করোনাভাইরাস মহামারির মধ্যে এবার দুই সপ্তাহ পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা।
তিনি বলেন, ‘আমি জানি দুই সপ্তাহ পিছিয়েছে। ১৫ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হবে, তবে আমাদের কাছে এখনও মন্ত্রণালয় (সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়) থেকে অফিশিয়ালি চিঠি আসেনি।’
মেলা শুরুর সময় কেন পেছানো হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘করোনা পরিস্থিতির কারণেই।’
বিষয়টি নিয়ে জানতে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদকে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।
নিয়ম অনুযায়ী প্রতি বছর পয়লা ফেব্রুয়ারিতে বইমেলা শুরু হয়, তবে করোনা পরিস্থিতির কারণে গত বছর দেড় মাসেরও বেশি পিছিয়ে ১৮ মার্চ শুরু হয়েছিল মেলা।
স্কুল জীবন থেকেই শিক্ষার্থীদের স্বাবলম্বী হতে সঞ্চয়ের খাতা খোলার পরামর্শসহ প্রশিক্ষণের পাশাপাশি সমাবেশ ও করছে পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)। এ জন্য ওই প্রতিষ্ঠানটি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে” করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা” এ শ্লোগানকে সামনে রেখে এগিয়ে চলেছে।
গতকাল দুপুরে পল্লী উন্নয়ন বোর্ড নড়াইল জেলা শাখা সদর উপজেলার গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়ে এমন এক প্রশিক্ষণসহ সমাবেশের আয়োজন করে। প্রায় দুই শতাধিক কিশোরী অনুষ্ঠানে অংশ নেয় ।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার জাহান। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিআরডিবির উপ-পরিচালক মো. গোলাম রসুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রশীদ ।
জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, ছোট থাকতেই সবার সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা উচিত। সঞ্চয় হচ্ছে বিপদের বন্ধু। তিনি বলেন, আগে দাদা-দাদীকে দেখেছি মাটির ব্যাংক অথবা বাশের খুটি ছিদ্র করে সেখানে টাকা পয়সা জমা রাখতে। তাদের কাছ থেকেই আমরা সঞ্চয়ী হতে শিখেছি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন থেকেই তোমাদের সঞ্চয়ী হতে হবে। সেই টাকা দিয়ে তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে পারবে। বাবা-মায়ের মুখাপেক্ষী হতে হবে না। নিজে স্বাবলম্বী হও অপরকেও হতে বলো।
বিআরডিবির উপ-পরিচালক মো. গোলাম রসুল বলেন, সমাজের দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত কর্মসংস্থান প্রকল্পের (ইরেসপো) দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে এ কার্যক্রম অনুষ্ঠত হচ্ছে। তিনি বলেন, কিশোরীদের শিক্ষা,দক্ষতা,উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ ও সমাজ সচেতনতায় এ ধরণের প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ । এতে কিশোরীদের আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠার সাহস যোগায় ।
পরে সঞ্চয়ের টাকা, বিনামূল্যে প্রশিক্ষণ সামগ্রী স্যানেটারী নাপকিন, খাতা-কলম, স্কুল ব্যাগ বিতরণ করা হয়। পাশাপাশি বাল্যবিবাহকে না বলুন শিক্ষক-শিক্ষার্থীদের এমন শপথবাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সজল বিশ্বাস।
নওগাঁয় ভজন দেবনাথ সজল নামে এক অটোরিকশা চালককে হত্যার দায়ে পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদলাতের বিচারক মো. কায়সারুল ইসলাম এ রায় দেন।
রায়ের বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মুনছুর আলী নিশ্চিত করেছেন।
রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- নওগাঁ সদর উপজেলার আরজী নওগাঁ মন্ডল পাড়া এলাকার শুকুর আলীর দুই ছেলে মো: জুয়েল এবং জাহের আলী, আরজী নওগাঁ উত্তরপাড়া এলাকার হাসান মিয়ার ছেলে সুরুজ মিয়া, শহরের চকপ্রসাদ এলাকার আব্দুস সাত্তারের ছেলে রতন মন্ডল, শহরের উত্তরপাড়া পবা মসজিদ এলাকার বেদারুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম এবং বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার খানপুর এলাকার মৃত শাহজাহানের ছেলে আব্দুর রশিদ।
আসামীদের মধ্যে জহের আলী পলাতক রয়েছেন।
আদালত সুত্রে জানা যায়, ভজন দেবনাথ সজল একজন অটোরিকশা চালক ছিলেন। ২০১৯ সালের ১৬ নভেম্বর সন্ধ্যা ৬ টার দিকে তার নিজস্ব অটোরিকশাটি নিয়ে প্রতিদিনের ন্যায় ভাড়ায় চালানোর জন্য নিজ বাড়ি হতে বাহিরে যায়। তারপর ওই দিন রাতেই সে আর বাড়িতে ফিরে আসেনা। এরপর স্বজনরা তাকে বিভিন্ন জায়গায় ও আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পায়না। পরের দিন ১৭ নভেম্বর সকালে নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ি গোটার বিলে পাকা রাস্তা সংলগ্ন কাঁদা পানিতে কচুরি পানার মধ্য থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় তার পিতা ভূপেনন্দ্রাথ দেবনাত বাদী হয়ে নওগাঁ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন ধরে চলা এ মামলায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।
মামলায়, আলতাফ হোসেনের ছেলে আব্দুল আজিজের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাকে খালাস প্রদান করা হয়েছে। মামলার এ রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মনছুর আলী সন্তোষ প্রকাশ করেছেন।
জামালপুরের দেওয়ানগঞ্জে ২০২৪ এর গণঅভ্যুথানে শহীদ ও আহতদের চিকিৎসা সহায়তা ও অটোরিকসা প্রদান করেছে আমরা বিএনপি পরিবার নামের একটি সামাজিক সংগঠন।
বুধবার (২৭ আগষ্ট) বিকালে দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আমরা বিএনপি পরিবার এর আয়োজন করে। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা আহত ও নিহত হয়েছেন তাদের পাশে দাঁড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সামাজিক ও মানবিক সংগঠন করেছেন আমরা বিএনপি পরিবার। শুধু তাই নয় যারা খেলাধুলায়, মেধা চর্চায় কৃতিত্ব অর্জন করেছে এবং সমাজে বিভিন্নভাবে অবদান রেখেছে তাদের পাশে দাঁড়িয়েছে এই সংগঠন আমরা বিএনপি পরিবার। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই আদর্শে অনুপ্রাণিত হয়েছেন, যেই আদর্শ প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান দেখিয়েছেন। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিএনপির কোষাধ্যক্ষ এম,রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা.মওদুদ হোসেন আলমগীর পাভেল, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মনিরুর রহমান মনিরসহ আরো অনেক।
এ সময় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আহত ৯জন ও নিহত ২জন মোট ১১ জনকে চিকিৎসা সহায়তা ও একটি অটোরিকসা প্রদান করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সারাদেশে উপজেলা/থানা আনসার কোম্পানি ও ইউনিয়ন আনসার প্লাটুন সদস্যদের নতুনধারার মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। এ প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ধানমন্ডির বিসিএসআইআর স্কুল এন্ড কলেজে ঢাকা মেট্রোপলিটন আনসার-দক্ষিণ জোন আয়োজিত প্রশিক্ষণ পরিদর্শন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।
মহাপরিচালক তাঁর বক্তব্যে বলেন—
“উপজেলা/ থানা আনসার কোম্পানি সামাজিক অপরাধ দমন ও আভ্যন্তরীন নিরাপত্তায় বাংলাদেশ আনসার ও ভিডিপির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ । সাধারন আনসার সদস্যের যথাযথ প্রশিক্ষণ সম্পৃক্ততা ও ধারাবাহিকতার অনুপস্হিতিতে দীর্ঘদিন যাবৎ উপজেলা আনসার কোম্পানি কাঠামো দুর্বল হয়ে পড়ে। চলমান সংস্কারের আওতায় অঙ্গীভূত আনসারদের সুনির্দিষ্টকরনের মাধ্যমে উপজেলা আনসার কোম্পানির প্রশিক্ষন ধারণাকে ঢেলে সাজিয়ে একটি জাতীয় নিরাপত্তা প্লাটফর্মে আনা হয়, যেখানে তারা অন্যান্য বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গণপ্রতিরক্ষা ও জাতীয় প্রয়োজনে কাজ করতে সক্ষম হয়।”
তিনি আরও বলেন—
“প্রতিটি আনসার সদস্য যদি এই মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে দায়িত্ব সম্পর্কে অবগত হন, তবে তারা বাংলাদেশ আনসার ও ভিডিপি’র যোগ্য দেশপ্রেমিক প্রতিনিধি হয়ে উঠবে।” আনসার বাহিনী প্রচলিত ধারা থেকে বেরিয়ে অধিকতর তারুণ্যনির্ভর, নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন এবং রাষ্ট্রীয় নিয়ম-কানুনে শ্রদ্ধাশীল সদস্যদের নিয়ে উপজেলা আনসার কোম্পানি গঠনে প্রতিজ্ঞাবদ্ধ। এজন্যই শারীরিকভাবে সক্ষম ও উত্তম চরিত্রের অধিকারী সদস্যদের এই প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়েছে।
উল্লেখ্য, এ প্রশিক্ষণে আধুনিক নিরাপত্তা ও মনস্তাত্ত্বিক যুদ্ধ বিষয়ক ধারনা অন্তর্ভুক্ত রয়েছে। প্রশিক্ষণ শেষে যোগ্য সদস্যরা উন্নত প্রশিক্ষণের সুযোগ পাবেন এবং বিভিন্ন প্রকল্পভিত্তিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখতে পারবেন। পাশাপাশি আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক তাদের আর্থিক সহযোগিতা প্রদান করবে। রাষ্ট্রীয় নিরাপত্তা, দুর্যোগকালীন কার্যক্রম, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং পূজা ও নির্বাচনসহ জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে উপজেলা আনসার সদস্যরা সরাসরি ভূমিকা পালন করবে। তাদের দায়িত্বপরিধি সুনির্দিষ্ট করা, সামাজিক ও আর্থসামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং বাহিনীর সংস্কারমূলক কর্মপরিকল্পনার সাথে সমন্বিত করতে এই প্রশিক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ধাপে ধাপে সারাদেশের মোট ৫২,১৮৩ জন সদস্য এতে অংশ নেবেন। ২৬ আগস্ট থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ ৮ ধাপে সারাদেশে অনুষ্ঠিত হয়ে ১০ জানুয়ারি ২০২৬ তারিখে সমাপ্ত হবে। প্রতিটি ধাপ ১৪ দিনব্যাপী। মহাপরিচালক মহোদয়ের পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আনসারের পরিচালক মো: আসাদুজ্জামান গনী এবং বিভিন্ন পদবীর কর্মকর্তাবৃন্দ।
বুধবার ২৭ আগস্ট ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, আজ ২৭ আগস্ট ২০২৫ তারিখ বুধবার সকাল ৭ টায় কোস্ট গার্ড স্টেশন হিজলা ও কালীগঞ্জ কর্তৃক বরিশালের মেহেন্দিগঞ্জ থানাধীন দড়ির চর খাজুরিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড তাজা কার্তুজ, ১ টি চাইনিজ কুড়াল, বিভিন্ন বৈদেশিক মুদ্রা এবং ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ দুর্ধর্ষ ডাকাত নাইম (২৯) কে আটক করা হয়।
আটককৃত ডাকাত বরিশালের মেহেন্দিগঞ্জ থানাধীন দড়ির চর খাজুরিয়া এলাকার বাসিন্দা।
আটককৃত ডাকাত ও জব্দকৃত সকল আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মেহেন্দিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বরগুনার পাথরঘাটায় নুরুল ইসলাম মনি ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশনের সুযোগ পেয়েছেন এক হাজার নারী-পুরুষ ও শিশু।
সোমবার (২৫ আগস্ট) সকাল ৯টা থেকে দিনব্যাপী পাথরঘাটা সরকারি কলেজ প্রাঙ্গণে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। চিকিৎসাসেবা নিতে আসা প্রত্যেককে ডাক্তার দেখানোর পাশাপাশি বিনামূল্যে চশমা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
চিকিৎসা নিতে আসা সুভাষচন্দ্র, হাসিনা বেগম, ফয়সাল খন্দকার ও শরিফা রাবেয়া বেগম বলেন, গ্রামের অসহায় মানুষ বড় শহরে গিয়ে চোখের ডাক্তার দেখাতে পারেন না। এ ধরনের উদ্যোগের কারণে তারা ঘরে বসেই চিকিৎসাসেবা পাচ্ছেন। তারা বলেন, “প্রতিমাসে যদি এমন আয়োজন হতো, তবে গ্রামের অসংখ্য মানুষ উপকৃত হতো।
নুরুল ইসলাম মনি ফাউন্ডেশনের সদস্য যুবরাজ বলেন, আমরা এক হাজার মানুষকে ফ্রিতে চক্ষু চিকিৎসা ও ওষুধ দিয়েছি। খুব শিগগিরই আরও ২-৩ শত মানুষকে চিকিৎসা দেওয়ার ব্যবস্হা করা হচ্ছে।
আগামীতে সমগ্র জেলা জুড়ে এ ধরনের ক্যাম্পের আয়োজনের পরিকল্পনা রয়েছে। যারা সামর্থ্যের অভাবে ডাক্তার দেখাতে বা ওষুধ কিনতে পারেন না, তাদের পাশে সবসময় নুরুল ইসলাম মনি ফাউন্ডেশন থাকবে।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া এই অঞ্চলের মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নুরুল ইসলাম মনি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি উদ্যোগ গ্রহন করার জন্য। আমরা আশা করছি আগামী দিনেও মানবতার সেবায় নিয়োজিত নুরুল ইসলাম মনি ফাউন্ডেশন এই জনপদের মানুষের পাশে থাকবে।
বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা পেয়ে রোগীরা নূরুল ইসলাম মণি ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম মণি সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কুমিল্লা সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের ধনুয়াখলা পূর্ব পাড়ার কমলাপুর সড়কের পশ্চিম পাশে বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এক মাদ্রাসা-মসজিদের নামে পরিচালিত কথিত রাজারবাগী অনুসারীদের কুফর ও শিরকি আকীদাভিত্তিক আস্তানা বন্ধের দাবিতে এলাকাবাসী প্রতিবাদে ফেটে পড়েছেন।
বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলার ধনুয়াখলা বাজারে সর্বস্তরের তাওহীদি জনতার আয়োজনে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, এলাকাবাসীর ধর্মীয় অনুভূতির প্রতি চরম অবজ্ঞা দেখিয়ে দীর্ঘদিন ধরে রাজারবাগী মতাদর্শে পরিচালিত এই ভণ্ড আস্তানা ইসলাম ধর্মের মৌলিক আকীদার পরিপন্থী কার্যকলাপে লিপ্ত রয়েছে।
বক্তারা আরো জানান, কুরআন ও সহীহ হাদীসভিত্তিক ইসলামি শিক্ষা ও চর্চার পরিবর্তে বিভ্রান্তিকর ও ভ্রান্ত আকীদা প্রচার করে মুসলিম সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে এই চক্র। এতে নতুন প্রজন্মের ধর্ম থেকে বিচ্যুত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।প্রতিবাদ সভায় তাওহীদি জনতার পক্ষে বক্তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন এবং এই ভ্রান্তপথগামী গোষ্ঠীর কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।মুফতি শামসুল ইসলাম জিলানীর সভাপতিত্বে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন কুমিল্লা
আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, জামাতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল্লাহ আল মামুন, কালীর বাজার ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম সিআইপি, কুফর শিরক প্রতিরোধ কমিটির সভাপতি হাফেজ আহমদ। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
মন্তব্য