের বিষয় হলো, বাবা হতে যাচ্ছেন এ অভিনেতা।
সিয়াম জানান, ঈদের কিছু পরেই হয়তো সেই আনন্দের মুহূর্ত আসতে পারে। তাই দূরের কোনো পরিকল্পনা করছেন না তিনি।
সিয়াম বলেন, ‘সিনেমার প্রচারে কাজ তো করব, কিন্তু খুবই সচেতন থাকতে হবে। এ সময়টা আমার স্ত্রীর সঙ্গে থাকতে চাই। তাই তেমন কোনো পরিকল্পনা নেই ঈদকে ঘিরে।’
আরও পড়ুন:প্রায় ১৫ বছর পর বড় পর্দায় জুটি হিসেবে দেখা যাবে জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ ও অভিনেত্রী জাকিয়া বারী মমকে। অনন্য মামুন পরিচালিত নতুন চলচ্চিত্র ‘রেডিও’তে দেখা যাবে এই জুটিকে।
ঢাকার রেসকোর্স ময়দানে ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রটি আসছে মার্চ মাসেই মুক্তি দেয়ার পরিকল্পনা নির্মাতার। সে লক্ষ্যে বুধবার চলচ্চিত্রটি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে মুক্তির অনুমতির জন্য।
নির্মাতা অনন্য মামুন বলেন, “১৯৭১ সালের ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনাকে কেন্দ্র করে একটি গ্রামের কিছু মানুষের ঘটনা নিয়ে চলচ্চিত্রের গল্প এগিয়ে গেছে। এই ছবি নিয়ে আমার অনেক প্রত্যাশা। যারা দেশের ছবি দেখতে চান, দেশপ্রেমের ছবি দেখতে চান, আশা করছি ‘রেডিও’ তাদের নিরাশ করবে না।”
চলচ্চিত্রটিতে রিয়াজ এবং মম ছাড়াও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, নাদের চৌধুরী, প্রাণ রায়, এলিনা শাম্মী, তানজিলা হক মাইশা, ইলমা হাসিন, শফিউল আলম বাবু, রাশেদ আল মামুন, রওনক রিয়াজ উদ্দিন, জান্নাতুল রশিদ মারিয়াম মম, নীরব শিকদার প্রমুখ।
তরঙ্গ প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘রেডিও’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন মোয়াজ্জেম হোসেন চৌধুরী।
প্রসঙ্গত, এর আগে ২০০৭ সালে নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে প্রথম জুটি হিসেবে দেখা গিয়েছিল রিয়াজ ও মমকে।
আরও পড়ুন:জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা রোজার ঈদে প্রথমবারের মতো দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন ওয়েব সিরিজ নিয়ে। ‘হোটেল রিলাক্স’ শিরোনামের ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন ‘ব্যাচেলর’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি।
ওয়েব সিরিজটিতে ডিবি পুলিশের চরিত্রে দেখা যাবে পূর্ণিমাকে। সিরিজটির প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ রোজার ঈদে এটি মুক্তি দেয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে।
প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘ওয়েব সিরিজটির গল্প অন্য আট-দশটি গল্পের চেয়ে একটু আলাদা মনে হয়েছে আমার কাছে। সে কারণেই ওয়েব সিরিজে অভিনয় করেছি। কাজটি করে আমার যেমন ভালো লেগেছে তেমনি আশা করছি দর্শকদেরও ভালো লাগবে সিরিজটি।’
সিরিজটির প্রযোজনা সংস্থা বঙ্গ থেকে জানা গেছে, ২০টি পর্বের এই ওয়েব সিরিজে পূর্ণিমার সঙ্গে দেখা যাবে জনপ্রিয় সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শিল্পীদেরও।
নিজের ক্যারিয়ারের সফলতার পেছনে সাবেক স্বামী চিত্রনায়ক শাকিব খানের অবদানের কথা স্বীকার করলেন নায়িকা অপু বিশ্বাস।
তিনি বলেছেন, ‘আসলে আজকে শাকিব যদি আমার পাশে না থাকত, তা হলে এই অপু বিশ্বাস হত না। সহ-অভিনেতা হয়ে আমাকে অভিনয়ের খুঁটিনাটিতে সাহায্য করেছে সে।
‘আমার ক্যারিয়ারের ৮০ শতাংশ কৃতিত্ব শাকিবের, বাকিটা আমি অর্জন করেছি। তাই ওর প্রতি সারা জীবন সেই সম্মান থাকবে।’
সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বইমেলায় গিয়ে আনন্দবাজার অনলাইনের সঙ্গে এক আড্ডায় এসব কথা বলেন অপু।
ছেলেকে কীভাবে দেশাশুনার করছেন- এমন প্রশ্নে নায়িকা বলেন, আমাদের দুজনের কাছে এখনও সন্তানের মানসিক স্বাস্থ্যটাই অগ্রাধিকার পায়। এক সঙ্গে থেকে হোক কিংবা না থেকে।
তিনি বলেন, জয় জানে, তার বাবা-মা দুজনেই ব্যস্ত। তাই কখনও আমি তাকে স্কুলে পৌঁছে দিই, শাকিব ওকে নিয়ে আসে— এভাবেই চলছে।
শাকিব খানের একের পর এক সম্পর্ক নিয়ে এত ধরনের গুঞ্জন- এ প্রশ্নে অপু বলেন, এক জন সুপারস্টারকে নিয়ে যদি গুঞ্জন না হয়, তা হলে সে কিসের সুপারস্টার?
তিনি বলেন, এটা তার কৃতিত্ব, এখনও তাকে নিয়ে গুঞ্জন হয়, অন্যদের নিয়ে হয় না। নায়ক-নায়িকাদের নিয়ে দু-একটা প্রেমের গুঞ্জন না থাকলে পর্দায় রোম্যান্স ফুটিয়ে তুলবেন কীভাবে! আমি সাধুবাদই জানাই।
ভবিষ্যতে কি ঘর বাঁধার পরিকল্পনা নিয়ে নায়িকা বলেন, ক্যারিয়ার নিয়ে খুব ব্যস্ত এখন, কলকাতায় এখন কাজের চেষ্টা চলছে। তাই কাজটাই ফোকাস।
একটা সময় শ্বশুরবাড়ি ওপর একাধিক অভিযোগ ছিল আপনার, এই পরিবর্তনটা সম্ভব হল কীভাবে- এই প্রশ্নে অপু বলেন, আসলে আমরা শিল্পীরা খুব আবেগপ্রবণ। অনেক সময় এমন কিছু বলে ফেলি, পরে তা শুধরে নেয়ার জায়গা থাকে না। আমি তো চাইলেও সেটা মুছতে পারব না।
তিনি বলেন, আসলে যখন কথাগুলো বলেছিলাম ওদের প্রতি রাগ ছিল, আমি একটু অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমি ওদের কাছে ক্ষমা চাইতে চাই। আমার শ্বশুর-শাশুড়ি খুব ভাল মানুষ। আমি ভাগ্যবান ওদের পেয়েছি, আমার জীবনে বাবা-মায়ের ঘাটতি পূরণ করছেন তারাই।
আরও পড়ুন:জনপ্রিয় মডেল ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবার অভিনয় করতে যাচ্ছেন দিনাজপুরের সেই আলোচিত কিশোরী ‘ইয়াসমিন’-এর চরিত্রে। সুমন ধর পরিচালিত নতুন চলচ্চিত্র ‘আমি ইয়াসমিন বলছি’তে এই চরিত্রে দেখা যাবে তাকে।
সম্প্রতি চলচ্চিত্রটিতে কাজ করার ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছেন মিম।
১৯৯৫ সালের ২৩ আগস্ট রাতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি বাসে করে দিনাজপুরের দশমাইল মোড় এলাকায় নামেন ইয়াসমিন আক্তার নামে আনুমানিক ১৬ বছর বয়সী এক কিশোরী। দশমাইল মোড় এলাকায় একটি পানের দোকানের সামনে তিনি অপেক্ষা করছিলেন দিনাজপুরগামী বাসের জন্য। সে সময় টহল পুলিশের একটি ভ্যান আসে এবং একপ্রকার জোর করেই তাকে দিনাজপুরে পৌঁছে দেয়ার কথা বলে তুলে নিয়ে যায়। পরদিন সকালে কিশোরীটির মরদেহ পাওয়া যায় গোবিন্দপুর নামক জায়গায়।
ওই ঘটনায় দিনাজপুরের মানুষ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসে। গড়ে তোলে আন্দোলন। সেই আন্দোলনে পুলিশ গুলি চালালে নিহত হয় সাতজন। আহত হয় দুই শতাধিক। এর ফলে প্রতিবাদের ফুলকি ছড়িয়ে পড়ে গোটা দেশে।
সেই ইয়াসমিন চরিত্রেই অভিনয় করবেন মিম।
চলচ্চিত্রটির পরিচালক সূত্রে জানা গেছে, আগামী এপ্রিল নাগাদ শুরু হবে ছবিটির শুটিং। গল্পের প্রয়োজনে দিনাজপুরে হবে অর্ধেক চিত্রায়ণ। বাকিটা ঢাকায়।
এদিকে মিম বর্তমানে অবস্থান করছেন ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়ায়। সেখানে তিনি অভিনয় করছেন ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়ক জিতের সঙ্গে ‘মানুষ’ নামে এক চলচ্চিত্রে। ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের পরিচালক সঞ্জয় সমদ্দার। বর্তমানে চলচ্চিত্রটির শেষ লটের শুটিং চলছে।
আরও পড়ুন:নিজ শহর পাবনায় দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সদ্য মুক্তিপ্রাপ্ত ভাগ্য ছায়াছবির নায়ক ও পরিচালক মাহবুবুর রশিদ মুন্না।
শহরের ঐতিহ্যবাহী রূপকথা সিনেমা হলে রোববার দুপুরে আসেন তিনি। এ সময় ভক্ত শুভানুধ্যায়ীদের উষ্ণ ভালোবাসায় সিক্ত হন মুন্না।
রূপকথা সিনেমা হল কর্তৃপক্ষ জানান, গত শুক্রবার থেকে তারা সদ্য মুক্তি পাওয়া ভাগ্য ছবিটি চালাচ্ছে। পাবনার শালগাড়ীয়ায় বেড়ে ওঠা চিত্রনায়ক মুন্না নিজের শহরে ছবিটির দর্শক মতামত জানতে এসেছেন। ছবিতে মুন্নার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণ।
মুন্না জানান, চলচ্চিত্রের সংকটকালে সত্য ঘটনা অবলম্বনে মৌলিক গল্পে নির্মিত হয়েছে ভাগ্য সিনেমাটি।
চিত্রনায়ক মুন্না বলেন, ‘‘ভালোভাবে ছবির কাজটি করার চেষ্টা করেছি। নিপুণের সঙ্গে এর আগে ‘ধূসর কুয়াশা’ সিনেমায় কাজ করার কারণে আমাদের রসায়নটা ভালো হয়েছে।’’
দেশপ্রেম ও সামাজিক গল্প নিয়ে নির্মিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মাসুম আজিজ, গুলশান আরা, সাংকো পাঞ্জা, জেসমিন, আফসানা নূপুর, গাঙ্গুয়া, সাবিহা জামানসহ আরও অনেকে।
এর আগে উত্তম আকাশ পরিচালিত ‘ধূসর কুয়াশা’ সিনেমায় জুটিবদ্ধ হয়েছিলেন নিপুণ ও মুন্না। সিনেমাটি ২০১৮ সালেমুক্তি পায়।
আরও পড়ুন:জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত হিসেবে দ্বিতীয়বারের মতো চুক্তিবদ্ধ হলেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জয়া লিখেছেন, ‘দ্বিতীয়বারের মতো ইউএনডিপির শুভেচ্ছা দূত হতে পেরে আমি একদিকে যেমন আনন্দিত আরেকদিকে অনেক সম্মানিত বোধ করছি। আগামী দুই বছর ইউএনডিপির সঙ্গে আমি জেন্ডার সমতা, জলবায়ু পরিবর্তন, পরিবেশ ইত্যাদি বিষয়ে কাজ করব। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে সচেতনতা বাড়াতেও কাজ করব।’
জয়া এর আগে ২০২২ সাল থেকে গত এক বছর ধরে ইউএনডিপি’র শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেছেন। নতুন চুক্তি অনুযায়ী আগামী ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত স্বেচ্ছাসেবক হিসেবে ইউএনডিপির সঙ্গে কাজ করবেন তিনি।
এদিকে জয়া আহসান বাংলাদেশ ও কলকাতার গণ্ডি পেরিয়ে বলিউডে কাজ করেছেন সম্প্রতি। সেখানে তিনি অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত করক সিং সিনেমায় অভিনয় করেছেন। গত মাসে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। এই ছবিতে জয়া আহসানের সহশিল্পী হিসেবে রয়েছেন বলিউড তারকা পঙ্কজ ত্রিপাঠিসহ অনেকে।
ভারতের মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফলে বলিউড অভিনেত্রী সানি লিওনির ফ্যাশন শো ভেন্যুর কাছে বোমা বিস্ফোরণ হয়েছে। শনিবারের এ বিস্ফোরনে কেউ হতাহত হননি।
এক কর্মকর্তার বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রোববার ইম্ফলের হাত্তা কাংজেইবুং এলাকায় সানি লিওনির একটি ফ্যাশন শো হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানস্থল থেকে ১০০ মিটারের মধ্যে বিস্ফোরণটি হয়। এতে কেউ হতাহত হননি।
বিস্ফোরণটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) না গ্রেনেডের মাধ্যমে ঘটানো হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
এ হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।
মন্তব্য