শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন মহান মে দিবস আজ। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন।
ওই দিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠা পেয়েছিল। তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।
এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা’।
দিবসটি উপলক্ষে শুটিংকর্মীসহ পৃথিবীর সব শ্রেণি-পেশার কর্মজীবী মানুষের জন্য শ্রদ্ধা জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান ।
এদিন দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে সিনেমার শুটিংকর্মীদের অবদানের কথা তুলে ধরে এক স্ট্যাটাস দেন এই চিত্রনায়ক। সঙ্গে পোস্ট করেন লাইট-ক্যামেরা-ক্ল্যাপারবোর্ড সমন্বিত একটি কার্ড।
শাকিব লেখেন, ‘দিন-রাত শুটিংয়ের সেবা দিয়ে থাকে কিছু মানুষ। পর্দার আড়ালে থেকে প্রযোজক, পরিচালক, অভিনয়শিল্পীসহ সবার বসার চেয়ার এগিয়ে দেয়া থেকে লাইট, সেট নির্মাণসহ খাবার পরিবেশন; সব কাজে তাদের অক্লান্ত শ্রম মিশে থাকে। একটি ভালো চলচ্চিত্র নির্মাণে তাদের অক্লান্ত শ্রম অস্বীকার করার উপায় নেই। আন্তর্জাতিক শ্রমিক দিবসে এসব শুটিংকর্মীসহ পৃথিবীর সব শ্রেণি-পেশার কর্মজীবী মানুষের জন্য জানাই শ্রদ্ধা।’
গত বছরের নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব। এবার ঈদে দেশে না থাকলেও তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। এর মধ্যে একটি গলুই অন্যটি বিদ্রোহী।
এর আগে এক স্ট্যাটাসে শুধু নিজের নয়, মুক্তি প্রতীক্ষিত সব সিনেমাই যেন থাকে ঈদ আনন্দজুড়ে; এমন কামনাই জানিয়েছেন এই চিত্রনায়ক।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহতের ঘটনায় ক্রুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির বিশ্বখ্যাত দুই সংগীতশিল্পী টেইলর সুইফট ও সেলিনা গোমেস।
এ ঘটনায় বুধবার টুইটে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন দুই তারকা।
যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কোচ স্টিভ কেরের একটি ভিডিওসহ এক টুইটে টেইলর সুইফট লেখেন, ‘উভালদে হত্যাকাণ্ড নিয়ে আমি শোকাহত, ক্রুদ্ধ ও মানসিকভাবে বিপর্যস্ত। বাফেলো, লেগুনা উডস ও এ ধরনের আরও অনেক হত্যাকাণ্ড নিয়েও আমার অনুভূতি একই।
‘এ ঘটনাগুলোর মাধ্যমে রাষ্ট্র হিসেবে আমরা এসব হৃদয়বিদারক ও অসম্ভব শোকের ঘটনাগুলোর সঙ্গে যেন মানিয়ে নিয়েছি। স্টিভের কথাগুলো খুবই সত্য ও মনের গভীরে আঘাত করে।’
Filled with rage and grief, and so broken by the murders in Uvalde. By Buffalo, Laguna Woods and so many others. By the ways in which we, as a nation, have become conditioned to unfathomable and unbearable heartbreak. Steve’s words ring so true and cut so deep. https://t.co/Rb5uwSTxty
— Taylor Swift (@taylorswift13) May 25, 2022
শিশুরা যদি স্কুলেই নিরাপদ না থাকে তবে কোথায় নিরাপদ- এমন প্রশ্ন তুলে সেলিনা গোমেস এক টুইটে লেখেন, ‘আজ আমার নিজ রাজ্য টেক্সাসে ১৮ জন নিরীহ ছাত্রকে হত্যা করা হয়েছে। তারা শুধু পড়াশোনা করতে চেয়েছেন। একজন শিক্ষিকাকে হত্যা করা হয়েছে যিনি তার কাজটি করছিলেন। এমন একটা কাজ যা অমূল্য কিন্তু দুঃখজনকভাবে কেউই এর দাম দেয় না। শিশুরা স্কুলে নিরাপদ না থাকলে আর কোথায়?’
Today in my home state of Texas 18 innocent students were killed while simply trying to get an education. A teacher killed doing her job; an invaluable yet sadly under appreciated job. If children aren’t safe at school where are they safe?
— Selena Gomez (@selenagomez) May 25, 2022
স্থানীয় সময় মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গুলির ওই ঘটনা ঘটে। অঙ্গরাজ্যের ডিপার্টমেন্ট ফর পাবলিক সেফটি এ তথ্য জানিয়েছে।
বন্দুকধারী সালভাদর রামোস নামের ১৮ বছর বয়সী তরুণ পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
ধারণা করা হচ্ছে, ওই বন্দুকধারী একাই হামলা চালিয়েছেন। তবে হামলার কারণ এখনও জানা যায়নি।
টেক্সাস অঙ্গরাজ্যের উভালদে শহরের রোব এলিমেন্টারি স্কুলে বন্দুক হামলার ঘটনায় হতাহতদের পাশের উইলি ডি লিউন সিভিক সেন্টারে নিয়ে যাওয়া হয়।
হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সঙ্গে অস্ত্র ব্যবসায়ীদের পক্ষের লবি বন্ধের পাশাপাশি এই ধরনের বন্দুক হামলার ঘটনা যাতে ফের না হতে পারে, সে বিষয়ে হুঁশিয়ারিও দেন তিনি।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট মঙ্গলবার বিকেলে নিশ্চিত করেছেন যে উভালদের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৪ শিশু শিক্ষার্থী এবং একজন শিক্ষক নিহত হয়েছেন। পরে মৃতের সংখ্যা বেড়ে হয় ১৯ শিশু এবং ২ শিক্ষক।
বন্দুকের সহজপ্রাপ্যতাসহ বিভিন্ন কারণে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা প্রায় ঘটে থাকে। বার্তা সংস্থা সিএনএনের তথ্য মতে, দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানে চালানো এই বন্দুক হামলাটি চলতি বছরের ৩০তম হামলা।
মঙ্গলবারের হামলায় হতাহতের সংখ্যা বাদ দিলে চলতি বছরের ২৯টি বন্দুক হামলায় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিহত হয় কমপক্ষে ১০ জন। আহত হয় ৫১ জন।
২০১৮ সালের ফেব্রুয়ারিতে ফ্লোরিডার পার্কল্যান্ডের স্টোনম্যান ডগলাস হাই স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত হয় ১৭ জন।
২০১২ সালের ডিসেম্বরে কানেকটিকাটের একটি এলিমেন্টারি স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত হয় ২৬ জন।
আরও পড়ুন:জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র উপস্থাপক হানিফ সংকেতের মৃত্যুর গুজব দুই দিন ধরে চলছে বলে জানিয়েছেন হানিফ সংকেত।
বুধবার বেলা ১১টার দিকে হানিফ সংকেতের মৃত্যুর গুজব ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিতে বাধ্য হন। সেখানেই তিনি জানান, গত দুদিন ধরে তিনি ও তার পরিবার এই মৃত্যু গুজবের কারণে নিদারুণ মানসিক কষ্টে আছেন।
হানিফ সংকেত লেখেন, ‘আমার ভাবতে কষ্ট হচ্ছে আমাকে স্ট্যাটাস দিয়ে প্রমাণ দিতে হলো, আমি বেঁচে আছি। আমার মৃত্যু নিয়ে এ ধরণের স্ট্যাটাস কখনও দিতে হবে ভাবিনি।’
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে একটা মহল প্রায়ই এ ধরনের কাজ করে বলে জানান তিনি। সংকেতের মতে, ‘এক শ্রেণির বিকৃত মানসিকতার মানুষ তাদের ভিউ ব্যবসা ও ফলোয়ার বাড়াবার প্রত্যাশায় মানুষের মৃত্যু নিয়ে মিথ্যে ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অসামাজিক কাজ করছে। ছড়িয়েছে আমার মৃত্যু সংবাদ। একজন সুস্থ মানুষকে মেরে ফেলার পেছনে এদের কি ধরণের মানসিকতা কাজ করে আমার বোধগম্য নয়।’
হানিফ সংকেত জানান, তিনি সবার দোয়া ও ভালোবাসায় সুস্থ আছেন। ভালো আছেন। তার কোনোরকম কোনো দুর্ঘটনাও ঘটেনি।
গুজব ছড়িয়ে পড়ায় শত শত মানুষ তার ও তার আশেপাশের মানুষের সঙ্গে যোগাযোগ করেছেন, এখনও করছেন বলে জানান এ মিডিয়া ব্যক্তিত্ব।
তিনি প্রশ্ন করে বলেন, ‘শুধুমাত্র ভিউ, লাইক, শেয়ার পাবার জন্য একজন মানুষকে এরা মেরে ফেলবে? এ কি ধরণের মানসিকতা? নাকি এদের অন্য কোন উদ্দেশ্য আছে? এর আগেও বেশ কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের মৃত্যুর আগেই মৃত্যুর গুজব ছড়িয়েছে একটি মহল। সময় এসেছে এদের বিরুদ্ধে সোচ্চার হবার।’
যারা এ ধরণের গুজব ছড়িয়েছে তাদের প্রতি অন্তর থেকে ঘৃণা প্রকাশ করেছেন হানিফ সংকেত। লেখেন, ‘ইতোমধ্যে আমি সাইবার ক্রাইম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা শিগগিরই ব্যবস্থা নেবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।’
হানিফ সংকেত অনুরোধ জানিয়ে লিখেছেন, ‘গুজবে কখনও কান দিবেন না।’
আরও পড়ুন:ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা সামান্থা রুথ প্রভু ও বিজয় দেবেরাকোন্ডার আসন্ন তেলেগু সিনেমা কুশির শুটিংয়ের সময় গাড়ি দুর্ঘটনায় আহতের খবরটির কোনো সত্যতা নেই।
সিনেমাটির প্রযোজকের বিবৃতির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘এমন কিছু খবর এসেছে যে কুশি শুটিংয়ের সময় বিজয় ও সামান্থা আহত হয়েছেন। এই খবরের কোনো সত্যতা নেই। কাশ্মীরে ৩০ দিনের শুটিং সফলভাবে শেষ করে পুরো দল গতকাল হায়দরাবাদে ফিরেছে। এই ধরনের খবর বিশ্বাস করবেন না।’
এদিকে এক টুইটে এই বিবৃতিটি প্রকাশ করেছেন ভারতীয় চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা।
Fake news alert :"There are few reports that #VijayDeverakonda and #Samantha were injured while shooting for #Kushi movie.There is no truth in this news.
The entire team returned to Hyd yesterday after successfully completing 30 days of shooting in Kashmir.Dont believe such news" pic.twitter.com/rqlkuHmW9H— Ramesh Bala (@rameshlaus) May 24, 2022
চলতি মাসের মাঝামাঝিতে প্রকাশ করা হয় সিনেমাটির ফার্স্টলুক। সেটি টুইটারে পোস্ট করে সামান্থা লেখেন, ‘এই ক্রিসমাস-নতুন বছর। আনন্দ, হাসি, সুখ এবং ভালোবাসার বিস্ফোরণ। একটি দুর্দান্ত পারিবারিক অভিজ্ঞতা।’
কুশি সিনেমাটি তেলেগু, তামিল, কন্নড় ও মালয়ালাম ভাষায় ২৩ ডিসেম্বর মুক্তি পাবে।
আরও পড়ুন:আগামী বছর থেকে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম বড় ও মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের স্টল থাকবে বলে জানিয়েছেন ফ্রান্সে সফররত তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
কান উৎসবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোববার তিনি এ কথা জানান। সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানোও হয়।
এর আগে বৃহস্পতিবার উৎসবে ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের সঙ্গে যৌথভাবে মুজিব: একটি জাতির রূপকার সিনেমার ট্রেলার উদ্বোধন করেন হাছান মাহমুদ।
মন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘‘কান উৎসবে এবার আমরা বঙ্গবন্ধুর বায়োপিক মুজিব: একটি জাতির রূপকার চলচ্চিত্রের ট্রেলার উদ্বোধন করার উদ্দেশ্যেই এসেছি। আমরা পরিকল্পনা করছি, আগামী বছর এ উৎসবের বাজারসংশ্লিষ্ট বিভাগ ‘মার্শে দ্যু ফিল্মে’ বাংলাদেশের একটি স্টল থাকবে।’’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐক্লান্তিক প্রচেষ্টা ও সবার মিলিত প্রচেষ্টায় দেশের সিনেমা শিল্প ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘আমাদের লক্ষ্য আন্তর্জাতিক অঙ্গনেও বাংলা সিনেমা যেন জায়গা করে নেয়। সেই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি এবং সে কারণেই কান উৎসবসহ বিশ্বের অন্যান্য চলচ্চিত্র উৎসবে আমরা অংশ নেব।’
সিনেমা শিল্পকে এগিয়ে নিতে সরকারের নানা উদ্যোগ প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে মেধাবী নির্মাতাদের আমরা শর্টফিল্ম, পূর্ণদৈর্ঘ্য ফিচার বা আর্ট ফিল্মের জন্য অনুদান দিয়ে থাকি এবং অনুদানে নির্মিত অনেক সিনেমা দেশে যেমন জাতীয় পুরস্কার পেয়েছে, তেমনই আন্তর্জাতিক অঙ্গনেও সম্মাননা পেয়েছে, পুরস্কারও অর্জন করেছে।’
কান চলচ্চিত্র উৎসবে যোগ দেয়ার পর মঙ্গলবার মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন:কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করায় ইনস্টাগ্রামের লাইভে সাময়িকভাবে ব্লক করা হয়েছে পপ কিংবদন্তি ম্যাডোনাকে। ঘটনাটি নিয়ে নিজের অসন্তোষ চেপে রাখেননি গায়িকা। স্পষ্ট জানিয়েছেন, এই ঘটনায় তিনি ‘বাকরুদ্ধ’।
ম্যাডোনা ইনস্টাগ্রামে এ নিয়ে এক ভিডিও পোস্ট করেন।
ম্যাডোনার পোস্ট করা ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘বন্ধুরা আমরা লাইভ করতে যাচ্ছি, কিন্তু হচ্ছে না! লাইভ ব্লক করে দেয়া হচ্ছে! কী হচ্ছে এসব?’
ভিডিওতে দেখা যায় লাইভে যাওয়ার চেষ্টার সময় ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ একটি সতর্কতা বার্তা পাঠায়। যেখানে সংস্থাটির থেকে আহ্বান জানানো হয় যেন, ম্যাডোনা ইনস্টাগ্রামের সবাইকে সম্মান করবেন, লোকেদের স্প্যাম করবেন না বা নগ্ন কোনো ছবি পোস্ট করবেন না।’
ম্যাডোনা পরে নিজেই মজা করে বলেন, ‘আমার জীবনে এত পোশাক পরিনি!’
‘ভাদাইমা’খ্যাত কৌতুক অভিনেতা আহসান আলীর মৃত্যু হয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তার মৃত্যু হয়।
আহসান আলীর বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের দাইন্যা রামপাল গ্রামে। তার বয়স হয়েছিল ৫০ বছর।
দাইন্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফজাল হোসেন নিউজবাংলাকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আহসানের শ্যালক জজ আলী জানান, দীর্ঘদিন ধরে আহসান ক্যানসারে আক্রান্ত ছিলেন। তার লিভারেও পানি জমেছিল। রোববার তাকে প্রথমে টাঙ্গাইল শহরের একটি হাসপাতালে নেয়া হয়।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
মরদেহ বাড়িতে নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ইউপি চেয়ারম্যান আফজাল।
স্থানীয়রা জানান, আহসান একসময় কৃষিকাজ করতেন। দুই যুগ আগে তিনি কৌতুক অভিনয় শুরু করেন। এরপর ভাদাইমা হিসেবে পরিচিত হন।
১৯৯৪ সালের ২১ মে। ২৮ বছর আগের এদিনে ফিলিপাইনের পাসেতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের প্লেনারি হল থেকে একজনের হাসির দ্যুতি ছড়িয়ে পড়েছিল ভারতজুড়ে। কারণটা অবশ্যই যুক্তিসংগত ছিল। ভারতের মাটিতে প্রথমবারের মতো আসে বিশ্বসুন্দরীর মুকুট।
কথা হচ্ছে সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের কথা।
২৮ বছর আগে ভারতীয় এই সুন্দরীর মাথায় শোভা পেয়েছিল বিশ্বসুন্দরীর মুকুট। দিনটিতে এখন নস্টালজিক ৪৭ বছরের এই তারকা। শনিবার টুইটারে একটি আবেগঘন নোট লেখেন তিনি।
‘সুন্দর একটি অনুভূতি। ভারতের প্রথমবারের মতো মিস ইউনিভার্স জেতার শুভ ২৮ বছর। সময় উড়ে যায়... রয়ে যায় সৌন্দর্য।’
Beautiful is a feeling 😍💃🏻😁 Happy 28 years of INDIA winning Miss Universe for the very first time!!👏😁💃🏻Time flies…Beauty remains!!!💋#Love #Pride #Motherland #MissUniverse1994 #INDIA 🙏🇮🇳 Mahal Kita #Philippines ❤️ pic.twitter.com/LxMqU4ntx2
— sushmita sen (@thesushmitasen) May 21, 2022
সে বছর সুস্মিতাসহ মোট ৭৭ প্রতিযোগী অংশ নিয়েছিলেন প্রতিযোগিতায়। প্রথম রানারআপ হয়েছিলেন মিস কলম্বিয়া ক্যারোলিনা গোমেজ, মিস ভেনিজুয়েলা মিনোর্কা মারকাদোর দ্বিতীয় রানারআপ।
আরও পড়ুন:
মন্তব্য